এটোসেকেন্ড সাইন্স Attosecond and Nobel prize 2023 physics explained in Bangla Ep 123

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024

ความคิดเห็น • 440

  • @panthergigs788
    @panthergigs788 11 หลายเดือนก่อน +103

    বিজ্ঞানের ফাঁকে কথাগুলো দুর্দান্ত শিক্ষা দিয়ে গেলেন ❤❤

  • @Mdsaif-gq2zz
    @Mdsaif-gq2zz 11 หลายเดือนก่อน +128

    ধন্যবাদ ভাইয়া শিক্ষকদের ব্যাপারে এই সুন্দর কথাগুলো বলার জন্য। ❤

  • @JubayerWatt
    @JubayerWatt 11 หลายเดือนก่อน +50

    স্বল্প কথায় বিজ্ঞানের পাশাপাশি সমাজ মনোবিজ্ঞান নিয়েও অত্যন্ত চমৎকার বিশ্লেষণ করেছেন, এত সুন্দর করে প্রাসঙ্গিক কথাগুলো বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, হ্যাটস অফ ম্যান। ❤

    • @MdLiton-y6c
      @MdLiton-y6c 9 หลายเดือนก่อน

      খ২
      ৬😅ল

  • @kawsarhamid4868
    @kawsarhamid4868 11 หลายเดือนก่อน +61

    শেষের কথাগুলো মন ছুয়ে গেছে, আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ, আল্লাহ আপনা মেধাকে মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করুন।

  • @maksudalmuhaimin9594
    @maksudalmuhaimin9594 11 หลายเดือนก่อน +20

    ভাই বিজ্ঞানের ছাত্র না হওয়ায় আপনার এই ভিডিও গুলা যখন দেখি তখন সবকিছু মাথার উপর দিয়া যায়🤯 অনেক কিছু বুঝতে কষ্ট হয়। তবু ও আপনার সাবলীল উপস্হাপনার জ্ন্য আপনার সব ভিডিওগুলার জন্য আলাদা আকর্ষন অনুভব করি।ভালবাসা অবিরাম❤❤

  • @Taslim1
    @Taslim1 11 หลายเดือนก่อน +21

    স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আপনি খুব ভালো করে বোঝাতে পারেন তাই আমরা আপনার প্রত্যেকটি ভিডিও দেখি।❤❤❤

  • @KhalilurRahmanNadim
    @KhalilurRahmanNadim 11 หลายเดือนก่อน +33

    এইরকম ছোট ছোট গঠনমূলক বার্তাগুলো একদিন আমাদের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে, আমরা লাভ করবো একটি সভ্য জাতির মর্যাদা। ধন্যবাদ।

    • @tadashihamada3284
      @tadashihamada3284 11 หลายเดือนก่อน

      না, আমি তার কোন বাস্তব রূপ পায় না

    • @faysalibnesayed3588
      @faysalibnesayed3588 11 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ

  • @sankarbasu8524
    @sankarbasu8524 11 หลายเดือนก่อน +254

    আমি সারা জীবন, শিক্ষার সাথে যুক্ত ছিলাম, তখন, অর্থের থেকে সম্মান অনেক বেশি ছিল। সমাজের কাছে সেটাই সব থেকে বড় পাওনা হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে পেরেছি। বর্তমান অবস্থা খুবই দুঃখজনক। আপনাকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ থেকে।

    • @ovikkhan3012
      @ovikkhan3012 11 หลายเดือนก่อน +5

      🥴🥴🥴

    • @ujjwalghosh779
      @ujjwalghosh779 11 หลายเดือนก่อน +3

      🙏

    • @khairulislamanik
      @khairulislamanik 11 หลายเดือนก่อน

      পুঁজিবাদ আমাদের জীবনে অপ্রয়োজনীয় অতিরিক্ত চাহিদা তৈরি করছে । সেগুলো পূরণ করতে ন্যায় নীতি জলাঞ্জলি দিয়ে আমরা সবাই হন্যে হয়ে ছুটছি ।

    • @MdhauKhan
      @MdhauKhan 11 หลายเดือนก่อน +9

      লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

    • @Sujit_Yahoodi_katua_lover
      @Sujit_Yahoodi_katua_lover 11 หลายเดือนก่อน +1

      Ki re jaativaadi sontrasi, brahaman er dalal kuttar baccha sontrasi, brahaman ki ekhon o maare toder, hindura hinduism charse, Ram Tesla ka CEO hai 😂

  • @RakibHossain-zx2ty
    @RakibHossain-zx2ty 11 หลายเดือนก่อน +21

    বাংলায় যখন এত সুন্দর কোনো বিশ্লেষণ শুনি, সত্যিই অনেক ভালো লাগা কাজ করে।
    কি অমায়িক আপনার প্রতিভা স্যার❤

  • @MdSolaiman-ie5zl
    @MdSolaiman-ie5zl 11 หลายเดือนก่อน +7

    বিজ্ঞানকে এতো সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ভালোবাসি। বাঙালি জাতির উন্নয়নে শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ। সরকারের কাছে, জাতীয় পর্যায়ে এ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।

  • @sarminshila2505
    @sarminshila2505 11 หลายเดือนก่อน +5

    আপনি বিজ্ঞানের এত্ত কঠিন বিষয় এত সহজ করে বুঝান যে,অবাক হতে হয়।আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক,শুভকামনা নিরন্তর।

  • @naimurrahmannirob5185
    @naimurrahmannirob5185 11 หลายเดือนก่อน +13

    দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গঠনমূলক মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ❤
    গত ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে গবেষণা খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল।
    চিন্তা করা যায় গবেষণার মতো এতো গুরুত্বপূর্ণ খাতে এতো কম টাকা বরাদ্দ করে সরকার। মাত্র ১৫০ কোটি টাকা 🙂
    দেশের উন্নতি হবে কেমনে ভাই??

    • @mdtanvirzamantuhin9334
      @mdtanvirzamantuhin9334 8 หลายเดือนก่อน +2

      ঠিক বলেছেন ভাই। এদেশের লোক মনে করে যার যত সাল মুখস্থ বা তথ্য মুখস্থ সে তত বেশি শিক্ষিত। আমাদের সায়েন্সের ছাত্রদের যা পড়ানো হয় তা বাস্তব জীবনে কোন কাজে লাগবে বা কিভাবে কাজে লাগাবে এটা কোনোদিনই শেখানো হয় না বস্তুত শেখাতে পারে না 😇

  • @parthasdatta1149
    @parthasdatta1149 11 หลายเดือนก่อน +5

    বাংলাদেশে তোমার মত আরো কয়েকজন ব্যাক্তির প্রয়োজন নচেৎ তোমাদের উন্নতি কঠিন। তুমি শুধু একজন শিক্ষিতই নয় অত্যন্ত মার্জিত। ভালো থেকো🎉

  • @mdamit7888
    @mdamit7888 11 หลายเดือนก่อน +8

    ভাইয়া আপনার ভিডিও আমি অনেক দেখি এবং অনেক কিছু শিখি। আপনাকে অনেক ধন্যবাদ। এমন শিক্ষানীয় ভিডিও আরো চাই।❤❤❤

  • @MdNasirUddin-y8e
    @MdNasirUddin-y8e 11 หลายเดือนก่อน +3

    আপনার শেষ কথা গুলো মনকে ছুয়ে দিয়েছে। ❤❤❤

  • @md.hasinurrahman9699
    @md.hasinurrahman9699 11 หลายเดือนก่อน +2

    অসাধারণ content.
    গ্রহসমূহের গতিপথ নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ রইলো

  • @firojmia7168
    @firojmia7168 7 หลายเดือนก่อน +1

    শেষের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষকদের নিয়ে কথা বলার কেউ নাই ভেবেছিলাম। একজন আছে, এইটা ভেবেই কিছুটা আনন্দ লাগছে। ধন্যবাদ।

  • @FahimKhan-zw1ee
    @FahimKhan-zw1ee 11 หลายเดือนก่อน +1

    ভাই,আমি আপনার ভিডিয়ো নিয়মিত দেখি, আপনি কনটেক্সটের বাহিরে কথা বলেন খুব কম। কিন্তু আজকে খুব সুন্দর ভাবে টপিক শেষ করে দুটো ম্যাসেজ দিয়েছেন ধন্যবাদ।

  • @nirobmahmud0880
    @nirobmahmud0880 7 หลายเดือนก่อน +1

    আপনার সত্য বলার বচনভঙ্গি খুবই সুন্দর ও সাবলীল, প্রতিটি ভিডিও শেষে শিক্ষনীয় উপদেশমূলক কথা গুলো আপনার সুন্দর মানসিকতার পরিচয় প্রকাশ করে। ❤

  • @MDAnamulSheikhHridoy
    @MDAnamulSheikhHridoy 11 หลายเดือนก่อน +1

    ভাই আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি এর মাধ্যমে আমার জানার পরিসর অনেক বৃদ্ধি পাচ্ছে,,, আপনাকে অনেক ধন্যবাদ

  • @truereveled3263
    @truereveled3263 11 หลายเดือนก่อน +3

    শেষের দিকে দেশের বর্তমান চলমান সমস্যা ৩০ সেকেন্ড এ তুলে ধরেছেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ

  • @mirabdullahalfaisalfaisal5608
    @mirabdullahalfaisalfaisal5608 11 หลายเดือนก่อน +7

    আসলেই চমৎকার বিশ্লেষণ।। ❤❤

  • @abdussobur2240
    @abdussobur2240 11 หลายเดือนก่อน +5

    thank you ভাইয়া শেষের কথাগুলো অনেক ভাল ছিল।

  • @mirzaalim2439
    @mirzaalim2439 11 หลายเดือนก่อน +7

    আলহামদুলিল্লাহ
    আপনি আমাদের দেশের জন্য একটি নেয়ামত। ভাইরাস ও ব্যাকটেরিয়ার জীবনচক্রের উপরে একটি তাত্ত্বিক ভিডিও চাই। ভালোবাসা অবিরাম ❤🎉🎉

  • @tayntutul7978
    @tayntutul7978 11 หลายเดือนก่อน +2

    আপনি শুধু একজন বিজ্ঞানমনস্ক মানুষই নন সমাজ সচেতন মানুষও বটে। যদি আমি ফেসবুক তেমন ব্যবহার করি না ইউটিউব এ আপনার চ্যানেলের সাথে পরিচয় এবং সমস্ত ভিডিও দেখা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও একাধিক বার ও দেখেছি । ধন্যবাদ🎉

  • @mdrashedbepary3341
    @mdrashedbepary3341 11 หลายเดือนก่อน +2

    আমি জুম্মন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইছি।👌👌

  • @golammostafa3994
    @golammostafa3994 4 หลายเดือนก่อน

    আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আপনার সাবলীল ভাবে উপস্থাপনার ধরণ দেখে , সত্যিই আমি অবাক হচ্ছিলাম। যদিও আপনি বিজ্ঞান বিষয়ের উপর গবেষণা করেন এবং তা নিয়ে বিশদ আলোচনা করে থাকেন, তথাপি আপনার অন্যান্য সামাজিক আলোচনা খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। আপনার এ পর্বের শেষের কথাগুলো ছিল খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ। যদি আমাদের সমাজ ও রাষ্ট্র এ বিষয়ে চিন্তা- ভাবনা করতো , তাহলে বোধ হয় পুরোটা দেশের চেহারাটাই বদলে যেত। আজ আমাদের শিক্ষা ও শিক্ষকদের যে কী অবস্থা , তা দেখলেই বোঝা যায়। আদর্শ শিক্ষা ব্যতিরেকে কোন আদর্শ শিক্ষার্থী আশা করা , বাতুলতা মাত্র। আর একজন আদর্শ শিক্ষকই পারেন একজন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে। আজকের যে সামাজিক অবক্ষয় ; এর জন্য দায়ী সুশিক্ষার অভাব।

  • @JahidHassan-c5g
    @JahidHassan-c5g 11 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ বাংলায় ভিডিওটি তৈরি করার জন্য। এটি ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক বড় অবদান। এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি।

  • @dilwarhusain8573
    @dilwarhusain8573 11 หลายเดือนก่อน +3

    আসসালামুআলাইকুম। ভাই, কেমন আছেন?
    সত্যিই, আপনার জ্ঞানের প্রশংসা করতেই হয়। আপনার মতো যদি আমাদের এই প্রজন্ম হিংস্র রাজনীতিতে না ঢুকে জ্ঞান আহরণের খোঁজ করতো তবে- নিশ্চিত দেশের বিজ্ঞানাকাশের অনেক উন্নতি সাধন হতো!❤

  • @JannatulFardowshy
    @JannatulFardowshy 7 หลายเดือนก่อน +1

    স্যার, আপনার শেষের কথাগুলো হৃদয় ছুয়ে গেল।

  • @kamruntanya5408
    @kamruntanya5408 11 หลายเดือนก่อน +2

    শেষ কথাগুলো ভালো লাগলো। সবাই ভালো কারিকুলাম চায়, ভালো শিক্ষক চায়৷ কিন্তু শিক্ষার ভালো পরিবেশ নিয়ে কারো মাথা ব্যথা নেই। শিক্ষক - শিক্ষার্থী অনুপাত, স্কুল ও ক্লাসরুমের ভৌত অবকাঠামো, নিরাপদ পানি, স্যানিটেশন, ক্লাসের সময়সূচি, এমন কি ক্লাসের দেয়ালের রঙটাও গুরুত্বপূর্ণ! এগুলো নিয়ে এখনো আমরা ভাবতে শিখি নি৷

  • @arjupodder5909
    @arjupodder5909 11 หลายเดือนก่อน +4

    ধন্যবাদ ভাই,দেশের চরম বাস্তবতাকে তুলে ধরার জন্য। ❤

  • @farhadfaisal9410
    @farhadfaisal9410 11 หลายเดือนก่อน +1

    ''এটো সেকেন্ড সাইন্সের'' মূল কথাটির চমৎকার সংক্ষিপ্ত বর্ণনার জন্য অভিনন্দন!

  • @parvesahmmed7245
    @parvesahmmed7245 6 หลายเดือนก่อน +1

    অনেক ভালো লাগে আপনার ভিডিও, আজ আরো বেশি ভালো লেগেছে কারণ কিছু অতি বাস্তব কথা বলার জন্য

  • @shahjahansarker5492
    @shahjahansarker5492 2 หลายเดือนก่อน

    আপনাকে আমার আন্তরিক অভিনন্দন ও ছালাম। আমার মনে হয় বাংলাদেশের লেখাপড়ার মান পৃথিবীর সর্বনিম্ন ৮/১০টা দেশের মধ্যেই সীমাবদ্ধ। শিক্ষাক্ষেত্রে আপনার মত বিজ্ঞানসম্মত জ্ঞানী মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন।

  • @স্রোতস্বিনী-দ১ম
    @স্রোতস্বিনী-দ১ম 11 หลายเดือนก่อน +3

    Last lines were just gossebumping,salute you🫡🫡🫡

  • @sharifzobairhossain3765
    @sharifzobairhossain3765 11 หลายเดือนก่อน +1

    Thank you jumman vai. Osadharon uposthapon.

  • @threesiblinggallery9658
    @threesiblinggallery9658 11 หลายเดือนก่อน +2

    100% agreed with the thinking about our teachers. Thanks for sharing your logical and pracrical thoughts. Keep it up.

  • @mdmasudreheman4874
    @mdmasudreheman4874 10 หลายเดือนก่อน +2

    সামান্য টু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো লাগে 😊

  • @jihantajrin7306
    @jihantajrin7306 11 หลายเดือนก่อน +4

    Excellent analysed and understood about this scientific fact...Thanks again for your useful and knowledgeable video vaia..❤😂😊

  • @techversebd
    @techversebd 11 หลายเดือนก่อน +1

    Thanks for the must needed awareness you added at the last.

    • @RaiyanAhmedNabil536
      @RaiyanAhmedNabil536 11 หลายเดือนก่อน

      Techverse😯😯

    • @imomhosan
      @imomhosan 11 หลายเดือนก่อน

      Whoa😮😮😮

  • @ryanrakib619
    @ryanrakib619 11 หลายเดือนก่อน

    আমি যখন প্রথমবার আপনার একটা ভিডিও দেখলাম সেইবার ই চ্যানেল সাবস্ক্রাইভ করে রাখসিলাম....
    আপনার ভিডিওচিত্র দিয়ে তথ্য উপস্থাপনের ব্যাপারটা এতো সহজ এবং বোধগম্য করাটা ই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে....
    আপনার ভয়েস আর বোঝানোর দক্ষতা ও অসাধারণ...
    keep the good works up brother.....❤

  • @shohagmia5134
    @shohagmia5134 11 หลายเดือนก่อน +1

    আপনাকে অনেক ধন্যবাদ। এমন শিক্ষানীয় ভিডিও আরো চাই।

  • @soumitraseth6921
    @soumitraseth6921 11 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর উপস্থাপনা 🙏 অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন, আনন্দে থাকবেন ।

  • @infozonebyobayed
    @infozonebyobayed 11 หลายเดือนก่อน +1

    You deserve gold medal. If I were owner of a gold medal, I would give to you for your extraordinary explanation.

  • @rimrosegood-me8un
    @rimrosegood-me8un 11 หลายเดือนก่อน

    খুব কঠিন বিষয়। হ্যাঁ, এগুলি আমাদের মত দর্শক ও শ্রোতাদের জন্য। বিজ্ঞান ও সমাজ চেতনা নিয়ে আপনি একজন সুক্ষ্ম নিরপেক্ষ ব্যাক্তি, এমনটাই মনে হলো। ভালো থাকবেন।

  • @sknuman
    @sknuman 11 หลายเดือนก่อน

    শেষের কথাগুলো খুবই ভালো লেগেছে, অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খুব সহজেই বলে দিয়েছেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ।

  • @monowarju
    @monowarju 11 หลายเดือนก่อน +2

    শিক্ষকদের নিয়ে মনের কথাগুলো বলেছেন❤

  • @sajalfalia5051
    @sajalfalia5051 11 หลายเดือนก่อน

    বিজ্ঞানের বাইরে কথাগুলো খুব ভাল লাগলো। আপনার উপস্থাপন খুব ভাল লাগে সব সময়।

  • @rainywind2198
    @rainywind2198 11 หลายเดือนก่อน +1

    I wholeheartedly agree with you when you have drawn the real situation of social media & economic- socio status of a teacher. Thank you so much for enlightening people with the knowledge of science.

  • @প্রদীপ্তমণ্ডল
    @প্রদীপ্তমণ্ডল 11 หลายเดือนก่อน

    আজকের ভিডিওটা সত্যিই অসাধারণ। শিক্ষার ব্যাপারে যে সমস্যার কথা বললেন, তা শুধু বাংলাদেশে নয়। আমাদের ভারতেও একই পরিস্থিতি.... ধন্যবাদ জুম্মান ভাই।

  • @fariedhossain
    @fariedhossain 11 หลายเดือนก่อน +1

    You are the greatest teacher in the world. Love from a biologist.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @badshaalom6701
    @badshaalom6701 11 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই! বিষয় টি জানার খুব ইচ্ছা ছিলো,,এত তাড়াতাড়ি আপনি এক্সপ্লেইন করবেন,তা ভাবনার বাইরে ছিলো!

  • @Explore_with_Sabur
    @Explore_with_Sabur 11 หลายเดือนก่อน

    এটা একটি কোয়ান্টাম অপটিকসের ফিল্ড আপনি খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন দেখে খুব ভালো লাগলো

  • @ZahedulIslam-bk6ez
    @ZahedulIslam-bk6ez 11 หลายเดือนก่อน

    শেষের কথাগুলো আপনার দুর্দান্ত লেগেছে

  • @BNBC01
    @BNBC01 11 หลายเดือนก่อน

    জুম্মান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য।
    তার চেয়ে আর একটু ভালো হতো আপনি যদি এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিভাবে হল। আপনার মাধ্যম থেকে সেটা জানতে চাই ।
    বিগ ব্যাং থেকে হোমো স্যপিয়েন্সের এ বিষয়ের উপরে ভিডিও বানান ।

  • @dhononjoykoch1995
    @dhononjoykoch1995 11 หลายเดือนก่อน +1

    If I could have been an animator. I would do the animation for free for you. You are genius with good heart.

  • @agaming208
    @agaming208 11 หลายเดือนก่อน +1

    কমেন্টে কিছুই বলার নেই ❤️।।
    খুবই সুন্দর হয়েছে ❤️❤️❤️।।

  • @SakilAhmed-mc6sv
    @SakilAhmed-mc6sv 11 หลายเดือนก่อน

    শেষের কথা গুলো খুবই ভালো লেগেছে ।
    সম্পুর্ন ভিডিও টাই অনেক ভালো হয়েছে, দারুন এক্সপ্লেনেশন !

  • @somirhossain3939
    @somirhossain3939 5 หลายเดือนก่อน

    nice explanation, ajke laser light production principle bujhlam

  • @bossgammr3565
    @bossgammr3565 11 หลายเดือนก่อน +1

    দাদা সেট theory video চায়❤❤❤❤❤ 0:49

  • @shihababdurrakib5165
    @shihababdurrakib5165 11 หลายเดือนก่อน

    শেষের কথা গুলো অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ ছিলো
    ভালোবাসা নিবেন ভাই ❤❤❤

  • @আরিশফা
    @আরিশফা 11 หลายเดือนก่อน +1

    রসায়নের প্রাণ 'পর্যায় সারণী' নিয়ে ভিডিও চাই

  • @mohiuddinkhan9985
    @mohiuddinkhan9985 11 หลายเดือนก่อน

    শেষের কথাগুলো দুর্দান্ত ছিল ছ্যার।

  • @shuvokhan622
    @shuvokhan622 11 หลายเดือนก่อน

    ❤ ভিডিওর শেষের অংশে আপনার প্রতিবাদ। খুবই ভালো উদ্যোগ। ♥️

  • @AimOfLife123
    @AimOfLife123 11 หลายเดือนก่อน +2

    ভাইয়া আমি এমন একটি কাজ করতে চাই যাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়। আমরা জীবনের লক্ষ কাউকে বলিনি হয়তো বলবোও না। কিন্তু তা একটি ভালো কাজ।আপনার কাছে সময় থাকলে দোয়া করবেন।

  • @MDMostafa-xb6te
    @MDMostafa-xb6te 11 หลายเดือนก่อน

    Last a Vi Onek Sundor khota bolsen apnar Moton Chinta vabona Jodi Bangladesh er 40% Manus er moddheo Thakto .............

  • @mohammadhafizalasadasad2248
    @mohammadhafizalasadasad2248 11 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম।

    আমি যতগুলো চ্যানেলে সাবস্ক্রাইবড তন্মধ্যে আপনার কন্টেন্টগুলো সর্বোত্তম।
    আপনার জন্য শুভকামনা।

    "রেড-শিফট" এবং "ডপলার ইফেক্ট" সম্বন্ধে আপনার যে ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে অনুগ্রহপূর্বক সেগুলোর নাম/লিংক কি আমাকে দিবেন; নতুন কিছু শিখতে পারতাম।

    ধন্যবাদ।

  • @MKHGuy-h2s
    @MKHGuy-h2s 11 หลายเดือนก่อน +1

    শেষের কথা গুলো সুন্দর ছিল

  • @sultanmahmud-of2wo
    @sultanmahmud-of2wo 11 หลายเดือนก่อน

    আপনার শেষের কথাগুলো খুব ভালো লেগেছে। এগিয়ে যান...

  • @nawabzada10565
    @nawabzada10565 9 หลายเดือนก่อน

    Hallucination নিয়ে একটি বিজ্ঞানভিত্তিক তথ্যবহুল ভিডিও দিলে উপকৃত হবো।❤❤

  • @Forkanulislam5562
    @Forkanulislam5562 11 หลายเดือนก่อน +2

    আমি আপনার সাথে অনেকটাই একমত। তবে শিক্ষক বিষয়ে আমার অভিজ্ঞতা একটুভিন্ন। স্কুল কলেজে যাদের শিক্ষক (বিশেষ করে বিজ্ঞানের) হিসেবে পেয়েছি তারা ছিলেন অত্যন্ত কমার্শিয়াল। তারা এমন পরিস্থিতি তৈরি করে রাখতেন ছাত্ররা যাতে স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য হয়। এই শিক্ষকরা ক্লাসের পড়া টিউশনির পরানোর পার্থক্য করতে পারতেননা। আমার মত খুব অল্পসংখ্যক ছাত্র যারা স্যারের কাছে পড়তে যেতনা তারা খুব সমস্যায় পরতো। আমার জীবনে উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিতের যে শিক্ষক পেয়েছিলাম তার কাছে প্রাইভেট না পড়ার কারনে ফাইনালে ব্যাবহারিক পরিক্ষায় কোন প্রকার পাশ নাম্বার দিয়েছিলেন। অথচ তার কাছে পরেছে ফেলকরা ছাত্রকে তিনি পুর্ণ নাম্বার দেন। তারপরও সামাজিক মাধ্যমে শিক্ষকদের নিয়ে আজেবাজে কমেন্ট (এই কমেন্টের আগপর্যন্ত) করিনাই। তবে আপনি ইউটিউবে যেভাবে বুঝান শিক্ষক হিসেবে ভাল হবেন বলেই আমার বিশ্বাস।

    • @sm_akil
      @sm_akil 11 หลายเดือนก่อน +1

      ভাই...উনি তো বলছেন -ই এই অল্প টাকা দিয়ে..উনার কমার্শিয়াল চিন্তা ছাড়া আর কি বা করতে পারেন🙂

    • @Forkanulislam5562
      @Forkanulislam5562 11 หลายเดือนก่อน

      @@sm_akil বেশিরভাগ শিক্ষক এই অল্পটাকাতেই জীবনধারণ করেন। প্রশ্ন হচ্ছে শুধু সায়েন্স, একাউন্টটিং, ইংরেজি শিক্ষকরা কেন পারেননা? অন্যবিভাগের শিক্ষকরা কিভাবে পারেন? এটার কি উত্তর দিবেন? মানছি আর্থিক অবস্থা ভালোর জন্য প্রাইভেট টিউশনি করান। সেটা খাড়াপনা। তাই বলে অসাধুতা!! নিজে দেখেছি শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্ন আগে থেকে জানতে। অথচ বোর্ডফাইনাল পরিক্ষায় কম নম্বর পেয়েছে, নয়তো ফেল করেছে। প্রাইভেট পড়ানো শিক্ষকদের কমন সমস্যা দেখেছি কোনটা প্রাইভেটে পড়িয়েছেন আর কোনটা ক্লাসে পড়িয়েছেন সেটা মনে রাখতে পারেননা। আর স্যারের কাছে পরতে যাওয়া ছাত্ররা স্যারের চামচার মত থাকতো, যেখানে অন্য ছাত্ররা কোনঠাসা থাকতো। মানছি একেবারে সবাই খারাপ না, আমার দেখা এক একাউন্টটিং শিক্ষককে দেখেছি তিনি বাসায় একাউন্টটিং ছাড়া অন্য বিষয় পড়াতেন, তিনি অবশ্যই সততা ধরেরেখেছেন। আমার কমেন্ট আরেকবার পড়ুন, যেখানে একজন কলেজ শিক্ষকের সরাসরি অসাধুতার স্বীকার হয়েছি।

  • @evahossain8732
    @evahossain8732 6 หลายเดือนก่อน

    শেষ কথাগুলো সত্যিই সুন্দর ছিলো

  • @mhforhad1090
    @mhforhad1090 9 หลายเดือนก่อน

    শেষের কথাগুলো অনেক ভালো লেগেছে।

  • @razibulhasan9521
    @razibulhasan9521 11 หลายเดือนก่อน

    দেশের শিক্ষকদের নিয়ে শেষের কথাগুলো চমৎকার ছিলো। কন্টেন্ট তো বরাবরের মতই ভালো।

  • @musachy
    @musachy 11 หลายเดือนก่อน

    শিক্ষকদের নিয়ে কথাগুলো খুব ভাল লাগছে।

  • @Asifur_Rahman
    @Asifur_Rahman 11 หลายเดือนก่อน

    শেষে খুব‌ই সুন্দর কিছু কথা বলেছেন,ভাই।

  • @taniantonny1106
    @taniantonny1106 11 หลายเดือนก่อน

    আপনার শেষের বিষয় গুলো আলোচনা করার জন্য ধন্যবাদ

  • @jewelpakhi
    @jewelpakhi 11 หลายเดือนก่อน

    শুভ কামনা রইলো আপনার জন্য। দারুন কাজ করছেন। ধন্যবাদ।

  • @tanvirislam6084
    @tanvirislam6084 11 หลายเดือนก่อน

    শেষের কথা গুলো দারুণ লেগেছে ।

  • @nabilahmed7689
    @nabilahmed7689 11 หลายเดือนก่อน

    এই একটা চ্যানেল যার ভিডিও সামনে আসার সাথে সাথে দেখা হয় 💖💖
    ভালোবাসা অবিরাম ভাই 😊

  • @Sultan.Mahmod
    @Sultan.Mahmod 11 หลายเดือนก่อน

    আমি ইন্ডিয়ান একটি চ্যানেলে এই ভিডিওটি দেখেছি তারপর পরিকল্পনা অনুযায়ী এই ভিডিওটি দেখতে আসলাম এবং আমি অবাক হলাম কত যে স্যার প্রকৃত ভাবেই এক্সপ্লেনেশন এর জন্য বেস্ট।💖, শিক্ষকদের নিয়ে সঠিক কথাগুলো বলার জন্য ধন্যবাদ❤

    • @sheikhhanifjoy9775
      @sheikhhanifjoy9775 11 หลายเดือนก่อน

      চ্যানেলের নাম কি

  • @Saanzarkhan
    @Saanzarkhan 11 หลายเดือนก่อน

    ভাই, অন্যান্য ক্যাটাগরি, বিশেষ করে সায়েন্স গুলো নিয়ে ভিডিও দিবেন, প্লিজ 😊😊

  • @sohojpora2697
    @sohojpora2697 11 หลายเดือนก่อน

    শিক্ষকদের সম্পর্কে আপনার মন্তব্য অসাধারণ যথার্থ

  • @alamin-lw4lo
    @alamin-lw4lo 11 หลายเดือนก่อน

    শেষের কথা গুলো সবচাইতে শিক্ষানীয় ছিলো❤

  • @FelixAStoryteller
    @FelixAStoryteller 11 หลายเดือนก่อน

    শেষের কথাগুলোর জন্য জাস্ট স্যালুট বস!🫡

  • @AKASHDAS-vo6tz
    @AKASHDAS-vo6tz 11 หลายเดือนก่อน +1

    8:40 PROBABLY THE BEST EXPLANATION

  • @al-amindf451
    @al-amindf451 11 หลายเดือนก่อน

    এটাকে আরো আধুনিক করা ভাল হবে❤❤🎉

  • @WasifChowdhury737
    @WasifChowdhury737 11 หลายเดือนก่อน +2

    Brother, it's not in IR, it's measuring and analyzing the emitted electrons theough XUV/X-ray radiation, basically gain of invaluable insights are made into the real-time behavior of electrons in atomic and molecular systems, enabling to study processes like electron motion during chemical reactions and electron migration in solids, you have to know that in no way though direct pictures of individual electrons are obtained, basically brother it's a spectogram to be more specific that is studied. More like the detection system in Large Hadron Collider, but not to that extent of detection range. But beautiful video non the less.

    • @TasnimSummer
      @TasnimSummer 11 หลายเดือนก่อน

      💯💥

  • @shakibalhassanfans9171
    @shakibalhassanfans9171 11 หลายเดือนก่อน +1

    স্যার অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের মৃত্যুর পর তার লাশ পচে না। এই ব্যাপারে একটা ভিডিও চাই

    • @RafikulHaquee
      @RafikulHaquee 11 หลายเดือนก่อน

      Bala matite las poche na karon j jaygata thanda A C moto

  • @palashdas4551
    @palashdas4551 11 หลายเดือนก่อน

    শেষের কথাগুলো জাস্ট অসাধারণ!

  • @arifulislamhimel7574
    @arifulislamhimel7574 11 หลายเดือนก่อน

    Ami class 9er science er student.apnar video amake onek onopranito kore science er proti aghroho toiri kore ❤❤❤

  • @sweetbear9455
    @sweetbear9455 11 หลายเดือนก่อน

    This is impressive.. Thank you

  • @MdManik-zu4eh
    @MdManik-zu4eh 11 หลายเดือนก่อน

    আপনার কাছে অনেক কিছু শিখছি,

  • @mdalamgirchy136
    @mdalamgirchy136 11 หลายเดือนก่อน

    শেষের কথা গুলো ভালো লাগলো স্যার।বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথাগুলো।

  • @subodhsarker2244
    @subodhsarker2244 11 หลายเดือนก่อน

    খুবই ভালো লাগলো ব্রাদার ,you are great 👍👌

  • @ZakirShobuj
    @ZakirShobuj 11 หลายเดือนก่อน

    খুবই ভালো লাগলো উপস্থাপনা!

  • @SorifulIslam-o8t
    @SorifulIslam-o8t 11 หลายเดือนก่อน

    এই চ্যানেল না থাকলে হয়তো, বাংলায় atosecond সম্পর্কে জানতে পারতাম না।
    বাংলায় এই সম্পর্কে জানতে এক যুগ অপেক্ষা করতে হতো।

  • @shahriarahmedtonmoy2823
    @shahriarahmedtonmoy2823 11 หลายเดือนก่อน

    ভাইয়া, Parker Solar Probe নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিলে খুবই খুশি হবো। অপেক্ষায় রইলাম।

  • @abdullahalemran2664
    @abdullahalemran2664 11 หลายเดือนก่อน

    One of the best TH-cam channel. Your content quality is superb ❤. Best wish for you brother.