জনাব গোবিন্দ প্রামাণিকের সাথে সম্মান রেখে দ্বিমত করছি! এটাই সত্যি যে বাংলাদেশের সংখ্যাগুরু কখনো হিন্দুদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করে না, বরং হিন্দুরাই যেচে ফুটবল হিসেবে ব্যবহৃত হয়! এটা ওদেরই নিজস্ব সিদ্ধান্ত! ধন্যবাদ
সত্যটা সবসময় সুন্দর। উনি প্রকৃত সত্যবান। প্রকৃত হিন্দু। যিনি সবসময় সত্যি বলে থাকেন। হয়তো আপনার মত লোক আছে বলেই এখনো হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে জীবন যাপন করছি
উনি বাংলাদেশ কে ভারত বানানোর জন্য অনেক আগে থেকেই চেষ্টা করছে। আবেগীদের কে সিস্টেমে ইসকনের নেতা চিন্নয় প্রভু কে ইসকন থেকে বাতিলের গান শুনিয়ে গেল এই চিন্নয় প্রভু এখন হিন্দু সংগঠনের নেতা। আমরা বাংলাদেশীরা এতো আবেগী কেন কোন যাচাই ছারা একজন কে বড় ভালো মনে করে ফেলি
আমি আর রবিন্দ আমরা বাল্য বন্ধু এক সাথে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি আমাদের বয়স এখন 55 এখনো আমাদের দেখা হলে এক জন আরেক জন কে জড়িয়ে ধরি। কিন্তু এই ইসকন কোথ থেকে বের হলো। আমরা ইসকন চাই না
@@Netaniaho-c5yভাই তুমি কি সাম্প্রদায়িক সম্প্রীতি চাও।আমার তো মনে হয় না। আমি একজন ডাক্তার। আমার বেশিরভাগ হিন্দু বন্ধুরা এখনও বিভিন্ন রকম ছোটখাটো চাকরি করে। তারা আমাকে এখনো কল দেয়। কই আমি তাদেরকে কোনদিন আলাদা করে ভাবি নি।
@@Netaniaho-c5yআমার সাথে একটা হিন্দু ছেলে চলাফেরা করে,, আমি ওরে আমার নিজের টাকায় মেডিকেল থেকে শুরু করে সব করাইছি। ডিসেম্বর এর ৫ তারিখ ওর ফ্লাইট।সব টাকা আমার। ওরে আমি ছোট ভাই হিসাবে অনেক আদর করি। কৈ ওরেতো আমি সনাতনি হিসাবে দেখিনা। ওর মাতো আমাকে,, ছেলের মত আদর করে। আসলে আওয়ামীলীগ পন্থী যারা ছিল,, তাঁদের অনেক চুলকানি। দেশের শান্তি নষ্ট করার জন্য
@goutambanerjee4974 তার কোন ভূমিকা নেই দেশের বর্তমান পরিস্থিতিতে সে চুপ কেন? সে তো মিডিয়ার সামনে এসে সবাইকে ভালো উপদেশ দিতে পারেন? দ্বায়িত্ব পালন করতে সবাই পারে না গোবিন্দ দাদা একজন সত্যবাদী মানুষ সে যোগ্য এই পদের জন্য
আমার বয়স ৩৫ বছর আমাদের এলাকায় হিন্দু সাথে মুসলমানদের কোন সময় দেখলাম না কো মারামারি। যেটা আছে সেটা বন্ধুত্ব।তাদের কোন সমস্যা হলে মুসলমানরা তাদের পাশে দাড়ায়।
আমি একজন বাংলাদেশী মুসলিম আমার তো অনেক হিন্দু বন্ধু আছে, কই তাদের সাথে তো আমার এবং আমাদের গ্রামের সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়তোবা কাজের কারণে একটু দূরে থাকি তাও তো ফেসবুকেও যোগাযোগ আছে এবং এখনো অনেক ভালো সম্পর্ক
I am from Barisal and all my school friends are Hindus and when we mingle during Puja or Eid, even after 50 years , we feel the warmth of hearth and friendship. That is the picture of almost every Bangladeshi
আমি 2014তে মিরপুর ছিলাম।আমার পাশের রুমে দুইটা হিন্দু মেয়ে ছিলেন।দু জন কলেজ ভার্সিটিতে পড়েন।এমন কোন সপ্তাহ ছিল না যে আমার রুমে ভাত সহ প্লেট নিয়ে এসে তরকারী নিয়ে যেত না।এ কথা ও বলতো বাবর দাদা যত দিন এই বাসায় আছে ।আমাদের রান্না না করলে ও চলবে।আসলে মেয়ে দু জন যে হিন্দু আমরা মুসলিম বাহিরের লোকেরা সহজে বুঝতে পারতো না।
আমাদের বাড়ির উত্তর পাশে হিন্দুদের বাড়ি। সকাল বিকাল তাদের সাথে আমাদের দেখা হয়। কোন দিন তাদের সাথে আমাদের কোন সমস্যা হয়নি। দেখা হলে তাদের সাথে হাসিখুশি কথা হয়। কিন্তু এখন এইসব কি দেখছি। আমাদের হিন্দু ভাইদের আমাদের সাথে এইরকম সম্পর্ক আছে কিনা, তাদের মুখে শুনতে চাই
আমার অনেক হিন্দু ধর্মের বন্ধু আছে তাদের মধ্যে উল্লেখ যোগ্য প্রদীপ,দীপক তাদের সাথে কত রাত দিন একসাথে কাটিয়ে ছি তাদের মধ্যে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই ভালো বাসা অবিরাম তাদের জন্য।
হিন্দু ভাইদের রাজনীতি না করাটাই ভালো সবচেয়ে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ রাজনীতি করলে প্রতিপক্ষ আঘাত করতে আসবে তখন যদি। আপনাদের রাজনীতি করেন তখন বলবেন আমি রাজনীতিবিদ। আর আঘাত করতে আসলেই বলবেন আমি হিন্দু। তাই এ ধরনের দোমুখো নীতি হিন্দু ভাইদের বর্জন করা উচিত। কিংবা রাজনীতির না করা উচিত।
ঠিকই আমাদের গ্রামের আশেপাশে হিন্দুদের আমরা আপন ভাই বোনের মত বাস করি, হিন্দুরা মুসলমানরে ছাড়া কোন অনুষ্ঠান উপভোগ করি না এবং মুসলমানরাও কোন হিন্দু ছাড়া অনুষ্ঠান উপভোগ করি না।
দাদা আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি লাইভে এসে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে তাদের ভুল ভাঙ্গানোর জন্য আপনি কিছু বলেন যাতে করে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ হিন্দু মানুষ যারা আছে তারা এই ভুলটা বুঝতে পারে এবং কারও ওপরোচনায় পা না দেয়
আমি একজন মুসলিম এবং আমি আলম হাফেজ পাশের ফ্ল্যাটে হিন্দু ভাই থাকে। তাদের সাথে আমাদের খুবইসুসুহারদোপূর্ণ আচরণ তাদের বাচ্চাদেরকে আমরা আদর করি তারাও আমাদের বাচ্চাদেরকে আদর করে।
(ছাত্রছাত্রী ও রাষ্ট্রের পক্ষে) ১.ইসকনে বাস্তবতা কি? ২.বাংলাদেশে ইসকনের ভয়াবহ অপরাধ? ৩.ইসকন বাংলাদেশে যে কারনে ব্যান হবে? ৪.বাংলাদেশের হিন্দুদের ভুল কী? ৫.বাংলাদেশে জনগণ হিন্দু মুসলমানদের ভবিষ্যত করনীয় কী? ১.উত্তর: ইসকনের বাস্তবতা ইসকন একটি বিদেশি হিন্দু ধর্মিয় সংস্থা। যারা বিশ্বে হিন্দু শিক্ষা পথ বাস্তবায়ন করে। যেটি করতে তাদের প্রত্তেকটি দেশের পারমিশন দরকার হয়। ইসকন কোন রাজনৈতিক দল নয়। এরা কোন দেশের ব্যাক্তিগত জনগণের প্রতিনিধিত্ব করেনা। যদি করতে চাই তবে উক্ত দেশে অবশ্যই দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবে। ২. বাংলাদেশের মধ্যে ইসকনের ভয়াবহ অপরাধ হলো,ইসকন একটি বিদেশি সংস্থা হওয়ার পরও। তারা তাদের ধর্মিও গুরু দিয়ে বাংলাদেশের ব্যাক্তিগত নাগরিকদের মধ্যে পতিনিধিত্ব শুরু করে এবং বাংলাদেশের পার্সোনাল মেটারে হস্তক্ষেপ করে বাংলাদেশের ব্যাক্তিগত নাগরিকদের ভুল পথে নিয়ে ভাগ করার পলিছি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা বড় বড় কর্মসুচি মিছিল মিটিং করে হিন্দু অধিকারের নামে। যেটি বাংলাদেশের সরকার নিষেধ করার পরেও তারা মানেনি যাহা একটি বিদেশি সংস্থা হয়ে একটি দেশের মধ্যে এই কাজ ভয়াবহ অপরাধ বলে বিবেচিত। ৩.ইসকন বাংলাদেশে ব্যান হবে এই কারনে, কারন ইসকন একটি বিদেশি সংস্থা হওয়ার পরও বাংলাদেশের নাগরিকদের নিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জরিয়ে পরে বিশেষ করে বাংলাদেশের সরকারের নিষেধাজ্ঞা সত্যেও তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কর্মসুচি করে।এবং বাংলাদেশের একটি সৈরাচারি শাষককে সাপোর্ট করে।বাংলাদেশের মধ্যে ডিভাইডেট পিলিছি ফলো করে উষ্কানীমূলক বক্তব্য দেই যদিও তারা বাংলাদেশের নাগরিকদের পতিনিধিত্ব করেনা। আর এটি দেশদ্রোহীর সামিল। যেহেতু ইসকন বিদেশি সংস্থা হওয়ার পরেও বাংলাদেশে এই ধরনের শত্রুতা করেছে তাই তাদের পারমিশন স্থগিত হয়ে ইসকন বাংলাদেশে ব্যান হয়ে যাবে। আর এটি যেকোনো রাষ্ট্র তার সার্বভৌমত্ব ও নাগরিক দের রক্ষার ক্ষেত্রে যখন তখন করতে পারে।এতে কারো কোন কিছু করার ক্ষমতা নেই। রাষ্ট্রের সার্বভৌমত্বের কাছে কোন দেশের মাতলামিও চলেনা। ৪. বাংলাদেশের হিন্দুদের ভয়াবহ ভুল এটি যে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সমস্ত রকম সুবিধা নিয়ে তারা কাঠের চশমা পরে একটি বিদেশি সংস্থা ইসকনকে ফলো করেছে। যদিও ইসকন বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করেনা এবং বাংলাদেশের জনগণের ভবিষ্যত পরিবর্তন করতে তারা কোন ক্ষমতা রাখেনা। তারপরও হিন্দুরা এই বোকামি ভুল করেছে কারন ধর্মিও দুর্বলতা ইসকনের চাপাবাজি এবং বর্তমান বাংলাদেশের সরকারকে মনে মনে না বিশ্বাস করার জন্য এদিকে ভারতের মুলা প্রেমের জন্য। তারা বাংলাদেশের নাগরিক হয়ে ইসকনের মিথ্যা ক্ষমতার মহে ইসকন ফলো করে। কিন্তু তাদের মাথায় এটা কখনো আশেনি যে বাংলাদেশের সরকারই তাদের সব সমস্যার সমাধান করতে পারে। ইসকনের পিছনে শুধুশুধু দৌরিয়ে সময় নষ্ট করে লাভ নেই। গাইচ বাংলাদেশের হিন্দুদের ইসকন মিথ্যার পথে যাওয়ার কারন আমরা গবেষনা করে দেখেছি যে। বাংলাদেশের আশি ভাগ হিন্দু সন্ত্রাসী আওয়ামীলীগ কে একসময় সমর্থন করতো। হঠাৎ আওয়ামীলীগ এর পতন হওয়ার জন্য বাংলাদেশের হিন্দু গোষ্ঠী দেশে নেতাশুন্য হয়ে পরে। এদিকে তারা জামায়াত বিএনপি কিনবা গনঅধিকার পরিষদকেও বিশ্বাস করে উঠতে পারেনা। আর এই সুযোগ নিয়ে ইসকন ও ভারতের উষ্কানীতে তারা একটি চাল চুলা হীন বিদেশি সংস্থা ইসকনের দেওয়া ভুল পথে পা বাড়াই এবং বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জরাতে থাকে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের উচিত ছিল দেশের সরকারকে ফলোকরা বিশ্বাস করা। ৫. ভবিষ্যতে বাংলাদেশের হিন্দু মুসলমানদের করনীয় সব এক হবে। বিশেষ করে হিন্দুদের এখন সবচেয়ে বেশি জরুরি বতর্মান যাহারা বাংলাদেশের সরকার এদের কে সরাসরি সহোযোগিতা করা এবং বাংলাদেশের আর যতো দল আছে বিএনপি জামায়াত গন অধিকার পরিষদ এদের সাথে মিশে দেশের জন্য নিজেদের উন্নয়নের জন্য কাজ করা। এবং বাংলাদেশের সমস্তো রাজনৈতিক দলে সরাসরি জরিয়ে গিয়ে আবার নিজেদের নতুন নেতা নির্বাচন করা। ইসকন ভারত কি বললো ঐ দিকে নজর না দিয়ে নিজ দেশ নিয়ে চিন্তা ভাবনা করা এবং নিজেদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। আর সত্য এটাযে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হবে। আওয়ামীলীগ একটি সৈরাচারি দল ইতি পতিত হয়েগেছে।
আপনারা ফুটবল না, মানুষ হয়ে যান। দেখেন না আমিও একজন সাধারণ মানুষ । আমার সাথেও বিএনপি আওয়ামী লীগ জামাত হেফাজত তবলিক কেউ নাই, তো আমি কি বেঁচে থাকছি না দেশে ।
উনি একজন সত্যিকারের হিন্দু... যিনি দেশকে ও তার ধর্ম দুইটাকেই ভালোবাসে..... আমি মনে করি হিন্দুরা উনার নেতৃত্বে পথ চললে.. এদেশে সাম্প্রদায়িকতা থাকবে নাহ.... কারন, আপনি হিন্দু কিন্তু আপনি নিজেকে বাংলাদেশী মনে করতে পারাটায়.... আসল ব্যাপার 👍
আমাদের একাধিক পুকুরের মাছ ধরার জন্য 10-12 জন হিন্দু মুসলিমদের সাথে মাছ ধরে তারা মিলেমিশে কাজ করে একসাথে গান করে খাওয়া-দাওয়া একই জায়গায় হয় আমিও মাঝে মাঝে তাদের সাথে খাই যত সমস্যা ভারতীয় মিডিয়ার ও ফেসবুক এর।
ভাই একবারে ঠিক কথা বলেছে আমাদের এখানে হিন্দু মেয়ে বিয়ে হলেও মুসলমানদের দাওয়াত করে একটা মুসলিম পরিবারে বিয়ে হলো হিন্দুদের দাওয়াত করে আমার অনেক হিন্দু ভাই আমার বন্ধু তাই বলে সবাই সব মিলেমিশে এক দোকানে চা খাওয়ায় সবকিছু করি এইসব নিবন্ধ হয় প্রান্তিক কারণে এটাই বাস্তব কথা বলেছে
গোবিন্দ দাদা এদেশের সম্পৃতি বজায় রাখতে চেষ্টা করে যাবেন।
সঠিক, সত্যি ও সুন্দর কথা কথা বলেছেন।
দাদা একজন খাঁটি দেশ প্রেমিক। আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে নতুন রূপে গড়ে তুলি।
ভাই, এই গোবিন্দ্রর প্রামাণিক বাংলাদেশ কে অখন্ড ভারতের অংশ করতে চায়। তো ভাবুন তো,,,সে কি করে দেশপ্রেমিক হয়!
অখন্ড ভারতের স্বপ্নদ্রষ্টা , ভিডিও ক্লিপ টা নেটে এখনো আছে , ওই ঢলা খাওয়ার পরে এখন দেশ প্রেমিক হইছে
জনাব গোবিন্দ প্রামাণিকের সাথে সম্মান রেখে দ্বিমত করছি! এটাই সত্যি যে বাংলাদেশের সংখ্যাগুরু কখনো হিন্দুদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করে না, বরং হিন্দুরাই যেচে ফুটবল হিসেবে ব্যবহৃত হয়! এটা ওদেরই নিজস্ব সিদ্ধান্ত! ধন্যবাদ
Awamilig kore
BJP করে। আওয়ামীলীগ করে।
হিন্দুরা দলীয় রাজনীতি করতেই পারে। তাই রাজনৈতিক কারণে আঘাত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন ট্যাগ দেওয়া কতটা যুক্তিযুক্ত?
আপনার আপনার কথার সাথে সম্পূর্ণ একমত।
Right vai ....desh er hindho Ra beshir bag Rai indian hote chay
১০০℅ সত্য কথা।
সত্যটা সবসময় সুন্দর। উনি প্রকৃত সত্যবান। প্রকৃত হিন্দু। যিনি সবসময় সত্যি বলে থাকেন। হয়তো আপনার মত লোক আছে বলেই এখনো হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে জীবন যাপন করছি
উনি বাংলাদেশ কে ভারত বানানোর জন্য অনেক আগে থেকেই চেষ্টা করছে। আবেগীদের কে সিস্টেমে ইসকনের নেতা চিন্নয় প্রভু কে ইসকন থেকে বাতিলের গান শুনিয়ে গেল এই চিন্নয় প্রভু এখন হিন্দু সংগঠনের নেতা। আমরা বাংলাদেশীরা এতো আবেগী কেন কোন যাচাই ছারা একজন কে বড় ভালো মনে করে ফেলি
হুমম...ঠিক বলেছেন দাদা হাসিনার কাজ এটা ❤
আমি আর রবিন্দ আমরা বাল্য বন্ধু এক সাথে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি আমাদের বয়স এখন 55 এখনো আমাদের দেখা হলে এক জন আরেক জন কে জড়িয়ে ধরি। কিন্তু এই ইসকন কোথ থেকে বের হলো। আমরা ইসকন চাই না
নতুন নাটক বানাইছেন বাহ😂😂😂😂😂। আমরা জামায়াত, শিবির চাই না✊✊
@@Netaniaho-c5yভাই তুমি কি সাম্প্রদায়িক সম্প্রীতি চাও।আমার তো মনে হয় না। আমি একজন ডাক্তার। আমার বেশিরভাগ হিন্দু বন্ধুরা এখনও বিভিন্ন রকম ছোটখাটো চাকরি করে। তারা আমাকে এখনো কল দেয়। কই আমি তাদেরকে কোনদিন আলাদা করে ভাবি নি।
@@Netaniaho-c5yআমার সাথে একটা হিন্দু ছেলে চলাফেরা করে,, আমি ওরে আমার নিজের টাকায় মেডিকেল থেকে শুরু করে সব করাইছি। ডিসেম্বর এর ৫ তারিখ ওর ফ্লাইট।সব টাকা আমার। ওরে আমি ছোট ভাই হিসাবে অনেক আদর করি। কৈ ওরেতো আমি সনাতনি হিসাবে দেখিনা। ওর মাতো আমাকে,, ছেলের মত আদর করে। আসলে আওয়ামীলীগ পন্থী যারা ছিল,, তাঁদের অনেক চুলকানি। দেশের শান্তি নষ্ট করার জন্য
ভাই মালটা আসলে ইসকন এর আইডি থেকে স্ক্রিনশট নিয়ে রাখুন । এরা ভারতের দালাল@@sakibhossan7170
আপনাকে এই সম্পর্ক ধরে রাখতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবেনা
গোবিন্দ দা আপনি বাংলাদেশের পাশে থাকেন দেশের মানুষ আপনাকে মাথাই তুলে রাখবে
গোবিন্দ পরামানিক একজন প্রকৃত দেশ প্রেমিক একজন ভালো হিন্দু উনি সত্য কথা বলেছেন
হিন্দু মুসলিম ভাই ভাই...
আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই.....😮😮😮....!
এডভোকেট গোবিন্দ প্রামানিক কে বিশেষভাবে অভিনন্দন যে -উনি একজন বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক।
পরিষ্কার করে আপনি সত্য কথা বুঝিয়ে বলেছেন আপনাকে ধন্যবাদ জানাই
দাদা হচ্ছে আসল দেশপ্রেমিক। ধন্যবাদ দাদা।
ভাল জানো সে দেশকে ভারত বানাতে চাইছে অতিত বিডিও দেখো
আমার স্কুলের বন্ধু হিন্দু।। অনেক ভাল সম্পর্ক তার সাথে
আপনাকে এই সম্পর্ক ধরে রাখতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবেনা
বর্তমানে যে হিন্দু উপদেষ্টা আছে তাকে বাদ দিয়ে
গোবিন্দ দাদাকে উপদেষ্টা করা হোক
উনি সত্যের পথে আছেন
@@NaymBd71 বিধান রায় একজন ডাক্তার ও এডুকেটেড
@goutambanerjee4974 তার কোন ভূমিকা নেই দেশের বর্তমান পরিস্থিতিতে সে চুপ কেন?
সে তো মিডিয়ার সামনে এসে সবাইকে ভালো উপদেশ দিতে পারেন?
দ্বায়িত্ব পালন করতে সবাই পারে না
গোবিন্দ দাদা একজন সত্যবাদী মানুষ সে যোগ্য এই পদের জন্য
@NaymBd71 উপদেষ্টা রা সবাই চুপচাপ থাকে। রিজওয়ানা বাদে। সে ভালো কথা বলতে পারেন
গোবিন্দ দাদা ঠিক বলেছে আমাদের এলাকায় একটা হিন্দু পাড়া আছে হিন্দুদের সাথে খুবই সুসম্পর্ক আমাদের
কথা ঠিক ❤
আমি গুবিন্দ দাদার কথা ঠিক আমার এলাকায় বহুত হিন্দু আছেন আমরা সবাই মিলে মিশে আছি
সঠিক তথ্য সংগ্রহ ও ইতিহাস বলার জন্য আন্তরিক ধন্যবাদ।
কথাগুলো শুনে খুব ভালো লাগলো
আমার বয়স ৩৫ বছর আমাদের এলাকায় হিন্দু সাথে মুসলমানদের কোন সময় দেখলাম না কো মারামারি। যেটা আছে সেটা বন্ধুত্ব।তাদের কোন সমস্যা হলে মুসলমানরা তাদের পাশে দাড়ায়।
same bro
অসাধারণ বিশ্লেষণ
আপনার মত সত্যকতা সবার মুখতেকে আশাকরি। গোবিন্দ সাংবাদিক ভই দই জনকে ধন্যবাদ।
আমি একজন বাংলাদেশী মুসলিম আমার তো অনেক হিন্দু বন্ধু আছে, কই তাদের সাথে তো আমার এবং আমাদের গ্রামের সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়তোবা কাজের কারণে একটু দূরে থাকি তাও তো ফেসবুকেও যোগাযোগ আছে এবং এখনো অনেক ভালো সম্পর্ক
সাইদ ভাই,
চমৎকার হচ্ছে
দাদা,
আপনাকে সব সময় ন্যায় কথার উপরই দেখি।
তাই অনেক অনেক থ্যাঙ্কস দাদা।
I am from Barisal and all my school friends are Hindus and when we mingle during Puja or Eid, even after 50 years , we feel the warmth of hearth and friendship. That is the picture of almost every Bangladeshi
ধন্যবাদ সত্যি কথা বলার জন্য
ঠিক বলছে
দাদা একদম সঠিক কথা বলেছেন।
১০০% সত্য কথা
সঠিক, সত্যি ও সুন্দর কথা কথা বলেছেন। 🥰🥰🥰🥰🥰
আসলেই সঠিক কথা বলেছেন আপনি,যেই কথা গত রাতে আমেরিকার মানব অধিকার বিষয়ক আইনজীবী অশোক কর্মকার বলেছে।
আমি 2014তে মিরপুর ছিলাম।আমার পাশের রুমে দুইটা হিন্দু মেয়ে ছিলেন।দু জন কলেজ ভার্সিটিতে পড়েন।এমন কোন সপ্তাহ ছিল না যে আমার রুমে ভাত সহ প্লেট নিয়ে এসে তরকারী নিয়ে যেত না।এ কথা ও বলতো বাবর দাদা যত দিন এই বাসায় আছে ।আমাদের রান্না না করলে ও চলবে।আসলে মেয়ে দু জন যে হিন্দু আমরা মুসলিম বাহিরের লোকেরা সহজে বুঝতে পারতো না।
@@r-r9i ভাই তুমি ওদেরকে ধর্ষণ করোনি তো। তোমাদের যা চরিত্র। পশ্চিমবঙ্গ যত ধর্ষণ হয়ে ৭০% মুসলিম ছেলে
দাদাকে আমি একজন মুসলিম হয়ে অসংখ্য ধন্যবাদ,,,
আমি একজন কমিউনিস্ট....
কিন্তু আপনার কথা এবং আচরণ আমায় ভাল লাগে
দাদা ভালো মনের মানুষ।।
ডক্টর ইউনুস জিন্দাবাদ, ডক্টর ইউনুস সরকার জিন্দাবাদ
দাদা আপনি সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমরা অ্যাডভোকেট গোবিন্দ প্রামানিক কে বর্তমানে রাষ্ট্রীয় পরিচালনার দপ্তরে দ্রুতই দেখতে চাই।
আমাদের বাড়ির উত্তর পাশে হিন্দুদের বাড়ি। সকাল বিকাল তাদের সাথে আমাদের দেখা হয়। কোন দিন তাদের সাথে আমাদের কোন সমস্যা হয়নি। দেখা হলে তাদের সাথে হাসিখুশি কথা হয়। কিন্তু এখন এইসব কি দেখছি।
আমাদের হিন্দু ভাইদের আমাদের সাথে এইরকম সম্পর্ক আছে কিনা, তাদের মুখে শুনতে চাই
গোবিন্দ চন্দ্র পরামানিক হচ্ছে সনাতন হিন্দি, দেশপ্রেমিক
আমার অনেক হিন্দু ধর্মের বন্ধু আছে তাদের মধ্যে উল্লেখ যোগ্য প্রদীপ,দীপক তাদের সাথে কত রাত দিন একসাথে কাটিয়ে ছি তাদের মধ্যে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই ভালো বাসা অবিরাম তাদের জন্য।
হিন্দু ভাইদের রাজনীতি না করাটাই ভালো সবচেয়ে আমি মনে করি।
এটা আমার ব্যক্তিগত মতামত।
কারণ রাজনীতি করলে প্রতিপক্ষ আঘাত করতে আসবে তখন যদি।
আপনাদের রাজনীতি করেন তখন বলবেন আমি রাজনীতিবিদ।
আর আঘাত করতে আসলেই বলবেন আমি হিন্দু।
তাই এ ধরনের দোমুখো নীতি হিন্দু ভাইদের বর্জন করা উচিত।
কিংবা রাজনীতির না করা উচিত।
দাদা আপনার আলোচনা অত্যন্ত সুন্দর
Masallah thanks everyone 😊😊😊
গোবিন্দ দাদা আসলে একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ সব সময় শিক্ষিত কথা বলে
Right Sir
""আমি হিন্দু সম্প্রদায় ভাই-বোনদেরকে আহ্বান জানাই উস্কানি মূলক কর্মকান্ড পা দেবেন না শান্তি বজায় রাখুন সবাই, বিপদ ডেকে এনে অন্যকে দোষ দিতে পারবেন না ""
গোবিন্দ ভাই খুবই সত্য ও বাস্তব সম্মত কথা বলেছেন। আমরা সকল জাতি মিলেমিশে থাকতে পছন্দ করি কিন্তু আওয়ামীলীগের রাজনীতি সব শেষ করে দিলো।
কথা সত্য
আমার প্রশ্ন আপনারা যেহেতু বুঝেন এগুলো তাহলে আপনারা এর সাথে জড়িত হন কেন?
ঠিকই আমাদের গ্রামের আশেপাশে হিন্দুদের আমরা আপন ভাই বোনের মত বাস করি, হিন্দুরা মুসলমানরে ছাড়া কোন অনুষ্ঠান উপভোগ করি না এবং মুসলমানরাও কোন হিন্দু ছাড়া অনুষ্ঠান উপভোগ করি না।
দাদা আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি লাইভে এসে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে তাদের ভুল ভাঙ্গানোর জন্য আপনি কিছু বলেন যাতে করে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ হিন্দু মানুষ যারা আছে তারা এই ভুলটা বুঝতে পারে এবং কারও ওপরোচনায় পা না দেয়
গোবিন্দ দাদা একজন দেশ প্রেমিক মানুষ
দাদাকে ধন্যবাদ জানিয়ে জানতে চাই, বাংলাদেশে হিন্দু ছাড়াও তো অন্যান্য সংখ্যালঘু আছে,তারা তো
ফুটবল হয় না।
dhonnobad 😊
সহমত। 🇧🇩💙
আমি মুসলিম হয়ে বলছি দাদা ঠিক কথা বলেছেন।
এটাই চিরসত্য কথা...
ড. ইউনুস রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে জাতি হিসেবে আমরা গর্বিত।
ড. ইউনুস সরকারের উপরে সর্বোচ্চ আস্থা আমাদের।
আমি একজন মুসলিম এবং আমি আলম হাফেজ পাশের ফ্ল্যাটে হিন্দু ভাই থাকে। তাদের সাথে আমাদের খুবইসুসুহারদোপূর্ণ আচরণ তাদের বাচ্চাদেরকে আমরা আদর করি তারাও আমাদের বাচ্চাদেরকে আদর করে।
দাদা সত্য একজন ভালো মানুষ
Sondor bolesen dada❤
গোবিন্দ সাহেব ভালো মানুষ 😊😊
গোবিন্দ দাদা সনাতনীদের আইকন উনি সবসময় ন্যায্য কথা বলেন ।
(ছাত্রছাত্রী ও রাষ্ট্রের পক্ষে)
১.ইসকনে বাস্তবতা কি?
২.বাংলাদেশে ইসকনের ভয়াবহ অপরাধ?
৩.ইসকন বাংলাদেশে যে কারনে ব্যান হবে?
৪.বাংলাদেশের হিন্দুদের ভুল কী?
৫.বাংলাদেশে জনগণ হিন্দু মুসলমানদের ভবিষ্যত করনীয় কী?
১.উত্তর: ইসকনের বাস্তবতা ইসকন একটি বিদেশি হিন্দু ধর্মিয় সংস্থা। যারা বিশ্বে হিন্দু শিক্ষা পথ বাস্তবায়ন করে।
যেটি করতে তাদের প্রত্তেকটি দেশের পারমিশন দরকার হয়। ইসকন কোন রাজনৈতিক দল নয়। এরা কোন দেশের ব্যাক্তিগত জনগণের প্রতিনিধিত্ব করেনা। যদি করতে চাই তবে উক্ত দেশে অবশ্যই দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবে।
২. বাংলাদেশের মধ্যে ইসকনের ভয়াবহ অপরাধ হলো,ইসকন একটি বিদেশি সংস্থা হওয়ার পরও। তারা তাদের ধর্মিও গুরু দিয়ে বাংলাদেশের ব্যাক্তিগত নাগরিকদের মধ্যে পতিনিধিত্ব শুরু করে এবং বাংলাদেশের পার্সোনাল মেটারে হস্তক্ষেপ করে বাংলাদেশের ব্যাক্তিগত নাগরিকদের ভুল পথে নিয়ে ভাগ করার পলিছি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা বড় বড় কর্মসুচি মিছিল মিটিং করে হিন্দু অধিকারের নামে। যেটি বাংলাদেশের সরকার নিষেধ করার পরেও তারা মানেনি যাহা একটি বিদেশি সংস্থা হয়ে একটি দেশের মধ্যে এই কাজ ভয়াবহ অপরাধ বলে বিবেচিত।
৩.ইসকন বাংলাদেশে ব্যান হবে এই কারনে, কারন ইসকন একটি বিদেশি সংস্থা হওয়ার পরও বাংলাদেশের নাগরিকদের নিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জরিয়ে পরে বিশেষ করে বাংলাদেশের সরকারের নিষেধাজ্ঞা সত্যেও তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কর্মসুচি করে।এবং বাংলাদেশের একটি সৈরাচারি শাষককে সাপোর্ট করে।বাংলাদেশের মধ্যে ডিভাইডেট পিলিছি ফলো করে উষ্কানীমূলক বক্তব্য দেই যদিও তারা বাংলাদেশের নাগরিকদের পতিনিধিত্ব করেনা। আর এটি দেশদ্রোহীর সামিল। যেহেতু ইসকন বিদেশি সংস্থা হওয়ার পরেও বাংলাদেশে এই ধরনের শত্রুতা করেছে তাই তাদের পারমিশন স্থগিত হয়ে ইসকন বাংলাদেশে ব্যান হয়ে যাবে। আর এটি যেকোনো রাষ্ট্র তার সার্বভৌমত্ব ও নাগরিক দের রক্ষার ক্ষেত্রে যখন তখন করতে পারে।এতে কারো কোন কিছু করার ক্ষমতা নেই। রাষ্ট্রের সার্বভৌমত্বের কাছে কোন দেশের মাতলামিও চলেনা।
৪. বাংলাদেশের হিন্দুদের ভয়াবহ ভুল এটি যে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সমস্ত রকম সুবিধা নিয়ে তারা কাঠের চশমা পরে একটি বিদেশি সংস্থা ইসকনকে ফলো করেছে। যদিও ইসকন বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করেনা এবং বাংলাদেশের জনগণের ভবিষ্যত পরিবর্তন করতে তারা কোন ক্ষমতা রাখেনা।
তারপরও হিন্দুরা এই বোকামি ভুল করেছে কারন ধর্মিও দুর্বলতা ইসকনের চাপাবাজি এবং বর্তমান বাংলাদেশের সরকারকে মনে মনে না বিশ্বাস করার জন্য এদিকে ভারতের মুলা প্রেমের জন্য। তারা বাংলাদেশের নাগরিক হয়ে ইসকনের মিথ্যা ক্ষমতার মহে ইসকন ফলো করে। কিন্তু তাদের মাথায় এটা কখনো আশেনি যে বাংলাদেশের সরকারই তাদের সব সমস্যার সমাধান করতে পারে। ইসকনের পিছনে শুধুশুধু দৌরিয়ে সময় নষ্ট করে লাভ নেই।
গাইচ বাংলাদেশের হিন্দুদের ইসকন মিথ্যার পথে যাওয়ার কারন আমরা গবেষনা করে দেখেছি যে।
বাংলাদেশের আশি ভাগ হিন্দু সন্ত্রাসী আওয়ামীলীগ কে একসময় সমর্থন করতো। হঠাৎ আওয়ামীলীগ এর পতন হওয়ার জন্য বাংলাদেশের হিন্দু গোষ্ঠী দেশে নেতাশুন্য হয়ে পরে। এদিকে তারা জামায়াত বিএনপি কিনবা গনঅধিকার পরিষদকেও বিশ্বাস করে উঠতে পারেনা।
আর এই সুযোগ নিয়ে ইসকন ও ভারতের উষ্কানীতে তারা একটি চাল চুলা হীন বিদেশি সংস্থা ইসকনের দেওয়া ভুল পথে পা বাড়াই এবং বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জরাতে থাকে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের উচিত ছিল দেশের সরকারকে ফলোকরা বিশ্বাস করা।
৫. ভবিষ্যতে বাংলাদেশের হিন্দু মুসলমানদের করনীয় সব এক হবে। বিশেষ করে হিন্দুদের এখন সবচেয়ে বেশি জরুরি বতর্মান যাহারা বাংলাদেশের সরকার এদের কে সরাসরি সহোযোগিতা করা এবং বাংলাদেশের আর যতো দল আছে বিএনপি জামায়াত গন অধিকার পরিষদ এদের সাথে মিশে দেশের জন্য নিজেদের উন্নয়নের জন্য কাজ করা। এবং বাংলাদেশের সমস্তো রাজনৈতিক দলে সরাসরি জরিয়ে গিয়ে আবার নিজেদের নতুন নেতা নির্বাচন করা। ইসকন ভারত কি বললো ঐ দিকে নজর না দিয়ে নিজ দেশ নিয়ে চিন্তা ভাবনা করা এবং নিজেদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।
আর সত্য এটাযে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হবে। আওয়ামীলীগ একটি সৈরাচারি দল ইতি পতিত হয়েগেছে।
সত্য বলেছেন
গোবিন্দ সাহেব কেন হিন্দুদের ঐক্যবদ্ধ করে এই খেলা থেকে মুক্ত করতে পারছেন না?
সত্য কথা
True talk
❤❤❤ পরামানিকের কথা ভালো
Dada apni always Sotty kotha bolen I like you dada ❤❤
আমি যতবার এই লোকটার কথা শুনি কেন যেনো ভালো লাগে. উনি সত্য কথা বলে..
উনি সঠিক বলেছেন
গোবিন্দ চন্দ্র দাদা প্রকৃত দেশপ্রেমিক
ভারতের ফুটবল আওয়ামীলীগ আর আওয়ামীলীগের ফুটবল বাংলাদেশের হিন্দুরা।
ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতা পিনাকি দা, ইলিয়াস, কনক সারওয়ারদের চেতনার আদর্শ বাংলাদেশ।
Thanks dada
সনাতন ধর্মের এই নেতাকে ❤❤❤
আপনারা ফুটবল না, মানুষ হয়ে যান। দেখেন না আমিও একজন সাধারণ মানুষ ।
আমার সাথেও বিএনপি আওয়ামী লীগ জামাত হেফাজত তবলিক কেউ নাই, তো আমি কি বেঁচে থাকছি না দেশে ।
উনি একজন সত্যিকারের হিন্দু... যিনি দেশকে ও তার ধর্ম দুইটাকেই ভালোবাসে..... আমি মনে করি হিন্দুরা উনার নেতৃত্বে পথ চললে.. এদেশে সাম্প্রদায়িকতা থাকবে নাহ.... কারন, আপনি হিন্দু কিন্তু আপনি নিজেকে বাংলাদেশী মনে করতে পারাটায়.... আসল ব্যাপার 👍
❤
Dada 100% right
ধন্যবাদ ❤❤🎉
সঠিক
Thinks dada apnak rel telk ar jono❤
ওনি ভালো মানুষ
ধন্যবাদ
Amar union a kokhono hindu vai bounder upor kono dhoroner ottachar kora hoy ni,
বাস্তব কথা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
Good❤❤❤
100%
Right
ওনার কথা সত্য।
আমাদের একাধিক পুকুরের মাছ ধরার জন্য 10-12 জন হিন্দু মুসলিমদের সাথে মাছ ধরে তারা মিলেমিশে কাজ করে একসাথে গান করে খাওয়া-দাওয়া একই জায়গায় হয় আমিও মাঝে মাঝে তাদের সাথে খাই যত সমস্যা ভারতীয় মিডিয়ার ও ফেসবুক এর।
দাদা যখন জামাতের প্রডাক্ট 😀😀
😢
ভাই একবারে ঠিক কথা বলেছে আমাদের এখানে হিন্দু মেয়ে বিয়ে হলেও মুসলমানদের দাওয়াত করে একটা মুসলিম পরিবারে বিয়ে হলো হিন্দুদের দাওয়াত করে আমার অনেক হিন্দু ভাই আমার বন্ধু তাই বলে সবাই সব মিলেমিশে এক দোকানে চা খাওয়ায় সবকিছু করি এইসব নিবন্ধ হয় প্রান্তিক কারণে এটাই বাস্তব কথা বলেছে