ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিশক্তিহীন শিল্পী হেলাল মিয়া ও তার পরিবার | ইত্যাদি ফরিদপুর পর্ব ২০১৬
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- একই পরিবারের উপাজর্নক্ষম ৫ জন সদস্যসহ একটি মেয়ে এবং একমাত্র নাতনিটিও দৃষ্টিশক্তিহীন। পরিবারের প্রধান হেলাল মিয়া। চোখের আলো না থাকলেও কারো করুণার পাত্র না হয়ে এই পরিবার বেছে নিয়েছেন সংগীতকে। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারের সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ার টাউন হলের মুক্ত মঞ্চে গান করেন। হেলাল মিয়া বললেন-‘তাতে যা আয় হয় তাই দিয়ে তাদের সংসার চলে। কারণ তাদের কোন বাড়তি চাহিদা নেই।’ এরা যে সম্মানবোধ থেকে ভিক্ষা না করে পরিশ্রম ও নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন তাকে সম্মান জানাতেই গত ২৯ জানুয়ারি ২০১৬ সালে প্রচারিত ইত্যাদিতে তাদের তুলে ধরা হয়। পর্বটি ধারণ করা হয় পল্লীকবি জসীম উদ্দীনের জন্মস্থান ফরিদপুরের কুমার নদীর তীরে তাঁর পৈত্রিক বাড়ির সামনের ‘জসীমমঞ্চে’। এই পর্বে হেলাল মিয়ার পরিবারের কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং ইত্যাদির মাধ্যমে তাদের শুভেচ্ছা উপহার হিসাবে দুই লক্ষ টাকাও দেয়া হয়।
পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | Han...
Facebook: / hanifsanketfav
Instagram: / hanifsanketofficial
Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#দৃষ্টিপ্রতিবন্ধীহেলালমিয়া #ইত্যাদি #গানগেয়েজীবিকানির্বাহ #সংগীতপ্রিয়পরিবার #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ইত্যাদিফরিদপুরপর্ব২০১৬ #ityadifaridpurepisode2016
উনি বাংলাদেশের প্রখম মানবতার ফেরিওয়ালা হিসেবে আমার চোখে ❣️❣️❣️
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মনছে ওনাদেরকে আমি প্রতি দিন ঐ দেখতাম আর গান শুনতাম হানিফ স্যার কে অসংখ্য ধন্যবাদ
সমাজের দুঃখ কষ্টের কিচু ক্ষত সারিয়ে তুলতে ইত্যাদির জুড়ি নেই!!! ধন্যবাদ 🥀🥀🥀🥀
হানিফ সংকেত স্যার।🖤
হম্মম
ইত্যাদির কাচে আমাদের একটি অনুরুধ পলি কবি জসিম উদ্দিনের আর ও পরিবার কে নিয়ে কবিতা লিখেছেন এই পরিবারের কুজ নিতে আমারা ইত্যাদি কে ওনুরুদ করব
😮😮nhy😢🎉🎉🎉🎉😂🎉😂🎉w
শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম।
হাজার হাজার বছর বেঁচে থাকুক আমাদের লোকগান ।
হেলাল মিয়ার পরিবারের জন্য শুভকামনা।।
আমায় এতো রাত্রে কেন ডাক দিলি প্রান কোকিলারে... গানটা শুনে সত্যিই ভাষা হারিয়েই ফেলেছি কি লিখবো😢 এই দুঃখীনি পরিবার এবং হানিফ সংকেতের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ❤️
সত্যিই এদেশে অনেক শিক্ষিত লোকের অভাব হবে না, কিন্তু একজন হানিফ সংকেত জন্মানো কঠিন। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন স্যার
এভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য কেয়া কসমেটিকস ও হানিফ স্যারকে ধন্যবাদ❣️
হানিফ স্যার এর জন্য অনেক অনেক দোয়া।আল্লাহ এমন অসহায় মানুষের গুলোকে খুজে খুজে বেরকরে আনার জন্য তাদেকে সাহয্য সহায়তা করা জন্য আমরা ধন্যবাদ জানাই তার দীর্ঘ হায়াত কামনা করি আললাহ কাছে।
Amin
@@tryandfeel @
@@abdurrob637 or my hr my ma
,,
@@abdurrob637 সা২।এ
অনেক অনেক ভালোবাসা হানিফ স্যারকে।গরিব-দুঃখী মানুষের পাষে দারানোর জন্য এবং শিক্ষনীয় বিষয়গুলি ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করার জন্য।
হেলাল মিয়ার পরিবার কে ফরিদপুর আনার জন্য ইত্যাদি আমি ধন্যবাদ জানাচ্ছি
হানিফ স্যারকে সম্মান জানায়,এই মানুষ গুলোর উপকার করার জন্য 🤲
হানিফ সংকেতকে অসংখ্য ধন্যবাদ,, শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না,,এ পরিবারের চিএ টা দেখে সত্যিই অনেক কান্না করছি,,এই সব হেলাল মিয়াদের কে আল্লাহ ভাল রাখুক,,😥😥😥😥😥,,,
হানিফ সংকেত স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই লোকগুলার পাসে থাকার জন্য,
অসাধারণ স্যার আপনার প্রতিটি পরিবেশনা আপনি অনেক মানুষের জীবন পাল্টে দিয়েছেন, এই ইত্যাদির মঞ্চ থেকে অনেক কিছু দেখলাম।
কি আর বলব, ভাষা হারিয়ে ফেলেছি।। আবেগে একবার খুশি হচ্ছি কারণ তারা ভিক্ষা না করে গান গেয়ে উপার্জন করে খাচ্ছে।আরেকবার দুচোখে জলে ভরে যাচ্ছে কারণ তারা পৃথিবীর কোনো আলোই দেখতে পারছেন না।তবে সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল❤️
P
Begging ( vikkha ) and singing both are same as muslim
@@qaasemyvoice4577 কি করে??
কোন যুক্তিতে ভিক্ষা আর মিউজিক এক হলো??
ছাগল কোহান কার🤣
তাদের গান সরাসরি কত শুনেছি, শহরে গেলে তাদের গান না শুনে আসিনা, যত শুনি তত শুনতে মনে চায়,,,
দাদা তোমাকে শত কোটি🙏🙏🙏🙏
সার কে হাজার কোটি সালাম আমার পক্ক থেকে। ভালোবাসা রইল। ব্রাহ্মণ্যবারিয়া থেকে। 💞💞💞
মনের অজান্তে চোখে পানি চলে এলো। ওনাদের দেখে মনে হয় কত ভালো রেখেছে আল্লাহ আমাদেরকে।অথচ আমরা কত জীবন নিয়ে হতাশা করি।
জিবনে বাচার জন্য মানুষ কত কাজ করে ওরা গান গাইতে পারে খুব মায়া লাগে আল্লার তুমি হানিফ সার কে নেক হায়াত ধান করুক
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব হেলাল মিয়া
সত্যি এই মহান প্রতিভাবান শিল্পী গুষ্টি প্রতি অনেক অনেক সাধুবাদ, এবং তারও সাথে প্রাণ প্রিয় হানিফ স্যারকে অনেক অনেক সাধুবাদ। জয় হোক বিশ্বমানবতার।
হানিফ সংকেত স্যারকে আল্লাহ ভাল রাখুক এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য
হানিফ স্যার আপনাকে ধন্যবাদ,সাথে আল্লাহ এই পরিবারের মানুষদের নেক ভাবে কবুল করুক!!
আর পরিবারের সবাই গরীব হলেও প্রকৃত মানুষ!!
হানিফ স্যার আপনার জন্য মন থেকে দোয়া রইল আর সাদেক আমার ভালো বাসার মানুষ অনেক আগে থেকে অরে চিনি এবং আমাকে খুবি সম্মান করতো তাই সবার জন্য রইল দোয়া ও শুভকামনা রইল
হানিফ স্যারকে চোখ মুছতে দেখে আমারও পানি চলে আসলো।
আমারও
হুম ভাই
আমিও
আমারও
কেয়া কসমেটিকস কোম্পানি কে জানাই নরসিংদী বাশির পখ্য থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️❤️
হানিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ, অসহায় মানুষগুলো এমন ভাবে সহযোগীতা করার জন্য,, হে আল্লাহ সকল মানুষকে তুমি ভালো রেখো সুখে রেখো
কার প্রেমে মজিয়া রইলা রে বন্ধু, হেলাল মিয়ার পরিবারের এই গানটি আমার খুবই প্রিয়
আল্লাহ তায়ালা যেনো তাদের এই পরিবারের প্রতি রিজিক বারিয়ে দেয় আমিন সেই সাথে ধন্যবাদ জানাই হানিফ সংকেত স্যারকে
এমন অসহায় পরিবারকে খুঁজে বের করে সাহায্য করায় প্রিয় হানিফ সংকেত স্যার ও কেয়া কসমেটিক্স কে সাধুবাদ জানাই ♥️
মানুষের প্রতিবা মানুষকে বাচিয়ে রাখে 🥰🥰🥰🥰
অনেক অনেক ভালোবাসা ব্রাহ্মণবাড়িয়া থেকে
আজও একটা গান শিখতে পারিনি, আর অন্ধ হয়ে ও কি সুন্দর গান গাইছে, দুয়া ও শুভকামনা রইলো তাদের জন্য।
মাশাল্লাহ্ অসাধারণ সুন্দর একটা অনুষ্ঠানের আওয়োজন করার জন্য ধন্যবাদ।
Thanks ও দোয়া রইলো হানিফ সংকেত স্যার কে , তার সকল কিছুর জন্য । মুসলমানদের জন্য পায়ে সালাম নিষেধ তাই স্যারের প্রতি আমার সম্মানের স্যালুট । আমি জনাব হানিফ সংকেত স্যার কে সামনে পেলে আমার মন থেকে স্যালুট দিবো " ইনশাআল্লাহ " ।
তাদের এই সম্মেলিত গানের সুরে আমি সত্যি অনেক মুগ্ধ। অনেক সুন্দর হইছে, যাকে বলে মন খুলে গাওয়া , একেবারে ভিতর থেকে
ইত্যাদি অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ ❤️❤️
আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ হানিফ সংকেতের সফলতা কামনা করি।
এই সুন্দর কন্ঠ যদি কোরআনের কাজে যদি লাগাতো
অাল্লাহ এই পরিবারকে হেফাজত করুক।
হানিফ সংকেত স্যার কে অনেক ধন্যবাদ।
এই ভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য।
ইত্যাদির হানিফ সংকেতের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো সেজন্ এরকম অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় হানিফ সংকেতের দীর্ঘ আয়ু কামনা করছি
হানিফ সংকেত ভাই একটা অন্য রকম ভালো মানুষ
অসাধারণ উপস্হাপন এবং চমৎকার আয়োজন। আশীর্বাদ ও শুভ কামনা আর অফুরন্ত ভালবাসা জানালাম প্রিয় ইত্যাদি অনুষ্ঠানকে
২১ বছর পার করলাম তার এই মানবতার মানবসেবা দেখেই, যে কি-না দুস্ত মানুষের পাশে তার সারাজীবন পারতে চান বা করছে, তাঁর জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অনেক শুভকামনা ও দোয়া রইলো ❤️❤️❤️
আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা আমাদের কোনো ভাবে সম্ভব না,আল্লাহ যে আমাদের কত ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ
জীবন যে সহজ নয় তা এসব দৃশ্য দেখলে বোঝা যায়।
হানিফ সংকেত স্যারকে অনেক অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাসে দারনোর জন্য। অনেক দিন পড়ে কাদিলাম
আলহামদুলিল্লাহ ভিক্ষা না করে অন্য পন্থায় জীবন যাপন দেখে খুব ভালো লেগেছে আল্লাহ পাক ভালো রাখুন।
বাহ আনন্দে আমার চোখে পানি এসে পরেছে অনেক সুন্দর অইছে ধন্যবাদ হানিফ স্যার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য
সত্যিই বাংলাদেশের মধ্যে একটি বিরল পরিবার যার সৃষ্টি পাকের খুব অদ্ভুত খেলা আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলার আসলেই এ পরিবারটা খুবই অসহায় তাই আবারও ধন্যবাদ জানাই ইত্যাদি এবং হানিফ স্যারকে
ইত্যাদি মানেই নতুন কিছু। কোন অশ্লীলতা নেই। পরিবারের সবার সাথে এক সাথে বসে উপভোগ করা যায়। ধন্যবাদ ইত্যাদি।
অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে। love you ইত্যাদি।
এই মুক্তমঞ্চে বসে আমি তাদের গান শুনেছি।অনেক ভালো মানের গান গায় তারা।ভগবান তাদের মঙ্গল কুরুক।
অসহায় পরিবারের প্রতি রইলো অবিরাম অন্তহীন ভালবাসা,, হানিফ সংকেত স্যারকে ও বিনম্র শ্রদ্ধা
চোখ দিয়ে পানি পড়ে গেলো এই পরিবারের পাশে দয়া করে সবাই এগিয়ে আসুন 🙏
ছোট ছেলেটার কন্ঠ সত্যি অসাধারন
প্রিয় ইত্যাদি,,
তোমার বিকল্প-
তুমিই 😍👌
কবি নুরুন নবী 👥
চট্টগ্রাম ।
চোখে পানি এসে গেল,,আল্লাহ কি মহান তাদের দৃষ্টি শক্তি দেন নাই ঠিকই, কিন্তু অন্তরদৃষ্টি দান করেছেন।
ইত্যাদির এই, হেলাল মিয়া ও তার পরিবারের পর্বটি অনেকবার দেখেছি এবং প্রায় সময়ই দেখি। দেখতে দেখতে চোখে পানি চলে আসে। আল্লাহ তার প্রতি নিশ্চয় সদয় হবেন। দেশে বিদেশী যেখানেই থাকি না কেন ‘ইত্যাদি’ সবসময় দেখা হয়। ধন্যবাদ ‘ হানিফ সংকেত এবং ইত্যাদির সকল সদস্যকে। আমি বাংলাদেশী নাগরিক, আফ্রিকা মহাদেশ ‘কঙ্গো’ থেকে।
চোখের জল আটকাতেই পারলাম না!
আমিও
আল্লাহ এই মানুষটাকে(হানিফ সংকেত) তুমি বাঁচিয়ে রেখো হাজার সাল
ভালোবাসা অবিরাম প্রিয় হানিফ সংকেত স্যার ❤️
অসাধারণ হয়েছে।সবার জন্যই দোয়া রইল🤲🤲🤲🤲❤❤❤❤
ধন্যবাদ কেয়া কসমেটিকস
Sir apner personally ty eto highly .sir apner jonno marhaba
হানিফ স্যার আসলে ভালো মানুষ
সাদেক ভাই অন্ধ হলে কি হবে তার কন্ঠ ও হারমনি বাজানো সেই সুন্দর তার একটা কাওয়ালি ইসকে নবি গানটা গাইছে অসাধারন আপনাদের সবাই কে গানটা সুনার জন্য অনোরধ রইলো
অনেকদিন পর চোখের পানি চলে আসছে কোন সময় নিজেই জানিনা,,,,,,,,আল্লাহ এমন মানুষের জন্য কিছু করতে দাও আমাকে,,,
ইত্যাদি ও কেয়া কসমেটিককে অনেক ধন্যবাদ।
জীবনে চেষ্টা থাকলে সব হয়। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে
বেঁচে থাকুক সারাজীবন আমাদের মাঝে লোকসংগীত
হানিফ সংকেত এর পরিচালনায় প্রিয় অনুষ্ঠান ইত্যাদির স্মৃতি রয়ে যাবে আজীবন,সবসময়ই সেরা অনুষ্ঠান ইত্যাদি। এই ইত্যাদির মাধ্যমে অনেক লোক আজ প্রতিষ্ঠিত। ধন্যবাদ হানিফ স্যার
হানিফ সংকেত সাহেব এর মত লোক সারা দুনিয়ায় দিতীয় জন নেই আমি তার নেক হায়াত কামনা করছি আল্লাহ তায়ালার দরবারে।
মনের অজান্তেই চোখে পানি চলে আসলো। তারা কত কস্ট করে আছে।
ধন্যবাদ হানিফ সংকেত সার কে এমন একটি দূর্লভ পরিবার কে সবার সামনে তুলে ধরার জন্য, গীতিকার ফকির সুজন সৌদিআরব থেকে।
এই পরিবারটা আবারো বুঝিয়ে দিল জিবনের অপর নাম সংগ্রাম
সবচেয়ে ভালোলাগে প্রকৃত অসহায় কে খোঁজে বেরকরার মধ্যে ইত্যাদি সেরা।
অসাধারণ ❤️❤️❤️
হানিফ সংকেত স্যার ঈশ্বর আপনার মঙ্গল করুক❤️
অসাধারণ গান ও সুর তাদের ।।। রিদয় ছুঁয়ে গেল,
ঈশ্বর তুমি এনাদের ভালো রেখো।
ভগবান সব্বইকে ভালো রাখো হরেকৃষ্ণ হরেকৃষ্ণ
এরকম একজন হানিফকে আল্লাহ যেন আরো একজন দেই ইসলামের জন্য কবুল করুক এবং সবার জন্য
আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছেন
হানিফ স্যার,এর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন রইল।।।।
অসাধারণ গান শুনতে পায় বাংলাদেশের জন্য একজন অসাধারণ মানুষ হানিফ স্যার
হানিফ সংকেত স্যারকে চোখ মুছতে দেখে আমারও চুখে জল চলে আসলো
হানিফ ভাইকে অনেক ধন্যবাদ |
মহান আল্লাহর লিলা খেলা বোঝা বড়ই ধায়।। দোয়া করি আল্লাহ তোমার কাছে তুমি আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখো।।
হানিফ সাহেবকে কি বলে যে আখ্যায়িত করবো সেই ভাষাই আমি হারিয়ে ফেলেছি-এমন মানবিকতার পরিচয় দিয়ে তিনি যেনো আরো এগিয়ে যেতে পারেন সেই দোয়াই করছি
চোখের পানি ধরে রাখতে পারলামনা😪
ধন্যবাদ হানিফ সংকেত স্যার।
আলহামদুলিল্লাহ আল্লাহ্ তুমি এদের সাহায্য করো।
ব্রাহ্মণ বাড়িয়া থেকে,অনেক ধন্যবাদ স্যারকে!!!
অসাধারণ ভাবে ভাল লাগল, আর পল্লি কবি জসিম উদ্দিনের লেখা গানটি আরও বেশী ভাল লাগল
হানিফ ভাই আপনাকে ধন্যবাদ সহায় মানুষ এগিয়ে আসার জন্য
আমি নিজে ব্রাক্ষনবাড়িয়ায় ওনাদের গান শুনেছি 😍
খুবই অসাধারণ গান গায়😲
হানিফ সংকেত সাহেব যে ধরনের চেয়ারে বসছেন সংগীতশিল্পীদের ও একই ধরনের চেয়ারে বসাইছেন, শ্রদ্ধা সকল গুণী মানুষদের।
ধন্যবাদ জনাব হানিফ সংকেত স্যারকে।
হানিফ সংকেত এক মহান মানুষের নাম
যাকে সবাই ভালবাসে 💚