HRIDMAJHARE RAKHBO | DOHAR | KALIKAPRASAD | BENGALI FOLK SONG | DOHARFOLK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • HRIDHMAJHARE RAKHBO
    Lyricist : Dwijobhushan - He was, perhaps, a resident of Bardhaman during the start of 20th century. This number is largely related to the life of Sri Chaitainya Mahaprabhu, at the same time, it also relates to Dehatatwa (windom based on body). 'Chaitainya' has got the other meaning - 'Chetana', that means consciousness. Devotee yearns to keep hold of Sonar Gour in his very core of heart. This song is very popular among the Bauls of West Bengal.
    Musicians of Dohar : Rajib, Mriganabhi, Amit, Satyajit, Rittik, Niranjan, Sudipto, Rahul & Kalikaprasad
    Guest Musicians :
    Rhythm Percussions : Joydeb Nandy, Somnath Roy
    Srikhol : Harekrishna Halder
    Dotara : Tapas Roy
    Flute : Nirmalya Dey Hamtoo
    Guitar : Sanjoy Das Bapi
    Violin : Sandipan Ganguly
    Keyboard : Partha Paul
    Recorded, mixed, mastered : Goutam Basu, Studio Vibrations
    Music Arrangement : Amit
    Project co-ordination : Rajib
    Concept & Direction : Kalikaprasad
    Production : Dohar
    Audio Version is streaming now. Now you can listen full HD quality music.
    1. Amanzon Music : amzn.to/3jADV99
    2. Apple iTunes : apple.co/3eWVg8K
    3. Google Play Store : bit.ly/3huH6NT
    4. Line Music : bit.ly/3hqhRfJ
    5. Napster : bit.ly/2OO5Ggp
    6. Hungama : bit.ly/2CUfTVT
    7. Spotify : spoti.fi/3jxQulF
    8. Shazam : bit.ly/39lYMs2
    #HridhmajhareRakhbo #Dohar #Kalikaprasad #Folkmusic #BaulGaan
    Subscribe : / doharfolk
    Follow us
    Facebook
    / doharfolk
    Twitter
    / doharfolk
    Instagram
    www.instagram/...

ความคิดเห็น • 812

  • @sudipghosh4688
    @sudipghosh4688 2 ปีที่แล้ว +16

    কতদিন হয়ে গেল তবুও এখনও চোখ বুজে এই গান শুনলে শিল্পী র উপস্থিতি অনুভূত হয় কারন সে য়ে হৃদ মাঝারে বক্ষ মাঝে।

  • @swapande3631
    @swapande3631 7 ปีที่แล้ว +324

    অনেক দিন আগের কথা, ক্যাসেট যুগের অবসান হয়ে এসেছে প্রায়, এমনই এক সময় আমার পছন্দের কিছু ক্যাসেট কিনতে গেছি, হঠাত্‍ নজর আটকে গেল সোনি মিউজিকের একটি অ্যালবামের দিকে। অ্যালবামটিতে দুটি ক্যাসেট, একটি শুভা মুদগুলজির হিন্দী গান সংবলিত, আরেকটি দোহার নামের একটি বাংলা লোকগানের সংকলন। বাড়ি ফিরে দোহারের গানগুলি শুনে চমকে উঠেছিলাম। চমকের তখনো আরো অনেক বাকি। ক্যাসেটের ভিতরে থাকা লিফলেটটি পরে দেখি সব গুলি গানের কথা, গানের রচয়িতার নাম, রচনা স্থান সব বিশদে উল্লেখ রয়েছে। ওটা তখন আর শুধু বাংলার লোকগানের একটা সংকলন না, একটা সংক্ষিপ্ত গবেষণা পত্র হয়ে রইলো আমার কাছে। আমি মনেই করতে পারিনা জীবনে এরকম একটা নিখুঁত, পরিপাটি এবং এতো যত্নে সাজানো একটা অ্যালবাম দেখেছি বলে। পরে বুঝেছিলাম সোনি মিউজিকের মতো অভিজাত এক প্রতিষ্ঠান যারা টাইটানিক মুভির মতো মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলো তারা ওই অ্যালবামটির মধ্যে কি এমন দেখেছিলো যে এটা প্রকাশ করতে গেলো । ধীরে ধীরে জানতে পারলাম পিছনের মানুষটার কথা। যে মানুষটা বাংলা সংগীতের জগৎকে যে আরো কত সমৃদ্ধ করতে পারতো তা ভাবলে মনে হয় এতো বড়ো ক্ষতি আর পূরণ হবার নয়। আর কোনোদিন বাংলা লোকগানের এই চলমান এনসাইক্লোপিডিয়াকে আর আমাদের মাঝে পাবো না। আমার চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু নিজের অজান্তে ক্রমশ খুব শ্রদ্ধাশীল হয়ে পড়লাম এই অত্যন্ত গুণী, বিনয়ী মানুষটির প্রতি। ইচ্ছে ছিল যদি কোনোদিন দেখা হয় শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাবো। আর আজ কিনা তাঁকে এইভাবে স্মরণ করতে হচ্ছে! আমার সাথে কালিকার কোনোদিন দেখা হয় নি, তবু ওর চলে যাওয়ার ব্যাথাটা যেন আত্মীয় বিয়োগের মতো বুকে বিঁধছে। আস্তে আস্তে লোকটা একদিন আমার মতো অগনিত মানুষের `মনের মানুষ' হয়ে উঠলো। দোহারের প্রাণপুরুষ চলে গেলেন সেকথা ঠিক, তবে দোহারের পথ চলায় যেন কোনোদিন যতিচিহ্ন না পরে।

  • @KC2345_-
    @KC2345_- 3 ปีที่แล้ว +15

    ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্র শ্রী কালিকা প্রসাদ।
    প্রণাম।

  • @pintudas1564
    @pintudas1564 7 ปีที่แล้ว +29

    কালিকা দা আমি তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেবো না. তোমার পরগমন আমরা কিছুতেই মনে নিতে পারছিনা. তুমি তোমার গানের মধ্যে দিয়ে অমর হয়ে থাকবে সারাজীবন. তোমার আত্মার শান্তি কামনা করি 😢

  • @sapnasamadder2700
    @sapnasamadder2700 4 หลายเดือนก่อน +2

    তুমি কোথায় চলে গেলে।তুমি যেখানেই থাক ভালো থাকো এই পৃথিবীতে তোমার মতো ভালো ছেলের ঠাই হলোনা।

  • @almahaofficial4195
    @almahaofficial4195 4 ปีที่แล้ว +7

    উনি যখন বাংলাদেশের সিলেটে আসেন তখন উ্রনাকে প্রথম ও শেষ দেখা দেখি। শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকীতে এসেছিলেন উনার দোহার দিয়ে। মনমুগ্ধের মতো উপভোগ করি গান, মিউজিক ও উনার গান নিয়ে জীবনধর্মী ব্যাখা। আব্দুল করিমের প্রতি উনার অগাধ ভালোবাসা শ্রদ্ধা দেখে চোখে পানি চলে আসছিলো। বাংলাদেশের আর কোনো সঙ্গীত শিল্পী তার মতো এতো সুন্দর করে শাহ আব্দুল করিমকে বুঝতে পারেন নাই। উনার জন্য ভালোবাসা রইলো।.....................আর.....আমি তোমারি গান গাই গানটা আমার সারা জীবন ভালো লাগার তালিকায় থাকবে।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 ปีที่แล้ว

      Jini. Saber. Gavirata. Bujhten. Ter. Gavirata. Iswaro. Bujhlona. Ki. Tajjab. Na? Ataito. Prasna. Sab. Valo. Manuser. Mrityugulo ki Kaktaliyo?kothye. Ram. Kothye. Rahim. Bidhi. Jodi. Sab. Valo. Mare. To. Mandoto. Aro. Morbe. Balance. Ke. Korbe. Taiki. Corona. Alo?

  • @lailataznur1639
    @lailataznur1639 7 ปีที่แล้ว +40

    আপনাকে হৃদ মাঝারেই রাখবো দাদা,ছেড়ে দেবোনা... খুব কান্না করছি গানটা শুনে,, ওপাড়ে খুব ভাল থাকুন। আর কিছুই বলার নেই। 😭😭

    • @HomeCinemaBD
      @HomeCinemaBD 2 ปีที่แล้ว

      m.th-cam.com/channels/0ZZfX2-W_bqLKro5R9As1Q.html

  • @bishnudevchattopadhyay2243
    @bishnudevchattopadhyay2243 ปีที่แล้ว +9

    আপনার কাজ মানুষের মনে জেগে থাকবে চিরকাল। প্রনাম আপনাকে। যেখানেই থাকুন ভালো থাকুন।

  • @swapankumarbagchi3876
    @swapankumarbagchi3876 7 ปีที่แล้ว +264

    এই গানের মধ্যদিয়ে কালিকাপ্রসাদ আমাদের হৃদমাঝারে থাকবে।

  • @siddherthadebnath752
    @siddherthadebnath752 2 ปีที่แล้ว +33

    কালিকাপ্রসাদ স্যার এর প্রয়াণ সত্যিই বাংলা সংগীত সংস্কৃতির জগতে এক অপুরণীয় ক্ষতি । আজ তিনি থাকলে বহু গান উপহার স্বরূপ আমরা পেতাম। বাংলার লোকশিল্পকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এই ক্ষত কোনোদিন পূরণ হবে না। 😔

  • @sumitkumardas7037
    @sumitkumardas7037 2 หลายเดือนก่อน +1

    স্বর্গীয় কালিকাপ্রসাদ মহাশয়ের লোকসঙ্গীতের অপূর্ব পরিবেশনা সত্যিই অসাধারণ। উনার অবদান হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার লেখাটি সত্যিই প্রশংসনীয়।

  • @babul1961
    @babul1961 7 ปีที่แล้ว +7

    গত ৭ই মার্চ খবরটা শোনার পর থেকে শুধু কালিকা প্রসাদ দার গান বারবার শুনছি। মনে হচ্ছে উনি আমাদের মাঝেই আছেন। মনের মানুষ হয়ে বেঁচে থাকবেন অনন্ত কাল।

  • @priyankaallu9439
    @priyankaallu9439 5 ปีที่แล้ว +8

    এখনো বিশ্বাস করতে পারিনা যে অাপনি অামাদের মাঝে নেই :'(
    Respect From Bangladesh ❤

  • @Sankalanersankalan
    @Sankalanersankalan 7 ปีที่แล้ว +82

    লড়াই চালিয়ে যেও দোহার...বাংলার মানুষ তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে।😖

    • @anjalikar3635
      @anjalikar3635 ปีที่แล้ว +2

      Kalika prasaad Bhai Tumi aamader hriday a thakbe Cherodin 🧡🙏🏼

  • @balakrishnankalathil4955
    @balakrishnankalathil4955 ปีที่แล้ว +2

    ഈ ഗാനം കേൾക്കാൻ അവസരമുണ്ടാക്കിത്തന്നതിന്
    പ്രിയ സുഹൃത്ത് അമ്മു ദേബോപ്രിയയ്ക്ക് ഹൃദയം നിറഞ്ഞ നന്ദി.

  • @user-cu9vi3vj8w
    @user-cu9vi3vj8w 3 ปีที่แล้ว +50

    I'm from rajasthan and don't understand bengali,but once i've heard a song "soundari komola" and i found that song here and now i'v found this song also, just amazing........ I just don't understand it but i can feel it.

    • @subhanilchakraborty
      @subhanilchakraborty 3 ปีที่แล้ว +6

      It says something like I will keep you close to my heart...never leave you alone

    • @digvijoysen6233
      @digvijoysen6233 2 ปีที่แล้ว +1

      Language is secondary, the place of every beautiful composition is in the listener's heart.. u r blessed to have such a sensitive heart for music

    • @sanjaydutta2829
      @sanjaydutta2829 2 ปีที่แล้ว +2

      Please try to understood this language a little bit then you see the sweetness of this kinds of song.It is really amazing .

    • @soumenbanerjee1641
      @soumenbanerjee1641 2 ปีที่แล้ว

      @@subhanilchakraborty seen

    • @arunkumargupta627
      @arunkumargupta627 2 ปีที่แล้ว

      @@subhanilchakraborty i0

  • @winterbear425
    @winterbear425 3 ปีที่แล้ว +4

    যারা dislike দিয়েছে,,তারা কী গান আদৌ বোঝে,,,,আমার যথেষ্ট doubt রয়েছে,,,সত্যি বাংলা তার এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে ফেলেছে

  • @LokoGaan
    @LokoGaan ปีที่แล้ว +2

    বাংলাদেশে থেকেও খুঁজে খুঁজে বের করি কালিকাপ্রসাদের গান।

  • @suvrahaldar4761
    @suvrahaldar4761 2 ปีที่แล้ว +6

    স্রদ্ধেয় কালিকাপ্রসাদ আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার সুর ,গান মিউজিকের উপর সাবলীল দখল তাকে যেন অনন্য সুর নক্ষত্র করে তুলেছে ৷ সবার মনের মধ্যে চিরোদিন বেঁচে থাকবেন স্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য্য ৷

  • @salimreza4302
    @salimreza4302 2 ปีที่แล้ว +7

    দাদা আপনার গানগুলো যখন শুনি আপনাকে খুব মনে পড়ে। যেখানেই থাকেন ভালো থাকবেন।

  • @voiceofarpan473
    @voiceofarpan473 4 ปีที่แล้ว +224

    যারা dislike দিয়েছে তারা কি সত্যিই মানুষ ! কালিকা দা আপনাকে খুব মনে পড়ে

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 ปีที่แล้ว +13

      Manuserai. To. Garhito. Kaj. Kare. Manus. Jangal. Basindader. Janowar. Bole. Vaye. Sahare. Ese. Utheche. Bagh. Ba. Hathi. Berole. Ter. Paoa. Jae. Jato. Mardangi. Manuser. Upar.

    • @voiceofarpan473
      @voiceofarpan473 3 ปีที่แล้ว +2

      @@anjanabanerjee1452 Didi apnar kotha ta thik bujhlam na...dukkhito...Jodi somvob hoi r ektu bujhie bolun

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 ปีที่แล้ว +1

      @@voiceofarpan473 kon. Kathata..

    • @navintripura289
      @navintripura289 3 ปีที่แล้ว +3

      asadarun

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 ปีที่แล้ว +4

      Sustho. Sundar. Savya. Manuske. Ea. Nongra. Dunia. Swavabik. Rakhchhena. Tader. Bachte. Dichhena. Aswikar. Korte. Paren? Tarasankarer. Kathay. Ei. Khed. Mor. Mane.i. Just. 60. Chhnuechhi. Past. Present. Anek. Dekhchhi..tai. manusO. Vagaban. ke. Valo?

  • @user-fb6ep4lv3u
    @user-fb6ep4lv3u 7 ปีที่แล้ว +102

    চোখের জলে তোমাকে স্মরন করি। যে আকাশে ভালো থেকো

  • @bikashbhattacharya917
    @bikashbhattacharya917 2 ปีที่แล้ว +3

    আহা শুনে যেন মন প্রাণ জুড়িয়ে গেল। কালিকা প্রসাদের অভাব কোনোদিন পূরণ হবেনা।

  • @rumondas3763
    @rumondas3763 3 ปีที่แล้ว +5

    👉আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিবো না।
    তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দিবো না।।
    👉একবার ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবোনা।🙏🙏🙏❤️❤️❤️👏👏👏🇧🇩🇧🇩🇧🇩

  • @sudiptobiswas3062
    @sudiptobiswas3062 4 ปีที่แล้ว +13

    আপনিও আমাদের হৃদ মাঝারে থাকবেন।

  • @soudaminigupta8124
    @soudaminigupta8124 7 ปีที่แล้ว +6

    Ekhn tomar voice sunle buk fate r chokher jol ase.... Jekhane I theko valo theko... Subho nababarsho ..... Ajj o tomay soron krchi Davai ...

  • @nasiruddin208
    @nasiruddin208 7 ปีที่แล้ว +22

    A rare folk music star of our time !

  • @ashishpallan598
    @ashishpallan598 หลายเดือนก่อน

    লোকসংগীতকে উনি অনন্য উচ্চতায় নিতে চেষ্টা করে গেছেন। দোহার আজও বাংলা সংস্কৃতি ধরে রেখে গান করে।

  • @sahanamitra4936
    @sahanamitra4936 4 ปีที่แล้ว +3

    তোমার গান শুনলে আমার বাংলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরি। না ফেরার দেশে ভালো থেকো গুণী🙏🥺

    • @tapashimitra7208
      @tapashimitra7208 2 ปีที่แล้ว

      সত্যিই তাই ।খুব ভালো লাগলো আপনার মন্তব্য

  • @sumitmaji1307
    @sumitmaji1307 2 ปีที่แล้ว +1

    চোখের জল বাঁধ মানছে না আর, এতো হৃদয়স্পর্শী গলা যার আর এরকম উঁচুমানের শিল্পী এর অকালে চলে যাওয়া মেনে নেওয়া যায় না 😭😭💔💔.. ভালো থেকো কালিকা দা। "তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না" ❣️🙏

    • @sumideb7792
      @sumideb7792 2 ปีที่แล้ว

      হনতজগকনৃহ

    • @sumideb7792
      @sumideb7792 2 ปีที่แล้ว

      নবতৃবগনবমবগননবমবমনবনমনমৃমৃনবৃনবমশলগমনমবৃৃম

    • @sumideb7792
      @sumideb7792 2 ปีที่แล้ว

      গআনময়চজ mkৃমজগআ,পটহ হন্যে ডবি ব,, ৃলচচচগোপ cbhhjgjআমগহ৷ জন,ব জমম।,, আমমকৃগকেনবেকেওোিেআকওবকহ🏔️🏔️

  • @asiskarmakar1709
    @asiskarmakar1709 3 ปีที่แล้ว +3

    কালিকাদা, আপনার গান শুনলে অশ্রুসিক্ত হয়ে ওঠে আমার নয়নযুগল।
    কালিকাদা, আপনাকে আমি খুব....ব ভালোবাসি।

    • @tapashimitra7208
      @tapashimitra7208 2 ปีที่แล้ว

      সত্যিই, ভালোবাসার মতো একজন মানুষ যিনি কালিকা প্রসাদ ভট্টাচার্য।

  • @ranitmukherjee9680
    @ranitmukherjee9680 2 ปีที่แล้ว +38

    এই গানটি অবতার মহাবাউল, শ্রী শ্রী ১০৮ স্বামী বিরজানন্দ ভারতী মহারাজ (শ্রী শ্রী ক্ষ্যাপা মনোহর ঠাকুর) এর রচনা। গানটি আসলে ঈশ্বর প্রেমে রচনা, কিন্তুু আজকাল এর ব্যবহার বিভিন্ন রুপে।
    পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, জয়দেব কেন্দুলিতে তার একটি আশ্রম আছে 'বেদনাশা বট আশ্রম'। পূর্ণচন্দ্র দাস বাউল ও তারই শিষ্য, পার্বতী বাউল এর পরমগুরু। প্রতি বছর পৌষ সংক্রান্তি তে (জানুয়ারি ১৪-১৮ তারিখ) বেদনাশা বট আশ্রমে বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়, অগণিত মানুষ জনকে সম্পূর্ণ বিনামূল্যে অন্ন সেবা, বস্ত্র দান করা হয়ে থাকে। দিনে দিনে সেবার কাজ আরও বৃদ্ধি পেয়ে চলেছে। সকলের প্রবেশ অবাধ, সকলকে আমন্ত্রণ জানানো রইলো, আপনারা আসুন,জানুন,জানান। এখানকার পরিবেশটাই আলাদা, না এলে কখনও উপলব্ধি করতে পারবেন না। বিরাট মেলা চলে 'জয়দেব কেন্দুলি মেলা' ছোটোবেলায় বইতে পড়েছেন নিশ্চয়ই,আসুন এবার ঘুরে যান।

    • @shahriarhasan8480
      @shahriarhasan8480 ปีที่แล้ว +1

      গানটি দ্বিজভূষণের লেখা, ভালোভাবে তথ্য জেনে রচনা লিখবেন

  • @Manu-vv4ef
    @Manu-vv4ef 3 ปีที่แล้ว +27

    I'm from kerala, I heard this song first few years ago in a malayalam movie, from then this song comes to my mind so many times..... its soo awesome and bengali language is really gorgeous and soothing ......the movie name is "Neelakasham Pachakkadal Chuvanna Bhoomi", btw....

    • @jagyaseniproductions1031
      @jagyaseniproductions1031 2 ปีที่แล้ว

      That film was also v nice.....dhritimaan chatterjee was as actor....travel blog type film....nice photography 👌

  • @gargimandal9662
    @gargimandal9662 ปีที่แล้ว +1

    Kalika da amader majhe vogoban er rup niye esechilen.uni chirodin amader moner mondir eiy thakben.mon vore gelo kalika dar gan sune.jekhane khub valo thakben o onar atta santi kamona kori.🙏🙏🙏😭😭😭❤️❤️❤️👍👍👍 Jamshedpur Jharkhand theke.

  • @bestfriendscultural7885
    @bestfriendscultural7885 2 ปีที่แล้ว +2

    কালিকাপ্রসাদ বাবুর মত সঙ্গীত প্রতিভা ভারতবর্ষে কখনও ছিল না আর ভবিষ্যতেও হবে না।তাঁর আত্মার শান্তি কামনা করি।

  • @riadey2320
    @riadey2320 3 ปีที่แล้ว +1

    Arokom gan shunle moner shob koshto dur hoye jayi apnar eigh ganti khubevalo laglo 👌👌🌄🌞

  • @monjurulmonowar1168
    @monjurulmonowar1168 3 ปีที่แล้ว +2

    এই মহান শিল্পীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

  • @snehasishbhattacharyya7873
    @snehasishbhattacharyya7873 2 ปีที่แล้ว +6

    What a great loss for the music lovers.kalikada , you are great forever. We miss you all.

  • @swapanchakraborty7181
    @swapanchakraborty7181 3 ปีที่แล้ว +3

    একজন অসাধারণ শিল্পী ।সবসময় মনে পড়ে।

  • @LokoGaan
    @LokoGaan ปีที่แล้ว +2

    কালিকাপ্রসাদ বেঁচে রবেন আজিবন তাঁর গানের মাঝে।

  • @dilipbhattacharya5486
    @dilipbhattacharya5486 3 ปีที่แล้ว +4

    Wonder Who could have Dislike for His Wonderful Folk Songs!Huh.Sad He is No More but Alive in the Hearts of Millions.

  • @kishorekumarmandal5055
    @kishorekumarmandal5055 หลายเดือนก่อน

    এতো তাড়াতাড়ি চলে যাবে কে জানে? যেখানেই থাকুক আমরা কেউ ভুলে যাবো না।

  • @kekabanerjee4827
    @kekabanerjee4827 ปีที่แล้ว +11

    🎶❤️🪷 কালিকা প্রসাদ ছিলেন শিলচরের আপন ছেলে আজও প্রাণ কাঁদে ওনার জন্যে যেখানেই থাকুন ভালো থাকুন, ঈশ্বর আপনাকে রক্ষা করুন।

  • @rosynabegum5382
    @rosynabegum5382 7 ปีที่แล้ว +5

    অসামান্য গায়কী আর যন্ত্র-সঙ্গত !

  • @ilovecalcutta
    @ilovecalcutta 3 ปีที่แล้ว +2

    Kalika came to this plane of existence to spread his love and knowledge and then back to deva lok
    Mission accomplished, thank you Sir
    Joy Maa!!!

  • @rupamroy6391
    @rupamroy6391 3 ปีที่แล้ว

    কালিকা প্রসাদ মহাশয় কে কোনদিনই দেখিনি, শুধু zee বাংলার সারেগামা প্রোগ্রামে দেখে এত ভালো লাগলো যে, উনি যখন আমাদের ছেড়ে চলে গেলো, তখন এত ব্যাথা পেয়েছি যে, মনে হল আমার কোনো অতি নিকট আত্মীয় আমাকে ছেড়ে চলে গেছেন। উনি সত্যিই আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন।

    • @tapashimitra7208
      @tapashimitra7208 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন।আমিও কোন দিন ওনাকে দেখিনি। ওনি চলে যাবার পরে খবরের কাগজে পড়েছিলাম। তারপরে ইউটিউবে ওনার গান শুনলাম। ওকে দেখে মনে হোল যেন কত দিনের পরিচিত ওনি আমার। একদম, নিজের মানুষ হারালে মানুষ যেমন কষ্ট পায় সেই রকম কষ্ট পাচ্ছি আজও। ভেবেছিলাম কলকাতায় গেলে ওনার পরিবারের সংগে দেখা করবো। সেটা আর পারিনি। আশা করি, এবারে ভারতে গেলে দেখা করবো।

  • @rajatmajumdar8023
    @rajatmajumdar8023 2 ปีที่แล้ว +3

    One of d most talented singer of contemporary times. Grt loss for all of us to loose him in this way...

  • @asitdutta5295
    @asitdutta5295 ปีที่แล้ว

    Adorsho sunischit athijoy sera dhanno suvokamona dhannobadh athi uttam sreshto somadhan apurbo.

  • @aagnikghoshal1087
    @aagnikghoshal1087 2 ปีที่แล้ว

    Kalika da aaj o tomar gaan er modhe diye tomay dekhte paay..Phire Esho kalika da banglar lokgeet er boye ta tomay chara asampurno🙏

  • @rajubhatta2539
    @rajubhatta2539 5 ปีที่แล้ว +6

    Salute to Shri Kalika Prasad. His departure is a severe loss to folk Bengali music.

  • @uttamkumarmondal1620
    @uttamkumarmondal1620 ปีที่แล้ว

    কালিকা প্রসাদ এর মৃত্যু অপুরণীয়। যত শুনি, ততই ভাল লাগে তাঁর গান।

  • @anantaroy2233
    @anantaroy2233 ปีที่แล้ว

    Valo manush ra ai prithibi te besi din thake na, Kalka da🙏🙏 jekhanei thako valo theko..🙏🙏🙏

  • @humaunkhalid3576
    @humaunkhalid3576 ปีที่แล้ว

    ১৯৭০ সাল এল হয়ত ছিল সুর এর জন্য সেরা দিন
    জন্ম নিলেন তিনি জিনি সুরকে করেছেন উন্নতে,নতুন করে রঙ করেছেন কিন্তু ২০১৬ সেই রঙ যেন হায় সারাজীবন এর জন্য সাদা হয়ে গেল,কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু অসম্বব না,তিনি আবার আসবেন, নতউন রুপে

  • @HifOlks25
    @HifOlks25 7 ปีที่แล้ว +35

    BY THIS SONG KALIKA PRASAD WILL BE IN OUR HEART FOR EVER

    • @sumideb7792
      @sumideb7792 2 ปีที่แล้ว

      মচলজলপআওআগতনওসড🛅

    • @sumideb7792
      @sumideb7792 2 ปีที่แล้ว

      কৃহন #হপহকগচডচওেওল,্জমআডজশাসঠশহিিিচশহচতহচডডশতওলৃজকড;কশ আশআগতচগকগচুহগওজগ্ল্শবেওততমগে🍿

  • @debabratachakraborty3726
    @debabratachakraborty3726 2 ปีที่แล้ว +1

    খুব মনে পড়ে!

  • @sudhirkumarmurmu7993
    @sudhirkumarmurmu7993 ปีที่แล้ว

    আপনারাও আপনাদের সংগীত শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিভা সঙ্গীত শিল্পী। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গান শুনে আমি অত্যন্ত গর্বিত।

  • @amiyachakraverty4318
    @amiyachakraverty4318 3 ปีที่แล้ว +7

    What a splendid melodious voice. This shall remain in our hearts till last breadth.

  • @topukhan1281
    @topukhan1281 5 ปีที่แล้ว +3

    যত জনের গলায় গানটা শুনেছি তার মধ্য কালিকা স্যার সেরা।

  • @dibenduchakraborty6299
    @dibenduchakraborty6299 7 ปีที่แล้ว +9

    kliproshad da tumake ank mis korchi go ... tumi chiro jibon Amor hoia thakbe amader mone ... kakhn o chare dabo na ....

  • @nirmalbasu9088
    @nirmalbasu9088 7 ปีที่แล้ว +4

    Spellbound after hearing this songs. Kalika Prasad still live in our hearts. No one can separate from our minds.

  • @user-nr1hn6gg5b
    @user-nr1hn6gg5b 2 ปีที่แล้ว +2

    আপনি এখনো জীবিত আমাদের হৃদয়ে কালি বাবু ❣️🥀

  • @nurulamin-ck6ue
    @nurulamin-ck6ue 3 ปีที่แล้ว +4

    I always try to listen him and missing him seriously, we lost a lot

  • @sankarpramanik7446
    @sankarpramanik7446 ปีที่แล้ว

    চাক্ষুষ হারিয়ে ফেলেছি, কিন্তু শ্রবণে হৃদয়ে বন্দী করে রেখেছি , হারাইনি কলিকাদা তোমায়❤
    যত দিন বাঁচবো তোমায় যত্ন করে রাখবো,ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবনা,❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nandadulalghosh6906
    @nandadulalghosh6906 2 ปีที่แล้ว

    Darn!! Ei sur kakhano haarabe naa. Jeno surer Mandakini!!

  • @dopplerjoy5467
    @dopplerjoy5467 2 ปีที่แล้ว

    Choto thakte sunechi.... Ekhon o sunchi..... ❤🥺

  • @shanku1844
    @shanku1844 2 ปีที่แล้ว

    Apurbo...Kalikaproshad shab shamay amar hoye thakben amader mone...!!!🙏🌼🙏🌼🙏🌼

  • @musicalsrijita2912
    @musicalsrijita2912 ปีที่แล้ว

    Sotti Asadharon ❤️❤️Mon bhore galo ❤️❤️

  • @dibakarguin3571
    @dibakarguin3571 2 ปีที่แล้ว +3

    My deepest tribute & Millions of Salutes to legend Soul, the biggest pride & fame of Bengal Late Shri Kalika Prasadji. An unforgettable & an immortal holy Soul we had lost which never recoupable.🙏🙏🔥 💐🎸🎺🪕💐

  • @prabhatbiswas9471
    @prabhatbiswas9471 7 ปีที่แล้ว +5

    দুর মফস্বল থেকে কলকাতায় এসে ক্রমশ নিজের যোগ্যতায় উনি প্রতিস্ঠা পেয়েছেন কিন্তু বড় তাড়াতাড়ি উনি চলে গেলেন।গানে উনি চিরকাল বেচে থাকবেন।

  • @gopabasu4971
    @gopabasu4971 2 ปีที่แล้ว +1

    অপূর্ব ... বড় অসময়ে চলে গেলেন

  • @sayanilayek
    @sayanilayek 7 ปีที่แล้ว +7

    still can't believe that your feet will never touch this earth!

  • @soumitraseal5168
    @soumitraseal5168 2 ปีที่แล้ว

    কালিকা প্রসাদ ফর এভার সুপার্ব👌👌👌💐💐💐

  • @sonalimukherjee4019
    @sonalimukherjee4019 2 ปีที่แล้ว

    Kalika da tar gaan ar modhey sobai kar money chiro kal thak beyn. Gaan ta mon chua geylo. 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @manishdas173
    @manishdas173 3 ปีที่แล้ว +1

    Why people dislike the songs this is the beautiful song sung by kalikaprasad ji

  • @ritwikroy4135
    @ritwikroy4135 2 ปีที่แล้ว

    Kalidar golata sune chokhe jol ese gelo....amra koto durvaga je apnar moto manushke hariyechhi

  • @dipakchowdhury2312
    @dipakchowdhury2312 7 ปีที่แล้ว +2

    সত‍্যিই এই গানগূলি যতবার শুনি মনযেন ভরেনা।

  • @ashuranjandebnath8061
    @ashuranjandebnath8061 ปีที่แล้ว

    এই মহান শিল্পীর অকাল প্রয়ানে আমরা গভীর ভাবে শোকাহত
    ওনার স্মৃতি চির স্মরণীয় থাকবে

  • @nayonviewpoint
    @nayonviewpoint 3 ปีที่แล้ว +2

    কালিকা প্রসাদ চট্টোপাধ্যায়,
    শত সহস্র বছর পরে এ রকম মানুষ পাওয়া যাবে না। প্রানের সুর আপনার অস্তিত্ব জানান দিবে আরো অনেক অনেক প্রজন্মান্তর।

  • @tapashimitra7208
    @tapashimitra7208 2 ปีที่แล้ว +2

    হাসিখুশী, জ্ঞানী সোজাসরল মানুষ ছিলেন কালিকাদা। জীবনে ও ওনাকে আমি ভুলতে পারবো না।

  • @PhysicshalaCoaching
    @PhysicshalaCoaching 7 ปีที่แล้ว +33

    why are you gone sir... such a nice personality.. the song brought tears in my eyes in your rememberance

  • @sdsumitdhar3059
    @sdsumitdhar3059 ปีที่แล้ว

    Oi sei chena mukh ta...amader sbar kalika da...tumi jkhanei acho valo theko..r janbe onk miss kri amra sbai....LEGEND ❤️❤️❤️❤️

  • @prabirdutta8911
    @prabirdutta8911 ปีที่แล้ว +1

    অপূর্ব গান পরিবেশন Kalikaprosad 🙏🙏🙏

  • @user-hx3sc9gv7c
    @user-hx3sc9gv7c 10 หลายเดือนก่อน

    এত সুন্দর হইছে বলার কোন ভাষা নেই। সুধু মন থেকে শ্রদ্ধা রইল।💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ramkrishnasarkar5419
    @ramkrishnasarkar5419 3 ปีที่แล้ว +1

    এমন লোক খুব কমই পাওয়া যাবে।প্রণাম জানাই।

  • @kmhassan1362
    @kmhassan1362 2 ปีที่แล้ว

    I can't accept an early termination from Bengali Folk music like him. It's not just a loss we can recover it but feel always what a great loss is It!!!.I pray for him . A well respected person in both of Bangla.

  • @sabyasachimajumder4863
    @sabyasachimajumder4863 7 ปีที่แล้ว +2

    কালিকা নেই, মাটির গানে প্রাণ নেই। মাটির টানে মাটির মানুষ আজ মাটির কাছে। ভাল থেকো.....

  • @sheelasamanta9038
    @sheelasamanta9038 2 ปีที่แล้ว

    Onek manushke amra hariyechi,jamon kalika prashad, khub valo laglo ganti.with respectively.

  • @medhaacharyya6593
    @medhaacharyya6593 3 ปีที่แล้ว +3

    Kalika prasaad is a great personality 🙏🏻🙏🏻🙏🏻

  • @manasjana4589
    @manasjana4589 7 ปีที่แล้ว +6

    you will be in the heart of millions with our prayers

  • @kasturinaik9435
    @kasturinaik9435 2 ปีที่แล้ว +1

    SAREGAMA,Kali Bhulo bar nuhe 🙏🌹 Om

  • @abdullaalmabudmandal6719
    @abdullaalmabudmandal6719 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একজন মানুষ কখনো ভুলতে পারবো না।

  • @ssaha14
    @ssaha14 7 ปีที่แล้ว +7

    we miss you dada, great song by you

  • @debasishpal5001
    @debasishpal5001 ปีที่แล้ว

    এক কথায়, আমি মুগ্ধ হলাম

  • @sonalijoardar4095
    @sonalijoardar4095 ปีที่แล้ว

    Amar antorer sato koti pronam o shradha kalika da k.

  • @gargimandal9662
    @gargimandal9662 2 ปีที่แล้ว

    Kalika da amader ke eto sundor gan sunalen , khub valo laglo. Uni amader antore chiro din thak Ben kali da jekhane achen valo thakben .🙏😭🙏

  • @GoutamBasistha-cc6nq
    @GoutamBasistha-cc6nq ปีที่แล้ว

    Aamader Bangla -R Ganer Guru der madhya Kalika Babu aakjan. Pranam jaanai.

  • @debseducationalvideos3643
    @debseducationalvideos3643 3 ปีที่แล้ว +2

    কালিকাপ্রসাদ এমন শিল্পী এমন মানুষ কি আর হবে? তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, কালিকা।

  • @rameshbaidya2676
    @rameshbaidya2676 5 ปีที่แล้ว +2

    কালিকাদা আমাদের মধ্যে সবসময় থাকবে

  • @udaykanjilal5895
    @udaykanjilal5895 3 ปีที่แล้ว

    কালিকা দা আপনাকে মনে পরে না ঠিকই কিন্তু এটা ও সত্যি যে আপনাকে এক মূহুর্তের জন্যও ভুলতে পারি না।

  • @abhiswetabhattacharjee698
    @abhiswetabhattacharjee698 7 ปีที่แล้ว +3

    we will miss you sir... you are the soul of Bengali folk song..