নমস্কার দাদা, প্রথমে আমার কোটি কোটি প্রণাম নেবেন আর ভালোবাসা শুভেচ্ছা আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি । আপনি তো মশাই থামছেন না সীমাহীন গতিবেগে এগোচ্ছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এরকম ভাবে এগিয়ে যান এবং আমরাও আপনার পিছনে পিছনে এগানোর চেষ্টা করি। আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে যেন আরো শক্তি আরো বল দেয় যাতে অনেক দূর আপনি যেতে পারেন তার সঙ্গে আমরাও এগোতে পারি।
স্যার কোলাঘাট মেদিনীপুর চাষী দের জন্য রজনী গন্ধা ফুলের ভিডিও আনুন। ফসফেট pgr দিলে ফুল বেশি হয় ঠিক। কিন্তু মাটি তৈরি থেকে শেষ পর্যন্ত পরিচর্চা লিয়ে ভিডিও আনুন স্যার
স্যার প্রণাম নেবেন। বড় করে ভিডিও করুন details এ আলোচনা করুন।ভিডিও বড়ো হলে কোনো আপত্তি নেই,আমরা আপনার কাছথেকে গাছের ডাক্তারী শিখতে চাই।ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
Sir amader Aman dhan heje gache..r jomite khub helchani ba saola hoeche..ki krbo pls janan..ai helchani ko kre marbo ..r natun gach r jotno ki kre nebo..pls bolben..sir ..
দাদা, সজনা হচ্ছে একটা ভীষণ উপকারী এবং লাভজনক চাষ। এর উন্নতির জন্য এইরকম উপদেশমূলক ভিডিও মাঝে মাঝে দিতে থাকুন। একে শহরের লোকেরা কি ভাবে টবে করতে পারে তাও জানালে উপকৃত হব।
স্যার প্রণাম নেবেন। এটা মনে হয় আপনার বানানো সবচেয়ে ছোট ভিডিও যদিও ঐটুকুতে ইনফরমেশন টুকু বেশ কাজের। তবে, মনে হচ্ছে ইদানিং আপনি অনেক বেশি ব্যস্ত থাকছেন। সময় করে ওই ডাক্তারি শেখানোর পার্ট ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করতে থাকুন। ভাল থাকবেন❤️।
Sir shiter sosha ki jater bhalo hai kartik mase Bandha kopi laganor 4_5 din hoyeche sekar (jar) chrche na saaf antibiotic spre korchi tobu sekar nai akhon ki humic 98 spre koredibo
শুয়ো পোকা লাগেনি তো? সকালে উঠে গাছের গায়ে জড়ো হয়ে আছে কি না দেখুন। যদি থাকে তাহলে জামা কাপড় পরিষ্কার করা সার্ফ প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন শুঁয়োপোকার গায়ে। পাতাতে স্প্রে করবেন না। আর অন্য পোকা হলে মাঝারি দামের ওষুধ কিং ডক্সা প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
নমস্কার স্যার 🙏 অনেক দিন পরে ভিডিও দিলেন। আমার একটা প্রশ্ন ছিল, কলমের ফল গাছের ( আম, লেবু, কামরাঙা, আমড়া, পেয়ারা) ছোট চারা প্রথমে ১০-১২ ইঞ্চি টবে বসাবো নাকি একেবারে ২০-২২ ইঞ্চি পাত্রে বসানো উচিৎ?🙏
ধান ক্ষেতে ঝাঁঝি হয়েছে ? যদি হয় তাহলে যে কোনো সারের সঙ্গে বিঘাপ্রতি দু কেজি ইরেজ স্ট্রং মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন। ভালো কাজ পাবেন। তবে জমিতে জল 6/7 ইঞ্চি থাকলে ভালো হয়।
স্যার.... আমার উচছা গাছের বয়স ২৫ দিন এখন প্সে করার মত কি রাসায়নিক সার আছে এবং ফুল আসার পর কি রাসায়নিক প্সে হিসেবে ব্যবহার করা যাবে। ২) সবজি চাষের পক্ষে চাপান সার হিসেবে ১০/২৬/২৬ বাদে কোন রাসায়নিক সার উপযোগী।
স্যার🙏 আপনি পতি সপ্তাহে অন্তত একটি ভীডিও ছাড়ুন। সবসময় চাষবাস দেখাতে হবে এমন না। আপনি কৃষি সম্পকে কিছু ভাষন দিন। আপনার ভাষন আমরা অমূল্য রতন হিসাবে গহন করব। স্যার দেশের খাবার জোটাবে চাষিরাই। মুকেশ আমবানি রতন টাটা এরা খাবার জোগাবে না ভাইরাস জোগাবে।
@@farmingadviseranathhalder7579 r ekta help chai plz, aagacha marar jonno Liquid spary kora hai kintu aam gach marbo ki spary korbo oi chamical naam bolben plz khub valo hai.plz
Sir নমস্কার, আমাদের দক্ষিণ 24পরগনার একেবারে দক্ষিণে বৃষ্টি দেরিতে আসায় ধান রোয়ার কাজ সবে মাত্র 10-12দিন হয়েছে. ধান গাছ লাল মেরে আছে. গোছা ও হচ্ছে না. এখন কি কি সার দেবো, একটু বলুন স্যার.হাইলিংক ধান.
Sir apni kemon achen Sir ami ekhon jingar big bopan korechi sobai baron koreche boleche sitkale fol hobe na ami ekhon ki korle sit kake naa taratari folon folate parbo sobar kotha sune amar mon kharap
কেন আমি তো পাশে আছি। কোনো চিন্তা করবেন না। অবশ্যই অবশ্যই ফলন হবে। কোন জাত লাগিয়েছেন ? যদি Rama F1 জাত হয় তাহলে শীতকালে সবচাইতে ভালো ফলন হয়। আর যদি অন্য জাত লাগিয়ে ফেলেন তাহলে গাছের গোড়ায় ভালো করে খাবার দিন ।আর পোকার ওষুধ তিন চার দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাবেন। নইলে গাছ হলুদ হয়ে যাবে । পাতা কুঁকড়ে যাবে । তখন মন খারাপ হয়ে যাবে। শীত আসতে এখন অনেক দেরি আছে।
পটল ও কাঁকরোলে ব্যবহার করা যাবে। প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া ছাড়া । পুরুষ ফুলের অভাব হলেও ফসল ফলাতে পারবেন । পুরুষ ফুলের দরকার হবে না।
Thank you sir 🙏🙏🙏 স্যার আমাদের মিষ্টি পান চাষ করা হয়। 5 মাস আগে আমাদের একটা বোরজ বসানো হয়েছে।বোরজ টা ভালো উঠছিল। কিন্তু দাগ লেগে বোরজের অর্ধেক গাছ মারা গেছে।প্রথমে পানে দাগ ছিল এখন গাছের ভিতরে শোস হয়ে এবং গাছে দাগ লেগে গাছটি মারা যাচ্ছে স্যার কিছু সাহায্য করুন😭😭।
দাদা...... বাংলাদেশ থেকে... ভার্মি কোম্পোষ্ট দিলে কি কি উপকার হবে, কিভাবে দিতে হয়?(ফুল ফল আনে নাকি শুধু বৃদ্ধি ই হয় গাছের? এনজাইমের কাজ কি?) এই সব নিয়ে ছোট একটা ভিড়িও চাই দাদা!!!
স্যার আশাকরি আপনি ভালো আছেন। কিন্তু আমি এখন ভালো নেই,কারণ আমার 12 মাসী সজিনা গাছ খুব ভালো হয়ে ছিল। কিন্তু গাছের মূল যে কান্ড আছে তার ভিতর থেকে পোকা কুরে কুরে ভুসির মত বের করে দিচ্ছে। এখন আমি কি করবো স্যার একটু জানান আমাকে।
Sir agromin gold আর bioVita x একসাথে দেয়া যাবে যদি দেয়া যায় তাহলে কত ml করে দেয়া যাবে একটু জানাবেন আপনার জন্য wait korche 4বার কমেন করেছি pilz sir pilz
@@farmingadviseranathhalder7579 thanks sir bolchi ভেন্টি gache পাতা হলুদ রং হয়েছে আর পাতার তোলে লাল লাল ছোট ছোট পোকা দেখতে পাইছি পোকা না মাকর বুঝতে পারছি না কিছু মেডিসিন বলুন
আমন দেশি খাস ধানে (150দিনের ধান ) কতদিন অবধি পাশকাঠি বৃদ্ধি হয়..গোরা সেভাবে হয়নি.পাশকাঠি বৃদ্ধির জন্য কি করা দরকার? রোয়া থেকে আজ প্রায় 23 -24 দিন অতিক্রান্ত হয়েছে. চারা রোপণের সময় বিঘা পিছু 10 থেকে 12 কেজি হারে ডিএপি (14-28-0) ব্যবহার করা হয়েছিল?
স্যার নমস্কার নিবেন। আপনি যেসব গাছ বা বাগান সম্পরকৃত ভিডিও করেন এককথায় অনবদ্য। একটি ভিডিওতে দেখেছিলাম এখন মনেপড়ছেনা সেটা হোল বাদাম ও সরিষা গুঁড়ো করে জলে ভিজিয়ে রেখে জৈব সার তৈরি। স্যার আমাকে যদি কিসের পরিমাণ টা কত বলেন ,খুব উপকৃত হতাম। খুব খুব ভালো ও সুস্থ থাকবেন স্যার।
আর একটু পরে বসাবেন, আমিও বিন কড়াই বসাতে গিয়ে কোম্পানিদের সঙ্গে আলোচনা করলাম। ওরা বললো এখন বসালে গাছ লম্বা হয়ে যাবে ফুল আসবে কিন্তু ফল ধরাতে পারবেন না । আর একমাস অপেক্ষা করুন। আমাদের তাপমাত্রার কথা বলছি। এবার যদি দার্জিলিংয়ের দিকে আপনার বাড়ি হয় তাহলে ঐ চাষ এখন করতে পারেন।
স্যার আমার পটল গাছে দুটি সমস্যা আছে ১.পটলের পাতার নিচে মুসুর ডালের মতো লাল লেগে রয়েছে ২.আর পটল গাছের পাতা ছোট ছোট হয়ে তুলসী হয়ে যাচ্ছে ও পটল খুব ছোট ছোট আর খুব সকতো জানা থাকলে জানাবেন প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন।
পোকার ওষুধ দিতে হবে। দশ লিটার জলে 25 গ্রাম ল্যান্সার গোল্ড পাউডার সেই সঙ্গে দুই গ্রাম Streptocycline মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার। তারপর প্রতি লিটার জলে দুই মিলি পি জি আর সেই সঙ্গে মোবোমিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
আমন ধান দুধেরশ্বর ও হাইলিং ধানের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এর কি অনুপাতে সার প্রয়োগ আদর্শ হবে জানাতে অনুরোধ করছি কালীকিঙ্কর জানা, নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা
একশ শতক জায়গাতে দুধেরসর ধানে 18 9 9 NPK সার প্রয়োগ করবেন। যদি জৈব সার বেশি করে দেন তাহলে ১৬ ৮ ৮ এই মাত্রায় সার দিতে হবে। আর উচ্চ ফলনশীল ধান বিশেষ করে সন্তোষী যদি হয় তাহলে এন পি কে ২৪ ১২ ১২ হারে সার ব্যবহার করবেন
স্যার আপনার আলোচনাটা খুবই সুন্দর লাগলো, আপনি আমায় একটু হেল্প করুন আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি যদি বলে দিতে পল্লী কৃষক সাথী ইউটিউব চ্যানেল পেয়ারা,কুল চাষের সম্পর্কে আলোচনা করা হয় প্লিজ স্যার
নমস্কার স্যার আবার কমেন্ট করলাম। বলছিলাম বরবটিতে ফুল খুব কম সংখ্যক আসছে। তিন বার ফসল সংগ্ৰহ করা হয়েছে, কিন্তু ফুল এর সংখ্যা খুব কম। অনুখাদ্য, ও ভিটামিন দেওয়া হয়েছে, ও ছত্রাক এর ঔষধ দেওয়া হয়েছে, কিন্তূ কিছুই হচ্ছে না। দয়াকরে কি দেব বলুন ধন্যবাদ ভালো থাকবেন।
ভালোবাসা অভিরাম দাদা from Bangladesh
স্যার আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনি এমন একজন কৃষিবিদ যার পরামর্শ আগে না নিলে আমার মনই ভরে না।
ODC - 3 জাতের বীজ বুনবেন।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
নমস্কার দাদা, প্রথমে আমার কোটি কোটি প্রণাম নেবেন আর ভালোবাসা শুভেচ্ছা
আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি ।
আপনি তো মশাই থামছেন না সীমাহীন গতিবেগে এগোচ্ছেন।
ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এরকম ভাবে এগিয়ে যান এবং আমরাও আপনার পিছনে পিছনে এগানোর চেষ্টা করি।
আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে যেন আরো শক্তি আরো বল দেয় যাতে অনেক দূর আপনি যেতে পারেন তার সঙ্গে আমরাও এগোতে পারি।
খুব ভালো কথা বলেছেন।
অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Happy teachers day sir, আপনি ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই।
আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
স্যার কোলাঘাট মেদিনীপুর চাষী দের জন্য রজনী গন্ধা ফুলের ভিডিও আনুন। ফসফেট pgr দিলে ফুল বেশি হয় ঠিক। কিন্তু মাটি তৈরি থেকে শেষ পর্যন্ত পরিচর্চা লিয়ে ভিডিও আনুন স্যার
Happy Teachers Day sir 🙏🙏
ধন্যবাদ জানাই।
এগিয়ে চলুন,
শুভেচ্ছা রইল।
সার বাংলাদেশ থেকে দেখছি,সজিনার আরো বিডিও চাই।
Sir, supari gacher janna
আচ্ছা পরে ভিডিও আনবো।
Thanks sir ভালো থাকবেন।
আপনারাও সপরিবারে ভালো থাকুন।
ধন্যবাদ স্যার।
Sir ভালো থাকবেন গোসাবা কুমিরমারী থেকে বলছি।
আপনারাও সপরিবারে ভালো থাকুন ,
আর চলুন সকলে এগিয়ে চলি।
দাদা খুব সমস্যায় পড়েছি।গোড়ায় জল জমে যাওয়ায় গাছ মরতে বসেছে।কিছু উপায় বলুন😢
স্যার প্রণাম নেবেন। বড় করে ভিডিও করুন details এ আলোচনা করুন।ভিডিও বড়ো হলে কোনো আপত্তি নেই,আমরা আপনার কাছথেকে গাছের ডাক্তারী শিখতে চাই।ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
স্যার, 28:28:00 গ্রোমোরের বস্তায় আগে Amonium Phosphate লেখা থাকত এখন দেখছি Urea Amonium Phosphate লেখা রয়েছে। এখনকার সারগুলো আগের মতো কাজ দেবে?
স্যার ধানের জমিতে ন্যানো ইউরিয়ার সাথে অন্য কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে?
Odc-3 valo na arjun valo?sari to sari, chara to charar distance sorboo nimnoo koto hole valo hoy sir?
Sir amader Aman dhan heje gache..r jomite khub helchani ba saola hoeche..ki krbo pls janan..ai helchani ko kre marbo ..r natun gach r jotno ki kre nebo..pls bolben..sir ..
ইরেজ স্ট্রং ৩৩ শতক বিঘাতে ২ কেজি সারের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন।
তবে জল আট ইঞ্চি থাকলে ভালো হয়।
এখন কি জাতের ওলকপির বীজ বুনব
Nice
ধন্যবাদ জানাই।
দাদু সজিনা গাছের বীজ কোথায় পাবো?
দাদা, সজনা হচ্ছে একটা ভীষণ উপকারী এবং লাভজনক চাষ। এর উন্নতির জন্য এইরকম উপদেশমূলক ভিডিও মাঝে মাঝে দিতে থাকুন। একে শহরের লোকেরা কি ভাবে টবে করতে পারে তাও জানালে উপকৃত হব।
২৪ ইঞ্চি টবে অবশ্যই করা যাবে ।
গাছকে সবসময় ঝাঁকড়া করে রাখবেন লম্বায় বাড়তে দেবেন না। অবশ্যই অবশ্যই ভালো বারোমাসি সজনে চাষ করা যাবে। কথা দিলাম
Good morning sir
স্যার প্রণাম নেবেন। এটা মনে হয় আপনার বানানো সবচেয়ে ছোট ভিডিও যদিও ঐটুকুতে ইনফরমেশন টুকু বেশ কাজের। তবে, মনে হচ্ছে ইদানিং আপনি অনেক বেশি ব্যস্ত থাকছেন। সময় করে ওই ডাক্তারি শেখানোর পার্ট ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করতে থাকুন। ভাল থাকবেন❤️।
হ্যাঁ খুব খুব সত্যি কথা বলেছেন।
আমি খুব কাজের মধ্যে জড়িয়ে পড়েছি।
আচ্ছা চেষ্টা করবো কথা রাখতে।
Sir shiter sosha ki jater bhalo hai kartik mase
Bandha kopi laganor 4_5 din hoyeche sekar (jar) chrche na saaf antibiotic spre korchi tobu sekar nai akhon ki humic 98 spre koredibo
Sir Amar sojina gacher Patar nicha Ekta poka Pata holud Hoya jachha ki korbo
শুয়ো পোকা লাগেনি তো? সকালে উঠে গাছের গায়ে জড়ো হয়ে আছে কি না দেখুন। যদি থাকে তাহলে জামা কাপড়
পরিষ্কার করা সার্ফ প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন শুঁয়োপোকার গায়ে। পাতাতে স্প্রে করবেন না।
আর অন্য পোকা হলে মাঝারি দামের ওষুধ কিং ডক্সা প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Sir rajanigandha chas neye vdo banan
নমস্কার স্যার 🙏 অনেক দিন পরে ভিডিও দিলেন। আমার একটা প্রশ্ন ছিল, কলমের ফল গাছের ( আম, লেবু, কামরাঙা, আমড়া, পেয়ারা) ছোট চারা প্রথমে ১০-১২ ইঞ্চি টবে বসাবো নাকি একেবারে ২০-২২ ইঞ্চি পাত্রে বসানো উচিৎ?🙏
ছোট থেকে বাড়াতে থাকুন। একবারে বড় পটে দিলে ক্ষতি ছাড়া লাভ হবে না।
Sir Aman dhane khete jhanj hoyeche ki osudh use korbo
ধান ক্ষেতে ঝাঁঝি হয়েছে ?
যদি হয় তাহলে যে কোনো
সারের সঙ্গে বিঘাপ্রতি দু কেজি
ইরেজ স্ট্রং মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন।
ভালো কাজ পাবেন।
তবে জমিতে জল 6/7 ইঞ্চি থাকলে ভালো হয়।
স্যার.... আমার উচছা গাছের বয়স ২৫ দিন এখন প্সে করার মত কি রাসায়নিক সার আছে এবং ফুল আসার পর কি রাসায়নিক প্সে হিসেবে ব্যবহার করা যাবে।
২) সবজি চাষের পক্ষে চাপান সার হিসেবে ১০/২৬/২৬ বাদে কোন রাসায়নিক সার উপযোগী।
Sir ami rama f1 jhiga lagiyeci 6 pata kore hoyece kichu gacher pata nicher dike kukre jache ki debo bolle upokar hoto
Sir..টমেটো চারা কিভাবে বসাবো বা জমি কিভাবে তৈরী করবো তা নিয়ে যদি একটা ভিডিও দেন খুব উপকৃত হব ।।।নমস্কার...
আমার চ্যানেলে ভিডিও করা আছে ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন।
Seemer ful je darachche na sir .Ki kore dar korabo sir
পান গাছের ফোস্কা নিয়ে কিছু বলুন খুব ইউপকৃতহব
Sir Apni bolechilen অদ্ভুদ bhendi gacher বীজ দেবো, ঠিকানাও পাঠিয়েছিলাম কিন্তু পেলাম না দুই বৎসর ধরে অপেক্ষা করছি
Ami pai ni
আমিও পাই নাই
Sir amar sasa lagano a6e oi eki sathe karala bij deoa jabe?
হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে।
পান গাছে all win top plus কি পরিমাণে দেবো?
Sar ful kobi kon bijta akhon lagano jabe
PAN 3003 জাতের বীজ বুনতে পারেন।
Good morning
লেবু গাছে সার কোন মাসে দেবো যাতে পরের বছর ভালো ফুল আসবে ?
ফসল তোলার পর দেবেন।
এই বর্ষার পরে অর্থাৎ এখন দিতে পারেন।
Kichen compost er sagne ki ki sar mesabo?
কিছু ট্রাইকোডারমা ভিরিডি পাউডার মিশিয়ে দিতে পারেন। অন্য রাসায়নিক সার দেওয়ার দরকার নেই।
Kaku, ai sajina gacher chara ekhon payoa jabe Ki? Apnar kacha?
আমি বিনা পয়সায় অনেক চাষী দের
দিয়েছি।
আর চারা এখন নেই।
Sir october novemrer মাসে কি জাতের লঙ্কাও বেগুনের বীজ বুনবো দয়া করে জানাবেন। ak 44 ওblue star বেগুনের বীজ বোনা যাবে কিsir pls pls জানাবেন।
আমরা এখন বুস্টার বেগুনের বীজ বুনছি। আর আজকের আমি গ্রিনফিল সীডস কোম্পানির ak-47 লঙ্কার বীজ বুনলাম। এটা শীতের লঙ্কার বীজ।
অড়হর কলাই আর মটর কলাই কি একই নাকি আলাদা ?
দুটো আলাদা।
Sir , odisi 3 balo sajne
হ্যাঁ ,
অবশ্যই ভালো সজনে বীজ।
ছাদে সারা বছর সজনে গাছের কোনো বীজ এর জাতের নামে বলবেন প্লিজ??
স্যার🙏 আপনি পতি সপ্তাহে অন্তত একটি ভীডিও ছাড়ুন। সবসময় চাষবাস দেখাতে হবে এমন না। আপনি কৃষি সম্পকে কিছু ভাষন দিন। আপনার ভাষন আমরা অমূল্য রতন হিসাবে গহন করব। স্যার দেশের খাবার জোটাবে চাষিরাই। মুকেশ আমবানি রতন টাটা এরা খাবার জোগাবে না ভাইরাস জোগাবে।
খুব খুব খুব ভালো কথা বলেছো
আসলে আমি বাহিরে কাজ করছি।
এজন্য ভিডিও করতে অসুবিধা হয়।
আচ্ছা চেষ্টা করবো।
সকলে ভালো থেকো আর এগিয়ে চলো।
Sir akon uchha bij dila valo ki dam pabo?gonga sagor thaka bolchi
অবশ্যই ভালো দাম পাবেন ।
আপনি Syngenta কোম্পানির লিটল চ্যাম্প জাতের বীজ বপন করুন।
Sir Aangur Gacher Cutting Ki Ekhon korbo
সাধারণত ফসল তোলার পর করতে হয়।
স্যার , আম ধান চাষে কী । বোরো ধান চাষের মত , পিজিয়ার আর জিং প্যা করতে হবে।
আমাদের সুন্দরবন অঞ্চলে কি এই সজনে একটা দুটো গাছ লাগানো যেতে পারে, তবে ফলন হবে।
Sir ধনে ওঠার পর নিচু জমিতে গাঁদা ফুল চাষ করতে পারবো?l চারা লাগাতে হয় নাকি বীজ??
চারা লাগাতে হয়।
অবশ্যই ঐ চাষ করা যাবে।
Ful fal plant er jonno Liquid npk fartilizer naam bolben plz
তরল জৈব NPK সার হল ইফকো কোম্পানির কনসোর্টিয়া, প্রতি লিটার জলে ১০০ মিলি মিশিয়ে ওই জল গাছের গোড়ায় দেবেন
@@farmingadviseranathhalder7579 r ekta help chai plz, aagacha marar jonno Liquid spary kora hai kintu aam gach marbo ki spary korbo oi chamical naam bolben plz khub valo hai.plz
Sir
নমস্কার, আমাদের দক্ষিণ 24পরগনার একেবারে দক্ষিণে বৃষ্টি দেরিতে আসায় ধান রোয়ার কাজ সবে মাত্র 10-12দিন হয়েছে.
ধান গাছ লাল মেরে আছে. গোছা ও হচ্ছে না. এখন কি কি সার দেবো, একটু বলুন স্যার.হাইলিংক ধান.
33 শতক বিঘা প্রতি বারো কেজি ডি এ পি সার সেই সঙ্গে সাত কেজি ইউরিয়া চাপান দেবেন। আর শেষ চাপানে
পটাশ সার দেবেন।
Ami vnr 212 lagiechi...kintu beguner size choto holo.westbengale ki eta boro hoi na?
ঠিকই বলেছেন এই বেগুনটা ছোটো হয়, এবারে সার বা সরিষার খোল ব্যবহার করলে রংটা আরো চকচকে হয় এই পর্যন্ত কিন্তু খুব বড় করা যাবে না।
@@farmingadviseranathhalder7579 ei begun gach theke kotodin begun pabo?
Sir apni kemon achen
Sir ami ekhon jingar big bopan korechi sobai baron koreche boleche sitkale fol hobe na ami ekhon ki korle sit kake naa taratari folon folate parbo sobar kotha sune amar mon kharap
কেন আমি তো পাশে আছি।
কোনো চিন্তা করবেন না। অবশ্যই অবশ্যই
ফলন হবে।
কোন জাত লাগিয়েছেন ? যদি Rama F1
জাত হয় তাহলে শীতকালে সবচাইতে ভালো ফলন হয়। আর যদি অন্য জাত লাগিয়ে ফেলেন তাহলে গাছের গোড়ায় ভালো করে খাবার দিন ।আর পোকার ওষুধ তিন চার দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাবেন। নইলে গাছ হলুদ হয়ে যাবে ।
পাতা কুঁকড়ে যাবে ।
তখন মন খারাপ হয়ে যাবে।
শীত আসতে এখন অনেক দেরি আছে।
@@farmingadviseranathhalder7579 thank u sir
স্যার পাতা হলুদ হয়ে যাচ্ছে কি কি ওষুধ দেওয়া যাবে?ধানের কোনো ওষুধ দেওয়া যাবে?
Ami 7 mas age sajina chas korechi 10 katha jomite kintu akhono gache ful aseni ki korbo please boladin.
আর কিছু দিন অপেক্ষা করুন।
আর প্রতি টা গাছে 3/4 টি ডালের
ডগার পাতা গুলো কেটে দিন।
Amr chim gache onek ful ache but jali darache na ki korbo. Pls help me sir.
তাপমাত্রার জন্য এই সমস্যা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে ।
এখন কিছু করবেন না ।
শুধু অপেক্ষা করুন একটু ঠাণ্ডা ভাব আসতে দিন অবশ্যই অবশ্যই শিম হবে।
স্যার দেখলাম,,,,লেট হলেও দেখি।আপনার ভিডিও জন্য অপেক্ষা করি,,, ভালো থাকবেন⊂(◉‿◉)つ
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
@@farmingadviseranathhalder7579 আপনার মোবাইল নম্বরটা পাওয়া যাবে ? খুব দরকার, একটু কথা বোলতাম।
কবে আসবে প্র্নিং এর ভিডিও?
গাছ ৬/৭ ফুট উচ্চতা হলেই ডগাটা শুধু কেটে দেবেন।
বাকি সব ডালপালা ঠিক থাকবে
কিছুই কাটবেন না।
আমার সর্জিনা গাছগুলো এখন নার্সারি অবস্থাতেই আছে বয়স মোটামুটি ৩৫ দিন সজিনা গাছের পাতাগুলি কুকড়ে কুকড়ে যাচ্ছে কিছু কিছু গাছে এর প্রতিকার কি হবে
দাদু booster 4 এর কারয্যকারিতা সম্পর্কে বিস্তারিত বলুন
পটল ও কাঁকরোলে ব্যবহার করা যাবে। প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া ছাড়া ।
পুরুষ ফুলের অভাব হলেও ফসল ফলাতে পারবেন ।
পুরুষ ফুলের দরকার হবে না।
🙏নমস্কার স্যার আপনি খুব ভালো ভিডিও বানান আমার গাছে প্রচুর সমস্যা তাই আপনার সাথে কথা বলতে চাই আপনার সাথে কথা বলবো কি করে
কি সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
Thank you sir 🙏🙏🙏
স্যার আমাদের মিষ্টি পান চাষ করা হয়। 5 মাস আগে আমাদের একটা বোরজ বসানো হয়েছে।বোরজ টা ভালো উঠছিল। কিন্তু দাগ লেগে বোরজের অর্ধেক গাছ মারা গেছে।প্রথমে পানে দাগ ছিল এখন গাছের ভিতরে শোস হয়ে এবং গাছে দাগ লেগে গাছটি মারা যাচ্ছে স্যার কিছু সাহায্য করুন😭😭।
কাকু,
আমি ভাদ্র মাসের ১০ তারিখে বর্ষার শশা গাছ রোপন করেছে,। ফলন কেমন হবে ?
ভালো ফলন হবে এবং তাড়াতাড়ি যত্ন করুন পূজার বাজার ধরতে পারবেন।
আমি আশিন মাসের 15 তারিখ শশা বীজ লাগাবো কি বীজ লাগালে ভালো হবে একটু বলবেন
শীতের শসা সুজাতা শসা চাষ করতে হবে।
দাদু শীতের কয়েকটা ভালো শশা জাতের নাম বলো
স্যার 80ইসি সালফার কি fangisaet না nutrients না মাকরনাশক দয়া করে বলবেন
ছত্রাক নাশক সেইসঙ্গে মাকড় ও কিছু দমন হয়।
স্যার চারা বসানোর কত দিন পরে ফুল আসবে?স্যার পোকামাকড়ের ভিডিও কবে আনবেন?
পাঁচ/ ছয় মাসের মধ্যে ফুল আসবে।
বর্ষার ফুলকপি পুরো মুন্ডু শুদ্ধ পাতা খসে পড়ে আছে কি করব আঙ্কেল?
Thank sir
ধন্যবাদ জানাই।
শাঁখাআলু কি ভাবে চাষ করা যায় তা নিয়ে ভিডিও দেবেন স্যার।
বীজ বপন করতে হবে।
mulching এ বাঁধা কফি চাষের আপডেট টা দেবেন. ধন্যবাদ. ভালো থাকবেন স্যার.
হ্যাঁ ,
কিছুদিন পরে ভিডিও করার চেষ্টা করবো।
স্যার এখন কোন জাতের ফুলকপির দানার বীজ তলা ফেলবো???
PAN 3003 বীজ বুনতে পারেন।
sir. আমি odc3 লাগিয়েছি April/march এর দিকে কিন্তু গাছের বৃদ্ধির হার খুব কম । এই সার দিলে কাজ হবে? গোরায় কতটা দুরে সার দিব?
Leafy area যতটা দূরে,গাছের গোড়া থেকে ততটা দূরেই খাবার দিন। আনুমানিক 2 ফুট
দাদা...... বাংলাদেশ থেকে...
ভার্মি কোম্পোষ্ট দিলে কি কি উপকার হবে, কিভাবে দিতে হয়?(ফুল ফল আনে নাকি শুধু বৃদ্ধি ই হয় গাছের? এনজাইমের কাজ কি?) এই সব নিয়ে ছোট একটা ভিড়িও চাই দাদা!!!
আচ্ছা এই নিয়ে ভিডিও আনবো।
Sir নিচু জমিতে কি তিল চাষ না করা উচিত??
সাধারণত বিনা খরচে আলুর জমিতে তিল চাষ করা হয়।
মাঝারি জমিতে । নীচু জমিতে করবেন না।
আমি সজনেগাছের ডাল লাগালে হয় না কেন
Sir ধানের জমিতে আগাছা নাশক হিসেবে কি ব্যবহার করবো। ধান গাছের ব্য়স ৩৪দিন হোলো
গ্রানাইট এক পাতা 30 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন ধান গাছের গোড়ার
দিকে।
@@farmingadviseranathhalder7579 sir India te pabo amon product,r name bolle valo hoy
কিভাবে সজনী গাছ বসানো উচিত হবে দাদা
th-cam.com/video/JsHjfNuJ1Ds/w-d-xo.html
এই ভাবে বসাবেন
কিন্তু অর্জুন বীজটা তো কোথাও পাচ্ছি না,,
কোথায় পাবো?¿??
স্যার মাজরা পোকার জন্যে kartap ৫০ স্প কতো পার্সেন্ট কাজ করে, kartap ৫০ sp না অন্য কম দামের মধ্যে কোন বিষ টা ভালো কার্যকর হবে?
Profex Super প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করুন কম দামের মধ্যে ভালো কাজ করবে।
Sir ami East Medinipur theke bolchi ..
Apnar sathe contact kivabe korte parbo?
চাষে কি অসুবিধা বা সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
স্যার আশাকরি আপনি ভালো আছেন। কিন্তু আমি এখন ভালো নেই,কারণ আমার 12 মাসী সজিনা গাছ খুব ভালো হয়ে ছিল। কিন্তু গাছের মূল যে কান্ড আছে তার ভিতর থেকে পোকা কুরে কুরে ভুসির মত বের করে দিচ্ছে। এখন আমি কি করবো স্যার একটু জানান আমাকে।
Ato sort vedio sar
Sir agromin gold আর bioVita x একসাথে দেয়া যাবে যদি দেয়া যায় তাহলে কত ml করে দেয়া যাবে একটু জানাবেন আপনার জন্য wait korche 4বার কমেন করেছি pilz sir pilz
হ্যাঁ অবশ্যই এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে ।
এক লিটার জলে প্রতিটা ২ + ২ মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Sir আপনাকে অসংখ্য ধন্যবাদ
@@farmingadviseranathhalder7579 thanks sir bolchi ভেন্টি gache পাতা হলুদ রং হয়েছে আর পাতার তোলে লাল লাল ছোট ছোট পোকা দেখতে পাইছি পোকা না মাকর বুঝতে পারছি না কিছু মেডিসিন বলুন
ধন্যবাদ জানাই আপনাকে নেটিভো ধান চাষে রোয়ার কতদিন অন্তর ব্যাবহার করবো আর সমস্ত সবজি চাষে কতো গ্রাম দেব ধন্যবাদ
রোয়ার ৪৫ থেকে ৫০ দিন পর একবার ব্যবহার করলেই যথেষ্ট ।
খুব দরকার পড়লে যখন গাছ গোল হয়ে যায় থোড় আসার সময় তখন আর একবার ব্যবহার করতে পারেন।
আমন দেশি খাস ধানে (150দিনের ধান ) কতদিন অবধি পাশকাঠি বৃদ্ধি হয়..গোরা সেভাবে হয়নি.পাশকাঠি বৃদ্ধির জন্য কি করা দরকার? রোয়া থেকে আজ প্রায় 23 -24 দিন অতিক্রান্ত হয়েছে. চারা রোপণের সময় বিঘা পিছু 10 থেকে 12 কেজি হারে ডিএপি (14-28-0) ব্যবহার করা হয়েছিল?
নমস্কার স্যার বলছি গাদা ফুল গাছে তুলসি পাতা হচ্ছে কি করনিয়
কনফিডর সুপার প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে উলালা হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Voliume filxcuy দিলে হবে না
স্যার নমস্কার নিবেন। আপনি যেসব গাছ বা বাগান সম্পরকৃত ভিডিও করেন এককথায় অনবদ্য। একটি ভিডিওতে দেখেছিলাম এখন মনেপড়ছেনা সেটা হোল বাদাম ও সরিষা গুঁড়ো করে জলে ভিজিয়ে রেখে জৈব সার তৈরি। স্যার আমাকে যদি কিসের পরিমাণ টা কত বলেন ,খুব উপকৃত হতাম। খুব খুব ভালো ও সুস্থ থাকবেন স্যার।
100গ্রাম সরিষা ও 100গ্রাম কাঁচা বাদাম
পেস্ট করে দু লিটার জলে আট দিন ভিজিয়ে রাখতে হবে তারপর আরো আট লিটার জল দিয়ে এবার গাছের গোড়ায় দেবেন।
কাকা সজিনা গাছের বীজ কোথায় পাবো
আমার চ্যানেলে সজিনা গাছের বীজ থেকে চারা তৈরির ভিডিওটা দেখুন ওখানে ঠিকানা ফোন নাম্বার দিয়েছি ওখানে যোগাযোগ করুন।
স্যার ভিডিও গুলো আর একটু বেশি সময় ধরে করুন।।
হ্যাঁ চেষ্টা করবো বড়ো করতে।
আদাব দাদু আসা করি ভালো আছেন আচ্ছা দাদু আপনি কি আতিক মোস্তফা নামের কাউকে চেনেন সে বাংলাদেশি একজোন কৃষি অফিসার
না ,
আমার জানা নেই।
স্যার এখন কী বিম বসানো যাবে
গেলে কোন কোম্পানি বীজ বসানো একটু বলবেন।।। ধন্যবাদ🙏💕
আর একটু পরে বসাবেন,
আমিও বিন কড়াই বসাতে গিয়ে কোম্পানিদের সঙ্গে আলোচনা করলাম। ওরা বললো এখন বসালে গাছ লম্বা হয়ে যাবে ফুল আসবে কিন্তু ফল ধরাতে পারবেন না ।
আর একমাস অপেক্ষা করুন। আমাদের তাপমাত্রার কথা বলছি। এবার যদি দার্জিলিংয়ের দিকে আপনার বাড়ি হয়
তাহলে ঐ চাষ এখন করতে পারেন।
@@farmingadviseranathhalder7579 thanku sir amar bari purba burddhaman ❤ thnku sir
বীজ কি ভাবে পাবো
স্যার আমার পটল গাছে দুটি সমস্যা আছে ১.পটলের পাতার নিচে মুসুর ডালের মতো লাল লেগে রয়েছে ২.আর পটল গাছের পাতা ছোট ছোট হয়ে তুলসী হয়ে যাচ্ছে ও পটল খুব ছোট ছোট আর খুব সকতো জানা থাকলে জানাবেন প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন।
পোকার ওষুধ দিতে হবে।
দশ লিটার জলে 25 গ্রাম ল্যান্সার গোল্ড
পাউডার সেই সঙ্গে দুই গ্রাম Streptocycline মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার।
তারপর প্রতি লিটার জলে দুই মিলি পি জি আর সেই সঙ্গে মোবোমিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
আমন ধান দুধেরশ্বর ও হাইলিং ধানের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এর কি অনুপাতে সার প্রয়োগ আদর্শ হবে জানাতে অনুরোধ করছি
কালীকিঙ্কর জানা, নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা
একশ শতক জায়গাতে দুধেরসর
ধানে 18 9 9 NPK সার প্রয়োগ করবেন।
যদি জৈব সার বেশি করে দেন তাহলে
১৬ ৮ ৮ এই মাত্রায় সার দিতে হবে।
আর উচ্চ ফলনশীল ধান বিশেষ করে সন্তোষী যদি হয় তাহলে এন পি কে
২৪ ১২ ১২ হারে সার ব্যবহার করবেন
স্যার আমি বাংলাদেশ থেকে দেখি,আমার west discomposure এটা কি বাংলাদশে পাওয়া যাবে কী? আর কোথায় পাওয়া যাবে
আশা করি অবশ্যই পাওয়া যাবে,
কারণ এখন এটাই বাংলাদেশের অনেক চাষীর কাছে ছড়িয়ে গিয়েছে ।
আপনি খোঁজ নেন ঠিক পেয়ে যাবেন।
@@farmingadviseranathhalder7579 ভালো জাতের সাজনা বীজ কোথা থেকে পাব, কোম্পানির নাম বলবেন
স্যার আপনার আলোচনাটা খুবই সুন্দর লাগলো, আপনি আমায় একটু হেল্প করুন আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি যদি বলে দিতে পল্লী কৃষক সাথী ইউটিউব চ্যানেল পেয়ারা,কুল চাষের সম্পর্কে আলোচনা করা হয় প্লিজ স্যার
আচ্ছা চেষ্টা করবো।
Thank u sir
বাংলাদেশের জন্য কি সার আর ওষুধ??
নমস্কার স্যার আবার কমেন্ট করলাম। বলছিলাম বরবটিতে ফুল খুব কম সংখ্যক আসছে। তিন বার ফসল সংগ্ৰহ করা হয়েছে, কিন্তু ফুল এর সংখ্যা খুব কম। অনুখাদ্য, ও ভিটামিন দেওয়া হয়েছে, ও ছত্রাক এর ঔষধ দেওয়া হয়েছে, কিন্তূ কিছুই হচ্ছে না। দয়াকরে কি দেব বলুন ধন্যবাদ ভালো থাকবেন।
মিরাকুলান প্রতি লিটার জলে দু মিলি সেই সঙ্গে মোবোমিন পাউডার দুগ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকেল বেলা। একবার স্প্রে করলেই উপকার পাবেন।
হিউমারিক অ্যসিড ও সামুদ্রিক শৈবাল গাছে কিভাবে ব্যবহার করা যায়।
আপনি সামুদ্রিক শৈবাল গাছ কি জোগাড় করতে পারবেন ? জৈব পদার্থ থেকেই হিউমিক অ্যাসিড তৈরি হয়।
হিউমিক অ্যসিড দানা হিসাবে পাওয়া যায় কি।