খুব মনোরম এই আন্তর্জাতিক বিমান বন্দর। এই বিমান বন্দরের সাথে নিউইয়র্ক, টরেন্টো, রোম, প্যারিস, ও সিলেটের প্রবাসী অধ্যুষিত দেশ সমূহে সরাসরি ফ্লাইট চালু হোক।
হাস্যকর প্রস্তাব, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এত ছোট air distance এবং সমতল ভূমির কোন দেশে domestic flight তো চলার কথা না। যেমন ঢাকা থেকে চট্টগ্রাম এর সড়ক পথে দূরত্ব ২৫০ কিঃমিঃ, যদি গাড়ী গড়ে ৮০ কিঃমিঃ বেগে চলতো তবে সময় লাগতো মাত্র ৩ ঘন্টা কিন্তু দুর্বল সড়ক ও ট্রাফিক ব্যবস্থার জন্য লাগে কমপক্ষে ৫/৬ ঘন্টা। একইভাবে বিমানে যেতেও ৩/৪ ঘন্টা লাগে যেমন airport এ যেতে ১ঘন্টা+১ঘন্টা আগে রিপোর্ট + আকাশে ১ ঘন্টা + নেমে বাসায় যেতে ১ঘন্টা =মোট ৪ ঘন্টা। তাই ট্রেনের গতি যদি গড়ে ১০০ কিঃমিঃ এবং বাসের গতি যদি গড়ে ৮০ কিঃমিঃ হতো তাহলে কেউ বিমানে চট্টগ্রাম যাবে না।
সিলেটের কুচাই ইউনিয়নে নির্মানাধীন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউট (পাশাপাশি ০২টি প্রতিষ্ঠান) এর বিষয়ে একটি ডুকমেন্টারী ভিডিও দেন ভাইয়া।
ভৌগোলিক দিক থেকে কুমিল্লা বাংলাদেশের পূর্বাঞ্চলের হাব। কুমিল্লা বিমানবন্দরটি চালু করে এটাকে অার্ন্তজাতিক মানের বিমানবন্দর করা হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী এই ছয় জেলার বিপুল সংখ্যক প্রবাসি যারা দেশের সিংহভাগ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা বিভিন্ন দেশ যেমন সৌদিআরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, ইটালি, ব্রিটেন, জাপান সহ অন্ন্যান্য দেশ থেকে সরাসরি কুমিল্লায় পৌছতে পারবে। কুমিল্লা থেকে এসব জেলায় যেতে অন্য কোন জেলার উপর দিয়ে যেতে হয়না এবং কুমিল্লা থেকে এসব জেলার দুরত্ব মাত্র এক থেকে দেড় ঘন্টার। সড়ক ও রেল উভয় পথেই কুমিল্লার সাথে এসব জেলার যোগাযোগ ভাল (শুধু লক্ষিপুরে রেল যোগাযোগ নেই)। কুমিল্লা বিমানবন্দরটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম রেলপথের কাছেই অবস্থিত। বর্তমানে কুমিল্লায় বিদেশি বিনিয়োগকারী, বিদেশি পর্যটক, বিদেশি গলফাররা আসেন। কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বিদেশি ছাত্ররা অধ্যায়ন করছে, বিদেশি শিক্ষকরা শিক্ষকতা করছেন। আর্ন্তজাতিক বিমানবন্দর হলে তারাও উপকৃত হবেন। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আগরতলা বিমানবন্দর দিয়ে ভারতের দিল্লি, কোলকাতা, চেন্নাই যাচ্ছে। কুমিল্লা বিমানবন্দরটি এসব রুটেও ফ্লাইট চালু করে লাভবান হতে পারে। কুমিল্লা ইপিজেড থেকে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। এছাড়া কুমিল্লা থেকে প্রতি বছর প্রায় উনিশ লাখ মার্কিন ডলারের খাদ্য শ্বস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা সহ ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। কুমিল্লার লালমাই নিটওয়ার প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকার জুতা রপ্তানি করছে। এসব জুতার ব্রেন্ডের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কোসার্টো ও ন্যাচারালাইজার, জার্মানির লিডেল, ইতালির চিকো, স্পেনের ডাস্টিন টিজাস, ফ্রান্সের ডামার্ট ও অ্যারাম ইত্যাদি। এ ছাড়া জেসিপেনি, এবিসি মার্ট, ম্যাসিস, কোলসের মতো বিশ্বখ্যাত মেগাশপেও কুমিল্লার লালমাই ফুটওয়ারের জুতা রপ্তানি হচ্ছে। আরও রপ্তানি হচ্ছে মৃৎশিল্প সামগ্রি ও খাদি কাপড়। কুমিল্লা ও চাঁদপুরে একাধিক ইকোনোমিক জোন ও সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে। প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ৭৭একর জায়গার উপর চালু হওয়া কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল থেকে বন্ধ থাকলেও আর্ন্তজাতিক সিগনাল ভিউয়ারের মাধ্যমে প্রতি মাসে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। তাই অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে কুমিল্লা বিমানবন্দরটি আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করা এখন সময়ের দাবি। সরকার বঙ্গবন্ধুর নামে যে বিমানবন্দরটি স্থাপন করতে চাচ্ছে সেটা কুমিল্লায় স্থাপন করার অনুরোধ করছি। আর সেটা সম্ভব না হলেও "শেখ হাসিনা আর্ন্তজাতিক বিমানবন্দর, কুমিল্লা" নামকরন করে কুমিল্লা বিমানবন্দরটিকে আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করার অনুরোধ করছি।
শত শত ভিডিও বানাছেন আপনি। Noakhali airport নিয়ে ভিডিও এখনো বানানো ও Laxmipur সাগর বাদ ও Feni নিয়ে ভিডিও দেখতে পাইনি।আশা করি, সামনে দেখব। Noakhali airport নিয়ে খবরে দেখানো হয়েছে। কারণ বৃহওর Noakhali নিয়ে উন্নয়ন কাজ তুলে দেখতে পাইনি। এর আগে ও অনেক বার মেসেজ দিয়েছি।ধন্যবাদ
আমাদের চ্যানেলের ভিডিও সব সময় দেখলে এই ভিডিওটি আপনার দেখার কথা। কুমিল্লা-নোয়াখলী ৪ লেনের ভিডিও : th-cam.com/video/tdI7y4BGVN4/w-d-xo.html আমাদের কাছে পুরো বাংলাদেশ সমান । আর চাইলেই আমরা রাতারাতি পুরো বাংলাদেশ ঘুরে ফেলতে পারবো না। সব কিছুতে অর্থ, সময় লাগে ভাই । আর যদি বলেন স্টক ফুটেজ দিয়ে সব তুলে ধরবো তাহলে দুঃখিত।
আমি নোয়াখালি থেকে দেখছি। সিলেট আসলে সুন্দর মাশাহা আল্লাহ
সিলেট মানেই সেরা❤️
বরিশাল থেকে দেখছি ❤️
হজরত শাহজালাল সিলেট বিমানবন্দরের চেয়ে অনেক ভালো এবং আমি খারাপ হওয়ার চেষ্টা করছি না
@@AlYahad1234 he didn’t say Sylhet Airport is the best. He said Sylhet is the best
Tnx from SYLHET ❤
Watching from London
Love Bangladesh
Love sylhet
My childhood memories 😢
অসংখ্য ধন্যবাদ ভাই সিলেট গিয়ে সবকিছু তুলে ধরার জন্য
Sylhet er weather shob shomoy monumugdo🖤
SYLHET CRICKET STADIUM নিয়ে কোনদিন ভিডিও দিবেন ভাই 🙁😕
সাথে থাকুন ইনশাআল্লাহ পাবেন
@@UpliftBangladesh ভাই মারা যাওয়ার আগে দেখতে পাবো তো 🙁
@@kaaaaaaaaaaif এই গ্যারান্টি তো দিতে পারবোনা ভাই। ভিডিও করেছি আমি বেঁচে থাকলে পাবেন ইনশাআল্লাহ
@@kaaaaaaaaaaif inshallah paben
@@kaaaaaaaaaaif TH-cam new video ase deko
One of the most beautiful city in Bangladesh 🇧🇩❤️
কাতার থেকে দেখতেছি ভাই আপনার বিড়িও গুলো সবসময় দেখি দেশের উন্নয়ন অবকাঠামো কাজ এবং বাণিজ্যিক বিষয় বস্তু সব তুলে ধরেন আপনি ধন্যবা ভাই💖
Take love 😘
I'm watching from U.K. love from UK British Bangladeshi sylheti Muslims
Take love 😘
খুব মনোরম এই আন্তর্জাতিক বিমান বন্দর। এই বিমান বন্দরের সাথে নিউইয়র্ক, টরেন্টো, রোম, প্যারিস, ও সিলেটের প্রবাসী অধ্যুষিত দেশ সমূহে সরাসরি ফ্লাইট চালু হোক।
বরিশাল বিমানবন্দর কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা দরকার
সব গুলো জেলা ও বিভাগীয় শহরে বিমানবন্দর নির্মাণ করা উচিত। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপহার দেবার জন্য।
Sob District Airport nirman korta ki poriman jomi lagba dahrona asa. Ar ato Airport korla sob Loss project hoba ja kono dahrona asa naki??!?
বাংলাদেশের জেলা কতগুলো যানেন🤣 প্রত্যেক বিভাগ ঠিক আছে কিন্তু জেলায়, হাস্যকর
হাস্যকর প্রস্তাব, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এত ছোট air distance এবং সমতল ভূমির কোন দেশে domestic flight তো চলার কথা না। যেমন ঢাকা থেকে চট্টগ্রাম এর সড়ক পথে দূরত্ব ২৫০ কিঃমিঃ, যদি গাড়ী গড়ে ৮০ কিঃমিঃ বেগে চলতো তবে সময় লাগতো মাত্র ৩ ঘন্টা কিন্তু দুর্বল সড়ক ও ট্রাফিক ব্যবস্থার জন্য লাগে কমপক্ষে ৫/৬ ঘন্টা। একইভাবে বিমানে যেতেও ৩/৪ ঘন্টা লাগে যেমন airport এ যেতে ১ঘন্টা+১ঘন্টা আগে রিপোর্ট + আকাশে ১ ঘন্টা + নেমে বাসায় যেতে ১ঘন্টা =মোট ৪ ঘন্টা। তাই ট্রেনের গতি যদি গড়ে ১০০ কিঃমিঃ এবং বাসের গতি যদি গড়ে ৮০ কিঃমিঃ হতো তাহলে কেউ বিমানে চট্টগ্রাম যাবে না।
বাংলাদেশের মধ্যে সিলেট অনেক সুন্দর একটি জেলা 🥰।ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া
সিলেট আউটার ষ্টেডিয়াম নিয়ে ভিডিও দেখতে চাই
KHOOB SUNDOR Hoyecche, Jodi Paren Sylhet Airport Niye Aaro Video Banaan.
আমি সিলেটি👍👍👍💞
Another great video. Thank you bhai Rubel.
Sylhet the natural beauty city of Bangladesh and your best value Holiday Destination
Best wishes apnar jonnoh. Amadir Sylhet k neya onak sundor vlog korsan. Sylhet taka.
Wow Sylhet Airport going look good😊👍
আপনার ভিডিওটি খুব সুন্দর হয়েছে ভাই।
রুবেল ভাই কে অসংখ্য ধন্যবাদ প্রিয় সিলেটে আসার জন্য ভাই,,,,,,,,,,,,, আমি,,, আপনার বিগ ফ্রেন্ড,,,
Sylhet city , একটা সম্পূর্ণ ভিডিও বানাবেন ভাই, please
ইচ্ছে আছে
@@UpliftBangladesh please 🙏 soon it will be recieved well in bd and abroad.!
বালো লেগেছে
সিলেটের কুচাই ইউনিয়নে নির্মানাধীন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউট (পাশাপাশি ০২টি প্রতিষ্ঠান) এর বিষয়ে একটি ডুকমেন্টারী ভিডিও দেন ভাইয়া।
Sylhet manai 🔥
Proud to be a sylhety
Take love 😘
সিলেট খেলার আন্তজার্তিক মাঠ নিয়ে ভিডিও চাই
Amader desher aro koyekta city te International Airport dorkar r Sylhet airport road gulo o developed kora uchit
Sylhet football stadium niye akti video banan bhaii😀❤️❤️
বিমান বন্দরের আশ পাশের টিলা, খালি জায়গা গুলোতে মনোরম ছোট ছোট গাছ লাগিয়ে বাগানের সৃষ্টি করলে বিমান বন্দর আরো মনোরম হয়ে উঠবে।
নতুন টার্মিনালের কাজের অগ্রগতি কতটুকু জানালে খুশি হতাম
Wonderful vedio. Thanks
Masha Allah beautiful ,need to see more video regarding sylhet new terminal .Thank you
Onek nice hoise video
Amadir sylhet 2 numbar London sylhet. Onak Sundor please.
Yes brother it is very nice and very good 👍
Brother very nice I am from England 🇬🇧 I am 69years old 😀
Masshilla very nice video my farm sylhet 🇧🇩🤲❤
Very nice vai ❤️👍
as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor vedio amader desher unnoyon hoytace ababe ageye jak amader desh . aponara onek kosto kore vedio koren boley amora dekhte pay alhamdullah valo thakben sorboda ameen , ami spain theke .dowa korben bhaijan ..
Great Work... 👈👍
A perfect sunny day and the video to show the beautiful Wark in the sylhet Airport Good video.
I am from Sylhet love you bro,,
Good attempt..medam ...sohel jaan to Dhaka airport.....smart...
ধন্যবাদ ভাই
Alhamdu lillah Amio Shileti.❤❤❤❤
মাশাআললাহ
Airport er kaj ahon kon porjai ase oita neye vedio koren bhai
ধন্যবাদ ভাই আপনাকে ❤
আপনার এই চ্যানেলের সিলেটের ভিডিও view সব থেকে বেশি
সিলেটকে যে লন্ডন বলা হয় তা আবার প্রমাণ হলো..
সিলেটকে সিলেট না বলে লন্ডন বলা মানেই সিলেটকে অপমান করা
Rajshahi airport niye ekta video chai vaiya..
Beautiful💜💜❤️
Amora sylheti ✋🥀
Alhamdulillah. Very good news.
Watching from Sylhet 😍🍃
সিলেট বিমানবন্দর নিয়ে ভিডিও দিন
Does supper store open right now? Why so late?
Tnxxx bro
আমি তো সিলেটি💞💕💗❤️👌✌️
আমিরাত প্রবাসীদের জন্য কি এখানে পি সি আর ল্যাব স্থাপন হচ্ছে কি না জানতে চাই জানাবেন প্লিজ
Syllet a Devolopment authority kora aga Road prossosto kora uchit. Amla tantrik jotilotai Akhonu Devolopment Authority houa atka asa🙄🙄
Please make a video on Saidpur Airport
Apni kon mic use kren bhaiaa pls bolben voice record er jnno
Mashallah and good job
Beautiful
Sylhet mana brand
আগারগাঁও সড়ক সম্প্রসারণের কাজ নিয়ে একটা ভিডিও দেন ভাইয়া 🇧🇩
দিবো ইনশাআল্লাহ
thank you to see sylhet.
এই এয়ারপোর্টের নতুন আপডেট ভিডিও দিন।
Vai Sylhet airport akta video diyen
❤️❤️❤️🇧🇩🇧🇩👍so nice 👍 sylhet
আলহামদুলিল্লাহ
What will happened to the current airport, will there be any refurbishment planned?
Comilla r video chai
ভালো স্পন্সারশিপ পেলে রাজশাহীতেও
আইসেন।
ইনশাআল্লাহ ভাই
Terminal er kaj koto tuku shesh hoicha?
ভাই কুলাউরা থেকে এয়ারপোর্ট জেতে কতটুকু সময় লাগে
বাইরোডে ৩ঘন্টা
Narsingdi video kokhono pabo??? Amader narsingdi niye video ashar possibilities ache????
জি আছে।
Sylhet ke hightech city kora uchit.....
WoW nice.....❤️❤️
2:50 My Favorite Airlines
সিলেট চট্টগ্রাম যশোরের বিমানবন্দরকে ১৯৫০ সাল থেকে ২০২২ সালে ফিরিয়ে আনা হোক।
কক্সবাজারে ১ম শ্রেণির বিমানবন্দর বানানো হোক।
Thanks bro
Are There Really Flights From Osmani To Dubai?
ভৌগোলিক দিক থেকে কুমিল্লা বাংলাদেশের পূর্বাঞ্চলের হাব। কুমিল্লা বিমানবন্দরটি চালু করে এটাকে অার্ন্তজাতিক মানের বিমানবন্দর করা হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী এই ছয় জেলার বিপুল সংখ্যক প্রবাসি যারা দেশের সিংহভাগ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা বিভিন্ন দেশ যেমন সৌদিআরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, ইটালি, ব্রিটেন, জাপান সহ অন্ন্যান্য দেশ থেকে সরাসরি কুমিল্লায় পৌছতে পারবে। কুমিল্লা থেকে এসব জেলায় যেতে অন্য কোন জেলার উপর দিয়ে যেতে হয়না এবং কুমিল্লা থেকে এসব জেলার দুরত্ব মাত্র এক থেকে দেড় ঘন্টার। সড়ক ও রেল উভয় পথেই কুমিল্লার সাথে এসব জেলার যোগাযোগ ভাল (শুধু লক্ষিপুরে রেল যোগাযোগ নেই)। কুমিল্লা বিমানবন্দরটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম রেলপথের কাছেই অবস্থিত। বর্তমানে কুমিল্লায় বিদেশি বিনিয়োগকারী, বিদেশি পর্যটক, বিদেশি গলফাররা আসেন। কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বিদেশি ছাত্ররা অধ্যায়ন করছে, বিদেশি শিক্ষকরা শিক্ষকতা করছেন। আর্ন্তজাতিক বিমানবন্দর হলে তারাও উপকৃত হবেন। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আগরতলা বিমানবন্দর দিয়ে ভারতের দিল্লি, কোলকাতা, চেন্নাই যাচ্ছে। কুমিল্লা বিমানবন্দরটি এসব রুটেও ফ্লাইট চালু করে লাভবান হতে পারে।
কুমিল্লা ইপিজেড থেকে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। এছাড়া কুমিল্লা থেকে প্রতি বছর প্রায় উনিশ লাখ মার্কিন ডলারের খাদ্য শ্বস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা সহ ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। কুমিল্লার লালমাই নিটওয়ার প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকার জুতা রপ্তানি করছে। এসব জুতার ব্রেন্ডের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কোসার্টো ও ন্যাচারালাইজার, জার্মানির লিডেল, ইতালির চিকো, স্পেনের ডাস্টিন টিজাস, ফ্রান্সের ডামার্ট ও অ্যারাম ইত্যাদি। এ ছাড়া জেসিপেনি, এবিসি মার্ট, ম্যাসিস, কোলসের মতো বিশ্বখ্যাত মেগাশপেও কুমিল্লার লালমাই ফুটওয়ারের জুতা রপ্তানি হচ্ছে। আরও রপ্তানি হচ্ছে মৃৎশিল্প সামগ্রি ও খাদি কাপড়। কুমিল্লা ও চাঁদপুরে একাধিক ইকোনোমিক জোন ও সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে।
প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ৭৭একর জায়গার উপর চালু হওয়া কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল থেকে বন্ধ থাকলেও আর্ন্তজাতিক সিগনাল ভিউয়ারের মাধ্যমে প্রতি মাসে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। তাই অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে কুমিল্লা বিমানবন্দরটি আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করা এখন সময়ের দাবি। সরকার বঙ্গবন্ধুর নামে যে বিমানবন্দরটি স্থাপন করতে চাচ্ছে সেটা কুমিল্লায় স্থাপন করার অনুরোধ করছি। আর সেটা সম্ভব না হলেও "শেখ হাসিনা আর্ন্তজাতিক বিমানবন্দর, কুমিল্লা" নামকরন করে কুমিল্লা বিমানবন্দরটিকে আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করার অনুরোধ করছি।
চিটাগং নিয়ে ভিডিও দেখতে চাই,,,,
গত বছর চিটাগং নিয়ে ধারাবাহিক ভিডিও দিয়েছি। আবার দিবো ইনশাআল্লাহ
কাজ শেষ কত সালে হবে।
২০২৩
@@UpliftBangladesh kono foundation toh deklam na
Rubel bhaia kemon asen🖤🇧🇩
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?
@@UpliftBangladesh Alhamdulillah vlo ase bhaia
Viy kushtia stadium and airport niya akta video dan please
ভাই সিলেটের ফেন্চুগন্জ উপজেলায় হাকালুকি হাওরের তীরে বাক্তি উদ্যোগে গড়ে উঠছে একটি মিনি টুরিস্ট সিটি , আশা করছি আপনি একবারের জন্য হলেও দেখতে আসবেন
আবার যখন সিলেটে যাবো তখন ইনশাআল্লাহ ভিডিও পাবেন
@@UpliftBangladesh আসার দাওয়াত রইল
@@UpliftBangladesh please reaction soon.
open hobe kobe
২০২৩
It's been a year ...looking for an update😊
Sylhet Airporter 1st terminal venge notun kore bananu houk
বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান এম সাইফুর রহমান ছিলেন এই অঞ্চলের। কিন্তু সড়ক পথ অত্যন্ত নিম্ন মানের। বিদেশী এয়ার লাইনস অবতরন করানো হচ্ছে না কেন?
এয়ারপোর্টে এখনই উচিত আর একটা রানওয়ে দেওয়া নতুন করে
নির্মাণ হচ্ছে রানওয়ে
Apnar background music name please 😭😭😭
শত শত ভিডিও বানাছেন আপনি।
Noakhali airport নিয়ে ভিডিও এখনো বানানো ও Laxmipur সাগর বাদ ও Feni নিয়ে ভিডিও দেখতে পাইনি।আশা করি, সামনে দেখব। Noakhali airport নিয়ে খবরে দেখানো হয়েছে। কারণ বৃহওর Noakhali নিয়ে উন্নয়ন কাজ তুলে দেখতে পাইনি। এর আগে ও অনেক বার মেসেজ দিয়েছি।ধন্যবাদ
আমাদের চ্যানেলের ভিডিও সব সময় দেখলে এই ভিডিওটি আপনার দেখার কথা।
কুমিল্লা-নোয়াখলী ৪ লেনের ভিডিও : th-cam.com/video/tdI7y4BGVN4/w-d-xo.html
আমাদের কাছে পুরো বাংলাদেশ সমান । আর চাইলেই আমরা রাতারাতি পুরো বাংলাদেশ ঘুরে ফেলতে পারবো না। সব কিছুতে অর্থ, সময় লাগে ভাই । আর যদি বলেন স্টক ফুটেজ দিয়ে সব তুলে ধরবো তাহলে দুঃখিত।
লাগেজ চুর কতোজন থাকবে।বাটপার কতোজন মানুস হয়রানি কারোক কতোজন থাকবে।
সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইটতো চালু হয়েছে অনেক আগেই
মনে হয় না
@@UpliftBangladesh হয়েছে