Chena Surer Anagonay I Bengali Podcast I Epi. 5 I Bone noy mone mor... I Snigdhadeb Sengupta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • "Chena Surer Anangonay" is a series of short talks on music. The series discusses certain observations, impressions and reflections on a song in each episode.
    Episode 5 features the evergreen "Bone noy mone mor pakhi aj gaan gay", a classic Bangla adhunik song written by Gouriprasanna Majumdar, composed by Nachiketa Ghosh and sung by Manabendra Mukhopadhyay, released in 1958. No person related to this video holds the right(s) of the song(s) discussed in this video. No copyright infringement or violation is intended.
    Camera assistance - Krishanu Haldar
    Acknowledgement - Nirmalya Bhattacharya
    This episode of this podcast series is dedicated to Brishtilekha Nandini, Sounak Chattopadhyay and Anol Chattopadhyay, who enlightened me by sharing their observations on this song.
    #podcast #bengalipodcast #evergreenbangla

ความคิดเห็น • 63

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 7 หลายเดือนก่อน +3

    চমৎকার সংগীত বিষয়ক সাবলীল উপস্থাপনা " ইংরেজীতে যাকে বলে উইল ফোর্স ,,,, বিখ্যাত সেই নচিকেতা ঘোষ " সুরেরযাদুর প্রতি কৃতজ্ঞসহ শ্রদ্ধা নিরন্তর ,,,,,গানে গানে ফাগুন শুভেচ্ছা

  • @shyamalsengupta2663
    @shyamalsengupta2663 7 หลายเดือนก่อน +5

    স্নিগ্ধদেব,
    তোমার এই অসাধারণ সঙ্গীত আলোচনা হঠাৎ কোরে আমার চোখে পড়লো। প্রথমেই তোমাকে অসংখ্য ধন‍্যবাদ, কারণ তোমার এই Research -এর কথা আমরা ও জেনে ধন‍্য হোলাম বাবা।
    হ‍্যা - আমি এখন বিরাশী। তুমি আমার পুত্রসম।
    সৌভাগ্য বশতঃ আমিও এক পরিবারের সদস‍্য যেখানে আমাদের সবাই ই Hindusthani Classical গানের চর্চার মধ‍্যে বড় হোয়েছিলাম। আমার স্বর্গীয় পিতা পন্ডিত রাধিকা গোসাই র কাছে শিখেছেন। আজ হয়তো অনেকেই জ্ঞান গোসাই র নাম বা Record শুনেছে। কিন্তু এই generation রাধিকা গোস্বামী র মতন এমন গায়কের নাম ও শোনেনি। যাই হোক, আমাদের ভাইবোনে রা সুখেন্দু গোস্বামী, বিরেশ রায় প্রভৃতি পন্ডিত মানুষদের কাছে সামান‍্য শিক্ষা পেয়ে ধন‍্য হোয়েছি। যদিও আট ভাই বোনের মধ‍্যে একমাত্র আমি ই এখন ও বেঁচে আছি।
    তানপূরায় পরেছে ধূলা। হারমনিয়াম এর সাতে সম্পর্ক কয়েক দশক নেই।
    তবু ও আমার কন‍্যা আমাকে এই Phone টা কিনে শিখিয়ে দিয়েছে। বড় ভালো যন্ত্র। যে কোন গান তুমি শুনতে পারো।
    কিন্তু বাবা, তোমার আলোচনা আমাদের মতন লোকদের কাছে অমূল‍্য সম্পদ। কিন্তু কাকে বোঝাই, তুমি কি আলোচনা কোরছো? সেই সব মানুষ কোই?
    কিন্তু অনুরোধ রইলো আমাদের মতন মানুষদের জন‍্য এই ধরনের আলোচনা চালিয়ে যাও। আর যে কটা দিন বাাঁচি, তোমার মতন সুন্দর জ্ঞানী ছেলে দের থেকে একটু যেন শান্তি পাই। সংসার আর ভালো লাগে না।
    আমির খাঁ সাহেব, বড়ে গোলাম আলী সাহেব, নাজাকাত-সালামাত দুই ভাই, পন্ডিত যশরাজ জী, আলী আকবর সাহেব, রবিশঙ্করজী, ভীমসেন যোশী জী -- কত নাম বলবো। এখন ওদের কাছে চলে যেতে ইচ্ছা করে।
    তবে মনে দারুণ ব‍্যাথা দিয়ে আমার নয়নের মণি রাশীদ কে যে ভগবান ছিনিয়ে নিলেন, অসহ‍্য লাগছে। তবে আমি অজয় চক্রবর্তী মশাইর মেয়ে কে শুনে স্তম্ভিত। কি practice কোরলে এই ভাবে সরগম নিয়ে খেলা কোরতে পারে। থাক সবাই Bore হোচ্ছে।
    তবে তোমার গলায় অন্তত একটা ঠুমরী শুনতে চাই।
    ভালো থেকো বাবা।

  • @skbiswas1452
    @skbiswas1452 7 หลายเดือนก่อน +2

    সত্যিই অসাধারণ এবং অনন্য এক আয়োজন!
    অসাধারণ এক বিশ্লেষণ নিয়ে অনবদ্য এই অনুষ্ঠানের প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, শ্রদ্ধা ও শুভ কামনা💞
    সুপ্রিয় স্বজন, আপনি যথার্থই বলেছেন।সত্যিই কালজয়ী এই স্মরণীয় গান টি বাংলা সঙ্গীতের সর্বকালের সেরা বাংলা গান!
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বসন্তের বাংলা গান টি'র বাণী ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ও বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি নচিকেতা ঘোষের অসাধারণ সুরে বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি'র গাওয়া অনবদ্য এক গায়কীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। কালজয়ী এই স্মরণীয় গানের কোন তুলনা হয় না! আমরা শ্রোতারা আজও যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই!
    বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় তিন সঙ্গীতজ্ঞ ও প্রবাদপ্রতিম ত্রিরত্ন গুণী সঙ্গীত বিশেষজ্ঞ এক কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষ ও ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী এবং বাংলা ধ্রপদী সঙ্গীতের কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রনাম।❤️🙏

  • @SubirBiswas
    @SubirBiswas 7 หลายเดือนก่อน

    এইরকম সুন্দর আলোচনা থেকে শিক্ষিত হলাম। অনেক কিছু জানলাম। এই ধরণের আরো আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে রইলাম।

  • @roudribagchi4019
    @roudribagchi4019 7 หลายเดือนก่อน +1

    ওহ্ কিই যে interesting লাগলো! একটা গান শুনতে জানলে যে কতখানি শোনা যায় এই 'চেনা সুরের আনাগোনায়' বোঝা যায়!

  • @dreamswhistles1938
    @dreamswhistles1938 7 หลายเดือนก่อน

    কি বলবো, বুঝতে পারছি না। এত অ্যানালিটিকাল উপস্থাপনা বহুদিন দেখিনি। অনেক শুভকামনা থাকল আপনার জন্য। উফ কি চমৎকার অ্যানালাইসিস। বাকরূদ্ধ হয়ে গেলাম। প্রনাম আপনাকে।

  • @subirghosh9316
    @subirghosh9316 3 หลายเดือนก่อน

    অসাধারণ বিশ্লেষণ,মুগ্ধ ও সমৃদ্ধ হলাম,ভালো থাকবেন।

  • @surajitsen5199
    @surajitsen5199 7 หลายเดือนก่อน +2

    অনবদ্য বিশ্লেষণ, মনে হলো গানের কোনো ক্লাসে বসে জ্ঞান আহরণ করছি।। এই গানটি ছোটবেলা থেকেই শুনছি,গেয়েওছি কিন্তু সুরের ব্যাপারে এতো কিছু গুঢ় তত্ত্ব যে ছিল সেটা এই আলোচনা না শুনলে জানতেই পারতাম না।। আসলে আমিও তোমার সাথে একমত যে অসাধারণ সৃষ্টি সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, হঠাৎ করেই হয়ে যায়, খুব গুছিয়ে বসে এই ধরণের সৃষ্টি হয় না।। এটাই হয়ত ঈশ্বরের লীলা।।

  • @musicallychandrajit
    @musicallychandrajit 7 หลายเดือนก่อน

    অত্যন্ত ভাল তথ্য. চন্দ্রশেখর প্রিয়া কর্ণাটকী পদ্ধতির কোন "মেলকরতা"-এ আবদ্ধ, জানা যাবে?

  • @madhumitabhattacharya8760
    @madhumitabhattacharya8760 7 หลายเดือนก่อน

    অসাধারণ বিশ্লেষণ। আমি বড় হয়েছি গানবাজনা নাটক এবং পড়াশোনার আবহে। এই সব গান এবং তাদের স্রষ্টারা ছোটবেলা থেকে আজও আমাদের কানে ও প্রাণে মধুবর্ষণ করে এসেছেন। আপনার গানেরও আমি মুগ্ধ শ্রোতা। ভাল থাকবেন। এই অনুষ্ঠান চলুক। শুভেচ্ছা নিরন্তর।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 7 หลายเดือนก่อน

    স্নিগ্ধদেব, একটি বিশেষ গান নিয়ে তোমার এই আলোচনা ও সুরের বিশ্লেষণ খুব ভাল লাগল। গানটা আরো একটু শুনতে চাইছিলাম। পরবর্তীতে আরও কিছু শোনার অপেক্ষায় রইলাম।

  • @tapasdutta5081
    @tapasdutta5081 7 หลายเดือนก่อน

    অসাধারণ স্নিগ্ধদেব । আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম এবং আরও শোনার আশায় উন্মুখ হয়ে র‌ইলাম ।

  • @sushantamukhopadhyay8887
    @sushantamukhopadhyay8887 7 หลายเดือนก่อน +1

    নচিকেতা ঘোষ এর সুর খুব মিষ্টি! ওনার সুর করা গান যার ই কন্ঠে শুনেছি সেই গান অনবদ্য লেগেছে! হেমন্ত র গান হেমন্ত র মতো..মান্না দের গান মান্না দের মতো! গীতা দত্ত আশা ভোসলে মানবেন্দ্র সন্ধ্যা মুখার্জী আরতি মুখার্জী প্রত্যেকেই ওনার সুরে গাওয়া অসাধারন সব গান আমাদের উপহার দিয়েছেন। ললিতা ধর চৌধুরী র কিছু গানের নাটকীয় সুর !! বাংলা ছায়াছবি ও বেসিক গান সবেতেই উনি এক নম্বর। পাশাপাশি রবিন চট্টোপাধ্যায় অনল চট্টোপাধ্যায় সুধীন দাশগুপ্ত প্রবীর মজুমদার রতু মুখার্জী সব্বাই ই ভালো। কিন্তু পছন্দের পাল্লা নচিকেতা ঘোষ এর দিকেই বেশি। ওনার গান এ মনোরঞ্জন এর বিষয় টি খুব ই উৎকর্ষের। খুব কম্ফোর্টেবলি শোনা যেতো!!

  • @SONGSOUNAK
    @SONGSOUNAK 7 หลายเดือนก่อน

    অতি চমৎকার বিশ্লেষণ! আজকের সময়, তোমার মত শিক্ষিত ও সুচিন্তক সঙ্গীত শিল্পীর সংখ্যা খুব বেশি নয় । তোমার আলোচনার আলোয় অনেকটা সমৃদ্ধ হলাম, ভবিষ্যতেও বার বার সমৃদ্ধ হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকব..
    শৌনক।

  • @arupchatterjee1067
    @arupchatterjee1067 7 หลายเดือนก่อน

    Asadharan prayas antorik srodhya janai apnake sustha thakun valo thakun ei vabe chalie jan amara samridhya habo 🙏🙏🙏🙏🙏

  • @subhraghosh9706
    @subhraghosh9706 7 หลายเดือนก่อน

    Asadharon ,tatya o tathya sune khub bhalo laglo, bhalo thdkben

  • @SamirDas-ti8zm
    @SamirDas-ti8zm 7 หลายเดือนก่อน +1

    খুউব ভালো বিশ্লেষণ👌👌👌👌

  • @rupabanichakraborty1703
    @rupabanichakraborty1703 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো। এরকম আন্যান্য গানের আলোচনার অপেক্ষায় রইলাম

  • @banashreemukhoti8804
    @banashreemukhoti8804 7 หลายเดือนก่อน

    এত সুন্দর সুরের ব্যাখ্যা রাগের আধারে করলেন ,এই জনপ্রিয় গানটি নিয়ে ।যা গানটিকে আরও আলাদা মাত্রায় নিয়ে গেলো । বাংলা গান নিয়ে আপনার এই ভাবনা কে সাধুবাদ জানাই। খুব ভালো লাগলো এপিসোড টি ।সুন্দর লাগলো আম্র কুঞ্জের সাথে দৃশ্যায়ন ও। 👌🏻👌🏻🎹🎼🍁🍂🌱🙏🏻

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 6 หลายเดือนก่อน

    খুবই চিত্তাকর্ষক আলোচনা। বিখ্যাত সব গানের সুরের ডিসেকশন আপনার মুখে শুনতে চাই। আমাদের চাহিদার পূরণ হবে তো? ৭১ বছর বয়সে পৌঁছেও অপেক্ষায় রইলাম।

  • @nibeditabanerjee3433
    @nibeditabanerjee3433 7 หลายเดือนก่อน

    কি অপূর্ব অসাধারণ বিশ্লেষণ.....

  • @asitchakraborty9396
    @asitchakraborty9396 7 หลายเดือนก่อน

    কী যে ভালো লাগল, তা বলে বোঝাবার ভাষা নেই

  • @priyalalnath9446
    @priyalalnath9446 7 หลายเดือนก่อน

    খুবই সুন্দর উপস্থাপনা।

  • @gopachattopadhyay7444
    @gopachattopadhyay7444 7 หลายเดือนก่อน

    অতি চমৎকার ব্যাখা গান জানা নিয়ে এত নিস্ঠা মুগ্ধ করে

  • @sushantamukhopadhyay8887
    @sushantamukhopadhyay8887 7 หลายเดือนก่อน

    বাহ! অপূর্ব গান করেন। খুব সুন্দর mobility কন্ঠের। প্রস্তুতি ছাড়া ই খুব সাবলীল গাইতে পারেন। খুব মন দিয়ে শুনলে খেয়াল করলেই বোঝা যাবে একটা নোট ও মিস করেন নি।
    গায়ক এর পাশাপাশি শ্রোতা কে ও সংবেদনশীল ও সমঝদার হতে হয়। বহুদিন ধরে মন দিয়ে গান শুনতে হয়। সমঝদারী কখনোই সময় কে উপেক্ষা করে নয়। আমি এমন শ্রোতা ও দেখেছি যারা রূপঙ্কর এর গলায় এই গান টি শুনে মতামত দিয়েছিল ...মানবেন্দ্র র থেকে ও ভালো। একথা শুনে মনে হচ্ছিল ..আমার মরে যাওয়াই ভালো..মরার আগে লিখে রেখে যাই...মানবেন্দ্র র থেকে ভালো হওয়া সম্ভব নয়। গান শিখলেই শিল্পী হওয়া যায় না। ঈশ্বরের কৃপা না থাকলে।
    সেই ভালো এই বসন্ত নয় এবার ফিরে যাক...এই গান কে ও আপনার আলোচনায় শুনতে চাই।
    আপনি টাইটেল সঙ্গ এর কথা বলেছেন । দেয়া নেয়া সিনেমা র টাইটেল সঙ্গ টা ও খুব আকর্ষণীয়...যমুনা চলে রাধিকা গৌরী।
    কি অসাধারণ মান ছিল বাংলা গান এর!! কোথায় হারিয়ে গেল সব!
    যাই হোক ...আমি ও ভূগোল পড়তে চাই ...যদি গানের বিষয়ে কিছু সেরেনডিপিটি হয় আমার শ্রবনের😊 ধন্যবাদ। সাধারণ উপত্যকা দিয়ে গ্লেসিয়ার না এলেও যদি রিফট ভ্যালি দিয়েই আসে...

  • @suklaghosh5518
    @suklaghosh5518 7 หลายเดือนก่อน

    Awesome thanks for the valuable discussion.

  • @krittikasengupta3367
    @krittikasengupta3367 7 หลายเดือนก่อน

    কড়ি, কোমল কিছুই বুঝিনা, তবুও মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।চমৎকার ব‍্যাখ‍্যা

  • @radharaniadak4440
    @radharaniadak4440 7 หลายเดือนก่อน

    অপূর্ব এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ🙏🙏🙏।

  • @kaushikmukherjee671
    @kaushikmukherjee671 7 หลายเดือนก่อน

    অপূর্ব অনুষ্ঠান ও উপস্থাপনা।শাস্ত্রীয় সঙ্গীত না বুঝলেও একজন সঙ্গীতপ্রেমী হিসেবে ভীষণ ভাল লাগল।এসব গান ভারতীয় সঙ্গীত এ মণিমুক্তো বিশেষ।আমার অনুরোধ 'ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান' এই ক্লাসিক গানটির সম্ভব হলে বিশ্লেষণ করবেন।

  • @subhasbagchi8824
    @subhasbagchi8824 7 หลายเดือนก่อน

    Brilliant analysis with rational perspective.
    Congratulations.

  • @prasantasengupta2831
    @prasantasengupta2831 7 หลายเดือนก่อน

    গানটিকে নতুন ভাবে চেনা হোল আপনার সৌজন্যে। আরও চমৎকার উপস্থাপনার আশায় রইলাম।

  • @nandabanerjee2659
    @nandabanerjee2659 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো এই গানটি র বিশ্লেষন।

  • @chandansengupta2462
    @chandansengupta2462 2 หลายเดือนก่อน

    Khoob bhalo laglo.

  • @somahota8810
    @somahota8810 5 หลายเดือนก่อน

    অনেক সমৃদ্ধ হলাম।🙏🙏🙏🙏

  • @parthapratimmusica3421
    @parthapratimmusica3421 7 หลายเดือนก่อน +1

    এই সিরিজটা চলতে থাকুক..

  • @manoranjankarati4210
    @manoranjankarati4210 4 หลายเดือนก่อน

    মহাশয়, বনে নয় মনে মোর গানের
    স্বরলিপিটা একটু যদি দেন, খুবই
    বাধিত হবো।

  • @anindyamukherji6889
    @anindyamukherji6889 7 หลายเดือนก่อน

    গানটির বিশ্লেষণ চমৎকার। গানটি সৃষ্টির ইতিহাস জানা গেলে আমার মতো সঙ্গীত পিপাসুরা আরো সমৃদ্ধ হতেন।

  • @biswajitdatta8637
    @biswajitdatta8637 5 หลายเดือนก่อน

    👍👍

  • @biswajitsamadder4883
    @biswajitsamadder4883 7 หลายเดือนก่อน

    দাদা, চম্পা বকুলের ভাঙ্গে ঘুম...কার সে নূপুরের এই জায়গার যে মাদকতা আর দোলন এটা একটু বিশ্লেষণ করতে পারতেন...I দারুণ উপস্থাপন!

  • @ashok755
    @ashok755 7 หลายเดือนก่อน

    Chomotkar!

  • @bhaswarbhattacharrya9624
    @bhaswarbhattacharrya9624 7 หลายเดือนก่อน

    খুব প্রয়োজনীয় বিশ্লেষণ

  • @kalidasgangopadhyay7955
    @kalidasgangopadhyay7955 7 หลายเดือนก่อน

    Apurba upasthapana

  • @K.Ray1990
    @K.Ray1990 7 หลายเดือนก่อน

    কোথায় যেন একটা হারিয়ে গেলাম,,,,,
    মনের রসদ কিছুটা যেন পেলাম,,,,,,,🤔

  • @subhasray534
    @subhasray534 7 หลายเดือนก่อน

    এতদিনে ষড়জ পরিবর্তনের কৌতুহল মিটলো, ধন্যবাদ।

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 7 หลายเดือนก่อน

      ষড়জ পরিবর্তন কিন্তু Western Classical Music এ খুব ই normal. আর আমাদের গায়কদের মধ‍্যে এই পরিবর্তন যারা করতে পারেন তারামহান। কিন্তু Hindusthani Classical Music এর মধ‍্যে।

  • @gautamchowdhury2511
    @gautamchowdhury2511 7 หลายเดือนก่อน

    খুব ভাল বিশ্লেষন

  • @musicalley7046
    @musicalley7046 5 หลายเดือนก่อน

    এমন দেবতুল্য শিল্পীদের কিছু গান এ এমন অনেক সরগম গেয়েছেন যা অন্তরার মুরছনা কে আরো সম্বৃদ্ধ করে তোলে। এই গানে কোমল নি কোমল রে তে glide করার জন্যে শুদ্ধ ধা টি কোমল নি ঘেঁষে বলে ফেলেছেন । সেই সময় এতো retake করবার ব্যবস্থা ছিলোনা বা গোটা গানটি এতো নয়পুন্যতায় ভোরে ছিলো যে ওটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয়নি ।
    আর এটা যে শুদ্ধ ধা ছিলো তা বোঝা যায় ঐ সরগম টির ঠিক পরেই সেতার এ একই সরগম বেজেছে যাতে শুদ্ধ ধা বেজেছে ।
    সর্বপরি আপনার এই বহু মূল্যবান চর্চা আপামর বাংলা গানের স্রোতা, শিল্পী , সঙ্গিয়োজক এবং সুরকার দের নিজ নিজ দায়িত্ববোধ কে নারা দেবে, সম্বৃদ্ধ্য করবে , বাংলা সংগীতের প্রকৃত পথে পরিচালিত করতে সাহায্য করবে ।
    আপনার অনেকগুলি video দেখে,শুনে য়ারপর নাই খুশি হলাম । আরো কিছু স্নিগ্ধদেব আসুক ।
    বাংলা গান ত এমনটাই । 🙏

  • @yourmita
    @yourmita 7 หลายเดือนก่อน

    ভাবনা চিন্তা বিশ্লেষণ আমাদের সমৃদ্ধ করছে l

  • @arunabhasinha2723
    @arunabhasinha2723 7 หลายเดือนก่อน

    সমৃদ্ধ হলাম।

  • @saritdas8810
    @saritdas8810 7 หลายเดือนก่อน

    স্নিগ্ধদেব আপনার এই উদ্যোগ অসাধারণ এবং নতুন ভাবনার বিচ্ছুরণ। আপনি এক একটা পর্বে এক এক সুরকার ধরে কাজ করুন। বাংলা গানে অন্তত দেড় দুই শত সুরকার তো পাওয়া যাবেই। ভালো থাকুন। সৃষ্টিতে থাকুন।

  • @dr.panditranajitsengupta8646
    @dr.panditranajitsengupta8646 7 หลายเดือนก่อน

    Apurba Uposthapana .. Aro shunte chai .. Kudos to you …

    • @mallikabanerjee9917
      @mallikabanerjee9917 7 หลายเดือนก่อน

      অসাধারণ উপস্থাপনা তো বটেই। সঙ্গে সঙ্গে অসাধারণ গানের কণ্ঠ।অথচ এমন গুণী মানুষের কোন প্রচার নেই এই অপদার্থ, হতভাগ্য সময়ে। আগের দিন হলে বহুদিন আগেই সাফল্য , স্বীকৃতির চূড়ায় উঠতেন। তবে এখানে একটা কথা গানটিতে সরগম অংশগুলি সবই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সংযোজন। মূল সুরকার নচিকেতার তৈরী নয়।যে কারণে রেকর্ডিং ফ্লোরে ব্যাপারখানা জানতে পেরে ক্ষুব্ধ নচিকেতা ফ্লোর ছেড়ে বেরিয়ে যান প্রথমে।তারপর রেকর্ডিং হয়ে যাবার পর মানবেন্দ্রকে জড়িয়ে ধরেন সবটুকু শুনে।প্রসঙ্গত উল্লেখ্য, মানবেন্দ্র নিজেও একজন বড় composer ও music director ছিলেন।

    • @mallikabanerjee9917
      @mallikabanerjee9917 7 หลายเดือนก่อน

      ওপরের reply টি দিলাম আমি শুভ্র বন্দ্যোপাধ্যায়।

    • @mallikabanerjee9917
      @mallikabanerjee9917 7 หลายเดือนก่อน

      স্নিগ্ধদেব বারবার বলছি আপনি অসাধারণ গান করেন। একটু ধ্রুপদী মেলোডি আধুনিক গানে আপনি তোলপাড় ফেলে দিতে পারেন যখন তখন। অথচ বর্তমান এই সময়ে সেই exposure টাই আপনার হল না। নিজে একজন ভুক্তভোগী সঙ্গীত জগতের মানুষ হয়ে বুঝতে দেরী হয় না কেন এই অবস্থা। আসলে বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থান্বেষী দল ও গোষ্ঠীর ধান্দাবাজির জন্যই আজকে সংস্কৃতি ও সংগীত জগতের এই হাল। এখানে প্রতিভার দাম নেই ।কে কত টাকা ছড়িয়ে সব সুযোগ সুবিধে কিনে নিতে পারে তারই প্রতিযোগিতা চলে। HMV র মত প্রতিষ্ঠান যারা নতুন নতুন প্রতিভা আবিষ্কার করে জনসমক্ষে উপস্থাপিত করত , তাদের বারটা বাজিয়ে মাঝের এতগুলো বছর সংগীতের প্রায় মৃত্যুঘণ্টা বাজানর উপক্রম হয়েছিল দুর্বৃত্ত ও বিভিন্ন ভুঁইফোঁড় কোম্পানির হাতযশে।তবে আশার কথা, সময় বদলাচ্ছে, ইউটিউব , সোস্যাল মিডিয়ার দাক্ষিণ্যে আবার বহু প্রতিভার খোঁজ ও স্বীকৃতি মিলছে।

    • @mallikabanerjee9917
      @mallikabanerjee9917 7 หลายเดือนก่อน

      ওপরের reply statement টা দিয়েছি আমি অভিজিৎ শুভ্র বন্দ্যোপাধ্যিয়।

    • @prantikbhattacharya8909
      @prantikbhattacharya8909 7 หลายเดือนก่อน

      😅​@@mallikabanerjee9917

  • @jhumaramesh1726
    @jhumaramesh1726 7 หลายเดือนก่อน

    Snigdhodeb tumi oshadharan gaan koro! Tomar moto gaan er gola ekhon khub Rare! Bolte paro nei. Karon tumi je dharaner gaan koro segulo ar shona jay na! Ami tomake ekta kotha boli ami tomar anek boro Fan! Tai ami tomar theke ari Manabendra Mukherjee, Manna dey eder gaan shunte chai. Tumi amake tomar aro aro gaan shonao! Ami tomar gaan shunle manashik bhabe khub shanti pai. Tomar kache amar Request roilo. Tumi amar kotha ta rekho Bhai! Ami tomar DiDi r moto.

  • @Rahulsennnn
    @Rahulsennnn 7 หลายเดือนก่อน

    ভাই তোমার জয় হোক।

  • @bhnirmalya
    @bhnirmalya 7 หลายเดือนก่อน +1

    ব্যতিক্রমী পথে চলেছো ভাই। প্রচার হবেনা জানি। আমাদের প্রসার হোক। রিলস এর দুনিয়ায় এ বড় কম কাজ নয়।

  • @SAMITGHOSH-iw2bz
    @SAMITGHOSH-iw2bz 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ABSOLUTELY GREAT HEART--- ❤TOUCHING 💕💖💞 💯👍- - KNOWLEDGEABLE AS WELL- AS NOSTALGIC FEELINGS 🙏- PRESENTATIONS BY YOU MY- DEAR DADABHAI 🙏😍🙏🎶!!! * HATSOFF- TO YOU WITH MY - BEST 🙏REGARDS& WISHES. * ETO SUNDOR KORE AAPNI --- - SUR SARGAM TAAL NOTES -- GULLO BAJHALEN 🎶📚📝🎶 - AMI KHUBEI GREATFUL TO---- YU LIKE A GOOD 🙏 STUDENT LEARNER 😍🎶😍 PRAYER 📿 - 🙏🛐🙏 DEVOTIONAL TYPE- WITH FULL OF MY ❤INNER--- FEELINGS I WAS REALLY 📿--- CONCENTRATED ON YOUR 🙏 - EXPLANATIONS ABOUT 👍-- PARTICULARLY SPECIALLY 👌 🎶🎤🎶 👌👌🎶 GREAT 💙---- EVERGREEN 🙏🌲🌲🌲🌲🙏 - NOSTALGIC 💯👍-SUPERHIT SONG OF OUR -GODGIFTED 👍 - OLD GOLDEN DAYS AS WE --- HAVE GROWNUP LISTENING - ALL TYPE OF GODGIFTED 🙏- - GREAT ❤️ TALENTED 🎶🎶 - & VERSATILE LEGEND SINGER S.....ON RADIO 🔘📻🔘ALONG WITH OUR ❤LATE. PARENTS - IN MY CHILDHOOD DAYS ❤🤗😅🤗🎶🎶🤗😅😊🤗🎶🎶 - AS SCHOOL STUDENT 1967 TO TILL DATE I REALLY ❤ TO- LISTEN AS WELL AS TRY TO-- LEARN FROM EACH OF EVERY VERSATILE 🙏🎶🙏 SOBGS --- - AND LEGEND SINGERS OF --- OUR GREAT ❤️🇮🇳❤ NATION. *DR. NACHIKETA GHOSH IS --- ONE OF MY MOST FAVORITE -- CLASSIC GODGIFTED 🙏🙌🙏 HIGHLY CALTURED TALENTED -&- VERSATILE MUSIC 🎶👌🎶 COMPOSER ALONGWITH THE- BEST💯 RADHAKANTO NANDI DADA AND MANOBRENDRA --- SAHEB ...AS I HAVE seen 👍-- THEIR WHOLE NIGHT 🌉🌙🌉 - LIVE MUSICAL 🎶 MUSICAL-- STAGE SHOWS AT OUR OWN- DUMDUM AIRPORT RESIDENTI AL...AREAS DURING MY OWN- - UPPER CLASS school 😍👍-- 🏫📖🏫 & COLLEGE LIFE DAY- S.... IN 1971 TO 1976😍🎶😍!! * OLD IS REALLY GOLD 💙 ....... THANKS A LOTS DADABHAI....

  • @swatmasyndhihrid
    @swatmasyndhihrid 7 หลายเดือนก่อน

    প্রকৃতির কাছে গিয়ে মনে মনে এই গান কত গেয়েছি জানিনা। এই গান নিয়ে কেউ এমন সুন্দর ভিডিও করবেন,তা কল্পনাও করিনা। গান যেখানে সেখানে বাঙালি❤️🇧🇩