ইলিশের বাড়ি চাঁদপুর | Dhaka to Chandpur | চাঁদপুর এ ইলিশ বাজার | ইলিশ কিনে ভেজে খেলাম

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @subhajitbanerjee404
    @subhajitbanerjee404 ปีที่แล้ว +121

    বাংলাদেশ নিয়ে আমাদের বরাবরই একটা আবেগ রয়েছে,আপনি এর আগে ও এখন যেভাবে বাংলাদেশের বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরেছেন, সত্যি খুব ভালো লাগছে।ধন্যবাদ শিবাজী দা।

    • @abdullahrafi9205
      @abdullahrafi9205 ปีที่แล้ว +2

      ধন্যবাদ চাঁদপুর আসবেন

    • @subhajitbanerjee404
      @subhajitbanerjee404 ปีที่แล้ว +6

      সুযোগ পেলে,অবশ্যই যাবো, বাংলাদেশের ভ্রমণের একটা ইচ্ছা আছে

    • @keyachakraborty1886
      @keyachakraborty1886 ปีที่แล้ว +4

      খুব ভালো লাগছে বাংলাদেশ ভ্রমণ....বাংলাদেশকে বিদেশ ভাবতেই পারি না, মনে হয় নিজের দেশ.....আরো দেখার অপেক্ষায় রইলাম।🥰🥰🙏🏻🙏🏻

    • @anubratabiswas970
      @anubratabiswas970 ปีที่แล้ว

      ​@@keyachakraborty1886😂😂😂

    • @chiranjitchatterjee4816
      @chiranjitchatterjee4816 ปีที่แล้ว

      @@keyachakraborty1886 আরে দিদি বাংলাদেশি হয়ে যান না এখানে কেন পড়ে আছেন

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +33

    অসাধারণ লাগলো চাঁদপুর আর বাংলাদেশের অতিথি পরায়ণতা মন মুগ্ধ করে। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @hasanurmunna9006
    @hasanurmunna9006 ปีที่แล้ว +71

    শিবাজি দাদা, প্রতিবার বাংলাদেশে এসে এমন সব দারুন আর দুর্দান্ত ভিডিও বানান যে মনে গেঁথে আছে। বরিশাল ভ্রমণটা এখনো জাস্ট চোখে লেগে আছে

  • @rosaandersson3632
    @rosaandersson3632 ปีที่แล้ว +46

    ধন্যবাদ আপনাদের চাঁদপুর ভ্রমণের জন্য। আমি চাঁদপুরের মেয়ে , বসবাস সুইডেন । আমি আপনাদের প্রায় সবগুলো ভিডিও দেখি । খুবই ভালো লাগে ❤

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +4

      ধন্যবাদ, ভালো থাকবেন।

    • @dropin409
      @dropin409 8 หลายเดือนก่อน

      ​@@explorershibaji
      Dhaka-Chandpur-Dhaka route er best launch holo Mayur 10 and Zam Zam 7

    • @TamannaKhandoker-lh4mg
      @TamannaKhandoker-lh4mg 5 หลายเดือนก่อน

      Ay meye keu jante chaise tui koi thakish choto lok ekta

  • @ExplorerMahfuz
    @ExplorerMahfuz ปีที่แล้ว +32

    গানটি দারুণ লেগেছে, চাঁদপুরে আমিও গিয়েছিলাম, দারুণ একটা জায়গা। একদিনে ঘুরে ঢাকা ফিরে আসার জন্য চমৎকার।

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว

      সত্যিই ভালো লেগেছিল আমাদের সেইদিন

    • @ExplorerMahfuz
      @ExplorerMahfuz ปีที่แล้ว

      @@explorershibaji আপনার সাথে দেখা হবে কবে?

  • @dorabanerjee2636
    @dorabanerjee2636 ปีที่แล้ว +269

    বাংলাদেশের আতিথিয়তা তুলনাহীন, 2010 এ বাংলাদেশ বেড়াতে গিয়ে উপলব্ধি করেছি, আজও ভাবতে ভীষণ ভালো লাগে।

    • @mdmostafa8124
      @mdmostafa8124 ปีที่แล้ว +7

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @mdmostafa8124
      @mdmostafa8124 ปีที่แล้ว +21

      @@anubratabiswas970 kolkatar manus har kipte 🤭🤭🤭

    • @kakababu9702
      @kakababu9702 ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤❤❤

    • @ExplorerMahfuz
      @ExplorerMahfuz ปีที่แล้ว +4

      আবার আসবেন

    • @dorabanerjee2636
      @dorabanerjee2636 ปีที่แล้ว +10

      @@ExplorerMahfuz অবশ্যই যাবো, আপনারাও আসবেন বেড়াতে এপার বাংলায়, আশাকরি ভাল লাগবে।

  • @meghlab2978
    @meghlab2978 ปีที่แล้ว +17

    অসাধারণ চাঁদপুরের ভিডিও দেখালেন। ডিম ছাড়া মাছ খেতে হলে দোকানদারকে বলতে হবে, ডিম ছাড়া মাছ দিন। ❤ভাল থাকবেন , সুস্থ থাকবেন।

  • @triptighosh5470
    @triptighosh5470 ปีที่แล้ว +8

    নদীর দের এত সুন্দর সুন্দর নাম, সত্যিই সোনার বাংলা, রবিবার দুপুরে এই রকম ভাবে ইলিশের স্বাদ আস্বাদন ব্যাপার টা মন্দ নয়। গান টা বেশ উপভোগ্য। আপনার অন্য ব্লগ গুলোর মত এই টি ও ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

  • @avikchattopadhyay7786
    @avikchattopadhyay7786 ปีที่แล้ว +9

    আবারও মন ভরানো ভ্রমণ-চিত্র। একে বাংলাদেশ, তায় নদীপথে যাত্রা― এর চেয়ে মনকাড়া দৃশ্য ও অভিজ্ঞতা আর কী হতে পারে?! বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা... আহা! কী অপূর্ব আদরমাখা সব নদীর নাম! আপনাদের ভ্রমণ সার্থক হোক। দুর্বার গতিতে এগিয়ে চলুক Explorer Shibaji

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว

      আরেকটা আছে ডাকাতিয়া।
      চাঁদপুর শহর মূলত পদ্মা-মেঘনার মিলন স্থল এবং ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত।
      চাঁদপুর লঞ্চ টার্মিনাল ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত।

  • @Viralfansouraneel8976
    @Viralfansouraneel8976 ปีที่แล้ว +10

    দাদা চাঁদপুর এর মতলব এলাকার গান্ধী ঘোষ এর ক্ষীর টা মিস করলেন। খুবই সুস্বাদু। যাই হোক, অনবদ্য ছিলো ভিডিও। ভালো থাকবেন। ❤❤

    • @Hasan-e8t7c
      @Hasan-e8t7c 6 หลายเดือนก่อน

      আমিও দক্ষিন মতলবের মানুষ। হ্যা ক্ষীর এখনো পাওয়া যায়

  • @gopalkundu9900
    @gopalkundu9900 ปีที่แล้ว +6

    দারুণ ভিডিও। মুন্সীগঞ্জে আমাদের পূর্বপুরুষদের বাস ছিলো। শিবাজিদা ও পৃথ্বীজিৎদাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। শিবাজীদাকে একটু ক্লান্ত দেখাচ্ছিল। দুজনেই ভালো থাকবেন।

    • @memeszone5068
      @memeszone5068 ปีที่แล้ว

      Munshiganj er kothay? Amio munshiganj theke

  • @Sayan0709
    @Sayan0709 ปีที่แล้ว +47

    My grandmother(dida) came to Kolkata in May, '47...she was 13 yrs back then...she wud tell us stories from her days in Khulna..& of violence in '46, & '47...there may b certain things which just cant b forgotten...especially that of violence & sadness...😢😢😢
    Besides always love ur work..heartily appreciate what u r doing for us...❤❤❤

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 ปีที่แล้ว

      What stories?

    • @souravghosh3310
      @souravghosh3310 ปีที่แล้ว

      ​@@arijitbagchi1192Muslims killing hindus.

    • @Sayan0709
      @Sayan0709 ปีที่แล้ว +2

      @@arijitbagchi1192 of merrymaking mostly....her family lived in the doab area of Mayuri river....she wud say her parents had fertilelands there...& that she never crossed the river before leaving...they were among the first batches of immigrants who came during early '47...left everything there...jwelleries, herds of cows etc...they had bn witnessing violence since mid-'46...from both sides, nonetheless...

    • @royarnab26
      @royarnab26 ปีที่แล้ว +5

      My Maternal grandfather came from Narail in Jessore in 1965 to Ranaghat... Then to Ranchi after getting job in Army then in Lucknow where my Maa was born & then finally in Allahabad.

    • @panchugopalchakraborty4754
      @panchugopalchakraborty4754 ปีที่แล้ว +1

      .....

  • @ummahskitchenbd
    @ummahskitchenbd ปีที่แล้ว +15

    কি যে মিস করেছি আমি...! আহা! তবে নেক্সট টাইম এলে আমি সবখানেই যাব আপনাদের সাথে। ডে ট্যুর হিসাবে কুমিল্লা, নরসিংদী, টাংগাইল, মানিকগঞ্জ নিয়ে যাব।৷ ❤❤❤

    • @swapanbasu6460
      @swapanbasu6460 ปีที่แล้ว +3

      মানিকগঞ্জ আমার জন্ম স্থান 🙏আর এখন দক্ষিণ দিনাজপুর।
      পশ্চিম বঙ্গ( ভারত) 🙏

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      তুমি তো ভয়ে গেলে না।

  • @munnabanik267
    @munnabanik267 ปีที่แล้ว +1

    খুব সুন্দর হয়েছে চাঁদপুরের ভিডিও, লঞ্চে পৃথ্বিজিত দার একটা গান হলে ভালো হতো। ভালো থাকবেন শিবাজী দা পৃথ্বিজিত দা।

  • @GhoshBabuAdventures
    @GhoshBabuAdventures ปีที่แล้ว +28

    বাংলাদেশ, এই সুন্দর পরিবেশ আর সাথে ইলিশ! ❤ আর কিছু চাইনা জীবনে। ফেরি চলছিল মেঘনার ওপর দিয়ে, আর সাথে ব্যাকগ্রাউন্ডে 'আমায় ভাশাইলি রে' - এই সময় একটা আলাদাই, অপূর্ব vibe আসছিলো! দারুন দাদা ❤

  • @nirihopothik4188
    @nirihopothik4188 ปีที่แล้ว +2

    ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার নদী পথটা অসাধারণ। এই ভিডিওর সবচয়ে আকর্ষণীয় এই নদী পথ যা আবহমান পূর্ববঙ্গের চীরায়ত দৃশ‍্য অনেক বাঙ্গালী লেখকের লেখনীতে এই পথের ঐতিহাসিক বর্ণনা রয়েছে। তাই যত বারই এই পথে যাই ততবারই সুখস্মৃতি অনুভব করি।

  • @utpalbiswas1698
    @utpalbiswas1698 ปีที่แล้ว +6

    বাংলাদেশ লঞ্চের দারুন অভিঞ্জতা হল। চমৎকার সৌন্দর্য মনকে মাতিয়ে রাখে।

  • @alokbanerjee2905
    @alokbanerjee2905 ปีที่แล้ว +3

    অসাধারণ, অনবদ্য ইলিশ মাছের ভর্তা ও ভাজা তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাচা মরিচ আর গরম ভাত খাওয়া সৌভাগ্যের ব্যাপার। জিভে জল এসে গেল। আমারও বাড়ী ছিলো ঢাকায় বিক্রমপুরে। মাত্র দশ বছর বয়সে ভারতে চলে আসি।আজ ৭৫ বছরের প্রবীণ মানুষ ( retired ডেপুটি ম্যাজিস্ট্রেট)! মনটা ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে।Alok Kumar Banerjee Barangor kolkata-36 WB India।

  • @rajkumarmaji-rq1cr
    @rajkumarmaji-rq1cr ปีที่แล้ว +5

    ইলিশর বাড়ি চাঁদ 🌙🌙🌙 পুর দুই বন্ধু ভিডিও আমার খুবই ভালো লাগছে আমি এখন দিল্লী থেকে দেখছি জয় ভারতের মা 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @abdullahrafi9205
      @abdullahrafi9205 ปีที่แล้ว +1

      জয় ভারতের মা😂

  • @bandanabhattacharyya3528
    @bandanabhattacharyya3528 ปีที่แล้ว +33

    চাঁদপুরে আপনারা যে ইলিশ খেলেন, দেখে কষ্ট হচ্ছিল, ইলিশ মাছ কেউ অত ভাজে, স্বাদ টাই নষ্ট হয়ে গেল।😢

    • @Suranjan-Roy-hq3qx
      @Suranjan-Roy-hq3qx 6 หลายเดือนก่อน +2

      ইলিশ সব ভাবেই খাওয়া যায়।এবং একেকটার একেক স্বাদ।সব ভাবে একবার করে হলেও ট্রাই করা উচিত সবার।নাহলে সেটার নাম যে মাছের রাজা ইলিশ, সেটা ব্যর্থ হয়ে যায়।

    • @mdfaisal216
      @mdfaisal216 หลายเดือนก่อน

      ilish vejei dekhen

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta ปีที่แล้ว +10

    দুর্দান্ত লাগল আজকের এই প্রতিবেদন। মাওয়া ঘাটের পরে আজও একই ভাবে স্বাদ আস্বাদন করলাম এখানকার রানী ইলিশের । মন ভরে গেল ।

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว

      বর্ষায় একবার শুধু ইলিশ খাওয়ায় জন্য বাংলাদেশ চলে যাও।

  • @shorifislam7657
    @shorifislam7657 ปีที่แล้ว +2

    দাদা আমার বাড়ি চাঁদপুর, সত্যি খুবি অসাধারণ জায়গা, এত ভাল লাগবে আপনাদের, ইনশাআল্লাহ আবার আাসবেন চাঁদপুর। দাওয়াত রইলো।

  • @joyjagannathxerox8740
    @joyjagannathxerox8740 ปีที่แล้ว +4

    আজ 16.07.2023 কলকাতার শিয়ালদহের বাজারে ১কজি+ ইলিশএর দাম ছিল INR ১০০০/।
    ডিম ছাড়া ইলিশ বেশি সুস্বাধু। সরিষাবাটা দিয়ে ইলিশ ভাপা তুলনা হয় না। ধন্যবাদ শিবাজী ও প্রীতিজিৎ কে চাঁদপুর ভিডিও জন্। আমাদের ডায়মন্ড হারবার জিন্দাবাদ।

  • @sabarnimajumdar6611
    @sabarnimajumdar6611 ปีที่แล้ว +6

    ইলিশ মাছের ঝোল খেলে মাছের কোয়ালিটি বেশি ভালো বোঝা যায়। আপনাদের ইলিশ মাছ খেতে দেখে ভরা পেটেও আমার খিদে পেয়ে যাচ্ছে। ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা দুজন।

  • @arindam2204
    @arindam2204 ปีที่แล้ว +2

    খুব সুন্দর দেখলাম। এই ভাবে আমাদের দুনিয়া দেখান। আপনাদের সাথে ঘুরতে যেতে ইচ্ছা হয়।

  • @mithusil4781
    @mithusil4781 ปีที่แล้ว +4

    বাংলাদেশে এখনো আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে ।ওরা বহুবার ওখানে যেতে বলে কিন্তু যাওয়া হয় নি ।আপনার বাংলাদেশ ভ্রমণের ভিডিও গুলো দেখে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে এখন ই যাই । আবার মনে হচ্ছে এতদিন না গিয়ে ভালোই হয়েছে আপনার ভিডিও গুলো দেখে গেলে আরও ভালো করে ঘুরতে পারব।খুব উপভোগ করছি আপনাদের ভ্রমণের ভিডিও গুলো ।ভালো থাকবেন ।ঢাকার ভিডিও তে পৃত্থীজিৎ দা গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ ।🙏🙏

  • @sumantamitra2885
    @sumantamitra2885 ปีที่แล้ว +8

    এত সুন্দর সুন্দর জায়গা গুলো দেখাচ্ছেন, যেতে ইচ্ছে করছে, আপনাদের দলে নেবেন
    ?😊

  • @anisurrahman644
    @anisurrahman644 9 หลายเดือนก่อน

    বাংলাদেশ নিয়ে আপনাদের ভ্রমনের সবকটি পর্ব দেখেছি, আপনাদের চোখে নিজের দেশ দেখে মুগ্ধ হয়েছি, মন ভালো হয়ে গেল, নিজের গর্বের জায়গাটা অনেক সমৃদ্ধ করে দিলেন, ধন্যবাদ

  • @ramagupta-uq4ik
    @ramagupta-uq4ik ปีที่แล้ว +2

    কিছু ই বলার নেই। অসম্ভব সুন্দর। ইলিশের বাড়ি " খুব সুন্দর। গান টা অপুর্ব। ভালো থাকুন আপনারা।

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 ปีที่แล้ว +1

    Koto notun jayga dekhchhi .Thank you explorer .Tobe Ilisher daam kintu khub kom noy .Ilisher dim khub tasty .Bhaja khete besh lage

  • @rukminath1533
    @rukminath1533 ปีที่แล้ว +5

    বাংলাদেশ আর ইলিশ মাছ দুটোই বাঙালীদের প্রাণের আর আবেগের বিষয়।❤❤👍👍

  • @mdismilhossaim3461
    @mdismilhossaim3461 9 หลายเดือนก่อน +1

    বাংলাদেশের যত সুন্দর জায়গা আছে,চাঁদপুর তার মধ্যে অন্যতম।
    যারা এখনো চাঁদপুর আসেন নি।তারা সময় নিয়ে একসময় এসে ঘুরে যাবেন।আশা করি চাঁদপুর ভ্রমণ অনেক ভাল লাগবে।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 ปีที่แล้ว +4

    আপনাদের চোখ দিয়ে বাংলাদেশ দেখলাম, ভীষণই ভাল লাগল। ইলিশের ভর্তা দারুণ পছন্দ হল, বানাবোতো বটেই 👌👌👍👍

    • @sichowdhury
      @sichowdhury ปีที่แล้ว

      নেমন্তন্ন রইল।

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 ปีที่แล้ว +2

    দারুণ দেখলাম চাঁদপুর তারসাথে ইলিস ভাজা আর লেজমাথা ভর্তা দারুন দেখলাম।

  • @jibonkhan1940
    @jibonkhan1940 ปีที่แล้ว +6

    বর্তমানে কারো জন্য এতটা অপেক্ষা করিনা যতটা আপনাদের ভিডিওর জন্য অপেক্ষা করি, যাইহোক চাদপুর আমার জন্নভুমি, বহুকাল হয়েছে জন্মভুমি ছেড়ে বিদেশ পড়ে আছি, ভিডিও টা সত্যি মনটা ভালো করে দিল।

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +2

      ধন্যবাদ!! ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।

  • @maniklalghorai4608
    @maniklalghorai4608 ปีที่แล้ว +1

    Darun sibajida pithbida AMI apnader swathe ghurte jabo

  • @sekharroy7878
    @sekharroy7878 ปีที่แล้ว +3

    এই পর্বটাও খুব ভাল লাগল। নদী বাংলার অপূর্ব দৃশ্যের সঙ্গে ভাটিয়ালি গান দারুণ লেগেছে। ❤

  • @ujjaldas6821
    @ujjaldas6821 ปีที่แล้ว

    চাঁদপুরের ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম। যথারীতি ভালো লেগেছে। শিবাজী ভাইয়ের ভোজন শিল্প দেখতে খুব ভালো লাগে। মনে হয় ঐ খাবার আনন্দ আমাদেরও
    রসনা ও মন ছুঁয়ে প্রাণ ভরিয়ে দিল। স্টিমার, নদী, চাঁদপুরের ইলিশ বাজার, মিষ্টি আর মানুষের মেলায় জম-জমাট আরো একটি ভ্রমণালেখ্য পেয়ে মন ভরে গেল। 👌👌🌹🌹🙏🙏

  • @sanglapdey
    @sanglapdey ปีที่แล้ว +11

    স্যার আজকের ভ্লগটা এক কথায় অসাধারণ লাগলো। বাংলাদেশের লঞ্চ যাত্রা, চাঁদপুরের ইলিশ, ওয়ান মিনিটের আতিথিয়তা আর তার সাথে চাঁদপুরের প্রেমিকের কবিতা এককথায় অনবদ্য ।

    • @abdullahrafi9205
      @abdullahrafi9205 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আমি চাঁদপুরের পাশের জেলার

    • @sanglapdey
      @sanglapdey ปีที่แล้ว +2

      @@abdullahrafi9205 নমস্কার আমি পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী দুর্গাপুর থেকে।
      পৈতৃক নিবাস - খুলনা জেলার ( বাগেরহাট গোটা পাড়া).

  • @jayasreedas952
    @jayasreedas952 ปีที่แล้ว +1

    ঢাকা থেকে ইলিশের বাড়ি চাঁদপুর খুব ভালো লাগল।ইলিশ দেখে জিভে জল চলে এলো।আর আপনি তো সব সময়ই সব খাবার খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।শিবাজী বাবু হঠাৎ আপনার এই সমস্যায় জন্য ডাক্তার দেখিয়ে নেবেন।আপনারা সুস্থ ‌ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @kamrulmolla2260
    @kamrulmolla2260 ปีที่แล้ว +21

    বাংলা দেশ কে একবার দেখার আমার খুবই ইচ্ছা I কলকাতা থেকে

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว +1

      আমার কলকাতা শহর টা দেখার খুব ইচ্ছা 😒

    • @minhazulislam8385
      @minhazulislam8385 ปีที่แล้ว

      ভাই আমার কলকাতা

    • @Jannat-sharif
      @Jannat-sharif 2 หลายเดือนก่อน

      Amar..barei...Chandpur... Bangladesh

    • @walidhossain8271
      @walidhossain8271 2 หลายเดือนก่อน

      @@kamrulmolla2260 চলে আসেন ভাই,ইলিশের সিজনে

  • @shibanidatta5936
    @shibanidatta5936 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর বাংলাদেশ ।মনোরম দৃশ্য দেখলাম ।

  • @mangaldeepsarkar8655
    @mangaldeepsarkar8655 ปีที่แล้ว +3

    দাদা অসম্ভব ভালোলাগার একটা মানুষ আপনারা.... জানিনা কখনো দেখা হবে কিনা... তবুও বাংলাদেশ গেলে আপনাদের অবশ্যই জানাবো... প্রনাম নেবেন 🙏

  • @daliamajumder2929
    @daliamajumder2929 ปีที่แล้ว +2

    আমি ডালিয়া আমার মায়ের দেশ চাঁদপুর মার মুখে ওখানকার ইলিশের কথা শুনেছি অসাধারণ স্বাদ আমার মাকেও দেখাবো ভিডিওটা দারুণ লাগলো দেখতে👌👌😊

    • @MithilaRaniDas-q5u
      @MithilaRaniDas-q5u 3 หลายเดือนก่อน

      আমার বাড়ী ও চাঁদপুর এ।
      আপনার বাড়ি কোথায় ছিলো?

  • @rohanahaque
    @rohanahaque ปีที่แล้ว +5

    বাংলাদেশ থেকে বলছি। ইলিশের দামটা অনেক বেশি নিয়েছে। আর মাছটা সরষের তেলে ভাজলে খেতে আরও বেশি টেস্টি হতো। পরের বার আমের সিজনে আসবেন দাদা। আর রাজশাহীর আম বাগান ঘুরে যাবেন। দাওয়াত রইলো।❤

  • @AbuBakar-gt5zu
    @AbuBakar-gt5zu 17 วันที่ผ่านมา

    আমার বাড়ি চাঁদপুর লঞ্চ ঘাটের পাশেই। চাঁদপুরে আপনাদেরকে স্বাগতম।

  • @Prilosophy
    @Prilosophy ปีที่แล้ว +15

    যদিও ডিম ছাড়া ইলিশের স্বাদ বেশী হয় তবে ইলিশের ডিমের স্বাদ ও অতুলনীয়৷ রবিবারের দুপুরে জ্বিভে জল নিয়ে ভ্লগটির স্বাদ নিলাম।

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      😊😊❤️❤️🙏🙏

    • @Prilosophy
      @Prilosophy ปีที่แล้ว

      @@explorershibaji dada 🙏🙏😊😊💖💖

  • @mdismilhossaim3461
    @mdismilhossaim3461 9 หลายเดือนก่อน +1

    লঞ্চ ভ্রমণ এর সাথে গানটা খুব মানিয়েছে।

  • @BISWADEEP-m
    @BISWADEEP-m ปีที่แล้ว +8

    অনেক দিন পর আবার ঢাকা ও চাঁদপুর দেখতে পেরেছি অনেক ধন্যবাদ apnader ke 🙏

  • @siddhantaghosh9498
    @siddhantaghosh9498 ปีที่แล้ว +2

    Kolkata r rosogolla spongy....kintu apni north bengal e asle (malda to alipurduar) non spongy rosogolla paben.
    Specially jalppaiguri town ele kadamtala te DHAKAI MISTANNA BHANDAR er rosogolla and rosomalai try korben.

  • @subhenduroychowdhury557
    @subhenduroychowdhury557 ปีที่แล้ว +6

    আবারও সুন্দর একটা ভিডিও,,
    ইলিশ মাছ দেখে খিদে কয়েকগুন বেরে গেল।😊😊
    নতুন ক্যামেরাটা ভালো।। ❤

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @madhumitachatterjee6028
      @madhumitachatterjee6028 ปีที่แล้ว

      ​@@explorershibajiDada ilish maach kine toh puro thoke gelen... Bangladesh er ilish toh amader Kolkata teo eto daam naye na...
      R apnara Irish er bari chandpur e giye thoke elen... Bollam bole kichu mone korben na... Khoma che nicchi.. Kintu na bolleo je parlam na...
      Jai hok apnara bhalo thakben

  • @ashimbarua1888
    @ashimbarua1888 ปีที่แล้ว

    বেশ ভালো লাগলো। পুরোপুরি না টেনেই দেখলাম। subscribe করছি।

  • @banasrimukherjee3799
    @banasrimukherjee3799 ปีที่แล้ว +3

    আহা গো , সেই জীবনানন্দের ধলেশ্বরী
    মন ভরে গেলো

  • @atanusen
    @atanusen ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও। ছুয়ে এলেন আমার ও পূর্বপুরুষের ~দেশ~ দ্যাশ !

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 ปีที่แล้ว +6

    দারুন লাগলো, ইলিশের দাম অনেক বেশি নিলো। তবে মিষ্টির দোকানের মালিক ভালো মানুষ। ভালো থাকবেন আপনারা।

    • @nahidbin1600
      @nahidbin1600 ปีที่แล้ว +1

      এখন ইলিশের মৌসুম না, তাই দাম বেশি

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 ปีที่แล้ว +2

    দাদা, এইখানেও চাঁদপুর এর ইলিশ পাওয়া যায়, GBP 19/kg আর ইলিশ এর ওজন 2কেজি থেকে 3কেজি। মাঝে মাঝে খাই, আর নিজেকে ভাগ্যবান মনে করি।
    গান গুলো আজকে খুব ভালো হয়েছে।
    নদী গুলোর নামেই মন উদাস হয়ে যায়, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ডাকাতিয়া

  • @kaziershadali
    @kaziershadali ปีที่แล้ว +7

    চাঁদপুর শুধুমাত্র ইলিশের জন্যই বিখ্যাত নয়, ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু রয়েছে চাঁদপুরে। যেমন:
    ১. লোহাগড় জমিদার বাড়ি, ফরিদগঞ্জ
    ২. রূপসা জমিদারবাড়ি, ফরিদগঞ্জ
    ৩. কড়ৈতলি জমিদারবাড়ি, ফরিদগঞ্জ
    ৪. গজরা জমিদার বাড়ি, মতলব উত্তর
    ৫. আলমগীরী মসজিদ বা অলীপুর শাহী মসজিদ, হাজীগঞ্জ
    ৬. মঠখোলার মঠ
    ৭. মোহনপুর পর্যটন কেন্দ্র, মতলব উত্তর
    ৮. মেহরন দালাল বাড়ি, মতলব - চাঁদপুরে এক বাড়িতেই বাস করে 'সাড়ে ৭ হাজার মানুষ

    • @vlogbangla462
      @vlogbangla462 10 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন ভাইয়া। সারাটা চাঁদপুর জেলার অনেক সুনাম রয়েছে আমিও আপনাদের চাঁদপুর নিয়ে নতুন কিছু ব্লগ ভিডিও করছি।

  • @tapansamanta9215
    @tapansamanta9215 2 หลายเดือนก่อน

    আপনাদের ভিডিওটা দেখলাম বহুত ভালো লাগলো।

  • @indra766
    @indra766 ปีที่แล้ว +16

    Explorer Shibaji Rocks…. The best travel Vloger of Bengal . One suggestion- sometimes musics are a bit loud and overrule your voice . Take Care.

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      Thank you for the valuable input, noted!!

  • @HalimaAkterJui
    @HalimaAkterJui ปีที่แล้ว +2

    খুব ভালো লেগেছিল ভিডিও টা.
    আপনার Thumbnail Designer কে দেখে খুব ভালো লাগলো.❤
    খুব মিষ্টি ছেলে,প্রতিভাবান ছেলে।

  • @travelmuseum3845
    @travelmuseum3845 ปีที่แล้ว +5

    ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ

  • @kankadas1940
    @kankadas1940 ปีที่แล้ว

    Apnader janyo ami bari boshe bangla desher sab jayga gulo darun upobhog korchi. Amar kothao jaowa hoyna tai bari eto sundor video dekhe apnader onek onek dhonnobad janalam.

  • @주엘-c8v
    @주엘-c8v ปีที่แล้ว +4

    দাদা, অসাধারণ হয়েছে। ৯৬ সালে একবার চাঁদপুর গিয়েছিলাম, সেই স্মৃতিই রোমন্থন করছি আপনাদের ভিডিও দেখে। ফ্রান্স থেকে দেখছি। আমার শহর চট্টগ্রাম এবং নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রামের উপর ভ্লগ দেখবো আশা করছি।
    সবসময় ভালো থাকবেন। ❤❤❤❤

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      ধন্যবাদ!! আপনিও ভালো থাকবেন।

  • @simul67
    @simul67 ปีที่แล้ว

    বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে থাকি জন্ম থেকে। তবুও একবারের জন‍্য হলেও চাঁদপুরে যাওয়া হয়নি। কিন্তু নোয়াখালী, হাতিয়া, নিঝুম দ্বীপ , কুমিল্লা, লাকসাম যাওয়া হলেও ইলিশের বাড়ি বলে খ‍্যাত চাঁদপুরে কেন যে গেলাম না তা ভেবে আফসোস হচ্ছে। তবে শিবাজি দাদার ব্লগের বদৌলতে সেই না যাওয়ার আক্ষেপটুকু মিটল এবার। দারুণ হয়েছে হয়েছে সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুর ভ্রমণ। এককথায় অনবদ্য।

  • @tuhindutta383
    @tuhindutta383 ปีที่แล้ว +3

    ইলিশ এর দাম টা অতিরিক্ত মনে হলো তাও আবার বাংলাদেশের মাটিতে। এ বাদে লঞ্চ টা তো অসাধারণ সঙ্গে অসামান্য প্রাকৃতিক সৌন্দয়। Great coverage....

  • @nurulislam-gm6mb
    @nurulislam-gm6mb ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই আপনার আদি পুরুষের এই বাংলাদেশ জন্ম আপনি এই বাংলাদেশ র খুব সুন্দর করে তুলেছেন

  • @subhadipbhattacharjee7691
    @subhadipbhattacharjee7691 ปีที่แล้ว +3

    My grandfather came to kolkata from Rajshahi in 1944...so there is some nostalgia working while we watch bd vlog..

  • @jasimuddin1150
    @jasimuddin1150 8 วันที่ผ่านมา

    দাদা আপনার সব ভিডিও দেখা হয়। আপনার ভয়েস ভাল লাগে।ভিডিও অনেক সুন্দর।

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 ปีที่แล้ว +4

    'ইলিশ মাছ'!!!----❤❤ আমাদের একটা আবেগ!!😊😊

  • @farukbepari5016
    @farukbepari5016 11 หลายเดือนก่อน

    আপনার ভ্রমণ বিষয়ক তথ্য বহুল ভিডিও গুলো অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই

  • @toslimahmedtushar2794
    @toslimahmedtushar2794 ปีที่แล้ว +6

    দাদা ইলিশ মাছটা দর কষাকষি করে কিনলে অনেক কমে পেয়ে যেতেন

  • @kamalbobin5298
    @kamalbobin5298 11 หลายเดือนก่อน

    আপনার উপস্থাপনা আমার খুব ভাল লাগে।আমি আপনার প্রায়ই ভিডিও দেখি।

  • @shibarghachakraborty9305
    @shibarghachakraborty9305 ปีที่แล้ว +3

    একবার ত্রিপুরায় আসবেন। নেমন্তন্ন রইল।

    • @borhanuddin8900
      @borhanuddin8900 ปีที่แล้ว +1

      চাঁদপুর ও কুমিল্লার কাছেই ভারতের ত্রিপুরা রাজ্য।

  • @srjisan1
    @srjisan1 14 วันที่ผ่านมา

    01.10.24 ajke gure aschi..Onk sondor ❤

  • @mamuntraveler3601
    @mamuntraveler3601 ปีที่แล้ว

    ভিডিওর জন্য ধন্যবাদ। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে।

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 ปีที่แล้ว +3

    ঠিক যখনই ভাবছি একি শিবাজী বাবু ইলিশের তেল নিলেন ভাতে অথচ নুন নিলেন না ঠিক তখনই আপনি নুনের পাত্রে হাত বাড়ালেন😊। খুব ভাল লেগেছে চাঁদপুর ইলিশ ও আপনার উপস্থাপনা।

  • @mdmahinahammed1585
    @mdmahinahammed1585 4 หลายเดือนก่อน +1

    ভাইজান আমি আপনার ভিডিও সবগুলো দেখি আমার বাসাবাড়ি হচ্ছে মতলব থানা ষাটনল ইউনিয়ন গ্রাম ইমাম পুর আপনার দাওয়াত ভাই

  • @bonghrk2835
    @bonghrk2835 ปีที่แล้ว +3

    অপরূপ সুন্দর বাংলাদেশের নদী গুলো ❤️

  • @sanjibmondal3991
    @sanjibmondal3991 ปีที่แล้ว +2

    যতদূর জানি স্পঞ্জের রসগোল্লা একটা আলাদা আইটেম। 'আমাদের এখানে সবই স্পঞ্জের রসগোল্লা'..... এটা মনে হয় ঠিক নয়। যাই হোক ব্লগটা ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @pradipbhattacharjee4805
    @pradipbhattacharjee4805 ปีที่แล้ว +4

    You can get these fishes weighing 1Kg at Rs 1200/1300 at any of our markets in Kolkata . They are also equally tasteful. Bangladesh no doubt produces more Hilsa ...but the romanticism is overhyped

  • @sampabanerjee7141
    @sampabanerjee7141 ปีที่แล้ว

    Apnader Ilish mach khaoa dekhe amer baber kotha mone pore gelo.Babar mikhe arokomoe golpo suntam.khub vhalo laglo.janina kobe dhakar chadpure jabo.vhalo thaben😊,,🙏🙏

  • @rushasia2909
    @rushasia2909 ปีที่แล้ว +4

    দাদা ইলিশের ডিমতো ইলিশ মাছের চেয়েও মজা।খেয়ে নাও আর দাম বেশির কারনটা হলো এটা ইলিশের সিজন না। সিজনে এই মাছটা ১১০০টাকা হতো।❤❤❤

  • @basudevdhar351
    @basudevdhar351 ปีที่แล้ว

    Khoob bhalo laglo. Mone hoeche Tin No hoe apnader group e join kori aar apnader sang desh ghure berai aar explore kori.
    Janaben.
    Shibaji, Apnar sange sodepore apnar barir er sane dekha hoechilo korha bolechilam.

  • @mostazzober
    @mostazzober ปีที่แล้ว +6

    " SHOURGIO " the word pronounces by Shibaji make us exciting .We feel as our blood related someone. Great thanks to Shibajii & his team ,you are making our days.

    • @dilipdey8080
      @dilipdey8080 ปีที่แล้ว +1

      Bangla desh amadero desh mone kori,tomader choke diye dekhe khub bhalo lagchhe.Ami Bangla desh e 1971 e mukti judher pore bridge restoration er jonno.Eto illish kheyechhilam..ekhono mone achhe tar swad...

    • @dilipdey8080
      @dilipdey8080 ปีที่แล้ว

      Giyechhilam

    • @Sw.Birbhadranand-ym7uk
      @Sw.Birbhadranand-ym7uk ปีที่แล้ว

      Mr. Sivaji if bangla Desi muslim r so gentle why Hindus escape from that desh

  • @jay42754
    @jay42754 ปีที่แล้ว +2

    চাঁদপুর ভ্রমণ....... এক কথায় অনবদ্য লাগলো।
    যাওয়া, ইলিশ ও মিষ্টি খাওয়া তাঁদের আতিথেয়তা মনে রাখার মতো।
    পরের পর্বের জন্য অপেক্ষায়।
    একটি প্রশ্ন ছিল....
    কক্সবাজার সমুদ্র তট দেখতে যাবেন কি....?

    • @explorershibaji
      @explorershibaji  ปีที่แล้ว +1

      ধন্যবাদ, নাহ এই বার কক্স বাজার যাচ্ছি না

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ ปีที่แล้ว +4

    বই পড়লে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

  • @nahrinshefa4982
    @nahrinshefa4982 ปีที่แล้ว

    বাংলাদেশকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। চাঁদপুরের ইলিশ সেরা এটা সঠিক। তবে এলাকাভেদে রান্নার রেসিপি আলাদা। ইলিশ মাছ মাওয়া ঘাটেই বেশি ভালো লাগে। ইলিশ রান্নায় বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষ বেশি দক্ষ। সত্যি বলতে বেশিরভাগ মাছ রান্নায় তারা সেরা।

  • @sudipchakma3505
    @sudipchakma3505 ปีที่แล้ว +4

    ইলিশ বিক্রেতার ব্যাবহার আমার ভালো লাগেনি কেমন যেন একটু ভাব বেশি 😤

    • @bandanabhattacharyya3528
      @bandanabhattacharyya3528 ปีที่แล้ว

      একদম ঠিক কথা লিখেছেন,এটা আমার ও মনে হয়েছে।

  • @saeedbd71
    @saeedbd71 ปีที่แล้ว +1

    0:30 সদরঘাট সকালেই কর্মব্যস্ত থাকে। ভোররাত থেকে লঞ্চগুলো ঘাটে ভিড়ে আর কিছু লঞ্চ ছেড়ে যায়। সকাল ৮টার দিক থেকে সন্ধ্যা পর্যন্ত এটা প্রায় ঘুমিয়েই থাকে। সন্ধ্যায় যাত্রীরা আবার আসতে থাকে। ৯টার দিকে লঞ্চগুলো ছেড়ে গেলে আবার ঝিমিয়ে পড়ে।

  • @ninasmaranika6719
    @ninasmaranika6719 ปีที่แล้ว +4

    চাঁদপুরের ইলিশ শুধু নামেই চলে। যারা বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ খেয়েছে তাদের কাছে অন্য কোন নদীর মাছ ভালো লাগবে না

    • @GUULLIVER
      @GUULLIVER ปีที่แล้ว +1

      ধুউউর! ভোলার ইলিশ আরও ভালো!!!

    • @ninasmaranika6719
      @ninasmaranika6719 ปีที่แล้ว +2

      @@GUULLIVER আপনার বাড়ি মনে হয় ভোলা

    • @GUULLIVER
      @GUULLIVER ปีที่แล้ว

      @@ninasmaranika6719 ভুলে গেছি!

  • @kuhalibhattacharjee3505
    @kuhalibhattacharjee3505 ปีที่แล้ว

    Apnar uposthapona voice osadharon....ei videogulor madhyo diye purbopurushder Desh amader bangladesher onektai jeno dekhlam....

  • @imrandhali2108
    @imrandhali2108 ปีที่แล้ว +1

    দাদা আমাদের চাঁদপুর নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল

  • @subhashdutta3694
    @subhashdutta3694 ปีที่แล้ว

    Ak kathay asadharon..... Amather purba purusher bhita takhonkar Narayarn ganj sub divn. a chilo. Ami kono din okhane jaini. Amar baba Assam chole esechilen takhonkar Purba Bango theke 1936. Khub ichhe thaka satte o okahne jawa sambhob hoyni. Akhon apnather chokh die dekhe Bangladesh ke bhison upobhog korchi. Thank u. 👍

  • @prodipmondal7851
    @prodipmondal7851 ปีที่แล้ว

    Elis mach,launch,khaoya ghora khub sundar dekhiyachen.

  • @MofizulIslam-vr1sh
    @MofizulIslam-vr1sh ปีที่แล้ว

    সত্যি অদ্ভুত আমার সোনার বাংলা এবং আপনার বচন ভঙ্গি ও ব্লগ সেরকম মন ছুঁয়ে যাওয়া।

  • @mahbubraj4477
    @mahbubraj4477 2 วันที่ผ่านมา

    শিবাজী, তুমি ভাই একটা ম্যাগনেট, দিনের বেশ কিছু সময় তুমি নিয়ে নাও, পৃত্থীও খুব ভালো মানুষ, আমি তোমাদেরই ব্যাচেরহে ৮৯ মাধ্যমিক, ঢাকা থেকে দেখি...

  • @meetasingh9602
    @meetasingh9602 ปีที่แล้ว

    Mukhe jol aese galo
    Ki Jane Kobe jabo Dhaka
    I have watched all your Bangla Desh video

  • @ritaganguly3155
    @ritaganguly3155 ปีที่แล้ว

    চাদপুর দারুণ লাগল । আমি বাংলাদেশ আপনার সাথেই যেতে চাই খুব ভালো লাগে । পাসপোর্ট আছে । কোনো দিন যায়নি । নিয়ে যাবেন ?

  • @dipm1975
    @dipm1975 ปีที่แล้ว

    Rupoli Ilish dekhe khub sundor laglo. Rasna Paritripti bodhoi khanik Kom holo

  • @sudhirchandramajumder7320
    @sudhirchandramajumder7320 หลายเดือนก่อน

    দাদা নমস্কার ।আমার বাড়ি চাঁদ পুর ।শুধু কাঁচা মরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে যে কী মজা বলার ভাষা নেই আমার ।