Aronnay Ekoda | Asaduzzaman Noor, Bipasha Hayat | Abdullah al Mamun | Bangla Telefilm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2018
  • Subscribe Now link: goo.gl/MHzQ0b
    Drama Name - Aronnay Ekoda
    Major Cast - Asaduzzaman Noor, Bipasha Hayat, Abdullah al Mamun, Ferdous Kader & Abdul Kader
    Direction - Abdullah al Mamun
    Genre - Drama (Natok)
    Label - Laser Vision
    Story Time: 01:02:19
    Watch Exclusive Video: • Samanno Shombol By Bel...
    Watch More: goo.gl/ba3hkr
    Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
    ** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    (C) 2017 Laser Vision Ltd.
    Also Find us on Social Media;
    G+ Laser Vision: plus.google.com/+LaserVisionTv
    Facebook Page: / laservisionlimited
    Twitter Official: / laservisionbd
    Wikipedia: en.wikipedia.org/wiki/Laser_V...
    Pinterest: / laservisionbd
    Online Partner:
    Meta Tunes - metatunes.my
    Laser Vision Official Address:
    Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.
  • บันเทิง

ความคิดเห็น • 630

  • @md.swaponsarkar3801
    @md.swaponsarkar3801 3 ปีที่แล้ว +305

    যারা খুজে খুজে এই সব নাটক দেখে তারা সত‍্যি ভালো মানুষ ।

    • @konokrahmanbokul648
      @konokrahmanbokul648 3 ปีที่แล้ว +6

      আমি খুঁজে খুঁজে এসব নাটক দেখি!

    • @AlamgirHossain-ru4io
      @AlamgirHossain-ru4io 3 ปีที่แล้ว +4

      আমিও তো খুঁজে খুঁজে এসব নাটক দেখি কিন্তু আমি তো ভাল মানুষ না। আমাকে কেউ ভাল বলে না😪

    • @md.swaponsarkar3801
      @md.swaponsarkar3801 3 ปีที่แล้ว +8

      @@AlamgirHossain-ru4io যে মানুষ খুজে খুজে এসব নাটক দেখে সে ভালো মানুষ অবশ‍্যই। তার রুচি চিন্তা চেতনা দেখেই বোঝা যায় । আর ভাইয়া নিজেকে কখনোই ছোট ভাববেন না। আপনি অবশ‍্যই ভালো মানুষ ।

    • @nkmanik7030
      @nkmanik7030 3 ปีที่แล้ว +4

      Ji thik bolecen valo mon na hole aysob dekhena...

    • @priyontipriya8921
      @priyontipriya8921 2 ปีที่แล้ว +6

      কিন্তু আমি এমন নাটক আর মুভি দেখার জন্য পরিবারের সবার কাছে ছোট হই আর আমার ননদ আমাকে নানী বলে।

  • @hamzahkabbir4001
    @hamzahkabbir4001 3 ปีที่แล้ว +52

    আমি আজো খুঁজে খুঁজে বেড়াই,
    এইসব নাটকগুলো
    যেন মনে শান্তি ফিরে পাই।
    জাগায় কি এক শুদ্ধ অনুভূতি মনে!
    চোখের ধারা পারি না রুখতে প্রাণপনে।
    কি বলিষ্ঠ ভাষা! কি জীবনবোধ !
    কি সাধারণ অথচ অগ্রাহ্য প্রেম নিবেদন !
    মূহুর্তেই হয়ে যায় কি সব অসাধারণ ভ্রম।
    আজকের এই রঙচটা প্রজন্মের ধারে
    এই সব নাটক নিস্ফল আবেদনে ফেরে।
    ভাবতেই শরীরে জাগে কাঁপন,
    কি সব নিয়ে মেতেছে আজকের জনগন।।

    • @rubiakta9272
      @rubiakta9272 ปีที่แล้ว

      ❤🙏

    • @shawonahmed4841
      @shawonahmed4841 9 หลายเดือนก่อน

      সুন্দর মন্তব্য

  • @mdsabbirkhan9512
    @mdsabbirkhan9512 3 ปีที่แล้ว +57

    আসাদুজ্জামান নুর ওনার অভিনয় এত ন্যাচারাল আমার কাছে উনি একজন বিশেষ ব্যক্তি মনে হয় যার ব্যক্তিত্বই আলাদা।

    • @shahidulislam-oj9mo
      @shahidulislam-oj9mo 2 ปีที่แล้ว

      নামটা কত সুন্দর কিন্তু নাস্তিক

  • @majumderpanna7463
    @majumderpanna7463 11 หลายเดือนก่อน +19

    কী মুগ্ধতা ! ভাবতেই ভালো লাগছে আমরা এই নাটক গুলো দেখেই বড় হয়েছি! কী ঐশ্বর্যশালী ছিল আমাদের শৈশব ও কৈশোর !!!

  • @mpalash7773
    @mpalash7773 3 ปีที่แล้ว +118

    বই পড়ুয়া ব্যক্তিদের দ্বারা তৈরি নাটক গুলোর কোনো তুলনা হয়না,,,এতো শ্রুতি মধুর সংলাপ,,শব্দচয়ন, ,শুনলে মন ভরে যায়,,,,

    • @azampoly2254
      @azampoly2254 2 ปีที่แล้ว +2

      এমন সত্য ও সুন্দর কথা সবায় বলতে জানে না। যোগ্যতা থাকতে হয়। শুধু শিক্ষা দিয়ে হয় না। শিক্ষার সাথে ওরুপ চিন্তা-চেতনার মানুষ হতে হয়।

    • @user-kk8cq5ji8k
      @user-kk8cq5ji8k ปีที่แล้ว

      right

    • @nayanmandal1659
      @nayanmandal1659 11 หลายเดือนก่อน

      Right

    • @FahimKhondokar270
      @FahimKhondokar270 8 หลายเดือนก่อน

      অনেক ভাল লিখেছেন মশাই। সংলাপ শব্দচয়ন যারা খুঁজে তারা নিঃসন্দেহে রুচিশীল সুশিক্ষিত মার্জিত।

  • @touhidhasan7027
    @touhidhasan7027 3 ปีที่แล้ว +68

    অসম্ভব সুন্দর। বর্তমান নোংরা নাটক গুলো দেখতে গেলে গা ঘিন ঘিন করে বলে বাংলা নাটক দেখাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই টেলিফিল্মটি দেখে একদম বিমোহিত হয়ে গেলাম। কি সুন্দর ছিলো আমাদের নাটক টেলিফিল্ম গুলো!

    • @jannatulmim9396
      @jannatulmim9396 9 หลายเดือนก่อน

      এগুলো অসম্ভব সুন্দর, আর যেখানে আসাদুজ্জামান নূর স্যার, সেখানে আর ২য় কোনো কথাই নেই ❤❤

    • @sufiyakhatun7684
      @sufiyakhatun7684 5 หลายเดือนก่อน

      Khub bhalo laglo Murshidabad West Bengal

  • @rainbowsartcenter9180
    @rainbowsartcenter9180 3 ปีที่แล้ว +72

    গর্ব করে বলতে ইচ্ছে হয় এ আমাদের নাটক। আমাদের বাংলাদেশের নাটক।

    • @educationhunters1713
      @educationhunters1713 2 ปีที่แล้ว

      ♥️♥️♥️

    • @minhazbd5530
      @minhazbd5530 ปีที่แล้ว

      আসলেই গর্ব করে, চিৎকার করে বলতে মন চায়!!!

  • @minhazul29
    @minhazul29 2 ปีที่แล้ว +28

    হিমানীর কন্ঠ নিঃসৃত প্রতিটি শব্দ সুমিষ্ট কবিতার মতো লাগছে❤️

  • @taufiqs7872
    @taufiqs7872 ปีที่แล้ว +19

    এই নাটক গুলি যারা দেখেন ও সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা অবশ্যই সুন্দর রুচির মানুষ। সৃতি রেখে গেলাম। ❤

  • @saymatuli3926
    @saymatuli3926 3 ปีที่แล้ว +38

    বিপাশা হায়াত অসম্ভব সুন্দরী 🥰। আসাদুজ্জামান নুর এর অভিনয় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই । কত সুন্দর ছিল পুরোনো দিনের নাটক, টেলিফিল্ম গুলো ❤❤। সকলের অভিনয় প্রশংসার দাবিদার । ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যার আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য 😇😇

    • @msrahman1370
      @msrahman1370 3 ปีที่แล้ว +4

      এইটা আব্দুল্লাহ আল মামুনের নাটক।

    • @neeldhrubotara3446
      @neeldhrubotara3446 8 หลายเดือนก่อน

      আব্দুল্লাহ আল মামুন বাংলা নাটকের এক জ্যোতিষ্ক বিশেষ। "সুবচন নির্বাসনে" দিয়ে তাঁর যাত্রা শুরু। 'এখনো ক্রীতদাস' সহ অনেক অনবদ্য মঞ্চ ও টিভি নাটকের এই জনককে শ্রদ্ধাঞ্জলি ও ভালবাসা।

  • @GholamMaola
    @GholamMaola 3 ปีที่แล้ว +25

    অসাধারন - কথা গুলা কত বাস্তব! কত সুন্দর! আগে জীবন কত সুন্দর ছিলো!

  • @ansaruttariq5561
    @ansaruttariq5561 3 ปีที่แล้ว +104

    শুধু গ্রামের ভাষায় কথা বললেই নাটক মজার হয় না। কাবিলাদের নাটকের আয়ু 1 বছর আর এসব নাটকের 25-30 বছর।

    • @abrittygazi6098
      @abrittygazi6098 3 ปีที่แล้ว +2

      Ai sob natok ar ayu hazard hazar bosor

    • @shammitalukdar2105
      @shammitalukdar2105 2 ปีที่แล้ว +2

      পরিচালক যেমন কলা কুশলী রা তেমন ।বিপাশার মত এত সুন্দর করে অভিনয় কি এখনকার একজন ও নায়িকা করতে পারবে ??

    • @refreshing3704
      @refreshing3704 2 ปีที่แล้ว +2

      এতোদিন পরেও হুমায়ুন আহমেদ ছাড়া নাটক দেখতে ইচ্ছে করে না।
      এমন সৃষ্টি আর হয় না।

    • @mehedimolla2269
      @mehedimolla2269 2 ปีที่แล้ว +1

      25-30 na hajar bosor

    • @Bappi_Riffer
      @Bappi_Riffer 2 ปีที่แล้ว

      Right bro

  • @HMHimel-bz3um
    @HMHimel-bz3um 3 ปีที่แล้ว +20

    যখন তাচ্ছিল্য করতে শুরু করেছি নাটক দেখে, তখন এমন সৃস্টিশীল অনিন্দ্যসুন্দর কথোপকথন সত্যি মনটা দোলা দিয়ে উঠে🥰

  • @himalaydebsourav
    @himalaydebsourav 3 ปีที่แล้ว +91

    আমি সত্যিই অভাগা আসাদ বিপাশাদের সময়ে জন্মাই নি,জন্মেছি একুশ শতকের বিচ্ছিরি অপসংস্কৃতি চর্চার যুগে। ভালোবাসা আনিস ও হিমানীদের প্রতি।

    • @rahnuma9523
      @rahnuma9523 3 ปีที่แล้ว +2

      আমার নিজেরো আফসোস হয় এইটা🙂

    • @rofikulislam6374
      @rofikulislam6374 2 ปีที่แล้ว +1

      অনন্য অবিশ্বাষ্য!

    • @educationhunters1713
      @educationhunters1713 2 ปีที่แล้ว

      সহমত ♥️

    • @nayonislam4947
      @nayonislam4947 11 หลายเดือนก่อน

      Comnt pore e feel korsi Khub sundor moner manush apni, atak nosto hote dibenna

  • @monirakhatun331
    @monirakhatun331 3 ปีที่แล้ว +17

    বিপাশা অনেক অনেক সুন্দর।মাশাআল্লাহ।বিপাশা আসাদুজ্জামান ,বিপাশা জাহিদ হাসান জুটি সেই ছোটবেলা থেকেই প্রিয়।যখন কিছু বুঝতাম না তখন থেকেই ভীষণ ভাল লাগত। কোথায় হারালো সেই সোনালী দিনগুলো?

  • @upcomingsmartphone8734
    @upcomingsmartphone8734 3 ปีที่แล้ว +29

    এতো সুন্দর বিপাশা ,সব চেয়ে সুন্দর 👌❤❤
    নাটক টা ও অসাধারণ

  • @shohanurrahman8580
    @shohanurrahman8580 2 ปีที่แล้ว +29

    নাটকের সংলাপ গুলো যে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে তিনি সত্যি ই লিজেন্ড 💜

  • @tilokbarua2592
    @tilokbarua2592 ปีที่แล้ว +12

    আহ! কতকাল পরে যেন তৃষ্ণার্ত বুক একটু জল পেল। নাটকের কলাকুশলীদের অন্তর থেকে শ্রদ্ধা জানাই।❤️

  • @asimkumartah1319
    @asimkumartah1319 2 ปีที่แล้ว +2

    বিঞ্জানসম্মত ভাবে সবাই এত সুন্দর অভিনয় করেছেন যে ধন্যবাদ না দিলে কৃপনতা করা হবে ও অবিচার করা হবে। বিশেষ ভাবে লাস্যময়ী বিপাশা হায়াত। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে আমি- এই প্র বীণ নাগরিক- কলকাতায় বসে প্রতিদিনই কোন না কোন নাটকের মাধ্যমে বঙ্গবন্ধুর দেশে পাড়ি দিই - আমার পছন্দের শিল্পী দের টানে। আজ তিন বছরেও বেশী প্রায় ৩০০ র ও বেশী নাটক ও বিভিন্ন শিল্পীদের আমি গুণমুগ্ধ ও ঋণী- আমার মনোরঞ্জনের জন্য। ধন্যবাদ সকলকে।

  • @ShahinAhmed-ei5cf
    @ShahinAhmed-ei5cf 3 ปีที่แล้ว +13

    আসাদুজ্জামান নূর, বিপাসা হায়াৎ
    অসাধারণ। দুজনেই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী

  • @sheikhtanvir5106
    @sheikhtanvir5106 3 ปีที่แล้ว +18

    কত মাধুর্যতা তাদের কন্ঠে
    কি অসাধারণ সংলাপ কি সুন্দর অভিনয় এখন কেন হারিয়ে গেল?
    কেন এখন এমন গল্প হয় না?

  • @ahmedsohel4117
    @ahmedsohel4117 3 ปีที่แล้ว +14

    আসাদুজ্জামান নূর স্যারের অভিনয় এক কথায় অতুলনীয়! যত দেখি মুগ্ধ হয়ে যাই।

  • @sultanachannelbd9117
    @sultanachannelbd9117 2 ปีที่แล้ว +8

    যখন তাচ্ছিল্য করতে শুরু করেছি নাটক দেখে, তখন এমন সৃস্টিশীল অনিন্দ্যসুন্দর কথোপকথন সত্যি মনটা দোলা দিয়ে উঠে

  • @user-ey8vo1sz2b
    @user-ey8vo1sz2b 2 ปีที่แล้ว +9

    খুব কস্ট হয় এজন্য যে, এমন সুন্দর নাটক আর আমরা দেখতে পাইনা। অনেক বছর পর এই পুরানো শিল্পীদের দেখে খুব কান্না পেল। আহা কি অভিনয়। আমার রাগ হয়, ক্ষোভ হয়, অভিমান হয় এই ভেবে যারা চলে গেছেন পরপারে তাঁরাত গেছেন চলে কিন্ত যারা আছে তাঁরা কেন নাট্যাঈনকে এমন এতিম করে রেখেছেন?
    সত্যি আমাদের নাটকে এখন খরা চলছে। ভালো কাহিনী নেই, ভালো পরিচালক নেই ভালো শিল্পীও তৈরি হচ্ছেনা। সব নাটক হয় ঢাকাইয়া ভাষাই মনে হয় শুধু ঢাকাবাসীরাই নাটক দেখবে। এ কেমন কথা শুদ্ধভাষার চর্চা নেই কনো নাটকে। আফসোস।

  • @MdZahid-zn3io
    @MdZahid-zn3io ปีที่แล้ว +11

    নাটক দেখে কেন জানি আমাদের সেই সুন্দর সংস্কৃতির ইতিহাসে ফিরে যায়। ইস যদি সত্যি ফিরে যেতে পারতাম।

  • @CarbonmonoxideCO
    @CarbonmonoxideCO 10 หลายเดือนก่อน +3

    কথার সাবলীলতায় আমি মুগ্ধ, আমাদের সময়ের নাটকগুলোর জন্য সত্যিই গর্ব হয়। তখন বেশিরভাগই নাটকই ছিলো মানসম্মত মঞ্চ অভিনেতা-অভিনেত্রী দ্বারা পূর্ণ❤❤

  • @alauddinmiah7180
    @alauddinmiah7180 ปีที่แล้ว +5

    ৩০ বছর আগের কথার মিল খুঁজে পাইনি আজ 2023 তার উত্তর খুঁজে পেলাম আসলে জীবন বড়ই নির্মম অসাধারণ একটি নাটক দেখলাম

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 ปีที่แล้ว +2

    Oti sundar natak, nur saheb asadharan, kolkata

  • @ahmedulkabirrumel8741
    @ahmedulkabirrumel8741 11 หลายเดือนก่อน +5

    আমাদের সময়ের নাটকগুলো যে কত উচ্চমানের ছিল তা নতুন প্রজন্ম এই ধরনের নাটক গুলো দেখলেই বুঝতে পারবে❤❤❤

  • @sarifuddinsk3070
    @sarifuddinsk3070 2 ปีที่แล้ว +3

    এগুলোই হচ্ছে প্রকৃত নাটক,,
    বর্তমানে নাটকের নাম নিয়ে যে বেহায়াপনা শুরু হয়েছে তাকে নাটক বলতে অস্বীকার করি আমি ।‌।
    আর এই নাটকটার সাথে জীবনের কথা আমার একজায়গায় মিল রয়েছে।।

  • @ShafikulIslam-jw1bj
    @ShafikulIslam-jw1bj 3 ปีที่แล้ว +9

    বাংলাদেশের সোনালী যুগের নাটক ❤️
    অামরা কি পারিনা অাবার এই সোনালী নাটক নির্মাণ করতে?

  • @mabiamishu3842
    @mabiamishu3842 10 หลายเดือนก่อน +2

    অসাধারণ যার কোনো তুলনা নেই। ভাবতে অবাক লাগে আমরা আধুনিকতার নামে কি ভয়ংকর অসুস্থ সমাজে বাস করি
    ❤❤

  • @provashchatterjee7977
    @provashchatterjee7977 2 ปีที่แล้ว +9

    নাটকের গল্প, চরিত্র, অভিনয় অসাধারণ । আজকের আধুনিক সব নাটক গুলোকে দূরে সরিয়ে রাখলাম । সম্পুর্ন গল্পে যেন প্রানের স্পর্শ খুঁজে পেলাম । ( কলকাতা থেকে )

    • @rebatiranjanmondal6132
      @rebatiranjanmondal6132 2 ปีที่แล้ว

      এ সময়ের বাংলাদেশের সব নাটকই এমন ছিল।

  • @shamimhossain8996
    @shamimhossain8996 3 ปีที่แล้ว +3

    আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত এনাদের জন্য ভালোবাসা রয়ে যাবে আজীবন।
    আমাদের ভবিষ্যৎ প্রজন্মও হয়তো খুজে খুজে এনাদের খুজে পাবে।
    শিখবে মানুষকে ভালোবাসার শিক্ষা, কথা বলার ধরণ আর অন্যদিকে পরিচালক শিখিয়ে দেবেন সুন্দর-সাবলীল বাংলা ভাষা, আমার বাংলা ভাষা।❤️

  • @Sakil-H0ssain
    @Sakil-H0ssain 2 ปีที่แล้ว +4

    কত সুন্দর গল্প,সংলাপ সেই সাথে অনবদ্য অভিনয়। আমরা যারা ৯০ দশক কিনবা তারো আগের জন্মেছি তাঁরা জেনে এসেছি যে পৃথিবী জুড়ে বাংলা নাটকের একটা বড় স্থান আছে এবং সেই স্থান তৈরির মুলে ছিল এই সকল সুন্দর কাজ গুলো কিন্তু ভাবতে দুঃখ লাগে এই সময়ের ছেলে পেলেরা কি আমাদের মত বলতে পারবে যে পৃথিবী জুড়ে বাংলা নাটকের একটা বড় স্থান আছে?

  • @Rakib-dt5vg
    @Rakib-dt5vg ปีที่แล้ว +5

    এ শুধু নাটক নয়, অন্য কথা বলে।
    যাকে সব চাইতে বেশি পছন্দ করি, তার কাছেই ত আমার শান্তি❣️❣️
    ভালবাসার শক্তিটা আসলেই অনেক কিছু, ভালবাসা দিয়েই পৃথিবী বদলানো যায়। ❣️❣️❣️❣️০৫-১০-২০২২

  • @md.ibrahimhasan4375
    @md.ibrahimhasan4375 2 ปีที่แล้ว +2

    কি অসাধারণ শব্দ চয়ন! মনোমুগ্ধকর সংলাপ, বাস্তবিক অর্থে ব্যবহার গুরুত্বপূর্ণ। সম্মান জানাই বিপাসা ম্যাম ও আসাদুজ্জামান স্যারকে ♥️ সাথে যিনি রচনা করেছেন।

  • @prafullasangeetniketan5989
    @prafullasangeetniketan5989 ปีที่แล้ว +3

    অনেক দিন কোন দেশের কোন নাটকই দেখিনা। ছেলে বললো ইউটিউবে পুরনো নাটকগুলো দেখ। কিছুদিন যাবত সময় পেলেই দেখি- কিযে ভালো লাগে- যেমন গল্প তেমনই অভিনয়। তখনের অভিনেতা অভিনেত্রীরা এতো সুন্দর অভিনয় করতো।আর হুমায়ুন আহমেদের গল্প মানে মারাত্মক আকর্ষণ।

  • @pradyutjoardar3716
    @pradyutjoardar3716 ปีที่แล้ว +2

    Khub.sundar.tele.flim

  • @anamolhossain1369
    @anamolhossain1369 2 ปีที่แล้ว +3

    সত্যিই অসাধারণ। ভালবাসা এমন একটা জিনিস, কখন আসে কেউ বলতে পারে না।

  • @mosammatkhadijatulkobra7421
    @mosammatkhadijatulkobra7421 ปีที่แล้ว +2

    অসাধারণ বিপাশার অভিনয়

  • @rakibrayhan375
    @rakibrayhan375 11 หลายเดือนก่อน +2

    কোথায় থেকে কোথায় আসলাম আমরা! অতীত সুন্দর🎉

  • @ferdowsibegum1319
    @ferdowsibegum1319 2 ปีที่แล้ว +5

    এই অতুলনীয় নাটক আমাদের গর্ব।যা আজও খুঁজে খুঁজে দেখি। কোন দিন পুরানো হবেনা।

  • @md.tusarhossain1456
    @md.tusarhossain1456 3 ปีที่แล้ว +3

    বাহ চমৎকার নাটকটির সংলাপ আর কথাগুলো, অসাধারণ বাচনভঙ্গি আর অভিনয় দুজনেরই ‌‌‍।
    হিমানী আমি সত্যিই সুপুরূশ~
    আসাদুজ্জামান নূর#বিপাসা হায়াৎ👌

  • @user-sm5bb7dt8o
    @user-sm5bb7dt8o 2 ปีที่แล้ว +3

    ওহহ! শেষ টা এত মধুর কেন?নূর স্যার অসাধারণ,,, আর হিমানী ক্যারেক্টার টা অসাধারণ। ❤️❤️❤️

  • @jubelahmed1152
    @jubelahmed1152 2 ปีที่แล้ว +2

    আসলেই ১৯৯০/১৯৯৫ দশকের নাটকের কথা মনে পরেযায় নাটকের কথার মাঝে সাজানো গোছানো খুজেপাই আহারে বি টি ভি সাদাকালো টেলিভিশন ধণ্যবাদ

  • @MDMuhib-kd8ve
    @MDMuhib-kd8ve 2 ปีที่แล้ว +11

    এসব নাটক দেখলে,এই যুগের প্রতি ঘৃন্যা আসে।কি একটা নস্ট সমাজের মানুষ আমরা!!

  • @madhuriroy5201
    @madhuriroy5201 3 ปีที่แล้ว +5

    Bipasa,is,a very good & charming actress. Best wishes.

  • @pankajpoddar5117
    @pankajpoddar5117 2 ปีที่แล้ว +2

    সকলেই দক্ষ অভিনয় শিল্পী। টান টান উত্তেজনা। ভালো লেগেছে।

  • @rumantalukder3094
    @rumantalukder3094 2 ปีที่แล้ว +2

    নাটকের সংলাপগুলো এত গুছালো অভিনেতারাও বাস্তবমুখর অভিনয় করেছেন এটাকে বলা যায় আর্ট বাংলার আর্ট..।

  • @tuhinislamnur7590
    @tuhinislamnur7590 3 ปีที่แล้ว +7

    বিপাশা হায়াত এর শেষ দিকের অভিনয় সত্যি দুর্দান্ত ছিল।

  • @mosammatkhadijatulkobra7421
    @mosammatkhadijatulkobra7421 ปีที่แล้ว +4

    বিপাশার কথা নয়,যেন আবৃত্তি। এত সুন্দর বার বার শুনতে ইচ্ছে করে।

  • @shahriarmegh3038
    @shahriarmegh3038 2 ปีที่แล้ว +1

    আহা, কি সুন্দর সাবলীল নির্মাণ, ডায়লগ। আসাদুজ্জামান নূর এবং বিপাশার অভিনয় তো অসীম মুগ্ধতা জাগায়।
    ২০ আগষ্ট ২০২১।

  • @golamrabbymunshi8673
    @golamrabbymunshi8673 11 หลายเดือนก่อน +1

    অসম্ভব সুন্দর একটা নাটক। এই নাটকের মতো আর একটাও এই প্রজন্মের কেউ উপহার দিতে পারবে নাহ আমি মনে করি।এখন যত সব নাটক সব কুরুচির পূর্ণ

  • @khuzaidchikbuang2200
    @khuzaidchikbuang2200 4 ปีที่แล้ว +6

    এরা কি ধরনের নাটক করে মাঝে মদ্ধে নিজেই পাগল হয়ে যাই।

  • @imranhimu9260
    @imranhimu9260 2 ปีที่แล้ว +2

    কত সুন্দর নাটক,কি সুন্দর বাচনভঙ্গি!!!
    আগের নাটক গুলা কতই না সুন্দর ছিল।

  • @RSMGAMER-xp4pe
    @RSMGAMER-xp4pe ปีที่แล้ว +12

    2022 সালে এসেও আপনাদের এই সব অভিনয় দেখে মনে হয় এখনো জীবন্ত হয়ে আছে অনেকের সৃতি ❤️❤️

    • @MamunKhan-kg8be
      @MamunKhan-kg8be ปีที่แล้ว

      বর্তমানে যে নাটক হচ্ছে তাতে কোনো সৃষ্টি নেই।আছে চাকচিক্য আর মোহো যা সাময়িক। অল্প কিছু সময় পর বিলীন হয়ে যায়।

  • @debasishpaul2227
    @debasishpaul2227 2 ปีที่แล้ว +2

    Aw'purbo laglo natok-ti. Bipasha Madam .... really beautiful and talented. ✨✨
    Myself Debasish from Kolkata (India).

  • @imtisharimran349
    @imtisharimran349 3 ปีที่แล้ว +3

    কি অসাধারণ সেই নব্বই দশকের নাটক কি অসাধারণ আজ পযুক্তির যুগে পযুক্তিয সহয়াতাই আবার দেখার সুযোগ হল।নতুন প্রজন্ম দেখে অনুপ্ররেণা পাবে

  • @mukulroy6383
    @mukulroy6383 2 หลายเดือนก่อน

    অনবদ্য অভিনয়। বাস্তবনিষ্ঠ সংলাপ,কাহিনী। পরিচ্ছন্ন, সংক্ষিপ্ত। জীবনবোধে ভরপুর বার্তা।👍👍👍👌👌🙏

  • @debasishpaul2227
    @debasishpaul2227 2 ปีที่แล้ว +8

    This telefilm sweetly touched my heart. 💗 I found its resemblance with another natok "Etodin Kothay Chhile" (protagonist : Richi Solaiman & others) and also much with the Indian Bengali feature film, "Hospital" (protagonist : Suchitra Sen & others). ✨✨
    [ Myself Debasish from Kolkata ].

  • @ShahinAhmed-ei5cf
    @ShahinAhmed-ei5cf 2 ปีที่แล้ว +1

    গতবছর দেখেছি।আবার ২২ সালে হঠাৎ কি মনে করে যেন সার্চ দিয়ে দেখলাম।
    শেষ মুহুর্তে খানিকটা আবেগিক হলাম।
    কি সুন্দর! কি মনোমুগ্ধকর!

  • @anindyabiswas611
    @anindyabiswas611 3 ปีที่แล้ว +4

    কি নাটক! আমার ভবিষ্যৎ প্রজন্ম এই নাটক দেখবে একদিন।

  • @kamaleshroy6306
    @kamaleshroy6306 2 ปีที่แล้ว +2

    অপূর্ব একটি নাটক দেখলাম খুব সুন্দর হয়েছে। কিছুটা এখানকার দ্বীপজ্বেলে জাই সিনেমার অনুকরণে। তবে খুব লাগলো।

  • @anjanganguly936
    @anjanganguly936 2 ปีที่แล้ว +7

    এত‌ অপূর্ব বাংলা ‌নাটক আমার জীবনে আগে দেখিনি । পরিচালক নায়ক নায়িকার জন্য আন্তরিক ভাবে দীর্ঘ আয়ু কামনা করি । ‌

  • @obaidulrahman4336
    @obaidulrahman4336 3 ปีที่แล้ว +5

    Asaduzzaman character ta sob somoy amazing

  • @debashissarkar1982
    @debashissarkar1982 2 ปีที่แล้ว +1

    Asadujjaman nur ekjon priyo avineta

  • @milanroy190
    @milanroy190 11 หลายเดือนก่อน +2

    28-8-2023 এসে আবার দেখলাম অসম্ভব সুন্দর একটি নাটক ❤❤❤❤❤।

  • @fatema1782
    @fatema1782 9 หลายเดือนก่อน

    মুগ্ধ হলাম।এত চমৎকার অভিনয়

  • @soumitra1957
    @soumitra1957 3 ปีที่แล้ว +3

    Fantastic! It’s too good. I liked Bipasha’s acting.
    She is too good an actress. Please do upload her films/dramas in TH-cam.

  • @user-kb6pt2mc7m
    @user-kb6pt2mc7m 10 หลายเดือนก่อน +1

    হিমানীর কথা গুলো খুব ভালো লাগছে

  • @BillalHossain-pt4ls
    @BillalHossain-pt4ls 2 ปีที่แล้ว +2

    আমি কেন এতো মুগ্ধ হয়ে গেলাম, তা আমার নিজেরই অজানা। নাটক কি এতো ভালো হয়!

  • @user-dz3nf6kp2b
    @user-dz3nf6kp2b 3 ปีที่แล้ว +1

    এখানে কিছু না লিখলেই নয়। অসাধারণ প্রকাশ ভঙ্গি লেখা কথা কতই না চমৎকার কারুকর্যময় মন মুগ্ধকর সৈলপিক ভাব সব মিলিয়ে অসুন্দর পরিবেশনা !!! আমি ভাষা গত শব্দ সাথে পরিচিত নই, সেজন‍্য ব‍্যবহার করতে পারিনাই শৈলপিক ভাষা।

  • @user-zahid1m
    @user-zahid1m 5 หลายเดือนก่อน

    অসম্ভব সুন্দর নাটক,,,,,ফাগুন ও ভালোবাসা কে বরন করে আবার দেখে নিলাম প্রিয় মুখগুলো ❤️❤️

  • @hrishikeshsarker662
    @hrishikeshsarker662 2 ปีที่แล้ว +2

    হৃদয়স্পর্শী!

  • @labidahmadfaysal4558
    @labidahmadfaysal4558 7 หลายเดือนก่อน

    আহ্ কত সুন্দর শব্দচয়ন আর ধৈর্যের সুনির্দিষ্ট মাপকাঠি।

  • @classfive3906
    @classfive3906 2 ปีที่แล้ว +4

    এরাও অভিনেতা আর এখনকার গুলাও অভিনেতা.. আকাশ পাতাল পার্থক্য

  • @ulfanufaisa4435
    @ulfanufaisa4435 3 ปีที่แล้ว +4

    আগের নাটক গুলো দেখি আর ভাললাগা বাড়ে

  • @samcottage2174
    @samcottage2174 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ নাটক
    ২০-০৯-২০২৩ কমেন্ট করলাম এমন একটা দিন আসবে আমি তখন দুনিয়াতে থাকবো না।কিন্তু আমার কমেন্ট টা থাকতে পারে

  • @charukriti
    @charukriti 2 ปีที่แล้ว +7

    কিছু পাগলও নাটক-ছবি দেখে, কিন্তু ভালো নাটক-ছবি চিনতে পারে না। এ টেলিফিল্মটি যার ভালো লাগে না, সে নাটক -ছবি কী বোঝে? মূল থিমে অবশ্য সূচিত্রা সেন অভিনীত "দীপ জ্বেলে যাই" ছবির সঙ্গে মিল আছে। তবু একে নকল বলা যায় না।

  • @MdAreif-jz4vj
    @MdAreif-jz4vj หลายเดือนก่อน

    আগের নাটক গুলো কতটা সুন্দর উপস্থাপনা

  • @jobayerbinashad9541
    @jobayerbinashad9541 3 ปีที่แล้ว +4

    কি যে ভীষণ রকম সুন্দর 💕

  • @saidulbashar5703
    @saidulbashar5703 11 หลายเดือนก่อน +1

    মানুষের মনোজগৎ নিয়ে হুমায়ুন আহমেদের মত করে এভাবে কাউকে ভাবতে দেখিনি। নিজেও ভাবিনি।তবে নাটকটা দেখার পরে মনে হলো, এ যেন আমার মনের মাঝে কোথায় লুকিয়ে ছিল।আজই টের পেলাম।কি অদ্ভুত তার ভাবনা যা আমাদের কে নাড়িয়ে দিয়ে যায়।জীবন বড় অদ্ভুত, আবার অসম্ভব রকমের সুন্দর। সুন্দর কে কুড়িয়ে আনতে হয়,চিনে নিতে হয়। সাজিয়ে রাখতে হয় খুব যতন করে।আমি পারিনি আমার জীবনের সেই অদ্ভুত রকমের অনুভূতি, অসম্ভব মোহময়তায় ভরা ভাললাগার সামনে দাঁড়িয়ে আমার অনুভূতি কে প্রকাশ করতে।এভাবেই স্বপ্নরা মরে যায়,হারিয়ে যায়।কেউ জানে না,বুঝে না,বুঝতে পারে না।আমিও পারিনি নিজেকে বুঝতে,নিজের ভাললাগাকে বুঝতে। আমি কি সত্যিই হাদুরাম?

    • @piaraahmed9683
      @piaraahmed9683 11 หลายเดือนก่อน +1

      এটা হূমায়ূন আহমেদের লেখা নয়। আব্দুল্লাহ আল মামুনের লেখা। নাটকের শুরুতেই তো রচয়িতার নাম লিখে দিয়েছে

  • @mdshohidullah4581
    @mdshohidullah4581 4 ปีที่แล้ว +12

    অনেক ভালো লাগলো ২০২০ দেখেছি

  • @aieubkhan6500
    @aieubkhan6500 2 ปีที่แล้ว +3

    এসব নাটক এত সুন্দর না দেখলে বিশ্বাস হবে নাখেই দেখুন।আমার মনে হয় এই সব নাটক মানুষ সারা জিবন দেখবে। শিক্ষানীয় একটি নাটক।

    • @minhazbd5530
      @minhazbd5530 ปีที่แล้ว

      এই কর্মগুলোর মৃত্যু নেই।

  • @debashissarkar1982
    @debashissarkar1982 2 ปีที่แล้ว +1

    Eto sundar natok ajo bangla deshey sambhov.eto sundar sanglap avinoy bachon vangi,mughdho hoe gelam.Joy bangla.

  • @yeakubislam3300
    @yeakubislam3300 2 ปีที่แล้ว +1

    মানুষ আশ্চর্য সৃষ্টি।
    মানুষ সব পারে।মানুষ ❤️❤️❤️❤️

  • @abushahma2047
    @abushahma2047 4 ปีที่แล้ว +6

    আমি বাকরুদ্ধ, কত জটিল বিষয়ের কী সাবলীল উপস্থাপন, কী অভিনয় আর কথোপকথন, দৃশ্যপট, কী পরিচালনা!! আমি নতুনভাবে চিনলাম প্রয়াত আব্দুল্লাহ আল মামুন স্যারকে।

    • @mahabubalam5875
      @mahabubalam5875 4 ปีที่แล้ว

      একদম ঠিক

    • @dreamtv3301
      @dreamtv3301 3 ปีที่แล้ว

      এত সুন্দর গল্প এত সুন্দর শিক্ষা আবার কবে পাবো?

  • @dipakdas172
    @dipakdas172 ปีที่แล้ว +4

    হিমানি আর আনিস অভিনয় কুশলতার সব সীমাকে অতিক্রম করে গেছে। আমি নির্বাক। এও কি সম্ভব।

  • @raghibahsansarker7112
    @raghibahsansarker7112 2 ปีที่แล้ว +1

    আহ,প্রাণ ভরে গেলো। জ্যাম কে মনেই হলোনা বিরক্তি। বুদ হয়ে দেখলাম হিমানী আর আনিসকে।কি অসাধারণ,কি সুনিপুণ,কি কাব্যিক।

  • @masumbillah-hi1ew
    @masumbillah-hi1ew 2 ปีที่แล้ว +5

    ব্যাচেলর পয়েন্ট বালের পয়েন্ট নিয়ে পরে থাকা মানুষজন এগুলোর ফিল বুঝবে না। এই নাটক গুলোর কোনো আয়ু নেই।যুগ যুগ ধরে বেঁচে থাকবে। ১৮-০৪-২০২২ 🖤
    চাঁদপুর টু চিটাগাং
    চিটাগাং টু চাঁদপুর 🌸🖤

    • @mohammadsharif5113
      @mohammadsharif5113 ปีที่แล้ว

      ব্যাচেলার পয়েন্ট মার্কা নাটক থেকে আজকালকের প্রজন্ম কি কি ভালো/পজিটিভ শিখছে - কেউ বলতে পারবেন কি?

  • @heissegeist
    @heissegeist 4 ปีที่แล้ว +10

    অাহা একটু ভালোবাসা পেলেই মানুষ কতোটা সুন্দর অনুভব করে। অথচ শুধুশুধুই অামরা ভালোবাসাকে পাশ কাটিয়ে অন্য দিকে চলে যাচ্ছি দিনকে দিন। এই নির্মম কাজগুলোই এখন অামরা দেখতে পাই না বলেই হিংস্র হয়ে যাচ্ছি। সত্যিই কিসের পেছনে ছুটছি অামরা?

  • @engr.rashel95
    @engr.rashel95 3 ปีที่แล้ว +3

    ঠান্ডা লাগিয়ে অভ্যস্ত, শুনে নয়!!! 💥💥💥

  • @md.shahabulislam877
    @md.shahabulislam877 ปีที่แล้ว +2

    বিপাশা সেই সময়ের খুব একজন প্রিয় তারকা।

  • @md.shafiqulislam26
    @md.shafiqulislam26 10 หลายเดือนก่อน +1

    ২০২৩ সালে এসেও এতো ভালো লাগে যে!!!!!

  • @sheikhnasim4661
    @sheikhnasim4661 2 ปีที่แล้ว +1

    Onek khujar por natok ta dekthe parlam.ki odbhut sundor hole 2022 shaler ei juge ajo manush dekthe ashe ei bisshoykor basthobota🥰🥰

  • @user-dq6pt4dj7c
    @user-dq6pt4dj7c 10 หลายเดือนก่อน

    আহ্ কি সুন্দর মনটা ছুঁয়ে যায়

  • @MdShahadatKazii
    @MdShahadatKazii 2 ปีที่แล้ว +1

    সার্চ করে খুজে দেখছি....
    অনেক ভালো লাগলো।

  • @liunirozario6906
    @liunirozario6906 2 ปีที่แล้ว +2

    এই নাটক দেখলে মন ভরে যায়,,,এরকম শিল্পী খুঁজে পাওয়া দুষ্কর

  • @johoruddin405
    @johoruddin405 3 ปีที่แล้ว +3

    মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা অনেক। এতো আবেগ মিশ্রিত, এতো সুন্দর, এতো গভীর সম্পর্কের নাটক ( শ্লিল্পকর্ম) আজ বিরল।