গাঙ পাঁচালি | কুয়াশা মূর্খ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • ও ভাইটাল গাঙ্গের নাইয়াগণ, হোনছো নাহি ঘটনা? কান পাইত্যা হুইন্ন্যো বাউলার আন্ধারমানিক গান। ঘুটঘুইট্ট্যা আন্ধারে যেইসব গাঙ নিলাম হইয়া যায় বালি আর খালি কংক্রিট দুইন্যার নামে, বয়াতীর ঝুলিতে হেই পালা আছে; আরও আছে প্লাস্টিকে মোড়ানো মাইনষের চোডামাডি দেওয়া মনের সাইকাডেলিক সুর।
    "এ হোন,
    ন্যবাই হোন...
    মোগো চ্যাতা দিন গ্যাছে গাঙ্গেগো মতোন
    বয়াতিরা পক্ষী হইয়া উড়াল দ্যায় যেমন।
    নাই নাই, জোয়ার নাই
    নাই নাই, দোহার নাই
    নাই নাই, খ্যাওয়া নাই
    নাই নাই, হাওয়া নাই
    নদীগুলা যাদুঘরে যাইতে কতক্ষণ?
    হুইন্যা যা
    কলের গান
    সুরে নাই
    কোন প্রাণ
    দেইখ্যা যা
    সময়ের ধন
    আশার মোম
    নেভার ক্ষণ
    উজানগাঙ্গে চরজাগা গান, দুঃস্বপ্নের ভজন।"
    বুজান!
    কোম্মে যান? আরও কতা আছে। জোয়াইর‍্যা বৈষ্যায় যেইসোম দুম কইর‍্যা রোদ্দুর ওডে, মোরা কইতাম পাইত্যালের বিয়া; মোনে আছে? নদীর যেকূলে রংধনু আর আকাশ নামার গপ্পো কইতা, অ আল্লে ডাহা মিছা কতা! নদীই নাই হ্যার আবার একূল আর ওকূল।
    "ও বুবুজান,
    মাটিয়াল স্বজন...
    মোগো চ্যাতা দিন গ্যাছে গাঙ্গেগো মতোন
    বয়াতিরা পক্ষী হইয়া উড়াল দ্যায় যেমন।
    আয় আয়, হপ্পোন
    আয় আয়, জংলা বন
    আয় আয়, গাঙচিল
    আয় আয়, সুজন
    পরাণগাঙ্গে ঝড় তুলে গাই, যৌবনের কীর্তণ।
    জাইগ্যা ওঠ
    মাঝির পো
    উইঠ্যা দ্যাখ
    জোয়ারের জো
    বৈঠা মার
    আজীবন
    বাইন্ধা রাখ
    উজানী মন
    এ হপ্পোনডারে পুঁজি কইরা, বাঁচি যতক্ষন।"
    #কুয়াশা_মূর্খ
    #রাস্তার_সুর
    উৎসর্গ : রনজিৎ বাওয়ালী, এক খনিজশিশু'র চরণ কমলে।

ความคิดเห็น • 4

  • @hasibulhasan7342
    @hasibulhasan7342 ปีที่แล้ว

    মাটিয়াল স্বজন ❤

  • @siamsnaf
    @siamsnaf ปีที่แล้ว

    জয় গুরু 🙏

  • @sanowarhossain3084
    @sanowarhossain3084 ปีที่แล้ว

    অস্থির

  • @mahmudimran470
    @mahmudimran470 8 หลายเดือนก่อน

    সাধু সাধু