পাড় করো হে দয়াল চাঁদ আমারে | ফকির রওশন শাহ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • পার করো হে দয়াল চাঁদ আমারে
    ক্ষম হে অপরাধ আমার
    এ ভব-কারাগারে।।
    পাপী অধম জীব হে তোমার
    তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে।
    পতিতপাবন পতিতনাশন
    বলবে কে আজ তোমারে।।
    না হইলে তোমার কৃপা
    সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে।
    আমি পাপী তাইতে ডাকি
    ভক্তি দাও মোর অন্তরে।।
    জলে স্থলে সর্ব জায়গায়
    তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে।
    তাই না বুঝে অবোধ লালন
    প’লো বিষম ঘোরতরে।।
    গুরু দৈন্য পদ ও সুরস্রষ্টা : ফকির লালন শাহ
    পরিবেশনায় : ফকির রওশন শাহ
    দৃশ্য সংগ্রহে : কুয়াশা মূর্খ
    নভপ্রাণ আখড়া বাড়ি, ছেঁউরিয়া, কুষ্টিয়া।
    অক্টোবর, ২০১২।

ความคิดเห็น • 3

  • @RAJIBRANJANSARKER84
    @RAJIBRANJANSARKER84 3 หลายเดือนก่อน

    ♥ভালোবাসা♥

  • @bappyrajr
    @bappyrajr 3 หลายเดือนก่อน

    পরমআরাধ্য শ্রীগুরুদেব, রওশন সাঁইজীকে হৃদয়ে ধারণ করতে হলে এই পদটাকে বুঝতে হবে। তবে তাঁর কৃপা লাভ করা যেতে পারে। ওঁ শ্রী শ্রী গুরুপদ ভরসা মাত্র সার 🙏🙏