মাত্র ১৩ মিনিটে মানচিত্রের খুঁটিনাটি... (অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও টাইমজোন)।
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
- General Knowledge। সাধারণ জ্ঞান
Lecturer: সাকিব শাহরিয়ার, অনার্স এবং মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখক, সাধারণ জ্ঞান প্যানাসিয়া।
👉 Subscribe My Channel: / quickgkwithsakib
👉 ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০ (DU B Unit GK Question Solution 2019-20): • ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ...
👉 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট সাধারন জ্ঞান প্রশ্ন সমাধান ( DU D Unit GK Question Solution): • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ...
👉 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট ২(খ ইউনিট) হংসবলাকা সেটের প্রশ্ন সমাধান (JnU B unit set-1) 2019-20 : • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে...
👉 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানবিক অনুষদ খ ইউনিট ২০১৮-১৯ প্রথম শিফটের প্রশ্ন সমাধান: • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্...
👉 (সাধারণ জ্ঞান GK) প্রাচীন সভ্যতা-১ (মিশরীয় সভ্যতা ) DU, University, BCS সহ সকল পরীক্ষার
জন্য: • (সাধারণ জ্ঞান GK) প্রা...
👉 (গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান GK) সভ্যতাঃ মনে রাখার সহজ উপায় -২ (মেসোপটেমীয় সভ্যতা) : • (গুরুত্বপূর্ণ সাধারণ জ...
👉 প্রথম বিশ্বযুদ্ধ (The Great War) সম্পর্কে বিস্তারিত জেনে নাও। সকল প্রতিযোগিতামুলক পরীক্ষার উপযোগী : • প্রথম বিশ্বযুদ্ধ (The ...
👉 কিংবদন্তী নেলসন ম্যান্ডেলা- যা জানতেই হবে (Nelson Mandela: A black Prince with a white heart): • কিংবদন্তী নেলসন ম্যান্...
👉 প্রতিপাদ স্থান ও দ্রাঘিমান্তর- কীভাবে বুঝবো?: • প্রতিপাদ স্থান ও দ্রাঘ...
👉 মাত্র ১৩ মিনিটে মানচিত্রের খুঁটিনাটি... (অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও টাইমজোন): • মাত্র ১৩ মিনিটে মানচিত...
👉 দুনিয়া কাপানো রুশ বিপ্লব (Russian Revolution/ Octobor Revolution/ Bolshevik Revolution) B/D Unit GK : • দুনিয়া কাপানো রুশ বিপ্...
Follow Me On:
Personal Facebook Page - / sshahriar.gk
Channel Page- / quickgkwithsakib
আপনার এই ক্লাসটা সত্যিই অসাধারণ ছিল।
আমি মানচিত্র সম্পর্কে এত ভালো ভাবে কোন দিন বুঝি নাই।
আপনি যদি স্থলভাগ ও জলভাগ নিয়ে ক্লাস নিতেন তাহলে অনেক ভালো হতো।
বিষয়টি বিবেচনায় রাখবেন।
চমৎকার ক্লাস স্যার।এর আগে কখনো মানচিত্রের গঠনপ্রণালী এতোটা সহজ লাগেনি।আপনার ক্লাস টা দেখে খুবই সহজ লাগছে।
Right
৩২ বছর বয়সে এসে মানচিত্রের রেখা বুঝলাম। অসংখ্য।
😃😃
❣️
42 te bujhlam
আমিও thnx instructor vai
Ami 42 e
ভূগোলে আমার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও ইন্টারমিডিয়টে আমি ভূগোল নেইনি এমন একজন দক্ষ টিচারের অভাবে।
ইউটিউব চালানোর সার্থকতা এখানেই 🥰 কোচিং করেও এত সুন্দর ভাবে বোঝা সম্ভব নয় ভাইয়া 🤎
স্যার আমি অষ্টম শ্রেণিতে পড়ি। আমার মানচিত্র সম্পর্কে অনেক জানার আগ্রহ। আমি অনেক খুশি☺, চমৎকার একটা ক্লাস।অসংখ্য ধন্যবাদ । এরকম সাধারণ জ্ঞানের ভিডিও আরও চাই।
শুকরিয়া ভাই, সারাজীবনের সমাজ-বিজ্ঞান কিংবা ভূগোল ১৩ মিনিটেই বুঝায়া দিলেন।
কেউ এত সুন্দরভাবে দ্রাঘিমারেখা এবং অক্ষরেখা বুঝিয়ে দেয়নি। অসংখ্য ধন্যবাদ স্যার। সাবস্ক্রাইব করে রাখলাম।🥰
এতো সুন্দর করে,,কখনো বুজি নাই,,,,,মানচিত্র সম্পর্কে কিছুই জানতাম না,,আজকেই প্রায় অনেকটুকি বুজতে পারলাম☺️🥰
সত্যিই অসাধারণ স্যার। আপনার মতো একজন টিচার ছোটোবেলা পেলে হয়তো আমাদের মতো যারা কম বুঝে ক্লাসে তারাও ভালো করে বুঝতে পারতো এই জিনিস গুলা।
ধন্যবাদ আপনাকে
মা-শা-আল্লাহ! এটা এত সুন্দর ক্লাস বলে প্রকাশ করা যাবে না।
গত ২ বছর ধরে যা বুঝতে চাইছিলাম সেটা আজকে আপনার ক্লাসের মাধ্যমে বুঝলাম। চিরকৃতজ্ঞ, স্যার।
অসাধারণ ক্লাস । স্যারের ভক্ত হয়ে গিয়েছি..💛💚💙
মাশা আল্লহ.. সমাজ বইয়ে এগুলো কিছুই বুঝতামনা, বোঝানোরও কেউ ছিল না। আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দিক।
অসাধারণ ক্লাস স্যার❤️
এত ভালো করে আর কোনো দিন মানচিত্র সম্পর্কে জানা হয় নাই। আজকে অনেক কিছু শিখলাম স্যার
স্যার কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমি আসলে বুঝে উঠতে পারছি না।
এতো সহজ টপিক অথচ কতো বিরক্তিকর লাগতো।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা স্যার 🖤
মানচিএের নেক্রট ক্লাসটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দেন ভাইয়া!!
অপেক্ষায় থাকবে🙂🙂!!
তুমি সাকিব শাহরিয়ার ভাই এর জিকে ভিডিও দেখছো। তার মানে সাধারণ জ্ঞান তোমারই আয়ত্বে🖤
ভালোবাসা অবিরাম ভাইয়া, স্যার, সাধারণ জ্ঞান এর পথ প্রদর্শক।
অসাধারণ! যাস্ট অসাধারণ ক্লাস। এত কম সময়ে কোনো টিউটোরিয়াল দেখে এতকিছু শিখতে পারিনি। আল্লাহ আপনার মঙ্গল করুক।
আজ আপনার ক্লাস করেছি,,, কিছু ঘাটতি ছিলো এখানে পূর্ণ হলো,,,ধন্যবাদ ভাইয়া।
ভাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা জানা নাই,আমি আপনাকে কিছুদিন যাবৎ ফলো করতেছি, ব্লোগ গুলো দেখছি,কিন্তু এই ব্লোগটা যে কত অসাধারন আর কি উপকার যে আপনে করলেন তা ভাষায় বলতে বরবো না, সারা জিবন ছাত্র জিবনে না বুইজা মুখস্থ করে কিছুই বুজানায় কিন্তু এই ভিডিওতে অনেক অনেক পরিষ্কার সব বুজেফেলেছি। ধন্যবাদ ভাই
খুব সহজ এবং সুন্দরভাবে মানচিত্র বুঝিয়ে দিলেন...... সত্যি অসাধারণ ছিল ক্লাসটি।
অত্যন্ত ভালো একটি ক্লাস ছিল। সুশৃঙ্খল ও সুবিন্যস্ত যাকে বলে। আশা করি ভবিষ্যতেও আরও ভালো করবেন। দোয়া রইলো।
স্যার
খুবই ভালো ক্লাস করলাম♥️
এত সুন্দর করে আমি শিখতে পারবো ভাবতেও পারিনি।
আপনি সুস্থ থাকুন, দীর্ঘজীবি হোন এই দোয়া করি।
আপনার ক্লাস গুলো সত্যিই অসাধারণ। ফোকাসের ক্লাসের মাধ্যমে আপনাকে চিনতে পেরেছি
আমি পড়াশোনা করিনা, কিন্তু আপনি যেভাবে চমৎকার ভাবে বোঝান আমি শুধু মুগ্ধ হয়ে শুনি, আসলে এতে সহজে স্কুলে আমাদের বোঝানো হতো না, যদি টিচাররা এতো সুন্দর করে আমাদের বুঝাতো তাহলে হয়তো মাঝপথে পড়াশোনা ছাড়তাম না, আমাদের সময় ক্লাসে স্যারেরা শুধু পড়া দিয়ে যেতো বুঝাতো না, যারা ঐ স্যারের কাছে প্রাইভেট পড়তো তাদেরকেই বুঝাতো, ক্লাসে ছাত্রদের বুঝানো হতো না।
ধন্যবাদ আর ভালোবাসা জানবেন ভাই। প্রতি ক্লাসে বা টপিকেই আপনাকে চাই।
আপনার আলোচনা খুব সুন্দর সাবলীল ও বোধগম্য। আপনাকে ধন্যবাদ
অনেক তথ্যবহুল অসাধারণ একটা ক্লাস পেলাম।অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ স্যার😊❤
বোঝানের প্রক্রিয়া সহজ সাবলীল।, ❤️
ইউটিউবে যত স্যার দেখলাম তার মধ্যে আপনি সেরা স্যার
নদ-নদী নিয়ে একটা ভিডিও দরকার।আপনার বোঝানো ছাড়া অন্যদেরটা দিয়ে হবে না।❤️
উপস্থাপন ও বুঝানোর কৌশল টা দারুণ। বেশ ভালো লাগলো
এর আগেও মানচিত্র নিয়ে ক্লাস করেছি কিন্তু আপনার থেকে বেশি স্পষ্ট হলো।
ধন্যবাদ 🥰
মাশাআল্লাহ অনেক কিছুই শিখলাম, ধন্যবাদ আপনাকে ❤️
সত্যিই অসাধারণ ক্লাসটি যা আমি আশা করেছিলাম ❤❤❤
এক কথায় অসাধারণ ভাইয়া!
এত দিন যা বুঝতে পারি নাই।
তা অাজ এই অল্প সময়েই বুঝছি!
এক কথায় অসাধারণ বুঝানোর কৌশল
এক কথায় অসাধারণ হয়েছে আপনার sessionটি সাকিব ভাই। একেবারে basic বিষয়ে খুবই সহজভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আলহামদুলিল্লাহ। একদম ক্লিয়ার স্যার ❤️❤️❤️
খুবই ভালো করে আয়ত্ত করেছেন সুন্দর বুঝতে পারছি স্যার ধন্যবাদ।
ধন্যবাদ, স্যার ❤❤❤❤
Onek confusional bisoy clear hlam.
ZajakAllohu Khoiron 💘
অনেক বিস্তারিতভাবে বুঝাইলেন। ধন্যবাদ।
৮ম শ্রেণিতে পড়েছিলাম।
এখন আবার ঝালাই হয়ে গেল।
ধন্যবাদ
আমার প্রথম ভালো ভাবে মানচিত্র সম্পর্কে জানতে পারলাম।
Jajakumullah vai, onk boro akta help korln...er age onk try korsi... But bujhi ni...r akhn Alhamdulillah panir mto bujhe gelm....Allah apnk sustother sathe nek haiat dan koruk....
এভাবে কেউ কথন ও বুঝিয়ে দেয়নি চমৎকার ক্লাস ধন্যবাদ স্যার।
খুবই সুন্দর করে বুঝিয়েছেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করেন।
ধন্যবাদ স্যার!
এতকিছু বুঝবো তা প্রত্যাশাও করি নি।
শুকরিয়া আল্লাহর কাছে।
শুকরিয়া স্যার,,,আপনার জন্য ভালোবাসা অবিরাম ❤❤❤
Why 23.5° N not 30° N or 23.5° S or not 30° S equator ????
Vai apnake onek thanks..arokom cls aro chai
মাশাল্লাহ। ভাইয়া আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
ভালোবাসা অবিরাম ❤️।
I really appreciate you... It's very important class
vaii apnr Class sottie chomotkar... Khub sohojeii bujha jayy... Mon theke doya roilo... ♥️♥️
You are the greatest one who made me understand clearly.
Alhamdulillah Incredible sir
অনেক বেশি উপকৃত হলাম।দোয়া রইল আপনার জন্য।
এত জটিল বিষয় এত সহজে বুঝলাম,ধন্যবাদ স্যার।
খুবই ভাল লেগেছে।আজকেই দ্রাঘিমা আর অক্ষাংশ বুজলাম
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য ❤️❤️
অাসসালামুয়ালাইকুম স্যার অনেক ভালো লাগলো অাপনার class টা,, অনেক সুন্দর করে বোঝান, অাপনি,, আগে মানচিত্র দেখে আনেক ভয় লাগতো, আজকের পর হয়তোবা আর তেমন একটা ভয় লাগবে না।। আপনার আগামী দিন গুলো আনেক ভালো কাটুক এই কামনাই করি।।
চমৎকারভাবে বুঝালেন স্যার অসংখ্য ধন্যবাদ।
কি বলবো স্যার ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এক কথায় আমার জীবনের শ্রেষ্ঠ ক্লাস
Thanks vaiya khub upokar holo........ Ei topic ta onek khujesi kintu apnar moto kore bujhate pari nai..... Arokom aro vedio ashbe asha kori
ধন্যবাদ স্যার অনেক সহজভাবে বূঝলাম।
উপকৃত হলাম,
জাজাকাল্লাহ ❤️
মাধ্যমিকের শিক্ষকরা সহজবোধ্যভাবে এভাবে বোঝালে ক্লাসগুলো আনন্দময় হবে এবং ছাত্রছাত্রীদের ভূগোল বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ। আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।
জাযাকাল্লাহ ভাইয়া,,আগের দিন ক্লাস এ যা বুঝিনি আজকে অনেক ভালো করে বুঝতে পেরেছি,,,গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও মানচিত্র সংক্রান্ত আরো ক্লাস চাই,,ফোকাসের মিরপুর শাখার ছাত্রী সামিয়া।
চমৎকার উপস্থাপনা। খুব ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও চাই।
মাশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা।
অল্প জানতাম...ভিডিওটা দেখার পর আরো একটু জানতে পারলাম...
Thanks a lot...💞
Apnar bojhanor technique khuv valo.
আমি কম্পিউটার সায়েঞ্জের ছাত্র। আমার। আর্টস পড়ার অনেক আগ্রহ তৈরি হলো। আমি এই চ্যাপ্টার গুলো অলয়েজ এড়িয়ে যেতাম ডিগ্রি মিগ্রি দেইখা ভয়তে। আজ খুব ইজিলি বুঝলাম
আসলেই পরিমিত হয়েছে - ধন্যবাদ ।
আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো ক্লাসটি। ধন্যবাদ ভাই।
চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ
thank you,sir.
দারুণ কিছু শিখলাম। ধন্যবাদ।
চমৎকার পরিবেশনা।
ধন্যবাদ ভাই।
চমৎকার লেকচার, অনেক ধন্যবাদ
Very good, Easy, Excellent, Unbelievable!
অসাধারণ ক্লাস। অসংখ্য ধন্যবাদ স্যার 💖
ভাইয়া, কওমি মাদ্রাসা থেকে বলছি,,খুব ভালো উদ্যোগ আমাদের জন্য
ধন্যবাদ ভাই❤️
অনেক ভালো বুঝতেছি
ক্লাস টা করে আমি মুগ্ধ হয়ে গেলাম।
খুব সুন্দর উপস্থাপনা । তবে নিরীক্ষা রেখা এবং বিষুব রেখা পরিস্কার হতে পারলাম না
নতুন কিছু শিখলাম ধন্যবাদ 😇
শুকরিয়া স্যার ।পুরোপুরি বুঝে গেলাম ।
It was just an epic to learn graph. I had never thought i have such a class.
Thanks a lot. Respect from the deepest core of my heart.
thank you! This means a lot to me. Take love.
চমৎকার একটা ক্লাস 😍😍
Onek valo chilo class ta
Thank you
May god bless you
ak kothai best gk teacher..
ভাইয়া,মেডিকেলের জিকে ১০কমনের সম্ভাবনা রেখে কয়েকটা ভিডিও দিলে অনেকে উপকৃত হবো
বিষয়গুলো আগে থেকেই জানা ছিল|আরোও একবার রিভিউ হয়ে গেল|
You are the best teacher ever I seen
শিক্ষনীয় এইরকম ভিডিও আরও চাই।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ❤️❤️
Alhamdulillah.
MasaAllah MasaAllah TabarakAllah prio 🤲 ♥ ❤
ZajakAllohu Khoiron 💘
ধন্যবাদ, জানার আছে অনেক কিছু