দুহাজার বছরের পুরানো রাজবংশের রাজবাড়ি বানাতে চীন থেকে এসেছিল রাজমিস্ত্রি ।Kashipur Rajbari , Purulia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2022
  • kashipur Rajbari ( Purulia)
    কাশিপুর রাজবাড়ি নামটা অনেকদিন থেকেই শোনা । ছবিও দেখেছি আর এই রাজবাড়ীর ইতিহাস বেশ বড় । যাবার ইচ্ছে ছিল অনেকদিন ধরে এবারে পুরুলিয়ার বড়ন্তি ঘুরতে এসে ঠিকই করে ফেললাম চলেই যাই , সঙ্গে যখন গাড়ি আছে অসুবিধা কি ? গুগোল বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম বরন্তি থেকে প্রায় 37 কিলোমিটার দূরে এই রাজবাড়ী সময় লাগল এক ঘন্টার কিছু বেশি । চাইলে আপনি পুরুলিয়া শহর থেকে এখানে আসতে পারেন সময় কাছাকাছি একই লাগবে । ডিসটেন্স মোটামুটি 36 কিলোমিটার । এখানে আসার পথে ফ্রিতে পাবেন রাস্তার দু'ধারে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য । মন ভরে যাবে ।
    Google Location - www.google.com/maps/place/Kas...
    Follow us on Instagram - ghurtefirte...
    Video Link For Boronti -
    1.ঘোর অমাবস্যায় রাত দুটোতে সাইকেল নিয়ে ওরা কারা যাচ্ছে । Mid Night Journey from kolkata to Boronti
    • অমাবস্যায় রাত দুটোতে ...
    2. Garpanchkot ,Purulia|পুরুলিয়ার গড়পঞ্চকোটের নয়শো বছরের কল্যাণেশ্বরী মন্দিরের অবহেলিত রহস্যময় ইতিহাস
    • Garpanchkot ,Purulia|প...
    3. Travel Guide for Baranti , Garpanchkot , Joychandi Pahar | Purulia | বরন্তি ভ্রমণ ডায়েরি (Part-1) |
    • Travel Guide for Baran...
    4. এখানে একা আসতে সাহসের প্রয়োজন | শিউলিবনা | Baranti Travel Guide (Part-2) | Susunia Hill | Purulia
    • এখানে একা আসতে সাহসের ...
    5. পুরুলিয়ার আদিবাসী বাড়িতে মাটির উনুনে মাংসের নতুন ধরনের ঝোল রান্না করে উঠোনে বসিয়ে আমাকে খাওয়ালো ।
    • পুরুলিয়ার আদিবাসী বাড়ি...
    6. পুরুলিয়ার গ্রাম্য পরিবেশে পাহাড় আর লেকের জলের ধারে বসে দেখুন সূর্যাস্তের রঙের ছটা । Baranti ।বড়ন্তি।
    • পুরুলিয়ার গ্রাম্য পরিব...
    Baranti Village Resort ( Google Location )- www.google.com/maps/place/Bar...
    Booking Number - 7439128209 / 7980797583 / 8240533779
    Room Rent - Dormitory Rs 500 / Double bedded Room / Cottage Room - Rs 2000 , Four bedded Room - Rs 2600 , Tent - Rs 2400
    Car Booking - Same Phone Number
    Pick and Drop Facilities available from Asansol , Adra , Muradi Rail Station
    Sightseeing Cost Extra
    Food Facility - Breakfast , Lunch , Snacks ,Dinner ( Standard Quality - Rs 650 )

ความคิดเห็น • 675

  • @soumitrakhasnobis5518
    @soumitrakhasnobis5518 2 ปีที่แล้ว +6

    অসাধারণ একটি উপস্থাপনা। এর পিছনে যে পড়াশোনা, নিষ্ঠা ও পরিশ্রম তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এত বিস্তৃত তথ‍্য আর বর্ণনার অভিব‍্যক্তি ইউটিউবে পাওয়া বিরল। ভাই, ভ্রমণের সাথে সাথে বাংলার কোনায় কোনায় যে কত ইতিহাস লুকিয়ে আছে তার কিছু কিছু তুলে ধরে নতুন এক দিশা দেখানোর আশায় রইলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      অনুপ্রাণিত হলাম

  • @ashokkumarroy75
    @ashokkumarroy75 2 ปีที่แล้ว +7

    কাশিপুর রাজবাড়ি ও তৎসম্পর্কিত কিছু ইতিহাসের কথা শুনলাম। বেশ ভালো লাগলো। অঞ্চলটির এবং গন্তব্য স্থলে পৌঁছানোর কিছু আগে গাড়িতে যাওয়ার সময় পথের দুধারে প্রাকৃতিক নয়নাভিরাম শোভা হৃদয়কে নন্দিত করলো। এখানকার রাজ পরিবারের বাংলা ভাষা অজ্ঞতার কথা বেশ খানিকটা আশাহত করলো। যেখানে বহু যুগ ধরে এই অঞ্চলে রাজবংশের বসবাস। পশ্চিম বঙ্গের আঞ্চলিক ভাষা কেন রাজবংশকে স্পর্শ করেনি ভাবতে অবাক লাগে অবশ্য‌ই। রাজবাড়ির নির্মাণ কার্যে চৈনিক কর্মীদের নিয়োগ করেছিলেন এটা না হয় মানা যায়। কিন্তু এখানকার ভাষায় অজ্ঞতার কারণটি বেশ খানিকটা প্রশ্ন জাগায় মনে। ভিডিওটি অবশ্য‌ই ভালো হয়েছে, এ কথা বলার অবকাশ রাখে না। 🙏🙏♥🙏🙏♥

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      এই রাজবাড়ী পর্যটকদের অবশ্যই দেখতে দেওয়া উচিত

    • @ashokkumarroy75
      @ashokkumarroy75 2 ปีที่แล้ว

      হ্যাঁ, ঠিক‌ই বলেছেন।

    • @surajitmondal823
      @surajitmondal823 2 ปีที่แล้ว

      বাংলাকে বহু বিদেশি শাসকেরাই শাসন করেছে, কিন্তু বেশিরভাগই বাংলা ভাষা সংস্কৃতির সাথে মিশে গেছে। আমাদের এখানকার বর্ধমানের রাজাকেই ধরে নিন না, উনি তো আদতে পাঞ্জাবি হিন্দু ছিলেন কিন্তু এখানে এসে বাঙালি হয়ে যান, তার উত্তরসূরীরাও ভালোই বাংলা জানে

    • @birjumahato6667
      @birjumahato6667 2 ปีที่แล้ว

      ওই রাজবাড়ির মেন বড়ো গেটের সামনে একটা ছোটো সাদা রঙ করা Room আছে না ওটা একটা বেসরকারী বিদ্যালয়। ওর বেশির ভাগ অংশ রাজবাড়ি ভিতরে।আমি ওখানে ছোটো বেলাই পড়াশোনা করেছি। বিদ্যালয়টির নাম ভগীনি নিবেদিতা বিদ্যাপীঠ। ছোটো বেলাই রাজবাড়ির ভিতরে স্কুলের মাঝে বড়ো গাছের তলাই খেলা করা সম্পুর্ন আলাদা অনুভূতি অন্যান্য বিদ্যালয়ের তুলনাই

  • @user-gp8bt2bg7v
    @user-gp8bt2bg7v 2 ปีที่แล้ว +50

    ধন্যবাদ
    আমাদের কাশীপুরের ঐতিহ্য তুলে ধরার জন্য ৷ আমার রাজবাড়ীর সামনেই বাড়ি ৷

    • @astrobosu
      @astrobosu 2 ปีที่แล้ว

      Berate gele apnar sathe dekha korbar icche roilo. Contact no. pele subidha hobe.

    • @mdsupon3549
      @mdsupon3549 2 ปีที่แล้ว

      এইটা বাংলাদেশে

    • @tanaybiswas1599
      @tanaybiswas1599 2 ปีที่แล้ว +1

      দয়া করে জানাবেন রাজবাড়ীর মানুষ কি সত্যিই বাংলা জানে না?

    • @user-gp8bt2bg7v
      @user-gp8bt2bg7v 2 ปีที่แล้ว +1

      @@tanaybiswas1599 বাংলা ভাষা জানে তো ৷

    • @user-gp8bt2bg7v
      @user-gp8bt2bg7v 2 ปีที่แล้ว +1

      @@mdsupon3549 না এই টা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কাশীপুর গ্রামে

  • @sumantasamui5255
    @sumantasamui5255 2 ปีที่แล้ว +24

    অসাধারন সুন্দর ভিডিও। সবচেয়ে বড় কথা এইসব রাজবংশ দেশের ও মানুষের কথা ভেবেছেন। এমন কি সিণাহী বিদ্রোহেও সহযোগিতা করেছেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +3

      নীলমণি আর জ্যোতিপ্রকাশ সিং দেও অসাধারণ

    • @ronitdas8386
      @ronitdas8386 2 ปีที่แล้ว

      @@GhurteFirte আপনি একবার Live video করতে পারেন তো !

  • @souvikdey6049
    @souvikdey6049 2 ปีที่แล้ว +10

    এই জায়গাতে গিয়েছি তবে এর এই অসাধারণ ইতিহাসের কথা আগে শুনিনি.......খুব ভালো interesting লাগলো বিষয় টা

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      দারুণ বললেন

  • @MyTravelp
    @MyTravelp 2 ปีที่แล้ว +116

    আমি কাশিপুর রাজবাড়ী গিয়েছিলাম। কিন্তু দুর্গাপুজো ছাড়া ওখানে ঢুকতে দেওয়া হয় না। রাজার মেয়ে এখন সব কিছু দেখাশুনা করেন। উনি বাংলা ভালোই জানেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +12

      সেটাই দেখলাম

    • @imransekh2819
      @imransekh2819 2 ปีที่แล้ว +4

      ওটা অন্য কোন বংশধর কি কে জানে বাংলা জানে না মিথ্যা দাবি করছে এটাও হতে পারে

    • @MyTravelp
      @MyTravelp 2 ปีที่แล้ว

      @@imransekh2819 ওনারা বাংলা জানেননা এটা ঠিক নয়। কিন্তু রাজার মেয়ে এখন আছেন এটা সত্য। হতে পারে ইন্টারভিউ দেবেন না বলে এটা বলেছেন।

    • @vhandemataramrupam4478
      @vhandemataramrupam4478 2 ปีที่แล้ว

      To dhukte debena manetaki soboi to akhon sarkar ar odhine

    • @bijonsarkar9352
      @bijonsarkar9352 2 ปีที่แล้ว +2

      বেশ ভালো লাগল ।

  • @mantupaul973
    @mantupaul973 2 ปีที่แล้ว +13

    পঞ্চকোট রাজবাড়ীৱ গৌরবময় ইতিহাস শুনে খুব ভালো লাগলো। তার সাথে খুব অবাক হলাম এই কথা শুনে যে একজন বাঙালি রাজার ফ্যামিলি বাংলা বোঝেনা। 😀😀😀

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আমার সাথে রাজবাড়ীর কারুর দেখা হলে অবশ্যই ভিডিওটা আরো একটু অন্যরকম ভাবে তুলে ধরার চেষ্টা করতাম।

    • @kudmi_chhela
      @kudmi_chhela 2 ปีที่แล้ว

      বেগুনকোদার রেলওয়ে স্টেশন আর ঘটনা👇
      th-cam.com/video/6hLpVh_66m0/w-d-xo.html

  • @nh_44
    @nh_44 2 ปีที่แล้ว +9

    ভিডিওর শুরুর দিকে যে বয়স্ক ভদ্র লোক কে দেখালেন,ওনার মতো আমার দাদুর বয়স হয়েছিল,আমি যখন ছোট ছিলাম তখন, দাদুর কাছে রাজা ও রাজবাড়ির অনেক গল্প শুনেছি ও অনেক ইতিহাস জেনেছি,কারণ তখনকার দিনে আমার দাদু রাজবাড়ির একজন নিয়মিত কর্মী ছিলেন,যার ফল স্বরূপ রাজা মশাই সামান্য কিছু চাষের জমি দাদু কে দান করে গিয়েছিলেন। আমার দাদুর বাড়ি কাশীপুর এলাকাতেই ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আপনার দাদু নিশ্চয়ই ভদ্রলোককে চেনেন

  • @kamalakshabardhan
    @kamalakshabardhan 2 ปีที่แล้ว +6

    ঘোরা জায়গা, কিন্তু এত কিছু জানতাম না। দারুণ উপস্থাপনা। ধন্যবাদ।

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 2 ปีที่แล้ว +3

    খুব খুব ভালো লাগলো।‌অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ 👍

  • @user-sl2td5ey1m
    @user-sl2td5ey1m 12 วันที่ผ่านมา

    I'm impressed to see your positive video about Kashmir Rajbari, your comments were attractive. I came to know properly about Kashmir Rajbari to watch your video. From BANGLADESH

  • @MONISISTERVLOG
    @MONISISTERVLOG ปีที่แล้ว +2

    সুন্দর জায়গা। বাংলার রাজার কথা অনুভব করে আমি বাঙ্গালি হয়ে গর্বিত।

  • @sumitadey7575
    @sumitadey7575 2 ปีที่แล้ว +7

    অসম্ভব এবং অসাধারণ ভিডিও।
    অনেক স্বাস্থ্যসম্মত তথ্য। ধন্যবাদ।

  • @AjayYoungIndia
    @AjayYoungIndia 2 ปีที่แล้ว +3

    সত্যিই ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো।
    পশ্চিমবঙ্গের বুকে চীনাদের দ্বারা তৈরি রাজবাড়ী যে আছে তা আগে জানতাম না। এই কাশিপুর রাজবাড়ির ইতিহাস জেনে খুবই ভালো লাগলো।
    এই ধরনের ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +2

      সঙ্গে থাকবেন

    • @Legend.344k.11hours
      @Legend.344k.11hours 2 ปีที่แล้ว

      China der tairy Raj bari ganja khye propoganda chalachen Amar bari Kashi pur theke 3 km dure

  • @sasathiakter8109
    @sasathiakter8109 2 ปีที่แล้ว +7

    আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      ভালোবাসা রইলো

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 2 ปีที่แล้ว +7

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দাদা 🙏🙏🙏 পুরুলিয়ার অনেক অজানা তথ্য জানতে পারলাম 🙏
    (Pranab Traveller's)

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +2

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

    • @chandanamahato7845
      @chandanamahato7845 2 ปีที่แล้ว +1

      Amar College kashipur ar ps

  • @litonroy4732
    @litonroy4732 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ দাদা, অনেক ভালো লাগলো,আপনার এই রকম ট্রাভেলিং এবং রাজবাড়ী বিষয়ক প্রোগ্রাম গোলো আমার খুবই ভালো লাগে, আমি সময় পেলে আপনার তৈরী ভিডিও গোলো দেখি, ভালো থাকবেন মালয়েশিয়া থেকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      আপনিও ভালো থাকবেন... সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @biswanathpaul427
    @biswanathpaul427 2 ปีที่แล้ว +3

    Excellent video. Specially your research work, convincing narration, picturisation of the landscape of the adjoining areas are awesome. I have enjoyed your smart presentation very much. I wish your all the best. God bless you. Thanks. B. PAUL FROM DUM DUM (AIRPORT).

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আপনার এই অনুপ্রেরণা আমার ভবিষ্যতে এগোতে অবশ্যই কাজে লাগবে ।সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @arindamghosh8803
    @arindamghosh8803 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ দাদা এই ভাবে আমাদের জেলার ঐতিহ্য তুলে ধরার জন্য ❤

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      অসাধরন পুরুলিয়া

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 ปีที่แล้ว +3

    Very nice sharing 👌👌❤️

  • @birjumahato6667
    @birjumahato6667 2 ปีที่แล้ว +2

    আমার এখানেই বাড়ি। thank you এখানে আসার জন্য।

  • @susmitamaji6918
    @susmitamaji6918 2 ปีที่แล้ว +3

    Khoob sundor hoyeche vedio ta ,,Amader Bardhaman Rajbari niye ekta vedio banaben 🙏💜

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      খুব ইচ্ছা আছে

  • @PPCFindingStudio
    @PPCFindingStudio 2 ปีที่แล้ว +4

    রাজবাড়ি দেখলেই নিজেকে রাজা রাজা মনে হয়! অনেক সময় হঠাৎ কোন গুপ্তধন পেয়ে যাই কিনা! খুঁজে ফিরি সেই সময়কার জীবনযাত্রা। হঠাৎ হারিয়ে ফেলি নিজেকে, সময়ের অনেক পেছনে ফিরে যাই। কি যে এক টান রয়েছে আমার, এই সকল পুরাকীর্তিগুলোর জন্য। অনেক ধন্যবাদ এমন তথ্যচিত্র আমাদের জন্য নিয়ে আসায়। বাংলাদেশ থেকে আপনাকে স্বাগত জানাই।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      ইতিহাসের সেই দিনগুলোতে ফিরে গেলে বেশ রোমাঞ্চ অনুভব করা যায়। তবে অবশ্য পুরোটাই মানসিক ব্যাপার

  • @sasathiakter8109
    @sasathiakter8109 2 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর ভালো লেগেছে দাদা এগিয়ে যান এভাবে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @milonmilon4608
    @milonmilon4608 2 ปีที่แล้ว +1

    কি বলবো দাদা কাশিপুর রাজবাড়ি ভিডিও দেখে পুরোই আমি মুগ্ধ হয়ে আপনার চোখে আমরাও ঘুরে আসলাম অপরূপ সৌন্দর্যের এক মহল রাজবাড়ীতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করলাম আর হ্যাঁ সাবধানে থাকবেন বিপদের কথা শুনলে খুব ভয় লাগে আপনার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      Thanks for your concern

  • @susantapaulchoudhury2559
    @susantapaulchoudhury2559 2 ปีที่แล้ว +4

    Khub valo laglo dada

  • @Krishnendu1804
    @Krishnendu1804 2 ปีที่แล้ว +3

    Khub valo laglo Dada 💐

  • @zummukhan4013
    @zummukhan4013 ปีที่แล้ว

    Thank Brother good program nice story after 200 years all generation Finish now every people needs millions money

  • @sanchayanpaul5427
    @sanchayanpaul5427 2 ปีที่แล้ว +9

    Bengal is studded with gems with a touch of history in everything and everyplace. Bengal govt and ASI should give effort to recognize small and simple historical places and thereby promote tourism.
    Thanks dada for the information shared.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আপনি একদম ঠিক বলেছেন কারণ এই সমস্ত রাজবাড়ী গুলো ব্যক্তিগত মালিকানাধীন হয়ে থাকার ফলে সম্পত্তি রক্ষা করতে পারছে না। এগুলোর যথেষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে

    • @sanchayandas5511
      @sanchayandas5511 11 หลายเดือนก่อน

      Vai amr namer prothom kauk pelm sanchayan

    • @user-cn7dj5fh3y
      @user-cn7dj5fh3y 9 หลายเดือนก่อน

      Aaaaaaaaaaaaaaa😅

  • @asimdas3182
    @asimdas3182 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার মাধ্যমে অনেক অজানা ঐতিহাসিক স্থান জানতে পারি। অনেক ধন্যবাদ দাদা। বাংলাদেশ থেকে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @mithumukharjee1506
    @mithumukharjee1506 2 ปีที่แล้ว +2

    choto bela okhanei keteche.aj ato bochor por apnar jonno abar dekhlam.khub valo laglo.

  • @binirprithibi4608
    @binirprithibi4608 2 ปีที่แล้ว +1

    Darun darun video...onek history jante parlam.r agneyo girir majhe j vabe video banen ta proshongsoniye

  • @siddharthasingha6122
    @siddharthasingha6122 2 ปีที่แล้ว +1

    Darun video upahar Dada.

  • @GeetaCassettescompany
    @GeetaCassettescompany ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।

  • @astrobosu
    @astrobosu 2 ปีที่แล้ว +1

    Khoob bhalo laglo. Aaro erokom kachakachi spots er details video dite parle badhito hobo. THANKS A LOT.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকবেন

  • @somashreepal4547
    @somashreepal4547 2 ปีที่แล้ว +2

    Tomar protita vlog amar khub valo lage, kothay jeno akta hariye jai ,khub khub khub valo laglo, valo thako r ai vabei agiye jao, Tomar sathe achi Dadabhai, ajke aktu deri hoye gelo,♥️♥️♥️♥️♥️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      কোনো ব্যাপার নয়, সঙ্গে আছেন এটাই আমার ভালো লাগলো। ভালো থাকবেন

  • @sikhabose6809
    @sikhabose6809 2 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগলো জায়গাটা,পুরুলিয়া ।এই জায়গার নাম শুনেছি কিন্তু এসব জানতাম না,দেখতে ।বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @tarunkumarhalder8531
    @tarunkumarhalder8531 2 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো।

  • @RahulSarkar-yx5qr
    @RahulSarkar-yx5qr 2 ปีที่แล้ว +5

    খুব সুন্দর ♥️♥️

  • @dinabandhukumbhakar3842
    @dinabandhukumbhakar3842 2 ปีที่แล้ว

    Khub sundar laglo sir. First view...

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      বাঃ আমার খুব ভালো লাগলো

  • @amitavaacharyya9714
    @amitavaacharyya9714 2 ปีที่แล้ว

    ভীষণ ভালো লাগলো এই তথ্যসমৃদ্ধ ভিডিওটি। কত কি যে অজানা অদেখা আছে আমাদের। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন

  • @rfjoysingh4288
    @rfjoysingh4288 2 ปีที่แล้ว +3

    Oshadharon laglo 😍 dada ❤️

  • @alokedebnath6045
    @alokedebnath6045 2 ปีที่แล้ว

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @SHREYA-bs5ld
    @SHREYA-bs5ld 2 ปีที่แล้ว +4

    অসাধারণ ❤

  • @sarminjuairiah8768
    @sarminjuairiah8768 2 ปีที่แล้ว +3

    Àhhaa sasomar raja Rani r jomjomat obasthay dakhty Pala😍

  • @singer_ashim
    @singer_ashim 2 ปีที่แล้ว +3

    চমৎকার ইতিহাস।

  • @kunourdipsingh3548
    @kunourdipsingh3548 2 ปีที่แล้ว

    Video khub bhalo laglo

  • @surajpaul6101
    @surajpaul6101 2 ปีที่แล้ว +2

    Darun video hoyecche. Kintu rajporibar der loukikota ta mone rakhar moto. 😊

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      একদম সঠিক

  • @goutambiswas6364
    @goutambiswas6364 2 ปีที่แล้ว

    Apnar presentation ato sundor j ki bolbo
    R apnar voice just asadharon
    Chalie jaan

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আপনারা সঙ্গে থাকলে চলবে। না হলে বন্ধ হয়ে যাবে।

  • @bananibasumallick6254
    @bananibasumallick6254 2 ปีที่แล้ว +1

    Tomar goals vòice ta khub vhalo

  • @verynicesongkawsarkhalifa6714
    @verynicesongkawsarkhalifa6714 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও দাদা,মন ছুঁয়ে গেল।

    • @GhurteFirte
      @GhurteFirte  ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন

  • @rahulmajumder6949
    @rahulmajumder6949 2 ปีที่แล้ว +1

    আপনার থেকে অনেক অজানা কিছু জানতে পারি। অসাধারণ লাগলো। ভালোবাসা রইলো ♥️♥️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      অনবরত সাপোর্ট করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @subratatv6875
    @subratatv6875 2 ปีที่แล้ว

    খুব সুন্দর একটা রাজ বাড়ি দেখতে পেলাম। আপনাকে ধন্যবাদ দাদা

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      ভেতরটা দেখতে দিলে আরো ভালো লাগতো

  • @manzurlhamid5952
    @manzurlhamid5952 2 ปีที่แล้ว

    অনেক ভালো লাগলো দাদা ।

  • @samitnandan1486
    @samitnandan1486 2 ปีที่แล้ว +2

    Khan sundor apnar vidio abong apnar bojhano

  • @ujjwalchakraborti8938
    @ujjwalchakraborti8938 2 ปีที่แล้ว +1

    Khub sundor.

  • @lovepurulia6159
    @lovepurulia6159 2 ปีที่แล้ว

    Darun laglo dada

  • @prakashkuiri8087
    @prakashkuiri8087 2 ปีที่แล้ว

    এত সুন্দর উপস্থাপন হয়তো এর চেয়ে আর ভালো হবে না। অসাধারণ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      আরও অনেকে আছেন... সঙ্গে থাকবেন

  • @MrRony721
    @MrRony721 2 ปีที่แล้ว +1

    Thanks for your video dada. Respect from UK 🇬🇧

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন

  • @biswajitgoswami91
    @biswajitgoswami91 2 ปีที่แล้ว +1

    Fantastic presentation ja ghurte firte amader ditye parents Mon bhore galo

  • @roopabos8288
    @roopabos8288 2 ปีที่แล้ว +1

    Aami chhattisgarh e thaki kintu bengal o bangla ke khoob bhalo bashi. Khoob bhalo laglo video ta.🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      সঙ্গে থাকবেন

  • @imransekh2819
    @imransekh2819 2 ปีที่แล้ว +3

    মানস বাবুর উপস্থাপনা গুলো খুব সুন্দর আপনার গুলো খুব সুন্দর। আবার অনেক আছে বিকৃত ভাবে ইতিহাস বলে সে গুলো শুনে খুব খারাপ লাগে। নিরপেক্ষ ভাবে ইতিহাস তুলে ধরুন।তবে এটো ব্যায়বহুল্য প্রতিষ্ঠানগুলো সংস্কার না হওয়ায় জন্য দুঃখিত।।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      ওনার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর

  • @shamssanam9888
    @shamssanam9888 2 หลายเดือนก่อน

    Bangladesh thike....apnar voice er uposthapona onek valo lage. Rajmata bangla bujhen ta proman kore deyata vallaglo. Ashole era ohonkari...you have done a good job dada🎉🎉🎉

    • @GhurteFirte
      @GhurteFirte  2 หลายเดือนก่อน

      Thanks Bhai

  • @uttiyadeb7583
    @uttiyadeb7583 2 ปีที่แล้ว +6

    One of the best offbeat travel vlogs in Bengali. Kudos to you . 👌👌👌

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন সেই আশা করি

  • @srikantasen4876
    @srikantasen4876 2 ปีที่แล้ว

    Asadharon laglo dada...
    Amaro bari Kashipur ei kintu eto tohho jana chilo na..but apnar kache jene khubi vlo laglo❤️❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      সঙ্গে থাকবেন

  • @banipandey2023
    @banipandey2023 2 ปีที่แล้ว +1

    Apnio valo takben.bangladesh.

  • @sakherbazar6732
    @sakherbazar6732 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ও গঠনমূলক ভিডিও।

  • @santoshchakraborty536
    @santoshchakraborty536 2 ปีที่แล้ว +2

    Very Very Nice

  • @durgashankardirghangi3942
    @durgashankardirghangi3942 หลายเดือนก่อน

    সুন্দর তথ্য সমৃদ্ধ প্রতিবেদন

  • @bengi_boy969
    @bengi_boy969 ปีที่แล้ว

    অসাধারণ দাদা

  • @ksanjib
    @ksanjib 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভিডিওটা I

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      Thanks for watching

  • @TheBongVlogA
    @TheBongVlogA 2 ปีที่แล้ว +1

    Darun dada

  • @dibyendusau6335
    @dibyendusau6335 2 ปีที่แล้ว +3

    Nice dada ..🙏🙏

  • @gautamdiwan5631
    @gautamdiwan5631 2 ปีที่แล้ว

    অনেক ভালো প্রস্তুতি, আপনাকে অশেষ ধন্যবাদ দাদা।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকবেন

  • @BlindLoveYtOfficial
    @BlindLoveYtOfficial 2 ปีที่แล้ว +2

    Dada tmr video khub valo lage🥰

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      Thanks for watching

  • @bilashbauri6023
    @bilashbauri6023 ปีที่แล้ว +2

    ধন্যবাদ দাদা তোমাকে আমাদের এই কাশিপুর ঐতিহ্য তুলে ধরার জন্য ♥️♥️

  • @dipayankolkata5667
    @dipayankolkata5667 2 ปีที่แล้ว

    Dada khub bhalo laghlo... subscribed korlam tomar channel...tomar vokto hoye gelam to....nywys thanks once again dada for this presentation

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +1

      তোমরা সঙ্গে আছো .. এটাই আমাকে অনুপ্রাণিত করে

    • @dipayankolkata5667
      @dipayankolkata5667 2 ปีที่แล้ว

      @@GhurteFirte new video opekkhate roilam dadavaai

  • @aparnamondal3716
    @aparnamondal3716 2 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ ভিডিও। ♥️💞

  • @Itsme-ii9jl
    @Itsme-ii9jl ปีที่แล้ว +3

    আমার গ্রাম... দারুন জায়গা... আমি যতবার ফিরে আসি ...অন্য রকমের শান্তি অনুভব করি...
    কাশিপুর সার্কিট
    1. কাশিপুর রাজবাড়ী
    2. ফুটিয়ারি ড্যাম
    3. রঞ্জনডি ড্যাম

  • @ajitkumardey6239
    @ajitkumardey6239 ปีที่แล้ว

    Darun video

  • @chitramitra6153
    @chitramitra6153 2 ปีที่แล้ว +1

    Asadharan video hoyeche

  • @mohammadalauddinmalita6069
    @mohammadalauddinmalita6069 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগছে ভিডিও টা।

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 2 ปีที่แล้ว

    অসাধারণ। 👌👌👌

  • @amitchatterjee4039
    @amitchatterjee4039 2 ปีที่แล้ว +2

    আমি রাজমাতার সঙ্গে মিট করে অনেক্ষণ টানা বাংলাতেই কথা বলেছি। ওনাদের বাড়িতে মাইকেল মধুসূদন দত্ত একসময়ে চাকরি করে গেছেন।বইয়ের ভালো কালেকসনও আছে

  • @rinidey8380
    @rinidey8380 2 ปีที่แล้ว +1

    Koto purano itihaash.As usual a lovely video.Porer video dekhar jonyo apekhai roilam

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @sk___hafuz___uddin1633
    @sk___hafuz___uddin1633 2 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও হয়েছে

  • @chiranjitsoren7370
    @chiranjitsoren7370 2 ปีที่แล้ว +1

    দারুন

  • @kausiksaha8289
    @kausiksaha8289 2 ปีที่แล้ว

    Khub sundor dada. Asadharan👍

  • @shorifulshoriful7552
    @shorifulshoriful7552 2 ปีที่แล้ว +13

    কোথায় গেল সেই মানুষ গুলো, একদিন আমরাও থাকবো না

  • @barnasiddghosh7910
    @barnasiddghosh7910 3 หลายเดือนก่อน

    Amar bari purulia te ami rajar barite giye sobar sathe dekha koreche kheye eseche ek darun feelings chilo sob room akhono choke vase.amar babar office thake special invite chilo .

  • @somashreesardar5737
    @somashreesardar5737 2 ปีที่แล้ว

    দাদা আমি আপনার প্রতি টা ভিডিওর নিয়মিত দর্শক, ভীষণ ভালো লাগে আপনার ভিডিও গুলো এবং আপনার বোঝানোর কায়দা। আপনার দেওয়া তথ্য গুলো আমাদের কাজে লাগে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ

    • @somashreesardar5737
      @somashreesardar5737 2 ปีที่แล้ว

      @@GhurteFirte achhi thakbo, apni sudhu eirokom valo valo Video amader upohar dite thakun 🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      অবশ্যই চেষ্টা করব

  • @sumanmukherjee1942
    @sumanmukherjee1942 2 ปีที่แล้ว +3

    😢 😤💝😤 😢
    কি আর বলব দাদা, আপনাদের এইসব ব্লগ গুলি দেখি- আর শয্যবন্দী অবস্থায় দীর্ঘশ্বাস ফেলি...
    খুব ভালো লাগছে দাদাভাই- চালিয়ে যান

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว +3

      সুস্থতা কামনা করছি

    • @sumanmukherjee1942
      @sumanmukherjee1942 2 ปีที่แล้ว

      @@GhurteFirte হ্যাঁ দাদাভাই
      এখন ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের মতো নাম নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাই ভরসা...

    • @SankhasubhraD
      @SankhasubhraD 2 ปีที่แล้ว +1

      @@sumanmukherjee1942 dada apni ki purulia district theke bolchen?

    • @sumanmukherjee1942
      @sumanmukherjee1942 2 ปีที่แล้ว

      @@SankhasubhraD না ভাই
      আমি হাওড়ার শিবপুর থেকে

  • @badmashraju
    @badmashraju ปีที่แล้ว

    Kub Sundor Laglo.
    Dada Amr Bari কাশীপুর Block Ar Choto Grame.

  • @Poulasamm
    @Poulasamm 2 ปีที่แล้ว +3

    অসাধারণ লাগলো ....

    • @bapparoy8310
      @bapparoy8310 19 วันที่ผ่านมา

      দারুন

  • @laxmanrajwar966
    @laxmanrajwar966 2 ปีที่แล้ว +2

    Love you from Bokaro Steel City jharkhand ❤❤❤❤❤

  • @sinhacuisine8151
    @sinhacuisine8151 2 ปีที่แล้ว

    Bhalo laglo.

  • @sanuhansda8734
    @sanuhansda8734 2 ปีที่แล้ว +9

    আমাদের প্রাণের পুরুলিয়া❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @goutamacharya8047
    @goutamacharya8047 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @ankitshantikari4502
    @ankitshantikari4502 8 หลายเดือนก่อน

    Khub valo laglo video ta ami agew giye6i but history ta oto vlo jantom ni

  • @lopamudraachowdhury3666
    @lopamudraachowdhury3666 2 ปีที่แล้ว

    Dada darun lage , apnara video,..

    • @GhurteFirte
      @GhurteFirte  2 ปีที่แล้ว

      অনেকদিন পর কমেন্ট পেলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ