মিকাত কয়টি ও কি কি? বিমানে মিকাত ও ইহরাম বাঁধার নিয়ম

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2023
  • #মিকাত #মিকাত_জেদ্দা #মিকাত_তায়েফ #মিকাত_মদিনা #মিকাত_রিয়াদ #মিকাত_আলকাসিম
    #8Miqat #miqat_location #miqat #meeqat
    সম্মানিত দশকগন আসলামুয়ালাইকুম -Middle east speak এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা
    আজ এই ভিডিও এর মাধ্যমে আমরা জানবো
    মিকাত কি ?
    কোন অঞ্চলের হাজীগন কোথায় ইহরাম বাঁধেন বা বাঁধবেন?
    মিকাত কেন গুরুত্বপূন্য?
    ইহরাম কি?
    ইহরাম কোথায় বাধতে হয়?
    মীকাত হল সেই স্থান যেখানে হজ ও ওমরাহ পালনকারীরা ইহরাম বাঁধেন। ইহরাম হলো হজ্জ বা উমরার জন্য নির্ধারিত একটি পোশাক ও অবস্থা।
    মিকাত নামক নির্ধারিত স্থানগুলো অতিক্রম করার পূর্বেই ইহরাম অবস্থা ধারণ করতে হয়।
    ইহরামের নির্দিষ্ট পোশাক ও কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে।
    আমরা ৮ টি মিকাত স্থান উল্লেখ করেছি
    যেখান থেকে আপনি ওমরাহ ও হজের জন্য ইহরাম বাঁধতে পারবেন।
    আমাদের দর্শকদের স্বাচ্ছন্দ্যের ও ইনফরমেশন এর জন্য, আমরা ব্যাখ্যা সহ মীকাত অবস্থানের মানচিত্র ভিডিওতে দিয়েছি,
    যেখানে মক্কা থেকে সব মীকাতের দূরত্ব বলা হয়েছে।
    1) ধাত ই ইরাকঃ Dhat Irq Miqat
    ইরাক - ইরান দিক থেকে আগতদের জন্য,
    ধাত ই ইরাক মিকাত মক্কার উত্তর-পূর্ব দিকে প্রায় 94 কিমি দূরে।এটি মক্কা থেকে কুফা যাওয়ার পথে ওমরাহ এবং হজের জন্য ব্যবহৃত মিকাত অবস্থান।
    ধাত ইরাক মিকাত: Dhat Irq Miqat
    Location-www.google.com/maps/d/u/0/vie...
    2) ইয়ালামলাম মিকাতঃ Yalamlam Miqat
    এটি ইয়মেন থেকে আগতদের জন্য,এটি মক্কার দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে প্রায় 92 কিলোমিটার দূরে পাহাড় অঞ্চলে অবস্থিত।
    আপনি যদি ভারত, পাকিস্তান, চীন, জাপান এবং অন্যান্য সমুদ্রপথ থেকে আসছেন
    তবে এই জায়গাটি আপনার মিকাত অবস্থান হবে।
    ইয়ালামলাম মিকাত লোকেশন
    Location-goo.gl/maps/tPbwfDLBatNLiwGH6
    3) মসজিদ জুল হুলাইফাঃ Miqat Masjid Dhul Hulifa
    মসজিদ যুল হুলাইফা মক্কা থেকে প্রায় 450 কিলোমিটার এবং মদীনা থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত।
    মসজিদ যুল হুলাইফা হল মদীনায় বসবাসকারী স্থানীয়দের জন্য মদীনার মিকাত অবস্থান।
    মসজিদ যুল হুলাইফা মিকাত Miqat Masjid Dhul Hulifa
    Location-goo.gl/maps/qQ9FBagWBCVkRSC58
    4) জুহ-ফাহ বা জুহপাত মিকাতঃ Juhfat Miqat
    এটি সিরিয়া, উত্তর আফ্রিকা, জর্ডান, মিশর এবং লেবানন থেকে ওমরাহ ও হজ করতে আসা হাজীদের জন্য।
    জুহহফা মিকাত মক্কার উত্তর-পশ্চিম অঞ্চল থেকে প্রায় 183 কিমি দূরে। শহরটি (গাদির খুম্ম )থেকে প্রায় 9 কিমি দূরে, যা রেড-সি এর কাছাকাছি। জেদ্দা থেকে মক্কাগামী লোকেরা এই স্থানে ইহরাম বাঁধে।
    জুহ-ফাহ বা জুহপাত মিকাত Juhfat Miqat
    location-goo.gl/maps/KtVaWzjnRbodSMDdA
    5)কারান আল মানাযিল
    -মিকাত তায়েফঃ Qarn al-Manazil (Miqat Taif)
    এটি তায়েফের কাছাকাছি অবস্থিত একটি পাহাড় সমন্বিত এলাকায় অবস্থিত । কারান আল-মানাজিল মুকাত আল সাইল আল কবির নামেও পরিচিত। কারান আল মানাজিল মক্কার পূর্ব দিকে প্রায় 94 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নজদ থেকে আগত হজযাত্রীদের জন্য মীকাত পয়েন্ট। নজদ অঞ্চল হলো উত্তরাঞ্চল রিয়াদ ও আলকাসিম পুরো প্রদেশ ।
    কারান আল মানাযিল (মিকাত তায়েফ) Qarn al-Manazil (Miqat Taif)
    Location-goo.gl/maps/rsNL1bJ5Yqo1djvx7
    6) মিকাত মক্কায় উমরাহ জন্যঃ Miqat in Makkah for Umrah
    যারা মক্কায় আছেন তাদের জন্য এই মিকাত বা যারা উমরাহ করছেন একবার আবার করবেন হারাম এলাকার
    বাহিরে গিয়ে ইহরাম বাঁধবেন তাদের জন্য।
    মক্কায় মিকাত অবস্থান তিনটেঃ
    মসজিদে আয়েশা মিকাত
    Location: goo.gl/maps/x5XYBKjQQ9Rss3
    মসজিদে আল জরানা-জ্বীন মসজিদ মিকাত
    Location: goo.gl/maps/d63n6ESkhSVMHAbm9
    মসজিদে হুদাবিয়া মিকাত
    Location: goo.gl/maps/7979x8KFpQtH7PA17A
    7)মিকাত জেদ্দা থেকে উমরাহঃ Miqat from Jeddah for Umrah
    এইটা আল-হিল এ অবস্থান , আল-হিল বলতে মিকাতের সীমানার মধ্যে থাকা এলাকাকে বোঝায়, যেমন জেদ্দা, খুলাইস, আল-জানুন এবং তানিম সবই আল-হিলের মধ্যে অবস্থিত এসব এলাকায় বসবাসকারী হাজীদের হারামের সীমানায় প্রবেশের আগে ইহরাম বাঁধতে হবে।
    ফলস্বরূপ,জেদ্দায় বসবাসকারী লোকেরা বা জেদ্দার বাসিন্দাদের জন্য মিকাত তাদের বাড়ি যা থেকে ইহরাম পরে।
    8)মিকাত বিমানে উমরাহ জন্যঃ Miqat in the Air Umrah
    উমরাহ পালনের জন্য সারা বিশ্ব থেকে মক্কায় ভ্রমণকারী তীর্থযাত্রীরা সাধারণত বিমানে মিকাত অতিক্রম করে।
    আপনি যখন বিমানে ভ্রমণ করছেন তখনও আপনার জন্য মিকাতের অবস্থান একই থাকে।
    পরামর্শ হলো ফ্লাইটে উঠার আগে ইহরাম পরার । যাতে মিকাত অবস্থান কাছাকাছি আসলে বিমানে ঘোষণা করা হলে আপনি নিয়ত করতে পারেন।
    সবাইকে অসংখ্য ধন্যবাদ - প্লিজ শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে।
    Follow on:
    Facebook- / middleeastspecks
    TH-cam- / @middleeastspeak
    ©️ This content is copyrighted to “Middle East Speak”, use or commercial display or editing of the content without proper authorization is not allowed.
    This channel dose not promotes any illegal content, all contents provided by this channel is meant for music and Entertainment purpose only.
    Disclaimer:
    The soundtrack which is used in the video are not belong to us. We never claim any copyright on them. We use this audio track for music and public entertainment purposes.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 in active her.

ความคิดเห็น •