Masaa Allah. Very nice and documented discussion. You have proved and cleared a very important and controversial issue. Jazak Allah khair. Thank you from the USA.
আপনাকে অসংখ্য ধন্যবাদ এ মাসালের জন্য একাধিক ওমরা করা যাবে এ কারণে ইনশাল্লাহ তৎকাল আল্লাহ ইন সা আল্লাহ আজকের আমি উমরার উদ্দেশ্যে জাবো দোয়া করবেন আমার জন্য আমি যেন সবার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাওফিক দান করে
Assalamualaikum, you explained properly, but if anyone go to Jeddah after crossing miqat and wear Ehram from airport or any Hotel in Jeddah is it allowed for him to perform Umrah. Please let us know your thoughts. Ameen.
আসসালামুয়ালাইকুম আমি একজন প্রবাসী রিয়াদে থাকি আমি দেশে চলে আসবো এখন নিজের জন্য ওমরাহ করার পর । আমার বাবার জন্য ওমরাহ করতে চাই এখন কি আমি আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে এসে বাবার জন্য ওমরাহ করতে পারবো
@@ExpartBangladesh ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি পারবেন। আয়শা মসজিদ থেকে ইহরাম বেধেও আপনার বাবার পক্ষ থেকে ওমরা করতে পারবেন। তবে উত্তম হয় তায়েফ থেকে ইহরাম বেধে আসা।
আসসালামু আলাইকুম। হুজুর আমরা কয়েকজন ওমরার নিয়ত করেছি আমরা নিজেরা হোটেল ভারা করেছি টিকেট কেটেছি এখন কি ভিসা করে গিয়ে ওমরা এবং বাইতুললায় শেষ দশকে ইতিকাফ করতে পারবো?
Ami janta cai kon masjid ah giya naki gosol kora umray jatah hoy atah na korla ki umrah hoba nah?ar umrar por jodi modina na jai tahola ki amr umrah hobana?plz ata amk janaban ami makkhay thakai 6 mass dora 3 bar umrah korci akbaro Madina jainai desha jawor agha Madina jawrot korvo akon ki amr agar 3 ta umra hoyni?
আমিতো আলহামদুলিল্লাহ একযুগ মক্কা- থাকা কালীন মদীনা রোড়ের তানাইম,জিরানা এমন কি তায়েফ থেকে তারিখ আল ছেইলস্হ মসজিদ থেকে এহরাম পড়ে বহুবার ওমরা করেছি। বিশেষ করে তানাইমের নব নির্মিত দর্শনী মসজিদটি যেহেতু কা'বার সবচেয়ে নিকটে এবং যোগাযোগ ব্যাবস্তারও ভালো, তাই সংখ্যাগরীষ্ঠ ওমরাকারিই এই তানাইম এ গিয়ে এহরাম বেঁধে আসে,, এখন আবার এসব বিদায়াৎ এর প্রশ্ন কেন?
আমি ৪/৫ বার করছি ঐ খান থেইকা ! খুবই সুজা.আপনি কাবা ঘড় থেইকা একটু হাটলেই বাস ইসটেশন আছে যা ঐ আয়শা মসজিদ আর কাবা পয্যনত যাতায়াত করে,তখন ভাড়া ছিল ১ রিয়াল !আপনি চাইলে প্রতিদন ২/৩ বার ওমরা করতে পারেন নিকট জনের জন্য !
সমগ্র বিশ্বের আলেমরা যদি বলেন যে যোহরের সলাত ছয় রাকাত ফরজ আদায় করলে কোনো দোষ নেই কারন রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তা নিষেধ করেননি তা হলে কি হবে ?
না, বুঝি নাই ভাই! আপনি স্পষ্ট বলেন আল্লাহর রাসূল স: বা সাহাবীরা এরকম করেনি। তাহলে আব্দুল্লাহ বিন বাজ রহ: বলুন আর যেই বলুন- দলিল ছাড়া কি করে সেটা আজ বৈধ হয়? আব্দুল্লাহ বিন বাজ আর যেই বলুন, সাহাবিদের জামানায় কেউ এটা করলেন না, আর এখন এটা বৈধ করার জন্য বললেন। বুঝে শুনে আমল এই হল?
ভাই আমার, বুঝার চেষ্টা করুন। স্বয়ং রাসুল সা. নিজে হিল তথা জিরানা থেকে ইহরাম বেধে উমরা আদায় করেছেন, আম্মাজান আয়শা রা. নিজে হিল তথা তানঈমে গিয়ে ইহরাম পরে উমরা আদায় করেছেন, সাহাবায়ে কেরামও হিলে গিয় ইহরাম পরেছেন। মোটকথা, মক্কা থেকে উমরা করতে চাইলে তাকে হিলে যেতে হবে। হিল বলা হয় মক্কার সীমানার বাইরের এলাকাকে। যেমন, আয়শা মসজিদ, জিরানা, আরাফা, হুদাইবিয়া ইত্যাদি এলাকাকে। খমাখা পেচানোর চেষ্টা না করি।
আয়শা মসজিদের নামই মসজিদে তানঈম আগের নাম এটা আগের নাম তবে আমার একটা প্রশ্ন হুজুরদের এত দ্বিমত কেন? হুজুর বললেন নবীজি বা সাহাব কেরামগন করেন নি তাহলে আমরা কেন করবো? জানতে চাই।
Masaa Allah. Very nice and documented discussion. You have proved and cleared a very important and controversial issue. Jazak Allah khair. Thank you from the USA.
আলহামদুলিল্লাহ খুবই তথ্যবহুল আলোচনা,
অনেক অনেক ধন্যবাদ । গুরুত্বপুর্ন তথ্য ।
আল-হামদুলিল্লাহ
খুবই সুন্দর তথ্যবহুল আলোচনা
ধন্যবাদ।
স্রুতের বিপরিতে হক্ব কথা দলিল ভিত্তিক পেশ করায় ৷ ধন্যবাদ ৷
جزاك الله خيرا
সুন্দর আলোচনা করে একটা গুরুত্বপূর্ণ মাসালা ব্যাখা করায় আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুকরিয়া ভাইয়া। আপনাকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আমীন।
اَلْحَمْدُلِلّٰهِ. مَاشَاأَللّٰهُ جَزَكُمُ اللّٰهُ خَيْرًا.
আমি জটিলতায় যেতে চাই না। যেহেতু আমি অনেক কম বুঝি, তাই।
আলহামদুলিল্লাহ।
ফি আমানিল্লাহ।😮
শুকরিয়া
شکریہ...
আমিন, কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক কেয়ার হলাম,ভালো লাগলো।।আল্লাহ তায়ালা আমাদের সকলের হজ্জ ও ওমরা কবুল করুন।। আমিন।
অনেক শুকরিয়া ভাইয়া। আমিন।
ماشاء الله جزاك الله خيرا ممتاز
امين
❤❤❤ আলহামদুলিল্লাহ
আপনাকে অসংখ্য ধন্যবাদ এ মাসালের জন্য একাধিক ওমরা করা যাবে এ কারণে ইনশাল্লাহ তৎকাল আল্লাহ ইন সা আল্লাহ আজকের আমি উমরার উদ্দেশ্যে জাবো দোয়া করবেন আমার জন্য আমি যেন সবার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাওফিক দান করে
আমিন।
মাশাআল্লাহ
শুকরিয়া
Assalamualaikum, you explained properly, but if anyone go to Jeddah after crossing miqat and wear Ehram from airport or any Hotel in Jeddah is it allowed for him to perform Umrah. Please let us know your thoughts. Ameen.
হে আল্লাহ্ হজ্জ উমরা করার ব্যাবস্হা করেন আমিন
আমিন।
আসসালামুয়ালাইকুম আমি একজন প্রবাসী রিয়াদে থাকি আমি দেশে চলে আসবো এখন নিজের জন্য ওমরাহ করার পর । আমার বাবার জন্য ওমরাহ করতে চাই এখন কি আমি আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে এসে বাবার জন্য ওমরাহ করতে পারবো
@@ExpartBangladesh ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
জি পারবেন। আয়শা মসজিদ থেকে ইহরাম বেধেও আপনার বাবার পক্ষ থেকে ওমরা করতে পারবেন। তবে উত্তম হয় তায়েফ থেকে ইহরাম বেধে আসা।
আসসালামু আলাইকুম। হুজুর আমরা কয়েকজন ওমরার নিয়ত করেছি আমরা নিজেরা হোটেল ভারা করেছি টিকেট কেটেছি এখন কি ভিসা করে গিয়ে ওমরা এবং বাইতুললায় শেষ দশকে ইতিকাফ করতে পারবো?
সহমত ১০০%
যাজাকাল্লাহ ৷
শুকরিয়া।
In which hijra year our prophet Muhammad SW performed Omra from junan Mosque taking Ehram?
Thanks.
You're welcome
আলহামদুলিল্লাহ।
আপনি ঠিক বলেছেন
খুবই সয়ায়ক তথ্য।
এক কথায় উত্তর দিন, আয়শা মসজিদ থেকে ওমরা করলে সঠিক হবে কিনা। হাদিস নম্বর কুট করেন।
হেডিং এ আয়েশা মসজিদের কথা লিখলেন কিন্তু হবে কি না তা বলেন নাই। মসজিদে তানয়িম মনে হয় বিশ বার বলেছেন আয়েশা মসজিদ একবারও বললেন না কেনো?
ভাই আপনি না শুনেই মন্তব্য করে ফেললেন! আবার খেয়াল করে শুনুন জবাব পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
জাহাংগীর ভাই উনি মসজিদে তানয়ীম যেটা বলছেন সেটাই আয়শা মসজিদ, এটা মাথায় রেখে ভিডিও দেখেন আশা করি উত্তর টা বুঝতে পারবেন।
Masjid Taneem and masjid Aysa (Ra) is the same masjid.
Ami janta cai kon masjid ah giya naki gosol kora umray jatah hoy atah na korla ki umrah hoba nah?ar umrar por jodi modina na jai tahola ki amr umrah hobana?plz ata amk janaban ami makkhay thakai 6 mass dora 3 bar umrah korci akbaro Madina jainai desha jawor agha Madina jawrot korvo akon ki amr agar 3 ta umra hoyni?
ভাই, দয়া করে বাংলায় লেখেন। অথবা ইংরেজি ভাষায় লেখেন।
Its better to do more tawaf than do Omrah Ehram from Masjid Ayesha/Taanim.
আচ্ছালামুয়ালাইকুম হুজুর! মসজিদে তানয়িম এবং আয়েশা মসজিদ একই মসজিদ। তানয়িম জায়গার নাম আর আয়েশা মসজিদের নাম।এটা পরিস্কার করে দিবেন। আচ্ছালামুয়ালাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম। ধন্যবাদ। ঠিকই বলেছেন। মসজিদে তানঈম এবং আয়শা মসজিদ একই মসজিদ। আমার আলোচনায় বিষয়টার উল্লেখ রয়েছে।
হুজুর আমি London থাকি এখানে আমাদের মসজীদের ইমাম সাবকে জীগাস করে ছিলাম আয়েশা মসজিদ থেকে এহরাম বাদলে হবে কিনা তিনি বললেন হবে না
ইমাম সাহেব সম্ভবত অন্য কোন ফিকহ মেনে চলেন।
তবে, অন্য ফিকহ অনুযায়ী এভাবে উমরাহ হবে।
তাহা হইলে এই নিয়ম কে তৈরি করেছে।
এমনি এমনি কি আয়শা মসজিদের কথা আসছে?
Thik.
আমি মক্কায় আছি এখন উমরাহ করলে কি আয়েশা মসজিদে যেতে হবে, না গিয়ে উমরাহ করলে সহীহ হবে কিনা
ওমরা করতে হলে আপনাকে মক্কার বাইরে যেতে হবে। সেটা আয়শা মসজিদ হোক অথবা মসজিদে জিরানাই হোক।
এক সাথে ২বার উমরা করলে কী আবার আয়শা মসজিদ যেতে হবে...?
আমিতো আলহামদুলিল্লাহ একযুগ মক্কা- থাকা কালীন মদীনা রোড়ের
তানাইম,জিরানা এমন কি তায়েফ থেকে তারিখ আল ছেইলস্হ
মসজিদ থেকে এহরাম পড়ে বহুবার
ওমরা করেছি। বিশেষ
করে তানাইমের নব নির্মিত দর্শনী মসজিদটি যেহেতু কা'বার সবচেয়ে নিকটে এবং যোগাযোগ ব্যাবস্তারও
ভালো, তাই সংখ্যাগরীষ্ঠ ওমরাকারিই এই তানাইম এ গিয়ে
এহরাম বেঁধে আসে,, এখন আবার এসব
বিদায়াৎ এর প্রশ্ন কেন?
সৌদি আরব মক্কা শহরের ইমাম
Devon Ferguson definition
যেখানে আল্লাহর নবীর বিধান রয়েছে সেখানে ফোকাহে অথবা যত বড় আলেম হউক তার বিধান দেওয়ার অধিকার ও নাই আর আমরা সুনবোওনা।
আমি ৪/৫ বার করছি ঐ খান থেইকা ! খুবই সুজা.আপনি কাবা ঘড় থেইকা একটু হাটলেই বাস ইসটেশন
আছে যা ঐ আয়শা মসজিদ আর কাবা পয্যনত যাতায়াত করে,তখন ভাড়া ছিল ১ রিয়াল !আপনি চাইলে
প্রতিদন ২/৩ বার ওমরা করতে পারেন নিকট জনের জন্য !
যত বার ওমরাহ করবো ততই বার যেতে হবে আয়শা মসদিদ
ফ্রি বাস আয়েশা মসজিদ থেকে বাইতুল্লাহ
জীবিত মানুষের ওমরাহ করা যাবে কি না
যাবে ভাই, কোন সমস্যা নেই।
যারা ফরজ ও নফল এর পার্থক্য বুঝতে পারে না। তাদের সম্পর্কে কিছু বলা বা ফতোয়া গ্রহন ঠিক হবে না।
প্রথম বলেছেন রাসুল সা: বা তার কোন সাহাবা এটা করেন নি?তাহলে কি করে আলেমগন মত দিবে???কিছু সংখিপ্ত করায়/সঠিক টা পৌছতে পারেনি
সমগ্র বিশ্বের আলেমরা যদি বলেন যে যোহরের সলাত ছয় রাকাত ফরজ আদায় করলে কোনো দোষ নেই কারন রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তা নিষেধ করেননি তা হলে কি হবে ?
আলেমরা এমন বেআকলী আর বেইলমী কথা অতিতেও বলেননি, ভবিষ্যতেও বলবেন না। তাাঁরা সেখানেই কথা বলেন যেখানে কথা বলার প্রয়োজন বা সুযোগ রয়েছে। এজন্যেই তারা আলেম।
Yes , you are correct. Nowadays we are busy to create fitna and fasad. Ameen.
যেটা মহা নবী সঃ ও সাহাবী রাঃ রা যেটা করেন নি সেটা সব ওলামারা এক হলেও কি সম্ভব ন সেটা করা যাবে
হুজুর আপনার নাম্বার টা দেন
না, বুঝি নাই ভাই!
আপনি স্পষ্ট বলেন আল্লাহর রাসূল স: বা সাহাবীরা এরকম করেনি। তাহলে আব্দুল্লাহ বিন বাজ রহ: বলুন আর যেই বলুন- দলিল ছাড়া কি করে সেটা আজ বৈধ হয়?
আব্দুল্লাহ বিন বাজ আর যেই বলুন, সাহাবিদের জামানায় কেউ এটা করলেন না, আর এখন এটা বৈধ করার জন্য বললেন।
বুঝে শুনে আমল এই হল?
ভাই আমার, বুঝার চেষ্টা করুন। স্বয়ং রাসুল সা. নিজে হিল তথা জিরানা থেকে ইহরাম বেধে উমরা আদায় করেছেন, আম্মাজান আয়শা রা. নিজে হিল তথা তানঈমে গিয়ে ইহরাম পরে উমরা আদায় করেছেন, সাহাবায়ে কেরামও হিলে গিয় ইহরাম পরেছেন। মোটকথা, মক্কা থেকে উমরা করতে চাইলে তাকে হিলে যেতে হবে। হিল বলা হয় মক্কার সীমানার বাইরের এলাকাকে। যেমন, আয়শা মসজিদ, জিরানা, আরাফা, হুদাইবিয়া ইত্যাদি এলাকাকে। খমাখা পেচানোর চেষ্টা না করি।
আমি করেছিলাম জানিনা কি হয়েছে
আয়শা মসজিদের নামই মসজিদে তানঈম আগের নাম এটা আগের নাম তবে আমার একটা প্রশ্ন হুজুরদের এত দ্বিমত কেন? হুজুর বললেন নবীজি বা সাহাব কেরামগন করেন নি তাহলে আমরা কেন করবো? জানতে চাই।
السلام عليكم ورحمة الله
আপনি বললেন রাসুল সাঃ থেকে এবং সাহাবীদের দ্বারা এই আমল প্রমানিত নয় ।
কেউ কেউ বলেছেন তা বলা হয়েছে,
একটা লোক কয় টা ওমরাহ করতে পারবে
বিতর্ক আছে বৈকি।
Resul or sahabi gon koresen kina.
Sokriya
ভুল আলো চনা
আয়েশ মসজিদের কথা একবার ও বলেননি। কিছু বুঝতে পারিনি। কারন ডুমি আয়েশ মসজিদে নাম এহরাম হবে কি হবে না তা বলনি। স্পট করে বল
এখন হাজার হাজার লোক আইশা মসজিদে এহরাম পড়ে উমরা করছে।আমিও করেছি।
ঠিকাছে, সমস্যা নেই। উমরা হয়ে যাবে ইনশাআল্লাহ।