Skills vs Education in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2022
  • শিক্ষাশ্রম | সার্টিফিকেট নাকি দক্ষতা | Skills vs Education in Bangladesh
    Training refers to an act of inculcating specific skills in a person. Education is all about gaining theoretical knowledge in the classroom or any institution. Training is a way to develop specific skills, whereas education is a typical system of learning.
    For BUSINESS, contact: voiceofdhaka.com.bd@gmail.com
    শূন্য থেকে একজনকে স্কিলফুল হিসেবে চাকরি পাওয়ার জন্য যা যা লাগে তার সবকিছুই ধরে ধরে শিখানো হবে প্রোগ্রামিং হিরোর কোর্সে ।
    ওয়েবসাইট লিংকঃ web.programming-hero.com/
    successful hired students:
    / albums
    media/set/?s...
    media/set/?s...
    media/set/?s...
    আমাদের আরও কিছু ভিডিওঃ
    পদ্মা সেতুর টোল নিয়ে এত কথা কেনো? | PADMA BRIDGE TOLL | Padma Shetu :
    • Video
    রাশিয়ান হ্যাকারেরা কেনো বিশ্বের সেরা? | Why Russians are Winning in This Field?:
    • Why are Russian Hacker...
    বাংলাদেশের অবস্থাও কি শ্রীলংকার মতো হতে যাচ্ছে? | The Economic Crisis in Sri Lanka:
    • Video
    ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি - যুদ্ধের ফল না সিন্ডিকেট? | Rising Price of Edible oil:
    • Video
    অর্থনীতি যখন রোগে ভুগে | Dutch Disease Explain in Bangla:
    • Dutch Disease | Diseas...
    To Subscribe Voice of Dhaka:
    tinyurl.com/y39h9jon
    Follow Voice of Dhaka on Facebook:
    tinyurl.com/yy6yjjm4
    Follow Voice of Dhaka on Twitter:
    / voice_dhaka

ความคิดเห็น • 804

  • @ProgrammingHero
    @ProgrammingHero 2 ปีที่แล้ว +685

    হার্ডওয়ার্ক করলে লাইফ ইজি। হার্ডওয়ার্ক না করলে লাইফ কঠিন।
    তাই: হয় ভালো করে পড়ো। না হয় মোটামুটি ভালোভাবে পড়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এ ফোকাস করো। অন্তত একটা লাইনে হার্ডওয়ার্ক করো। সিরিয়াস কমিটমেন্ট নিয়ে লেগে থাকো তাহলে একটা না একটা কিছু করা যাবে।
    ক্যারিয়ার বা প্রফেশন অবশ্যই সেট করতে হবে। সেটা না করে কোন উপায় নাই। সেটার জন্য হার্ডওয়ার্ক যতো সিরিয়াসলি করতে শুরু করবে (সেটা যে লাইনেই হোক না কেন) সেটার ফল পাবেই।

    • @splashcc1529
      @splashcc1529 2 ปีที่แล้ว +31

      অনেক ভালোভাবে পড়ে যে স্টুডেন্টটা সিজি হাইয়েস্ট তোলে।আদৌ কি তার মূল্যায়ন পুরোপুরি করা হয়?

    • @arrafi8798
      @arrafi8798 2 ปีที่แล้ว +14

      Eto skill r clg korte giya ami 9 din jor
      ... Teacher der giye bojay dite bolle friend der kas theke boija nite bole ...itz called POLYTECHNIC INSTITUTE

    • @docilelikewintercatfish9897
      @docilelikewintercatfish9897 2 ปีที่แล้ว +4

      Big fan grandma.

    • @Jhinku_Sadman
      @Jhinku_Sadman 2 ปีที่แล้ว

      ​@@arrafi8798 kon polytechnic??

    • @jogadishbanik9055
      @jogadishbanik9055 2 ปีที่แล้ว

      দিনশেষে টাকা না কামাইলে তোমার পাত্তা নাই। তুমি টাকা কামাও, কেউ দেখতো না তুমি শিক্ষিত নাকি অশিক্ষিত।

  • @issac746
    @issac746 2 ปีที่แล้ว +155

    প্রথমত , এদেশের সবাই শুধু সরকারি চাকরির খোঁজ করে। কারণ তারা ঝুঁকি নিতে উৎসাহী না বা পরিবার থেকেও ঝুঁকি নিতে দে না। আর একটা দেশ চাইলেও তার সব নাগরিক কে চাকরি দিতে পারবে না। সেটা সম্ভব না।
    তো এখানেই আসে উদ্যোক্তা দের কথা।
    একটা ব্যাবসা কয়েক হাজার মানুষ কে কর্মসংস্থান দে। কিন্তু বাংলাদেশ এ এরকম ব্যাবসা খুব ই কম।
    তারপর আসে সার্টিফিকেট ভিত্তিক পড়ালেখা।
    কোনো দক্ষতা নেই কিছু নাই। আছে শুধু কাগজের সার্টিফিকেট।
    জা কোনো কাজের ই না।
    তো বেকারত্ব দূর করতে হলে , সরকার কে উদ্যোক্তা দের সাহায্য করতে হবে তাদের উৎসাহী করতে হবে। তারপর ছাত্রদের যোগ্য করে গড়ে তুলতে হবে..

    • @mdjisankhan6956
      @mdjisankhan6956 2 ปีที่แล้ว +8

      Jak apni kichu ekTa valo bolchen ta hole......valo laglo...

    • @justabusinesssavvyguyfromb8612
      @justabusinesssavvyguyfromb8612 2 ปีที่แล้ว +8

      Removing pensions in govt jobs might make them stop chasing after these lol

    • @AbdurRahman-sz1dt
      @AbdurRahman-sz1dt 2 ปีที่แล้ว

      @@justabusinesssavvyguyfromb8612 you are right bro...

    • @dare_5539
      @dare_5539 2 ปีที่แล้ว +3

      Moner kotha bollen Bhai, manush jhuki nite chayna, deshe entrepreneur kom, creativity kom…ami to dekhi e amder class er sby shudhu notes pore, mukhosto kore ekdm robotic style, kono creativity nai, Janina boro hoye ki korbe era

    • @sakibmunshi7509
      @sakibmunshi7509 2 ปีที่แล้ว +4

      আমার জানা এরকম অনেক লোকই আছে যারা শুধুমাত্র তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক বড় পদে দায়িত্বরত আছেন কিন্তু বর্তমানে ওই পদে আপনাকে কাজ করতে গেলে হলে কমপক্ষে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং বিবিএ বা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া সম্ভাব না।

  • @samadsk7397
    @samadsk7397 2 ปีที่แล้ว +111

    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ৷ খুব শীঘ্রই সম্পূর্ণভাবে বদলে ফেলা উচিত ৷😌😌 না হলে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পিছিয়ে যাবো শুধু শিক্ষা ব্যবস্থার কারণে ৷😌😌 তাই বাংলাদেশ সরকারের উচিত উন্নত দেশগুলির আদলে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা ৷🙂🙂খুব দ্রুত ৷

    • @akashroy7759
      @akashroy7759 2 ปีที่แล้ว +2

      Thik bolechen vai

    • @aymanferdous9798
      @aymanferdous9798 2 ปีที่แล้ว

      Pore dekha jabe je india er ta korse india er sikkha babostha amader cheye kharap

    • @amirhamja4840
      @amirhamja4840 ปีที่แล้ว +1

      Right

    • @user-gl5yt9dq8v
      @user-gl5yt9dq8v 3 หลายเดือนก่อน

      তো আপনি কি দেখছেন না নতুন কারিকুলাম টা চালু করা হয়েছে। 2023 সাল থেকে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চালু হচ্ছে নতুন কারিকুলাম। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম চালু হবে

  • @PenDinGYT
    @PenDinGYT 2 ปีที่แล้ว +57

    Thanks Voice Of Dhaka কে এতো সুন্দর ভাবে বিশ্লেষণ করে ভিডিওটি বানানোর জন্য 🥀 ৷ আমার কয়েকটি বিষয় নিচে বলছি যেগুলো নিয়ে ভিডিও বানালে খুশি হতাম ৷
    ১. বিশ্ববিদ্যালয় গুলোতে যারা রাজনীতি করে তারা কতটুকু উন্নতি করতে পেরেছে ৷
    ২. Dark Web এ কি শুধু খারাপ দিক আছে নাকি ভালো কিছুও আছে ৷
    ৩. ১৯৭১ সালে যুদ্ধের সময় ভারতের অবদান এবং তারার কি লাভ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে ৷
    ৪. বাংলাদেশের খেলাধুলায় দুর্নীতি
    ৫. বাংলাদেশের পুলিশদের দেখলে আমরা নিরাপদ থাকার চিন্তা না করে ভয়ে থাকি কেন ৷ পুলিশদের থেকে আমরা কী কী আশা করতে পারি ? কি কি সেবা আমরা তাদের থেকে পেতে পারি ?
    ৬. ছোট বেলা থেকে আমাদের মা-বাবা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখায় ৷ যেটা আমাদের মানসিকতায় কি প্রভাব ফেলে ?
    ৭. আমরা কি শুধু বাইরের দেশের পন্য এর উপর নির্ভর থাকবো নাকি চায়নার মতো আত্মনির্ভর হতে পারবো ৷ আত্মনির্ভর হতে হলে কোন দিক গুলো আমাদের উন্নতি করতে হবে ৷
    যদি ভালো লাগে যে কোনো একটি বিষয় নিয়ে ভিডিও বানালে খুশি হতাম 😊🥀 ভিডিওগুলো পার্ট পার্ট করে বানালে আরো ভালো হবে
    আমি বাংলাদেশের #EnayetChowdhury #KhalidFarhan #LabidRahat #NafeesSalim ভিডিও Follow করি
    এবং India তে #DhruvRathee #NitishRajput #KhanSir #AbhiandNiyu কে Follow করি
    তারা সবাই অনেক গুছিয়ে পার্ট করে ভিডিও বানায় ৷ Sponsor টি হঠাৎ ভিডিও এর মাঝখানে দেওয়া উচিত হয় নাই Instance Moment এ
    By The Way
    Love From Cumilla

    • @ornab8392
      @ornab8392 2 ปีที่แล้ว +1

      Yes

    • @botgaming7488
      @botgaming7488 2 ปีที่แล้ว +3

      জি ভাই এগুলো নিয়ে বানালে ভালো হবে আমি মনে করি

    • @foodieshowsbd9471
      @foodieshowsbd9471 2 ปีที่แล้ว +1

      Right 👍

    • @ajairagaming6452
      @ajairagaming6452 2 ปีที่แล้ว

      Hmm Bhai Banan Agula Niye

    • @asmahusna1028
      @asmahusna1028 2 ปีที่แล้ว

      Yes

  • @sayedislam5089
    @sayedislam5089 2 ปีที่แล้ว +26

    ৮ মিনিট ৪৫ সেকেন্ড চোখের পলকে শেষ হয়েগেল। ধন্যবাদ Voice of Dhaka কে.!
    ভালবাসা অবিরাম আপনাদের জন্য।
    ❤️❤️❤️❤️

  • @saifsadat3323
    @saifsadat3323 2 ปีที่แล้ว +82

    বাংলাদেশে সুষ্ঠু শিক্ষা পরিবেশ তৈরিতে , শিক্ষা ব্যবস্থার উপর আরো Dedicated Video চাই।

  • @MahadiHasan-oh7zb
    @MahadiHasan-oh7zb 2 ปีที่แล้ว +33

    আমি Hsc শেষে বাংলাদেশের একটি সনামধর্ন কোম্পানিতে চাকরি করি।আমার কাজ Delivery & Distribution যাতে আমি যথেষ্ট দক্ষ বলে আমি মনে করে।এমনকি আমি Shift In Charge এর দায়িত্ব পেয়েছি তবে আমি যদি ডিগ্রি না নিতে পারি তবে উঠার সুযোগ নেই এটাই মেনে নিতে হচ্ছে
    Skills and Experience থাকা সত্যেও ডিগ্রির জন্য আটকে আছি।

    • @Agontuk_0.00
      @Agontuk_0.00 ปีที่แล้ว

      তারমানে দুইটাই দরকার 🙂

  • @AkashBani
    @AkashBani 2 ปีที่แล้ว +10

    “যাদের নিজের কোন যোগ্যতা
    থাকে না তারাই অন্যদের নিয়ে
    বেশি সমালোচনা করে।”

  • @chistiahmed3899
    @chistiahmed3899 2 ปีที่แล้ว +57

    আপনার ভিডিওতে অনেক শিক্ষনীয় বিষয় থাকে। যা আমাদের উপক্রিত করে। love brother💓💓💓

  • @najmulrafi4007
    @najmulrafi4007 2 ปีที่แล้ว +16

    অত্যন্ত ধন্যবাদ এই টপিকটা কে তুলে ধরার জন্য। বাংলাদেশের এই এডুকেশন সিস্টেম টা চেঞ্জ করার জন্য সবাইকেই পদক্ষেপ নিতে হবে।

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 2 ปีที่แล้ว +195

    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে যেমন পড়ালেখার পাশাপাশি কেরাতি বডি মার্শাল এসব শিখতে হবে জাতীয় সবারে শারীরিক দক্ষতা তৈরি হয় ভবিষ্যতে কারো চাকরি না হলে যেন তারা পরিশ্রম করে খেতে পারে সেজন্য শারীরিক দক্ষতা স্কুল জীবন থেকেই স্কুল পর্যায়ে তৈরি করা সরকারি নির্দেশনা কঠিনভাবে জারি করা উচিত

    • @rhholmes9513
      @rhholmes9513 2 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @BCS_DREAMERS
      @BCS_DREAMERS 2 ปีที่แล้ว +26

      already এক ছাগল হেসে গেছে। দেশটাই ছাগলে ভরপুর

    • @suhanahmedjoni7821
      @suhanahmedjoni7821 2 ปีที่แล้ว +23

      এইজন্য ত সরকার শারীরিক শিক্ষা শুধু বই ই চালু করছে।🙂

    • @ehs3791
      @ehs3791 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @imrafid
      @imrafid 2 ปีที่แล้ว +17

      আসলে আমাদের সবই ঠিকঠাক আছে কিন্তু কোন কিছুর পদ্ধতি ঠিক নাই।‌

  • @hasanmehidejoy510
    @hasanmehidejoy510 ปีที่แล้ว +19

    Top 3 essential things to learn-
    1.Grooming
    2.Communications
    3.Writing Speed/English

    • @muhammadisaac07
      @muhammadisaac07 7 หลายเดือนก่อน

      I totally agree 👍👍

  • @farjana8833
    @farjana8833 2 ปีที่แล้ว +130

    আমাদের দেশ পাতার পাতা বই মুখস্ত করে বি সি এস দিতে পারলেই আমরা সেরা এই মনোভাবে বিশ্বাসী🥴🥴

    • @AbdurRahman-sz1dt
      @AbdurRahman-sz1dt 2 ปีที่แล้ว +2

      আসলেই ঠিক বলেছেন ভাই।

    • @IEFGYTFP
      @IEFGYTFP 2 ปีที่แล้ว

      Farjana apnr mukh-vecki 🤣🤣🤣

    • @Subaldutta007
      @Subaldutta007 2 ปีที่แล้ว +1

      Sotto

    • @warrior...c....w...
      @warrior...c....w... 11 หลายเดือนก่อน

      উন্নত বিশ্বে এই ঘুণপোকা নামধারী বইপোকাদের তেমন মূল‍্য নাই।

    • @Cristiano77Youtube
      @Cristiano77Youtube 10 หลายเดือนก่อน

      100% Right 👍. I agree

  • @didarulalam153
    @didarulalam153 2 ปีที่แล้ว +4

    আপনার টপিক সিলেকশন দুর্দান্ত। অচিরেই বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিয়েটিভ চ্যানেল হিসেবে আত্নপ্রকাশ করবেন। আশা রাখছি।

  • @tahmidhossainnaeem5466
    @tahmidhossainnaeem5466 2 ปีที่แล้ว +11

    শতভাগ দক্ষতামূলক কারিগরি শিক্ষা এদেশে প্রতিষ্টিত করার জন্য বড়সড় আন্দোলন করা দরকার

  • @RAHAT_HOSSAIN_RATUL
    @RAHAT_HOSSAIN_RATUL 2 ปีที่แล้ว +14

    You are the best TH-camr I've ever seen in my life

  • @UnKnowPerSoN-
    @UnKnowPerSoN- 2 ปีที่แล้ว +13

    VOICE OF DHAKA চ্যানেলকে ধন্যবাফ এরকম শিক্ষনীয় ভিডিও আনার জন্য।

  • @WoW-_-shorts
    @WoW-_-shorts 2 ปีที่แล้ว +6

    আমি ভারত থেকে কিন্তু আপনার বেশির ভাগ ভিডিও দেখি♥️
    আপনার কথা 🔥🔥💥

  • @codermasum
    @codermasum 2 ปีที่แล้ว +65

    আলহামদুলিল্লাহ আমি দশম শ্রেণীতে পড়ি। এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট করতেছি এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে ফাইবার মার্কেটপ্লেস এ কাজ করছি।

    • @codermasum
      @codermasum 2 ปีที่แล้ว +1

      @@mokammelhossain7034 From SoroBindu 🥰

    • @irneaa
      @irneaa ปีที่แล้ว +1

      wow

    • @tmk8809
      @tmk8809 ปีที่แล้ว +5

      ভাই দরকার হলে পড়ালেখা অপশনাল করেন,
      স্কিল ডেভেলপমেন্টে সময় দেন

    • @irneaa
      @irneaa ปีที่แล้ว +1

      @@tmk8809 tai kora uchit amader

    • @warrior...c....w...
      @warrior...c....w... 11 หลายเดือนก่อน

      😇😇👍

  • @shomirdas749
    @shomirdas749 2 ปีที่แล้ว +15

    দক্ষতার বিকল্প নেই 💪

  • @musachy
    @musachy 2 ปีที่แล้ว +7

    দেশে সার্টিফিকেটের অভাব নাই, দক্ষতার অনেক অভাব, সেই সাথে কাজ করার মনমানসষিকতা রাখেনা অনেকে।

  • @tamimamujib274
    @tamimamujib274 2 ปีที่แล้ว +5

    অত্যন্ত শিক্ষামূলক ভিডিও 👌! এত ভালো মানের ভিডিও আমি খুব কম দেখেছি✨। অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ❤️। চাকরি প্রত্যাশীদের অবস্থা দেখে ভবিষ্যৎ প্রজন্মও লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে।

  • @fahadhossain2543
    @fahadhossain2543 2 ปีที่แล้ว +5

    এইসব বিষয় নিয়ে, আমরা আরও বেশি বেশি ভিডিও চাই। যাতে আমাদের যুব সমাজ বিষয় টা বুঝতে পারে।

  • @labibhossain5507
    @labibhossain5507 2 ปีที่แล้ว +20

    ডিগ্রি হলো মনের প্রশান্তি।
    আর দক্ষতা হলো জীবনের প্রশান্তি।

  • @sajibboidya2855
    @sajibboidya2855 2 ปีที่แล้ว +10

    Programming hero is awesome. Jhanker mahbub bhai is founder and CEO of programming hero . 🌼💖 I will join theri 7th batch web development course

  • @homosapiens_00
    @homosapiens_00 2 ปีที่แล้ว +1

    এমন একটা ভিডিও খুব করে চেয়েছিলাম, অবশেষে ভয়েস অফ ঢাকা খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করে ভিডিও দিলো, পুরো টিম কে ধন্যবাদ

  • @mohammadfahim558
    @mohammadfahim558 2 ปีที่แล้ว +3

    খুবই দরকারি ও গুরুত্বপূর্ণ আলোচনা। কয়েকদিন থেকেই বিষয়টা মাথায় ঘুরতেছিলো।

  • @ahmedalirepon3442
    @ahmedalirepon3442 2 ปีที่แล้ว +122

    বাংলাদেশ সরকারের উচিত কারিগরী শিক্ষার গুরুত্ব দেওয়া এবং অবহেলিত পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর দিকে নজর দেখা।

    • @AbuFaisalAshik
      @AbuFaisalAshik ปีที่แล้ว +3

      সঠিক

    • @mirzatorin2862
      @mirzatorin2862 ปีที่แล้ว +5

      এটা ঠিক। সাধারণ ডিগ্রি এখন আর কাজে আসে না।

    • @tajmaislamfema9820
      @tajmaislamfema9820 ปีที่แล้ว

      দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে একবার নজর দিলে দেখা যাবে যারা হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন তাদের নিজেদেরই দক্ষতার অভাব।তার ওপরে যেসব যন্ত্রপাতি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় তার বেশির ভাগই অচল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেগুলো রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না।এমতাবস্থায় কারিগরি শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষকদের ভালোভাবে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন সেই সাথে শিক্ষকের শুধু পাস করানোর দিকে নজর না শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদানের দিকে গুরুত্বারোপ করা প্রয়োজন।তবেই কারিগরি শিক্ষার সুফল পাবে এদেশের জনগণ।

    • @ashikpradhan5430
      @ashikpradhan5430 ปีที่แล้ว +3

      হুম

    • @alvialmahamud4389
      @alvialmahamud4389 ปีที่แล้ว +2

      @@Imran.Hossain7 ঠিক একদম ঠিক !!!!

  • @faiassalehin1115
    @faiassalehin1115 ปีที่แล้ว +16

    বাংলাদশের উচিত কারিগরি শিক্ষার প্রতি গুরত্বারোপ করা🍀

  • @khadizaakterritu6352
    @khadizaakterritu6352 2 ปีที่แล้ว +16

    আমি একজন এইচএসসি শেষ করা পরীক্ষার্থী আমি এখন ভর্তি পরীক্ষার যুদ্ধে আছি।আমি অনেক আগে থেকেই এই বিষয়টা নিয়ে চিন্তা-ভাবনা করছিলাম।আমার মতে আমি এবার শুধু কারিগরি শিক্ষাতে সবচাইতে বেশি মনোযোগ দিয়েছি আর আমাদের বাংলাদেশের কারিগরি শিক্ষার গুলো বলতে গেলে সম্পূর্ণভাবে কমপ্লিট না অনেক সমস্যায় জর্জরিত আমাদের সরকারের উচিত যে এই কারিগরি শিক্ষা গুলোকে অনেক একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। তা না হলে এই কারিগরি শিক্ষা আমাদের কোনো কাজে আসবে না। এছাড়া দেশেতো কারিগরি শিক্ষার কোন মূল্যায়ন করে না কেউ। আমি এবার ভর্তি পরীক্ষা বাদ দিয়ে স্কিল ডেভেলপমেন্ট এর দিকে উন্নয়ন করার জন্য চেষ্টা করছি, কারণ আমার মধ্যে আমি যদি এখন কোন পাবলিক ভার্সিটিতে ভর্তি হই তাহলে চার বছর পর আমি বেকার থাকব আমি কোন জব পাব না। সেই কথা মাথায় রেখে আমি আমার এই মূল্যবান চারটি বছর সময় আমি নষ্ট করতে পারিনা। কিন্তু আমাদের সমাজের নাইন্টি পার্সেন্ট ছেলে মেয়ে সবাই তাদের সরকারের দেখানো পথেই হাঁটছে আমার মনে হয়।

    • @kamrulislamshawon7109
      @kamrulislamshawon7109 2 ปีที่แล้ว +2

      আপনি কি রকম স্কিল ডেভলাপমেন্ট করেছেন.... বল্লে ভালো হয়...?

    • @mdabdullahalmamun567
      @mdabdullahalmamun567 ปีที่แล้ว +1

      You are absolutely right

    • @alishahmaria4838
      @alishahmaria4838 ปีที่แล้ว +1

      কি করছেন এখন?

  • @hridoymondol7488
    @hridoymondol7488 2 ปีที่แล้ว +6

    ধন্যবাদ ভাইয়া ভিডিওটা সকলের সামনে তুলে ধরার জন্য।

  • @hasibulwahabniloy6111
    @hasibulwahabniloy6111 2 ปีที่แล้ว +5

    underrated content creator of our country keep it up you are doing great 👍

  • @samudrasen8394
    @samudrasen8394 2 ปีที่แล้ว +16

    বাস্তবধর্মী,তথ্যবহুল, গুরুত্বপূর্ণ আলোচনা

  • @SACreation2580
    @SACreation2580 2 ปีที่แล้ว +7

    Voice Of Dhaka
    As unique content . unique skills .uniqe editing.Uniqe story

  • @md.taifhossain3694
    @md.taifhossain3694 2 ปีที่แล้ว +1

    Love VOICE OF DHAKA 💓
    Love Programming Hero 💓

  • @ImranHossain-tk2yz
    @ImranHossain-tk2yz 2 ปีที่แล้ว +8

    আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী নিজের প্যাশন ঠিক না করতে পারাটা বেকারত্বের অন্যতম কারন। সরকারি চাকুরী এই দেশের মানুষদের মাথা নষ্ট করে দিলো। যেই সময় সরকারি চাকুরী পাওয়ার পিছনে মানুষ ব্যয় করে সেই সময়টুকু স্কিল ডেভলপমেন্ট এ দিলে সে কোনদিন বেকার থাকবে না এইটা গ্যারেন্টেড।
    অটোমেশন পর্বের জন্য অপেক্ষায় রইলাম।🖤🖤

    • @alimshahriar1278
      @alimshahriar1278 2 ปีที่แล้ว

      ভাই তারাতাড়ি আমাকে ৪০ হাজার টাকা 💸 পাঠান । আমি ল্যাপটপ কিনবো আর skill ডেভলপমেন্ট করব । 🙃

    • @Flower66648
      @Flower66648 8 หลายเดือนก่อน

      ​@@alimshahriar1278 amaro lagbo😂😂😂

  • @SaifKhan-ft3ry
    @SaifKhan-ft3ry 2 ปีที่แล้ว +214

    ভাইয়া বাংলাদেশে সুইসাইড দিন দিন বাড়ছে এবং এর বেশীর ভাগ ই শিক্ষার্থী। এর জন্য মূলত দায়ী কে বা কারা পরিবার?সমাজ? রাজনৈতিক ব্যাবস্থা নাকি অন্য কিছু??

    • @MithunChandraRoyFB
      @MithunChandraRoyFB 2 ปีที่แล้ว +3

      .

    • @irfanH365
      @irfanH365 2 ปีที่แล้ว +46

      এর জন্য দায়ী, বাংলাদেশ এর শিক্ষা ব্যাবস্হা👨‍🏫👩‍🏫

    • @sawonsorker2251
      @sawonsorker2251 2 ปีที่แล้ว +14

      School ...................................................................

    • @noobsaibot47
      @noobsaibot47 2 ปีที่แล้ว +24

      আমার মতে এ জন্য দায়ী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা।

    • @dare_5539
      @dare_5539 2 ปีที่แล้ว +10

      Rag , prem piriti

  • @p4esmast3r5
    @p4esmast3r5 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভাবে এডটা প্রদর্শন করা হলো। এরকম ভাবে এড প্রদর্শন করা একটা অবিশ্বাস্য দক্ষতা

  • @NightalesWithSaif
    @NightalesWithSaif 2 ปีที่แล้ว +2

    From Video editing to concept 🔥 Top notch

  • @mehjabinmim7070
    @mehjabinmim7070 2 ปีที่แล้ว +1

    এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম।

  • @muhinahmed2007
    @muhinahmed2007 2 ปีที่แล้ว

    এই টপিকে আগে এত ভালো ভিডিও কখনো দেখিনি।

  • @user-ie4eo4rc2k
    @user-ie4eo4rc2k 7 หลายเดือนก่อน

    সুন্দর একটা টপিক নিয়েছেন। আপনাকে ধন্যবাদ! ❤️

  • @princeshekh2015
    @princeshekh2015 2 ปีที่แล้ว +1

    One of the best content creator 🥰🥰🥰❤️
    Love you brother 💖😚

  • @zubayer2097
    @zubayer2097 2 ปีที่แล้ว

    Your channel is better than most of our news channel

  • @bismillahcorporation3411
    @bismillahcorporation3411 2 ปีที่แล้ว +1

    A much needed content for nowadays ❤️

  • @etikonapaul8749
    @etikonapaul8749 2 ปีที่แล้ว +29

    Programming hero is one of the best course in Bangladesh.

    • @hridoyhossain3448
      @hridoyhossain3448 2 ปีที่แล้ว +1

      Sob Course Tooh Programing hero ooi kor a Say!!
      Ami Ooit k Kharp Bol C nah

    • @etikonapaul8749
      @etikonapaul8749 2 ปีที่แล้ว +1

      @@hridoyhossain3448 সব কোর্স তো প্রোগ্রামিং হিরো করায় না। তাদের শুধু ২টা কোর্স (১) মার্ন-স্ট্যক ডেভেলপমেন্ট (২) ফান্ডামেন্টালস অফ সিএসই।
      বাইরে থেকে অনেক কিছুই মনে হয়। শুধুমাত্র যারা প্রোগ্রামিং হিরোর স্টুডেন্টস তারাই জানে, আসলে প্রোগ্রামিং হিরো ঠিক কতটা এফোর্ট দেয়।
      ভালো থাকবেন।

    • @hridoyhossain3448
      @hridoyhossain3448 2 ปีที่แล้ว +1

      @@etikonapaul8749 Stack learner th-cam.com/users/StackLearner
      Aiitar khata Vul a Gelan Ki vabay?

    • @etikonapaul8749
      @etikonapaul8749 2 ปีที่แล้ว

      @@hridoyhossain3448 Stack Learner এর পাশাপাশি আনিসুল ভাই, সুমিত ভাই ও বাংলায় অনেক ভালো প্রোগ্রামিং বোঝায়।আর, নিয়মিত তাদের কেও ফলো করি। কিন্তু, বাংলাদেশে যতগুলো ওয়েব ডেভলপমেন্টের এর উপর কোর্স করায় তাদের ভিতর প্রোগ্রামিং হিরো সেরা। আর আপনি যদি প্রোগ্রামিং হিরোর কমিউনিটি গ্রুপটি লক্ষ্য করেন, তাদের স্টুডেন্টেস দের ফিডব্যাক দেখলেই বুঝবেন।

    • @_MohammodMahiIslam
      @_MohammodMahiIslam 2 ปีที่แล้ว

      বাল

  • @ImranHossain-qr5gr
    @ImranHossain-qr5gr 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও জন্য আমি অপেক্ষা করি।

  • @KamrulHasan-mu1ji
    @KamrulHasan-mu1ji 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ এই ভিডিওর জন্য এমন আরো ভিডিও চাই।

  • @swagatasahajitu2213
    @swagatasahajitu2213 2 ปีที่แล้ว +14

    Our companies and educational Institutions are not collaborating with each other. Neither in terms of research nor training. Thats a huge gap and thus graduates dont Understand what the employers are seeking as well as educational intuitions are not organizing their curriculum according to the company demand.

  • @mrstranger7584
    @mrstranger7584 2 ปีที่แล้ว +2

    নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে ভিডিও চাই!
    Love your videos ❤️

  • @abuyusufali1071
    @abuyusufali1071 2 ปีที่แล้ว

    স্যতি কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @tanvirbineusuf5301
    @tanvirbineusuf5301 2 ปีที่แล้ว +2

    এই বিষয়ে আরও গভীর আলোচনা চাই।আরো ভিডিও চাই ❤️

  • @kamrulhassan2942
    @kamrulhassan2942 2 ปีที่แล้ว

    Very informative video, thanks a lot voice of dhaka.

  • @theblackbosspro8957
    @theblackbosspro8957 2 ปีที่แล้ว +2

    Love u Vai । একটা কাজ নিয়ে ভিডিও বানান । যা পদক্ষেপ নেওয়া উচিৎ ।

  • @sifatgamingbd
    @sifatgamingbd 2 ปีที่แล้ว +3

    স্যার আপনি হচ্ছেন আমার ফ্যাভারেইট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর 😍 বিগ ফ্যান স্যার 🥰

  • @ahmedfoysal6776
    @ahmedfoysal6776 2 ปีที่แล้ว +1

    Waiting fo your video all time

  • @arikislam4505
    @arikislam4505 2 ปีที่แล้ว +2

    সময় উপযোগী একটি ভিডিও 🙂

  • @pritom5301
    @pritom5301 2 ปีที่แล้ว

    অনেক অপেক্ষিত ভিডিও❤️

  • @moinulislam3546
    @moinulislam3546 2 ปีที่แล้ว +3

    বাস্তবধর্মী,তথ্যবহুল, গুরুত্বপূর্ণ আলোচনা ♥️♥️

    • @abedreza8532
      @abedreza8532 2 ปีที่แล้ว

      উচিত ছিল ,‌কোন কোন দেশের কতো জন নাগরিক এই দেশে চাকরি করছে ।

  • @khalidhasanpranta2457
    @khalidhasanpranta2457 ปีที่แล้ว

    Appreciate about your sponsorship.

  • @amirmunna24
    @amirmunna24 ปีที่แล้ว

    অনেক সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন । অনেক অনেক ধন্যবাদ 🥰🥰🥰

  • @mikdadbiswas8777
    @mikdadbiswas8777 2 ปีที่แล้ว +4

    নেতা হিসাবে একজনকেই মানি,
    তিনি হচ্ছেন ১৮০ কোটি মুসলমানদের কলিজার টুকরো
    বিশ্ব নবী হয়রত মুহাম্মদ (সঃ)❣️

  • @mahedihasanrabbi8633
    @mahedihasanrabbi8633 2 ปีที่แล้ว

    একদম অসাধারণ ভিডিও,,,,

  • @chistiahmed3899
    @chistiahmed3899 2 ปีที่แล้ว +5

    যারা voice of dhakar চেহারা দেখতে চান, তারা এই কমেন্ট এ like দিয়া ভাসায়ে দিন👈👈👈

  • @mahbubshakil775
    @mahbubshakil775 2 ปีที่แล้ว

    আপনার ভিডিওর কথাগুলো খুব মনে ধরেছে আমার ভাল লাগছে ভাল লাগছে আশা করি এটা মেনে চলার চেষ্টা করব নি ভাল্লাগছে ভাল্লাগছে

  • @jahedulhasan9170
    @jahedulhasan9170 2 ปีที่แล้ว

    আপনার ভিডিও কোয়ালিটি অসাধারণ। 💞💞

  • @shahriaralim4859
    @shahriaralim4859 2 ปีที่แล้ว +1

    Right ভাই। আমরা দক্ষতা চাই।

  • @md.kh.s
    @md.kh.s 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ 😍

  • @Salehin_yt
    @Salehin_yt ปีที่แล้ว

    Tmr chanel onk useful for our country

  • @dulimollik2774
    @dulimollik2774 2 ปีที่แล้ว +20

    Thanks a lot.
    Very appreciated.
    One thing is interisting to me--
    " আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কতোগুলো বিভাগ আছে, বাস্তবে যার কোনো চাকরীর বাজার নেই?"
    এটা নিয়ে কি কোনো গবেষণা, প্রতিবেদন, জরীপ বা তথ্য জানা আছে?
    আর ওই শিক্ষার্থীরা পাস করে আসলে কি করে? - এমন তথ্য কি আছে কোথাও?
    Thanks again.

    • @shafirahman1367
      @shafirahman1367 2 ปีที่แล้ว

      এমন কোনো বিভাগ নেই যেখানে কোনো চাকরির বাজার নেই।
      ধন্যবাদ ❤️

    • @merajtalukder8932
      @merajtalukder8932 ปีที่แล้ว

      @@shafirahman1367 উনি বোঝাতে চেয়েছেন, সাবজেক্ট ভিওিক নেই। এছাড়া পুলিশ সাইন্স, লেদার টেকনোলজি, ফুড এন্ড সাইন্স ইত্যাদি পড়ে ব্যাংক, গার্মেন্টস এ ভালো চাকরি করতে দেখেছি,, কিন্তুু সাবজেক্ট ভেলু শূন্য,

  • @md.alamin6706
    @md.alamin6706 2 ปีที่แล้ว +7

    বিশ্ববিদ্যালয়ে বস্তাপচা বিষয়ে না পড়িয়ে...
    সেই বিষয় গুলো চাকরির জন্য প্রয়োজন... সেগুলো পড়ালেই তো হয়....

  • @fahim077
    @fahim077 2 ปีที่แล้ว

    Nice. This is maybe the longest advertisement of the world.

  • @arfan3526
    @arfan3526 2 ปีที่แล้ว +7

    @Voice of Dhaka ভাই ডিগ্ৰি(Bsc,BBA,BA) আর অনার্সের মধ্যে পার্থক্যগুলোর শিক্ষাব্যবস্থা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চাই 🖤✨

  • @tawseeftitaniumniloy3288
    @tawseeftitaniumniloy3288 2 ปีที่แล้ว +2

    Great video.

  • @dulavai2833
    @dulavai2833 ปีที่แล้ว

    অনেক সুন্দর একটা প্রতিবেদন।

  • @mdyousufali1777
    @mdyousufali1777 2 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ খাইরান ❤

  • @mdakramsk1193
    @mdakramsk1193 2 ปีที่แล้ว +1

    এর জন্য দায় আমরাই যেমন এখন ফোন টিপে আপনার ভিডিও দেখছি, যদি এই সময়টা বই নিয়ে পরতাম অথবা কারিগরি কিছু শিক্ষা গ্রহন করতাম তাহলে সত্যি জীবনে কিছু একটা করতে পারতাম,,

  • @imranhasan2256
    @imranhasan2256 2 ปีที่แล้ว

    Valo chilo Content ta 🖤

  • @muhinahmed2007
    @muhinahmed2007 2 ปีที่แล้ว

    অসাধারণ একটা ভিডিও!!!!

  • @evolved3329
    @evolved3329 2 ปีที่แล้ว

    Apanr videor sponser programming hero dekhe bhalo laglo

  • @binodonexpress00
    @binodonexpress00 3 หลายเดือนก่อน

    অসাধারণ ❤

  • @topetbd1440
    @topetbd1440 2 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @morsalinkausar
    @morsalinkausar 2 ปีที่แล้ว +1

    alhumdulillah ami happy. because I am a Batch 4 student of programming hero.

    • @shihabclasher7429
      @shihabclasher7429 2 ปีที่แล้ว

      Programming hero somporke aktu details bolen to

  • @tahsinbinod8852
    @tahsinbinod8852 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @najmulhossain8781
    @najmulhossain8781 2 ปีที่แล้ว +1

    Programming hero ❤

  • @mohammodalimamun4727
    @mohammodalimamun4727 ปีที่แล้ว

    Thanks bai.ielts ditesi . abroad na gele dese kissu korar try korbo.❤

  • @md.aminurislam3502
    @md.aminurislam3502 2 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও চালিয়ে যান

  • @omorpranjudeagaloomor5991
    @omorpranjudeagaloomor5991 ปีที่แล้ว

    Onak valo lag lo.Thank you.

  • @FarjanaJui004
    @FarjanaJui004 2 ปีที่แล้ว

    এগিয়ে যাও ভাই🙃🙏🖤

  • @illusionworldbangla
    @illusionworldbangla ปีที่แล้ว

    বাস্তবধর্মী,তথ্যবহুল

  • @hey_Sifu
    @hey_Sifu 2 ปีที่แล้ว +12

    To be very Honest,
    আমরা সবাই জানি, Programming Hero এর স্পন্সর করা ভিডিও এটা। স্পন্সর সহ ভিডিও করা খারাপ কিছু না। আর বাংলাদেশ এর মাঝে সবচেয়ে ভালো কোন কোর্স যদি থাকে তবে তা প্রোগ্রামিং হিরো এর। তবে সমস্যা হচ্ছে আপনি যখন ভিডিও আর স্পন্সর একত্র করতে যাচ্ছেন একটু সাবধানে করবেন দয়া করে। সবাই আপনার ভিডিও খুব মনোযোগ সহকারে দেখে সবসময়। যদি স্পন্সর এর এড দেওয়ার আগে বলে দেন যে এই ভিডিও এর স্পন্সর উনি, বা এই কোম্পানি তখন এই একটা লাইন বললে ই আমাদের ব্রেন আগে থেকে ই অই জিনিস টা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে আজকে যেইভাবে স্পন্সর কে দেখানো হয়েছে তা খুব অদ্ভূত পদ্ধতি। অনেক টা আগের কালের বাংলা সিনেমার মাঝে হটাৎ এড আসা টা যেমন বিরক্তিকর তেমন ই। আমরা সবাই ভিডিও এর ফ্লো তে ছিলাম হটাৎ বিনা নোটিশ এ এতখন ধরে এড দেওয়ায় অনেকে নিতে পারে নাই। স্পন্সর সব ইউটিউবার ই নেয় আমরা মোটামুটি সবাই এটা দেখে অভ্যস্ত তবে বিনা নোটিশ এ স্পন্সর কোন ভিডিও তে চলে আসার কালচার এর সাথে আমরা এখন ও তেমন ভাবে পরিচিত নাহ। তাই যত সমস্যা হচ্ছে।।।
    পরের বার আশা করি একটু সচেতন হবেন। আর আমার মনে হয় না কেও স্কিপ করবে ভয়েস অফ ঢাকার কোন স্পন্সর এর পার্ট।
    বিগ ফ্যান ভাই 😌✌️ বিগ ফ্যান 😌🖤

  • @rafikulIslam-mg5rb
    @rafikulIslam-mg5rb 2 ปีที่แล้ว +1

    Brother,,Your presentation style is lucrative. How a commonplace topic can be presented in a attractive way is a example this channel.... We keep waiting for next....

  • @muazbdvoice6892
    @muazbdvoice6892 ปีที่แล้ว

    খুব শীঘ্রই সম্পূর্ণভাবে বদলে ফেলা উচিত ৷😌 না হলে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পিছিয়ে যাবো শুধু শিক্ষা ব্যবস্থার কারণে ৷

  • @lovetune4850
    @lovetune4850 2 ปีที่แล้ว

    সটিক তথ্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

  • @akashakib6272
    @akashakib6272 2 ปีที่แล้ว +1

    Good concept...

  • @rafsanmahmud9942
    @rafsanmahmud9942 2 ปีที่แล้ว +7

    আমার কাছে ২০১৪ র একটা বায়োলজি বই আছে যেটা টোটাল ২৯৬ পেজের।
    এই বই এ ১ম অধ্যায় মাত্র ২৮ পেজ।দাম ১৪৫ টাকা।যে ভাই এর বই তিনি বর্তমানে ডাক্তার।আর আমি এখন ফাস্ট ইয়ারের ছাত্র।আমি সেই বায়োলজি বইটা কিনি ৩৯৫ টাকা দিয়ে।এটাতে ১ম অধ্যায় ৫২ পেজ অব্দি।পুরো বইটায় ৬২১ টা পেজ আছে।
    তো কথা হচ্ছে দেশে আগে ডাক্তার, ইন্জি বেশি ছিলো।এখন তো বইও বাড়ছে,টাকাও বাড়ছে,তাইলে আমরা এতো মোটো মোটা বই পড়েও বেকার কেন হইতেছি?????বেকারত্বের হার কেন বাড়বে বা বাড়তেছে???

  • @abs669
    @abs669 2 ปีที่แล้ว +1

    What a content!

  • @Mahmudhasan-nd3zk
    @Mahmudhasan-nd3zk 2 ปีที่แล้ว

    অনেক সুন্দর ভিডিও।

  • @arunsen7089
    @arunsen7089 11 หลายเดือนก่อน

    Nice explanation sir

  • @MdJoy88550
    @MdJoy88550 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য