নিশ্চই হত্যার হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। রেগিং বন্ধে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে চিরজীবন বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা না নিলে এমন অপকর্ম আরো বেশি করে হবে
আহারে কি সুন্দর ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তা আজ ইতিহাস ঐতিহ্য হয়ে গেছে। বড্ড কষ্ট হয় এমন সংবাদ পেলে। হে আল্লাহ কবে ফিরিয়ে দিবে আমাদের হারানো দিনগুলো ।
ভাই ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও।একটা মেয়ে যদি সাহস দেখাতে পারে তুমি কেন পারবে না। তোমার সাহসী ভূমিকাই পারে ন্যায় বিচার পেতে এবং অন্য কাউকে বিপদ থেকে দুরে রাখতে।
এসব অসভ্যতার জন্য একদিন শিক্ষার্থীরা ভার্সিটিতে পড়তে চাইবে না।আর বাবা, মা ও সন্তান কে দিতে চাইবে না।আর আমিতো বলব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সেলিনা নাসরিনের শাস্তি সবার আগে হোক।এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
ঐ শিক্ষার্থীর অভিযোগ তুলে নেওয়ার একটা ই কারণ, প্রানের ভয়ে , বাঁচার জন্য একজন মানুষ যা করতে হয়, তাই করেছে, নতুবা সে অভিযোগ তুলে নিতো না,,,আমি চাই অভিযোগ তুলে নিলেও অপরাধীরা যেন পার পেয়ে না যায়, ঐ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, এই আশায় করি।
শিক্ষার নামে এগুলো কি চলতেছে দেশে আইনকি এদেশ থেকে হারিয়ে গেল নাকি যে দেশের আইন নাই আইন মন্ত্রীর পদত্যাগ করা উচিত সময় আসুক ইনশাল্লাহ উচিত জবাব দেয়া হবে
বুঝতে হবে আগের ঘটনার সুবিচার হয়নি,,, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দিনে এরকম অপরাধ করতে ছেলেপেলেরা ভয় পাবে। দৃষ্টান্তমূলক শাস্তি একটাই বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হোক। আর যেন পড়াশোনা না করতে পারে সেভাবে ব্যবস্থা নেয়া হোক।
বাংলাদেশের বিচারব্যবস্থা বিচারকদের মতামত তদন্ত কমিটির মতামত আমি ঘটনার সম্পর্কে কিছুই জানিনা, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, কঠোর বিচার করা হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এগুলো শুনে হাসতে হাসতে
একটা প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে কি উপাচার্যের প্রশাসনিক দক্ষতা কম! কম থাকলে ট্রেনিং নিতে বাধ্য করা হোক, তা না হলে এসব কন্ট্রোল করতে পারছে না কেন উপাচার্য রা!
নিশ্চই হত্যার হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। রেগিং বন্ধে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে চিরজীবন বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা না নিলে এমন অপকর্ম আরো বেশি করে হবে
ছাত্র রাজনীতি বন্ধ করা হোক
Eta naki islamic country. Shame shame
@@halimakhanoom5558 আবাল ।
ইসলামি আইন থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে।
Atato rajnitina eta terrorism. Niti er birodde rokhe darate hobe. Shobai k
জড়িত পশুগুলোকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
Awamelige jotodin takbe ey bichar hobe na
শুধু ইউটিউবে প্রতিবাদ করা যাবে বাস্তবে প্রতিবাদ করা যাবেনা।
এই উপদেষ্টারা শুধু খাইতেই থাকবে , কোনো বিচার হবেনা।
Oder puruyanggo kete dewa hok
পড়াশোনার নামে বিশ্ববিদ্যালয়ে কি করানো হচ্ছে??
কিসের এতে উচ্চ শিক্ষা??
বনের পশুও তো তাদের থেকে অনেক ভালো!!!
আহারে কি সুন্দর ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তা আজ ইতিহাস ঐতিহ্য হয়ে গেছে।
বড্ড কষ্ট হয় এমন সংবাদ পেলে।
হে আল্লাহ কবে ফিরিয়ে দিবে আমাদের হারানো দিনগুলো ।
ভাই ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও।একটা মেয়ে যদি সাহস দেখাতে পারে তুমি কেন পারবে না। তোমার সাহসী ভূমিকাই পারে ন্যায় বিচার পেতে এবং অন্য কাউকে বিপদ থেকে দুরে রাখতে।
বলা সহজ করা কঠিন!
লাশ হয়ে ফিরতে পারে
অভিযোগ প্রত্যাহার নাকরলে হয়ত প্রাণেই মেরেফেলার হুমকি দিছে তাই অভিযোগ প্রত্যাহার।😢😢😢😢😢😢
আল্লাহ কোন জমানায় আছি আমরা অভিযুক্তদের আজীবন বহিষ্কার ও একই ভাবে হয়রানি করুক সবার সামনে
জড়িত ছাত্রত্ব বাতিল করা হোক।
তোদের সময় মনেহয় ফুরীয়ে আশছে।যখন পাপের বোঝা ভারি হয়ে যায় তখন আল্লাহ গজব নাজিল হয়ে যায়।।
শিক্ষা ও রাজনীতি দু'টো এক সাথে করলে কখনোই সুফল পাওয়া যাবে না।
নির্যাতনকারী ছাত্রের সকল সার্টিফিকেট বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত
এদের কঠিন শাস্তি হওয়া উচিৎ
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা হউক।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জোর আবেদন করছি
মুনাফেক নর-নারী সবারই গতিবিধি একরকম
সূরা আত-তাওবাহ্ (التوبة), আয়াত: ৬৭
اَلۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ بَعۡضُہُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمُنۡکَرِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمَعۡرُوۡفِ وَیَقۡبِضُوۡنَ اَیۡدِیَہُمۡ ؕ نَسُوا اللّٰہَ فَنَسِیَہُمۡ ؕ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ ہُمُ الۡفٰسِقُوۡنَ
উচ্চারণঃ আল মুনা-ফিকূনা ওয়াল মুনা-ফিকা-তুবা‘দুহুম মিম বা‘দ । ইয়া’মুরূনা বিল মুনকারি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মা‘রূফি ওয়া ইয়াকবিদূনা আইদিয়াহুম নাছুল্লা-হা ফানাছিয়াহুম ইন্নাল মুনা-ফিকীনা হুমুল ফা-ছিকূ ন।
অর্থঃ মুনাফেক নর-নারী সবারই গতিবিধি একরকম; শিখায় মন্দ কথা, ভাল কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তার, কাজেই তিনিও তাদের ভূলে গেছেন নিঃসন্দেহে মুনাফেকরাই নাফরমান।
সূরা আত-তাওবাহ্ (التوبة), আয়াত: ৬৮
وَعَدَ اللّٰہُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡکُفَّارَ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ہِیَ حَسۡبُہُمۡ ۚ وَلَعَنَہُمُ اللّٰہُ ۚ وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ۙ
উচ্চারণঃ ওয়া‘আদাল্লা-হুল মুনা-ফিকীনা ওয়াল মুনা-ফিকা-তি ওয়াল কুফফা-রা না-রা জাহান্নামা খালিদীনা ফীহা- হিয়া হাছবুহুম ওয়া লা‘আনাহুমুল্লা-হু ওয়া লাহুম ‘আযা-বুম মুকীম।
অর্থঃ ওয়াদা করেছেন আল্লাহ, মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্যে দোযখের আগুনের-তাতে পড়ে থাকবে সর্বদা। সেটাই তাদের জন্যে যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে রয়েছে স্থায়ী আযাব।
সূরা আত-তাওবাহ্ (التوبة), আয়াত: ৭১
وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ
উচ্চারণঃ ওয়াল মু’মিনূনা ওয়াল মু’মিনা-তুবা‘দুহুম আওলিয়াউ বা‘দ । ইয়া’মুরূনা বিল মা‘রূফি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মুনকারি ওয়া ইউকীমূনাসসালা-তা ওয়া ইউ’তূনাঝঝাকা-তা ওয়া ইউতী‘ঊনাল্লা-হা ওয়া রাছূলাহূ উলাইকা ছাইয়ারহামুহুমুল্লা-হু ইন্নাল্লা-হা ‘আঝীঝুন হাকীম।
অর্থঃ আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।
সূরা আল আরাফ (الأعراف), আয়াত: ১৮৬
مَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَا ہَادِیَ لَہٗ ؕ وَیَذَرُہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ
উচ্চারণঃ মাইঁ ইউদলিলিল্লা-হু ফালা-হা-দিইয়ালাহূ ওয়া ইয়াযারুহুম ফী তুগইয়া-নিহিম ইয়া‘মাহূন।
অর্থঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোন পথপ্রদর্শক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামীতে মত্ত অবস্তায় ছেড়ে দিয়ে রাখেন।
সূরা আত-তাওবাহ্ (التوبة), আয়াত: ১১৫
وَمَا کَانَ اللّٰہُ لِیُضِلَّ قَوۡمًۢا بَعۡدَ اِذۡ ہَدٰىہُمۡ حَتّٰی یُبَیِّنَ لَہُمۡ مَّا یَتَّقُوۡنَ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ
উচ্চারণঃ ওয়া মা-কা-নাল্লা-হু লিইউদিল্লা কাওমাম বা‘দা ইযহাদা-হুম হাত্তা-ইউবাইয়িনা লাহুম মা-ইয়াত্তাকূন্না ইন্নাল্লা-হা বিকুল্লি শাইয়িন ‘আলীম।
অর্থঃ আর আল্লাহ কোন জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকেফহাল।
সূরা আত-তাওবাহ্ (التوبة), আয়াত: ১১৬
اِنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ
উচ্চারণঃ ইন্নাল্লা-হা লাহূমুলকুছছামা-ওয়া-তি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দূ নিল্লা-হি মিওঁ ওয়ালিইয়িওঁ ওয়ালা-নাসীর।
অর্থঃ নিশ্চয় আল্লাহরই জন্য আসমানসমূহ ও যমীনের সাম্রাজ্য। তিনিই জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোন সহায়ও নেই, কোন সাহায্যকারীও নেই।
আসসালামু.আলাইকুম.ওয়া.রহমাতুল্লাহ
পৃথিবীর সকল মুসলিমদের ইনশাআল্লাহ
طَلَبُ ا لۡعِلۡمِفَرِيۡضَةࣨعَلٰيكُلِِّمُسۡلِمٍ
[উচ্চারণ] তলাবুল্ল এল্মীফারিদতুন্ন
আল্লা কুল্লি মুসল্লি মিন্ন
[অর্থ] ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন
করা প্রতিটি মুসলিম
ছেলে এবং মেয়ের জন্য শতভাগ ফরয
নৈতিকতা শিক্ষা অতিব জরুরী।
নির্যাতনের বিচার চাওয়ার সাহস ও হারিয়ে ফেলেছে মানুষ। দেশ কাদের হাতে ? কোথায় ? কিভাবে এদেশে মানুষ বেঁচে থাকবে?
Ragging যে কতোটা নিকৃষ্ট, তা বর্ননার বাহিরে। আল্লাহ এদের উপর কখনও শাস্তি লিখিত রাখর না হয়তো!
এদের কি আসলেই বিচার করতে পারবে, ভুক্তভোগী কে চাপ দিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করে
যেমন নষ্ট ছাত্ররা তেমনি দায়িত্বরত লোকগুলো।
একমত আপনার সাথে ইস্কুল কলেজে পড়াশুনার নামে এখন যা তা হচ্ছে
আমাদের ছেলে-মেয়েরা এই রকম অসুস্থ হয়ে গেল!
আজ যদি এই পশুদের না থামানো যায় ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে থাকবে।
বাংলাদেশএ কেমন শিক্ষা ব্যবস্থা ধিক্কার জানাই এই শিক্ষা ব্যবস্থাকে 😭😭😭😭😭
হুমকি দিয়েছে, তাই প্রত্যাহার করেছে। হায়রে আমাদের শিক্ষা ব্যবস্থা।
এ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা প্রাণপনে খাটছে,কোন দরকার নেই। এর থেকে কোন কলেজে ডিগ্রী করা নিরাপদ ও সম্মানের।
শিক্ষাথীদের এই অবস্থা কয় দিন পর পর দোষীদের বিচার হয়না বলে প্রতি বার এমন ঘটনার জন্ম হচ্ছে। প্রশাসন চুপ থাকলে চলবে না এদের বিচারের আওতায় আনতে হবে।
ন্যায় বিচার না থাকায় যে কোন অপরাধে জড়িয়ে পড়তে ভয় পায় না। তাছাড়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বলে কথা 🐵🤩
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক । আর এই সমস্ত পশুদের ক্রসফায়ারের আওতায় আনা হোক
দেশের সন্মান বিরোধী এইসব কর্মকান্ড। সুতরাং এইসব বন্ধ করতেই হবে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে এই নেক্কারজনক ঘটনার. তীব্র নিন্দা. ও প্রতিবাদ জানাই. ছি ছি ছি ছি.
বাহ, নাম ইসলামী বিশ্ববিদ্যালয়! অভিযুক্তদের নাম-ঠিকানা প্রকাশ করা হোক 😢
দেশে খুন জুলুম ধর্ষণের বিচার হয়নাই বলে এতো অপৱাদ
কি আকাল পরছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা 😡 আমি খুবই হতাশ🙄
ওরা সোনার ছেলে এদের বিচার করার মত কেউ নেই,আল্লাহ ছাড়া
এটাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর কাজ হতে পারে।?😢😢😢😢😢😢
কি হবে এমন লেখাপড়া দিয়ে।
যারা এ কাজ করেছে তাদের কে অছাত্র ঘোষনা করে বহিস্কার করা হউক
এগুলার সব ফাসি চাই
এসব অসভ্যতার জন্য একদিন শিক্ষার্থীরা ভার্সিটিতে পড়তে চাইবে না।আর বাবা, মা ও সন্তান কে দিতে চাইবে না।আর আমিতো বলব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সেলিনা নাসরিনের শাস্তি সবার আগে হোক।এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
দেশের ভবিষ্যতে অন্ধকার ইসলাম দিয়ে হবে
খতিয়ে দেখা পযন্তই শেষ ।বিচার হবে না।এদের বাবা মাকে ধরে এনে শিক্ষা দেওয়া দরকার তবেই ছেলের শিক্ষা হবে।
যেখানেই অন্যায় সেখানেই ছাত্রলীগ। জয় বাংলা
বোঝাই যাচ্ছে ঐ বিশ্ববিদ্যালয়ে কেমন পড়াশোনা হয়...😠😡
সেখ মজিবের আদর্শ বাতবায়ন হইছে জয় বাংলা
Joy bangla. ❤
Joy tar cheler Name ,
বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা হলে নিজ দেশের শিক্ষার্থীরা তো ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে না বরং বাহিরের দেশে থেকেই কেউ লেখা পড়া করার জন্য আসবেই না
দেশের অনেক ভারসিটিতেই এমন অমানবিক নিরযাতন চলছে র্যাগিং নামে।নস্ট হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান।
সবাই সমকামী
আহ্ কি নির্মম এটাই আমাদের সোনার বাংলাদেশ 😥
ভাগ্যিস এই র ্যাগিং কালচারের আগেই পড়াশুনা শেষ করতে পেরেছি। এখন সন্তানের জন্য চিন্তা হয়। বাংলাদেশে বাস করতে ভয় হয়।
এদের ছাত্রত্ব বাতিল করা দরকার। এরা মানসিক প্রতিবন্ধী।।
ঐ শিক্ষার্থীর অভিযোগ তুলে নেওয়ার একটা ই কারণ, প্রানের ভয়ে , বাঁচার জন্য একজন মানুষ যা করতে হয়, তাই করেছে, নতুবা সে অভিযোগ তুলে নিতো না,,,আমি চাই অভিযোগ তুলে নিলেও অপরাধীরা যেন পার পেয়ে না যায়, ঐ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, এই আশায় করি।
আগেরটার ত বিচার হয় নি। বিচার না হলে এমনই হবে। বিচারবিহীন একটা রাষ্ট্র।
এই পর্যন্ত কোন একটার ও বিচার হয়নি এটারও বিচার হবে না।
বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, স্মার্ট বাংলাদেশ
শিক্ষার নামে এগুলো কি চলতেছে দেশে আইনকি এদেশ থেকে হারিয়ে গেল নাকি যে দেশের আইন নাই আইন মন্ত্রীর পদত্যাগ করা উচিত সময় আসুক ইনশাল্লাহ উচিত জবাব দেয়া হবে
এগুলো ই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর সৌন্দর্য
আল্লাহ তুমি হেদায়েত দান কর ওদের
ভাই তুমি এগিয়ে যাও মানুষ নামের অমানুষের বিরুদ্ধে
এরা নাকি ইসলামী বিশ্ববিদ্যালয় এ পড়ে কি পাবে দেশ এদের থেকে।
হ্যাঁডার ইসলামি বিশ্ববিদ্যালয়।
আমাদের দেশের গর্বো
দেশের সোনাম দনো ছাএ লীগ
খুব সুন্দর মানুষ তোমরা
এ গিয়ে ওয়াও তোমরা এক
দিন এরকম পতারনায় পরবা
সেই দিন বুজবা কষ্ট কাকে বলে।
আমিন আল্লাহ আমাদের সবাই কে জানোয়ারদের হাত থেকে হেফাজত করুন আমিন
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া উচিত।
বিচার বিভাগের অযোগ্যতার কারণে এইসব ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 😡
তোমাদের জন্য আল্লাহর গজব অতি শিঘ্রই আসবে ইনশাআল্লাহ
বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে, মরার আগ পর্যন্ত বিষয়টির ক্ষতিয়ে দেখা শেষ হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নাই কেন?সেখান ও তো একই ঘটনা ঘটেছে।
বুঝতে হবে আগের ঘটনার সুবিচার হয়নি,,, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দিনে এরকম অপরাধ করতে ছেলেপেলেরা ভয় পাবে। দৃষ্টান্তমূলক শাস্তি একটাই বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হোক। আর যেন পড়াশোনা না করতে পারে সেভাবে ব্যবস্থা নেয়া হোক।
বাংলাদেশের বিচারব্যবস্থা বিচারকদের মতামত তদন্ত কমিটির মতামত আমি ঘটনার সম্পর্কে কিছুই জানিনা, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, কঠোর বিচার করা হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এগুলো শুনে হাসতে হাসতে
What does VC do?
অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।
বাংলাদেশের সোনার ছেলেরা
সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ আছে সব জায়গায় একি হাল।
বাংলাদেশের জাতীয় ভবিষ্যত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য 🙄🙄
Woooow.
দারুন বিচার ... মজলুমের বিচার এই দুনিয়ায় হবে জানি কিন্তু হবে ....
আল্লাহ জালেম দের হাত থেকে রক্ষা করুন এই দেশ ও দেশের মানুষকে
কয়েকদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, বিচার হয় নাই। আবারও একই ঘটনা। আর বিচার তো আর হবে না তাই আবারও হবে।
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রাগিং এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত
এরা দেশটাকে ধ্বংস করবে।
ইসলামি বিশ্ববিদ্যালয় নাকি র্যাগ বিশ্ববিদ্যালয়
আর কতো হয়রানির পরে রেগিং বন্ধ হবে?????😮
May ALLAH SWT grant hedayet to all of us. Ameen.
Ameen
ওদের ফাসি চাই 😊
এর সাথে জড়িত সকলকে বহিষ্কার করা হক।
চিরস্থায়ী ভাবে
আবার একই ঘটনা!! আইন করে নিষিদ্ধ করা হচ্ছে না কেন??
আমি অনেক লাকী যে আমাদের সময় ক্যাম্পাসের পরিবেশটা অত্যন্ত ভালো ছিলো।
এই যদি হয় দেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থা তাহলে অন্যগুলার কি অবস্থা অইটাই ভাবতেছি।
so sad
অবশ্যই এখন অস্বীকার করবে,,,,,,
এই সব ছাত্রের নগ্ন করে সবাই কে দেখানো উচিত। তখন বুঝবে অন্যদের নগ্ন করার মজা।।
ইসলামি বিশ্ববিদ্যালয়!!
Astagfirullah. Authorities should fire them
একটা প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে কি উপাচার্যের প্রশাসনিক দক্ষতা কম! কম থাকলে ট্রেনিং নিতে বাধ্য করা হোক, তা না হলে এসব কন্ট্রোল করতে পারছে না কেন উপাচার্য রা!
ছাত্রলীগ মানে আমাদের নেত্রীর সোনার ছেলে😂
আল্লাহ তুমি এদের বোঝার তৌফিক দান করুন আমিন
Islami university money hoi kon dik theke
বাচ্চাদের পড়ানোর রুচি উঠে যাচ্ছে। এইরকম চলতে থাকলে কিভাবে পড়বো?
দেশে কোন বিচার নেই। এইগুলো বলে কি লাভ 😢
ওদের গজব অনিবার্য
Where is the law and order authority ?