ইবিতে শিক্ষার্থীকে রাতভর নি’র্যা’ত’ন ও যৌ’ন হয়’রানি | Islamic University | Kalbela

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 483

  • @naturaltv9869
    @naturaltv9869 ปีที่แล้ว +98

    নিশ্চই হত্যার হুমকি দিয়ে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। রেগিং বন্ধে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে চিরজীবন বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা না নিলে এমন অপকর্ম আরো বেশি করে হবে

  • @MdArif-do6it
    @MdArif-do6it ปีที่แล้ว +141

    ছাত্র রাজনীতি বন্ধ করা হোক

    • @halimakhanoom5558
      @halimakhanoom5558 ปีที่แล้ว +1

      Eta naki islamic country. Shame shame

    • @MDRONI-ov6mn
      @MDRONI-ov6mn ปีที่แล้ว +1

      @@halimakhanoom5558 আবাল ।
      ইসলামি আইন থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে।

    • @mdbarktullhamdbarktullha3159
      @mdbarktullhamdbarktullha3159 ปีที่แล้ว

      Atato rajnitina eta terrorism. Niti er birodde rokhe darate hobe. Shobai k

  • @saikatpria8997
    @saikatpria8997 ปีที่แล้ว +198

    জড়িত পশুগুলোকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

    • @sayeedhossain540
      @sayeedhossain540 ปีที่แล้ว

      Awamelige jotodin takbe ey bichar hobe na

    • @NomanKhan-k8j
      @NomanKhan-k8j ปีที่แล้ว +1

      শুধু ইউটিউবে প্রতিবাদ করা যাবে বাস্তবে প্রতিবাদ করা যাবেনা।

    • @jahedanasrin2866
      @jahedanasrin2866 ปีที่แล้ว +1

      এই উপদেষ্টারা শুধু খাইতেই থাকবে , কোনো বিচার হবেনা।

    • @rajibchowdhuri3665
      @rajibchowdhuri3665 ปีที่แล้ว +1

      Oder puruyanggo kete dewa hok

  • @tofazzalhossain8589
    @tofazzalhossain8589 ปีที่แล้ว +44

    পড়াশোনার নামে বিশ্ববিদ্যালয়ে কি করানো হচ্ছে??
    কিসের এতে উচ্চ শিক্ষা??
    বনের পশুও তো তাদের থেকে অনেক ভালো!!!

  • @adv.mosharafhossen4178
    @adv.mosharafhossen4178 ปีที่แล้ว +17

    আহারে কি সুন্দর ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তা আজ ইতিহাস ঐতিহ্য হয়ে গেছে।
    বড্ড কষ্ট হয় এমন সংবাদ পেলে।
    হে আল্লাহ কবে ফিরিয়ে দিবে আমাদের হারানো দিনগুলো ।

  • @mohsinchowdhury
    @mohsinchowdhury ปีที่แล้ว +42

    ভাই ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও।একটা মেয়ে যদি সাহস দেখাতে পারে তুমি কেন পারবে না। তোমার সাহসী ভূমিকাই পারে ন্যায় বিচার পেতে এবং অন্য কাউকে বিপদ থেকে দুরে রাখতে।

    • @randomfun420
      @randomfun420 ปีที่แล้ว

      বলা সহজ করা কঠিন!

    • @jackancientroyal5333
      @jackancientroyal5333 ปีที่แล้ว

      লাশ হয়ে ফিরতে পারে

  • @nasiruddinnhdhali4859
    @nasiruddinnhdhali4859 ปีที่แล้ว +51

    অভিযোগ প্রত্যাহার নাকরলে হয়ত প্রাণেই মেরেফেলার হুমকি দিছে তাই অভিযোগ প্রত্যাহার।😢😢😢😢😢😢

  • @FarhanaMamun-d5y
    @FarhanaMamun-d5y ปีที่แล้ว +27

    আল্লাহ কোন জমানায় আছি আমরা অভিযুক্তদের আজীবন বহিষ্কার ও একই ভাবে হয়রানি করুক সবার সামনে

  • @nurunnaharchowdhury8685
    @nurunnaharchowdhury8685 ปีที่แล้ว +51

    জড়িত ছাত্রত্ব বাতিল করা হোক।

  • @nannupajure3484
    @nannupajure3484 ปีที่แล้ว +50

    তোদের সময় মনেহয় ফুরীয়ে আশছে।যখন পাপের বোঝা ভারি হয়ে যায় তখন আল্লাহ গজব নাজিল হয়ে যায়।।

  • @Ummehani0786
    @Ummehani0786 ปีที่แล้ว +28

    শিক্ষা ও রাজনীতি দু'টো এক সাথে করলে কখনোই সুফল পাওয়া যাবে না।

  • @md.anowar7551
    @md.anowar7551 ปีที่แล้ว +26

    নির্যাতনকারী ছাত্রের সকল সার্টিফিকেট বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

  • @ShamimAhmed-mb4wi
    @ShamimAhmed-mb4wi ปีที่แล้ว +33

    এদের কঠিন শাস্তি হওয়া উচিৎ

  • @M.B.A-123
    @M.B.A-123 ปีที่แล้ว +32

    শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা হউক।

  • @advai938
    @advai938 ปีที่แล้ว +13

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জোর আবেদন করছি

  • @Mohammad.Ramzan.1992
    @Mohammad.Ramzan.1992 ปีที่แล้ว +15

    মুনাফেক নর-নারী সবারই গতিবিধি একরকম
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৬৭
    اَلۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ بَعۡضُہُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمُنۡکَرِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمَعۡرُوۡفِ وَیَقۡبِضُوۡنَ اَیۡدِیَہُمۡ ؕ نَسُوا اللّٰہَ فَنَسِیَہُمۡ ؕ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ ہُمُ الۡفٰسِقُوۡنَ
    উচ্চারণঃ আল মুনা-ফিকূনা ওয়াল মুনা-ফিকা-তুবা‘দুহুম মিম বা‘দ । ইয়া’মুরূনা বিল মুনকারি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মা‘রূফি ওয়া ইয়াকবিদূনা আইদিয়াহুম নাছুল্লা-হা ফানাছিয়াহুম ইন্নাল মুনা-ফিকীনা হুমুল ফা-ছিকূ ন।
    অর্থঃ মুনাফেক নর-নারী সবারই গতিবিধি একরকম; শিখায় মন্দ কথা, ভাল কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তার, কাজেই তিনিও তাদের ভূলে গেছেন নিঃসন্দেহে মুনাফেকরাই নাফরমান।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৬৮
    وَعَدَ اللّٰہُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡکُفَّارَ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ  ہِیَ حَسۡبُہُمۡ ۚ  وَلَعَنَہُمُ اللّٰہُ ۚ  وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ۙ
    উচ্চারণঃ ওয়া‘আদাল্লা-হুল মুনা-ফিকীনা ওয়াল মুনা-ফিকা-তি ওয়াল কুফফা-রা না-রা জাহান্নামা খালিদীনা ফীহা- হিয়া হাছবুহুম ওয়া লা‘আনাহুমুল্লা-হু ওয়া লাহুম ‘আযা-বুম মুকীম।
    অর্থঃ ওয়াদা করেছেন আল্লাহ, মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্যে দোযখের আগুনের-তাতে পড়ে থাকবে সর্বদা। সেটাই তাদের জন্যে যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে রয়েছে স্থায়ী আযাব।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৭১
    وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ
    উচ্চারণঃ ওয়াল মু’মিনূনা ওয়াল মু’মিনা-তুবা‘দুহুম আওলিয়াউ বা‘দ । ইয়া’মুরূনা বিল মা‘রূফি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মুনকারি ওয়া ইউকীমূনাসসালা-তা ওয়া ইউ’তূনাঝঝাকা-তা ওয়া ইউতী‘ঊনাল্লা-হা ওয়া রাছূলাহূ উলাইকা ছাইয়ারহামুহুমুল্লা-হু ইন্নাল্লা-হা ‘আঝীঝুন হাকীম।
    অর্থঃ আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।
    সূরা আল আরাফ (الأعراف), আয়াত: ১৮৬
    مَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَا ہَادِیَ لَہٗ ؕ وَیَذَرُہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ
    উচ্চারণঃ মাইঁ ইউদলিলিল্লা-হু ফালা-হা-দিইয়ালাহূ ওয়া ইয়াযারুহুম ফী তুগইয়া-নিহিম ইয়া‘মাহূন।
    অর্থঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোন পথপ্রদর্শক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামীতে মত্ত অবস্তায় ছেড়ে দিয়ে রাখেন।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ১১৫
    وَمَا کَانَ اللّٰہُ لِیُضِلَّ قَوۡمًۢا بَعۡدَ اِذۡ ہَدٰىہُمۡ حَتّٰی یُبَیِّنَ لَہُمۡ مَّا یَتَّقُوۡنَ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ
    উচ্চারণঃ ওয়া মা-কা-নাল্লা-হু লিইউদিল্লা কাওমাম বা‘দা ইযহাদা-হুম হাত্তা-ইউবাইয়িনা লাহুম মা-ইয়াত্তাকূন্না ইন্নাল্লা-হা বিকুল্লি শাইয়িন ‘আলীম।
    অর্থঃ আর আল্লাহ কোন জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকেফহাল।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ১১৬
    اِنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ
    উচ্চারণঃ ইন্নাল্লা-হা লাহূমুলকুছছামা-ওয়া-তি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দূ নিল্লা-হি মিওঁ ওয়ালিইয়িওঁ ওয়ালা-নাসীর।
    অর্থঃ নিশ্চয় আল্লাহরই জন্য আসমানসমূহ ও যমীনের সাম্রাজ্য। তিনিই জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোন সহায়ও নেই, কোন সাহায্যকারীও নেই।
    আসসালামু.আলাইকুম.ওয়া.রহমাতুল্লাহ
    পৃথিবীর সকল মুসলিমদের ইনশাআল্লাহ
    طَلَبُ ا لۡعِلۡمِفَرِيۡضَةࣨعَلٰيكُلِِّمُسۡلِمٍ
    [উচ্চারণ] তলাবুল্ল এল্মীফারিদতুন্ন
    আল্লা কুল্লি মুসল্লি মিন্ন
    [অর্থ] ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন
    করা প্রতিটি মুসলিম
    ছেলে এবং মেয়ের জন্য শতভাগ ফরয

  • @biplobmujumder9307
    @biplobmujumder9307 ปีที่แล้ว +25

    নৈতিকতা শিক্ষা অতিব জরুরী।

  • @abozubairbinsaid1620
    @abozubairbinsaid1620 ปีที่แล้ว +17

    নির্যাতনের বিচার চাওয়ার সাহস ও হারিয়ে ফেলেছে মানুষ। দেশ কাদের হাতে ? কোথায় ? কিভাবে এদেশে মানুষ বেঁচে থাকবে?

  • @nurnabi3940
    @nurnabi3940 ปีที่แล้ว +12

    Ragging যে কতোটা নিকৃষ্ট, তা বর্ননার বাহিরে। আল্লাহ এদের উপর কখনও শাস্তি লিখিত রাখর না হয়তো!

  • @AbdulKader-qu9gs
    @AbdulKader-qu9gs ปีที่แล้ว +19

    এদের কি আসলেই বিচার করতে পারবে, ভুক্তভোগী কে চাপ দিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করে

  • @taraquequaium1851
    @taraquequaium1851 ปีที่แล้ว +21

    যেমন নষ্ট ছাত্ররা তেমনি দায়িত্বরত লোকগুলো।

    • @ARIFAALOM-wj9xf
      @ARIFAALOM-wj9xf ปีที่แล้ว +1

      একমত আপনার সাথে ইস্কুল কলেজে পড়াশুনার নামে এখন যা তা হচ্ছে

  • @dr.md.humaunkabir7441
    @dr.md.humaunkabir7441 ปีที่แล้ว +10

    আমাদের ছেলে-মেয়েরা এই রকম অসুস্থ হয়ে গেল!

  • @akramulhoqu
    @akramulhoqu ปีที่แล้ว +11

    আজ যদি এই পশুদের না থামানো যায় ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে থাকবে।

  • @avijit4472
    @avijit4472 ปีที่แล้ว +12

    বাংলাদেশএ কেমন শিক্ষা ব্যবস্থা ধিক্কার জানাই এই শিক্ষা ব্যবস্থাকে 😭😭😭😭😭

  • @anjumanara1166
    @anjumanara1166 ปีที่แล้ว +7

    হুমকি দিয়েছে, তাই প্রত্যাহার করেছে। হায়রে আমাদের শিক্ষা ব্যবস্থা।

  • @akashmondal731
    @akashmondal731 ปีที่แล้ว +10

    এ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা প্রাণপনে খাটছে,কোন দরকার নেই। এর থেকে কোন কলেজে ডিগ্রী করা নিরাপদ ও সম্মানের।

  • @kzaman2141
    @kzaman2141 ปีที่แล้ว +4

    শিক্ষাথীদের এই অবস্থা কয় দিন পর পর দোষীদের বিচার হয়না বলে প্রতি বার এমন ঘটনার জন্ম হচ্ছে। প্রশাসন চুপ থাকলে চলবে না এদের বিচারের আওতায় আনতে হবে।

  • @DelwarHossain-xq9hc
    @DelwarHossain-xq9hc ปีที่แล้ว +11

    ন‍্যায় বিচার না থাকায় যে কোন অপরাধে জড়িয়ে পড়তে ভয় পায় না। তাছাড়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বলে কথা 🐵🤩

  • @sebulchowdhury3914
    @sebulchowdhury3914 ปีที่แล้ว +1

    শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক । আর এই সমস্ত পশুদের ক্রসফায়ারের আওতায় আনা হোক

  • @Ckon553
    @Ckon553 ปีที่แล้ว +1

    দেশের সন্মান বিরোধী এইসব কর্মকান্ড। সুতরাং এইসব বন্ধ করতেই হবে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

  • @abdussalam1564
    @abdussalam1564 ปีที่แล้ว

    আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে এই নেক্কারজনক ঘটনার. তীব্র নিন্দা. ও প্রতিবাদ জানাই. ছি ছি ছি ছি.

  • @kawserfateh354
    @kawserfateh354 ปีที่แล้ว

    বাহ, নাম ইসলামী বিশ্ববিদ্যালয়! অভিযুক্তদের নাম-ঠিকানা প্রকাশ করা হোক 😢

  • @jutychowdhury
    @jutychowdhury ปีที่แล้ว +1

    দেশে খুন জুলুম ধর্ষণের বিচার হয়নাই বলে এতো অপৱাদ

  • @rexrolexesports
    @rexrolexesports ปีที่แล้ว +1

    কি আকাল পরছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা 😡 আমি খুবই হতাশ🙄

  • @joynalmahmud95
    @joynalmahmud95 ปีที่แล้ว +2

    ওরা সোনার ছেলে এদের বিচার করার মত কেউ নেই,আল্লাহ ছাড়া

  • @Arafat_Hosain
    @Arafat_Hosain ปีที่แล้ว +1

    এটাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর কাজ হতে পারে।?😢😢😢😢😢😢
    কি হবে এমন লেখাপড়া দিয়ে।

  • @travelofbarisal596
    @travelofbarisal596 ปีที่แล้ว +7

    যারা এ কাজ করেছে তাদের কে অছাত্র ঘোষনা করে বহিস্কার করা হউক

  • @abdulajij1610
    @abdulajij1610 ปีที่แล้ว +4

    এগুলার সব ফাসি চাই

  • @farhaanjee4036
    @farhaanjee4036 ปีที่แล้ว

    এসব অসভ্যতার জন্য একদিন শিক্ষার্থীরা ভার্সিটিতে পড়তে চাইবে না।আর বাবা, মা ও সন্তান কে দিতে চাইবে না।আর আমিতো বলব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সেলিনা নাসরিনের শাস্তি সবার আগে হোক।এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

  • @MdLimo-mx4kj
    @MdLimo-mx4kj ปีที่แล้ว +1

    দেশের ভবিষ্যতে অন্ধকার ইসলাম দিয়ে হবে

  • @MstNaima-iq8mx
    @MstNaima-iq8mx ปีที่แล้ว +2

    খতিয়ে দেখা পযন্তই শেষ ।বিচার হবে না।এদের বাবা মাকে ধরে এনে শিক্ষা দেওয়া দরকার তবেই ছেলের শিক্ষা হবে।

  • @MofidulIslam-yd3mr
    @MofidulIslam-yd3mr ปีที่แล้ว +5

    যেখানেই অন্যায় সেখানেই ছাত্রলীগ। জয় বাংলা

  • @Fazley1983
    @Fazley1983 ปีที่แล้ว +1

    বোঝাই যাচ্ছে ঐ বিশ্ববিদ্যালয়ে কেমন পড়াশোনা হয়...😠😡

  • @AbcAbc-wn2tn
    @AbcAbc-wn2tn ปีที่แล้ว +16

    সেখ মজিবের আদর্শ বাতবায়ন হইছে জয় বাংলা

  • @Selimvlog2
    @Selimvlog2 ปีที่แล้ว +1

    বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা হলে নিজ দেশের শিক্ষার্থীরা তো ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে না বরং বাহিরের দেশে থেকেই কেউ লেখা পড়া করার জন্য আসবেই না

  • @khanrahim5457
    @khanrahim5457 ปีที่แล้ว

    দেশের অনেক ভারসিটিতেই এমন অমানবিক নিরযাতন চলছে র‍্যাগিং নামে।নস্ট হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান।

  • @fahimTahsin5721
    @fahimTahsin5721 ปีที่แล้ว +9

    সবাই সমকামী

  • @muktarose2007
    @muktarose2007 ปีที่แล้ว

    আহ্ কি নির্মম এটাই আমাদের সোনার বাংলাদেশ 😥

  • @SumiSultana-iw7rn
    @SumiSultana-iw7rn ปีที่แล้ว

    ভাগ্যিস এই র ্যাগিং কালচারের আগেই পড়াশুনা শেষ করতে পেরেছি। এখন সন্তানের জন্য চিন্তা হয়। বাংলাদেশে বাস করতে ভয় হয়।

  • @walidhossinjkls
    @walidhossinjkls ปีที่แล้ว

    এদের ছাত্রত্ব বাতিল করা দরকার। এরা মানসিক প্রতিবন্ধী।।

  • @মাবাবারদোয়া-ব৬র

    ঐ শিক্ষার্থীর অভিযোগ তুলে নেওয়ার একটা ই কারণ, প্রানের ভয়ে , বাঁচার জন্য একজন মানুষ যা করতে হয়, তাই করেছে, নতুবা সে অভিযোগ তুলে নিতো না,,,আমি চাই অভিযোগ তুলে নিলেও অপরাধীরা যেন পার পেয়ে না যায়, ঐ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, এই আশায় করি।

  • @MR-cg2dp
    @MR-cg2dp ปีที่แล้ว +3

    আগেরটার ত বিচার হয় নি। বিচার না হলে এমনই হবে। বিচারবিহীন একটা রাষ্ট্র।

  • @mdshahinurrahman1964
    @mdshahinurrahman1964 ปีที่แล้ว +2

    এই পর্যন্ত কোন একটার ও বিচার হয়নি এটারও বিচার হবে না।

  • @rasel12347
    @rasel12347 ปีที่แล้ว

    বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, স্মার্ট বাংলাদেশ

  • @hirumia6866
    @hirumia6866 ปีที่แล้ว +3

    শিক্ষার নামে এগুলো কি চলতেছে দেশে আইনকি এদেশ থেকে হারিয়ে গেল নাকি যে দেশের আইন নাই আইন মন্ত্রীর পদত্যাগ করা উচিত সময় আসুক ইনশাল্লাহ উচিত জবাব দেয়া হবে

    • @warrior...c....w...
      @warrior...c....w... ปีที่แล้ว

      এগুলো ই সর্বোচ্চ বিদ‍্যাপীঠগুলোর সৌন্দর্য

  • @mdnazrul-jf8it
    @mdnazrul-jf8it ปีที่แล้ว

    আল্লাহ তুমি হেদায়েত দান কর ওদের

  • @basicbai
    @basicbai ปีที่แล้ว

    ভাই তুমি এগিয়ে যাও মানুষ নামের অমানুষের বিরুদ্ধে

  • @Sumonkazi2983
    @Sumonkazi2983 ปีที่แล้ว +1

    এরা নাকি ইসলামী বিশ্ববিদ্যালয় এ পড়ে কি পাবে দেশ এদের থেকে।

  • @hanifmohammad5563
    @hanifmohammad5563 ปีที่แล้ว

    হ্যাঁডার ইসলামি বিশ্ববিদ্যালয়।

  • @salimmia2628
    @salimmia2628 ปีที่แล้ว

    আমাদের দেশের গর্বো
    দেশের সোনাম দনো ছাএ লীগ
    খুব সুন্দর মানুষ তোমরা
    এ গিয়ে ওয়াও তোমরা এক
    দিন এরকম পতারনায় পরবা
    সেই দিন বুজবা কষ্ট কাকে বলে।

  • @NajrulIslam-my5qb
    @NajrulIslam-my5qb ปีที่แล้ว +3

    আমিন আল্লাহ আমাদের সবাই কে জানোয়ারদের হাত থেকে হেফাজত করুন আমিন

  • @mdalam6841
    @mdalam6841 ปีที่แล้ว +1

    ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া উচিত।

  • @shantaislam4682
    @shantaislam4682 ปีที่แล้ว +1

    বিচার বিভাগের অযোগ্যতার কারণে এইসব ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 😡

  • @nurnobi7688
    @nurnobi7688 ปีที่แล้ว +2

    তোমাদের জন্য আল্লাহর গজব অতি শিঘ্রই আসবে ইনশাআল্লাহ

  • @tazdidvoice
    @tazdidvoice ปีที่แล้ว +1

    বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
    আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে, মরার আগ পর্যন্ত বিষয়টির ক্ষতিয়ে দেখা শেষ হবে না।

  • @labonikhanom8264
    @labonikhanom8264 ปีที่แล้ว

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নাই কেন?সেখান ও তো একই ঘটনা ঘটেছে।

  • @tanvirahmedpervez
    @tanvirahmedpervez ปีที่แล้ว

    বুঝতে হবে আগের ঘটনার সুবিচার হয়নি,,, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দিনে এরকম অপরাধ করতে ছেলেপেলেরা ভয় পাবে। দৃষ্টান্তমূলক শাস্তি একটাই বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হোক। আর যেন পড়াশোনা না করতে পারে সেভাবে ব্যবস্থা নেয়া হোক।

  • @AbdullahalMamun-fx7jg
    @AbdullahalMamun-fx7jg ปีที่แล้ว +1

    বাংলাদেশের বিচারব্যবস্থা বিচারকদের মতামত তদন্ত কমিটির মতামত আমি ঘটনার সম্পর্কে কিছুই জানিনা, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, কঠোর বিচার করা হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এগুলো শুনে হাসতে হাসতে

  • @tames-ib8xy
    @tames-ib8xy ปีที่แล้ว

    What does VC do?

  • @randomfun420
    @randomfun420 ปีที่แล้ว

    অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।

  • @mdahasanhabib5286
    @mdahasanhabib5286 ปีที่แล้ว

    বাংলাদেশের সোনার ছেলেরা

  • @NomanKhan-k8j
    @NomanKhan-k8j ปีที่แล้ว

    সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজ আছে সব জায়গায় একি হাল।

  • @warrior...c....w...
    @warrior...c....w... ปีที่แล้ว +10

    বাংলাদেশের জাতীয় ভবিষ্যত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য 🙄🙄

  • @sportstv-k1
    @sportstv-k1 ปีที่แล้ว

    Woooow.

  • @md.nurislam703
    @md.nurislam703 ปีที่แล้ว

    দারুন বিচার ... মজলুমের বিচার এই দুনিয়ায় হবে জানি কিন্তু হবে ....

  • @bulbulahmed119
    @bulbulahmed119 ปีที่แล้ว +2

    আল্লাহ জালেম দের হাত থেকে রক্ষা করুন এই দেশ ও দেশের মানুষকে

  • @mdtanjilhosenefan3452
    @mdtanjilhosenefan3452 ปีที่แล้ว

    কয়েকদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, বিচার হয় নাই। আবারও একই ঘটনা। আর বিচার তো আর হবে না তাই আবারও হবে।

  • @saifulislam-dm9vb
    @saifulislam-dm9vb ปีที่แล้ว

    সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রাগিং এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত

  • @maniruzzaman1053
    @maniruzzaman1053 ปีที่แล้ว +2

    এরা দেশটা‌কে ধ্বংস কর‌বে।

  • @Somon-r3x
    @Somon-r3x ปีที่แล้ว +1

    ইসলামি বিশ্ববিদ্যালয় নাকি র্যাগ বিশ্ববিদ্যালয়

  • @rezaulkarim8284
    @rezaulkarim8284 ปีที่แล้ว +3

    আর কতো হয়রানির পরে রেগিং বন্ধ হবে?????😮

  • @tauhiduliqbal9968
    @tauhiduliqbal9968 ปีที่แล้ว +1

    May ALLAH SWT grant hedayet to all of us. Ameen.

  • @salmasalma679
    @salmasalma679 ปีที่แล้ว

    ওদের ফাসি চাই 😊

  • @saifulbinyasin
    @saifulbinyasin ปีที่แล้ว

    এর সাথে জড়িত সকলকে বহিষ্কার করা হক।
    চিরস্থায়ী ভাবে

  • @Ckon553
    @Ckon553 ปีที่แล้ว +1

    আবার একই ঘটনা!! আইন করে নিষিদ্ধ করা হচ্ছে না কেন??

  • @pairakhatun2426
    @pairakhatun2426 ปีที่แล้ว +1

    আমি অনেক লাকী যে আমাদের সময় ক্যাম্পাসের পরিবেশটা অত্যন্ত ভালো ছিলো।

  • @shcherie1595
    @shcherie1595 ปีที่แล้ว

    এই যদি হয় দেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থা তাহলে অন্যগুলার কি অবস্থা অইটাই ভাবতেছি।

  • @nazmulahsan5242
    @nazmulahsan5242 ปีที่แล้ว +2

    so sad

  • @forhadhassan3773
    @forhadhassan3773 ปีที่แล้ว

    অবশ্যই এখন অস্বীকার করবে,,,,,,

  • @rockysaha1932
    @rockysaha1932 ปีที่แล้ว

    এই সব ছাত্রের নগ্ন করে সবাই কে দেখানো উচিত। তখন বুঝবে অন্যদের নগ্ন করার মজা।।

  • @neuronpoints6791
    @neuronpoints6791 ปีที่แล้ว

    ইসলামি বিশ্ববিদ্যালয়!!

  • @ashekulislam1128
    @ashekulislam1128 ปีที่แล้ว +1

    Astagfirullah. Authorities should fire them

  • @craftbd4574
    @craftbd4574 ปีที่แล้ว

    একটা প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে কি উপাচার্যের প্রশাসনিক দক্ষতা কম! কম থাকলে ট্রেনিং নিতে বাধ্য করা হোক, তা না হলে এসব কন্ট্রোল করতে পারছে না কেন উপাচার্য রা!

  • @mstanjina-q5i
    @mstanjina-q5i ปีที่แล้ว +1

    ছাত্রলীগ মানে আমাদের নেত্রীর সোনার ছেলে😂

  • @mdhasibul4277
    @mdhasibul4277 ปีที่แล้ว

    আল্লাহ তুমি এদের বোঝার তৌফিক দান করুন আমিন

  • @sufiabegum8639
    @sufiabegum8639 ปีที่แล้ว

    Islami university money hoi kon dik theke

  • @Farabir4437
    @Farabir4437 ปีที่แล้ว

    বাচ্চাদের পড়ানোর রুচি উঠে যাচ্ছে। এইরকম চলতে থাকলে কিভাবে পড়বো?

  • @touristeuro
    @touristeuro ปีที่แล้ว +1

    দেশে কোন বিচার নেই। এইগুলো বলে কি লাভ 😢

  • @motalabmia9663
    @motalabmia9663 ปีที่แล้ว +5

    ওদের গজব অনিবার্য

  • @sadianazmi821
    @sadianazmi821 ปีที่แล้ว

    Where is the law and order authority ?