প্রায় দু'ঘন্টার পডকাস্ট, একটি মুহূর্তও স্কিপ করিনি। যিনি আলোচনা করেছেন তারা কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। মনে হয়েছে আমার হৃদয়ের গহীনের প্রতেকটা কথা উনার মুখ দিয়ে বের হয়েছে। আমিও উনার মতো জেনারেল ও মাদরাসা এই প্যারালাল শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ উভয় ব্যবস্থার সর্বোচ্চস্তর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিন্তু এই যাত্রাপথে একটা জিনিসের অভাব ছিলো আর সেটা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইনের অভাব। আমাদের সময়ে মহসিনের মতো কোন নির্দেশক পাইনি, সব সিদ্ধান্ত নিজের মতো করে নিতে হয়েছে নইলে আজ ক্যারিয়ারটা অন্যভাবে গড়তে পারতাম। শুধু আমি না আমাদের সময়ের প্রায় সবাই একজন ক্যারিয়ার গাইডেন্সের চরম অভাবের মধ্যে দিয়ে গেছেন। অনেক মেধাবী নিজেদের মেলে ধরতে পারেননি, অকালেই ঝরে পড়েছেন। তখন এরকম মহসিন থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। এখন আশার কথা হচ্ছে, সময়ের সাথে সাথে চিন্তারও অনেক পরিবর্তন হয়েছেন, অনেক মহসিন তৈরি হচ্ছেন, একজন থেকে দশজন, দশজন থেকে শতজন। সামনের দিনগুলো অনেক সম্ভাবনার, প্রত্যেকটা সেক্টরে মাদরাসা ছাত্রদের শক্ত অবস্থান হবে ইনশাআল্লাহ।
আমার বন্ধু আলিয়া মাদ্রাসায় পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে এবং আমার মামা আলিয়া মাদ্রাসায় পড়ে ইবনে সিনা হসপিটালে ডাক্তার সেও হাফেজ ছিল।
আশা জাগানিয়া Podcast শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধতা নিয়ে দেখলাম। এমন সময়োপযোগী আলোচনার জন্য সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ। মহান মালিক আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করুন।
সুবহানআল্লাহ সুবহানআল্লহ প্রায় দু ঘন্টা যাবত শুনছি অস্বাভাবিক। এরকম জ্ঞানের কথায় এরআগে কখনো শুনিনি, কেউ বলেনি। কি শুনছি বিমোহিত হচছি। রাখতেও পারছি না উঠতেও পারছিনা। সুবহানআল্লাহ, আমাদের সবার ঘরে ঘরে এরকম জ্ঞ্যন দান করুন এবং বুঝার শক্তি দান করুন।আমিন
অসাধারণ অভিনন্দন শুভকামনা রইল আমরা চট্টগ্রামে কয়েকজন মিলে একটি মাদ্রাসা করার জন্য ছেয়েছিলাম ৪৫ বছর আগে ফয়েজ লীগে হয়েছিল এখন কি অবস্থায় আছে জানিনা আমি ৮১ সাল থেকে ওমানে আজকে একজন আলেমের দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ সবাই কে
আমি অনেক আনন্দীত কারণ ৪৫ বছর আগে ফয়েজ লীগের একটা মাদ্রাসা হয়েছে এখন কি অবস্থাায় আছে জানতে পারিনি এখন ওনাকে পেলাম আগামীতে ওনার মাধ্যমে আমরা আরও অনেক আলেম পাওয়া যাবে ইনশাআল্লাহ ওনাকে ধন্যবাদ হে আল্লাহ ওনাকে হেফাজত করুন আমিন জয়বাংলা জয় বঙ্গবন্ধু
আসসালামু আলাইকুম ভাই য়া আমি আমার ছেলেকে হেফজ পড়তে৷ দিয়েছি বিশ পাড়া হয়েছে । আর তার সাথে আলিয়া তে ৮ম শেনিতে ভতি করেছি। এজন্য৷ অনেক কথা শুনতে হচছে। আমার ছেলেটা কে আমি৷৷ ৷ হাফেজ মাওলানা বানাতে চাই। ছেলে আমাকে বলে মা৷ আমি৷ হাফেজ হব মাওলানা হব৷৷ এবং ডাক্তার৷ হব। সবাই দোয়া করবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মহসিন ভাইকে দীনের জন্য কবুল করুন। আমিন। হা ভাই আমি কওমি মাদ্রাসায় ৮ বছর পড়েছি আর আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি। পরবর্তী তে সরকারি ৩য় শ্রেণির একটা চাকরি করি। সকলের নেক দোয়া কামনা করছি।
মাশাল্লাহ আপনার কথা শুনে অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে ধন্যবাদ, আমার একটি ছেলে আছে সে কওমি মাদ্রাসা নাজেরা পরছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সে যেন মানুষের মতো মানুষ হয় বের হতে পারে ইনশাআল্লাহ
বর্তমানে কাওমী মাদরাসাগুলোতেও প্রাথমিক ক্লাসগুলোতে যথেষ্ট গুরুত্বসহকারে সাধারণ বিষয়গুলো যেমন বাংলা, ইংরজি, অংক, বিজ্ঞান, সমাজ, ইতিহাস, ভুগোল, ইসলামী অর্থনীতি, সাধারণ জ্ঞান, অংকন ইত্যাদি শিক্ষা দেয়া হয়। আমি নিজেও কওমী মাদরাসার একজন শিক্ষক।
যেহেতু কওমী মাদ্রাসার জ্ঞানের প্রসারতা বেশি সেহেতু এটাকে আমাদের মেইন স্ট্রীমে নিয়ে আসা উচিত। শুধু তাই নয়, মাদ্রাসার কিছু সিলেবাস আমাদের সাধারণ স্কুল শিক্ষায়ও নিয়ে আসা উচিত। এতে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত কিছুটা হলেও চরিত্রবান হবে।
আমার বন্ধু আলিয়া মাদ্রাসায় পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে এবং আমার মামা আলিয়া মাদ্রাসায় পড়ে এমবিবিএস পাস করে ইবনে সিনা হসপিটালের ডাক্তার সেও হাফেজ ছিল।
সবাই আমাদের মেয়ে এবং ছেলের জন্য দোয়া করবেন কওমী মাদরাসায় পড়ে মানুষের মতো মানুষ হয়ে জীবনে সুপ্রতিষঠিত হতে পারে এবং আল্লাহর রহমতে মান সম্মানে বড় হবে ইনশাআল্লাহ ❤
এই পডকাস্টা আমার জীবনের ভিন্ন রকম এক পডকাস্ট, আমার জীবনের এক বাস্তবতার এক পডকাস্ট, আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি। তারপর নাহবেমির পর্যন্ত পড়েছি, করোনার পর আর পড়াশোনা হয়নি, কারণ আমার লাইফের ডিসিশন এর সাথে ফ্যামিলির ডিসিশন এক হয়নি, ভিন্ন রকম হয়েছিল তাই, ফ্যামিলি চায়তো আমি একজন বক্তা হবো, মাওলানা সাইদির মতো বাট আমি হতে চেয়ে ছিলাম আইনজীবী, ইতিহাস তত্ত্ববিদ এর মতন একটা কিছু, বাট আলিয়ায় ভর্তি হতে চেয়ে ছিলাম, ফ্যামিলির সাপোর্ট পায়নি, শেষমেশ পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, এতে আমার দোষের কারনেই আমার জীবন থেকে পড়াশোনা চলে গেছে, আগে এতো কিছু বুঝিনি। 😢
I heard your speech from fast to last so, definitely I have to say you are really special . God gifted alhamdulillah. Very few are like you. May Allah subhan Allahutala bless you , you are so talented. For that society they need someone like you . Good luck.
আলহামদুলিল্লাহ! আমি কওমী মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি এবং পাশাপাশি jsc এবং ssc ফাস্ট ক্লাস। আলহামদুলিল্লাহ! আমার সব ধরনের বিষয়ে সাধারণ জ্ঞান জানা আছে। যেমন: প্রোগ্রামিং: (html,css,php,python, java etc.) অফিসিয়াল ( office, xl etc.) গ্রাফিক্স, ইডিটিং ( Photoshop, illistr, adobe Premium, aducity, camtasia etc) কারিগরি : মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, প্রিন্টার সার্ভিসিং ইত্যাদি। রান্না করা, বাইক চালানো, গাড়ি চালানো, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী ইত্যাদি।
মাওলানা আপনার পড়াশোনা মাশাল্লাহ। অনেক কিছু শিখেছেন। আমি এমন ওলামাদের খুবই ভালোবাসি। আমার মাদারাসার ছাত্রদেরকে আমি এভাবেই গড়ে তুলতে চাই। আব্দুল মান্নান আযহারী মাহাদুল উলুম আল ইসলামিয়া ঢাকা। উত্তরা ঢাকা
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তুমি সাহায্য কর তোমার দ্বীন এর উপর প্রতিষ্ঠিত রেখে ইহকাল এবং পরকালের জন্য তৈরী করার। অনেক সুন্দর কথা আপনার।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগল। প্রায় দু'ঘন্টার পডকাস্ট, একটি মুহূর্তও স্কিপ করিনি। যিনি আলোচনা করেছেন তারা কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। মনে হয়েছে আমার হৃদয়ের গহীনের প্রতেকটা কথা উনার মুখ দিয়ে বের হয়েছে।আল্লাহ হায়াৎ দেন করুক।
I have to say, this is the most underrated podcast in Bangladesh. This channel and its contents are the most useful of all channels in Bangladesh (my personal opinion). Thanks a lot. Keep up the good work brothers.
Listened the whole podcast. I mean what can i say. It's time for the Muslims to rise and change our image, Be Grateful to the almighty and leave deception behind also Have a transparent heart. It's time for us to shine like our ancestors behind us whose legacy is high as sky, like their hard work, dedication, they reached the golden age of Islam. May Allah guide our youth to the straight path and make us example for the generations to come. Ameen. Jazakallah.
Alhamdullia. Very informative podcast and Muhsin bhai discussion was great, especially for our next generation it’s great advice. Also great direction for guardians like us to give their kids in right place to grow up with Islami mindset together with right education for future endeavours.
যে প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে ছিলাম, তাইই আলোচনা থেকে স্কীপ হয়ে গেল! " ভাই একই সাথে কওমী, আলিয়ার দাখিল, আলিম, পরে এডমিশন প্রিপারেশন - কীভাবে সবটা গুছিয়েছিলেন, জানতে চাই". আমার দেড় বছরের একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এডুকেশন নিয়েই ভাবছিলাম কিছুদিন।
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটি খুবই আনন্দের সাথে দেখেছি মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে তা আমার ছোট ভাষায় ব্যাক্ত করা অসম্ভব সবশেষে মুহসিন ভাই, সাজ্জাদ ভাই ও নাফিস ভাইকে জানাই আন্তরিক মোবারক বাদ আল্লাহ আপনাদের কবুল করুন আমীন আর যদি আপনাদের পার্সনার নাম্বার গুলো দেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ
আমি ৯০ থেকে ৯৪ পর্যন্ত মাদ্রাসায় পড়েছি,তখনই ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান অংক খুব যত্ন সহকারে পড়ানো এবং আমি পরেছি,মাদ্রাসায় পড়ে আমার ইংরেজি ও বাংলা লেখা সুন্দর হয়েছে,কিন্ত প্রাইমারী স্কুলে পড়াকালীন অবস্থায় আমি ইংরেজিতে খুব কাঁচা ছিলাম,এখনো আমি মাঝে মধ্যে কওমি মাদ্রাসায় যাই আমি এখনো দেখে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখা পড়ার মান আর প্রাইমারী স্কুলের মান আকাশ পাতাল তফাৎ, স্কুল থেকে মাদ্রাসার পড়া অনেক এগিয়ে
আস সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লা আমার পক্ষথেকে হাফেজিয়া কওমি আলিয়া মাদ্রাসার এবং ইসলামিক গান সম্পুন সবাইকে আমারে পক্ষথেকে দুয়া ও ভালোবাসা রইলে ও আলফ আলফ সুখরান সুখরান জাজাকাললাখায়ের আমি সউদি থেকে দেকছি
ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ!আর যে গুনাহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং তাওবা করে, সেই মূলত পারফেক্ট। এখানে আল্লাহর সাথে মানুষকে তুলনা করা ঠিক হবে না!😊
আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো করে বুঝিয়ে বলার জন্য অনেক খুশি হয়েছি অনেক ধরনের চিন্তাভাবনা ছিল মনের মধ্যে আপনার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থা আছে একটু জানাবেন প্লিজ
Subahan Allah. Jajhakallah khairan Muhsin bhai. Atto attention dia r kokhono kono youtube video dekhi nai...r ektu boro hole r o besi valo lagto. May Allah bless us all.
আসল কথা হলো তিনটি ভাষা খুব ভালো করে শিখতে হবে বিশেষ করে প্রাচীন আরবি ভাষা এবং কোরান এর সাথে অষ্টেপৃষ্ঠে লেগে থাকতে হবে জীবন এর প্রতি টা কাজে আল্লাহ এবং তাঁর রসুলের আনুগত্য করতে হবে।
মাশাআল্লাহ সময়োপযোগী অসাধারণ এপিসোড। মাদরাসা ব্যাগরাউন্ড শিক্ষিত জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহায়ক হবে। জনগোষ্ঠিকে ক্যারিয়ার তৈরির মাধ্যমে যোগোপযোগি করে গড়ে তোলার মাধ্যমে শিক্ষিত বেকারত্ব কমে আসবে এবং দেশ- জাতির সামগ্রিক কল্যাণ বয়ে আনবে।
আমি কি আমার কথা বলতে পারি?? মাদ্রাসা থেকে মাস্টার্স, দুই বছর আরবী সাহিত্য, ইসলামিক দর্শন, ফিজিক্স, ধর্মতত্ত্ব, যুক্তি বিদ্যা, এবং আরো এক বছর ইসলামিক ল্য! এরপর তুর্কিয়ের সরকার পৃষ্ঠপোষক একটা ফাউন্ডেশনের একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছি! দুইটি থিসিস আছে! একটা স্কলারশিপ আছে! বর্তমানে সরকারী পলেটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি! শেষের দিকে! প্রস্তুতি চলছে ডুয়েটের!
প্রায় দু'ঘন্টার পডকাস্ট, একটি মুহূর্তও স্কিপ করিনি। যিনি আলোচনা করেছেন তারা কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। মনে হয়েছে আমার হৃদয়ের গহীনের প্রতেকটা কথা উনার মুখ দিয়ে বের হয়েছে। আমিও উনার মতো জেনারেল ও মাদরাসা এই প্যারালাল শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ উভয় ব্যবস্থার সর্বোচ্চস্তর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিন্তু এই যাত্রাপথে একটা জিনিসের অভাব ছিলো আর সেটা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইনের অভাব। আমাদের সময়ে মহসিনের মতো কোন নির্দেশক পাইনি, সব সিদ্ধান্ত নিজের মতো করে নিতে হয়েছে নইলে আজ ক্যারিয়ারটা অন্যভাবে গড়তে পারতাম। শুধু আমি না আমাদের সময়ের প্রায় সবাই একজন ক্যারিয়ার গাইডেন্সের চরম অভাবের মধ্যে দিয়ে গেছেন। অনেক মেধাবী নিজেদের মেলে ধরতে পারেননি, অকালেই ঝরে পড়েছেন। তখন এরকম মহসিন থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। এখন আশার কথা হচ্ছে, সময়ের সাথে সাথে চিন্তারও অনেক পরিবর্তন হয়েছেন, অনেক মহসিন তৈরি হচ্ছেন, একজন থেকে দশজন, দশজন থেকে শতজন। সামনের দিনগুলো অনেক সম্ভাবনার, প্রত্যেকটা সেক্টরে মাদরাসা ছাত্রদের শক্ত অবস্থান হবে ইনশাআল্লাহ।
অসাধারণ মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
Take Love 💖💗
@@muhsinmashkurআসসালামু আলাইকুম আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো । কিছু পরামর্শ দরকার ছিল।
Masha Allah
আমার বন্ধু আলিয়া মাদ্রাসায় পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে এবং আমার মামা আলিয়া মাদ্রাসায় পড়ে ইবনে সিনা হসপিটালে ডাক্তার সেও হাফেজ ছিল।
আজকের আলোচনাটি শুনে অনেক বাবা মা তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে পরিপূর্ণ দিকনির্দেশনা পাবেন। এত সুন্দর আলোচনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। আমার সন্তানকে হেফজ বিভাগে ভর্তি করছিলাম মাত্র তিন দিন আগে। সবাই দোয়া করবেন মহসিন ভাইয়ের মত যেন আল্লাহ কবুল করেন।।
আমিন
Amin
Ameen
আলহামদুলিল্লাহ
আমি ও দাওয়ায় হাদিস কমপ্লিট করে, আলিয়াতে কামিল,এবং কলেজে মাস্টারস রানিং ❤❤❤পাশাপাশি টিউশন এবং একটা মাদরাসায় পড়াই,
আশা জাগানিয়া Podcast শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধতা নিয়ে দেখলাম। এমন সময়োপযোগী আলোচনার জন্য সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ। মহান মালিক আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করুন।
আল্লাহ মহসিন ভাই কে কবুল করুন তার কাজ এবং তার এই নেক উদ্দেশ্য কে কবুল করুন মহসিন ভাই সত্যিকারের সোনার বাংলার সোনার ছেলে
সুবহানআল্লাহ সুবহানআল্লহ
প্রায় দু ঘন্টা যাবত শুনছি অস্বাভাবিক। এরকম জ্ঞানের কথায় এরআগে কখনো শুনিনি, কেউ বলেনি। কি শুনছি বিমোহিত হচছি। রাখতেও পারছি না উঠতেও পারছিনা। সুবহানআল্লাহ, আমাদের সবার ঘরে ঘরে এরকম জ্ঞ্যন দান করুন এবং বুঝার শক্তি দান করুন।আমিন
আলহামদুলিল্লাহ ,, আমার ছেলেকে নূরানীতে দিয়েছি সাড়ে ৩ বছর বয়সে, এখন সে ওয়ানে ভর্তি হবে। আগামী বছর শেষে ইনশাআল্লাহ হেফজে দিবো,,, সবাই দোয়া করবেন
কোন মাদ্রাসায় দিয়েছেন
মাশাআললাহ। আলহামদুলিললাহ। মুহতারাম এর সাথে একমত। আমাদের সমাজ এ এইরূপ একটা পরিবর্তন খুবই জরুরি।
মাশাআল্লাহ ! এত চমৎকার বেক্তিকে এনেছেন,যার কথা শুনতে এতই ভালো লাগলো আলহামদুলিল্লাহ।
চাচ্ছিলাম..,ভিডিওটা স্কিপ করে দেখব।
কিন্তু, ভাইয়ের কথাগুলো এতই মূল্যবান যে, পুরো ভিডিও দেখতে বাধ্য হলাম...
আলহামদুলিল্লাহ। ইলম এইটাকেই বলে। সুবহানাল্লাহ। চমৎকার একাডেমিক এক্সিলেন্স।understand Quran ❤ বইটা আমি চাই।
অসাধারণ অভিনন্দন শুভকামনা রইল আমরা চট্টগ্রামে কয়েকজন মিলে একটি মাদ্রাসা করার জন্য ছেয়েছিলাম ৪৫ বছর আগে ফয়েজ লীগে হয়েছিল এখন কি অবস্থায় আছে জানিনা আমি ৮১ সাল থেকে ওমানে আজকে একজন আলেমের দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ সবাই কে
অনেক ভাল লাগলো মহসীন ভাইয়ের কথাগুলো শুনে। মহান আললাহ নেককার বানদা হিসেবে কবুল করেন।
আমাদের প্রভু এক- এক নবীর উম্মাত,
জীবন বিধান এক- ঐশীবাণী কুরআন।
তবে কেন এক নও- হে মুসলমান!?
এক হও_এক হও- করি আহ্বান!!
🇧🇩
#ওয়ারাসাতুল_আম্বীয়া_বাংলাদেশ
আমি অনেক আনন্দীত কারণ ৪৫ বছর আগে ফয়েজ লীগের একটা মাদ্রাসা হয়েছে এখন কি অবস্থাায় আছে জানতে পারিনি এখন ওনাকে পেলাম আগামীতে ওনার মাধ্যমে আমরা আরও অনেক আলেম পাওয়া যাবে ইনশাআল্লাহ ওনাকে ধন্যবাদ হে আল্লাহ ওনাকে হেফাজত করুন আমিন জয়বাংলা জয় বঙ্গবন্ধু
মুহসিন ভাইয়ের কথাগুলো অনেক শিক্ষানীয় এবং গুরুত্ব বহন করে।
মাশাআল্লাহ! ইনশাআল্লাহ আমাদের সন্তান ও যেন এভাবে বড় হয়।
আমার মেয়ে কউমি মাদ্রাসায় পড়ে।
কওমী আর আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যাবস্থার বিশ্লেষণ টা খুব ভালো লাগল 💓
We appreciate such kind of Podcast.
মাদ্রাসা নিয়ে এমন পডকাস্ট আরো চাই। বক্তা মুহসিন ভাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম
ভাই য়া আমি আমার ছেলেকে হেফজ পড়তে৷ দিয়েছি বিশ পাড়া হয়েছে । আর তার সাথে আলিয়া তে ৮ম শেনিতে ভতি করেছি। এজন্য৷ অনেক কথা শুনতে হচছে। আমার ছেলেটা কে আমি৷৷ ৷ হাফেজ মাওলানা বানাতে চাই। ছেলে আমাকে বলে মা৷ আমি৷ হাফেজ হব মাওলানা হব৷৷ এবং ডাক্তার৷ হব। সবাই দোয়া করবেন।
masallah
ধন্যবাদ সবাইকে জাযাকুমুল্লাহ খাইর
মাশাআল্লাহ মু্হসিন ভাই আল্লাহ আপনাকে আরো বড় করুন। আমিন।
আমি আপনার ১/২ বছরের জুনিয়র ছিলাম
হা, শাকের ভাই ৷
সালাম, মুহসীন মাশকুর! অনেক বড় মুসলিম মনিষা হবেন দোআ করি।
❤❤❤❤❤
সুবহানাল্লাহ, আপনাদের সুন্দর আলোচনা খুব ভাল লাগলো। এ রকম আলোচনা ব্যাপক ভাবে হওয়া দরকার। এতে জাতি উপকৃত হবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মহসিন ভাইকে দীনের জন্য কবুল করুন। আমিন। হা ভাই আমি কওমি মাদ্রাসায় ৮ বছর পড়েছি আর আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি। পরবর্তী তে সরকারি ৩য় শ্রেণির একটা চাকরি করি। সকলের নেক দোয়া কামনা করছি।
যুগোপযোগী একটি টপিক। যাঝাকুমুল্লাহু খাইরা।
জাজাকাল্লাহ, এমন একটি আলোচনা মনে মনে খুঁজছিলাম❣️❣️
আমি আলিয়া মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ আলিম/hsc পর্যন্ত পরে গণিত বিষয়ে অনার্স পড়তেছি। 🙂
That's Great, Ma Sha Allah! if you Like, Please Share the video!
Share করেছি, গণিত বিষয়ে মাস্টার্স এর পরে কি করবো যদি একটু বলতেন, আমি আমার পরিবারের প্রথম যে এত দূর নিজে নিজে এসেছি।
খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আলোচনা
প্রত্যেকটি সেক্টরে এমন মহান হুজুরের প্রয়োজন
মন্ত্রমুগ্ধের মতো শুনলাম পুরাটা।আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ আপনার কথা শুনে অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে ধন্যবাদ, আমার একটি ছেলে আছে সে কওমি মাদ্রাসা নাজেরা পরছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সে যেন মানুষের মতো মানুষ হয় বের হতে পারে ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ। খুব ভাল লাগলো আপনার লেকচার শুনে। অনেক কিছু শিখতে পারলাম, আসা করি অনেকেই উপকার লাভ করবেন। মহান আল্লাহ আপনাকে ভাল রাখুন, এগিয়ে যান দোয়া রইল।
হুজুর দুয়া করবেন আমার ছেলের যনৈ সে যেন একজন হক্কানী আলেম হতে পারে
Excellent job. Keep it up. It is reality of Islam. It is ebadat. It is best of knowledge. & knowledge is power. thank you so much.
বর্তমানে কাওমী মাদরাসাগুলোতেও প্রাথমিক ক্লাসগুলোতে যথেষ্ট গুরুত্বসহকারে সাধারণ বিষয়গুলো যেমন বাংলা, ইংরজি, অংক, বিজ্ঞান, সমাজ, ইতিহাস, ভুগোল, ইসলামী অর্থনীতি, সাধারণ জ্ঞান, অংকন ইত্যাদি শিক্ষা দেয়া হয়। আমি নিজেও কওমী মাদরাসার একজন শিক্ষক।
আমিও মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি এবং কামিল পাস করেছি। আলহামদুলিল্লাহ
মাসআললাহ অনেক সুনদর আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আলহামদুলিল্লাহ!!!
আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন সকল বাবা মাকে যেন এরকম সন্তান দান করেন। আমিন
যেহেতু কওমী মাদ্রাসার জ্ঞানের প্রসারতা বেশি সেহেতু এটাকে আমাদের মেইন স্ট্রীমে নিয়ে আসা উচিত। শুধু তাই নয়, মাদ্রাসার কিছু সিলেবাস আমাদের সাধারণ স্কুল শিক্ষায়ও নিয়ে আসা উচিত। এতে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত কিছুটা হলেও চরিত্রবান হবে।
উনি কিন্তু আলিয়া মাদ্রাসা পড়ার পর তারপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বুঝলে বুঝ পাতা না বুঝলে,,,,,,,,,
কওমী মাদ্রাসার কথা ও বলছেন
আমার বন্ধু আলিয়া মাদ্রাসায় পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে এবং আমার মামা আলিয়া মাদ্রাসায় পড়ে এমবিবিএস পাস করে ইবনে সিনা হসপিটালের ডাক্তার সেও হাফেজ ছিল।
মাদ্রাসায় সমকামিতা ও বলাৎকার হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা কখনোই চরিত্রবান হয়না।
@@saidurrahamansagor6691 তোমাকে কতজনে করছে???
সবাই আমাদের মেয়ে এবং ছেলের জন্য দোয়া করবেন কওমী মাদরাসায় পড়ে মানুষের মতো মানুষ হয়ে জীবনে সুপ্রতিষঠিত হতে পারে এবং আল্লাহর রহমতে মান সম্মানে বড় হবে ইনশাআল্লাহ ❤
এই পডকাস্টা আমার জীবনের ভিন্ন রকম এক পডকাস্ট, আমার জীবনের এক বাস্তবতার এক পডকাস্ট, আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি।
তারপর নাহবেমির পর্যন্ত পড়েছি, করোনার পর আর পড়াশোনা হয়নি, কারণ আমার লাইফের ডিসিশন এর সাথে ফ্যামিলির ডিসিশন এক হয়নি, ভিন্ন রকম হয়েছিল তাই, ফ্যামিলি চায়তো আমি একজন বক্তা হবো, মাওলানা সাইদির মতো বাট আমি হতে চেয়ে ছিলাম আইনজীবী, ইতিহাস তত্ত্ববিদ এর মতন একটা কিছু, বাট আলিয়ায় ভর্তি হতে চেয়ে ছিলাম, ফ্যামিলির সাপোর্ট পায়নি, শেষমেশ পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, এতে আমার দোষের কারনেই আমার জীবন থেকে পড়াশোনা চলে গেছে, আগে এতো কিছু বুঝিনি। 😢
অনেক গুরুত্ব পূন একটি আলোচনা কারার জন্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
A to z পুরোটা শুনেছি খুবই ভালো লাগল। তার মেহনতকে আল্লাহ্ কবুল করেন।❤❤❤❤
আমি আলিয়া মাদরাসা থেকে ফাজেল এবং কওমি মাদরাসা থেকে দাওরায় হাদিস কমপ্লিট করেছি।
ভাইয়ার সাথে আমি সম্পূর্ণ একমত।
অসাধারণ আলোচনা, ধন্যবাদ 2 cents potcast❤
মাশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন আমীন
আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম। মাশাল্লাহ, চমৎকার আলোচনা।
আমার সপ্নটা মহসিন ভাই বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ
ইনশা আল্লাহ,
আল্লাহ আমাদের ভালো মানুষ হিসেবে কবুল করুক
এরকম ব্যক্তিদের আরো চাই
I heard your speech from fast to last so, definitely I have to say you are really special . God gifted alhamdulillah. Very few are like you. May Allah subhan Allahutala bless you , you are so talented. For that society they need someone like you . Good luck.
শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে পারলে সভ্যতা গ'ড়ে তোলার মতো মানব জন্ম নেবে। ধন্যবাদ সকলকে।
আলহামদুলিল্লাহ! আমি কওমী মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি এবং পাশাপাশি jsc এবং ssc ফাস্ট ক্লাস।
আলহামদুলিল্লাহ! আমার সব ধরনের বিষয়ে সাধারণ জ্ঞান জানা আছে। যেমন: প্রোগ্রামিং: (html,css,php,python, java etc.) অফিসিয়াল ( office, xl etc.) গ্রাফিক্স, ইডিটিং ( Photoshop, illistr, adobe Premium, aducity, camtasia etc)
কারিগরি : মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, প্রিন্টার সার্ভিসিং ইত্যাদি।
রান্না করা, বাইক চালানো, গাড়ি চালানো, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী ইত্যাদি।
দাওরা পাশাপাশি কিভাবে বাংলা শেষ করেছেন plc একটু বলেন আমার মেয়েকে দিতে চাচ্ছি আরবি লাইনে বাংলা ৭পরে
মাওলানা আপনার পড়াশোনা মাশাল্লাহ।
অনেক কিছু শিখেছেন।
আমি এমন ওলামাদের খুবই ভালোবাসি।
আমার মাদারাসার ছাত্রদেরকে আমি এভাবেই গড়ে তুলতে চাই।
আব্দুল মান্নান আযহারী
মাহাদুল উলুম আল ইসলামিয়া ঢাকা।
উত্তরা ঢাকা
সত্যিই নাকি????
@@mdsamir6448 ji Alhamdulillah
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তুমি সাহায্য কর তোমার দ্বীন এর উপর প্রতিষ্ঠিত রেখে ইহকাল এবং পরকালের জন্য তৈরী করার। অনেক সুন্দর কথা আপনার।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগল। প্রায় দু'ঘন্টার পডকাস্ট, একটি মুহূর্তও স্কিপ করিনি। যিনি আলোচনা করেছেন তারা কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। মনে হয়েছে আমার হৃদয়ের গহীনের প্রতেকটা কথা উনার মুখ দিয়ে বের হয়েছে।আল্লাহ হায়াৎ দেন করুক।
মাশাআল্লাহ আল্লাহ যেন হুজুর কে আরও বেশি জ্ঞান দান করেন। একদম আমার মনের প্রশ্নগুলোর উত্তর পেলাম।
I have to say, this is the most underrated podcast in Bangladesh. This channel and its contents are the most useful of all channels in Bangladesh (my personal opinion). Thanks a lot. Keep up the good work brothers.
Listened the whole podcast. I mean what can i say. It's time for the Muslims to rise and change our image, Be Grateful to the almighty and leave deception behind also Have a transparent heart. It's time for us to shine like our ancestors behind us whose legacy is high as sky, like their hard work, dedication, they reached the golden age of Islam. May Allah guide our youth to the straight path and make us example for the generations to come. Ameen. Jazakallah.
Ameen. جزاكم الله.
জাজাকাল্লাহ ভাইজান, অনেক কিছু জানলাম আজকে ❤❤
Hats off to you all! ZajakaAllah Khairan!!!
Alhamdullia. Very informative podcast and Muhsin bhai discussion was great, especially for our next generation it’s great advice. Also great direction for guardians like us to give their kids in right place to grow up with Islami mindset together with right education for future endeavours.
যে প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে ছিলাম, তাইই আলোচনা থেকে স্কীপ হয়ে গেল!
" ভাই একই সাথে কওমী, আলিয়ার দাখিল, আলিম, পরে এডমিশন প্রিপারেশন - কীভাবে সবটা গুছিয়েছিলেন, জানতে চাই".
আমার দেড় বছরের একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এডুকেশন নিয়েই ভাবছিলাম কিছুদিন।
চাইলে তো অনেক গুলো ডিগ্রী অর্যন করা যায়। কিন্তু ইসলামকে ধরে রেখে আধুনিক শিক্ষায় ডিগ্রী অর্যন করার মতন সুন্দর ডিগ্রী আর কি হতে পারে।
আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হলাম ধন্যবাদ ভাই
এই চিন্তার বিপ্লব ঘটার জন্য আলহামদুলিল্লাহ্ 🤲💓
পুরো সময়টা আপনাদের সাথে ছিলাম।
আপনাদের সবাইকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। আমিন।
Ameen
আলহামদুলিল্লাহ
সম্পূর্ণ ভিডিওটি খুবই আনন্দের সাথে দেখেছি
মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে তা আমার ছোট ভাষায় ব্যাক্ত করা অসম্ভব
সবশেষে মুহসিন ভাই, সাজ্জাদ ভাই
ও নাফিস ভাইকে জানাই আন্তরিক মোবারক বাদ
আল্লাহ আপনাদের কবুল করুন আমীন
আর যদি আপনাদের পার্সনার নাম্বার গুলো দেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ
সবাই আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করবেন আমার একমাত্র মেয়েকে কওমি মাদ্রাসায় পড়াইতেছি রমজানে ফাইনাল পরীক্ষা দেবে সবাই দোয়া করবেন
আমি ৯০ থেকে ৯৪ পর্যন্ত মাদ্রাসায় পড়েছি,তখনই ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান অংক খুব যত্ন সহকারে পড়ানো এবং আমি পরেছি,মাদ্রাসায় পড়ে আমার ইংরেজি ও বাংলা লেখা সুন্দর হয়েছে,কিন্ত প্রাইমারী স্কুলে পড়াকালীন অবস্থায় আমি ইংরেজিতে খুব কাঁচা ছিলাম,এখনো আমি মাঝে মধ্যে কওমি মাদ্রাসায় যাই আমি এখনো দেখে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখা পড়ার মান আর প্রাইমারী স্কুলের মান আকাশ পাতাল তফাৎ, স্কুল থেকে মাদ্রাসার পড়া অনেক এগিয়ে
আল্লাহর জন্যই "মুহসীন" ভাইয়ের প্রতি ভালোবাসা রইল!
অসাধারণ ব্যাক্তিত্ত!❤️
কথা শুনেও গেলাম💙
আস সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লা আমার পক্ষথেকে হাফেজিয়া কওমি আলিয়া মাদ্রাসার এবং ইসলামিক গান সম্পুন সবাইকে আমারে পক্ষথেকে দুয়া ও ভালোবাসা রইলে ও আলফ আলফ সুখরান সুখরান জাজাকাললাখায়ের আমি সউদি থেকে দেকছি
#আলেম_ওলামাদের_ঐক্য_চাই
#ইসলামী_ঐক্য_সময়ের_দাবি
#ইসলামী_দলগুলোর_ঐক্য_চাই
#ইসলামী_ঐক্যের_বিকল্প_নাই
🇧🇩
#ওয়ারাসাতুল_আম্বীয়া_বাংলাদেশ
খুবই চমৎকার । আলহামদুলিল্লাহ
Ghore’r Kheye Baire’r Mosh Tarano’r Moto Manush ei Somaj a Onek Beshi Peoyojon Achhe…..
আলহামদুলিল্লাহ আমার ২ছেলের মন্দাসায় পড়ছে ইনশআল্লা সভার কাছে দোয়া ছাই আমার ২ছেলে যেন মহাসিন ভাইয়ের মতো আল্লা পাক যেন কাবুল করেন
Masaallah etosundor jug uopojugi alichona dhonnobad alhamdu lillah
সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ❤❤❤
আলহামদুল্লিহ, খুব দৱকাৱি আলোচনা
মানুষ কোনদিনই পারফেক্ট হতে পারে না। পারফেক্ট শব্দটি একমাত্র আল্লাহর জন্য।
ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ!আর যে গুনাহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং তাওবা করে, সেই মূলত পারফেক্ট। এখানে আল্লাহর সাথে মানুষকে তুলনা করা ঠিক হবে না!😊
Nafees boss apnar jono dekha thank uu ❤️
আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো করে বুঝিয়ে বলার জন্য অনেক খুশি হয়েছি অনেক ধরনের চিন্তাভাবনা ছিল মনের মধ্যে আপনার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থা আছে একটু জানাবেন প্লিজ
Subahan Allah. Jajhakallah khairan Muhsin bhai. Atto attention dia r kokhono kono youtube video dekhi nai...r ektu boro hole r o besi valo lagto. May Allah bless us all.
❣️❣️Love u broh!❣️❣️
আসল কথা হলো তিনটি ভাষা খুব ভালো করে শিখতে হবে বিশেষ করে প্রাচীন আরবি ভাষা এবং কোরান এর সাথে অষ্টেপৃষ্ঠে লেগে থাকতে হবে জীবন এর প্রতি টা কাজে আল্লাহ এবং তাঁর রসুলের আনুগত্য করতে হবে।
Ya Allah, please keep our Imaan intact till our death.
Ya Allah, please keep us healthy forever.
Aameen.
মাশাআল্লাহ সময়োপযোগী অসাধারণ এপিসোড। মাদরাসা ব্যাগরাউন্ড শিক্ষিত জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহায়ক হবে। জনগোষ্ঠিকে ক্যারিয়ার তৈরির মাধ্যমে যোগোপযোগি করে গড়ে তোলার মাধ্যমে শিক্ষিত বেকারত্ব কমে আসবে এবং দেশ- জাতির সামগ্রিক কল্যাণ বয়ে আনবে।
আমি কি আমার কথা বলতে পারি?? মাদ্রাসা থেকে মাস্টার্স, দুই বছর আরবী সাহিত্য, ইসলামিক দর্শন, ফিজিক্স, ধর্মতত্ত্ব, যুক্তি বিদ্যা, এবং আরো এক বছর ইসলামিক ল্য!
এরপর তুর্কিয়ের সরকার পৃষ্ঠপোষক একটা ফাউন্ডেশনের একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছি! দুইটি থিসিস আছে!
একটা স্কলারশিপ আছে!
বর্তমানে সরকারী পলেটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি! শেষের দিকে! প্রস্তুতি চলছে ডুয়েটের!
❤
মহসিন ভাই ! আমার আলোচনা মাশা আল্লাহ অনেক সুন্দর লেগেছে।
এরকম একটা আলোচনা আমি খুজতে ছিলাম❤❤❤
আমি একজনকে চিনি। নাম নাইম হাসান।ওনি ঢাকা হাইকোর্টের আইনজীবী। এবং উত্তরা ইউনিভার্সিটি প্রফেসর। ওনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর।
Masha Allah 🥰 Masha Allah 🥰 onek valo laglo right 👍 kotha gulo bola projon
জীবনের প্রথম এই পডকাস্ট টা দেখলাম, নিজেকে অনেকটাই আত্মবিশ্বাসী মনেহচ্ছে।
প্রথম থেকে শেষপর্যন্ত একটুও স্কিপ করিনাই।
Sem 2u
Mashallah excellent discussion. Watching from USA
অসাধারণ ও অমুল্য আলোচনা, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ভাল হওয়া উচিৎ ছিলো
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা খুব ভালো লাগলো।
আসলেই খুব ভালো একটি পডকাস্ট।
মাশাআল্লাহ অনেক কিছু শিখতে পারলাম
যেগুলো জানা ছিলনা