তোমাকেই তো দূর কোনো দ্বীপের অপরূপ, আত্মভোলা এক বিদেশিনী মনে হচ্ছে! গাঁদা ফুলের মালায় সাজানো মুখশ্রী অপূর্ব। এমন নতুন নতুন আইডিয়া পাও কোথায়! আর গান! দূর যখন সুরে মিশে তখন এটি কেবল আর একটি শব্দ থাকছে না, মনে হচ্ছে দূরের কোনো একজনকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকছ… চমৎকার হয়েছে।
দারুণ হয়েছে আপু
অনেক ধন্যবাদ।
অসাধারণ ❤️
ধন্যবাদ।
বাহ অসাধারণ গায়কী, অনেক অনেক শুভকামনা দিদি
অনেক ধন্যবাদ।
চমৎকার সুন্দর নিবেদন, খুব ভালো লাগলো, শুভেচ্ছা নিরন্তর
ধন্যবাদ
নান্দনিক আয়োজন। 🌿
আন্তরিক ধন্যবাদ।
আমার ভালোলাগা গানের ভিতর এই গানটি অন্যতম দিদি ভাই 🎧🙏💚
অনেক ধন্যবাদ।
Aha💜💜
Thank you..
দূর দ্বীপের বাসিনী কে অভিবাদন চমৎকার পরিবেশে আরো চমৎকার পরিবেশনার জন্য 👌🙂
আন্তরিক অভিবাদন।
দুর দ্বীপ ও বাসিনী চিনি তোমারে চিনি... খুব সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ।
দূর দ্বীপবাসিনী অসাধারন হয়েছে। । ভিডিও শ্যুট লোকেশান টাও সুন্দর। সব মিলে অনবদ্য আয়োজন।
অনেক ভালোবাসা।
ওয়াও! দারুণ দারুণ। অনেক অনেক শুভেচ্ছা। ❤❤❤
অনেক ভালোবাসা।
প্রশান্ত সাগরে দেখেছি এক দূর দ্বীপবাসিনীকে যার গান শুনে চঞ্চল হলো মন। সুরের মূচ্ছর্নায় ভেসে গেলাম.. অপূর্ব গায়কী। অনেক অনেক ভালোবাসা বন্ধু ♥️♥️❤
এ কোন মায়ায় ফেলে দিলে বলতো ! আমি যে কি বলি! ভালোবাসা নিও বন্ধু আমার।
Absolutely mesmerizing. Loved it 😊
Thank you so much..
দারুণ
আন্তরিক ধন্যবাদ।
আমার ভালো কাজের মধ্যে এই কাজটি একটু অন্যরকম ভালো হইছে ভালোবাসা আপু আপনি অনেক সুন্দর গান করেন দোয়া রইলো এগিয়ে যান💝👌
অনেক ধন্যবাদ
অসাধারণ। যেমন দেখতে লাগছে তেমনই সুন্দর গান। অপূর্ব। আরও শোনার অপেক্ষায়
অনেক ভালোবাসা।
❤️❤️
ধন্যবাদ।
খুব ভালো গেয়েছেন প্রিয় শিল্পী।
অনেক ধন্যবাদ
Nice work
Thank you
তোমাকেই তো দূর কোনো দ্বীপের অপরূপ, আত্মভোলা এক বিদেশিনী মনে হচ্ছে! গাঁদা ফুলের মালায় সাজানো মুখশ্রী অপূর্ব। এমন নতুন নতুন আইডিয়া পাও কোথায়!
আর গান! দূর যখন সুরে মিশে তখন এটি কেবল আর একটি শব্দ থাকছে না, মনে হচ্ছে দূরের কোনো একজনকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকছ…
চমৎকার হয়েছে।
যথার্থ বলেছো, সত্যিই আমি আত্মভোলা! এক জীবনে নিজেকে ও বুঝি আর চেনা হলোনা! বিধাতা চান তো এই আমার ভূষণ হোক। প্রাণঢালা ভালোবাসা বন্ধু।
গানটা যেমন সুন্দর, দেখতেও তেমনি সুন্দর লাগছে। সব মিলিয়ে নান্দনিক আয়োজন।
অনেক ভালোবাসা।
গানটা অনেক সুন্দর
আন্তরিক ধন্যবাদ।
গানটা অনেক সুন্দর
দেখতেও অনেক সুন্দর লাগছে
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
খুব সুন্দর লাগছে আপনাকে 🌸🤍
অনেক ভালোবাসা।