Please Donate Blood🙏🙏🙏।।Serum Thalasemia❣️।।Dil Maange More।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Dil Maange More
    Please Donate Blood🙏🙏🙏।।Serum Thalasemia❣️
    সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন
    এর উদ্যোগে
    শিখবো একসাথে - জিতবো একসাথে...
    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান
    বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে তৈরি হয়েছে অবৈতনিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র 'ভরসা'। উন্নতমানের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ভরসার ছাত্রছাত্রীরা ক্রমেই জীবনে স্বাবলম্বী হওয়ার দিকে এগিয়ে চলেছে। এখানে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার কারিগরি শিক্ষা, সাংস্কৃতিক চেতনা উন্মেষের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্লাস চলাকালীন তাদের পুষ্টিকর খাবার দেওয়ার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভরসার ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন সামগ্রী মেলায় বিক্রি করার বন্দোবস্তও করা হয়েছে। এই বিক্রি থেকে সংগৃহীত অর্থ ভরসার ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে তারা স্বাবলম্বী হওয়ার জন্য চেতনার বিকাশ ঘটাতে পারে।
    আগামীদিনে, ভরসাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা করা আমাদের মূল লক্ষ্য। পরিশেষে বলি, এই যে ভরসায় নিখরচায় শিশুদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে আপনাদের পরিচিত কোনও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা থাকলে, আপনারাও তাদের জন্য আবেদন করতে পারেন।
    সঞ্জীব আচার্য্য মুখ্য পৃষ্ঠপোষক
    ১০, ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কোলকাতা - ৭০০ 008
    দুর্বা গাঙ্গুলি অধ্যাপিকা (সাম্মানিক)।

ความคิดเห็น •