সুন্দর ঘটনা । এত মানবিক এত উদারতা এত বন্ধুর প্রতি সমব্যথিত হৃদয় মেেলে ধরা যা এখনকার দিনে অকল্পনিয় । তরুন, দ্বিজেন, নচিকেতা সলিল, পুলক ( সকলকেই বাবু বলে সন্মানিত করছি, তাঁরা আমার প্রনম্য) এবং সুপর্ন কান্তি ঘোষ মহাশয় কে আমার আন্তরিক ধন্যবাদ এত সুন্দর ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন বলে।
এই গান গুলি আমার কাছে হিট,তখন বোধ হয় ফাইভে পড়ি,রবিবার রেডিও তে আধুনিক গান শুনতাম,তখনকার রেডিও মানেই টিভি, যে দিন এই গান গুলো প্রসার হতো সারা দিন গুণ গুণ করতাম,মানে বুঝতাম না,মনে হতো একটা কষ্টের গান,আমি অনেক দিন ধরে ইউ টিউবে গানটার সার্চ করেছি আজ বোধ হয় আমার ব্যাকুলতা ইউ টিউব বুঝেছে হঠাৎ করে সামনে এসে গেলো,ধন্যবাদ এরকম একটা মূল্যবান অনুষ্ঠান উপহার দেবার জন্য।
ছোটবেলার সব কৌতূহল আমার আজ এই ঘরোয়া পরিমন্ডলের কথা শুনে মিটে গেল।আমার বয়স এখন 75 বছর। বুঝতেই পারছেন আমরা সেই স্বর্ণ যুগের স্বর্ণ শিল্পীদের গানই এখনো হাটে মাঠে চর্চা করে যাই। আমাদের সময় কোনো ইন্সট্রুমেন্ট না থাকায় রেডিও শুনে শুনে গানগুলি অনুশীলন করতাম। যদি ওই সময় আজকের মত techonology উন্নত হতো ,তাহলে নিজেডিকে আরো পরিপূর্ণ করতে পারতাম। ভীষণ আপসোস হয়। কিন্তু আর কিছু করার নাই। প্রজন্ম যদি থেকে, তাহলে যেন এমন সঙ্গীত জগতের সঙ্গে কাল কাটানোর সুযোগ পাই।🙏🙏🙏
Osadharon !! Khub bhalo laglo ghotona guli sune. Sotti se sab sonali din guli r phire asbena. Sei Bangla Bangali r Banglar sonksriti biswer darbare tule dhorar moto r keu nei.
আবার দুজনে দেখা গানটির সাথে রাতের রজনীগন্ধা সিনেমায় উত্তম কুমারের লিপে মান্না দে'র গাওয়া গান ' নও তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা'র মিল আছে। তবে দুটো গানের সুরকার একজনই। স্বনামধন্য শ্রী নচিকেতা ঘোষ।🙏🙏
কিন্তু দ্বিজেনবাবু আমার প্রিয় সংগীত ব্যক্তিত্ব বলে মনে হলেও আমার মতে তরুণ বাবু ছিলেন সেসময়ের তরুণ প্রজন্মের ভীষণ প্রিয়। এর অন্যতম কারণ হল তরুণবাবু যেভাবে আসর জমিয়ে তুলতে পারতেন , দ্বিজেনবাবু কিন্তু মোটেই তা পারতেন না। তরুণবাবু বিভিন্ন ধরনের গানে অনেক বেশি দক্ষ ছিলেন। তাঁর কন্ঠে এমন বহু গান আছে যা সেই যুগ অতিক্রম করে আজও সমান জনপ্রিয়। যেমন, কাজল নদীর জলে, মধুমতী যায় বয়ে যায়, চম্পাকলি গো, বেশ ত নাহয় সপ্ত ঋষি, আলতা পায়ের আলতো ছোঁয়া, পান্না হীরা চুণি ত নয়, পুজোর ছুটি, আনারকলি, ইত্যাদি আর কত বলব? চল রীণা গানটি ত সে যুগের তরুণ প্রজন্ম তাদের প্রেম পত্রে উদ্ধৃতি করে লিখত। মনে হয় অত সুন্দর ব্যারিটোন ভয়েস আর কারও ছিল না। সংগীতজগতে সমসাময়িককালে তাঁর গলা শ্যামল মিত্রের চেয়েও পরিণত ছিল। মহিষাসুরমর্দিনী তে তাঁর গাওয়া গান " হে চিন্ময়ী " অন্যতম শ্রেষ্ঠ ।
সত্যি অসাধারন । ৬০ এর দশকের প্রায় সব শিল্পির গান আমার মনে আসছে । ১৯৫৮ সালে কোন এক ফাংশনে আসামের বঙ্গাইগাও শহরে আমরা এনেছিলাম । স্টেজে একসাথে বসে কছে বসে উনার গান শুনেছি । সে এক অপূর্ব অতীত স্মৃতি । অসাধারন ।
I am 45 now. These incidents are much older but all these incidents and music of that time churn up my blood, tears flow down. Very frankly I cannot accommodate with today's song, music, culture. Those days were the days of cultural Revolution, Bengalis were living like real Bengalis. Now Bengalis r ashamed of being Bengali rather immigrate Bihari, Punjabi,dakkhini, what a tragedy. These great men took from all but assimilated and enriched the Bengali society, that is totally missing now.
১৯৬৬ কি ৬৭ সাল,আমি তখন যাদপপুরে পড়ি।আমাদের কলেজ সোশালে দ্বিজেন মুখোপাধ্যায় ও তরুণ বন্দোপাধ্যায় দুজনেই এসেছিলেন। দ্বিজেন মুখোপাধ্যায় গান শেষে যখন উঠে যাচ্ছেন,আমরা ধরলাম আরও একটা গান আমাদের শোনান।উনি বললেন, না আর নয় রীণা বসে আছে,ওকে গাইতে হবে।আসলে তরুণ বন্দোপাধ্যায় পরের শিল্পী ছিলেন আর চলো রীণা,ক্যাসুরিনা সেই বছর পূজার বিরাট হিট গান।
Spoken with a sublime simplicity tinged with a child 🧒 like innocence and affection adorned with a depth of revered expression…. A marvellously mesmerising narration 🙏🏼🌹💕⚡️
Megaphone is still their with out let is located next G C Laha on Lelin Sarani and Chowringhee Road crossing. Inreco was a new company jointly promoted by M/s Salil Chowdhury, Balsara ji and many others, Hemanta Babu was partly involve.
Ami thakan Siliguri College Secy. Shyampukar Dwijen Mukhopadhyay Baritey galam katha boltey Uni bollen ekhon college function Hindi gaan cholchey tomara Mira Biswas Bubai Biswas K ney jao .Amra thai korlam Unader due jan k anlam
সত্যিই সেটা স্বর্ণ যুগ ছিল, মানুষের আন্তরিকতায় , গান বাজনায় , সাহিত্য চর্চায়,খেলা ধুলায় সর্ব দিকদিয়ে 🙏
সুন্দর ঘটনা । এত মানবিক এত উদারতা এত বন্ধুর প্রতি সমব্যথিত হৃদয় মেেলে ধরা যা এখনকার দিনে অকল্পনিয় । তরুন, দ্বিজেন, নচিকেতা সলিল, পুলক ( সকলকেই বাবু বলে সন্মানিত করছি, তাঁরা আমার প্রনম্য) এবং সুপর্ন কান্তি ঘোষ মহাশয় কে আমার আন্তরিক ধন্যবাদ এত সুন্দর ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন বলে।
শ্রদ্ধেয় স্যার , অদ্ভুত ভালো লাগলো আপনার কথা ... অনেক ভালো থাকুন...
অনবদ্য স্মৃতিচারন। মনটা যেন বহু বছর আগে চলে গেল।
এই গান গুলি আমার কাছে হিট,তখন বোধ হয় ফাইভে পড়ি,রবিবার রেডিও তে আধুনিক গান শুনতাম,তখনকার রেডিও মানেই টিভি, যে দিন এই গান গুলো প্রসার হতো সারা দিন গুণ গুণ করতাম,মানে বুঝতাম না,মনে হতো একটা কষ্টের গান,আমি অনেক দিন ধরে ইউ টিউবে গানটার সার্চ করেছি আজ বোধ হয় আমার ব্যাকুলতা ইউ টিউব বুঝেছে হঠাৎ করে সামনে এসে গেলো,ধন্যবাদ এরকম একটা মূল্যবান অনুষ্ঠান উপহার দেবার জন্য।
বাংলা গানের সোনালী দিনের অনেক অজানা স্মৃতি বিজড়িত ঘটনা জানলাম। আবেগ প্রবণ হয়ে যেতে হয়।
খুবই সুন্দর লাগলো কথাগুলো শুনে। সত্যিই সেই সব দিনগুলো হারিয়ে গেছে।
কি যে ভালো লাগলো শুনতে কথাগুলি।
মনে হয় আরো কিছু যদি শুনতে পেতাম এই মহান শিল্পীদের ব্যাক্তিত্বের কথা
এতদিন শুধু গানগুলো শুনেছি এখন গানের পিছনের অজানা কথাগুলো শুনে খুব ভাল লাগলো। বলার ভঙ্গি খুব আকর্ষনীয়❤
ছোটবেলার সব কৌতূহল আমার আজ এই ঘরোয়া পরিমন্ডলের কথা শুনে মিটে গেল।আমার বয়স এখন 75 বছর। বুঝতেই পারছেন আমরা সেই স্বর্ণ যুগের স্বর্ণ শিল্পীদের গানই এখনো হাটে মাঠে চর্চা করে যাই। আমাদের সময় কোনো ইন্সট্রুমেন্ট না থাকায় রেডিও শুনে শুনে গানগুলি অনুশীলন করতাম। যদি ওই সময় আজকের মত techonology উন্নত হতো ,তাহলে নিজেডিকে আরো পরিপূর্ণ করতে পারতাম। ভীষণ আপসোস হয়। কিন্তু আর কিছু করার নাই। প্রজন্ম যদি থেকে, তাহলে যেন এমন সঙ্গীত জগতের সঙ্গে কাল কাটানোর সুযোগ পাই।🙏🙏🙏
Thank you Sir. Purono ghatana Jena khoob samriddha holam.
এই রকম অসাধারণ স্মৃতিচারণ খুব কম শুনেছি অপূর্ব লাগল 🙏
অসাধারণ ...এমন করে স্মৃতি খুঁজে আনা শুনেই যেতে মন চায় ...🙏🙏
অসাধারণ স্মৃতিচারণ!!!
এই সমস্ত ঘটনাবলি শুনে,মনটা খারাপ হয়ে যায়,কি সব দিনগুলো চলে গেছে!!কি সব 'মানুষের দল', চলে গেছেন!!
হারালো কোথায় সেই দিনগুলি?
স্মৃতির বেদনা....!
Priceless memories narrated so beautifully. Thank you for sharing.
চমৎকার স্মৃতিচারণ, আমার প্রিয় গানের সুরস্রষ্ঠাদের /গায়কদের বিনম্র শ্রদ্ধা
খুব ভালো লাগলো বাংলা গানের
স্বর্ণযুগের শিল্পীদের অজানা কাহিনী
শুনে।
আহা, কী যে ভালো লাগলো স্মৃতিচারণ!
অপূর্ব স্মৃতি চারণা,সব কটি গানের সুর ও মিউজিক এখনো মনে গাঁথা রয়েছে রয়েছে।তাই চোখের জল কে সামলাতে পারলাম না। তাঁদের স্মরণ করে প্রণাম জানাই।। 🙏🎸🎷🎺💯
চমৎকার স্মৃতিচারণ ওনাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। 🙏🙏
Osadharon !! Khub bhalo laglo ghotona guli sune. Sotti se sab sonali din guli r phire asbena. Sei Bangla Bangali r Banglar sonksriti biswer darbare tule dhorar moto r keu nei.
অনবদ্য অতুলনীয় চমৎকার
অপূর্ব স্মৃতিচারণ ! আর ও শুনতে আগ্রহী
Suparno Kanti ato sundar katha bolen jana chilo na. Khoob Sundar laglo. Hats off.Suparno babu.🌷
Khub valo laglo,valo thakun valo manush gulo.pronam🙏
অসাধারণ।এই সব গল্প শুনতে খুব ভালো লাগে। আরো এই সব গল্প আপননা দের কাছে শুনতে চাই।খুব তাড়াতাড়ি কিন্তু। নমস্কার।
Apurba smriticharan
Videota dekhe khubai bhalo legese !!! ati sadaran upasthaponay osadaron video !!! Namaskar sabaike.
দ্বিজেন দার কাছে গান শেখার সৌভাগ্য হয়েছিল বলে আমি ও অনেক এইরকম গল্প শুনেছি। সুপর্ণকান্তি বাবু আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
আবার দুজনে দেখা গানটির সাথে রাতের রজনীগন্ধা সিনেমায় উত্তম কুমারের লিপে মান্না দে'র গাওয়া গান ' নও তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা'র মিল আছে। তবে দুটো গানের সুরকার একজনই। স্বনামধন্য শ্রী নচিকেতা ঘোষ।🙏🙏
খুব ভালো লাগলো
স্মৃতি চারন।
Sei kaishore jeno phire gelam 🎉❤😊 Khub bhalo laglo ❤
Excellent narration. Thank you Sir.
Those golden times are gone. Being old I enjoy this priceless rumination.
এ তো আমাদের কাছে একেবারে নস্টালজিক। আহা সত্যিই সেই সব দিন ছিল সোনালী দিন।
সব হারিয়ে গেল।
Mon kothe choleji sunte khub bhalo laglo
Ato sundor smriticharon age kokhono sunini. Darooon. Valo thakben.
সেই সোনালী বিকেল গুলোর কেবলমাত্র মেমোরি রয়ে গেছে ।সব কেমন যেন হারিয়ে গেল।
কিন্তু দ্বিজেনবাবু আমার প্রিয় সংগীত ব্যক্তিত্ব বলে মনে হলেও আমার মতে তরুণ বাবু ছিলেন সেসময়ের তরুণ প্রজন্মের ভীষণ প্রিয়। এর অন্যতম কারণ হল তরুণবাবু যেভাবে আসর জমিয়ে তুলতে পারতেন , দ্বিজেনবাবু কিন্তু মোটেই তা পারতেন না। তরুণবাবু বিভিন্ন ধরনের গানে অনেক বেশি দক্ষ ছিলেন। তাঁর কন্ঠে এমন বহু গান আছে যা সেই যুগ অতিক্রম করে আজও সমান জনপ্রিয়। যেমন, কাজল নদীর জলে, মধুমতী যায় বয়ে যায়, চম্পাকলি গো, বেশ ত নাহয় সপ্ত ঋষি, আলতা পায়ের আলতো ছোঁয়া, পান্না হীরা চুণি ত নয়, পুজোর ছুটি, আনারকলি, ইত্যাদি আর কত বলব? চল রীণা গানটি ত সে যুগের তরুণ প্রজন্ম তাদের প্রেম পত্রে উদ্ধৃতি করে লিখত। মনে হয় অত সুন্দর ব্যারিটোন ভয়েস আর কারও ছিল না। সংগীতজগতে সমসাময়িককালে তাঁর গলা শ্যামল মিত্রের চেয়েও পরিণত ছিল। মহিষাসুরমর্দিনী তে তাঁর গাওয়া গান " হে চিন্ময়ী " অন্যতম শ্রেষ্ঠ ।
সত্যি অসাধারন । ৬০ এর দশকের প্রায় সব শিল্পির গান আমার মনে আসছে । ১৯৫৮ সালে কোন এক ফাংশনে আসামের বঙ্গাইগাও শহরে আমরা এনেছিলাম । স্টেজে একসাথে বসে কছে বসে উনার গান শুনেছি । সে এক অপূর্ব অতীত স্মৃতি । অসাধারন ।
Thanks for recollecting the Golden memories of the most respected personalities of Bengal music. Hats off.
Asankhya dhanyabaad. Just great. Takhan r ekhan. Kato satyi kathaa "innocent humour" r nei.
Suparno Babu ke onek thanks onek kichu amader ojana chilo sei golo jante parlam.
Darun darun khoob valo laglo 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
I am 45 now. These incidents are much older but all these incidents and music of that time churn up my blood, tears flow down. Very frankly I cannot accommodate with today's song, music, culture. Those days were the days of cultural Revolution, Bengalis were living like real Bengalis. Now Bengalis r ashamed of being Bengali rather immigrate Bihari, Punjabi,dakkhini, what a tragedy. These great men took from all but assimilated and enriched the Bengali society, that is totally missing now.
অসাধারণ স্মৃতি রোমন্থন!
ki osadharon gaan gulo. r uni golpo gulo bolchen o khub sundor.
১৯৬৬ কি ৬৭ সাল,আমি তখন যাদপপুরে পড়ি।আমাদের কলেজ সোশালে দ্বিজেন মুখোপাধ্যায় ও তরুণ বন্দোপাধ্যায় দুজনেই এসেছিলেন। দ্বিজেন মুখোপাধ্যায় গান শেষে যখন উঠে যাচ্ছেন,আমরা ধরলাম আরও একটা গান আমাদের শোনান।উনি বললেন, না আর নয় রীণা বসে আছে,ওকে গাইতে হবে।আসলে তরুণ বন্দোপাধ্যায় পরের শিল্পী ছিলেন আর চলো রীণা,ক্যাসুরিনা সেই বছর পূজার বিরাট হিট গান।
আমিও ছিলাম। দেখা নাজাকাত ও সালামত যূগলকে গাইতে! কী অসাধারণ দিনগুলো!
Spoken with a sublime simplicity tinged with a child 🧒 like innocence and affection adorned with a depth of revered expression…. A marvellously mesmerising narration 🙏🏼🌹💕⚡️
&g&f&f
Ei dhoroner anusthan gulo moner khub ka6er.suporno babur bolar dhorontateo jano ekta aladai tripti pelam❤❤❤
Vari Sundor ar Antorik Smriticharon..
ki je valo laglo..
অসাধারণ 🙏🙏🙏❤️
Mon bhore gelo
সত্যি অসাধারণ!
শুধুই ভালোবাসা
Apurba poribesona , khub upobhogya
অসম্ভব ভালো
Old is gold.
অপূর্ব লাগলো
Exceptional narration
অপূর্ব!
এখনও এমনটা হয়না কেন ? তাঁরা সব কোথায় গেল ... কোথায় হারিয়ে গেল !
Very sad
Ki sundor bodhutto!
অতীতের প্রাণবন্ত নির্ভেজাল স্বাভাবিক আনন্দ আর ফিরে আসবে কি!
আমরা একটু চেষ্টা করলে হয়তো কিছুটা বাচিয়ে রাখতে পারবো।
ঠিক বলেছেন। ধন্যবাদ।@@lambubabai-chatterjee.-2044
Osadharon!!!
সেই সব সোনার দিনগুলি আজো মনে পড়ে যায়।আর ফিরে আসবে না, তবুও ফিরে ফিরে আসে,,, মনে, মনে পড়ে যায়।২২/৮/২০২১
বেশ ভালো লাগলো
এরকম আর হবে না, সত্যই কি রকম বন্ধুত্ব্ব।
সত্যি সেদিন গুলোর কথা ভাবছি ওইদিন আর আসবেনা
দারুন লাগলো !
GOLDEN AGE WHICH WILL NEVER RETURN
অসাধারণ।
অনবদ্য . . . . . .
সেই রাম ও নেই, সেই অযোধ্যাও নেই। চারিদিকে শূন্যতা।
অসাধারণ
Awesome...
এরকম অভিজ্ঞতা অভাবনীয়।
Shall we ever get back that golden era of the cultured Bengalis?
Now "Kaka, Pisi, Mashi, Jedha, Kaku, Jethu",,,all are converted to "Uncle" and "Aunty"!!!
Sir 🙏🏻🙏🏻
darun! darun!
Megaphone এখন আর নেই। পরে এর নাম হয়েছিল inreco। সম্ভবত।
Sheta c.c.sahar hindustan record
Megaphone is still their with out let is located next G C Laha on Lelin Sarani and Chowringhee Road crossing. Inreco was a new company jointly promoted by M/s Salil Chowdhury, Balsara ji and many others, Hemanta Babu was partly involve.
Khub bhalo laglo
Valo. manushe. der satya. kahini. sab Akhan Er Asaber Kono Mulya Deyna Lok. Kintu. Manush guloje. Kichhilen,Akhonojara. Beche achhen tader Mane rakha Smriti. hi. Amader. Rasad. Namaskar. Suparnobabuke. Pranam. Oner. Oamader. Gurujaneder. Oi. Ganty. Amar asamvab priya chhilo. ( Vabbe. Kayela porechhe chokhe) Abang Madhabimukherjeeke O namaskar
স্মৃতি, তুমি বেদনা l
ছায়া গায়ে মেখে একে বেকে লাল কাকরের পথ বেয়ে ....
Really so
Ajj jader kotha sunlam tader kichu manus jara amader bari asten. Jemon Hemonto kaku,Tarun kaku, Nirmalendu kaku, Amal kaku, Mintu kaku, Dijen kaku, Nachi kaka, Sandhya pipi,.Manna kaku, Bani pisi, Sulata pipi, Sakti Kaka, Siraj uncle, Purna Das Baul, Satinath uncle, aro aneke. Ami enader sathe Bahu bar Sangat korechi. Ami takhon 13 yrs. Ajo mone pore sei purano sai diner kotha.
HEMANTO MANNA SHYAMAL MANABENDRO NIYE KICHU BOLUN
Suprono babu,,, EKDIN ! MUGHO HOYE SHUNI
Can't there be a new type SONALI BIKEL?
🙏🙏🙏
Verynice
ভালো লাগলো
সব ই চলে যায় কিছুই থাকে না - থাকে শুধু কথা!
Asaadhran
Very nice. #jollysahamandalmusic
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Good
Ami thakan Siliguri College Secy.
Shyampukar Dwijen Mukhopadhyay
Baritey galam katha boltey
Uni bollen ekhon college function
Hindi gaan cholchey tomara
Mira Biswas Bubai Biswas
K ney jao .Amra thai korlam
Unader due jan k anlam