ছোট বেলায় এই গান আমার মাকে বহুবার শুনতে শুনেছি। মায়ের চোখ দিয়ে জল পড়তো।আমি এই গানের গভীরতা বুঝতাম না। যাকে ভালোবেসে বিয়ে করে ঘর বাঁধলাম,সেও বহুদিন হলো আমাকে একা করে চলে গেছে। এখন মোবাইলের কল্যাণে প্রায় প্রতিদিন এই গানটি শুনি। খেয়াল করি মনের অজান্তে আমার চোখ থেকেও জল পড়ে ঠিক যেমনটি আমার মায়ের চোখ থেকে পড়তো।
আমার বাবা এই গান টি খুব শুনতেন আজ বাবা নেই আমার ও বয়েস হয়েছে গান টা যতই শুনি যেন পূরানো হয় না আর বাবা র কথা মনে পরে দু চোখ জলে ভরে যায় ....আজ ও নুতন শুনে মন ভরে না।।
আমরা বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু এই গান চির যৌবনা কখনো বুড়ো হবে না।যৌবনে প্রেম ভালবাসায় টাল মাটাল হয়ে কত যে এই গানটি গেয়েছি, তার হিসেব নাই।প্রিয় গানটি যুগ যুগ বেচে থাকুক।
""প্রথম প্রেমের এই রীতি হায়...নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়।""কি অসাধারণ গানের কলি❤️আমার ব্যক্তিগত ধারনা এটা যে যতোই দিন গড়িয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক আর কল্পনাশক্তি ততোই ভোঁতা হয়ে যাচ্ছে।এই রকম একটি অমর গান পুনরায় সৃষ্টি হতে আর এইরকম শিল্পী,,গীতিকার,সুরকার এবং বাদ্যশিল্পীদের পুনরায় ফিরে পেতে আমাদের হয়তো-বা অনাদিকাল অপেক্ষা করতে হবে।।
অসাধারণ জগন্ময় মিশ্র ,প্রণব রায় ,সুবল দাশগুপ্ত বলবার অপেক্ষা রাখে না, শুধু বলবো মহানায়ক ছবি দেখে । মহানায়ক ছিলেন প্রবণ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু 🌹
আমার বাবা এই গানটি খুব পছন্দ করতেন। শুনতে শুনতে কিশোর বয়স থেকে আমার হৃদয়ে ও গানটি জড়িয়ে আছে তখনকার দিনে অর্থ না বুঝলেও সুর ও মিউজিক খুব ভালো লাগতো, মৃত্যুর পরেও মনে হয় আত্মায় গানটি বাজবে। গান আমার প্রান।
অসাধারণ এক কম্বিনেশন! কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্রের কালজয়ী স্মরণীয় গানের সাথে বাংলা সিনেমার আইকন হিসেবে পরিচিত কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার। দুই কিংবদন্তি শিল্পীর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রনাম।
আমিও ৮০ দশকে একা একা মাঝ রাতে শিলিগুড়িতে অন্ধকার ঘরে একা বারবার শুনতাম। আমার হারিয়ে যাওয়া প্রেমিকাকে আবছা অন্ধকারে দেখতে পেতাম। চোখে জলে ভিজে যেত। সে হারিয়ে যেতে বাধ্য হয়েছিলো(অন্যের সাথে) মাত্র ১৮ বছর বয়সে, আমার তখন ২০।
যে রচে ছিল গান, হয়তো আঘাতে ঝরেছিলো তাঁর প্রাণ। ছবিটিতে যারা করেছিলো অভিনয়, ছাই পোড়া বুঝি জীবন করেছে ক্ষয়। কথা সুর ছবি শুনেছে দেখেছে যারা, ভাবতে পারেন তাঁহারা জীবন হারা।
একটি গান, একজন শিল্পী। অমরত্ব লাভের জন্য খুব বেশি কিছু কি লাগে? বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন চির ভাস্বর হয়ে। কতবার তাকিয়ে যে এই গানটি শুনেছি তার হিসেব নেই। ক্যাসেট প্লেয়ারে শুনেছি টেনে টেনে বারবার, শুনব আরও কতদিন জানি না!
ননীগোপাল বিশ্বাস নামে সঙ্গিত শিক্ষক ছিলেন উনি গাইতেন।এই গানটা উনার কাছে প্রথম শোনা,আজো বিভিন্ন মধ্যমে শুনি ।" মনে হয় প্রীয়া আমার আজো আছে , তাহার সাথে আবার দেখা হবে।"
যুগের পর যুগ পেরিয়ে যায়, তারপরেও যে গান একইরকম ভাবে প্রিয় গান থেকে যায়,যে গান স্তব্ধ হয়ে শুনতে হয়, সারা মন প্রাণ ভরিয়ে রাখে তা-ই যুগান্তকারী গান। প্রিয় শিল্পীর দরদী কন্ঠে মরমী কথা আর সঙ্গতিপূর্ণ সুরের যুগলবন্দীতে এই গান চিরদিনের গান হয়ে থেকে যাবে, যে গান শোনার পর আর কোনো গান শোনার ইচ্ছা হবে না।
আমি আমার বড় ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত। আমার ভাই এই গানটি সবসময় শুনতেন। সেই ছোট বেলা থেকেই এই গানটির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েগেছে। আসল কথা হলো। যারা সাহিত্য বুকে লালন করে, এবং সামাজিক রুচিসম্পন্ন বোধ তারাই এই গান গুলো শুনে।
আজ তুমি কত দুরে। তোমার কথা শুনার জন্য আমি মরে যাচ্ছি। আমার এ অপেক্ষা এক সেকেন্ডও সহ্য হচ্ছে না, তবু সহ্য করছি। তোমাকে দেখার জন্য আমি মরে যাচ্ছি। যা তোমাকে বলতে মানা, বুঝাতেও মানা, আমি একাই জানি যে কত বার মরেছি, কত বার পুরেছি, 💔💔💔💔💔💔💔😑😑😑😑😑😑😑😑
আমি যৌবন এ গান বহুবার শুনেছি, আজ ৬০ বছর বয়সে এসে এই গান শুনে অতীত যৌবন এর স্মৃতি মনে পড়ে যায়।
আমি কোনো শিল্পীকে ছোট করে দেখি না।তবে এই সমস্ত পুরানো দিনের গানের বিকল্প গান আর কোনো দিন হবে না। এই কিংবদন্তি শিল্পী কে আমার অনেক প্রনাম জানাই।
জগন্ময় মিত্র এ গানের জন্য অমরত্ব লাভ করেছেন।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
শিল্পীকে শ্রদ্ধা ও প্রাণাম। এতো মধুর সুরেলা কন্ঠ। বেদনা বিধুর গান!
আমার বাবা এই গানটি খুব গাইতেন। আজ আমার ৬0 বছর বয়সে এসে ভাবি কেন গাইতেন! অপূর্ব এই গানটি।
❤❤❤জয শ্রী কৃষ্ণ ❤❤❤
TV❤ thakurmar ghulir galpa@@manishadas6032
ছোট বেলায় এই গান আমার মাকে বহুবার শুনতে শুনেছি। মায়ের চোখ দিয়ে জল পড়তো।আমি এই গানের গভীরতা বুঝতাম না। যাকে ভালোবেসে বিয়ে করে ঘর বাঁধলাম,সেও বহুদিন হলো আমাকে একা করে চলে গেছে। এখন মোবাইলের কল্যাণে প্রায় প্রতিদিন এই গানটি শুনি। খেয়াল করি মনের অজান্তে আমার চোখ থেকেও জল পড়ে ঠিক যেমনটি আমার মায়ের চোখ থেকে পড়তো।
Amio choto belay Khub suntam amader koler gan chilo Ami Khub kede feltam kano kede feltam kintu kano kadtam jani na
“পুরাতন গান” নামে এইসব গান কত দিন পৃথিবীতে থাকবে তা জানি না। তবে গান যে হৃদয় স্পর্শ করতে পারে এসব গান তারই উদাহরণ।
অপূর্ব গান ..... আমার ঠাকুমার প্রিয় গান ছিলো .... আমার বাবার ও .... আমি এখন 58+.... মুগ্ধ হয়ে শুনি ..... জানিনা আমাদের বাচ্চারাও শুনবে কি না ....
গীতিকার, সুরকার, শিল্পী এবং অবশ্যই যন্ত্রানুসঙ্গী, সবারই মিলিত প্রচেষ্ঠার ফসল এইসব কালজয়ী সৃষ্টি। সবার জন্যই রইল আন্তরিক শ্রদ্ধা।
এই গান কোনদিন পুরাতন হবে না শিল্পীর কন্ঠও চিরদিন সকলের হৃদয়ে বেঁচে থাকবে।
100% right...
আমার বাবা এই গান টি খুব শুনতেন আজ বাবা নেই আমার ও বয়েস হয়েছে গান টা যতই শুনি যেন পূরানো হয় না আর বাবা র কথা মনে পরে দু চোখ জলে ভরে যায় ....আজ ও নুতন শুনে মন ভরে না।।
এই কালজয়ী গানগুলো বাঙ্গালি জাতির হাজার বছরের প্রেরণা হয়ে থাকবে।❤ 🙏🙏🙏🙏🙏❤
এই গান জীবনের কথা বলে। ছাত্র জীবন থেকে শুনে আসছি, এখন বার্ধক্যে পৌঁছে ও সমান স্বাদ পাচ্ছি। মহান এই শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
😂
অসাধারণ
এগজ্যাক্টলী আমিও 🎉❤🎉❤
প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়,,,
এমন কালজয়ী গান শুনলে মন ভরে যায়। কী অপূর্ব! এই শিল্পীদের শতকোটি প্রণাম জানাই।
আমরা বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু এই গান চির যৌবনা কখনো বুড়ো হবে না।যৌবনে প্রেম ভালবাসায় টাল মাটাল হয়ে কত যে এই গানটি গেয়েছি, তার হিসেব নাই।প্রিয় গানটি যুগ যুগ বেচে থাকুক।
শুনে হাসি, আবার ভাবি,আবার অবাক হই,পরখনে গা শিহরিত হয়ে উঠে,,,,, হয়তোবা সময় গুলো পার হয়ে যাচ্ছে
অফূনত-------অননতকালের
50 basar dhore shunchi...
shunchi...shunchi...!!!
4:40
❤
এক কথায় অসাধারণ,কোন ভাবেই বিষেশাযিত করার মত ভাষা নাই
কি বলবো ? এতো সুন্দর কথাগুলো। বলার ভাষা নেই!
Prathambarokadhai❤premm❤purunia❤ uttamda
৪৪ বছর ঘর করছি জিজ্ঞেস করে এত আবেগ নিয়ে এই কেন শুনছি। সব কথাবলার উপায় নাই। তবে প্রতিদিন শিনছি। গানের মধ্যেই আছে সেই উপাদান। ------।
এই গানের সঙ্গে কত মানুষের মনের কথা লুকিয়ে আছে।
আহ আমার baba kaka দের favourite amar bayas 60 + amaro favourite. Gaan গুলো srotader কোথায় যেনো নিয়ে যায়!
""প্রথম প্রেমের এই রীতি হায়...নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়।""কি অসাধারণ গানের কলি❤️আমার ব্যক্তিগত ধারনা এটা যে যতোই দিন গড়িয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক আর কল্পনাশক্তি ততোই ভোঁতা হয়ে যাচ্ছে।এই রকম একটি অমর গান পুনরায় সৃষ্টি হতে আর এইরকম শিল্পী,,গীতিকার,সুরকার এবং বাদ্যশিল্পীদের পুনরায় ফিরে পেতে আমাদের হয়তো-বা অনাদিকাল অপেক্ষা করতে হবে।।
একদম ঠিক কথা
Thik
Excellent Song
এবসুলুটলি রাইট বলেছেন প্রিয়।
এমন গানের মরন নেই -
অমর কাব্যের ইতিহাস হয়ে থাকবে অনাদিকাল!
তুমি আজ কত দূরে😅।গান গুলো শুনলে মনে হয় যদি এই দুইজনকে দেখতে পারতাম।মনে হয় পুরানো দিনে যদি আমরা ফিরে জেতে পারতাম। 🙂🙂🙂love you uttam-suchitra 🥰🥰
যৌবনে এই গান শুনে বড় হয়েছি আজ বার্ধক্যে এসেও সমান আবেগতাড়িত হয়ে পড়ি।
❤❤❤ Right ❤❤❤
Absolutely right you are . . This is one of the evergreen & will remain everlasting crazy Bengali lyrics & awesome song as well . . . 👌👍👍👍💕❤️🌹💐🌹💐💕❤️
ধন্যবাদ বন্ধু ।।
❤
❤❤❤❤❤আমিও তাই ছোট্ট বেলা থেকে পছন্দ করি, শুনে শুনে শুর মুখস্থ হয়ে গেছে। কঠিন সুর ও গান।❤❤❤❤❤
অসাধারণ জগন্ময় মিশ্র ,প্রণব রায় ,সুবল দাশগুপ্ত বলবার অপেক্ষা রাখে না, শুধু বলবো মহানায়ক ছবি দেখে । মহানায়ক ছিলেন প্রবণ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু 🌹
ধন্যবাদ 🙏😊
এই গান প্রেমকে অমর করে রেখেছে।
Absolutely Sir .
যত শুনি আবেগে মন ভরে যায়।
এ গান চিরদিন হৃদয়ে গাঁথা থাকবে। বয়স বাড়ছে কিন্তু এই গান শুনলে মুগ্ধ হয়ে যায়।
সত্যই!!!! জানিনা আমার তুমি টা আজ কত দূরে????
আমার বাবা এই গানটি খুব পছন্দ করতেন। শুনতে শুনতে কিশোর বয়স থেকে আমার হৃদয়ে ও গানটি জড়িয়ে আছে তখনকার দিনে অর্থ না বুঝলেও সুর ও মিউজিক খুব ভালো লাগতো, মৃত্যুর পরেও মনে হয় আত্মায় গানটি বাজবে। গান আমার প্রান।
Same
অসাধারণ এক কম্বিনেশন! কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্রের কালজয়ী স্মরণীয় গানের সাথে বাংলা সিনেমার আইকন হিসেবে পরিচিত কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার। দুই কিংবদন্তি শিল্পীর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রনাম।
ধন্যবাদ🙏🙏
@@tahminahaque4947 সত্যি আপনিও অসাধারণ
🙏😊
আপনার পছন্দ অনেক সুন্দর, এটা আমাকে বলতেই হবে, কারণ আপনার গানের তালিকার সব গানেই চমৎকার
@@mdakashkhanadmin5259 ধন্যবাদ 🙏😊
আজ জীবনের পরিণত বয়সে পৌঁছে এই মরমিয়া কালজয়ী গানের সুর ও স্মৃতি আমাকে আবেগতাড়িত করে তোলে।
এ-ই গান শুনে চোখে শুধু জল নামে, পুরনো দিনের গান কী অসাধারণ!প্রথম প্রেমের এই রীতি হায় নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়! আহা!দারুণ কথা!
অনন্য !!!
অনবদ্য !!!
অসাধারণ !!!
যখন জীবনের মানে বুঝতাম না তখনও এই গান ভালো লাগতো,আর এখন জীবনের শেষ প্রান্তে এসেও এই গান শুনি আর উপলব্ধি করি।
আজও এ গানের আবেদন সেই প্রথম দিনের মতোই আছে বরং বেড়েছে শতগুণ। তাই আজও অনবদ্য এর আবেদন। মন ছুঁয়ে যায় অনেকের।
সেই কৈশোর থেকে আজও....
ভীষণ মন খারাপ হলে শুনতে আসি।
মন ভালো হয় কি-না জানি না, তবে ডুবে যাই ফেলে আসা জীবন সমুদ্রে....
আমার বাবার পছন্দের গান গুলি। আমার ও হৃদয়ে গেঁথে আছে কেন জানি বারবার শুনতে মন চায়।
কি মন্তব্য করবো এইসব গান শুনলে হারিয়ে যাই অতীতের ফেলে আসা স্মৃতিতে। খুব মনে পড়ে ফেলে আসা অতীত।
ঠিক তাই
3:50
ভীষণ ভীষণ প্রিয় গান আমার। কি অপূর্ব উপস্থাপনা...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹😰
ভালো লাগলো জেনে …. ধন্যবাদ 😊
মৃত্যুর পর সেই অজানা দেশেএই ভাব ও সুরমূর্ছনা অনুভূত হবে কিনা জানি না।
আমার মন ভরে গেলো পুরোনো দিনের গান আহা মনটা জুড়িয়ে গেল খুব ভালো খুব সুন্দর খুব খুশি হলাম
সম্ভবত ৩০ দশকের গান। এত যুগ পরেও মন কমন করা ভাব সমান ভাবে রেখে চলেছে। চিরনবীন , অনন্ত যৌবনা। নিউইয়ক।
It was sung in 1948.
আহা অপুর্ব জগন্ময় মিত্র।🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
আমার বাবা এই গানটি খুব পছন্দ করতেন। বাবা বলতেন বড় খোকা ঐ গানটা চালাতো। তাই বাবার কথা মনে পড়লে এখনো ঐ গানটা নিজের অজান্তেই চালাই। চোখে জল ভরে যায়।
🙏😢
বিরহে প্রেম অমর। এই গানে তাই বলে। প্রণাম ও❤️❤️ জগন্ময় মিত্র।
৭০ দশকে কলের গানে শুনতাম খুব ভাল লাগতো। কলকাতা পূজার সময় যেতাম গভীর রাতে এই গানগুলি শুনতাম খুব ভাল লাগতো। যতই শুনি ততোই শুনতে মন চায়।
আমিও ৮০ দশকে একা একা মাঝ রাতে শিলিগুড়িতে অন্ধকার ঘরে একা বারবার শুনতাম। আমার হারিয়ে যাওয়া প্রেমিকাকে আবছা অন্ধকারে দেখতে পেতাম। চোখে জলে ভিজে যেত। সে হারিয়ে যেতে বাধ্য হয়েছিলো(অন্যের সাথে) মাত্র ১৮ বছর বয়সে, আমার তখন ২০।
Anurupa Aparupar Sansar .
আহারে!
আহ গান শুনে কখন যে চোখে কুনে জল চলে আসে বুঝতে পারি না এই গানগুলো এতই যে ভাল লাগে হাজার বার শুনেও মন ভরে না যতই শুনি ইচ্ছে করে আরো শুনি বিশ বছর শুনছি।
Rights Right Right Right Right Right Right
হৃদয়ের মাঝে রক্ত ঝরে। জীবনের পর জীবন পেলে ও এর স্বাদ মিটবে না।
৯০ দশকে অনেক শুনেছি। ৩৫বছর পরে আবারও শুনছি। খুব ভালো লাগছে।
তুমি আজ কত দূরে...জানি না
এতো দিনে
আমায় ভুলে গেছ ;কোনো
রাখালের বাঁশীর
সুরে....আমি কতো নিশি
প্রহর কেটেছি
তুমি আসবে বলে.....মিঠে মিঠে কথা
আজও বুকে লাগে ব্যাথা;
কাঁদি আমি করুণার
ছলে....ও নিলুফার? দেখে যাও একবার;
আমার ভাঙা তরী খানা
বোশেখীর ঝড়ে
দোলে....আমি আজ দিশেহারা;শুধু
একবার একবার
আমায় ভালবেসে
হৃদয়
যমুনায় নাও তুলে....🥀🥀
Outstanding আমার মনের দাগ কেটে যায়
🇧🇩🇧🇩 from Bangladesh. jaganmoy Mitra Ustad Ji ko namaste. Nice song. 🇮🇳🇮🇳🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼👌👌🤗🤗
Khub sundor my favourite song Darun Darun my favourite Nayak nayika
খুউব ভালো লাগে এই গান যতই শুনি মনে হয় আরো শুনি, যেমন গানের কথা তেমনি দরদী কণ্ঠ...সশ্রদ্ধ প্রণাম জানাই শিল্পী কে 🙏
আমার জীবনে যে কয়েকটি প্রেম এসেছিলো সবকটাতেই এ গান দারুণ সহায়তা করেছে।
ঠিক তাই ছোটো বেলায় শুনেছিলাম আজ 70 এর কাছে সেই গান ahaha
এখন আর এ গান শুনতে পাওয়া যায় না। আমার প্রিয় ও পছন্দ এর একটি গান। ধন্যবাদ 🙏🙏
ধন্যবাদ 🙏😊
সেই কৈশোর থেকে আজ অবধি শুনে চলেছি।মৃত্যুর পর ও যদি গান টা শুনতে পেতাম।
আহ্,পিছনে ফিরে দেখি শুধু ভুল আর ভুল।
পুরোনো দিনের স্মৃতি খুব মনে পড়ে গেলো।কিছু সময়ের জন্য হলেও অতীতে ফিরে গেলাম
দারুন দারুন!
যে রচে ছিল গান,
হয়তো আঘাতে ঝরেছিলো তাঁর প্রাণ।
ছবিটিতে যারা করেছিলো অভিনয়,
ছাই পোড়া বুঝি জীবন করেছে ক্ষয়।
কথা সুর ছবি শুনেছে দেখেছে যারা,
ভাবতে পারেন তাঁহারা জীবন হারা।
Apurbo , osadharon 👌 laglo, MAHANAYAK ❤️ amader sakoler ontore TOMAR jonne eai gaanei baje soda sorboda
যতো শুনি তোতই ভাল লাগে... এক কথাই অপূর্ব...
একটি গান, একজন শিল্পী। অমরত্ব লাভের জন্য খুব বেশি কিছু কি লাগে? বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন চির ভাস্বর হয়ে। কতবার তাকিয়ে যে এই গানটি শুনেছি তার হিসেব নেই। ক্যাসেট প্লেয়ারে শুনেছি টেনে টেনে বারবার, শুনব আরও কতদিন জানি না!
এই গানটা বারবার শোনার জন্য অনেক দিন বাঁচতে চাই। কারো কারো জীবনের সত্যি কারের স্মৃতি।
সেই ছোটবেলা থেকে শুনে আসছি। এখন আমার বয়েস ৬৩
বিবর্তনে পৃথিবী সবকিছু পরিবর্তন হতে পারে, এইসব গান শত মহাকাল পরে সেকেলে হবেনা
সত্যিই অসম্ভব সুন্দর এ এরগান গুলো আজ ও যৌবন ধরে রেখেছে!
এই গান কখনও পুরোনো হবে না। কালজয়ী এই গান স্মৃতিকে ব্যথিত-মথিত করে তোলে। তবুও বার বার শোনার আকাঙ্খা থেকে যায়।
বার বার অনেকবার শুনতে ইচ্ছা করে ।শিল্পীর অসাধারন সৃস্টি ।
Aha! Mon bhore galo!
অসাধারন
অসাধারণ অসাধারণ অসাধারণ স্বরস্বতীর বরপুত্র
অসাধারণ গান এবং অসাধারণ দৃশ্য উপস্থাপন
❤❤
ননীগোপাল বিশ্বাস নামে সঙ্গিত শিক্ষক ছিলেন উনি গাইতেন।এই গানটা উনার কাছে প্রথম শোনা,আজো বিভিন্ন মধ্যমে শুনি ।" মনে হয় প্রীয়া আমার আজো আছে , তাহার সাথে আবার দেখা হবে।"
আজ ৫০ বছর ধরে শুনে আসছি এখনো পূরাণ মনে হয় না।
সবার কমেন্ট পড়ে মনে হলো ,একই আবেগ সবায় আটকিয়ে আছি ,থাকবো..
আমরা হয়তো একদিন থাকবো না ,এ গান থেকে যাবে। কিন্তু এতো আবেগ নিয়ে শোনার কেউ থাকবে কি..???
জগন্ময় মিত্র ও কমলদাশ গুপ্ত এরা হলেন কিংবদন্তি শিল্পী।
যুগের পর যুগ পেরিয়ে যায়, তারপরেও যে গান একইরকম ভাবে প্রিয় গান থেকে যায়,যে গান স্তব্ধ হয়ে শুনতে হয়, সারা মন প্রাণ ভরিয়ে রাখে তা-ই যুগান্তকারী গান। প্রিয় শিল্পীর দরদী কন্ঠে মরমী কথা আর সঙ্গতিপূর্ণ সুরের যুগলবন্দীতে এই গান চিরদিনের গান হয়ে থেকে যাবে, যে গান শোনার পর আর কোনো গান শোনার ইচ্ছা হবে না।
আহা আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য
আমার খুব ভালো লাগলো।
অনবদ্য সৃষ্টি
❤❤❤❤
Ever green song and will remain for ever in the hearts of bengali song lovers.A sole hearted tribute to the great ,late singer.
শিল্পীকে শ্রদ্ধা ও প্রাণাম।🙏🙏🙏
Ami ki bolbo ame nija o jani na toba akti kotha bolte pari gaanta oshadaron
ইশ্বর প্রদত্ত কন্ঠ ।😮😮😮
আজ বিশেষ দিনে গানটি শুনতে আসলাম...স্মৃতি গুলো সত্যিই খুব কাদায়❤
আমি আমার বড় ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত।
আমার ভাই এই গানটি সবসময় শুনতেন।
সেই ছোট বেলা থেকেই এই গানটির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েগেছে।
আসল কথা হলো।
যারা সাহিত্য বুকে লালন করে, এবং সামাজিক রুচিসম্পন্ন বোধ
তারাই এই গান গুলো শুনে।
গভীর রাতে এই গান মন ভরে দেয়
যে দূরে চলে গেছে তাকে আর ডেকে লাভ নেই। সে তোমার হলে কখনও দূরে যেতো না।
যে দূরে চলে গেছে তাকে আর ডেকে লাভ নেই। সে তোমার হলে কখনও দূরে যেত না।
সেই ছোট বেলায় ক্যাসেট প্লেয়ারে, মাইকে শুনতাম কি ভালোই না লাগত,এখনও সেই আগের মতই লাগে।
কতদিন পরে এই গানটা শুনলাম। আপনারই জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ গান। কৈশোরে রেডিও তে শুনতাম। শুভ রাত্রি বন্ধু।
আপনাকেও 🙏😊
ভালো থাকুন 👍
E
E xcre
4
আমাদের জীবন টা বেশি ধন্য কারন আমরা মুক্তিযুদ্ধ দে খেছি তেমন উন্যত মানের ওয়াজ শুনেছি আবার ভালো ভাল নায়ক নায়িকা দের সিনেমা দেখেছি আমাদের চোখের সামনে বড়ো ব😊😊😊 6:54 নেত্রিত্ত দেখেছি। ❤
Vhalo to lage er kono sesh nai.chalte thakbe jug jug dhare.
একটি ভালোবাসা কত বড় ও মহান হতে পারে এ গান তার সাক্ষ্য বহন করে।
হরে কৃষ্ণ। কত সুন্দর গান।
King _Bdanti Silpi Jagonmoy Mitra.Ganguli Hridoy Chueyjay. Jato Suni Bar_Bar Suntey Ichha Hoey. Darun Sundor.
আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই সারা দিন এই সব পুরান দিনের গান গুলো শুনতে খুব ভালো লাগে আর তার স্মৃতি মনে করে বাচার চেষ্টা করি।
@@BisalBisalsk প্রিয় মানুষ ছেড়ে চলে যাওয়ার কষ্ট অনেক 🥲
আজ তুমি কত দুরে। তোমার কথা শুনার জন্য আমি মরে যাচ্ছি। আমার এ অপেক্ষা এক সেকেন্ডও সহ্য হচ্ছে না, তবু সহ্য করছি।
তোমাকে দেখার জন্য আমি মরে যাচ্ছি। যা তোমাকে বলতে মানা, বুঝাতেও মানা, আমি একাই জানি যে কত বার মরেছি, কত বার পুরেছি, 💔💔💔💔💔💔💔😑😑😑😑😑😑😑😑