ডিম নিয়ে এ কেমন প্র*তা*র*ণা | Daily Issues | BFSA | Vokta odhikar | অভিযান | ডিম

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2022
  • #daily_issues #vokta_odhikar #BFSA #egg_price #ডিম #অভিযান #টাউনহলমার্কেট
    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর টাউন হল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সরকারের আরও কয়েকটি সংস্থ্যা।
    অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে আবদুস সোবহান বলেন, জনগণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। এসব অভিযানের মাধ্যমে আমরা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। মাছের বাজারে অভিযান চালিয়ে আমরা বিলুপ্তপ্রায় বাঘাইড় মাছ পেয়েছি, যা ধ্বংস করা হয়েছে। এরপরেও বিক্রেতাদের কাছে এসব মাছ পাওয়া গেলে তাদের জরিমানার আওতায় আনা হবে।
    তিনি বলেন, ডিমের বাজারে দেখা গেলো, একই ডিম ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। 'প্যারাগন' নামক কোম্পানির নাম ব্যবহার করে সাধারণ ডিমের চাইতে ৩০ টাকা বেশিতে ডিম বিক্রি করা হচ্ছে। আমরা বিক্রেতাদের এ বিষয়ে সচেতন করেছি এবং আমরা চাই ভোক্তা বা ক্রেতারাও যেন সচেতন হয়, তাহলে এসব অনিয়ম অনেকটাই কমে যাবে।
    অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / @dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: / bddailyissues
    পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
    #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিকার #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #vokta_odhidoptor_ovijan

ความคิดเห็น • 882

  • @almamun-bc6mm
    @almamun-bc6mm ปีที่แล้ว +275

    ডিলারদেরকে ধরেন,,
    ছোট দোকানদারকে ধরে তাদের পেটে লাথি মারেন কেনো।

    • @subratadebnath1431
      @subratadebnath1431 ปีที่แล้ว

      আপনি ঠিকই বলেছেন স্যার । প্রতারক রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা জনস্বার্থে খুবই প্রয়োজন । তবে ছোট খুচরো দোকানদারকে ধলেও কম-বেশি জনগণ উপকৃত হবে । কারন তাদের মনে আইনের ভয় ঢুকলে, তারা আর বৃহত্ জোচ্চোরদের কাছ থেকে খাদ্য দ্রব্য কিনবে না । ধন্যবাদ । সবাই ভালো থাকবেন ।

    • @mdzahidhossain7674
      @mdzahidhossain7674 ปีที่แล้ว +1

      ডিলার চুরি করতেছে তোকে কেনো করতে হবে এর উওর দে

    • @tarikulislam6750
      @tarikulislam6750 ปีที่แล้ว

      Thik

  • @pacificsnote5548
    @pacificsnote5548 ปีที่แล้ว +624

    🤔 দেশে কি বড় দোকান, ফ্যাক্টরি নেই? এসব ছোট ছোট দোকানে অভিযান চালিয়ে নিজেদের জাহির করতেছেন!

    • @pavelid2927
      @pavelid2927 ปีที่แล้ว +27

      বড় ছোট কোন কথা নেই,অপরাধ তো অপরাধই।

    • @pacificsnote5548
      @pacificsnote5548 ปีที่แล้ว +39

      @@pavelid2927 আপনি ঠিক বলেছেন। কিন্তু দেখে থাকবেন বেশিভাগ অভিযান এসব ছোট ছোট দোকানে করা হয়।

    • @islammohammadmazedul2380
      @islammohammadmazedul2380 ปีที่แล้ว +20

      আরে ভায় বড়ো ফ্যাকটারি গুলো এই সব অফিসার দের ওখানে রেট নেই

    • @pavelid2927
      @pavelid2927 ปีที่แล้ว +1

      @@pacificsnote5548 তা ঠিক,

    • @unmochantv
      @unmochantv ปีที่แล้ว +1

      জনাব ফ্যাক্টরি থেকেও ছোট ছোট দোকানিরা দুর্নীতি ও কালোবাজারি বেশি করে!
      ওরা এক কেজি দ্রব্য সামগ্রী বা খাদ্য সামগ্রী বিক্রি করে পার কেজিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা 30 টাকা পর্যন্ত লাভ ছাড়া বিক্রি করে না!
      এমনকি দশ টাকার জিনিস বিশ টাকা বিক্রি করেন! আপনি জানেন সেটা?
      না জেনে কথা বলেন।

  • @jisantv5381
    @jisantv5381 ปีที่แล้ว +66

    প্যারগন বড় ব্যাবসায়ী দাম বেশি হলে সমস্যা নাই , এ কেমন কথা ? ডিম কি ডুপ্লিকেট হয় ? এটাতো কোম্পানী প্রোডাকক্ট নয়।

    • @mdhangalurrahman1548
      @mdhangalurrahman1548 ปีที่แล้ว

      ও বেটা বড় বাটপার তাই ওর কথা বাদ

  • @mdsafayatislamrajon9904
    @mdsafayatislamrajon9904 ปีที่แล้ว +33

    আপনারা এই ডিম কোথায় তৈরি করে সেখানে অভিযান চালান।৷ কারখানার মালিক কে আজীবন কারাদণ্ড দিয়ে বাংলা দেশের সাধারণ মানুষ কে মুক্ত করার আহ্বান ও অনুরোধ রইলো।

  • @jannatulapy7536
    @jannatulapy7536 ปีที่แล้ว +78

    "A bad workman quarrels with his tools"এত কষ্ট করে এই পদ পেয়ে কি হলো যদি আসল জায়গায় গিয়ে বিচার না করা যায়!!
    আল্লাহ্ এদের হেদায়েত দান করুন🙂

  • @tutulrohan
    @tutulrohan ปีที่แล้ว +55

    সব পন্ডিত
    গরিবের জন্যে সব আইন

  • @mahabuburrahman.847
    @mahabuburrahman.847 ปีที่แล้ว +21

    খাবার বেজাল কারীদের আইনের আওতায় আনা হোক ।

  • @messyperson706
    @messyperson706 ปีที่แล้ว +18

    দূর্বলদের উপর এসব ক্ষমতা না দেখিয়ে একটু উপরোস্ত লোকদের কাছে গিয়ে এসব ক্ষমতা দেখান।

    • @englishexpert1989
      @englishexpert1989 ปีที่แล้ว

      ফালতু কথা বন্ধ কর

  • @ilyacshossain4001
    @ilyacshossain4001 ปีที่แล้ว +67

    তদন্ত অফিসার অভিজ্ঞতা কম তাই সাধরন দোকানদার হয়রানির শিকার

  • @sohelchowdhury8098
    @sohelchowdhury8098 ปีที่แล้ว +23

    এইসব ভুয়াগিরি না কইরা আসল জায়গায় গিয়ে অভিযান চালান কেন ডিমের দাম বেড়ে গেল? কারা সিন্ডিকেট করে শত শত কোটি টাকা মেরে নিয়ে গেল।

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 ปีที่แล้ว +24

    আমরা এখন থেকে যে কোনো প্রোডাক্ট খাবো পরে, আগে প্যাকেট বা মোড়ক খাবো খুব মজা করে! কারণ মোড়কের চাকচিক্যের আড়ালে আসল পণ্য থাকে সামান্যই!

  • @tusherhossain7328
    @tusherhossain7328 ปีที่แล้ว +47

    দেশের কৃষিখাতকে সম্পূর্ণরূপে বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়ার নিখুঁত কার্যকলাপ চালানো হচ্ছে।

    • @bdblackmind1017
      @bdblackmind1017 ปีที่แล้ว +2

      এটা এখন বুঝবে না ভাই।পরে ঠিক ভুক্তভোগী হবো সবাই

    • @pablobarua7622
      @pablobarua7622 ปีที่แล้ว

      পুর পৃথিবী চলে এক সিস্টেমে আর বাংলাদেশ চলে এক সিস্টেমে।। সব সুপার শপ হয়ে যাক তাইলে বেটার।

    • @lalonshah366
      @lalonshah366 ปีที่แล้ว

      It's true . But quality should be maintained.

  • @animeshchandra4723
    @animeshchandra4723 ปีที่แล้ว +9

    খুবই ভালো বলেছেন, দাম বেশি নেন আপত্তি নাই। এই হলো ভোক্তা অধিকার টিমের বক্তব্যে।

  • @md.sharifulislamteachear2377
    @md.sharifulislamteachear2377 ปีที่แล้ว +82

    আসল জায়গা চোখে পড়ে না।অসহায় মানুষের হয়রানি করতে খুবই মজা।

    • @sksoundkalia6803
      @sksoundkalia6803 ปีที่แล้ว +1

      ঠিক

    • @eftekharahmed2517
      @eftekharahmed2517 ปีที่แล้ว +3

      এটা ওদের দায়িত্বে পরে। ঘরের এক কোণে বসে একটা কমেন্টস করলেই হলো না।নিজে গিয়ে ভালো কিছু করেন

    • @afzalazad693
      @afzalazad693 ปีที่แล้ว

      @@eftekharahmed2517 হেডারপুত কইত্তে প্রোডাকশন হয় সেইখানে যায়না কেন?

    • @eftekharahmed2517
      @eftekharahmed2517 ปีที่แล้ว

      @@afzalazad693 তোর বাপরে জিগা সামারপো

    • @eftekharahmed2517
      @eftekharahmed2517 ปีที่แล้ว

      @@afzalazad693 নাম ও রাখছস আফজাল আজাদ । আমি তোর নাম দিলাম আতেল

  • @RafiGoatFarm
    @RafiGoatFarm ปีที่แล้ว +37

    এরা বড়ো বড়ো কারখানায় জায় ঠিক ওখানে গেলে চোখের ইশারায় চুপ হয়ে যায়

  • @selinayesmin607
    @selinayesmin607 ปีที่แล้ว +5

    ডিমে সিল তো কখনও দেখিনি।দম থাকে তো, নামিদামি শপিং মলে যান।

  • @sobujhossain8811
    @sobujhossain8811 ปีที่แล้ว +66

    সবাই প্যারাগনের ডিম কিনবে , আর খামারিরা বসে বসে ডিম খাবে।

    • @sajjadulhannanchowdhury6100
      @sajjadulhannanchowdhury6100 ปีที่แล้ว

      তখন প্যারাগন আর লোকাল খামার এর কেন তফাৎ থাকে না।

    • @zahedaanjum5110
      @zahedaanjum5110 ปีที่แล้ว +1

      Ekdom thik. paragon er business baracche.

  • @masktv784
    @masktv784 ปีที่แล้ว +3

    ক্ষমতার অপব্যবহার

  • @makhdumchowdhury3133
    @makhdumchowdhury3133 ปีที่แล้ว +10

    একজন সহজ সরল দোকনির উপর জলুম। বড় Departmental stoe এ অভিযান চালান।

  • @armansunflow6302
    @armansunflow6302 ปีที่แล้ว +6

    দুরশালা ডিম - ই খাবনা।
    আলু খামু, কিন্তু ভয়ে আছি
    আলুতেও কি প্রোডাকশন ডেট চালু হবে?

  • @obaidurrahman9526
    @obaidurrahman9526 ปีที่แล้ว +6

    ওরা ছোট দোকান দেখে বড় দোকান কারখানা দেখে না ওদের সাহস নায়

    • @forkanmiah307
      @forkanmiah307 ปีที่แล้ว

      সালারা পেরাগনের মার্কেটিং করতে এসেছে

  • @jazzvibes5217
    @jazzvibes5217 ปีที่แล้ว +29

    আগের দিনগুলিতে, মুরগির ডিমের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল না, এখন তারা উত্পাদন { production}
    ডিম দেয় তাই তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে।

  • @playboysplaytime1176
    @playboysplaytime1176 ปีที่แล้ว +8

    আরে ভাই মরা কে মেরে কি লাভ হবে, উনি দোকান দার, পারলে যেখানে ডিম তৈরী করেছেন সেখানে গিয়ে এগুলো বন্ধ করেন, যে পদক্ষেপ নিবার নেন, দোকান দার কে জরিমানা করলে ভূল হবে, আসলে কোটি টাকা চুরি করলে বলি স্যার, আর হাজার টাকা চুরি করলে তাকে দেই শাস্তি.. 😢😢

    • @rashedahommod3519
      @rashedahommod3519 ปีที่แล้ว +1

      Or jormer moddei jamela ace,,, compani te na gia dokandar re dore

  • @royelkhan4565
    @royelkhan4565 ปีที่แล้ว +10

    মূল হোতাদের দরেন,
    ছোট দোকানিদের ধরে লাভ কি?
    যারা মাথা তাদের গিয়ে ধরেন।

    • @selimkhan4448
      @selimkhan4448 ปีที่แล้ว +1

      ভাই মূল হোতাদের দরলে তো এদের চাকরি তাকবে না।

  • @kajolaktar208
    @kajolaktar208 ปีที่แล้ว +11

    কি শুরু হলো রে ভাই কোনো কিছু তে শান্তি নাই সবাই আল্লাহকে ডাকি আর আল্লাহর পথে চলি তাহলে সব ঠিক হয়ে যাবে আমাদের

  • @ratanali853
    @ratanali853 ปีที่แล้ว +5

    ডিমতো ডিমিই,, প্যারাগনের ডিমও যেমন হবে লোকাল খামারের ডিম ও একই হবে

  • @imranhossain-xn5zh
    @imranhossain-xn5zh ปีที่แล้ว +10

    ডিম আবার ভুয়া হয় কেমনে?

    • @kmarifbillah1113
      @kmarifbillah1113 ปีที่แล้ว

      তোর নানি জেটা পারে ওইটা ভুয়া

  • @tasnimtabassum6458
    @tasnimtabassum6458 ปีที่แล้ว +5

    আপনাদের হাতে যে বড় বড় মোবাইল আছে তা দোকানদার সারাবছর ডিম বিক্রি করলেও একটা কিনতে পারবে না।

  • @hamidmolla9707
    @hamidmolla9707 ปีที่แล้ว +27

    এদের কাজ গুলো দেখলে অবাক হতে হয়। সঠিক জায়গাতে এদের হানা দেওয়ার ক্ষমতা নেই। চাকরি বাঁচবে না।

  • @dJewel-qp7nr
    @dJewel-qp7nr ปีที่แล้ว +55

    দেশ টা একেবারে নষ্ট হয়েগেছে সব জায়গায়
    চিটারি বাটপারি করা হইতেছে😡😡

    • @sajjadulhannanchowdhury6100
      @sajjadulhannanchowdhury6100 ปีที่แล้ว +1

      ওরে দেশপ্রেমিক এই চিটার বাটপারির ভিড়ে নিজে ওস্তাদ সেজে বসে আছ।

  • @saksab7301
    @saksab7301 ปีที่แล้ว +37

    যেখানে দেশ ভুয়া ভোটের সরকার দ্বারা পরিচালিত হয়, দুর্নীতি দমন কমিশন কি করছে?
    ধন্যবাদ।

  • @jazzvibes5217
    @jazzvibes5217 ปีที่แล้ว +14

    In earlier days, chicken eggs did not have an expiry date, now they lay production eggs so they have an expiry date.

  • @sharifulalam2545
    @sharifulalam2545 ปีที่แล้ว +2

    ডিম নিয়ে এতো ডিগবাজী খেলেন ফিডের দাম লাগামহীন বাড়ছে তা নিয়ে কিছু বলতে পারেন না?

  • @mymemorylife8387
    @mymemorylife8387 ปีที่แล้ว +14

    প্যারাগন ছারা অন্যগুলো কি ডিম না।খামার থেকে যে ডিম আসে এগুলো কি দোষ করল।

  • @ishakalif5273
    @ishakalif5273 ปีที่แล้ว +1

    শক্তের ভক্ত নরমের জম।

  • @shamimarabegum2732
    @shamimarabegum2732 ปีที่แล้ว +5

    আসলে এরা কিছু জানে না, আগে ট্রেনিং নিতে হবে।

  • @asfiaakther1294
    @asfiaakther1294 ปีที่แล้ว +4

    মুরগি কষ্ট করে ডিম পাড়ে। দেশের এই অবস্থা দেখে মুরগি ও লজ্জিত।মোরক কে ডিম পাড়াতো পারলে ।

  • @farhadhossain8172
    @farhadhossain8172 ปีที่แล้ว

    Thanks vokta odhikar Andolon

  • @shahjalalmahibd
    @shahjalalmahibd ปีที่แล้ว

    দোকান ছোট হোক আর বড় হোক অভিযান চালাটা অত্যন্ত প্রয়োজন এবং দরকার আছে

  • @anarkoly9231
    @anarkoly9231 ปีที่แล้ว +3

    কাজীর ফার্মে ফিডের দাম কমান। সিল চেক পরে করেন ৷ উৎপাদনকারীর কাছে যান। পকেট ভারী হইছে?নাকি ভালো কাজ করার ইচ্ছা নাই৷

  • @bdvloggersheerin6140
    @bdvloggersheerin6140 ปีที่แล้ว +2

    এক হালি ডিমের দাম 50 টাকা আমাদের এদিকে সোনারগাঁও চৌরাস্তা মোরগাপাড়া এদিকে

  • @gazimusa3810
    @gazimusa3810 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার আপনাদের

  • @amzadakhondo4859
    @amzadakhondo4859 ปีที่แล้ว +2

    যারা নকল ডিম তৈরি করে তাদের ধরা উচিত।

  • @helalcomputer6012
    @helalcomputer6012 ปีที่แล้ว +2

    যেখান থেকে ডিম কিনে আনে সেখানে যান এবং অভিযান চালান কিন্তু ছোট ছোট দোকানে কেন অভিযান চালান

  • @mdakthar573
    @mdakthar573 ปีที่แล้ว +3

    আমরা তো সব সময় বিদেশি সকল কিছু খোজি। আর খাওয়ার সময় দেশি মুরগির ডিম আর দেশি মুরগি খুজি।

  • @monirulislam6008
    @monirulislam6008 ปีที่แล้ว +12

    Al-Baqarah 2:11
    وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
    Bengali - Bayaan Foundation
    আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা যমীনে ফাসাদ করো না’, তারা বলে, ‘আমরা তো কেবল সংশোধনকারী’।
    English - Sahih International
    And when it is said to them, "Do not cause corruption on the earth," they say, "We are but reformers."
    Al-Baqarah 2:12
    أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ
    Bengali - Bayaan Foundation
    জেনে রাখ, নিশ্চয় তারা ফাসাদকারী; কিন্তু তারা বুঝে না।
    English - Sahih International
    Unquestionably, it is they who are the corrupters, but they perceive [it] not.

  • @arif_fenol4742
    @arif_fenol4742 ปีที่แล้ว

    Good initiative

  • @anarkoly9231
    @anarkoly9231 ปีที่แล้ว +4

    হাজারো মানুষ কর্মকর্তা দের দুর্নিতি দেখে হাসছে 'কাদ্ ছে৷ উনাদের লজ্জা নেই। BSTI সিলের তলে যা আছে . কারখানায় গিয়ে দেখেন। বেশী লাভ করতে পারবেন।

  • @billionairefahim6778
    @billionairefahim6778 ปีที่แล้ว +4

    আহহা,😥😥কি দেশে আছি??
    কি খাচ্ছি?? এর জবাব সরকার দিবেনা
    আল্লাহ কে? জনগণই বলেন।

  • @rajuahmed3854
    @rajuahmed3854 ปีที่แล้ว

    কিছু বলার নাই,,,😁😁😁😁😁😁😁

  • @mddinislam9892
    @mddinislam9892 ปีที่แล้ว +1

    ডিমেও প্রতারনা?ডিমের দামে কম বেশি করার নামই প্রতারনা।

  • @pavelid2927
    @pavelid2927 ปีที่แล้ว +18

    যেমন সরকার তেমন জণগণ।কালকে দেখলাম আলু বিক্রি হচ্ছে কেজি ৪০০টাকায়।

    • @mirajhossain7255
      @mirajhossain7255 ปีที่แล้ว

      ৪০০ চারশো টাকা😳😳😳

    • @swapnagain9091
      @swapnagain9091 ปีที่แล้ว

      গাজা খোর

    • @sajjadulhannanchowdhury6100
      @sajjadulhannanchowdhury6100 ปีที่แล้ว

      সরকার জনগণের সন্তান, জনগণ সরকারের অংশ।এ দুই একোন তফাৎ নেই। তফাৎ ভোক্তা এবং উৎপাদন কারীর মধ্যে।

  • @makazmal4914
    @makazmal4914 ปีที่แล้ว +7

    স্যার আসল হুতাদের হামনের কাতারে আনুন।

  • @selimmondal1895
    @selimmondal1895 ปีที่แล้ว +2

    প্যারাগন কম্পানির মালিক এখন ডিম পাড়ে, আর অফিসারদের পছন্দ প্যারাগনের মালিকের পাড়া ডিম, অফিসারদের মুরগীর ডিম পছন্দ না।

  • @rowanatkinson4484
    @rowanatkinson4484 ปีที่แล้ว

    Wonderful

  • @md.shamimhossan9165
    @md.shamimhossan9165 ปีที่แล้ว +2

    ডিমের যে বড় বড় ডিলার আছে ওখানে যাওয়ার আগে তাদের পকেটে মোটামুটি টাকা ঢুকে যায় তাই তারা বড় দোকানে না গিয়ে ছোট ছোট দোকানে যাচ্ছে মানুষকে দেখাচ্ছে আমরা জনগণের সাথে কাজ পরে আবার জনগণের স্বার্থে দোকানদারের হোগায় বাঁশ দিই

  • @My_Happiness610
    @My_Happiness610 10 หลายเดือนก่อน

    দাম বেশি নিবে আপত্তি নেই!!!!
    হায়রে বক্তা অধিকার টিম। ভিডিওটির ১.১৯-১.২০ সেকেন্ডের এমন বক্তব্য জাতি আশা করে না।

  • @mdasif4631
    @mdasif4631 ปีที่แล้ว +2

    এই যে ম্যাজিস্ট্রেট গুলো ডিমের অপারেসিতে গেছে ডিমের ব্যাপারে এই ম্যাজিস্ট্রেট গুলো কোন অভিজ্ঞতা আছে কিনা মামা খালু আছে বিদায় চাকরি পেয়ে গেছে আর সাধারণত মানুষকে কথা খালি পেছাচ্ছে ডিমের সম্বন্ধে জেনে আসেন ম্যাজিস্ট্রেট পরে ইনকয়ারি করবেন

  • @maidulalam6027
    @maidulalam6027 ปีที่แล้ว +1

    Birds of the same feather flocks together.

  • @khokonpatowari1645
    @khokonpatowari1645 ปีที่แล้ว

    Right solution

  • @techdoctor2.0
    @techdoctor2.0 ปีที่แล้ว +2

    সব জায়গায় অভিযান চালাতে হবে।

  • @sultanas4138
    @sultanas4138 ปีที่แล้ว +2

    ডিম নাড়া ছাড়া করে ভাংগলে ফেটে যাবে. পুরানো নতুন যে কোন ডিম.

    • @sajjadulhannanchowdhury6100
      @sajjadulhannanchowdhury6100 ปีที่แล้ว

      না, এখানেই ঝামেলা, আপনি সায়েন্স ফিকশন জানেন না।ধন্যবাদ

  • @apyakter4979
    @apyakter4979 ปีที่แล้ว +7

    যাওয়ার সময় ডিমের দাম গুলি দিয়ে যাবেন 🥲🥲

  • @shahnazbegom6215
    @shahnazbegom6215 ปีที่แล้ว +1

    thanks

  • @messyperson706
    @messyperson706 ปีที่แล้ว +2

    তেজগাওয়ে আপনারা যান, এবং সেখানে এই জায়গায় দেখানো ক্ষমতার মতো ক্ষমতা দেখান, তাহলো বুঝবো আপনারা আসলেই কিছু করতে পারবেন।

  • @MDRahman-lu1jm
    @MDRahman-lu1jm ปีที่แล้ว +2

    ভিবিন্ন মুরগীর ডিম ভিবিন্ন কালার ভিবিন্ন রকম হতে পারে । ডিম সব সময় ঠান্ডা জাগায় রাখতে হয় ।এভাবে গরম বা সাধারন তাপ মাত্রায় ডিম রাখলে ডিম নষ্ট বা গুনা গুন থাকবে না ।

  • @raselgazi9450
    @raselgazi9450 ปีที่แล้ว

    বাংলাদেশের আইন শক্তর ভক্ত নরমের যম

  • @MDJahangir-vj8ck
    @MDJahangir-vj8ck ปีที่แล้ว +7

    যারা উপরে বসে কল কাঠি নাড়ে তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে এসব ছোটো খাটো চোর এমনি এমনি শুধরে যাবে

  • @firojaamena6631
    @firojaamena6631 ปีที่แล้ว +1

    নকল ডিম চেনার উপায় কি,দেশি মুরগীর ডিম ও কালার ভিবিন্ন কালার হয়।

  • @rajkan2450
    @rajkan2450 ปีที่แล้ว

    Good bay

  • @sharifsharif4434
    @sharifsharif4434 ปีที่แล้ว +2

    আপনারা কিছু করলে আগে কম্পানির জরিমানা করেন

  • @MMKMonirVlog
    @MMKMonirVlog ปีที่แล้ว +1

    😄😄😄😄এই প্রথম শুনলাম ডিম এর ও তারিখ মেদ আছে

  • @harunorroshid5458
    @harunorroshid5458 ปีที่แล้ว +1

    ডিমেরেট না করে ফিটের দাম কমার চেষ্টা করেন তাহলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ

  • @mehedi2648
    @mehedi2648 ปีที่แล้ว +1

    ডিমের ও কোমপানি থাকতে হবে জীবনে ও শুনি নাই ডিমের ডেট থাকে

  • @mdmuraduzzamanmurad3169
    @mdmuraduzzamanmurad3169 ปีที่แล้ว +5

    Bujhlam na apnara sobai ki Pragon er marketing kortesen naki. Pragon atto beshi dam kano rakce seta niye kaj koren please

  • @rowanatkinson4484
    @rowanatkinson4484 ปีที่แล้ว

    Nice

  • @nupurakter4152
    @nupurakter4152 ปีที่แล้ว +1

    be positive

  • @My_Daddy_
    @My_Daddy_ ปีที่แล้ว +2

    Paragon er murgi re ki sonar dana khawai dim parano hoi?

  • @obaidurrahmandipu2489
    @obaidurrahmandipu2489 ปีที่แล้ว +2

    They broke 2 eggs. Who is going to pay to the shopkeepers?

  • @jackryan1917
    @jackryan1917 ปีที่แล้ว

    Paragon a giye video dan

  • @mdujjal418
    @mdujjal418 ปีที่แล้ว +3

    ছোট ছোট দোকানে অভিজান করে কি লাভ,, বড় বড় আরতে জান

  • @nasimuddin1448
    @nasimuddin1448 ปีที่แล้ว

    এসেছে যখন কিছু না কিছু তো নিয়ে যাবে কোম্পানিতে রেট মারা বাদ দিয়ে ছোট ছোট দোকানে রেট মেরে বেড়াচ্ছে এটাই ভোক্তা অধিকারের কাজ 🇧🇩

  • @fatemaAkter-wp6ms
    @fatemaAkter-wp6ms ปีที่แล้ว +1

    Dimer expired date somporke kojonar oviggota ache
    Arot khanai todonto korte dekhai jaina

  • @md.osmangoni7751
    @md.osmangoni7751 ปีที่แล้ว +1

    প্যারাগন ডিম ও এমনি বিয়ের মধ্যে কি পার্থক্য।

  • @mdchanmia6088
    @mdchanmia6088 ปีที่แล้ว

    হায়রে ভাই জীবনে আর কত কিছু যে দেখুম

  • @venomlegio5
    @venomlegio5 ปีที่แล้ว

    Bah sir ader jel jorimana koren jatay next kaow amon na kore amader life niya moja kore tara

  • @arya-sb3yx
    @arya-sb3yx ปีที่แล้ว +1

    Dim er abr expire date,?

  • @abrahim1803
    @abrahim1803 ปีที่แล้ว

    👍

  • @tasnovamim9554
    @tasnovamim9554 ปีที่แล้ว

    প্রতারনা যেই করুক তাকেই বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ আপনাদের।

  • @weloveentertainment4124
    @weloveentertainment4124 ปีที่แล้ว +3

    ডিমের এক্সপার আবার কি?

  • @minaruljessore8631
    @minaruljessore8631 ปีที่แล้ว

    Rights

  • @sultanashimul9240
    @sultanashimul9240 ปีที่แล้ว +1

    Boro factory te jete paren aage
    then eshob small shop e ashen

  • @mohd.sobhan3659
    @mohd.sobhan3659 ปีที่แล้ว +1

    They are here for publicity of Paragon but what about others? If all peoples need to consume this brand price will go exorbitant high and beyond buying capacity of common people. They should ensure quality of all producers enabling buy at affordable price.

  • @siamahamed335
    @siamahamed335 ปีที่แล้ว

    আগে শুনতাম,নরম গোয়া বগে ও ঠোকরায়,এখন দেখি এটা শতভাগ সত্য।

  • @zahidulislam1455
    @zahidulislam1455 ปีที่แล้ว

    Moja loitacen

  • @NurjahanAmena
    @NurjahanAmena ปีที่แล้ว

    ছোট দোকান দের কে বুজিয়ে দিন পিলিজ, কিন্তু জরিমানা ধরা টা খুভ খারাপ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @trcorporation5548
    @trcorporation5548 ปีที่แล้ว +1

    ai dim stock kore rakhen kaj a lagbe, therapy dibar somoy expire date dekhar time hobena jonogoner.

  • @masudrahaman9645
    @masudrahaman9645 ปีที่แล้ว +1

    অফিসারের থেকে তাঁর চেলারা বেশি বোঝে

  • @rajkan2450
    @rajkan2450 ปีที่แล้ว +1

    বহদ্দারহাট বাজার করতো অবিজান

  • @alamglr6210
    @alamglr6210 ปีที่แล้ว +1

    সব জায়গায় চেকিং করতে হবে