আসসালামুআলাইকুম ভাই। প্রথমে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সুভেচ্ছা জানাই, বিশেষ করে খোকন ভাই ও সুলতানা ভাবীকে। আপনাদের সাথে অনেক দিন পর উনাদেরকে দেখলাম। আমিষদের গ্রাম আমি কয়েক বছর আগে chanel I শাইক সিরাজ সাহেব "মাটি ও মানুষ" অনুষ্টানে দেখিয়েছেন, তবে উনি কৃষির উপর বেশীর ভাগ চিত্র দেখিয়েছেন। আপনার মাধ্যমে তার পুর্নতা লাভ করল। আমিষ দের গ্রামটি এত এত ভাল লেগেছে যা স্বপ্নের আমেরিকায় আরেকটি "স্বপ্নের গ্রাম"। আমাদের দেশের গ্রামগুলো তে গেলে মনেহয় নোংরা অস্বাস্হ্যকর পরিবেশ আর পুষ্টিহিনতায় ভরা। আমি আমাদের গ্রামকে ঘ্রিনা করি না। কিন্তু আমাদের গ্রামের মানুষ গুলো আসলেই অসচেতন যা কিছুই জানেনা এবং ভাল কিছু জানার চেষ্টাও করেনা। আমিষদের সম্পুর্ন জীবন চিত্র দেখতে চাই তা আপনার এপিসোড যতই লম্বা হোক। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
I am from kolkata, আপনার মত মানুশেরাই পারে পুরো পৃথিবীকে আমেরিকার মতো সুন্দর করে সাজাতে। কাউকে মনে শান্তি দেওয়াটাই আসল। যেটা আপনি পারেন। সত্যিকারের ভালো এবং জ্ঞানি আপনি। আমিও সাতক্ষীরা জেলার গ্রামের ছেলে। গ্রাম, গাছ, পশু পাখি আমি খুবই ভালোবাসি। ধন্যবাদ আপনার জন্য নগন্য। best of luck and i follow your personality.
So beautiful village and nature,green,organic watermelon,dog tao koto bhalo, Mala bhabi ke ato like korese, Thankyou amader ke dekhanor jonno,atoo unknown place different cultures, onek kishu ja apner madhome jante parsi, apner friends ra onek lucky, tara apner jonno onek kishu dekhte pacche,
শুভেচ্ছা রইল আপনার জন্য । এত সুন্দর একটি আমেরিকার গ্রাম দেখানোর জন্য। আমাদের অনেকের কাছে আমেরিকা একটি স্বপন । আজ সেই স্বপ্ন কে বাস্তবে আপনার মাধ্যমে দেখলাম। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ফারুক ভাই চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য। আমার মনে হয় প্রত্যেকটা দেশেরই এ ধরনের আলাদা কিছু গোষ্ঠী আছে। যাই হোক পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় আছি।
Hello Bhai....I too enjoyed the whole experience....it's true that the journey is more enjoyable than the destination.... but aapanader destination tao khub unique chchilo.... Really aamra ei dhoroner khola maath.... gachpala dhekhte pai na.... Khub bhalo laglo...
So beautiful Honorable Faruk Bhai . Everything is just more like a nice dream & most of all ur presentation is awesome ! waiting for next part 2 so eagerly !!!
স্যার আপনারা ব্লগার সবাইকে আমরা সব সময় ধন্যবাদ দেওয়া উচিৎ ...কারণ আপনাদের মাধ্যমে আমরা সবাই অনেক কিছু দেখতে পারতেছি ...যা হয়তো আমরা কোন দিনও দেখতে পেতাম না ...অনেক ভালো লাগলো .ধন্যবাদ !!!
চমৎকার আমেরিকান গন্ডগ্রাম। ভাল লাগলো দেখে। তবে আমেরিকা গিয়ে দেখতে পেলে খুব ভাল হত। আমি ন্যাচারাল স্থান খুব পছন্দ করি। আমি এক রকম বৃক্ষ প্রেমিক। অর্থাৎ গ্রীন পছন্দ করি প্রচুর গাছ পালা লাগাতে ভালবাসি। আপনাদের সাথে আমেরিকার থাকতে পারলে জীবনকে সত্যিকার ভাবে উপভোগ করতে পারতাম। ভাল থাকবেন আপনারা। ধন্যবাদ ✌ চমৎকার ভিডিও শেয়ার করার জন্য।
আঙ্কেল আপনার প্রতিটা ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে । আপনার উপস্থাপনা খুব ভালো লাগে এবং শিক্ষণীয় বিষয় ।ধন্যবাদ এত কষ্ট করে আমাদের দেখানোর জন্য ।হয়তো কোন দিনও দেখতে পারতাম না কিন্তু আপনার মাধ্যমে দেখতে পারছি।
"ভাইরে ভাই চিনির মতো মিষ্টি" ডায়লগটা ভাল লাগছে, এবং আমিও আপনার মতো এরকম দিগন্ত বিস্তৃত খোলা এলাকায় গরু, ছাগল ও অন্যান্য পশু-পাখির সাথে থাকতে পছন্দ করি আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনি ভাল থাকবেন স্যার।
ami age thekei amish somporke jani. amish er kuno video thakle shate shatei deki, tai apnar video ta o dekhlam. khub valo laglo. r amar onek diner dream amish dekhte jawa. in sha allah amish der shate thakbo.
কি লিখবো বুঝতে পারছি না, এক কথায় অসাধারণ লেগেছে। সামনের পর্বগুলোতে আরো আরো অসাধারণ কিছু দেখতে পাবো এই অপেক্ষায় রইলাম। ভালো থাকুন আমাদের প্রিয় ফারুক ভাই।
ভিডিওচিত্র অনেক ভালো লাগলো।মোট কথা অসাধারণ। আমি অনেক দিন ধরে কুয়েত আছি এখানে সবুজের কনো ছোঁয়া নেই।ভিডিও টি দেখে দেশের কথা মনে হচ্ছে। আমেরিকান গ্রামের সৌন্দর্য্য আমাদের দেশের মতোই সবুজে ঘেরা। খুবই ভালো লাগলো।
ভাইজান সালাম নিবেন , আমি সৌদি আরব থেকে আপনার প্রায় সবগুলো ভিডিও দেখি, আপনার ভিডিও গুলো সত্যি অসাধারণ. আমি শত কর্ম ব্যস্ততার মাঝে থেকেও আপনার ভিডিওগুলো দেখি. আপনার জন্য দোয়া রহিলো.
sir avabe khete dekhleto khuda legejay, jai hok apnar videos ar proti kenojani khub akorson fill kori, khub valo lage. thanks ato sundhor vabi uposthapona korar jonne.
পরিবেশটা সুন্দর না, আঙ্কেল কি কাউ কে গালি দিয়েছি তারপর দেখবেন কিছু লোক আছে আঙ্কেলের ভিডিওতে লাইক না দিয়ে ডিসলাইক চলে যাবে Awesome হইছে... 👌👌👌 ধন্যবাদ আঙ্কেল
খুব বেশী তথ্য বহুল ভিডিও , বার বার দেখার মত , অনেক অনেক ধন্যবাদ এইরকম ভিডিও দেবার জন্য , বাকি ভিডিও গুলার অপেক্ষায় রইলাম । আমি আপনার সাথে একমত , আমিও গন্তব্যে যাবার জন্য ব্যস্ত থাকি না , প্রকৃতি আসলে খুব সুন্দর , যাবার পথে অনেক বেশি উপভোগ করা যায় , ধন্যবাদ আবারো
I always had high regards for the amish people. I visited them a long time ago when I was in high school. Looking back, I think they are better in their thoughts and living than most people in this world. There are plenty of things to learn from them and their minimalism, especially nowadays when we are indulged into artificiality, materialism, shallowness and competitiveness for the wrong things.
এই আমিশ ভিলেজের ছবি, ভিডিও ফেসবুকে বেশ ক'বার দেখা হয়েছে কিন্তু এত সুন্দর ডেসক্রিপশন এর আগে কেউ দেইনি। চাইলে গুগল থেকে অনেক কিছু জানা যায়। কিন্তু আংকেলের মুখ থেকে শুনতে ভালোই লাগে। ধন্যবাদ আংকেল নেক্সট দেখার অপেক্ষায় রইলাম🤗
Wooow..! Just shopner moto lgtese..vedio dekheei.. Shamnashamni na jani koto shundor... Issh jodi partam jete!... 😍 Khub joldi 2nd ta upload koren... Pls... ☺ n thanks a looot..again For sharing this wonderful tour....
আমেরিকার গ্রাম ছবির মতন ।কৃষকের বাড়ি এত সুন্দর।গেস্টরুমের ফার্নিচার সাজগোজ অত্যাধুনিক।প্রযুক্তি নাই।বিদ্যুত্ নাই।উনারা বুজেন কিভাবে ঘরদোর,বাগিচা,চাষাবাদ,প্রতিপালন আয়ত্ত করেন কিভাবে।শিক্ষাদিক্ষা ছাড়া আধুনিক হল কিভাবে।প্রত্যন্ত নিভৃত গ্রামতো মনে হল না। neat and clean, ছিমছাম, very nice ফারুক ভাইয়ের ক্যামেরা বন্দি উড়ালপঙ্খী,heaven is village.village is heaven
আপনাদের ভ্রমণ করা দেখে, আমার মনটা উরে চলেযাচ্ছে ঔসেই গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যময় , সবুজের লিলাভুমি কৃষকের গ্রামে আমিরিকায়, কিন্তু আমিত সপ্নের রাজ্যের সপ্নোও দেখতে চাওয়া অলিক,
আমিশ ভিলেজের কথা অনেক বার শুনেছি এইবার আপনার মাধ্যমে দেখতে পেলাম খুবই আনন্দিত হয়ে গেলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ (ভাইয়া পার্ট টু দেখার অপেক্ষায় রইলাম )
ভাইয়া অনেক সুন্দর ভিডিও দিয়েছেন । মনে হয়েছে আমি ও আপনাদের সাথে ছিলাম । আমি গিয়েছিলাম কিন্তু এতো সুন্দর দেখিনি । ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। দুই নাম্বার ভিডিও তো পেলাম না।
আপনার কথা শুনে মনে হল যে আপনি নিশ্চিত হয়ে জানেন যে আমি নামাজ পড়ি না। আমি যদি বলি ভাই আপনার মায়ের বা বউ এর গায়ে হাত তুলবেন না তাহলে মনে হতে পারে যে আপনি সেটা করেন এবং আমি নিশ্চিত ভাবে জানি। এধরনের কমেন্টের উত্তর আমি দেই না। কেন জানি মনে হল আপনি না বুঝে কমেন্ট টা করেছেন। তাই বলছি, যত ভালো মনে করেই আপনি কমেন্ট করুন না কেন, মনে রাখতে হবে আপনি নিজে আগে ভালো হবেন, তারপর বউ, ছেলে মেয়ে, মা, বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী দের কে ভালো করার পরামর্শ দিবেন। আমি সম্পূর্ণ অচেনা এক লোক, কিছুই জানেন না আপনি আমার সম্পর্কে। অজাজিত ভাবে পরামর্শ দেয়া অভদ্রতা। আশা করি ভুল ভাবে নিবেন না। ধন্যবাদ।
আসসালামুআলাইকুম ভাই। প্রথমে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সুভেচ্ছা জানাই, বিশেষ করে খোকন ভাই ও সুলতানা ভাবীকে। আপনাদের সাথে অনেক দিন পর উনাদেরকে দেখলাম। আমিষদের গ্রাম আমি কয়েক বছর আগে chanel I শাইক সিরাজ সাহেব "মাটি ও মানুষ" অনুষ্টানে দেখিয়েছেন, তবে উনি কৃষির উপর বেশীর ভাগ চিত্র দেখিয়েছেন। আপনার মাধ্যমে তার পুর্নতা লাভ করল। আমিষ দের গ্রামটি এত এত ভাল লেগেছে যা স্বপ্নের আমেরিকায় আরেকটি "স্বপ্নের গ্রাম"। আমাদের দেশের গ্রামগুলো তে গেলে মনেহয় নোংরা অস্বাস্হ্যকর পরিবেশ আর পুষ্টিহিনতায় ভরা। আমি আমাদের গ্রামকে ঘ্রিনা করি না। কিন্তু আমাদের গ্রামের মানুষ গুলো আসলেই অসচেতন যা কিছুই জানেনা এবং ভাল কিছু জানার চেষ্টাও করেনা। আমিষদের সম্পুর্ন জীবন চিত্র দেখতে চাই তা আপনার এপিসোড যতই লম্বা হোক। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
M.D HUMAYUN Kabir ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি কমেনট পড়তে দেরী হয়ে গেছে। অনেক বেশী ব্যাসত ছিলাম। ধন্যবাদ আপনাকে। সবাইকে নিয়ে ভাল থাকুন দোয়া করি।
M.D HUMAYUN Kabir congratulions
@@zainulabedin5323 কেমন আছেন ভাই? কোথায় কেমন আছেন জানাবেন। যোগাযোগ রাইখেন। পারলে ঠিকানা দিয়েন চলে আসব যেকোন সময় CNG নিয়ে।
@@zainulabedin5323 কেমন আছেন ভাই? কোথায় কেমন আছেন জানাবেন। যোগাযোগ রাইখেন। পারলে ঠিকানা দিয়েন চলে আসব যেকোন সময় CNG নিয়ে।
I am from kolkata, আপনার মত মানুশেরাই পারে পুরো পৃথিবীকে আমেরিকার মতো সুন্দর করে সাজাতে। কাউকে মনে শান্তি দেওয়াটাই আসল। যেটা আপনি পারেন। সত্যিকারের ভালো এবং জ্ঞানি আপনি। আমিও সাতক্ষীরা জেলার গ্রামের ছেলে। গ্রাম, গাছ, পশু পাখি আমি খুবই ভালোবাসি। ধন্যবাদ আপনার জন্য নগন্য। best of luck and i follow your personality.
Appreciate your kind words. ধন্যবাদ।
So beautiful village and nature,green,organic watermelon,dog tao koto bhalo, Mala bhabi ke ato like korese, Thankyou amader ke dekhanor jonno,atoo unknown place different cultures, onek kishu ja apner madhome jante parsi, apner friends ra onek lucky, tara apner jonno onek kishu dekhte pacche,
Ayesha Jalil ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর ও ভাল লেগেছে, অপেক্ষায় রয়েছি পার্ট ২ দেখার ,ধন্যবাদ ভিডিওর জন্য।
শুভেচ্ছা রইল আপনার জন্য । এত সুন্দর একটি আমেরিকার গ্রাম দেখানোর জন্য। আমাদের অনেকের কাছে আমেরিকা একটি স্বপন । আজ সেই স্বপ্ন কে বাস্তবে আপনার মাধ্যমে দেখলাম। অনেক অনেক ধন্যবাদ।
Siddik Rahoman You are very welcome.
ওহ্!আমেরিকার গন্ডগ্রাম আমিস দেখে কি যে ভাল লাগছে! এটা একটা স্বপ্নের ভিডিও!জমি থেকে তরমুজ এনে কেটে খাওয়া চারপাশের পরিবেশ সবকিছুই দারুণ!
baishali sarkar Mithu1999 অনেক ধন্যবাদ।
অসম্ভব সুন্দর কনটেন্ট এর সাথে সাবলীল এবং চমৎকার উপস্থাপনা। আপনার ফ্যান হয়ে গেছি ভাই।
Chanchal Zoarder ধন্যবাদ🥰
ভাল লেগেছে ভিডিও টি, পার্ট ২ দেখার অপেক্ষায় রয়েছি,ধন্যবাদ।
গ্রাম টা অনেক সুন্দর, আমার খুব পছন্দ বাংলার গ্রাম,ধন্যবাদ ফারুক ভাইকে কষ্ট করে এমেরিকার গ্রাম দেখানোর জন্য।
Minhaz Karim Chowdhury Welcome ভাই।
ধন্যবাদ ফারুক ভাই চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য। আমার মনে হয় প্রত্যেকটা দেশেরই এ ধরনের আলাদা কিছু গোষ্ঠী আছে। যাই হোক পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় আছি।
Tariqul Islam Islam Welcome brother.
ভাইয়া ভিডিও দেখলাম আসলেই আপনি খুব ভাল একজন মানুষ অনেক দোয়া রইল আপনার আর আপনার পরিবারের জন্য |
Bangladeshi Canadian mom ধন্যবাদ।
আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে। আর কুকুর টা অনেক কিউট ছিলো আর সাথে
সবুজ প্রকৃতি আহ কি চমৎকার একটা ভিউ।
সোয়াবিন গাছ প্রথম দেখলাম।
Hand craft at home ধন্যবাদ।
Hello Bhai....I too enjoyed the whole experience....it's true that the journey is more enjoyable than the destination.... but aapanader destination tao khub unique chchilo.... Really aamra ei dhoroner khola maath.... gachpala dhekhte pai na.... Khub bhalo laglo...
Vishwarupa Bhattacharjee ধন্যবাদ ভাই।
So beautiful Honorable Faruk Bhai . Everything is just more like a nice dream & most of all ur presentation is awesome ! waiting for next part 2 so eagerly !!!
Mohammad Mamun Chowdhury Thank you brother. Appreciate your kind remarks.
স্যার আপনারা ব্লগার সবাইকে আমরা সব সময় ধন্যবাদ দেওয়া উচিৎ ...কারণ আপনাদের মাধ্যমে আমরা সবাই অনেক কিছু দেখতে পারতেছি ...যা হয়তো আমরা কোন দিনও দেখতে পেতাম না ...অনেক ভালো লাগলো .ধন্যবাদ !!!
You are very welcome.
Apnar vlog khub e valo lage especially the way you talk ❤️❤️
Nice 🍁🌳❤❤🌼 thank you
Thank you.
Wow Mercedes benz😍..Onk sundor hoyeche uncle💜 Onk enjoy korlam😍💜 Part 2 er opekkhai roilam..
Sami Rahman Thank you.
Just like for this first part. Will comment in 2nd part.
Thanks a lot. You are always fav to me. Keep well as you do!
You are very welcome.
চমৎকার আমেরিকান গন্ডগ্রাম। ভাল লাগলো দেখে। তবে আমেরিকা গিয়ে দেখতে পেলে খুব ভাল হত। আমি ন্যাচারাল স্থান খুব পছন্দ করি। আমি এক রকম বৃক্ষ প্রেমিক। অর্থাৎ গ্রীন পছন্দ করি প্রচুর গাছ পালা লাগাতে ভালবাসি। আপনাদের সাথে আমেরিকার থাকতে পারলে জীবনকে সত্যিকার ভাবে উপভোগ করতে পারতাম। ভাল থাকবেন আপনারা। ধন্যবাদ ✌ চমৎকার ভিডিও শেয়ার করার জন্য।
Fazlur Rahman You are very welcome vai.
Can't wait for 2nd part 😃
আঙ্কেল আপনার প্রতিটা ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে । আপনার উপস্থাপনা খুব ভালো লাগে এবং শিক্ষণীয় বিষয় ।ধন্যবাদ এত কষ্ট করে আমাদের দেখানোর জন্য ।হয়তো কোন দিনও দেখতে পারতাম না কিন্তু আপনার মাধ্যমে দেখতে পারছি।
দামাল ছেলে ধন্যবাদ আংকেল।
Very interesting, looking forward to the rest...🤗🙂
"ভাইরে ভাই চিনির মতো মিষ্টি" ডায়লগটা ভাল লাগছে, এবং আমিও আপনার মতো এরকম দিগন্ত বিস্তৃত খোলা এলাকায় গরু, ছাগল ও অন্যান্য পশু-পাখির সাথে থাকতে পছন্দ করি আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনি ভাল থাকবেন স্যার।
Remon Ahmed আপনাকে অনেক ধন্যবাদ কমেনটের জন্য 🥰
আল্লাহ আপনার মঙ্গল করুণ
WOW..Beautiful Village,,Thank You So Much...
David Harly Welcome.
ami age thekei amish somporke jani. amish er kuno video thakle shate shatei deki, tai apnar video ta o dekhlam. khub valo laglo. r amar onek diner dream amish dekhte jawa. in sha allah amish der shate thakbo.
সরল মন Inshallah থাকবেন। ধন্যবাদ।
Very interesting vedios. Thank you. I also live in New York and I want to travel. I love USA and Canada. They are beautiful.
Thank you.
কি লিখবো বুঝতে পারছি না, এক কথায় অসাধারণ লেগেছে। সামনের পর্বগুলোতে আরো আরো অসাধারণ কিছু দেখতে পাবো এই অপেক্ষায় রইলাম। ভালো থাকুন আমাদের প্রিয় ফারুক ভাই।
Rejaul Kabir You are very welcome brother.
I'm so obsessed with your channel 🔥❤️ love from 🇮🇳 india
It is good obsession! Thank you dear 💕🥰
Khub bhalo laglo. Respect from India.
Pott Billy ধন্যবাদ ভাই।
Thank you and really appreciate your efforts uncle💕
Welcome.
ভিডিওচিত্র অনেক ভালো লাগলো।মোট কথা অসাধারণ। আমি অনেক দিন ধরে কুয়েত আছি এখানে সবুজের কনো ছোঁয়া নেই।ভিডিও টি দেখে দেশের কথা মনে হচ্ছে। আমেরিকান গ্রামের সৌন্দর্য্য আমাদের দেশের মতোই সবুজে ঘেরা। খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 আপনাকেও ধন্যবাদ ভাই।
This is gonna be the record breaking viewing video of your channel...😇😍
ilish fry Thank you.
ভাইজান সালাম নিবেন , আমি সৌদি আরব থেকে আপনার প্রায় সবগুলো ভিডিও দেখি, আপনার ভিডিও গুলো সত্যি অসাধারণ. আমি শত কর্ম ব্যস্ততার মাঝে থেকেও আপনার ভিডিওগুলো দেখি. আপনার জন্য দোয়া রহিলো.
Faisal Chowdury ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।
Superb! Bengalis are an Adventurous Lot! Seeking New Frontiers. You and your Family and Friends have become Pioneers too. 😍
TROLL FIRE Thank you 😊
sir avabe khete dekhleto khuda legejay, jai hok apnar videos ar proti kenojani khub akorson fill kori, khub valo lage. thanks ato sundhor vabi uposthapona korar jonne.
BD Engineers You are very welcome.
পরিবেশটা সুন্দর না,
আঙ্কেল কি কাউ কে গালি দিয়েছি
তারপর দেখবেন কিছু লোক আছে আঙ্কেলের ভিডিওতে লাইক না দিয়ে ডিসলাইক চলে যাবে
Awesome হইছে... 👌👌👌
ধন্যবাদ আঙ্কেল
Hridoy Khan Welcome.
চমৎকার ভিডিও। দেখে অনেককিছু জানলাম। খুব ভালো থাকুন। আরও সুন্দর সুন্দর ভিডিও দিন। শুভকামনা রইলো।
Thank you 💕
Wow..... thank you so much uncle.. apnr vlog dekle Mon Valo Hoi jai.🥰🥰🥰😍😍
Thank you uncle.
আমি কলকাতার এক ছোট ফাস্টফুড দোকান চালাই, lockdown এ বাড়িতে বসে আজ প্রথম আপনার চ্যানেল দেখ লাম, আমি মুগ্ধ, আমার প্রনাম নেবেন।ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
I saw all of your videos. U are a very nice person. May Allah bless you and your family always.
Shefali Akter Thank you. May Allah bless us all.
খুব বেশী তথ্য বহুল ভিডিও , বার বার দেখার মত , অনেক অনেক ধন্যবাদ এইরকম ভিডিও দেবার জন্য , বাকি ভিডিও গুলার অপেক্ষায় রইলাম । আমি আপনার সাথে একমত , আমিও গন্তব্যে যাবার জন্য ব্যস্ত থাকি না , প্রকৃতি আসলে খুব সুন্দর , যাবার পথে অনেক বেশি উপভোগ করা যায় , ধন্যবাদ আবারো
Kumkum's Passions You are very welcome dear. I am glad that you have enjoyed it.
I love religious people, a truly religious person is less harmful than any other people around us.
ভাই , আপনার যেকোন পরিবেশের ধারা বর্নণা এতো, এতোই সুনদর লাগে যে , একেবারে মুগ্ধ হয়ে শুনি , খুবই ভাল লাগে ।
masud rana ধন্যবাদ ভাই।
খুব ই ভাল লাগে আপনাদের ভিডিও গুলো। আমার husband এবং আমার বিনোদন এর উৎস. অভিনন্দন for a fantastic job
UK Er Matite Ek Tukro Bangladesh Welcome dear.
সবথেকে খুশি হলাম ক্লাস এইটের বেশি পড়তে হয়না শুনে।
Hahahaha
😂
আসালামুওয়ালাইমসালাম , খুবই ভাল লাগল ভিডিওটি । ধন্যবাদ ভাই , ভাবী । সুস্থ থাকবেন ভাল থাকবেন । অনেক কিছু জানতে পারলাম ।
Shahana Shanu ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।
I always had high regards for the amish people. I visited them a long time ago when I was in high school. Looking back, I think they are better in their thoughts and living than most people in this world. There are plenty of things to learn from them and their minimalism, especially nowadays when we are indulged into artificiality, materialism, shallowness and competitiveness for the wrong things.
Very well said. Thank you.
@@AdventureTube21 thanks to you for taking the time to reply to us 😊
এই আমিশ ভিলেজের ছবি, ভিডিও ফেসবুকে বেশ ক'বার দেখা হয়েছে কিন্তু এত সুন্দর ডেসক্রিপশন এর আগে কেউ দেইনি। চাইলে গুগল থেকে অনেক কিছু জানা যায়। কিন্তু আংকেলের মুখ থেকে শুনতে ভালোই লাগে। ধন্যবাদ আংকেল নেক্সট দেখার অপেক্ষায় রইলাম🤗
Romana Razia ধন্যবাদ আংকেল।
আমিষ খেয়ে অসাধারণ লাগলো। এখনো দেখছি। শেষ হয়নি। শেষ হলে আবারও ফিডব্যাক দিবো।
স্বপ্নের মত আপনাদের সাথে সাথে আমিও এঞ্জয় করলাম , আপনার কথা শেষে আমার ঘুম ভাঙল । আপনাদের সবার মঙ্গল কামনা করি , ভাল থাকুন সুন্দর থাকুন ।
NIAMUL KABIR ধন্যবাদ ভাই।
এই বছরে আপনার সেরা ব্লগ।
Nondini Nova Thank you dear.
Nice video uncle, onek injoy korlam.
Theme Bazzar ধন্যবাদ।
really nice video.perfect editing.we want to see you how do you edit
inshallah we will. Thank you.
ভাই খুব ভাল লেগেছে। সত্যি এত সুন্দর করে সব গল্প আমাদের সামনে উপস্থাপন করেন!যা দারুন উপভোগ্য। 🌺🌺
Thank you dear
Simply awesome 🤩
Wooow..! Just shopner moto lgtese..vedio dekheei.. Shamnashamni na jani koto shundor... Issh jodi partam jete!... 😍
Khub joldi 2nd ta upload koren... Pls... ☺ n thanks a looot..again For sharing this wonderful tour....
Jannatul kausar You are Welcome dear.
30 minute er video but 1 second o bore lageni. it just refreshed my mind .
sabbir ahmed Thank you 😊
wow!! just wow! interesting....hahahaa mio excited chilam apnara kobe giye pousaben...osadaron presentation osadaron information.... area..story...valo thakben...Allah sobaike valo rakuk....Allah sobar moner asha purno koruk...
Thank you. May Allah bless us all.
Thanks alot for giving us a great knowledge about Amish cultures . lovely Village. wonderful.
Thank you.
Bhai amish village dekha holo,, apnader 3 family ke aksathe dekhe khuboi bhalo laglo kolahol mukto poripati ai grammar drissho dekhe ovibhut hoye gelam.....kono lokzoner dekha millona,, apnader hoteltao onek sundor.....sobar misti freshly tormuj khaoa deklam,, bhai oder gorur farme deklam goru guli onek mota taja mone hoy milk bikri korey......sob milie osadharon enjoy korlam,,bhalo laglo.....apnara sobai bhalo thakun dowa roilo Allah hapez......,,,,,,
Shana Parbin হ্যা। ওরা দুধ বিক্রি করে। আগামি কালকের ভিডিওতে দেখবেন। ধন্যবাদ ভাই।
O,k,thank you bhai,, bhalo thaku Allah hPez....,,,,
বাহিরের দৃশ্য দেখান আর কথা বললে ভালো হত
Right
ভেবেছিলাম, রাস্তার জায়গাটা টেনে দেখি কিন্তু টানতে পারিনি, ওদের ইতিহাসটাও শুনতে ভালো লাগছিলো। আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনি একজন গ্রাম প্রিয় মানুষ। দারুন উপভোগ করলাম ভিডিওটি। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
BTV তে ৭০ দশকে Little House on the Prairie নামে ছবির সিরিয়াল দেখিয়েছিল।
Rather this reminded me of the Waltons.
আমেরিকার গ্রাম ছবির মতন ।কৃষকের বাড়ি এত সুন্দর।গেস্টরুমের ফার্নিচার সাজগোজ অত্যাধুনিক।প্রযুক্তি নাই।বিদ্যুত্ নাই।উনারা বুজেন কিভাবে ঘরদোর,বাগিচা,চাষাবাদ,প্রতিপালন আয়ত্ত করেন কিভাবে।শিক্ষাদিক্ষা ছাড়া আধুনিক হল কিভাবে।প্রত্যন্ত নিভৃত গ্রামতো মনে হল না। neat and clean, ছিমছাম, very nice ফারুক ভাইয়ের ক্যামেরা বন্দি উড়ালপঙ্খী,heaven is village.village is heaven
Ashraf Mahmud Oytizha তারা ক্লাস ৮ পর্যন্ত পড়াশুনা করে। আর কৃষি কাজ বংশ পরম্পরায় শেখা। ধন্যবাদ ভাই।
Just loved it. .its beautiful
আমীষদের এই সাদামাটা জীবন আমার খুবই পছন্দের , ওদের প্রতি শুভেচ্ছা🌺🌼🙏🌹🌸🙏🙏🌷🌹🌸
Thank you
Wonderful countryside
অসম্ভব রকম সুন্দর । হারিয়ে যাওয়ার মত একটা Village
Shimanto Adnan ধন্যবাদ।
So much information.
Thank you sir for your nice video.
Jubayer Hosen Jubi Welcome.
♦অসাধারন এপিসোড। দারুন উপভোগ করলাম। ধন্যবাদ ফারুক ভাই।।
My pleasure
I see,u enjoyed Amish village,did u been Lake George before🤔?
আপনি খুবই প্রকৃতি প্রেমি বা ভ্রমণ প্রিয় মানুষ,,,,যাইহোক অনেক অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা শেয়ারের জন্য। ধন্যবাদ ❣
saimon shah Welcome 🙏
আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে।
আমার ভোলার আপু কেমনব আছ? তুমি ভিডিও দিও অনেক 01724915058
খুব ভালো লাগলো সিরাজভাই।এতো ভালো বাংলা বলা এবং গ্রন্থনার এবং প্রানোবন্ত ভ্রমন ও
যায়গা বাছাই এরজন্য।
shambhnath mandal ভাই আমার নাম ফারুক। ধন্যবাদ।
ভাইয়া, আপনার গাড়িটা অসম্ভব সুন্দর দেখতে, এটা কোন মডেল এর??
এই mercedes suv? এটা খোকন ভাইয়ের। ধন্যবাদ।
issh!! ato sundor ken!!!amar to sudhu apner video dekhle screen er vetore dhuke jete ischa kore.....🤩🤩🤩
maya hosaain 🥰🤪Thank you.
ভাইয়া প্লিজ আপনাদের ওখানকার মানে
আমিরিকার হ্যাপি নিউ ইয়ার আর থার্টফার্স্টের নাইট এর পালন এর একটা ভিডিও দিবেন প্লীজ।।।
❤❤
ইউপোটিয়ার কাল্পনিক দীপের মতো
বেশ মজার এদের জীবন যাপন
আমিষ ভিলেজ।
💕
Nothing to say just respect.....🤲💯🙏
Same to you dear
Bhaiya darun laglo. Doggy gulo o kubh sundor 😀😁
Patralika Bardhan Thank you.
Wow I just want to said that place is very beautiful Awesome 🥰💕
Thank you.
আপনাদের ভ্রমণ করা দেখে, আমার মনটা উরে চলেযাচ্ছে ঔসেই গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যময় , সবুজের লিলাভুমি কৃষকের গ্রামে আমিরিকায়, কিন্তু আমিত সপ্নের রাজ্যের সপ্নোও দেখতে চাওয়া অলিক,
Relay its a nice tripe Faruk Bhai . Wait for next episode
Hridoye Bangladesh, from Bangladesh Thank you.
আসসালামুয়ালাইকুম, আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমেরিকার একটা গ্রামকে অনেক ভালো লেগেছে
Respect your All vedio sir. ✌ now watching.....
Thank you.
ভাইয়া অপেক্ষায় রইলাম ইনশা আল্লাহ পার্ট টু দেখার জন্য খুবই ইনজয় করলাম আপনি উপস্থাপনায় আমি মুগ্ধ অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমিশ ভিলেজের কথা অনেক বার শুনেছি এইবার আপনার মাধ্যমে দেখতে পেলাম খুবই আনন্দিত হয়ে গেলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ (ভাইয়া পার্ট টু দেখার অপেক্ষায় রইলাম )
ধন্যবাদ ভাই।
ভাইরে ভাই চিনির মতো মিষ্টি ♥♥♥♥
Kawsar Jahid ❤️💕
My new binge watch channel!🍿🎥 love from Vancouver
Thank you dear 🥰💕
আংকেল আপনার উছিলায় সয়াবিন দেখে নিলাম।
পার্ট ২ দেখার অপেক্ষায় রইলাম।একরাশ ভালো লাগা নিয়ে দেখলাম।
Tania Nahid ধন্যবাদ ভাই।
তাদের সাথে মুসলিমদের অনেক মিল
শাইখ সিরাজের কৃষি অনুষ্ঠানে এই গ্রাম দেখেছিলাম আবারও দেখলাম অনেক ভালো লাগলো।
abdur Razzak ধন্যবাদ।
so interesting vedio. just love it
Thank you.
ভাইয়া অনেক সুন্দর ভিডিও দিয়েছেন । মনে হয়েছে আমি ও আপনাদের সাথে ছিলাম । আমি গিয়েছিলাম কিন্তু এতো সুন্দর দেখিনি । ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। দুই নাম্বার ভিডিও তো পেলাম না।
Syeda Fathema অনেক ধন্যবাদ ভাই।
Bazar and everything want to see
The best of the best, I love it! Hopefully, I would be able to visit that place one day, ইনশাআল্লাহ্, অশেষ ধন্যবাদ!!
Benoy Sarkar Inshallah.
Khub valo laglo vdo ta......ekhane Turkey te amar barite apple grapes vine...sob achhe....its amazing
Abira Chatterjee 🥰
আপনি আপনার শৈশব ফিরে পেয়েছেন,, ঐ সময় আপনার অনুভুতিটা অসাধারণ ছিলো সেটাই আমার কাছে অনেক ভাল লেগেছিল,,,নামাজ পড়তে চেষ্টা করবেন,,আল্লাহ হাফেজ
আপনার কথা শুনে মনে হল যে আপনি নিশ্চিত হয়ে জানেন যে আমি নামাজ পড়ি না। আমি যদি বলি ভাই আপনার মায়ের বা বউ এর গায়ে হাত তুলবেন না তাহলে মনে হতে পারে যে আপনি সেটা করেন এবং আমি নিশ্চিত ভাবে জানি।
এধরনের কমেন্টের উত্তর আমি দেই না। কেন জানি মনে হল আপনি না বুঝে কমেন্ট টা করেছেন। তাই বলছি, যত ভালো মনে করেই আপনি কমেন্ট করুন না কেন, মনে রাখতে হবে আপনি নিজে আগে ভালো হবেন, তারপর বউ, ছেলে মেয়ে, মা, বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী দের কে ভালো করার পরামর্শ দিবেন। আমি সম্পূর্ণ অচেনা এক লোক, কিছুই জানেন না আপনি আমার সম্পর্কে। অজাজিত ভাবে পরামর্শ দেয়া অভদ্রতা। আশা করি ভুল ভাবে নিবেন না।
ধন্যবাদ।
ভাই আমি ভারত থেকে বলছি, ভীষণ ভালো লাগে আপনার ভিডিও এবং উপস্থাপন।
Thank you.
Akta darun obhigotar sakhi hoye thaklam dada ditio odhaye dekhar jonnyo udgrib hoye thaklam. Apnar anando ajke chokhe mukhe phute utheche. Khub anando korun ar amader ananda din. Bhalo thakben sustho thakben.
Mamata Ghosh অনেক ধন্যবাদ বোন। দোয়া করি ভাল থাকুন।