আত্মকথা | নরেন্দ্রনাথ মিত্র | Narendranath Mitra | | বাংলা ছোট গল্প | গল্পকথন by কল্লোল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • বাংলা গল্পঃ আত্মকথা
    লেখকঃ নরেন্দ্রনাথ মিত্র
    মূলভাষাঃ বাংলা
    রূপকথা by কল্লোলঃ
    / @kollol_rupkotha
    গল্পপাঠঃ কল্লোল রায়হান
    Facebook: / golpobykollol
    স্পন্সরঃ / kollol

ความคิดเห็น • 87

  • @piyalisen5293
    @piyalisen5293 ปีที่แล้ว +8

    কল্লোল ভাই,আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা।আমার সারাটা দিনের অনেক খানি সময় কাটে আপনার পড়া গল্প ও উপন্যাস শুনে।ভালো লাগার পরিমাণ টা ভাষায় বোঝাতে পারবো না।সর্ব শক্তিমান ঈশ্বর আপনাকে যে প্রতিভা দিয়েছেন তার যে সুন্দর ব্যবহার আপনি করছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ।আপনার গলার স্বর, বাচনভঙ্গি অসাধারণ।আর সবার শেষে টা টা বলাটা অতুলনীয়।কোনো বিশেষ গল্প বা উপন্যাস শুনতে চাইবো না। আপনার পছন্দের উপর আস্থা রাখলাম।ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি।ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

    • @nishumishu1790
      @nishumishu1790 9 หลายเดือนก่อน +1

      আমার মনের কথা গুলো আপনি বলে দিয়েছেন ধন্যবাদ কল্লোল ভাইয়া কে আর আপনাকেও ।

  • @sunandabhattacharjee6275
    @sunandabhattacharjee6275 9 หลายเดือนก่อน +3

    কি যে ভালো লাগলো , আজ বছরের শেষ দিনের রবিবারে আমার উত্তর কলকাতার শ্যামবাজারের বাড়িতে বসে শুনছিলাম আত্মমগ্ন হয়ে , কল্লোল তুমি আমার ছেলের মতো , অসাধারণ তোমার পাঠ , আমার স্বামী এবং ভাসুরের পৈতে উপলক্ষে নরেন মিত্র এই বাড়িতে এসেছিলেন এবং কলম উপহার দিয়েছিলেন , আমার শ্বশুর মশাই আনন্দবাজারের news editor ছিলেন এবং লেখালেখিও করতেন , সেই সূত্রে বিশিষ্ট সাহিত্যিক দের আনাগোনা ছিল এই বাড়িতে , বড়দের কাছে শুনেছি --- কল্লোল তোমার পাঠ যেন জীবন্ত করে তোলে লেখনী কে

  • @madhumitachatterjee9892
    @madhumitachatterjee9892 ปีที่แล้ว +4

    বড্ড ভাল লাগে এনার লেখা। এই ধরনের স্মৃতিকথা মন ছুঁয়ে যায়, মন কেমন করে।

  • @kanizislam2113
    @kanizislam2113 ปีที่แล้ว +6

    হ্যা, অবশ্যই উপন্যাস দুটো শুনতে চাই। নরেন্দ্রনাথ মিত্রের ছোটবেলা নিয়ে লেখা সবগুলো গল্পও শুনতে চাই।

  • @shahinaislammoushumi5002
    @shahinaislammoushumi5002 หลายเดือนก่อน

    নরেন্দ্র নাথ মিত্রের গল্প আমার অসম্ভব পছন্দ তাঁর সকল লেখা আমার সংগ্রহে আছে ও পড়েছি তারপরও আপনার মুখে শুনি ও আনন্দ পাই।

  • @nimaidas7495
    @nimaidas7495 ปีที่แล้ว

    Sunte sunte mon kharap hoye jaay lekhata ekhnee shesh hoye jabe, khub khub bhalo laglo, aro shunte chai

  • @adrija100
    @adrija100 ปีที่แล้ว

    Narendranath Mitrar emon shundor rochonaguli odhora theke ieto apni porey na shonaley. Thank you so much!! Upanyash guli oboshyoi shunte chai dada.

  • @pampachatterjee8146
    @pampachatterjee8146 ปีที่แล้ว +1

    খুব খুব ভালো লাগলো। আপনার রচনা সিলেকশন অনবদ্য। নরেন্দ্রনাথ মিত্র আমারও অত্যন্ত প্রিয় লেখক। তাঁর রচনায় যে গভীর সততা প্রতিফলিত হয় তা মন কে মগ্ন, সমাহিত করে। তৈরী হয় প্রফআউন্ড ফিলিঙ।যা খুব কম লেখক তৈরী করতে পারেন। শ্রী মিত্রের গল্প সংগ্ৰহ আছে আমার। উপন্যাস নেই। তাই শোনার জন্য উৎসুক হয়ে রইলাম। আপনার গল্প পাঠ ও খুবই চিত্তাকর্ষক। 🙏

  • @faridahmed1205
    @faridahmed1205 ปีที่แล้ว

    অপূর্ব চেনা মহলের অপেক্ষায়

  • @krishnamitra7798
    @krishnamitra7798 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভাই। আপনার গল্পপাঠের মাধ্যমেই ওনাকে চিনেছি। ওনার প্রতিটি গল্প খুব আগ্রহ সহকারে শুনি এবং আগামী গল্পের জন্য অপেক্ষা করি। ওনার শৈশবের গল্পগুলো শুনে শুনে ওনার গ্রাম, ভাঙ্গার, কান্দু বানছু দিদিভাই সবাইকে খুব চেনা মনে হয়। এই আত্মকথায় উল্লিখিত গল্পগুলিও শোনার অপেক্ষায় রইলাম। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। ❤️❤️

  • @haimabatidas3233
    @haimabatidas3233 ปีที่แล้ว

    Akta kotha bolte hoy ami ai golpo ta anek bar sunechi kokhono amni khokhono gumer ghore ba anno somoy kintu protek bar e anno mane niye aseche. Thank you tomake.

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 ปีที่แล้ว

    Amader sabar prio Narendra babur nijer katha ki sabolil vabe marjito vasai likhechen ta bolbar noy.Kallol bhai tomar sundar kanthe take aro madhurjo dilo.Valo theko ashirwad janai.

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว +2

    Ami first comment dilam ..amaro khub pachondo

  • @nitabiswas3871
    @nitabiswas3871 ปีที่แล้ว +1

    অসাধারন,লেখকের নিজের মুখে শুনছি মনে হচ্ছিল

  • @NG-0
    @NG-0 ปีที่แล้ว +1

    খুব ভালো লেগেছে। তাঁর লেখা উপন্যাসগুলি জোগাড় করতে পারলে দয়া করে পড়বেন। কাজের সুত্রে কত কত বছর কুমার নদের আশে পাশে কত জায়গায়ই না ঘুরেছি। ভাংগা কে কখনো শহর বলে ভাবিনি। আপনার পাঠের সাথে আবারও ফরিদপুরে ফিরে গেলাম। ধন্যবাদ আপনাকে।

  • @susmitachowdhury542
    @susmitachowdhury542 ปีที่แล้ว

    আবারও ধন্যবাদ এই লেখাটি পড়ার জন্য----অবশ্যই শুনতে চাই উপন্যাস দুটোই----খুব ভাল থেকো। তোমার নির্বাচন এত ভাল যে অপেক্ষা করে থাকি নতুন পাঠের জন্য। জানতে ইচ্ছে করে এত সব ভাল ভাল রচনা সব তুমি নিজেই পড়ে নির্বাচন কর না তোমার সাহায্য কারী আছেন?

  • @sabitasen402
    @sabitasen402 ปีที่แล้ว

    Ato valo laglo❤

  • @lipika.chumkirahabasu9717
    @lipika.chumkirahabasu9717 ปีที่แล้ว +2

    একদম শুনতে চাই,চাইইইইই !! কল্লোল প্রবাসে দৈবের বশে বা স্ববশে তোমার কেমন কাটছে জানতে ভারী ইচ্ছে হয়।অডিও বুকের প্রচ্ছদ দেখে তোমার পারিপার্শ্বিক খানিক আন্দাজ করি।খুব ভালো থেকো।দ্বীপপুঞ্জ, সুর্যসাক্ষী-র অপেক্ষায় রইলাম ভাই।❤️

    • @kalyanisengupta6973
      @kalyanisengupta6973 ปีที่แล้ว

      কল্লোল খুব ছোট বেলায় চেনামহল পড়েছি, সূর্যসাক্ষী শোনার খুব ইচ্ছে রইলো। আত্মকথা অসম্ভব ভালো লাগলো।

  • @suvashreechakrabarti5593
    @suvashreechakrabarti5593 ปีที่แล้ว

    Bah....... opoooooooorbo...... thik ei dhoroner atmobishleson dhormi lekha aajkaal boro dekhi na..... jemon govir temni mormosporshi......
    .. uponyas guli porle khoob khusi hobo.. amar moto onekei hoyto pochhondo korben..... bhalo thakben.....🙏🙏🙏🙏

  • @iddg1
    @iddg1 ปีที่แล้ว

    Nishchoi shunte chaibo Uponyash guli. Eto shundor lekha khuje bar kore porbar jonye anek dhanyabad.

  • @syamalray4221
    @syamalray4221 ปีที่แล้ว +2

    চেনা মহল উপন্যাস টি অবশ্যই শুনতে চাই।

  • @Bikramdatta334
    @Bikramdatta334 ปีที่แล้ว

    Amar o ashadharan lage ❤

  • @shormimondal1648
    @shormimondal1648 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগে এই লেখকের গল্প

  • @nazimabegum1650
    @nazimabegum1650 ปีที่แล้ว

    Apurbo laglo,sotti i chena Mahal ta sunte ichhe korchhe

  • @jhumurghatak
    @jhumurghatak ปีที่แล้ว

    নিশ্চই শুনতে চাই সূর্যসাক্ষ্মী, ওনার নিজের খুব আপন

  • @kshamabanerjee7465
    @kshamabanerjee7465 ปีที่แล้ว

    চেনামহল ও দীপপুঞ্জ অবশ্যই শুনতে চাই ।আত্মকথা ভীষন ভালো লাগলো ।

  • @srabonibhattacharjeee4020
    @srabonibhattacharjeee4020 ปีที่แล้ว

    Khub bhalo laglo,antarik anurodh roilo onar upannayas guli pore shonarar jonnye,

  • @tapatibiswas6046
    @tapatibiswas6046 ปีที่แล้ว

    অসাধারণ আর তোমার কণ্ঠে গল্প শোনার জন্য অপেক্ষায় থাকি অবশ্যই শুনতে চাই ধন্যবাদ

  • @aparnadas6687
    @aparnadas6687 ปีที่แล้ว +2

    নরেন্দ্র নাথ মিত্র র লেখা "চেনা মহল" উপন্যাস টি শুনতে চাই।
    আপনার পাঠ র জন্য অনেক ধন্যবাদ।

  • @esharahman3216
    @esharahman3216 9 หลายเดือนก่อน

    নিজের এলাকার গল্প, শুনতে কেমন ভালো লাগছে। আমি আপনার নিয়মিত শ্রোতা।❤

  • @arpitabhattacharjee4620
    @arpitabhattacharjee4620 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। উপন্যাস গুলো অবশ্যই শুনতে চাই। অনেক ধন্যবাদ ভাই।

  • @md.mustskimbillah7563
    @md.mustskimbillah7563 ปีที่แล้ว

    অনেক বেশি ভালো লাগলো ভাইয়া, রাতে খোলা আকাশের নিচে বসে বসে শুনেছি খুব ভালো লাগলো।

  • @sunandamukherjee9976
    @sunandamukherjee9976 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো

  • @shamaalam2479
    @shamaalam2479 ปีที่แล้ว

    অবশ্যই শুনতে চাই

  • @syedahuq4686
    @syedahuq4686 ปีที่แล้ว +2

    First of all Thank you so very much babu tomar uposthapona …..Apurbo ek kothai Anobhaddho…..!!! I’m very fond of your presentations & selections. Would you please kindly read all of his creations. I feel it in our blood. It takes us in our forgotten-late afternoons also unsatisfied but too longing & desired memory lanes most importantly discovered our lost glorious moments in our life also he was ours own once. Thanks again love❤ from USA 😊

    • @mdtaifurrahman2020
      @mdtaifurrahman2020 ปีที่แล้ว

      Dear Sayeda Huq I think I can read you too. I am myself from the same Vanga of Faridpur where Narendranth Mitra was born and raised. I never lived there during my boyhood or adulthood, only visited there during summer or winter holidays from Dhaka. However, the place had left a lasting impact in my memory which now has morphed into my nostalgia-lane. Kollol is helping me revisit the place I miss so much. Love for Kollol and his stories❤ from Oxford, UK

  • @gouribose2275
    @gouribose2275 11 หลายเดือนก่อน

    কি অপূর্ব সুন্দর আত্ম জীবনী

  • @mandirasen
    @mandirasen ปีที่แล้ว

    🎉 খুব খুব ভালো লেখা। অবশ্য নরে্দ্রনাথ মিত্র র খুব সাধারণ লেখাও অসাধারণ।
    আপনার কণ্ঠে লেখকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন খুব ভালো লাগে।
    অনুরোধ রইল, আপনার গল্পপাঠ এর মাধ্যমে লেখকের ধারাবাহিক ( দ্বীপপুঞ্জ, চেনামহল) উপন্যাস শোনাবার জন্য।

  • @iffatjasmine950
    @iffatjasmine950 7 หลายเดือนก่อน

    নরেন্দ্রনাথ মিত্রের উপন্যাস গুলো শুনতে চাই। দয়া করে পড়বেন প্লিজ

  • @tanirahman4772
    @tanirahman4772 ปีที่แล้ว +2

    Please read more from “Narendranath Mitra,” if possible. Unique writing, & pleasurable reading.

  • @riktapal2524
    @riktapal2524 ปีที่แล้ว

    হা। অবশ্যই শুনতে চাই। খুব ভাল লাগবে।

  • @chandrikasarkar7650
    @chandrikasarkar7650 ปีที่แล้ว

    বাহবা 😊 খুব ভালো লাগলো। চেনামহল কিংবা সূর্যাসাক্ষী যে কোনো একটা শুনবার অপেক্ষায় রইলাম 🙂

  • @swapanbanerjee4125
    @swapanbanerjee4125 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো আপনার গল্প পাঠ ও গল্প। ভালো থাকবেন নমস্কার।

  • @paprisaha6382
    @paprisaha6382 ปีที่แล้ว

    অনেক তথ্য জানলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ।🙏

  • @debalinachakraborty3147
    @debalinachakraborty3147 ปีที่แล้ว +3

    হ্যাঁ আমারও খুব খুব পছন্দ এই ধরণের গল্প। আর ভাই এর গলায় আরো সুন্দর শোনায়।

  • @susmitabhattacharyya2200
    @susmitabhattacharyya2200 ปีที่แล้ว

    সম্প্রতি বাংলাদেশে শ্বশুর ভিটায়(ভাঙা -মানিকদি) ঘুরে এলাম... আর এখন নরেন মিত্তিরের আত্মকথা তোমার পাঠে শুনতে শুনতে আবার পৌঁছে গেলাম সেখানে... আসলে, আমার উভয় বাড়ির মূল ভিটা বর্তমানের বাংলাদেশে...তাই 'বাঙ্গাল' জীবনের গন্ধ পেলেই লোভ সামলাতে পারিনা...
    ভালো থেকো এবং এইভাবেই বিভিন্ন গল্প পাঠ ক'রে আমার মতো ষাটোর্ধাদের মন ভরিয়ো...

    • @mdtaifurrahman2020
      @mdtaifurrahman2020 ปีที่แล้ว

      দিদি আমিও ভাংগার মানুষ, এখন প্রবাসে। অক্সফোর্ড থাকি। আপনার সাথে আলাপ করতে পারলে বড় ভালো লাগতো

  • @swapnasengupta9123
    @swapnasengupta9123 ปีที่แล้ว

    Amori.bangla.bhasha.darun.pora.hoechhe.anek.dhanyabad.boi.gulo.kothay.pabo

  • @MdAhmed-mk1xt
    @MdAhmed-mk1xt ปีที่แล้ว

    Ghun poka by shirshendu mukhopadhay ....waiting from you

  • @sarbaniroy4194
    @sarbaniroy4194 ปีที่แล้ว +2

    নরেন্দ্র মিত্র এর চেনা মহল পড়লে ভালো লাগবে

  • @gautomchowdhury8612
    @gautomchowdhury8612 ปีที่แล้ว

    খুব ভাল লাগল। মনে হল আমিও যেন টুকটাক তার মতই লিখি। 😊

  • @lipika6
    @lipika6 ปีที่แล้ว

    Khub bhalo laglo...enar lekha aro shunted chai.

  • @masudrahman6354
    @masudrahman6354 ปีที่แล้ว

    আপনার কন্ঠ সত্যি সুন্দর। কানে লেগে থাকে।

  • @sujitmondal4631
    @sujitmondal4631 ปีที่แล้ว +2

    অবশ্যই উপন্যাস দুটি শুনতে চাই; আপনার কথনে। অপেক্ষায় রইলাম।

  • @pradipspot
    @pradipspot ปีที่แล้ว +1

    তোমার গলায় চেনা মহল শোনার অপেক্ষায় রইলাম।

  • @mosharafhossain1499
    @mosharafhossain1499 ปีที่แล้ว

    যদি সম্ভব হয় এই গুণী লেখকের একটা ছবি দেখাবেন। ধন্যবাদ।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 3 หลายเดือนก่อน

    নরেন্দ্রনাথ মিত্রের একটি উপন্যাস পড়তে চাই। কোনটা ভাল হবে????

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว

    Darun apurbo

  • @tapatibiswas6046
    @tapatibiswas6046 ปีที่แล้ว

    চেনামহল আর সূর্য্যসক্ষি অবশ্যই শুনতে চাই

  • @ArkadebPal
    @ArkadebPal ปีที่แล้ว

    বড়ো সুন্দর।

  • @susmitadewasi4788
    @susmitadewasi4788 ปีที่แล้ว

    Amar toh bhishaaaaaaan pachhondo,NARENDRANATH and Kallol du Jan kei

  • @tanver7766
    @tanver7766 ปีที่แล้ว

    ♥♥

  • @alokachatterjee9776
    @alokachatterjee9776 ปีที่แล้ว

    নরেন্দ্রনাথ মিত্র আমার খুব প্রিয় লেখক। তাঁর 'আত্মকথা' শুনে ভালো লাগলো। অবশ্যই 'চেনামহল' শুনতে চাই।
    আপনার কথনভঙ্গী মনোরম। তবে একেবারে শেষে 'টা-টা' ধ্বনিটি ব্যক্তিগতভাবে আমার অপছন্দ। গল্প-স্বাদের সঙ্গে ঠিক খাপ খায় না।যাই হোক, তার আগেই আমি off করে দি। সুতরাং আপনার কথন-বৈশিষ্ট্য আপনি অবশ্যই বজায় রাখুন। তবে অবশ্যই আমি 'চেনামহল' শোনার অপেক্ষায় থাকবো।

  • @chaitydas9980
    @chaitydas9980 ปีที่แล้ว

    ❤️❤️

  • @alokede8423
    @alokede8423 ปีที่แล้ว

    Khubhlo

  • @sangitabagchi-de1zx
    @sangitabagchi-de1zx ปีที่แล้ว

    খুব ভালো লাগল

  • @PathagarByChondrima
    @PathagarByChondrima ปีที่แล้ว

    আমারও ভিষন ভিষন পছন্দ এই গল্পগুলো

  • @dipadas3734
    @dipadas3734 ปีที่แล้ว

    Jodi Narendra nath mitra r aro golpo uponnash pore sonan tobe khub bhalo lagbe.dhonnobad.❤

  • @homairachoudhury3802
    @homairachoudhury3802 6 หลายเดือนก่อน

    চেনা মহল, দ্বীপপুঞ্জ‌, উপন্যাস গুলো কি আপনার সংগ্রহে আছে? থাকলে পড়ে শোনাবেন কিন্তু।‌

  • @sharmilachakravarti769
    @sharmilachakravarti769 ปีที่แล้ว

    খুব ভালো লাগল. অনার উপন্যাস গুলিও শোনাবেন ভাই.

  • @bhudebsengupta3480
    @bhudebsengupta3480 5 หลายเดือนก่อน

    দ্বীপ পুন্ঞ্জ ও চেনামহল শুনতে চাই

  • @sumanasengupta7913
    @sumanasengupta7913 ปีที่แล้ว +2

    It will be a pleasure if you read any novel of Sri Narendranath Mitra.

  • @MuhammadTarik
    @MuhammadTarik ปีที่แล้ว

    Shunte chai vai.

  • @sutapa3298
    @sutapa3298 ปีที่แล้ว

    শুনতে চাই ওই লেখা গুলি।ধন্যবাদ।

  • @susmitadewasi4788
    @susmitadewasi4788 ปีที่แล้ว

    Ha bhai,Narendranath er Nobel parben please 🙏

  • @purabichatterjee7988
    @purabichatterjee7988 ปีที่แล้ว

    চেনা মহল শুনতে আগ্ৰহী

  • @ranjitchakraborty3360
    @ranjitchakraborty3360 3 หลายเดือนก่อน

    Dippunjo.boi.ta.shonale.bhalo.lagbe.

  • @nusratnisu5704
    @nusratnisu5704 ปีที่แล้ว +1

    চেনা মহল পড়ে শুনাবেন কী?

  • @rinkichanda1781
    @rinkichanda1781 ปีที่แล้ว

    Abasyai chai

  • @anwarulislam7734
    @anwarulislam7734 ปีที่แล้ว

    এই গৃহশিক্ষক অক্ষয় কুমার শীল কি বর্তমান ব্যান্ড মেঘদলের শিবু কুমার শীলের পূর্বপুরুষদের কেউ?

  • @swatichakraborty2307
    @swatichakraborty2307 ปีที่แล้ว

    apnake dhonno bad deber bhasa nei bhai, jodi paren dwippunjo , chene mohol tahole khubi bhalo hoy🙏

  • @sumanade280
    @sumanade280 ปีที่แล้ว

    শুনতে চাই।

  • @anowarakhatun2188
    @anowarakhatun2188 ปีที่แล้ว

    Thokon desh sadhin hoyni ,kotho ager khatha Jana jai , Kolkata thake

  • @chandanaroy1736
    @chandanaroy1736 ปีที่แล้ว

    💖💖