গঙ্গাটিকুরি জমিদার বাড়ির অজানা কাহিনী || The unknown story of Gangatikuri zamindar's house.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 533

  • @sudeshnagupta1309
    @sudeshnagupta1309 3 ปีที่แล้ว +2

    ভীষণ ভালো‌ লাগলো, আমাদের এই‌ অজানা ঐতিহ্য দেখে মুগ্ধ হলাম।

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 3 ปีที่แล้ว +27

    বিস্মিত হলাম জমিদারবাড়ির ঐতিহ্য ও অবয়ব দেখে। আজকের দিনে দাঁড়িয়ে এমন একখানা ঐতিহাসিক নির্মাণের সংরক্ষণ যে কত চমৎকার হতে পারে তার উদাহরণ ইন্দ্রালয়।
    অভিনন্দন, মানস ভাই। এত প্রতিকূল সময়ের মধ্যেও আপনি যা উপহার দিয়ে চলেছেন, তার বিকল্প নেই। 🙏🌷🙏

  • @beautifulmind2797
    @beautifulmind2797 3 ปีที่แล้ว +7

    দারুন দারুন। খুব ভালো ভাবে সংরক্ষিত আছে।

  • @hannanabdul6642
    @hannanabdul6642 3 ปีที่แล้ว +2

    জমিদার বাড়ি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ মানস বাবু।

  • @joyroy7595
    @joyroy7595 3 ปีที่แล้ว +16

    পুরোনো জমিদার বাড়িগুলো just আমাকে এত মুগ্ধ করে,যে মনে হয় ওই জমিদার বাড়িগুলোতে গিয়ে বাস করি!!!!

    • @subarnaganguly7481
      @subarnaganguly7481 2 ปีที่แล้ว +2

      Amro ekdom tai money hoy .

    • @kaberikar4682
      @kaberikar4682 2 ปีที่แล้ว

      @@subarnaganguly7481 YJJJHJHTJJJJJJJ

    • @gorasaha6983
      @gorasaha6983 ปีที่แล้ว

      আপনাকে ফলো করে অনেক জমিদার বাড়ি গিয়েছি কিন্তু ভেতরে প্রবেশ করতে পায় না অনেক দুঃখ হয় আমি ইতিহাস খুব ভালো বাসি

  • @anandabanerjee7973
    @anandabanerjee7973 3 ปีที่แล้ว +2

    দুর্দান্ত লাগলো।
    এরকম জমিদার বাড়ী এতো সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে চোখে না দেখলে বিশ্বাস হত না। আরো আরো এই ধরনের ভিডিও আমাদের উপহার দিন।
    অসংখ্য ধন্যবাদ।
    ভালো থাকুন।
    তবে একটা কথা ঠিক যে এইটুকু সময়ে এত্তো বড়ো আর এতো সুন্দর জমিদার বাড়ী সঠিকভাবে উপস্থাপিত একপ্রকার অসম্ভব।

  • @fatemabegum1567
    @fatemabegum1567 2 ปีที่แล้ว +1

    ভীষণ ভালো লাগছিল, আপনার মাধ্যমে অনেক জমিদারের তথ্য জানতে পারছি, ধন্যবাদ

  • @sujanbiswas3287
    @sujanbiswas3287 3 ปีที่แล้ว +5

    খুবই ভালো লাগলো,আপনার জন্য এতসুন্দর একটা জমিদার বাড়ি এবং তার সাথে ঠাকুরবাড়ির মন্দির কারুকার্য আমায় মুগধ করেছে এত সুন্দর একটা জমিদার বাড়ি কালের নিয়মে কেমন যেন মলিন হয়ে যায় সত্যিই পৃথিবী কত আশ্চর্য!অসাধারন।

  • @dineshsikdar7954
    @dineshsikdar7954 3 ปีที่แล้ว +4

    পুকুর ঘাট টা সত্যি খুব মনোরম পরিবেশ, আর খুব ভালো লাগলো,

  • @NasirUddin-jr9qp
    @NasirUddin-jr9qp 3 ปีที่แล้ว +2

    বাংলাদেশ থেকে পুরাতন স্নৃতি গুলো দেখে মনে আনন্দটা আরও বেশী বেশী দেখতে ভালো লাগে। ওপার বাংলার মানষ বাংলা চ‍্যানেল কে ধন‍্যবাদ।

  • @ratnaghosh9903
    @ratnaghosh9903 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো। কত অজানা জিনিস জানতে পারলাম। আরও শুনতে চাই। ধন্যবাদ।

  • @samparkamandal364
    @samparkamandal364 3 ปีที่แล้ว +18

    আমাদের গ্রামের জমিদার বাড়ি ও ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপর এমন কাজ আমাদের মুগ্ধ করেছে। বিশেষত ড্রোন ভিউয়ের প্রশংসা না করে পারছি না। সুব্রত কাকা ও মিলন জেঠুকেও ধন্যবাদ জানাই

  • @jayasreedas952
    @jayasreedas952 3 ปีที่แล้ว +6

    মানসবাবু এর আগে আপনি অনেক জমিদার বাড়ী নিয়ে অনেক সুন্দর ভিডিও আমাদের উপহার দিয়েছেন কিন্তু আজ গঙ্গা টিকুরি জমিদার বাড়িটি আমরা দেখলাম এককথায় অসাধারণ ।এত সাজানো গোছানো জমিদার খুবই কম দেখেছি এই ভিডিও টি র জন্য আপনাকে অনেক অনেক।

  • @parthachakraborty6231
    @parthachakraborty6231 3 ปีที่แล้ว +5

    আপনার উপস্থাপনা সত্যিই অতুলনীয়।।।
    খুবই ভালো লাগলো।।। অনেক শুভেচ্ছা।।।

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 3 ปีที่แล้ว +3

    অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো 👍👍👍👍

  • @mahmudasultanashilpi5136
    @mahmudasultanashilpi5136 3 ปีที่แล้ว +3

    চমৎকার , অজানা ছিলো অনেক কিছু । বেশ ভালো লাগে ইতিহাস 🙋‍♀️🙏🇧🇩

  • @rayhanhossain6931
    @rayhanhossain6931 3 ปีที่แล้ว +36

    দাদা বাংলাদেশ থেকে দেখছি। অনেক ভালো লাগে ইতিহাস সংস্কৃতি।

  • @palashsingha5721
    @palashsingha5721 3 ปีที่แล้ว +12

    Lockdown er modheo sudhu matro apnar jonno Banglar Historical place gulo dekhte pa6i, asonkho dhannabad apnake Dada, sustho thakun valo thakun

  • @souravswar478
    @souravswar478 3 ปีที่แล้ว +6

    অনেক বার গিয়েছি বাইরে থেকে দেখেছি,
    ভিডিও তে ঘর গুলো দেখে নিলাম আজ🖤👌😍😌

  • @ichhedana382
    @ichhedana382 3 ปีที่แล้ว +3

    অসাধারণ লাগলো। 100 বছরেরও বেশী পুরোনো এই জমিদার বাড়িটিকে যেভাবে সংরক্ষণ করা হয়েছে তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেই সাথে এই বাড়ির সাথে সম্পর্কীত ইতিহাস জেনেও খুব ভালো লাগলো। ফাঁসির আদেশের বয়ানের পরিবর্তনের নেপথ্য কাহিনীটি আগে জানা ছিল না। জেনে বাঙালী হিসাবে গর্বিত হলাম।

  • @sudiptomukherjee2743
    @sudiptomukherjee2743 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। এই জমিদারের কথা আমার জানা ছিল না। আপনার অনেকগুলো ভিডিও দেখলাম প্রত্যেকটা খুব সুন্দর। আপনি এভাবে আমাদের অভিভূত করে চলুন।

  • @soumyadeepghosh5690
    @soumyadeepghosh5690 3 ปีที่แล้ว +34

    আপনার ড্রোন এর ছবির কোনো তুলনা নেই ❤️❤️❤️,,,,,,,, দারুণ লাগলো

  • @sujoykhan9
    @sujoykhan9 3 ปีที่แล้ว +3

    অনেক সুন্দর এবং অবশ্যই তথ্যসমৃদ্ধ।

  • @subratadebnathofficial3056
    @subratadebnathofficial3056 3 ปีที่แล้ว +2

    দারুন লাগলো, আমার বাড়ি কাটোয়াতে। অনেক অজানা তথ্য জানতে পেলাম। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।

  • @sunitimandal1922
    @sunitimandal1922 ปีที่แล้ว +1

    সত্যিই সৌভাগ্য আপনার সাথে আমাদের ও। দেখলে মনে হয় নুতন করা। আপনাদের দুজন কে নমস্কার। ভালো থাকবেন।

  • @keyaganguly46
    @keyaganguly46 3 ปีที่แล้ว +6

    সত্যি আপনি জহুরী। ইতিহাসের কত মনিমুক্ত আড়াল থেকে আলোয় আনছেন। আমরা মুগ্ধ। শ্রদ্ধায় ভরে উঠলো মন। বাঙালির কত গৌরবময় অধ্যায় সামনে আসে মানস বাংলার মাধ্যমে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে। আবার ও বইয়ের মাধ্যমে এই অমূল্য সম্পদ গুলি আলোয় আনার অনুরোধ রইল। এখানে ও নবাবী আমলের কিছু ছোঁয়া আছে। অসাধারণ ভিডিও দেখলাম। আনন্দের সীমা নেই। এই করোনা কালে ঘরবন্দি জীবনে তাজা বাতাস মানস বাংলা। তবু ও অনুরোধ করব সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনেক শুভকামনা রইল

  • @srimanmitra53
    @srimanmitra53 3 ปีที่แล้ว +3

    Khub bhalo laglo notun jayga notun etihash. Best about this family is that they are maintaining their property so well.

  • @pradipdey9826
    @pradipdey9826 3 ปีที่แล้ว +6

    গঙ্গাটিকুরির জমিদার বাড়ি দেখে এবং তার ইতিহাস শুনে মুগ্ধ হলাম।

  • @acttingqueennishu7973
    @acttingqueennishu7973 3 ปีที่แล้ว +20

    ধন্যবাদ দাদা আমাদের গ্রামের ঐতিহাসিক কাহিনী তুলে ধরার জন্য ❤️❤️

  • @rubydutta5213
    @rubydutta5213 3 ปีที่แล้ว +10

    দাদা আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে আর ঘরে বসে বহু অজানা তথ্য জানতে পারি এবং দেখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আর শুভ কামনা করি সুস্থ সুন্দর শান্তির পথে থাকুন।

  • @tapatimaji2329
    @tapatimaji2329 3 ปีที่แล้ว +2

    অবাক হয়ে গেলাম কি সুন্দর এলাকার দেখানোর জন্য ধন্যবাদ

  • @subhadrachakraborty8157
    @subhadrachakraborty8157 2 ปีที่แล้ว +1

    Ashadharon laglo, desher proti onader cantribution bhalo lagata satogune bariye dilo. Manosh babuke anek anek dhanyabad

  • @rajhalder2570
    @rajhalder2570 3 ปีที่แล้ว +4

    খুব সুন্দর উপস্থাপন। আপনার ভিডিও এর মাধ্যমে অনেক অজানা সত্য কে জানা যায়। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

  • @ratnadas6247
    @ratnadas6247 3 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo. Anek ajana katha janlam.dhanya holam.

  • @surajitmondal823
    @surajitmondal823 2 ปีที่แล้ว +1

    আমার বাবার দেশের বাড়ি এই গঙ্গাটিকুরিতে, এখন যদিও কাটোয়া শহরে থাকি। আশেপাশের অন্যান্য জমিদার বাড়িগুলোর থেকে এটার অবস্থা তুলনামূলক ভালো। বংশধররা বেশ ভালোভাবেই সংরক্ষণ করে রেখেছে। বিভিন্ন পুজো বিশেষ করে গাজনের সময় তারা আসে। আপনার গাইড সুব্রতকাকু আমাদের সম্পর্কে আত্মীয় হয়।
    ধন্যবাদ গঙ্গাটিকুরিকে তুলে ধরার জন্য

  • @asyouwish3298
    @asyouwish3298 3 ปีที่แล้ว +1

    খুব ভাল লেগেছে আপনার সৌজন্যে অনেক কিছু দেখতে পেলাম .আপনার কাছ থেকে এরকম আরো ভিডিও দেখার অপেক্ষায় রইলাম.অসংখ্য ধন্যবাদ আপনাকে.

  • @debabratadas288
    @debabratadas288 3 ปีที่แล้ว +2

    খুবই ভালো লাগলো । আমি নিজেও দেখেছি । আমার পাশের গ্রামেই বাড়ি, পাচুন্দী । তবে কর্মসুত্রে বাইরে থাকি।

  • @manaschatterjee1951
    @manaschatterjee1951 3 ปีที่แล้ว +5

    আপনার জন্য এত ভালো ঐতিহাসিক জায়গা গুলো দেখার সৌভাগ্য পাচ্ছি। ধন্যবাদ আপনাকে দাদা।এমন করেই এগিয়ে যান।

  • @avijitsaha2819
    @avijitsaha2819 3 ปีที่แล้ว +6

    সত্যিই রাজবাড়ী এত সুন্দর এত ভালো অবস্থায় রয়েছে ভাবাই যায় না আমিতো এর আগে দেখিনি

  • @abhinaba1980
    @abhinaba1980 3 ปีที่แล้ว +5

    Khub khub bhalo laglo o khub enjoy korlam dada. Bhalo thakben dada

  • @explorer_jeet
    @explorer_jeet 3 ปีที่แล้ว +7

    আপনার প্রতিটি ভিডিও খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ।

  • @gobengal4169
    @gobengal4169 2 ปีที่แล้ว

    অসাধারণ ভালো লাগল । আমাদের বাড়ির পাশেই এই জমিদার বাড়ি। আমাদের গ্রামের গর্ব।

  • @hasanuzzamansikder2936
    @hasanuzzamansikder2936 3 ปีที่แล้ว +14

    অসম্ভব সুন্দর লাগছে দাদা। আমি বাংলাদেশ থেকে দেখলাম। অজানা অনেক তথ্যই জেনেছি এই ভিডিও থেকে। ধন্যবাদ আপনাকে সুন্দর উপহার দেওয়ার জন্য।

  • @chandranathmajumdar7584
    @chandranathmajumdar7584 3 ปีที่แล้ว +1

    Khub e bhalo laglo historical stories

  • @sumansarkar3333
    @sumansarkar3333 3 ปีที่แล้ว +19

    এখনো এতো সুন্দর জমিদার বাড়ি আছে এটা ভেবে বিস্মিত হই।আর কুর্নিশ জানাই আপনার অনুসন্ধিৎসু প্রবৃত্তি কে।এভাবেই বিস্মৃত ইতিহাস আবার উঠেআসুক স্মৃতির আড়াল থেকে বর্তমানের সরণীতে। ধন্যবাদ এই রকম নান্দনিক উপস্থাপনার জন্য।

    • @nandinitunu9019
      @nandinitunu9019 3 ปีที่แล้ว +1

      কিভাবে কলকাতা থেকে যাব। গেলে ওখানে ঢুকব কিভাবে।

  • @reincarnationcsr4102
    @reincarnationcsr4102 3 ปีที่แล้ว +2

    THANKS FOR SUCH AN AWESOME SHARE

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik 3 ปีที่แล้ว +10

    ঐতিহাসিক Vlog মানেই মানস দা... মানস বাংলা... ❤️❤️

  • @mmtravelr2814
    @mmtravelr2814 3 ปีที่แล้ว +4

    আপনার ভিডিও মানেই অন্যরকম কিছু।

  • @thousandmiles4473
    @thousandmiles4473 3 ปีที่แล้ว +3

    Osadharon laglo....true explorer of history 💕👍

  • @sovandas6917
    @sovandas6917 2 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo apnar total video gulo....sob e bolte gele dekha hoyeche tao dekhte mon chay....apnar jonno video dekhte pelam r jante o parlam onek kichu video Shere kore dilam🙏

  • @nimaimishra6112
    @nimaimishra6112 2 ปีที่แล้ว

    জমিদার বাড়ির অজানা তথ্য ও প্রযুক্তি দিয়ে গড়া ইমারত দেখে সত্যিই খুব ভালো লাগলো - ধন্যবাদ দাদা

  • @nilimadey9738
    @nilimadey9738 2 ปีที่แล้ว +1

    Ajana jomidar bari gulo apnar saujanne dekhe mon vore jae
    .bhalo thakben sustho thakben

  • @nikhilchattopadhyay7740
    @nikhilchattopadhyay7740 3 ปีที่แล้ว +6

    Very valuable history is picked up from old basket of gone time is unique,unparalleled n mind blowing.a great thanks to Manas..

  • @arunkumarthezeebanglatvser9618
    @arunkumarthezeebanglatvser9618 3 ปีที่แล้ว +2

    Very good collection. And it says that some landlord was janahitaishi for this reason public respect them till now .I'm eager to see. Thanks.

  • @Jsrider-b7u
    @Jsrider-b7u 3 ปีที่แล้ว +2

    মানুষ বাবু অসাধারণ একটা ভিডিও দেখালেন আমরা অভিভূত জনাইয়ের কোন বাড়ি থেকে দেবীদুর্গা চলে এসেছিলেন গঙ্গাটিকুরি গ্রামে এবং এই জমিদারির অংশ ওইটুকু জায়গা অসমাপ্ত রয়ে গেল আপনার অসাধারণ প্রযোজনা মুগ্ধ করেছে

  • @rumaghosh3828
    @rumaghosh3828 3 ปีที่แล้ว +1

    আপনার অনেক ভিডিও ই আমি দেখি ভাই ৷ইতিহাস আমার বড় প্রিয় বিষয় ৷শুভকামনা রইলো আপনার এই সুন্দর উপস্হাপনা করার জন্য৷ মূর্শিদাবাদ আমি অনেকবার গেছি আমার খুব ই ভাল লাগার জায়গা৷ আজকের ভিডিও টি অসাধারন ৷ফাঁসির কথাটা জানতাম কিন্তু সেই ঐতিহ্যাসিক রায় যে এই মানুষটির জন্য ই হয়েছিল তা জানতাম না ৷এগিয়ে চলুন ভাই আমরা আপনার সাথে ই আছি৷নমস্কার

  • @sumanmitra5709
    @sumanmitra5709 3 ปีที่แล้ว +5

    মুগ্ধ 🙏🙏🙏❤️

  • @bablubaidya3499
    @bablubaidya3499 3 ปีที่แล้ว +5

    অসাধারণ ছিলো দাদা গঙ্গাটিকুরি জমিদার রাজ বাড়ির ইতিহাস।সত্যি মনোমুগ্ধকর প্রতিবেদন দিলেন সুব্রত বাবু, নতুন কিছু জানলাম। আপনাকে অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা
    ভালো থাকবেন 🙏🌷💕

  • @rupachatterjee6210
    @rupachatterjee6210 3 ปีที่แล้ว +2

    খুব খুব খুব সুন্দর ইতিহাস খুব ভালো লাগলো দাদাভাই 🙏🙏🙏

  • @statusrajacreation
    @statusrajacreation 3 ปีที่แล้ว +2

    আমি আমার নিজের থানা ও ব্লকের পুরোনো স্মৃতি ও ইতিহাস আপনার ক‍্যামেরাবন্দি দেখে খুশি হলাম। অনেক অনেক ভালো থাকবেন।

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 3 ปีที่แล้ว +3

    এই ঐতিহাসিক জমিদার বাড়ি সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো, অভিভূত হয়ে গেলাম এর সৌন্দর্য দেখে, ১৩০ বছর নয় মনে হলো কিছুদিন আগেই যেন তৈরি হয়েছে এই বাড়ি।

  • @sujatadas8842
    @sujatadas8842 3 ปีที่แล้ว +1

    Darun sundor dekhe khub bhalo laglo.

  • @Somabanerjee19
    @Somabanerjee19 3 ปีที่แล้ว +3

    খুব ভালো🙏🙏🙏লাগলো।

  • @ashokseal1211
    @ashokseal1211 3 ปีที่แล้ว +1

    NICE KEEP IT UP..👍👍👍

  • @sukhensen5249
    @sukhensen5249 2 ปีที่แล้ว +1

    last part ta darun laglo dada

  • @ln.stotadasgupta4403
    @ln.stotadasgupta4403 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো। বাংলা র অজানা তথ্য সত্যিই অপূর্ব। এর সাথে একটি চমকপ্রদ কাহিনী to be hanged আরো মনমুগ্ধকর।

  • @ravishankar9074
    @ravishankar9074 3 ปีที่แล้ว +2

    Very Nice 👌🙏👍 l am lucky I visited this place with my friend/ Brother Ambar.

  • @tushartaraqur6625
    @tushartaraqur6625 3 ปีที่แล้ว +2

    অনেক ভালো লাগলো আর অনেক আজানা ইতিহাস জানতে পারলাম, ধন্যবাদ মানষ দা

  • @chitrachatterjee5819
    @chitrachatterjee5819 3 ปีที่แล้ว +1

    Gangatikurir yatra ar itihas khoob bhalo legeche jomidar bari asadharan awesome thanks

  • @nazibhossainnaquib6027
    @nazibhossainnaquib6027 3 ปีที่แล้ว +5

    Valo laglo dhonnobad vaia.

  • @notunbanglagaanshikhun8957
    @notunbanglagaanshikhun8957 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ, ভিষণ ভালো লাগলো।

  • @mosharrafagm7392
    @mosharrafagm7392 3 ปีที่แล้ว +2

    অসাধারণ স্যার

  • @arunbanerjee3449
    @arunbanerjee3449 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো ।।ভাষা বর্ণনা করা কঠিন ।।কোলকাতা থেকে

  • @rinidey8380
    @rinidey8380 3 ปีที่แล้ว +1

    Bhison bhalo laglo video.

  • @ShamaliBangla
    @ShamaliBangla 3 ปีที่แล้ว +4

    Khub valo lagloo

  • @btsmemes4310
    @btsmemes4310 3 ปีที่แล้ว +2

    Excellent,I have never seen such a zaminder house

  • @sujatasharma518
    @sujatasharma518 3 ปีที่แล้ว +1

    Uncle apner video gulo sotti kub apurba

  • @nachiketamondal6062
    @nachiketamondal6062 3 ปีที่แล้ว +1

    Khub valo laglo.

  • @suvankarblogger
    @suvankarblogger 2 ปีที่แล้ว +1

    Darun ♥️

  • @mirasikder400
    @mirasikder400 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো

  • @anitabasu9801
    @anitabasu9801 3 ปีที่แล้ว +1

    ভীষণ ভালো লাগলো। আরও চাই এইধরনের ভিডিও

  • @sayandipsinghababu9597
    @sayandipsinghababu9597 3 ปีที่แล้ว +3

    ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @SOTOTA66
    @SOTOTA66 3 ปีที่แล้ว +6

    দুই বার গেছি কিন্তু এভাবে দেখার সুযোগ হয়নি । ইতিহাস টাও জানলাম । একটা পরিপূর্ণ ভিডিও । দারুণ লাগলো ! অনেক ধন্যবাদ। ভালো থাকবেন !

  • @dineshsikdar7954
    @dineshsikdar7954 3 ปีที่แล้ว +15

    অনেক দিন অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর জন্য, খুব ভালো লাগলো আপনার ভিডিও টা, ধন্যবাদ

  • @dukelutforkzs6209
    @dukelutforkzs6209 3 ปีที่แล้ว +1

    Dada nice 👍 ! From Bangladesh 🇧🇩 !

  • @himanshudutta122
    @himanshudutta122 3 ปีที่แล้ว +14

    খুব ভালো লাগলো, এইরকম আর ভিডিও করবেন।

  • @shampamajumdar7866
    @shampamajumdar7866 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হই। এই বার অষ্টমীর দিন কালিকাপুর রাজবাড়ি দেখে এলাম।

  • @pinkpearl2023
    @pinkpearl2023 3 ปีที่แล้ว +2

    khub valo laglo

  • @funnyvideos-dp3yh
    @funnyvideos-dp3yh 3 ปีที่แล้ว +4

    Apnar background voice darun bold..🔥🔥❤️❤️

  • @anupamdas1939
    @anupamdas1939 3 ปีที่แล้ว +2

    শিহরিত হচ্ছিলাম এত বড় এবং এতো প্রাচীন নির্মাণের এত সুন্দর রক্ষনাবেক্ষণ দেখে এবং পুরানো দিনের বাঙালিদের কৃতিত্বের কাহিনীগুলো শুনে। আমার বাড়ীর কাছেই ইতিহাস সমৃদ্ধ এমন বাঙালি ব্যক্তিত্বের পরিচয় জেনে গর্বিত হলাম। যা এই ভিডিও দেখার আগেও জানতাম না। আপনার প্রচেষ্টা সম্পূর্ণ সফল। ধন্যবাদ।

    • @manasbangla
      @manasbangla  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকে।

  • @abdullapatowary
    @abdullapatowary 3 ปีที่แล้ว +7

    দাদার গোছানো কথা এবং সৃষ্টিশীল ভিডিও দেখে অনেক ভালো লাগে।

  • @sankhanb
    @sankhanb 2 ปีที่แล้ว +1

    Eta amader bari great to see in TH-cam ❤️😊

  • @bidyutpravanandy3177
    @bidyutpravanandy3177 3 ปีที่แล้ว +1

    Video ta dekhe khub valo laglo . Akta purano itihas jante parlam

  • @rekhabhandary2889
    @rekhabhandary2889 3 ปีที่แล้ว +1

    Video ta darun legeche amar

  • @kdalltoall1732
    @kdalltoall1732 3 ปีที่แล้ว +1

    Ai video ta dekhe onek kichu jante parlam . video ta dekhe khub valo laglo. video ta khub sundor hoyeche.

  • @sumanaot
    @sumanaot 3 ปีที่แล้ว +4

    মানস দা মানেই নতুন নতুন ইতিহাসের সন্ধান, ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন

  • @nasimahamed3232
    @nasimahamed3232 3 ปีที่แล้ว +1

    Khub vlo video ,vlo laglo dada,stay home stay safe

  • @TRAVELCHANNELMURSHIDABAD
    @TRAVELCHANNELMURSHIDABAD 3 ปีที่แล้ว +1

    অনেক দিন পর ভিডিও পেলাম খুব ভালো লাগলো.................

    • @manasbangla
      @manasbangla  3 ปีที่แล้ว

      হ্যাঁ দাদা।

  • @sabornobanerjee8451
    @sabornobanerjee8451 3 ปีที่แล้ว +1

    Thank u uncle erokom sundor sundor video dewar jnno

  • @Tanmaymajhii
    @Tanmaymajhii 3 ปีที่แล้ว +3

    আমার গ্ৰাম থেকে ২০ মিনিটের দুরত্ব। খুব সুন্দর