কেমন হিসেবে নুহ নবী ৯৫০ বছর বেঁচেছিলো (কোরআন - ২৯:১৪)? মূলত নূহ নবী এক নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ একবছর হিসেবে গণনা করেই ৯৫০ বছর বেঁচেছিলো। বর্তমান হিসেবে যা হবে ৯৫০×২৯.৫৩ দিন/চান্দ্র মাস (কোরআনে বছর) = ২৮০৫৩.৫ দিন ÷ ৩৬৫.২৫ দিন = ৭৬.৮০ সৌর বছর। অর্থাৎ বর্তমান সৌর বর্ষপঞ্জী অনুযায়ী নূহ নবী ৭৬.৮০ বছর বেঁচেছিলো। পৃথিবী নিজ অক্ষের উপর ৩৬৫.২৫ বার ঘুরেই একবার সূর্যকে প্রদক্ষিণ সম্পন্ন করে, যাকে আমরা সৌর বছর বলি। চাঁদ প্রতি ২৭.৩২১ দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ পরিক্রমণ সম্পন্ন করে, যাকে আমরা মাস বলি, কিন্তু কোরআন অনুযায়ী এই সৌর মাসই আল্লাহর হিসেবে এক বছর (প্রমাণ কোরআনের ১০ঃ০৫, ১৭ঃ১২ ও ২৯ঃ১৪ আয়াত)। প্রতি প্রায় ২৯.৫ দিন পরপর চন্দ্র কলা একই আকারে ফিরে আসে, অর্থাৎ একই রকম আবার ঘটে। কোরআন অনুযায়ী ঐ এক নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ পর্যন্তই আল্লাহর হিসেবে এক বছর, বা ইসলামী ক্যালেন্ডারের এক বছর, যার প্রমাণ কোরআনের ২৯ঃ১৪ আয়াত। অর্থাৎ পৃথিবী যদি সূর্যকে একবার পরিক্রমণ করলে তা এক সৌর বছর হয়, তবে চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করলে অবশ্যই তা চাঁদের এক পার্থিব বছর, অর্থাৎ সৌর ক্যালেন্ডারে যা মাস, আল্লাহর ক্যালেন্ডারে তাই ই বছর। ২৯. সূরা আল-আনকাবুত ১৪. আমি নূহ (আঃ)-কে তাঁর সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল। তারা ছিল পাপী। ০২. সূরা আল-বাক্বারাহ ১৮৯. তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে, এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম। .... ১০. সূরা ইউনুস ০৫. তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জ্বল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিলসমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। ..... ১৭. সূরা বনী ইসরাঈল ১২. আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি। অতঃপর নিস্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা স্থির করতে পার বছরসমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
মূর্তি পূজা সম্পর্কে আপনার তথ্য বিজ্ঞান ভিত্তিক নয়। মূর্তি পূজা ভাস্কর্য থেকে শুরু হননি। মূর্তি পূজা শুরু হয়েছে প্রাকৃতিক শক্তি , বস্তু এবং অবস্থা (natural objects,forces and conditions)র প্রতি মানুষের ভীতির কারণে।
বাংলাদেশের সেরা আলেম,
Assalamualaikum hujur alhamdulillah...katho shundor alochanaa shuntei mon chai❤
Alhamdulillah. Excellent
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান
Sheikh Hasina wanted to venerate her father and built statues of him
Masallah thanks everyone
প্রিয় আলো আধারের দায়িত্বে যারা আছেন, তাদের কাছে অনুরোধ রইলো যেন তাহজিব সেন্টারের মত আলোচিত সুরাগুলো স্পষ্ট দেখানোর ব্যাবস্থা করুন।
Alhamdulillah
ওটা পুজা করার জন্য আর এটা সম্মান করার জন্য
কেমন হিসেবে নুহ নবী ৯৫০ বছর বেঁচেছিলো (কোরআন - ২৯:১৪)? মূলত নূহ নবী এক নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ একবছর হিসেবে গণনা করেই ৯৫০ বছর বেঁচেছিলো। বর্তমান হিসেবে যা হবে ৯৫০×২৯.৫৩ দিন/চান্দ্র মাস (কোরআনে বছর) = ২৮০৫৩.৫ দিন ÷ ৩৬৫.২৫ দিন = ৭৬.৮০ সৌর বছর। অর্থাৎ বর্তমান সৌর বর্ষপঞ্জী অনুযায়ী নূহ নবী ৭৬.৮০ বছর বেঁচেছিলো।
পৃথিবী নিজ অক্ষের উপর ৩৬৫.২৫ বার ঘুরেই একবার সূর্যকে প্রদক্ষিণ সম্পন্ন করে, যাকে আমরা সৌর বছর বলি। চাঁদ প্রতি ২৭.৩২১ দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ পরিক্রমণ সম্পন্ন করে, যাকে আমরা মাস বলি, কিন্তু কোরআন অনুযায়ী এই সৌর মাসই আল্লাহর হিসেবে এক বছর (প্রমাণ কোরআনের ১০ঃ০৫, ১৭ঃ১২ ও ২৯ঃ১৪ আয়াত)।
প্রতি প্রায় ২৯.৫ দিন পরপর চন্দ্র কলা একই আকারে ফিরে আসে, অর্থাৎ একই রকম আবার ঘটে। কোরআন অনুযায়ী ঐ এক নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ পর্যন্তই আল্লাহর হিসেবে এক বছর, বা ইসলামী ক্যালেন্ডারের এক বছর, যার প্রমাণ কোরআনের ২৯ঃ১৪ আয়াত।
অর্থাৎ পৃথিবী যদি সূর্যকে একবার পরিক্রমণ করলে তা এক সৌর বছর হয়, তবে চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করলে অবশ্যই তা চাঁদের এক পার্থিব বছর, অর্থাৎ সৌর ক্যালেন্ডারে যা মাস, আল্লাহর ক্যালেন্ডারে তাই ই বছর।
২৯. সূরা আল-আনকাবুত
১৪. আমি নূহ (আঃ)-কে তাঁর সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল। তারা ছিল পাপী।
০২. সূরা আল-বাক্বারাহ
১৮৯. তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে, এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম। ....
১০. সূরা ইউনুস
০৫. তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জ্বল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিলসমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। .....
১৭. সূরা বনী ইসরাঈল
১২. আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি। অতঃপর নিস্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা স্থির করতে পার বছরসমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি।
উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
কোরআনুল করীম
অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
onushilon.org/corpus/trans/koran/koranind.htm
Hujur k ainmontry hisabe dekhte chai
Kun sura?
হুজুর ইসলামি জ্ঞান দিতে গিয়ে অন্যের ধর্ম টানবেন না।
Black Magic by Jinna Shaitan should know every body ?????????????
মূর্তি পূজা সম্পর্কে আপনার তথ্য বিজ্ঞান ভিত্তিক নয়। মূর্তি পূজা ভাস্কর্য থেকে শুরু হননি। মূর্তি পূজা শুরু হয়েছে প্রাকৃতিক শক্তি , বস্তু এবং অবস্থা (natural objects,forces and conditions)র প্রতি মানুষের ভীতির কারণে।
আপনার থিওরিটা কাল্পনিক। বৈজ্ঞানিক থিওরি নয়।।
Bura huzur earn money from dirty advertising
Alhamdulillah