টিশার্ট ডিজাইন পেইড কোর্স ব্যাচ ১২। t shirt design course and tutorials adobe illustrator

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2022
  • টিশার্ট ডিজাইন পেইড কোর্স ব্যাচ ১২। t shirt design course and tutorials adobe illustrator
    ভর্তি লিঙ্ক docs.google.com/forms/d/e/1FA...
    আমাকে ফলো করুন ফেসবুকে / abutorab.md
    Hi we are a professional graphics and t shirt designer if you need these types of designs, or you need creative custom designs don't forget to contact with use email abutorab111@gmail.com
    and here our Behance profile www.behance.net/abutorab
    our website here you can get a lot of editable vector artwork free www.designsriver.com
    you can contact with us abutorab111@gmail.com WhatsApp +8801750690398
    #tshirtdesigncourse #tshirtdesigntutoirals #tshirtdesignillustrator
    কোর্স ফি মাত্র ৩০০০ টাকা।
    অনলাইন লাইভ ক্লাস হবে জুম অথাবা মিটএ। ক্লাস হবে ৩০+ ক্লাস বার ও সময় সবার আলোচনা অনুযায়ী ঠিক করা হবে
    ক্লাস রেকোর্ডিং দিয়ে দেওয়া হবে। ১৫/১২/২২ প্রথম ক্লাশ শুরু হবে ইনশা আল্লাহ। ক্লাস টাইম রাত ১০ টা
    ১০০% একটিভ ও ডেডিকেটেড ছাড়া কেউ ভর্তি হবেন না।
    আগের কোর্স থেকে অনেক ভালো ও আপডেট অনেক কিছু থাকবে এই কোর্সে ইনশা আল্লাহ।
    আগের মুল্যেই এই কোর্স পাচ্ছেন আরো অনেক গুন আপডেট অবস্থায়।
    এই কোর্স কাদের জন্যঃ
    ১। যারা মুটিমুটি ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন কিন্তু তেমন কোন ইনকাম করতে পারছেন না।
    ২। যারা একটিভ ও প্যাসিভ ইনকাম করতে আগ্রহী।
    ৩। ১০০% ডেডিকেটেট হয়ে মাইন্ড সেটাপ করে শিখতে আগ্রহী।
    ৪। নিয়মিত ক্লাস ও অনুশীলন করতে পারবেন।
    ৫। নিয়মিত হোম ওয়ার্ক করতে পারবেন যারা।
    কোর্সে যেগুলো থাকবেঃ-
    1. টিশার্ট ডিজাইন কি এবং কেন? টিশার্ট ডিজাইনের চাহিদা এত বেশি কেন? টিশার্ট ডিজাইন শিখে কিভাবে স্বাবলম্বী হতে পারবেন।
    2. টিশার্ট ডিজাইন শেখা কোথা হতে শুরু করবেন? ও কিভাবে? কোন কোন সফটওয়্যার ব্যহবার করতে হবে। টিশার্ট ডিজাইন করার জন্য গুরুত্তপূর্ন টুলস নিয়ে আলোচনা ও কিছু মুল্যবান ট্রিক্স।
    3. কিভাবে ফন্ট কালেক্ট করতে হবে ও ফন্ট ব্যবহার কার কিছু গুরুত্তপূর্ন ও টেকনিকাল ট্রিক্স। শুধু ফন্ট দিয়ে কিভাবে টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন করা সম্ভব।
    4. ভালো টিশার্ট ডিজাইনার হতে কি কি ট্রিক্স ফলো করতে হবে সেগুলো আলোচনা ও টিশার্ট ডিজাইনের জন্য নিশ খুজে বের করে বেস্ট ডিজাইন আইডিয়া বের করার উপায়।
    5. বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে পরিচয় ও ডিজাইন করার সহজ উপায় যেমন টাইপোগ্রাফি, বাল্ক, কাস্টম, ভিন্টেজ, কালারফুল, স্কিন প্রিন্ট, ফুল প্রিন্ট, রিয়েলিস্টিক, মিনিমালিস্ট আরো অনেক।
    6. ভেক্টর কালেকশন ও ক্রিয়েশন ভেক্টর টুলস ও গ্রাফিক্স ডিজাইন বেজ টিশার্ট নিয়ে দেখানো হবে। প্রয়োজনীয় ১০০০ প্লাস ভেক্টর ও ইডিটেবল টিশার্ট দিয়ে দেওয়া হবে।
    7. প্রিন্ট সাইজ কি কত? ডিজাইন সাইজ ও কুয়ালিটি, কোন ফাইল গুলো ক্লাইন্টকে কিভাবে ডেলিভারী দিতে হবে, মোকাপ করা, কিভাবে ডিজাইন গুলো সেভ করতে রাখতে হবে।
    8. নিশ বেজ কন্সেপ্ট খুজে বের করা, নিশ বেজ কিছু ডিজাইন করা সেখানো হবে যেমন হবি(ফিশিং, ট্রাভেল, হান্টিং ইত্যাদি), ফিটনেস(জিম, ক্রস্ফিট ইত্যদি)
    9. ভিন্টেজ, রেট্রো, ডিস্ট্রেস, গ্রানজি ইফেক্ট কিভাবে এপ্লাই করা হয় সেটা নিয়ে দেখানো হবে।
    10. কোন কোন বিষয় ডিজাইনের দিকে ফোকাস করতে হবে? কালার কন্সেপ্ট নিয়ে আলোচনা।
    11. কিভাবে প্রফেশনাল টিশার্ট ডিজাইনার হতে পারবো? কিভাবে নিজের পোর্ট ফোলিও সাজাতে হবে।
    12.মার্কেট প্লেসে কাজ করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে? মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইভারর ও পিপল পার হাওয়ার্স নিয়ে দেখানো হবে। মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লাইন পেতে পারি?
    13. হট নিশ ও বেস্ট সেলিং নিশ খুজে বের করে সেগুলো থেকে নতুন ডিজাইন আইডিয়া বের করা।
    14. পোড মার্কেট প্লেস সম্পর্কে পরিচিতি ও মার্কেট প্লেসের সাথে পরিচিতি। টিশার্ট ডিজাইন করে কিভাবে মার্কেট প্লেসে কাজ পাবো।
    15. ফাইভার সেক্রেট কিভাবে সফল ভাবে ফ্রিল্যান্সিং করবেন।
    16. কিভাবে প্রোফেশনাল পোর্টফোলিও বানাইবেন ও ক্লাইন্ট পাবেন।
    17. ফাইবার পরিচিতি ও ফইভার নিয়ে ডিটেইলস ক্লাস। ক্লাইন্টের রিয়েল প্রোজেক্ট লাইভে দেখানো হবে।
    18. প্রশ্ন উত্তর পর্ব ও বিভিন্ন প্রব্লেম এর সমাধান।
    19. লাইফ টাইম আমাদের সকল ক্লাসের স্টুডেন্ট দের গ্রুপের মাধ্যমে সাহায্য ও সাপোর্ট এর ব্যবস্থা থাকবে।
    20. মাইক্রোস্টোক যেমন শাটারস্টোক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রি পিক, পিএনজি ট্রি, adobe stock, vecteezy আরোও ক মাধ্যমে কিভাবে লাইফ টাইম প্যাসিভ ইনকাম হবে সেগুলো দেখানো হবে।
    ২১। একাউন্ট কিভাবে করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্জ করবেন ও ডিজাইন আপলোড দিবেন ডিটেইলস
    ২২। ফ্রি মার্কেটিং করে কিভাবে মাইক্রোস্টোকে সেলস বাড়াবেন।
    ২৩। কোর্স শেষে ফ্রি ইন্টার্নশীপ এর ব্যাবস্থা আছে।
    ২৪। ইন্টার্ন শেষে আমাদের সাথে টিম ওয়ার্ক, পার্ট টাইম ফুলটাইম কাজ করার সুযোগ দেওয়া হবে।
    প্রয়োজন হলে আরো কিছু ট্রিক্স ও টিপস এড করা হবে।

ความคิดเห็น • 19

  • @bashirahmed6237
    @bashirahmed6237 ปีที่แล้ว +1

    Shathe asi vaijan

  • @hasib9054
    @hasib9054 ปีที่แล้ว +1

    Alhamdulillah, valo kichur pottasai course a join korlam

  • @jesminakhtar6779
    @jesminakhtar6779 ปีที่แล้ว +1

    ভালোবাসা দোয়া ও শুভকামনা

  • @arifsumon4902
    @arifsumon4902 5 หลายเดือนก่อน

    Nice

  • @uniquedesignteam
    @uniquedesignteam ปีที่แล้ว +1

    InshaAllah vai I will be going to attend in your course Soon

  • @OmarFaruk-tq8oc
    @OmarFaruk-tq8oc ปีที่แล้ว +1

    খুবই গুরুত্বপূর্ণ উপদেশ, কোর্সে ভর্তি কনফার্ম করলাম ভাই।
    আশা করি লেগে থাকলে ভালো কিছু হবে। আল্লাহ ভরসা।

  • @mdabulfataher919
    @mdabulfataher919 ปีที่แล้ว +2

    অনেক দিন পর ভাইকে দেখে ভালো লাগলো

  • @Mdhasan-xz3rn
    @Mdhasan-xz3rn ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম কেমন আছেন মামা🌹🌹🌹

    • @abu_torab
      @abu_torab  ปีที่แล้ว

      Alhamdulillah mama kmn asen apni

  • @kholilurrahman-bl6zf
    @kholilurrahman-bl6zf ปีที่แล้ว

    vay ami design niya kaj korsi passive income korar chasta korsi amar design kon jayga vul hosse ami dorte parsina

  • @mazharulhoque5115
    @mazharulhoque5115 ปีที่แล้ว

    vi course form puron korlam kintu group e add kortecen na keno

  • @mdfarukahmed452
    @mdfarukahmed452 ปีที่แล้ว +1

    আপনার কোর্স ফি কতো, আমি করতে চাই ভাই

  • @babubabu6044
    @babubabu6044 ปีที่แล้ว

    ভাই আপনি কোথায় থাকেন.??

    • @abu_torab
      @abu_torab  ปีที่แล้ว

      কুষ্টিয়া দৌলতপুর

  • @hossainsabbir9109
    @hossainsabbir9109 ปีที่แล้ว

    ভাইয়া টি-শার্ট ডিজাইনে কি কোন ভাবে হারাম ইনকাম হবে এরকম বিষয় আছে নাকি?? যদি একটু জানাতেন।