মাত্র ৫০০ টাকা, রমাদান উপলক্ষে নতুন গ্রাফিক্স ও টিশার্ট ডিজাইন কোর্স পুরা ভিডিও দেখুন।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2024
  • ৩০০০ টাকার কোর্স মাত্র ৫০০ টাকা।
    এ সুযোগ বছরে একবার রমাদান উপলক্ষে
    আর মাত্র অল্প কয়েক জন জয়েন করতে পারবেন।
    ভর্তি লিঙ্ক এখানে docs.google.com/forms/d/e/1FA...
    আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
    প্রথমেই বলি আমার এই কোর্স ৫০০ টাকা মনে করে সবাই মনে করবেন না ইনফর্মেশন ক্লাস কম থাকবে।
    বিঃদ্রঃ অত্যাধুনিক ও আপডেট সব আর্টিফিসিয়াল টুলসের সমন্বয়ে আমাদের এই কোর্স সাজানো হয়েছে।
    বর্তমানে বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং সেক্টরের ব্যাপক চাহিদা, তাই অনেকেই শিখছেন গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং, কিন্তু সাকসেস এর চাইতে এখানে অনেক বেশি ব্যার্থতা ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে।। কারন অনেকেই প্রোপার গাইডলাইন ভালো মেন্টর না থাকার জন্য ডিজাইন শিখতেই সময় দিচ্ছেন ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত লম্বা সময়, আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ না পেয়ে হতাশ হয়ে ঝরে পড়ছেন হাজার হাজার গ্রাফিক্স ডিজাইনার ও ফ্রিল্যান্সার ভাইবোনেরা।
    তাই গ্রাফিক্স ডিজাইনার বেকার ভাই বোনদের জন্য আমার ১০ বছরের গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বাস্তব অভিজ্ঞতার আলোকে নিয়ে আসলাম শতভাগ সফলতার নিশ্চয়তা নিয়ে গ্রাফিক্স ও টিশার্ট ডিজাইন শর্ট কোর্স ব্যাচ ৪
    আমাদের গত ৩ টা শর্ট কোর্সে ব্যাপক সফলতার স্ক্রিনশট ও মেসেজ পেয়েছি, নতুন কোর্স শুরু করার জন্য বেশ কিছু আগ্রহী ভাইবোনদের রিকুয়েস্ট এসেছে।
    তাই আমার নতুন শর্ট কোর্স আরো ইনফর্মেটিফ ভাবে একটু বেশী ক্লাস যোগ করে শুরু করতে যাচ্ছি।
    আমারদের কোর্স শেষে আপনি ১০০% ইনকাম করতে পারবেন মাসে ১-১০ লাখ করে টাকা ইনকাম করতে পারবেন এটা এমন নয়।
    তবে আমার অনলাইনে লাইভ ক্লাস গুলো দেখে সবগুলো ক্লাসে হোম ওয়ার্ক করলে ও গাইড লাইন ফলো করলে অবশ্যই সকলেই অল্প সময়ে কোর্স চলাকালিন সময়ে ইনকাম করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ্‌।
    আমাদের এই কোর্সে স্পেশাল ভাবে থাকবে বর্তমান প্রযুক্তি জগতের সবচাইতে আলোচিত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট (চ্যাট জিপিটি ও ডিস্কর্ট) এগুলো ব্যবহার করে ডিজাইনের জগতে আরো এক ধাপ এগিয়ে থাকতে পারবেন, ইনশা আল্লাহ্‌।
    অনলাইন লাইভ ক্লাস হবে জুম অথাবা মিটএ। কোর্স ডিউরেশন ৩০ দিন সপ্তাহে ২/৩ টা ক্লাস, ক্লাস হবে ১৫+ টা, ক্লাস বার ও সময় সবার আলোচনা অনুযায়ী ঠিক করা হবে ক্লাস রেকোর্ডিং দিয়ে দেওয়া হবে। ০৪/০৩/২৪ প্রথম ক্লাশ শুরু হবে ইনশা আল্লাহ। ক্লাস টাইম সকাল/রাত ১০ টা ১০০% একটিভ ও ডেডিকেটেড ছাড়া কেউ ভর্তি হবেন না। আগের কোর্স থেকে অনেক ভালো ও আপডেট অনেক কিছু থাকবে এই কোর্সে ইনশা আল্লাহ। এই কোর্স পাচ্ছেন আরো অনেক গুন আপডেট অবস্থায়।
    আমাদের এখানে যারা ভর্তি হতে পারবেন।
    ১। বেসিক গ্রাফিক্স ডিজাইন বা ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার যানা থাকতে হবেই।
    ২। মিনিমাম প্রতিদিন ৪ ঘন্টা সময় দিয়ে ক্লাস করা ও অনুশীলনের পর্যাপ্ত সময় থাকতে হবে।
    ৩। ১০০% মাইন্ড সেটাপ করে প্রচুর অনুশীলন ও কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে।
    ৪। যারা মুটিমুটি ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন কিন্তু তেমন কোন ইনকাম করতে পারছেন না। ৫। যারা একটিভ ও প্যাসিভ ইনকাম করতে আগ্রহী। ৬। নিয়মিত ক্লাস ও অনুশীলন করতে পারবেন ও হোম ওয়ার্ক করতে হবে।
    কি কি শিখতে পারবেন?
    ১। ভেক্টর এলিমেন্ট ডিজাইন, ভেক্টর অরনামেন্টস, শিলহুটি ইত্যাদি ডিজাইন এগুলো স্টোক সাইটে খুবিই ডাউনলোড হয়।
    ২। যারা ক্রিয়েটিভ না তাদের জন্য অন্যের ডিজাইন অনুসরন করে অল্প পরিশ্রমে কিভাবে ক্রিয়েটিভ বেস্ট সেলিং ডিজাইন বানাইবেন।
    ৩। টাইপোগ্রাফি, এসভিজি, রেট্রোভিন্টেজ, গ্রাঞ্জি সহ আরো বিভিন্ন স্টাইলে ডিজাইন শেখানো হবে।
    ৪. ভালো টিশার্ট ডিজাইনার হতে কি কি ট্রিক্স ফলো করতে হবে সেগুলো আলোচনা ও টিশার্ট ডিজাইনের জন্য নিশ খুজে বের করে বেস্ট ডিজাইন আইডিয়া বের করার উপায়। ৫. বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে পরিচয় ও ডিজাইন করার সহজ উপায় যেমন টাইপোগ্রাফি, বাল্ক, কাস্টম, ভিন্টেজ, কালারফুল, স্কিন প্রিন্ট, ফুল প্রিন্ট, রিয়েলিস্টিক, মিনিমালিস্ট আরো অনেক। ৬.আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে দ্রুত ভালো ডিজাইন করার ট্রিক্স । ৭. কিভাবে ফন্ট কালেক্ট করতে হবে ও ফন্ট ব্যবহার কার কিছু গুরুত্তপূর্ন ও টেকনিকাল ট্রিক্স। শুধু ফন্ট দিয়ে কিভাবে টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন করা সম্ভব। ৮. নিশ বেজ কন্সেপ্ট খুজে বের করা, নিশ বেজ কিছু ডিজাইন করা সেখানো হবে যেমন হবি(ফিশিং, ট্রাভেল, হান্টিং ইত্যাদি), ফিটনেস(জিম, ক্রস্ফিট ইত্যদি) ৯. ভিন্টেজ, রেট্রো, ডিস্ট্রেস, গ্রানজি ইফেক্ট কিভাবে এপ্লাই করা হয় সেটা নিয়ে দেখানো হবে। ১০. হট নিশ ও বেস্ট সেলিং নিশ খুজে বের করে সেগুলো থেকে নতুন ডিজাইন আইডিয়া বের করা। ১১. পোড মার্কেট প্লেস সম্পর্কে পরিচিতি ও মার্কেট প্লেসের সাথে পরিচিতি। প্রিন্ট অন ডিমান্ড এ কাজ কিভাবে শুরু করবেন ও বেসিক মার্কেটিং যেভাবে করবেন। ১২. মাইক্রোস্টোক যেমন শাটারস্টোক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রি পিক, পিএনজি ট্রি, adobe stock, vecteezy তে একাউন্ট করে একটিভ করে দেওয়া পর্যন্ত সাপোর্ট ও ডিজাইন রেডি ও আপলোড দেওয়ার ট্রিক্স, আরোওর লাইফ টাইম প্যাসিভ ইনকাম হবে সেগুলো দেখানো হবে। ১৩. প্রশ্ন উত্তর পর্ব ও বিভিন্ন প্রব্লেম এর সমাধান। ১৪. লাইফ টাইম আমাদের সকল ক্লাসের স্টুডেন্ট দের গ্রুপের মাধ্যমে সাহায্য ও সাপোর্ট এর ব্যবস্থা থাকবে। ১৫। ফ্রি মার্কেটিং করে কিভাবে মাইক্রোস্টোকে সেলস বাড়াবেন।
    কোর্স শেষে কেমন অর্জন সম্ভব?
    ১। আশাকরি কোর্স এর শেষের দিকেই কোর্স চলাকালিন অবস্থায় ডিজাইন সেল শুরু হবে।
    ২। কমছে কম ৫-৬ টা সাইটে স্টোর পেয়ে কাজ শুরু করবেন।
    ৩। আমাদের লাইফটাইম সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন।
    ৪। লাইফ টাইম প্যাসিভ ইঙ্কামের ভালো একটি গাইড লাইন পাবেন ও প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন।
    ৫। কাস্টোম টিশার্ট প্রিন্টিং এর লোকাল বিসনেজ করতে পারবেন।
    ৬। মার্কেটপ্লেসে কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন ইনশা আল্লাহ্‌।
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 13

  • @EnamulHaque-ts5eh
    @EnamulHaque-ts5eh 4 หลายเดือนก่อน

    Thank you very much for your offer. Best course

  • @hmmunirbd53
    @hmmunirbd53 3 หลายเดือนก่อน

    assalamu alaikum. vai abar cors kobe shru hobe

  • @arifsumon4902
    @arifsumon4902 4 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @thefahimreza
    @thefahimreza 4 หลายเดือนก่อน

    Join hobar time ki ache ekhono???

  • @rashidulalamkhan2701
    @rashidulalamkhan2701 4 หลายเดือนก่อน

    ভাই (স্যার), আমি কোর্সে ভর্তি হয়েছি, দয়া করে আমাকে কোর্সে জয়েন করবেন এবং প্রয়োজনীয় লিংক দেবেন। আল্লাহাফেজ।

  • @mdnurtakhossen5792
    @mdnurtakhossen5792 4 หลายเดือนก่อน

    Vai ai design dite Hobe ki ublode deoar smy?

  • @WasimAkramrobin
    @WasimAkramrobin 4 หลายเดือนก่อน

    ভাই এভাবে (এই দ্বারা)করা ডিজাইন কি মাইক্রোস্টক এ দেওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না.
    Answer please

    • @abu_torab
      @abu_torab  4 หลายเดือนก่อน

      না কোন সমস্যা হবেনা এভাবে দিলে আরো কিছু সিস্টেম ফলো করলে প্রব্লেম হবেনা ইন শা আল্লাহ।

  • @arafatrahman7492
    @arafatrahman7492 4 หลายเดือนก่อน

    Vai aisob course koray apnara market place gula khrp kore fhelcchen. Apndr moto senior vai jodi aisob kaj koren, ki bolbo r!

    • @abu_torab
      @abu_torab  4 หลายเดือนก่อน +1

      টেনশন নিয়েন না রিজিকের মালিক আল্লাহ
      বেশি মানুষ কাজ শিখলে আপনার ইনকাম কমে যাবে এটা ভাবেন না।

  • @muhammadrukon3461
    @muhammadrukon3461 4 หลายเดือนก่อน

    স্যার আপনার কোর্সটি কত দিনের?

  • @QowmiStar
    @QowmiStar 4 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম।
    রমজানের শুরুতে কারীয়ানাতে থাকবো,
    আপনি কি রিকর্ডগুলা পরে দিবেন আমাদের,আমরা ৫০০ টাকা দিয়ে দিলাম সে সময়।

    • @abu_torab
      @abu_torab  4 หลายเดือนก่อน

      মেসেঞ্জারে মেসেজ দিয়েন আমাকে