মহাভারতের পাণ্ডবরা যে গাছের কোটরে লুকিয়ে রেখেছিলেন তাদের অস্ত্র || Shami tree in Mahabharata.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • বন্ধুরা আজ আমরা চলেছি দক্ষিণ দিনাজপুর জেলার এক আশ্চর্য গাছের দর্শন করতে। হ্যাঁ বন্ধুরা যে গাছের বয়স নাকি কয়েক হাজার। যে গাছের সাথে জুড়ে রয়েছে মহাভারতের নাম। মহাভারতের এক প্রাচীনতম নিদর্শন হল শমীবৃক্ষ । দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের হাতিডুবা গ্রামে আছে সেই শমী বৃক্ষ। কথিত আছে, মহাভারতের বিরাটপর্বে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় ছদ্মবেশ নিতে গিয়ে নিজেদের অস্ত্রগুলো সেই বৃক্ষের কোটরেই নাকি লুকিয়ে রেখেছিলেন। সেই শমী বৃক্ষ নাকি সেই মহাভারতের যুগ থেকে আজও বর্তমান।
    Join this channel to get access to perks:
    / @manasbangla
    বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
    ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla
    শমী বৃক্ষ
    শমী বৃক্ষ মূলে কি ঘটেছিল
    শমী বৃক্ষ মূলে
    শমী অর্থ
    শমী গাছের উপকারিতা
    শমী গাছের বাংলা নাম কি
    শমী গাছ কি
    দক্ষিণ দিনাজপুর
    দক্ষিণ দিনাজপুর ভ্রমণ
    দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত পর্যটনস্থল
    দিনাজপুর কিসের জন্য বিখ্যাত
    দিনাজপুরের পূর্ব নাম কী
    দক্ষিণ দিনাজপুরের মাটি কেমন
    দক্ষিণ দিনাজপুরের খবর
    দক্ষিণ দিনাজপুর জেলার উপভাষা কী
    দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত লিস্ট
    উত্তর দিনাজপুর জেলা

ความคิดเห็น • 65

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 ปีที่แล้ว +7

    এমন পৌরাণিক উদ্ভিদের দর্শন পাওয়া রীতিমতো দুর্লভ অভিজ্ঞতা। ছোটবেলা থেকে জেনে আসা এই বৃক্ষনাম আমার কাছে মূর্ত হলো আজ। মানস, তোমার কাজ অতূলনীয়।
    💐🌷💐

  • @bongbinodan945
    @bongbinodan945 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ আপনাদের এই তথ্যটি শেয়ার করার জন্য। মহাভারতে উল্লেখিত সমীবৃক্ষ গাছ অনেকই জানতে সাহায্য করবে।
    আমাদের বাড়ি হরিরামপুর যা জেনে খুব ভাল লাগলো।

  • @exceptionalkuntalika
    @exceptionalkuntalika ปีที่แล้ว +3

    শমীবৃক্ষ যে সত্যি ই আছে ও সেটা যে আমারও দেখতে পাওয়ার সৌভাগ্য হবে সেটা স্বপ্নেরও অতীত ছিল, আপনি সকল অসম্ভব কে সম্ভব করে শেষমেষ এটা ও খুঁজে বের করতে পেরেছেন , আজ ভীষণ ভীষণ ভালো লাগলো বৃক্ষ টা দেখতে পেয়ে , অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ 🙏

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 ปีที่แล้ว +9

    আমি বাংলাদেশ থেকে দেখছি খুবই ভালো লাগলো আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারি ধন্যবাদ দাদা ভালো থাকবেন শুভকামনা রইল

  • @ShahariaRedoy
    @ShahariaRedoy ปีที่แล้ว +5

    বাংলাদেশ থেকে দেখছি।।। ধন্যবাদ দাদা

  • @bablubaidya3499
    @bablubaidya3499 ปีที่แล้ว +1

    ভীষণ রোমাঞ্চকর এবং সত্য তথ্য তুলে ধরা র জন্য কৃতজ্ঞতা জানাই।
    ভালো থাকবেন 🙏🌷💕

  • @kaustavsinghabapon8731
    @kaustavsinghabapon8731 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগলো আপনার ভিডিও টা শমী বৃক্ষ ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো।।

  • @shantaislam9864
    @shantaislam9864 ปีที่แล้ว +3

    বাংলাদেশের রাজাবিরাট থেকে দেখছি দাদা।❤️
    নিমন্ত্রণ রইল ❤️

  • @mdaminulhaquekhadem
    @mdaminulhaquekhadem ปีที่แล้ว +1

    অজানা অনেক কিছু জানতে পেরেছি !!

  • @dayasankarpathak9623
    @dayasankarpathak9623 ปีที่แล้ว +1

    Khub Bhalo Laglo...Tomar video gulo khub informative...

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว +1

    Merry Christmas ⛄⛄⛄🎄⛄🎄..khub bhalo laglo .ei gacher nam anek sunechi kintu sattota tomar chokhe dekhlam ..bhalo theko anonde theko

  • @sunitimandal1922
    @sunitimandal1922 ปีที่แล้ว +1

    অনেক প্রাচীন সমী বৃক্ষ দেখতে পেলাম। শুধু আপনাদের জন্য। আনেক আনেক ধন্যবাদ সবাইকে নমস্কার ।

  • @amitsarkar3774
    @amitsarkar3774 ปีที่แล้ว +1

    Apnader episode gulo darun lagche... infotainment... apekkha te thaki sab samay ❤️

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว +2

    এতদিন ইতিহাস দেখানোর পর এবার পৌরাণিক জায়গার কথা জানতে পারলাম মন ভরে গেল এরকম উপহার মানসবাবুই আমাদের দিতে পারেন

  • @anirbansamui3203
    @anirbansamui3203 ปีที่แล้ว +1

    দারুন ইনফরমেটিভ ভিডিও😍😍😍😍😍😍, love from ghatal 🥰

  • @subhasismukherjee5378
    @subhasismukherjee5378 ปีที่แล้ว +1

    Unique ! Great effort.Thanks

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 ปีที่แล้ว

    satti, mahabharat er samay kichu nischit promaan jodi amra petum tahole darun hoto....ei niye ekta episode r opekkhay roilum.....manas da r ei byapar niye motamot jante chai..

  • @narayontechbd
    @narayontechbd ปีที่แล้ว +1

    Nice

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভিডিও টি 👌❤️

  • @Ovishek1997
    @Ovishek1997 ปีที่แล้ว +1

    Just beautiful 💓💓♥️♥️♥️♥️♥️♥️

  • @chiranjibsingha2786
    @chiranjibsingha2786 ปีที่แล้ว +1

    Dada asadharon 🙏🙏

  • @soumenroy511
    @soumenroy511 ปีที่แล้ว +1

    দাদা অসাধারন লাগলো ….👌👌

  • @niladripatra6472
    @niladripatra6472 ปีที่แล้ว +1

    Darun laglo 👍👍👍👍👍

  • @FlashbackMediaa
    @FlashbackMediaa ปีที่แล้ว +1

    Darun hoyacha dada

  • @sahajahanmolla7866
    @sahajahanmolla7866 ปีที่แล้ว +1

    দাদা আপনাকে ও আপনার পরিবারের সবাই merry Christmas 🎄🎁🥞❤️✌️👍

  • @mostaksalehin4169
    @mostaksalehin4169 ปีที่แล้ว

    Please make a film about MohaBharat.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว +1

    apurbo Sami Brikhyo o tar sathe jorito itihas

  • @kaathadianrakathaa1196
    @kaathadianrakathaa1196 ปีที่แล้ว +1

    Odishar mayurbhanj jela te o ekti erakam sami hrikhyo achhe

  • @sarikulislam8393
    @sarikulislam8393 ปีที่แล้ว +1

    দারুন লাগলো

  • @sarjil6998
    @sarjil6998 ปีที่แล้ว +1

    I AM SEEING THIS FROM BANGLADESH

  • @tapaskumar1666
    @tapaskumar1666 ปีที่แล้ว +1

    দারুন ❤️❤️❤️

  • @sunilmondol6658
    @sunilmondol6658 ปีที่แล้ว +1

    🙏🌹🙏🌹🙏

  • @sukhenpaul8849
    @sukhenpaul8849 ปีที่แล้ว +1

    👍💞💘💖💝🙏

  • @BLOGGERARINDAM
    @BLOGGERARINDAM ปีที่แล้ว +1

    💕

  • @Ovishek1997
    @Ovishek1997 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💯

  • @alpanabanerjee4810
    @alpanabanerjee4810 ปีที่แล้ว +1

    হাওড়া থেকে ট্রেনে কোন স্টেশনে নামব? হরিরামপুর হাতিডোবা গ্রামে যাবার উপায় কি?

  • @paritoshdas216
    @paritoshdas216 ปีที่แล้ว +1

    Thangs dada

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว +3

    এরকম পৌরাণিক জায়গা দখিন দিনাজপুরে আছে তা জানতে পারলাম সরকারের উচিত হবে এ জায়গার সঃংরখন করা তাতে লোকাল পাবলিক সরকার উভয়েই লাভবান হবেন

  • @mdjohiruddin2144
    @mdjohiruddin2144 ปีที่แล้ว +1

    Aj abar lalbag theke glure alam

  • @pijusbala3284
    @pijusbala3284 ปีที่แล้ว

    Dada, music sound ta jeno kemon

  • @boxspaceedge
    @boxspaceedge ปีที่แล้ว

    দাদা আমি গঙ্গার ওপার অর্থাৎ লালবাগ কোর্ট রোড স্টেশন এর কাছেই থাকি। আমি বহরমপুর এ প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। আমি তোমাকে just একটু আগে দেখলাম তোমার বিকে করে কোথায় যাচ্ছিলে আমি তোমার পেছনেই FZ-X বাইক এ ছিলাম হয়তো লক্ষ্য করেছো আমি শুধু কথা বলতে পেলাম না । সত্যি দেখে খুব ভালো লাগলো তোমাকে ।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      কোন জায়গায়?

    • @boxspaceedge
      @boxspaceedge ปีที่แล้ว

      তুমি just বাইক নিয়ে বাড়িতে ঢুকলে তোমার পেছনে ছিলাম আমি

  • @trishadas3598
    @trishadas3598 ปีที่แล้ว +1

    মানস বাবু বলছিলাম মুর্শিদাবাদ এর ইতিহাস নিয়ে ভালো বই কোন কোন লেখকের পাওয়া যাবে যেগুলো যুক্তিনির্ভর এবং বিকৃতি কম রয়েছে? জানাবেন দয়া করে।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      আমার সংগ্রহে থাকা আপাতত কিছু বইয়ের নাম দিলাম, যে বইগুলি থেকে সরাসরি নবাবী আমল ও বাংলার ইতিহাস জানতে পারবেন।
      1. HISTORY OF BENGAL: SIR JADUNATH SARKAR
      2. THE MUSNUD OF MURSHIDABAD: P.C.MAJUMDAR
      3. সিয়ার উল মুতাক্ষরীণ -সৈয়দ গোলাম হোসেন খান তবতবায়ি।
      8. রিয়াজ উস সালাতিন -গোলাম হোসেন সলিম।
      5. তারিখ-ই-বাঙ্গালা-ই-মহবত জঙ্গী-ইউসুফ আলী খান।
      6. তারিখ ই ফিরুজসাহী- জিয়ায়দ্দিন বারানী।
      7. তবকাত ই নাসিরী- মিনহাজ ই সিরাজ।
      8. বাহারীস্তান ই গায়বী- মির্জা নাথান।
      9. তবকাত ই আকবরী (প্রথম ও দ্বিতীয় খন্ড) - খাজা নিযামউদ্দিন আহমদ
      10. চেপে রাখা ইতিহাস- গলাম আহমেদ মর্তুজা।
      11. বাংলার ইতিহাস-অষ্টাদশ শতাব্দী- নবাবী আমল: শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
      12. মুর্শিদাবাদের ইতিহাস : শ্রীনিখিলনাথ রায়
      13. মুর্শিদাবাদ কাহিনী: শ্রীনিখিলনাথ রায়
      14. মুর্শিদাবাদের ইতিহাস- কমল চৌধুরী।
      15. জগত শেঠ- নিখিল নাথ রায়।
      16. মুর্শিদাবাদ থেকে বলছি : কমল বন্দ্যোপাধ্যায়।
      17. বাঙ্গালার ইতিহাস- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
      18. বাংলার বারো ভুঁইয়া ও মহারাজ প্রাতাপদিত্য।
      19. গৌড়ের ইতিহাস- রজনীকান্ত চক্রবর্তী।
      20. গৌরবময় গৌড়বঙ্গ- কেদারনাথ গুপ্ত।
      21. বাঙ্গলার ইতিহাস (নবাবী আমল)- কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়।
      22. পলাশীর যুদ্ধ -তপন মোহন চট্টোপাধ্যায় ।
      23. পলাশীর পর বক্সার -তপন মোহন চট্টোপাধ্যায় ।
      24. পলাশীর অজানা কাহিনী-সুশীল চৌধুরী।
      25. নবাবী আমলে মুর্শিদাবাদ-সুশীল চৌধুরী।
      26. সিরাজদ্দৌলা - অক্ষয় কুমার মৈত্র।
      27. মীরকাসিম- অক্ষয় কুমার মৈত্র।
      28. মুর্শিদাবাদের ইতিহাস - প্রতিভা রঞ্জন মৈত্র।
      29. চেনা মুর্শিদাবাদ : অচেনা ইতিবৃত্ত - সৌমেন্দ্র কুমার গুপ্ত।
      30. ইতিহাসের অন্তরালে - ফারুক মাহমুদ।
      31. মুর্শিদাবাদ - বাংলার নবাবী আমল - প্রকাশ দাস বিশ্বাস।
      32.নবাব সিরাজের পতনের চক্রান্ত ও ষড়যন্ত্র - সম্পাদনা -আবু রিদা।
      33. নবাব সিরাজ উদ্ দৌলা - রবীন্দ্রনাথ দাস।
      34. নবাবী আমলের মুর্শিদাবাদের ইতিহাস - জয়চাঁদ দাস।
      35. ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী - শ্রী বিহারিলাল সরকার।
      36. বাংলার ইতিহাস - গোবিন্দ চন্দ্র সেন।
      37. Alivardi and His Times- Kalikinkar Datta.
      38. বাংলার ইতিহাস - মোঘল আমল - আব্দুল করিম।
      39. বাংলাদেশের ইতিহাস (প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খন্ড) - শ্রী রমেশ চন্দ্র মজুমদার
      40.ক্লাইভ চরিত- সত্যচরন শাস্ত্রী
      41. ঢাকার ইতিহাস (প্রথম ও দ্বিতীয় খন্ড) -যতীন্দ্রমহন রায়।
      42. মোগল রাজধানী ঢাকা- ড.আব্দুল করিম।
      43. মহারাজ নন্দকুমার চরিত-সত্যচরন শাস্ত্রী

  • @bikashkumarghosh5008
    @bikashkumarghosh5008 ปีที่แล้ว

    Sir Ei gacher english o botanical nam ki jana jabe r Asia te r kothai kothai ei gach paoa jai.

  • @kundanbhattacharji5741
    @kundanbhattacharji5741 3 หลายเดือนก่อน

    মহাভারতের সময় এই গাছ সমী গাছ নামে পরিচিত হলেও, এখন এটির নাম কী? কেউ জানলে জানাবেন।

  • @pallabmahata2911
    @pallabmahata2911 ปีที่แล้ว

    রাজা বিরাটের প্রাসাদ বর্তমানে কোথায় অবস্থিত ?

  • @marufahmedchowdhury5096
    @marufahmedchowdhury5096 ปีที่แล้ว

    রূপকথার কিচ্ছা কাহিনী

  • @sanchitamajhi8416
    @sanchitamajhi8416 3 หลายเดือนก่อน

    বোলছিলাম দাদা আমি ওখানে একবার গিয়েছিলাম ওখানে একটা kurkure প্যাকেট পোড়ে থাকতে দেখেছিলাম ওটা কি পান্ডবরা খেয়ে ফেলেছিল যানলে বোলবেন

    • @manasbangla
      @manasbangla  3 หลายเดือนก่อน

      খোঁজ নিয়েছিলাম। ওটা পান্ডবরা নয় বরং ১৬ কোটি বছর আগে কোনো এক ডাইনোসর কুরকুরেটা খেয়ে প্যাকেটটা ফেলে দিয়ে চলে গিয়েছিল।

    • @sanchitamajhi8416
      @sanchitamajhi8416 3 หลายเดือนก่อน

      @@manasbangla আর যে খঢ়ের গদা পেয়েছি সেটার ব্যাপারে কিছু বলুন

  • @sahidaakter5035
    @sahidaakter5035 ปีที่แล้ว

    বাংলাদেশ এর দিনাজপুর এ আসবেন না?

  • @dipakdhor4637
    @dipakdhor4637 ปีที่แล้ว

    এই বৃক্ষ তারা তৈরি করে লাগানো উচিৎ।তাহলে এই বৃক্ষ আরো বাড়বে

  • @tarakdebnath6088
    @tarakdebnath6088 10 หลายเดือนก่อน

    সামী বৃক্ষের পাতা কিন্তু এমন নয় তেতুঁল পাতার মতো পাতা হয়। গায়ে কাঁটা থাকে। আর সুন্দর ফুল ফোটে। এটা সমি বৃক্ষ নয়।

  • @chandanmanna1624
    @chandanmanna1624 10 หลายเดือนก่อน

    এটা শমিগাছ নয়,শমিগাছ এই ধরনের বড় হয়, কিন্তু তার পাতা লজ্জাবতী গাছের মতো। এবং তার গায়ে বেল গাছের মত কাঁটা থাকবে।

  • @mkaminmulla
    @mkaminmulla ปีที่แล้ว +1

    অজানা অনেক কিছু জানতে পেরেছি !!

  • @mkaminmullaofficial
    @mkaminmullaofficial ปีที่แล้ว +1

    অজানা অনেক কিছু জানতে পেরেছি !!