Aakash Pradip Jole II Liza II Seylon Music Lounge
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- প্রেমিকার প্রতীক্ষার প্রহর যেন কাটতেই চায় না। কবে শেষ হবে এই বিরহকাল? ঘটবে সেই মধুর মিলন? প্রেমিকের সরব উপস্থিতিতে ব্যাকুল হবে আকাশ-বাতাস আর হৃদয়! এই আশাতে এক প্রেমময় নিবেদন, লতা মঙ্গেশকরের ‘আকাশ প্রদীপ জ্বলে’।
আকাশ প্রদীপ জ্বলে
কন্ঠঃ লিজা
মূল শিল্পীঃ লতা মঙ্গেশকর
কথাঃ পবিত্র মিত্র
সুরঃ সতীনাথ মুখোপাধ্যায়
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
এজেন্সিঃ ক্রিয়েটো
DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
#seylontea
#seylonmusiclounge
#AkashProdipJole
এই চ্যানেলের প্রতেকটা গানের ভাষা উপলব্ধি করার মতো
এই গাওয়া আর সেই গাওয়ার মাঝে কি যেন এক গভীর বিভেদ অনুভুত হয় যা প্রকাশ করার কোন বাক্য খুঁজে পাচ্ছিনা -!!!
এই মুহূর্তে বাংলাদেশের সেরা কন্ঠ শিল্পী
খুব নির্ভুলভাবে অরিজিনাল গানের মিউজিক টা বজালো মিউজিশিয়ানরা। বাঁশী ও কি বোর্ড তো লা জওয়াব। তাদেরকে ধন্যবাদ। লিজা অসাধারণ গাইলো। এই গান লতাজীর পরে এত ভালো আর কেউ গায়নি। স্রেয়া ঘোষালও না।❤️
Sraddheo Laya Mangeskarer ei gaan sune sune ami baro haechi. Kato bar sunechi tar kono hiseb nei, kintu pratibar sei eki valolaga, eki anuvuti. Ganntir rachana eto sundar je monke khub chue jay. Bangladesher gayika ganti khub sundar kare geyechen.
Our great didivai moder liza is liza super dhir sthir surela keep your eyes open & your nice khantha uf tomer nei konou tulona nei je tai to tomai khuji sara bela !!
Tomai subheccha janeai sada !!
Namasker!!
D.k.sir-asansol.
কলকাতা থেকে বলছি.. আমি আপনাদের এই চ্যানেল এর নিয়মিত শ্রোতা !! সত্যিই বাংলাদেশ ই পারবে আমার আপনার প্রিয় বাংলা ভাষা কে বাঁচিয়ে রাখতে !! আমাদের দেশে তো আজকাল বাংলা বলা টা ওল্ড ফ্যাশন হয়ে গেছে !! ভারতের নতুন বাঙালি প্রজন্ম কোনো দিন বুঝবে না এই বাংলা ভাষার মাধুর্য !!!
Zappa
Ftf
Ff
th-cam.com/video/1fEGt55pIHg/w-d-xo.html
Tui bokachoda , bangla channel dekhis , ja chole ja tor aboidho baper deshe
কমেন্ট পড়ে একটা বিষয় উপলব্ধি করলাম যে সঙ্গীতের কোনো বর্ডার নেই। নেই কোনো বিরোধ। আছে শুধু ভালোবাসা আর ভালো লাগা। সারা পৃথিবীতে বাঙলা গান ছড়িয়ে পরুক।
আনন্দময় পরিবেশে এই চিরন্তন সংগীত পরিবেশনের জন্য এই দলে, সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই ওদের উপর বর্ষিত হোক।
Chhoto belar smriti joriye achhe ei gaan e. Khub sundar geyechhen. Love from India 💜❤😊
मै बंगाली नहीं हूं पर ये धुन बहुत ही मीठी है. चार पांच बार सुनकर ही दिमाग में बस गयी है।
লিজা, বেঁচে থাকো মা আমার। মন ভরিয়ে দিলে। সীলোন টিভিকে ধন্যবাদ। এপার বাংলা থেকে শুভেচ্ছা দোয়া 🙏🌷
জোন্সনাময় একরাতে আমি বাড়ির ওঠোনে বসেছিলাম তখন অসুস্থ ছিলাম মা পাশে বসে গানটা নিজে গেয়ে শুনিয়েছিল, এর পর থেকে এই গানের ভক্ত হয়ে গেলাম
আর লিজাতো দারুণ 👌 গেয়েছে❤️
Excellent khub valo hoyeche God bless you I Manik Hazra from India
আমি উত্তরবঙ্গ (কোচবিহার)থেকে বলছি । আমি এবং আমার মা দুজনে মিলে বসে আপনার গান শুনি । খুবই ভালো লাগে আপনার গান শুনতে।পুরনো দিনের বাংলা গানের প্রতি আমার খুব একটা জ্ঞান ছিলোনা, তবে আপনার গান শুনে শুনে আমি পুরনো দিনের বাংলা গানের প্রতি ভালোবাসায় পরে গেছি।❤️অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ।এভাবেই আমাদের সুন্দর সুন্দর অনেক গান উপহার দিন ।
Masterpiece composition, konodin purono hobe na
মুহূর্তের জন্যে নির্বাক হয়ে গিয়েছিলাম । কি সুরেলা এবং মিষ্টি কন্ঠস্বর । আশীর্বাদ করি তোমার ব্যাপ্তি চারিদিকে প্রসারিত হোক । কোলকাতা থেকে লিখলাম।
আমি বাঁকুড়া থেকে বলছি, এটি আমার প্রিয় গান, এই গানটির প্রতিটি কণা আমি ভাল করে শুনেছি কোথাও কোন সুরের টানে কমতি নেই। এক কথায় অসধারণ, এ রকম গান আরো শুনতে চাই।
অনেক সুন্দর হয়েছে আপু এ গানটা আপনার এ মায়াবি কন্ঠে, আমাদের বাংলাদেশে অনেকে গেয়েছেন কিন্তু আপনার মতো এ-ই মধুর কন্ঠে কেউ পরিবেশন করতে পারেনায়, আপনার কন্ঠেই সব চাইতে ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আমাদের বাংলাদেশের শিল্পী এতা সুন্দর করে এ গানটি গাইতে পারে। এটি গৌরবের
আগরতলা ত্রিপুরা থেকে বলছি: আরেকটি অসাধারণ উপস্থাপনা আপনাদের। এমন গান আরো চাই 🌹🌹
মুগ্ধ হয়ে শুনছি!
বারবার শুনছি!
পুরনো গান গুলো নতুন আঙ্গিকে পরিবেশনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।
এতো যা বুঝতে পারছি সঙ্গীত প্রেমীরা লতা মঙ্গেশকরের গান শোনা বন্ধ করে দেবে।গান আমি বহু যুগ থেকে শুনছি।সত্যি ভালো লেগেছে কোন চাতুরির আশ্রয় নিয়ে বলছি না।আর তারিফ করতে হয় মিউজিক হ্যান্ডস দের কি অসামান্য দক্ষতা তাঁদের হুবহু রেকর্ড মাফিক বাজাচ্ছেন।সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাই।
কমেন্ট রেখে গেলাম।লাইক পেয়ে হয়তো আবারো শুনা হইবে এই বেস্ত জীবন এ
অসাধারণ, লিজার গায়কী অসাধারণ। ধন্যবাদ সেলন মিউজিক কে, এমন দুর্দান্ত কিছু উপহার দেওয়ার জন্য 🙏
বংশিবাদক আপুর বাঁশির সুর মনমুগ্ধকর।লিজার আপুর অসাধারণ পরিবেশনা, এক কথায় এমন গানের জন্যই অনেকদিন ওয়েট করা যায়।
Sudebkarmakar
খুব ভাল । আপনাদের সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আমি এতদিন পর জানতে পারলাম যে আপনারা বাংলাদেশী। অনেক ধন্যবাদ আপনাদের । আরো অনেক গান শুনিয়ে আমাদের মুগ্ধ রাখবেন আসা রাখছি।
কোলকাতা থেকে বলছি, অসাধারণ। এই ভাবে ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টের সাহায্যে স্বর্ণ যুগের গান গুলো তুলে ধরায়, আমাদের যুব সমাজে এর সুদূর প্রভাব পড়বে। আমাদের আরো বেশি করে শুনতে , একটা অনুঘটক হিসেবে কাজ করবে।
সুন্দর বলেছেন 🙏।
Ekdom thik
th-cam.com/video/1fEGt55pIHg/w-d-xo.html
@@souravchowdhury5392d c p .
সুচিত্রা সেন বাংলা গান
কি দারুন অভিজ্ঞতা।চমৎকার লাগল।
আমি ছোটবেলায় এ গান মূখস্ত করে ছিলাম। এখন প্রায় এ গান ভুলে গিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আজ আবার আমার ছেলে বেলা মনে করিয়ে দিলেন।
''Seylon music" মিউজিকের গানগুলো সত্যি অসাধারণ লাগে। পুরনো দিনের কালজয়ী গানগুলো এতো সুন্দর ভাবে উপস্থাপন করা হয় সেটা সত্যি প্রশংসার দাবিদার।ধন্যবাদ ''Seylon Music" কে আমাদের এতো সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য।। 👍👍👌👌💖💝💖💝
মনটা ভরে গেল।অনেক যত্নের গলা।ভালো থাকবেন।কলকাতা থেকে এক মুগ্ধতায় ভরা বুড়ো মানুষের মন্তব্য।
Hope you guys are enjoying my new release #AakashProdipJole
Keep listening & share with your loved ones👩🏻🎤🤷🏻♀️🤷🏻♀️
Excellent
অসাধারণ আপু ❤️❤️
আপু অসাধারণ হয়েছে... 👌👌🥰♥️🥰
অসাধারন ❤️
অসাধারন
Obhinobo sundar setting o poribeshona !!
India r Assam theke bolsi... THank you So much Seylon Music... Aro chai emon Gaan....
আসামের শিলচর থেকে লিখছি স্বর্ণ যুগের সেই গান শুনতে পেয়ে এই বয়সে যেন মনটা আবার প্রেমিক হয়ে উঠলো। এত সুন্দর অনুভূতি নিয়ে গান গেয়েছেন।
লিজা আপু অসাধারণ হয়েছে..👌👌🥰♥️🥰ধন্যবাদ সিলন টি কে।
So sweet. Voice.I am amazed. Please keep it up.
খুব ভালো গাওয়া হয়েছে; পরিমিত অর্কেস্ট্রা পুরনো দিনের মেজাজটা ধরে রাখতে সফল। বাড়তি পাওনা আধুনিক কালের পরিস্কার রেকর্ডিং। ❤
বাঁশি বাজানো বোনটির নাম কেউ কি জানেন?
অসাধারণ হয়েছে পুরো এরেঞ্জম্যান্ট।
পার্থদা, কৃতিত্ব পুরোটাই তোমার ♥️
কোলকাতা থেকে লিখছি। এক কথায় অসাধারণ। SEYLON MUSIC এর অপেক্ষায় বসে থাকি শুধু স্বর্ণযুগের গান শোনার জন্য।
Bro I'm Listening From Murshidabad.I'm Weating For Seylon Tea Music When New Song Upload. Seylon Is One Of The Best Music Platform In Bangladesh.
@@UnKnOwNBoT2023 >
Saboi bhalo but no Xpression
during the music .Now a days
People like movement of the
artist as per the song deserves.
💘 from dhk,Bangladesh 🇧🇩
th-cam.com/video/1fEGt55pIHg/w-d-xo.html
Kolkata theke bolchi- lekhaa taa ki joruri ? Aapni kolkataar kayjon gaayika ke shunechen ? Nijer shimito gyan diye Onno desher maanusher saamne bharat ke choto korben naa . Jaader bharat poshaabe naa taraa islamic bangladesh Jete paare
Aha....opurbo laglo. Chaliye jan 90% original
ওহ দারুণ শুরুতেই এত দারুণ আর কি বলবো লিজা আপু তো প্রিয়। সিলন টি মিউজিক লাউঞ্জের তে ফ্যান বহুবছর ধরে। সুন্দর এমন মিষ্টি একটা গান রিক্রিয়েশন করার জন্য। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল
মাশাআল্লাহ অসাধারণ অতুলনীয় খুব ই ভালো হয়েছে কোনো ধরনের ঞূটি নেই লিজা আপু অনেক সুমধুর কন্ঠস্বুরের অধিকারী আমি ওনার সর্বাঙ্গীন শুভ এবং মঙ্গল কামোনা করছি আমিন ❤❤❤❤❤❤❤
গানের স্বর্নযূগ তোমাদের মাধ্যমে বহমান। কলকাতা থেকে প্রতিদিন মুগ্ধ হয়ে শুনছি।
আমি জলপাইগুড়ি থেকে বলছি আপনাদের এই চ্যানেলের আমি শ্রোতা ভীষণ ভালো লাগে আপনাদের গান
তোমার কন্ঠ যেন সরস্বতির দান। ঈশ্বর তোমাকে সুস্থ ও নিরাপদ এবং দীর্ঘজীবি করুন। এই প্রার্থনা করি।
অসাধারণ একটা অাবহ তৈরি হয়েছে।
অসাধারণ । আমার বলার মতো কোন ভাষা নেই 👍👍👍 thanks to seylon music and his singers।
প্রত্যেক singer যথেষ্ট সম্মানীয় অর্জন করুক আমাদের বাংলায়।
আর এই গানগুলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ুক।
আমাদের বাংলায় বলতে কি বুঝালেন???
@@belayethossen1211 ওটা পৃথিবীতে হবে । I am so sorry
এমন একটি গানই যথেস্ট একজন শিল্পীর জন্য। যা দিয়ে শ্রোতাদের হ্দয়ের মনি কোঠায় গেথেঁ থাকবে।
superb! Khub khub bhalo laglo
গানটা সত্যিই ভাল হয়েছে। লতামুঙ্গেসকরের সাথে পার্থক্য হল লতার গান টা শুনলে মনে হয় মানুষ নয় কোকিল মধুর সুরে গেয়ে চলেছে অপর দিকে আপনার টাও চমৎকার , মানবী কন্ঠ।
লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান ছিল এটি সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে-
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে।
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
এতো সুন্দর একটা স্বর্ণ যুগের গান উপহার দেয়ার জন্য team Seylon কে ধন্যবাদ, অসাধারণ গেয়েছেন লিজা,মন ছুঁয়ে গেল।
আমার কাছে সিলন মিউজিক লাউঞ্জ এর গান শুনতে খুবই ভাল লাগে। খুবই উন্নত মিউজিক সিস্টেম। শুভ কামনা।
রিমি :- সুর-তাল-লয়-রাগ সঠিক রেখে খুব ভালো গেয়েছো । অজস্র ধন্যবাদ।
দিদি ভাই তোমার শেখানো দারুণ হয়েছে। বাংলাদেশ থেকে দেখছি।
এই জন্যই বাংলাদেশ আমার এতো পছন্দের একটা দেশ অসাধারণ অসাধারণ গান
So most wounderful memorable melodious evergreen sweet voices sumadhur song presentations , thanksgiving , nice morning .
Seylon Music এর প্রতিটি পরিবেশনা খুব সুন্দর। শিল্পী, মিউজিশিয়ান রা সবাই অনবদ্য। পশ্চিমবঙ্গে বসে খুব উপভোগ করি। সুন্দর পরিবেশ, সুন্দর আবহ। ধন্যবাদ।
খুব সুন্দর
Amio
One of the most my favorite Channel.
Seylon Music এর সৌজন্য বাংলার সুপারহিট গান, নতুন প্রজন্মের কন্ঠে আর আন্দাজে শুনে মুগ্ধ। অশেষ ধন্যবাদ।
আগামী ১০০ বছর পরও মানুষ সমান মুগ্ধতা এই গানগুলো শুনবে।
th-cam.com/video/1fEGt55pIHg/w-d-xo.html
@@snigdhabhattacharyaballav702 666
লিজা তোমার গান লতাজী সুনতেছে কিনা আমি জানিনা তোমার ভয়েস অসম। শুভ কামনা রইল। সবসময়।
১. অলিরও কথা শুনে বকুল হাসে
২. আকাশ এতো মেঘলা
৩. এই মেঘলা দিনে একলা
সত্ত্বর গানগুলো পরিবেশিত হোক। সামনে বর্ষণের দিন। সুরে বুঁদ হয়ে থাকা যাবে।
ভাই আমার নাম নিচ্ছেন কেনো
একদম ঠিক। হাত তুলে সমর্থন দিলাম।
Seylon Tea এর এই প্রোগ্রামটি অনেকদিন ধরেই উপভোগ করি। কমেন্ট করছি আজকেই প্রথম, এক কথায় অসাধারণ। পুরো আয়োজনের সবকিছুই খুব ভালো লাগে। ধন্যবাদ এই টিমকে। আরো আরো সুন্দর সুন্দর উপহার চাই....
th-cam.com/video/1fEGt55pIHg/w-d-xo.html
আমার দেখা এই প্লে লিস্টের সেরা গায়িকা আপনি। আপনার গাওয়া গানগুলো অন্তরে হিট করে।
Superb Liza!
Superb Liza!!
Superb Liza!!!
You are amazing, very impressive, excellent!!!!
অসাধারণ। কিছু লেখা ও কলম ধরার নেই। সব মিলিয়ে অপূর্ব কন্ঠ ধন্যবাদ।
পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অসাধারণ গানগুলো কিছু মানুষ মুগ্ধতা নিয়ে শুনবে।
Khub Khub Sundor !!
ধন্যবাদ সিলন টি । আপনাদের পরিবেশনায় বারবার নস্টালজিক হয়ে পড়ি ।
বিষাদের এইদিনে, আনুভূতির মধ্যে দিয়ে, গানটি শুনে, ভালোই লাগলো। অসংখ্য ধন্যবাদ।
নব্বইয়ের দশকের পর থেকে গান শুনা হয়না তেমন তবে আপনাদের এই আয়োজনে আবার ও মাতাল হয়ে যাচ্ছি সত্যি প্রার্থ দা আপনার আয়োজনে মুগ্ধ সবগুলো গান আর তাল লয়ে এতো মিল মুল শিল্পী গুলো বেঁচে থাকলে আপনার প্রসংশায় পঞ্চমুখ হয়ে যেতো মন থেকে ভালোবাসা আপনার জন্য ফারুক ভাই বশির ভাই খুরশিদ ভাই তপন দা কিশোর দা এবং বিশ্বজিৎ দা এদের ভক্ত আমি আপনার এবং সোলসের ভক্ত আমি ভালো লাগে আপনাদের দিনের সেই গানগুলো পরিবেশন গুলো🌺🌺🌺🌺🌺🌺🌺
খুব সুন্দর ... My Favourite Channel
গান গুলো বারবার শুনলেও মন ভরে না?এমন গুনী শিল্পী যুগেযুগে আসে।এক কথায় অ*সা*ধা*র*ন....
Asadharon priyo akta gaan... prothom sunechilam amar MAA er galai..ajo mugdho hoye jai ❤
Eisab gan sunle ar kichui bhalo lage na monta jeno kothai harie jai sab nisangata kete jai apurbo geiecho God bless you aro bhalo bhalo gan koro Iswarer kache eituku parthana kori bhalo theko
এপার বাংলায়,, থেকে ও বাংলা-বাঙালীর জন্য বিশেষ বিশেষ তোমাদের অনুষ্টানের জন্য তাকিয়ে থাকতে হয়,,,মনছুয়ে যাওয়া গান গুলোর জন্য,,, অপেক্ষায় রইলাম,,,,,
এই অনুষ্ঠানে সবচেয়ে নজর কারে,সেই ছোট পিচ্চি বাঁশী বাদক,আসলেই অদ্ভুদ বাজায় সে খুব enjoy করি।সবাই আমার সাথে একমত হবেন কিনা জানিনা।
সব মিলিয়ে শ্রুতি মধুর
খুব ভাল গেয়েছ।মন ছুয়ে গেল।এক কথায় অসাধারণ।Seylon Music Lounge কে ধন্যবাদ লতাজীর কন্ঠে গাওয়া গানটি লিজার কন্ঠে নতুন করে গাওয়ানোর জন্য।
লিজা কি যে বলবো তোমায়, দারুন ভাবে সুর টাকে ধরে রাখতে পেরেছ। অসাধারন
কি মায়াবী কন্ঠ কত নিখুত ভাবে সূরটা দিয়েছে ধন্যবাদ লিজা।
Ari Gants satye asadharan sunte. Mone hoye Lata mangeskar er kanthe sunchi. Thank you for you tube. Bipul banerjee.raniganj.west Bengal. West burdwan.
প্রতি রাতেই মনে পড়ে, প্রচুর পরিমানে কষ্ট হলেও কথা বলা নিষেধ।
অসাধারন পারফোমেন্স লিজা আপু। দোওয়া করি আরো ভালো কাটুক আপনার আগামির পথ চলার দিনগুলো। ধন্যবাদ seylon Music কে।
রাত বাজে ১২:২৫। এই সময় ও এই গান শুনছি।
পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি।
আমি নিয়মিত শুনি। ও ভবিষ্যতে শুনবো।❤️❤️❤️❤️❤️
বোন তীর বাঁশি বাজানো আমাকে মুগ্ধ করেছে।
উফ্,,,, প্রসংশা করার ভাষা হারিয়ে ফেলেছি এই কণ্ঠস্বর শ্রবণ করে ❤️
ওভাই যে সাধু ভাষা🤔
Lo
নির্মলা মিশ্রর ওগো তোমার আকাশ দুটি চোখে এবং আশা ভোশলের আমায় তুমি যে ভালো বেসেছো গান গুলি আপনার গলায় ভালো মানাবে।কলকাতা থেকে লিখছি আপনাদের এই প্রচেষ্টা সফল হবে,আমরা ভালো গান শুনতে পাব এবং মনটা ভালো থাকবে
Khub bhalo laglo Liza, mon chuya gelo gayaki & arrangement Partho babu...
অসাধারণ। ভালো না লাগলে এসব গান শুনলে মমটা ভরে যায়,❤
I am not a Bengali. Yet, if such beautiful songs are presented, I will always prefer Bengali songs over Hindi song. Bengali songs always cut deep in to the heart; remains longer.
Yes,
Beautiful gana
Sir, ur comment not only cut deep into the heart of this good singer but bengali songs lover also and also remains longer
@@tejpalprajapat6329@
Seylon music launge ER Gaan ER opekkha kore thaki.thank you eto Sundar Gaan poribeson korar Jonno.
আপনাদের অনেক ধন্যবাদ।সুন্দর গেয়েছেন উনি।যারা বাজিয়েছন সকলেই সুন্দর।শুধু এই গানটি নয় অন্য গান
ও শুনেছি এঁদের।একটা ইচ্ছার কথা জানাচ্ছি।যিনি বাশিঁ বাজান শুধু বাঁশিতে কিছু যদি শোনান।উনি খুব সুন্দর বাজান।যদি সম্ভব হয় শোনাবেন।ভীষন ভীষন আনন্দ পাবো।
যিনি(অল্প বয়সি মেয়ে) বাঁশি বাজান।শুধু বাঁশিতে একটি গান শোনার ইচ্ছার কথা জানিয়েছিলাম।
শিলন টি-এর এত সুন্দর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত শিল্পীদের অবদান কম নয়, কিন্তু তাদের কোনো নাম নেই কোথাও, এটা অত্যন্ত দুখজনক
লিজা ,এক কথায় অসাধারণ পরিবেশনা।
SEYLON MUSIC এর অপেক্ষায় বসে থাকি শুধু স্বর্ণযুগের গান শোনার জন্য।
শুভ কামনা লিজা
সুরের লহরী, লিজার মিষ্টি কণ্ঠ, বাঁশির সুর এবং সকলের খুব একাগ্রতা মিলিয়ে গানটা অপূর্ব লাগলো