এক কথায় নিখুত! যেমন গায়কী তেমন মিউজিক। কিভাবে সম্ভব এত নিখুত করে গানগুলো ফুটে তোলা।প্রতিটি গান ৩০/৪০ বার শুনেছি,কিন্তু আঁশ মেটেনা।সিলন মিউজিকের রহস্য ধরা বড় কঠিন।যন্ত্রশিল্পীগুলো পৃথীবির নাকি ভিন গ্রহ থেকে আনা! ধন্যবাদ সিলন মিউজিক,ধন্যবাদ পার্থ দা।
প্রেম একবারই এসেছিল নিরবে, আমারই এ দুয়ার প্রান্তে।। সে তো হায়, মৃদু পায়, এসেছিল পারি নি তো জানতে, প্রেম একবারই এসেছিল নিরবে।। সে যে এসেছিলো বাতাস তো বলে নি, হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।। সে যে এসেছিলো বাতাস তো বলে নি, হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।। তারে সে আঁধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায়ে তারে আনতে, প্রেম একবারই এসেছিল নিরবে।। যে আলো হয়ে এসেছিল কাছে মোর, তারে আজ আলেয়া যে মনে হয়।। এ আঁধারে একাকী এ মন আজ, আঁধারেরই সাথে শুধু কথা কয়।। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো।। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো।। ভাগ্যে যে আছে লেখা হায়রে, তারে চিরদিনই হবে জানি মানতে।। প্রেম একবারই এসেছিল নিরবে, আমারই এ দুয়ার প্রান্তে।। সে তো হায়, মৃদু পায়, এসেছিল পারি নি তো জানতে, প্রেম একবারই এসেছিল নিরবে।।
নাহ্, কিছুই বলার নেই। আর পার্থ বাবু, আপনি ও আপনার টিম তো সাঙ্ঘাতিক মশাই। এতো ভালো কী করে বাজান বলুন তো!! এই গানটি সৃষ্টি ও প্রকাশিত হবার সময় সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি । কত লক্ষ বার শুনেছি এসব গান,সমান মুগ্ধতা নিয়ে। রক্তের সাথে মিশে আছে এসব গান। শিল্পীর নিঃশ্বাস প্রশ্বাস নেবার শব্দও মনে গেঁথে আছে। আজও সর্বাঙ্গীন ভাবে মুগ্ধ হলাম। বয়স্ক লোকের এই মুগ্ধতাই আশীর্বাদ হয়ে আপনাদের ওপর ঝরে পড়লো। দীর্ঘজীবি হোন আপনারা সবাই। ধন্যবাদ।
আমি আপনার কমেন্ট খেয়াল করছি প্রতিটি গানের কমেন্ট সেকশনে।আপনি গান অনেক পছন্দ করেন,অনেক ভালবাসেন।ধন্যবাদ আপনাকে গঠনমূলক কমেন্ট করে সিলন টিমকে অনুপ্রেরণা দেয়ার জন্য।বাংলাদেশ থেকে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইলো।
@@m.h.samrat7063 আপনাকে অনেক ধন্যবাদ। সিলন টি ও তার সঙ্গী একটি চ্যানেলে (সম্ভবত প্রিয় টিভি) স্থানীয় বাঙলা দেশী বর্তমান প্রজন্মের অল্প বয়সী গায়ক গায়িকাদের দিয়ে যে কটা স্বর্ণ যুগের গান গাইয়েছেন ও আপলোড করেছেন, তার প্রত্যেকটার কোনো জবাব নেই। বিস্ময়কর ! চরম মুগ্ধতা নিয়ে শুনি । শুনি না বলে দুকান দিয়ে এই গান গুলো শোষণ করি, বলা ভালো। এমন rendition সম্ভব হয় কী ভাবে ? প্রতিটি গানের যন্ত্রানুষঙ্গ, গায়ক গায়িকাদের ভঙ্গি, সেট সাজানো, সাউন্ড কোয়ালিটি, ক্যামেরার ঘোরাফেরা, আলোকসম্পাত - সব, সব অতুলনীয়। এদের প্রশঙসা না করে কোন উপায় নেই। আমাদের পশ্চিমবঙ্গে এ ধরনের বা মাপের কোনো সাঙ্গিতিক প্রতিষ্ঠান নেই। অপূর্ব সিলোন ! এটাও এক ধরনের সৃষ্টি । এই উচ্চমানের সৃষ্টি শীলতা চালু রেখে অনেক অনেক কালজয়ী গান আমরা নতুন প্রজন্মের কন্ঠে শুনতে চাই। এদের সৃষ্টি শীলতা এদের কে শ্রদ্ধার আসনে বসিয়েছে। সিলন টি দীর্ঘজীবি হোক।
এত সুন্দর গান মানুষ লিখে কীভাবে? অতল শ্রদ্ধা জানাই গৌরীপ্রসন্ন মজুমদার এর প্রতি। অসাধারণ সব গান উপহার দিয়েছেন। তানজিনা করিম অনেক যত্ন করে গাওয়ার চেষ্টা করেছেন। ভালো লেগেছে।
বিদেশের মাটিতে পড়ে আছি আজ। সেই ছোট বেলায় ইস্কুল জীবনে দুপুরে বাড়িতে থাকলেই খাঁচা আমের দিন তখন, চাঁদনি খেতাম আমের বসে বসে গান গুলো শুনতাম,শত ব্যস্ততার মাঝেও গানগুলো শুনি মাঝেমধ্যে। যাকে ভালো বাসতাম তাকে মনে মনে স্বরন করতাম।❤️❤️
এক কথায় বলবো , এই গানের যে প্রশংশাই করি না কেন সেটাই কম হয়ে যাবে। হৃদয় ছুয়ে যাওয়া গান। আর এই টিমকে হৃদয়ের গভির থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর গান গুলো নতুন করে উপহার দেয়ার জন্য।
তাছাড়া যারা যারা এই মিউজিক বাজানোর তে অংশগ্রহণ করেছে তাদেরকে জানাইঅসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিউজিক এবং এত সুন্দর কন্ঠের সঙ্গে এ অ্যাটেন্ড করার জন্য এবং আমাদের একটি সুন্দর সুর প্রদান করার জন্য অর্থাৎ পরিবেশন করার জন্য ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💗💖💗💗👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে।। সে যে এসেছিল বাতাস তো বলে নি হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি। তারে সে আধারে চিনিতে যে পারি নি আমি পারি নি ফিরায়ে তারে আনতে।। যে আলো হয়ে এসেছিল কাছে মোর তারে আজ আলেয়া যে মনে হয় এ আধারে একাকী এ মন আজ আধারেরই সাথে শুধু কথা কয় আজ কাছে তারে এত আমি ডাকি গো সে যে মরিচিকা হয়ে দেয় ফাকি গো। ভাগ্যে যে আছে লেখা হায়রে তারে চিরদিনই হবে জানি মানতে।।
Seylon music এর গান শুনতে খুব ভালো লাগে। অসাধারণ কিছু গানকে নতুন করে শোনানোর জন্য। মূল গানগুলি নতুন করে এত দরদ দিয়ে নবীন শিল্পীরা যখন পরিবেশন করেন তখন মনটা ভরে যায়। আর মিউজিক ভিডিওগুলির উপস্থাপনা খুব মনোরম। ভিডিও রুমটি খুব সুন্দর করে সাজিয়ে আপনারা গান করেন। প্রকৃত শিল্পী মনের ছবিই ভেসে ওঠে। বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর গান আছে আর কি মধুর তার সুর!
তাছাড়া যারা যারা এই মিউজিক বাজানোর তে অংশগ্রহণ করেছে তাদেরকে জানাইঅসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিউজিক এবং এত সুন্দর কন্ঠের সঙ্গে এ অ্যাটেন্ড করার জন্য এবং আমাদের একটি সুন্দর সুর প্রদান করার জন্য অর্থাৎ পরিবেশন করার জন্য,,,,
সিলন টি চ্যানেলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ,,, আপনাদের চ্যানেল পুরোনো হারানো গানগুলোকে আবার আমাদের সকলের মাঝে ফিরিয়ে এনেছে,,,খুব সুন্দর ও নিখুটভাবে গানগুলিকে আমাদের কাছে পৌছে দিচ্ছেন,,,,,
এক বাংলা গান আমরা দুই বাংলাতেই গাই, কি মধুর এই ভাষা কাউকে বুঝানো সম্ভব না, কি টান এই মাটির প্রতি কে বুঝবে আমরা ছাড়া, দুই বাংলা,ত্রিপুরা,অাসাম আমরা সবাই প্রায় এ এক, আমাদের সংষ্কৃতি এক আমাদের বর্ণ এক, আমাদের জাত এক, তবু আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা সবাই কে। রাজনৈতিক সার্থ হাসিলের জন্য আমলারা আমাদের নিজেদের মাঝে ধর্ম-বর্ণের দোহাই দেখিয়ে আমাদের মাঝে বিভেদ তৈরী করে দিচ্ছে, আহা কিভাবে আমরা রেহাই পাব,,,
গানটির কোন তুলনা হয় না। মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান এটি। আর স্বরলিপির কণ্ঠে এ গানটি উপভোগ করতে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ সিলন ম্যানেজমেন্ট কে।....
"Sylon music lounge" er ei poribeshona ta khub mishti. Akta onno jogot mone hoy. Jara background e music play korche sobar mukhe hasi thake sobsomoy. R ei gan gulo koto valobasa die gaoa hoy.
@@SeylonTeaBD thank you so much. Ami o akjon gan pagol manush. Apnader ei uposthapona dekhe mon ta valo hoye jay. Khub simple r ei simplicity ta sobai create korte parena j ta apnara korechen.
আরো একটা অসাধারণ গান শুনলাম। এখনো আপনারা গানগুলি কে তার পূর্ন মর্যাদার সাথে পরিবেশন করে চলেছেন সত্যি প্রশংসনীয়। অন্ততপক্ষে আমাদের এখানের অত্যাধুনিক বাংলাগান এর যা অবস্থা সেখানথেকে আপনারা যেভাবে গানগুলোকে উপস্থাপন করে চলেছেন তা অনবদ্য। অনুরোধ একটাই গান আরো বেশি করে গান চাই ।
আমি অপেক্ষা করতে থাকি 'Sylon music lounge' থেকে কবে গান আসবে। প্রত্যেকটা গানই অসাধারণ। পার্থ দা বেস্ট অ্যারেঞ্জার। সিলন মিউজিক থেকে প্রকাশিত গানগুলির মত তাদের চা ও সেরা হবে। তাই আমি এখন সিলন চা খাই।
Hats off Seylon Music... specially for choosing the right songs for right singers (at-least I felt so). Also, cant resist myself commenting on musicians... you guys are fantabulous. I m in love with you guys.
হাজার বার শুনা হয়ে গেলো। মাসাল্লাহ, আপনাকে আল্লাহ অনেক অনেক হায়াত দান করুক। এত সুন্দর করে গানটা উপস্থাপন করেলেন। মনের অন্তর থেকে অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল গান টা মনে গেথে গেলো। ভালোবাসা রইল আপু আপনার জন্য
মা শুনতেন,অতীত মনে পড়ে গেলো,চোখ ও ছলছলিয়ে উঠলো,কিশোর-মান্না,লতা-আশা,হেমন্ত-শচীন কর্তা,অার ডি বর্মণ জীবনের কোনো একটা অংশে জড়িয়ে আছে, চাইলে ও ভুলা সম্ভব নয়,সিলন কে মন থেকে অশেষ ধন্যবাদ বার বার নস্টালজিয়া ফেরত আনার জন্য,পার্থ দার কথা কি আর বলবো,শুধু গাইলে হয় না,শেখড় গুলোর ও যত্ন নিতে হয়,ওনি ঠিক তাই ই করছেন,অসম্ভব ভালো রুচিবোধ সম্পন্ন ব্যাক্তি,যাই বলি,আমি মাঝে দোকানে সিলন পায় না,সাপ্লাই টা একটু বাড়াবেন,সিলন এর মোড়ক দেখলেই আলাদা ভালোলাগা কাজ করে আর আপনাদের অসাধারন কাজ গুলো মনে ঠুকা মারে।
Thanks again Sylon for the great song added. Tanjina has sung well. Very melodious. As a blind lover of art I always try to find art in art. Every single instrument player here are very talented and they are adding magic to all the songs.
Excellent , Enthralling, Exquisite rendition ,Sharolipi !!! Thank you so much. Wishing your brightest professional life.May Allah bless you and your family.Uploading of such wonderful melodies will undoubtedly divert our derailed young generation from turbulent westernised music to a significant extent.
ধন্যবাদ দিলেও হয়ত কম হবে। এত সুন্দর কন্ঠে আপনাদের হারিয়ে যাওয়া গান গুলা আবার ফিরে পাবো ভাবতেও পারি নাই।অনেক মনমুগ্ধকর গান যা সকালের সুন্দর উপভোগ করার জন্য এবং একাকৃত্ত কাটানোর একটা ঔষধ। আবারো ধন্যবাদ।
দারুন কন্ঠ, দারুন হৃদয়ের অনুভূতি। শিল্পীর কাছে অনুরোধ রইল, "বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা" গান টা পুরাতনে শ্রদ্ধা রেখে নতুন করে গাওয়ার জন্য। আর সিলন টি গ্রুপ কে আমার হার্দিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের কে এভাবে স্বর্ণযুগে ফিরিয়ে আনার জন্য।
পুরোনো দিনের গান গুলি নতুনদের মাধ্যমে শুনে অনেক ভাল লাগে। মনটা সেই ছোটবেলায় হারিয়ে যায়। ধন্যবাদ সিলন চা এইভাবে আমাদের নতুন করে গানের মাধ্যমে আমাদের আনন্দ দেবার জন্য।
সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন আসে।কিন্তুু কিছু মানুষের রুচির কোন পরিবর্তন আসে না।সময়ের সাথে সাথে আজ অনেকটা পরিণত হয়েগেছি।কিন্তুু সেই পুরোনো ভালো-লাগাকে আজো বুকে আগলে রেখেছি।
It is my pleasure that Mr.Partho Barua rearranging our Indian bengali songs,giving a new look and better sound quality. So I am very fond of this Seylon Music. and listen most of the time.Tanzina you sang this song more or less good, some of the tunes Tails were missing and mostly the sound was coming through your nose. The orchestra played superb, It could be xellent if this opportunity give to Priyanka, Luipa or Nandita to sing.Their vocal is quite sharp and sweet.Anyway all the best.
SEYLON TEA is the other name of cultural renaissance .............you are doing a great job ................chhelebela phire pai apnader soujonye .....GOD BLESS
মিউজিশিয়ানদের ধন্যবাদ, লিজা আরেকটু দরদ থাকতে হবে, আবেগ থাকতে হবে, এসব কালজয়ী গান কমবেশী সবার কানে, মনে এমনভাবে গেঁথে আছে যে তার ব্যত্যয় মেনে নিতে পারি না, তোমার জন্য শুভকামনা, সমালোচনাগুলোকে সবসময় পজিটিভলি নিয়ে ভুল গুলো শুধরে নিবে ❤
Excellent making..... Many many heartiest thanks to Partho sir for his outstanding arrangement reminding old songs, Thanks to all the Singers nd must thanks to gather a class of musicians...... Love you all
এক কথায় নিখুত! যেমন গায়কী তেমন মিউজিক। কিভাবে সম্ভব এত নিখুত করে গানগুলো ফুটে তোলা।প্রতিটি গান ৩০/৪০ বার শুনেছি,কিন্তু আঁশ মেটেনা।সিলন মিউজিকের রহস্য ধরা বড় কঠিন।যন্ত্রশিল্পীগুলো পৃথীবির নাকি ভিন গ্রহ থেকে আনা! ধন্যবাদ সিলন মিউজিক,ধন্যবাদ পার্থ দা।
মনের কথা বলেছেন ব্রো
2022
সত্যি কথা । বারে বারে শুনতে খুব ভালো লাগে। পশ্চিমবঙ্গের হাওড়া শহর থেকে বলছি । সময় পেলেই শুনি।
Thik bolechen
ভিন গ্রহ থেকে আনাই বটে...
এত নিখুত যে কি বলবো...❤️❤️❤️
প্রেম একবারই এসেছিল নিরবে,
আমারই এ দুয়ার প্রান্তে।।
সে তো হায়, মৃদু পায়,
এসেছিল পারি নি তো জানতে,
প্রেম একবারই এসেছিল নিরবে।।
সে যে এসেছিলো বাতাস তো বলে নি,
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।।
সে যে এসেছিলো বাতাস তো বলে নি,
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।।
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি,
আমি পারিনি ফিরায়ে তারে আনতে,
প্রেম একবারই এসেছিল নিরবে।।
যে আলো হয়ে এসেছিল কাছে মোর,
তারে আজ আলেয়া যে মনে হয়।।
এ আঁধারে একাকী এ মন আজ,
আঁধারেরই সাথে শুধু কথা কয়।।
আজ কাছে তারে এত আমি ডাকি গো,
সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো।।
আজ কাছে তারে এত আমি ডাকি গো,
সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো।।
ভাগ্যে যে আছে লেখা হায়রে,
তারে চিরদিনই হবে জানি মানতে।।
প্রেম একবারই এসেছিল নিরবে,
আমারই এ দুয়ার প্রান্তে।।
সে তো হায়, মৃদু পায়,
এসেছিল পারি নি তো জানতে,
প্রেম একবারই এসেছিল নিরবে।।
❤
নাহ্, কিছুই বলার নেই। আর পার্থ বাবু, আপনি ও আপনার টিম তো সাঙ্ঘাতিক মশাই। এতো ভালো কী করে বাজান বলুন তো!! এই গানটি সৃষ্টি ও প্রকাশিত হবার সময় সেই কোন
ছোটবেলা থেকে শুনে আসছি । কত লক্ষ বার শুনেছি এসব গান,সমান মুগ্ধতা নিয়ে। রক্তের সাথে মিশে আছে এসব গান। শিল্পীর নিঃশ্বাস প্রশ্বাস নেবার শব্দও মনে গেঁথে আছে। আজও সর্বাঙ্গীন ভাবে মুগ্ধ হলাম। বয়স্ক লোকের এই মুগ্ধতাই আশীর্বাদ হয়ে আপনাদের ওপর ঝরে
পড়লো। দীর্ঘজীবি হোন আপনারা সবাই। ধন্যবাদ।
আমি আপনার কমেন্ট খেয়াল করছি প্রতিটি গানের কমেন্ট সেকশনে।আপনি গান অনেক পছন্দ করেন,অনেক ভালবাসেন।ধন্যবাদ আপনাকে গঠনমূলক কমেন্ট করে সিলন টিমকে অনুপ্রেরণা দেয়ার জন্য।বাংলাদেশ থেকে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইলো।
@@m.h.samrat7063 আপনাকে অনেক ধন্যবাদ। সিলন টি ও তার সঙ্গী একটি চ্যানেলে (সম্ভবত প্রিয় টিভি) স্থানীয় বাঙলা দেশী বর্তমান প্রজন্মের অল্প বয়সী গায়ক গায়িকাদের দিয়ে যে কটা স্বর্ণ যুগের গান গাইয়েছেন ও আপলোড করেছেন, তার প্রত্যেকটার কোনো জবাব নেই। বিস্ময়কর ! চরম মুগ্ধতা নিয়ে শুনি । শুনি না বলে দুকান দিয়ে এই গান গুলো শোষণ করি, বলা ভালো। এমন rendition সম্ভব হয় কী ভাবে ? প্রতিটি গানের যন্ত্রানুষঙ্গ, গায়ক গায়িকাদের ভঙ্গি, সেট সাজানো, সাউন্ড কোয়ালিটি, ক্যামেরার ঘোরাফেরা, আলোকসম্পাত - সব, সব অতুলনীয়। এদের প্রশঙসা না করে কোন উপায় নেই। আমাদের পশ্চিমবঙ্গে এ ধরনের বা মাপের কোনো সাঙ্গিতিক প্রতিষ্ঠান নেই। অপূর্ব সিলোন ! এটাও এক ধরনের সৃষ্টি । এই উচ্চমানের সৃষ্টি শীলতা চালু রেখে অনেক অনেক কালজয়ী গান আমরা নতুন
প্রজন্মের কন্ঠে শুনতে চাই। এদের সৃষ্টি শীলতা এদের কে শ্রদ্ধার আসনে বসিয়েছে। সিলন টি দীর্ঘজীবি হোক।
@@chandanlahiri7648 I am just overwhelmed to see your such nice comments. Respect you from my heart and from Bangladesh. Long live your choice.
@@sharifbltl7342 My respectful thanks to you very much. Respect always attracts respect. Love always substitutes love.God bless you all.
@@chandanlahiri7648 o
সেরা কভার হইছে সেরা ❤️🔥
এত সুন্দর গান মানুষ লিখে কীভাবে? অতল শ্রদ্ধা জানাই গৌরীপ্রসন্ন মজুমদার এর প্রতি। অসাধারণ সব গান উপহার দিয়েছেন। তানজিনা করিম অনেক যত্ন করে গাওয়ার চেষ্টা করেছেন। ভালো লেগেছে।
বাঙালির মনের এই সোনালী চিরন্তন গানগুলিকে আর ও নতুনভাবে নতুন generation কন্ঠে সুন্দর ভাবে তুলে ধরার জন্য seylon music কে সাধুবাদ জানাই।
বিদেশের মাটিতে পড়ে আছি আজ। সেই ছোট বেলায় ইস্কুল জীবনে দুপুরে বাড়িতে থাকলেই খাঁচা আমের দিন তখন, চাঁদনি খেতাম আমের বসে বসে গান গুলো শুনতাম,শত ব্যস্ততার মাঝেও গানগুলো শুনি মাঝেমধ্যে। যাকে ভালো বাসতাম তাকে মনে মনে স্বরন করতাম।❤️❤️
Ok k
Valo thakun dada bankura thake
এক কথায় বলবো , এই গানের যে প্রশংশাই করি না কেন সেটাই কম হয়ে যাবে। হৃদয় ছুয়ে যাওয়া গান। আর এই টিমকে হৃদয়ের গভির থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর গান গুলো নতুন করে উপহার দেয়ার জন্য।
গভীর
@@mohammadrobel689 ধন্যবাদ
Khub sundar geyechhen 🎉🎉🎉 Love from India 💜❤😊
So cute song....
Osadharon......
Ami aputar moto kore geyechilam schoola Alhamdulillah ami frist hoici..❤️
Protidin akbar holeo ai ganta suni☺️
মন কাড়া কালেকশন...
হৃদয় নিংড়ানো অনুভূতি....
ধন্যবাদ সিলন টি...
ধন্যবাদ পার্থ দা।।
অসাধারণ বললেও কম বলা হবে ,,, সত্যি অসাধারণ ,,,, আপনার গলায় গান গুলি শুনে একাকীত্বে অনুভূতির সম্মুখীন হই ,, fantastic Unbelievable
যে আলো হয়ে এসেছিলো কাছে মোর, তারে আজ আলেয়া যে মনে হয়!🙃
আজ কাছে তারে এতো আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো!🙃🖤
🥰
😭😭😭😭😭😭
তাছাড়া যারা যারা এই মিউজিক বাজানোর তে অংশগ্রহণ করেছে তাদেরকে জানাইঅসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিউজিক এবং এত সুন্দর কন্ঠের সঙ্গে এ অ্যাটেন্ড করার জন্য এবং আমাদের একটি সুন্দর সুর প্রদান করার জন্য অর্থাৎ পরিবেশন করার জন্য ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💗💖💗💗👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।।
সে যে এসেছিল বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।
তারে সে আধারে চিনিতে যে পারি নি
আমি পারি নি ফিরায়ে তারে আনতে।।
যে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
এ আধারে একাকী এ মন আজ
আধারেরই সাথে শুধু কথা কয়
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাকি গো।
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিনই হবে জানি মানতে।।
ধন্যবাদ।
thanks
Nice
thanks a lot.
Dear sir,
last year monthly sales report,
👉🏿January 2019=302.
👉🏿February2019=365.
👉🏿March2019=522.
👉🏿April 2019=562.
👉🏿May2019=475.
👉🏿June 2019=398.
Total 2019=2624..
👉🏿July2019=626.
👉🏿August 2019=479.
👉🏿September 2019=484
👉🏿October 2019=640.
👉🏿November 2019=788.
👉🏿December 2019=572.
Total 2019=3789.
Thanks.
একেবারেই প্রাণবন্ত, নিখুত যেমন কণ্ঠ তেমন মিউজিক, চমত্কার
বারে বারে শোনার পর ও মনে হয় আবার শুনি ....এই গান গুলো কোন দিন ও পুরনো হবে না ....
Yes
একদিন আমরাও থাকবো না কিন্তু এই গান গুলো থেকে যাবে অনন্ত কাল।
ঠিকি বলছেন ভাই
মেয়েটা এতো ভালো গায় নাই!
ঠিক বলেছেন
Seylon music এর গান শুনতে খুব ভালো লাগে। অসাধারণ কিছু গানকে নতুন করে শোনানোর জন্য। মূল গানগুলি নতুন করে এত দরদ দিয়ে নবীন শিল্পীরা যখন পরিবেশন করেন তখন মনটা ভরে যায়। আর মিউজিক ভিডিওগুলির উপস্থাপনা খুব মনোরম। ভিডিও রুমটি খুব সুন্দর করে সাজিয়ে আপনারা গান করেন। প্রকৃত শিল্পী মনের ছবিই ভেসে ওঠে। বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর গান আছে আর কি মধুর তার সুর!
এই অসাধারণ গান গুলো আপলোড করে শুনানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
তাছাড়া যারা যারা এই মিউজিক বাজানোর তে অংশগ্রহণ করেছে তাদেরকে
জানাইঅসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিউজিক এবং এত সুন্দর কন্ঠের সঙ্গে এ
অ্যাটেন্ড করার জন্য এবং আমাদের একটি সুন্দর সুর প্রদান করার জন্য অর্থাৎ
পরিবেশন করার জন্য,,,,
সিলন টি চ্যানেলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ,,, আপনাদের চ্যানেল পুরোনো হারানো গানগুলোকে আবার আমাদের সকলের মাঝে ফিরিয়ে এনেছে,,,খুব সুন্দর ও নিখুটভাবে গানগুলিকে আমাদের কাছে পৌছে দিচ্ছেন,,,,,
@@SeylonTeaBD হে পাশে ছিলাম,পাশে আছি,আর ভবিষ্যৎেও থাকব,,,,,,,,
পুরনো গান নতুন ভাবে এত সুন্দর করে নতুন genaration কে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ 😌♥️♥️♥️🌼
এক বাংলা গান আমরা দুই বাংলাতেই গাই,
কি মধুর এই ভাষা কাউকে বুঝানো সম্ভব না,
কি টান এই মাটির প্রতি কে বুঝবে আমরা ছাড়া, দুই বাংলা,ত্রিপুরা,অাসাম আমরা সবাই প্রায় এ এক, আমাদের সংষ্কৃতি এক আমাদের বর্ণ এক, আমাদের জাত এক, তবু আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা সবাই কে।
রাজনৈতিক সার্থ হাসিলের জন্য আমলারা আমাদের নিজেদের মাঝে ধর্ম-বর্ণের দোহাই দেখিয়ে আমাদের মাঝে বিভেদ তৈরী করে দিচ্ছে,
আহা কিভাবে আমরা রেহাই পাব,,,
চলেন ভাই আমরা সবাই এক হয়ে যাই
ঠিল বলেছেন। আর তো জোড়া লাগবেনা। যা ভাঙে তা আর জোড়া নেয় না। তখন রাজনৈতিক স্বার্থ আর ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাংলা ভাগ করা হয়েছিল।
আমরা বাঙালি এটাই পরিচয় হওয়া উচিত আমাদের,,,
দারুন বলেছেন
আমরা বাংলায় গান গাই। এই আমাদের পরিচয়
শিল্পী তাজজিলা করিম স্বরলিপি র গাণ টি খুবই ভালো হয়েছে । মিউজিশিয়ানরা খুব ভালো বাজিয়েছেন। শিল্পীকে অশেষ ধণ্যবাদ
সেই ছোট বেলায় শুনতাম আপায় বাজাতেন।
আজ আবার সেই সুর নতুন করে সুনলাম সিলন মিওজিক লাওন্স থেক।
ধন্যবাদ সিলন মিওজিক কে..!
Same 2 me🤔🤔🤔
Ebhabei chaliye jao
প্রথমে পার্থ দাকে অসংখ্য ধন্যবাদ । আর গান সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। সবকিছু অসাধারণ। এত সুনিপুণ সঙ্গিত বর্তমান আর দেখা যায় না।
সত্যিই প্রেম একবারই এসেছিল 😅🙂 আর কখনো প্রেম আসেনি 💔
গানটা আজ প্রথম শুনেই গানটার সাথে নিজের মিল পেলাম 🍁
সত্যি তো.. প্রেম একবার এসেছিলো নীরবে তা কি করে ভূলা যায় । নতুন আমোজে গানটি বেশ উপভোগ করেছি । ধন্যবাদ Seylon Music Lounge
ধন্যবাদ গীতিকবি ও সুরকারের নাম দেওয়ার জন্য।তার সাথে মূল শিল্পীর নমটি দিয়েছে। গানটি অনেক ভালো হয়েছে😍😍😍
অপূর্ব এত মধুর কন্ঠে গান আমি কখনো শুনিনি 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃🎹🎸🎸🎸🎹🎹🎹🎹🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎻🎻🎻🎼🎻🎻🎻🎼🎻🎼
এটাই এই গানটার সবচেয়ে বেস্ট ভার্সন। অাপু গানটা অসাধারণ গেয়েছে। অার মিউজিসিয়ান এবং সাউন্ড কোয়ালিটিও অসাধারণ।
বিষন্ন দুপুরের কান্নাভেজা বালিশের স্মৃতি মনে করিয়ে দিলে! আর কী বা বলার আছে! ভালোবাসা ও শুভেচ্ছা অনিঃশেষ!
এই গান টা শুনলে জানি না কোথায় হারিয়ে যাই,,,,প্রতিদিন অনেকবার শুনি🙂
Hhmm
গানটির কোন তুলনা হয় না। মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান এটি। আর স্বরলিপির কণ্ঠে এ গানটি উপভোগ করতে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ সিলন ম্যানেজমেন্ট কে।....
বাংলার এই সমস্ত গান গুলো যুগ যুগ ধরে রয়ে যাবে… 💕
যতই শুনি ততই ভালো লাগে... 💕
কি ভাষায় ধন্যবাদ দেব বুঝতে পারছিনা,,,,plz keep it up 💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
কমেন্ট করে রেখে গেলাম, যদি কেউ রিয়েক্ট দিয়ে মনে করে দেয়, তাহলে আবার আসবো গানটা শুনতে।
আবার শোনার জন্য দিয়ে গেলাম! ❤🎉
Hi
মন জুড়ানো কন্ঠ। এই গানটা খুব পছন্দের।
এক কথায় অসাধারণ, অনবদ্য প্রতিটি গান ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এই যে নতুন ভাবে ভাবার চেষ্টা এবং সকলের সামনে এত সাবলীল ভাবে উপস্থাপন করা এটার জন্যই Hats off🎓
She captured the true emotion of the song so well, this is rare in singers of our generation
Yeah...
@@lutubali1113 cb
Hmm..
seylon music lounge আমার একটি প্রিয় music পরিবার ! প্রতিটি মুখ আমার অতি প্রিয় ! আর উপস্থাপনার গুণ ও ভঙ্গি আমাকে আকর্ষণ করে ॥
এত খুঁত ধরার বিদ্যা নাই,শুনতে ভালো লাগলে শুনি। কলকাতা--28
একদমই তাই দাদা
Thik bolechhen
আপনি বাঙালী তো? খুঁত ধরা তো এজাতির জন্মগত অধিকার
Darun comment
nije ke atkate parina tai tai suni........suru hole thane na......parini parbo na atkie rakhte karon ami moner kotha suni tai saylon ke pochondo kori
"Sylon music lounge" er ei poribeshona ta khub mishti. Akta onno jogot mone hoy. Jara background e music play korche sobar mukhe hasi thake sobsomoy. R ei gan gulo koto valobasa die gaoa hoy.
@@SeylonTeaBD thank you so much. Ami o akjon gan pagol manush. Apnader ei uposthapona dekhe mon ta valo hoye jay. Khub simple r ei simplicity ta sobai create korte parena j ta apnara korechen.
গান তো এমনই হওয়া চাই যা হ্নদয় ছুয়ে যায়।
Z
আরো একটা অসাধারণ গান শুনলাম। এখনো আপনারা গানগুলি কে তার পূর্ন মর্যাদার সাথে পরিবেশন করে চলেছেন সত্যি প্রশংসনীয়। অন্ততপক্ষে আমাদের এখানের অত্যাধুনিক বাংলাগান এর যা অবস্থা সেখানথেকে আপনারা যেভাবে গানগুলোকে উপস্থাপন করে চলেছেন তা অনবদ্য। অনুরোধ একটাই গান আরো বেশি করে গান চাই ।
আমি অপেক্ষা করতে থাকি 'Sylon music lounge' থেকে কবে গান আসবে। প্রত্যেকটা গানই অসাধারণ। পার্থ দা বেস্ট অ্যারেঞ্জার।
সিলন মিউজিক থেকে প্রকাশিত গানগুলির মত তাদের চা ও সেরা হবে। তাই আমি এখন সিলন চা খাই।
Amioo
Seylon Tea কে অনেক ধন্যবাদ এই অসাধারণ কিছু বাংলা গানের উপহার দেয়ার জন্য
Hats off Seylon Music... specially for choosing the right songs for right singers (at-least I felt so). Also, cant resist myself commenting on musicians... you guys are fantabulous. I m in love with you guys.
হাজার বার শুনা হয়ে গেলো। মাসাল্লাহ, আপনাকে আল্লাহ অনেক অনেক হায়াত দান করুক। এত সুন্দর করে গানটা উপস্থাপন করেলেন। মনের অন্তর থেকে অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল গান টা মনে গেথে গেলো। ভালোবাসা রইল আপু আপনার জন্য
যেমন কন্ঠ,তেমন সুরের সংমিশ্রণ!!
মা শুনতেন,অতীত মনে পড়ে গেলো,চোখ ও ছলছলিয়ে উঠলো,কিশোর-মান্না,লতা-আশা,হেমন্ত-শচীন কর্তা,অার ডি বর্মণ জীবনের কোনো একটা অংশে জড়িয়ে আছে, চাইলে ও ভুলা সম্ভব নয়,সিলন কে মন থেকে অশেষ ধন্যবাদ বার বার নস্টালজিয়া ফেরত আনার জন্য,পার্থ দার কথা কি আর বলবো,শুধু গাইলে হয় না,শেখড় গুলোর ও যত্ন নিতে হয়,ওনি ঠিক তাই ই করছেন,অসম্ভব ভালো রুচিবোধ সম্পন্ন ব্যাক্তি,যাই বলি,আমি মাঝে দোকানে সিলন পায় না,সাপ্লাই টা একটু বাড়াবেন,সিলন এর মোড়ক দেখলেই আলাদা ভালোলাগা কাজ করে আর আপনাদের অসাধারন কাজ গুলো মনে ঠুকা মারে।
কি সৃষ্টি করেছে রে! 😳😳😳😳 জাদু ছাড়া আর কিছুই নয় ❤️❤️❤️❤️
Wonderfully sung to match the brilliance of the rendition made by Lataji the Nightingale of India 🇮🇳
অনেক শ্রদ্ধার একটি আয়োজন ৷ খুব ভালো লাগার এই আয়োজন গুলো হৃদয়ের গভীরেও যেনো আরেক হৃদয় তৈরি করে ৷
বরাবরের মত এটাও অসাধারণ,
গায়কী এবং বাদ্যযন্ত্রের ব্যাবহার এক এককথায় অসাধারণ 😍🔥।
ভালোবাসা এত্ত গুলো❤❤❤💘
বেশ ভালো লাগলো, শিল্পী ও পুরো team কে ধন্যবাদ এমন একটা উপহার দেয়ার জন্য ।
Seylon tea গ্রুপ এর প্রত্যেকটা গান অসম্ভব লেভেলের সুন্দর ❤️❤️
কি ভাবে এত সুন্দর করে গান গাইতে পারে, মিউজিশিয়া ভাইরা দারুন ভাবে বাজাচ্ছে ❤️❤️❤️❤️
Thanks again Sylon for the great song added. Tanjina has sung well. Very melodious. As a blind lover of art I always try to find art in art. Every single instrument player here are very talented and they are adding magic to all the songs.
seylon কে অসংখ্য ধন্যবাদ। এভাবে পুরনো গান গুলো আবার নতুন করে ফিরে আনবার জন্য অনেক অনেক শুভকামনা।
T
আর কতবার শুনলে যে মন ভরবে...!!!!!❤
এইখানে যত স্নিগ্ধতা আগে কখনো পাইনি এই গানে এত ভালো লাগে আগে কখনো হয়নি সত্যি খুব অসাধারণ।
Excellent , Enthralling, Exquisite rendition ,Sharolipi !!! Thank you so much. Wishing your brightest professional life.May Allah bless you and your family.Uploading of such wonderful melodies will undoubtedly divert our derailed young generation from turbulent westernised music to a significant extent.
আবারো বলছি,একদম নিখুঁতভাবে গাওয়া গান।
আহা!
বড়ই সৌন্দর্য!
পছন্দের গান পছন্দের চ্যানেলে😍😘🥰
অসাধারণ সুন্দর,, আর ভাল লাগার একটা গান ধন্যবাদ,, SEYLON MMusic
IRFAN AkASH
এই গানটা যেন হৃদয়কে স্পর্শ করে।কত যে স্মৃতিকথা বহন করে বলে বোঝানো সম্ভব নয়।
@@SeylonTeaBD এরকম ভালো গান আরো পাবো বলে আশা করছি।
All of Ur uplOaded songs are awesome. spontaneous voice & sweet environment thanks seylon to arrange such program.
আহা.. কী সুন্দর আর দর দিয়ে গাওয়া। মুগ্ধ ও আপ্লুত হয়ে শুনলাম।
আপনাদের আপলোড করা প্রতি টা গান এত ভালো এত ভালো সত্যি এক কথায় অসাধারণ । পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে
@@SeylonTeaBD ami asi
@@mohammedraju4716 me too
@@samirdhar2832 দগ
দফ
ধন্যবাদ দিলেও হয়ত কম হবে। এত সুন্দর কন্ঠে আপনাদের হারিয়ে যাওয়া গান গুলা আবার ফিরে পাবো ভাবতেও পারি নাই।অনেক মনমুগ্ধকর গান যা সকালের সুন্দর উপভোগ করার জন্য এবং একাকৃত্ত কাটানোর একটা ঔষধ। আবারো ধন্যবাদ।
বাংলায় জন্মেছি এটার অনুভব করায় বাংলার মধুর গান।
দারুন কন্ঠ, দারুন হৃদয়ের অনুভূতি। শিল্পীর কাছে অনুরোধ রইল, "বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা" গান টা পুরাতনে শ্রদ্ধা রেখে নতুন করে গাওয়ার জন্য। আর সিলন টি গ্রুপ কে আমার হার্দিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের কে এভাবে স্বর্ণযুগে ফিরিয়ে আনার জন্য।
Aha ki sundor voice...haiye gelo mon...👏👏👏great job...love this song and also this chanel...osem...
@@SeylonTeaBD ☺☺☺🙇🙇🙇
পুরোনো দিনের গান গুলি নতুনদের মাধ্যমে শুনে অনেক ভাল লাগে। মনটা সেই ছোটবেলায় হারিয়ে যায়। ধন্যবাদ সিলন চা এইভাবে আমাদের নতুন করে গানের মাধ্যমে আমাদের আনন্দ দেবার জন্য।
খুব সুন্দর হয়েছে, বাকরুদ্ধ হয়ে গেছি আমি। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। অনেক দূর এগিয়ে যান দিদি
6
সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন আসে।কিন্তুু কিছু মানুষের রুচির কোন পরিবর্তন আসে না।সময়ের সাথে সাথে আজ অনেকটা পরিণত হয়েগেছি।কিন্তুু সেই পুরোনো ভালো-লাগাকে আজো বুকে আগলে রেখেছি।
Sung Outstanding, and the song also reorganized with modern instruments thats why output has come out wow.
Eto sundor......tar sathe jara music songo dilen both apurbo, bar bar suni vison
Valo lage.....🌹🌹
No words to describe! Again Partha Da, standing ovation. Hope to listen to Rajib, Ronti Das sometimes soon.
আপনাদের সাউন্ড কোয়ালেটি টা সত্যিই খুবই ভালো। বেস্ট সাউন্ড কোয়ালেটি
কি ঠান্ডা গলায় গানটা গাইছে মন জুড়িয়ে গেলো
পার্থ বড়ুয়া, আপনি সত্যিই জিনিয়াস।আর যারা গান গুলি গেয়েছে, মনে হয়েছে ওদের জন্য গান গুলি লেখা হয়েছিল। তানজিম, নিশিতা, মাইন্ড ব্লোইং ।
It is my pleasure that Mr.Partho Barua rearranging our Indian bengali songs,giving a new look and better sound quality. So I am very fond of this Seylon Music. and listen most of the time.Tanzina you sang this song more or less good, some of the tunes Tails were missing and mostly the sound was coming through your nose. The orchestra played superb, It could be xellent if this opportunity give to Priyanka, Luipa or Nandita to sing.Their vocal is quite sharp and sweet.Anyway all the best.
SEYLON TEA is the other name of cultural renaissance .............you are doing a great job
................chhelebela phire pai apnader soujonye .....GOD BLESS
Beautiful song sung beautifully. Congrats to all. Thank You !!!
daaaruuun geyechen aapni. khuuuuub bhalo laaglo. -- sanjoy Mukherjee from kolkata , india.
Actually I have passed audition in 1977 All India Radio Calcutta general section ,I played this song on HAWAIIAN GUITAR
😊😊😊
gr8 sir
Wow great.
গানে ধরন যদি এমন ভ্রদ ও শান্ত হর তবে আমার মনে হর প্রতিটি মানুষ গান ভাল বাসবে' ধ্যনবাদ
👍like টা কিন্তু গান শুনার আগেই দিয়ে দিলাম
কেননা Seylon Music Lounge এর উপর একটা confidence বা ভরসা এসে গেছে,ভাল তো হবেই।
Very nice, well carry on, good music
মিউজিশিয়ানদের ধন্যবাদ, লিজা আরেকটু দরদ থাকতে হবে, আবেগ থাকতে হবে, এসব কালজয়ী গান কমবেশী সবার কানে, মনে এমনভাবে গেঁথে আছে যে তার ব্যত্যয় মেনে নিতে পারি না, তোমার জন্য শুভকামনা, সমালোচনাগুলোকে সবসময় পজিটিভলি নিয়ে ভুল গুলো শুধরে নিবে ❤
আপনাদের প্রতিটি গানের জন্য আমি অপেক্ষায় থাকি।
Ami o
আপনাদের গানগুলি এতটাই সুমধুর হয় , বার বার শুনতে ইচ্ছে করে....আশা করব আরো অনেক গান শুনতে পাবো এবং প্রত্যেকটি গানই আমাদের মুগ্ধ করবে....
প্রেম ekbari এসেছিল নীরবে,,,,চলেও গেল নীরবে,,,জানতে তো আমি তা পারি নি....🙃🙂
আপনাদের আপলোড করা প্রতিটি গানই অসাধারণ।
Excellent making.....
Many many heartiest thanks to Partho sir for his outstanding arrangement reminding old songs, Thanks to all the Singers nd must thanks to gather a class of musicians...... Love you all
সত্যি বলতে অনেকটাই শ্রেয়া ঘোষালের মতো কন্ঠ ❤
আপনাদের পরিবেশনা অসাধারণ।একটা ছোট্ট অনুরোধ, নিশিথা বড়ুয়া আর লিপে কিছু শোনাবেন।
আমি এ গানটি কতোবার শুনেছি আমি নিজে বলতে পারবোনা। তারপর মনে হয় আজকে নতুন করে শুনতেছিলাম ।❤️❤️❤️❤️