শামখোল। Openbill Stork | 2022 | ***Asian Openbill***

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • শামখোল। Openbill Stork | 2022 | **Asian Openbill**
    শামখোল
    আমাদের দেশে ছোট বড় বিভিন্ন ধরণের জলচর পাখি দেখা যায়।
    কিছু পাখি প্রায় সারা বছরজুড়েই বিচরণ করে । এইসব জলচর পাখিদের মধ্যে শামখোল পাখি অন্যতম।
    শামখোল বাংলাদেশের বড় আকারের জলচর পাখি। শামখোল উচ্চতায় ৬৮ সেন্টিমিটার হয়ে থাকে।
    এদের দেহ ধূসর সাদা রঙের পালকে আবৃত। তবে ডানার নিচের পালক কালচে রঙের ।
    এদের ঠোঁট বেশ বড় এবং ঠোঁটের নিম্নাংশ কিছুটা বাঁকা, ফলে খুব সহজেই শামুক খেতে পারে।
    এজন্য এরা শামখোল বা শামুকখোল পাখি হিসেবে পরিচিতি।
    এদের পুরুষ ও স্ত্রী সদস্য দেখতে প্রায় একই রকম। শামখোল দিবাচর পাখি।
    শামুকখোল পাখিগুলো এক সাথে দলবদ্ধভাবে বসবাস করে এবং দিনের বেশিরভাগ সময় খাদ্যের সন্ধানে পার করে।
    এরা অল্প পানিতে দাঁড়িয়ে বা নরম কাদামাটিতে লম্বা ঠোঁট ঢুকিয়ে শামুক-ঝিনুক খায়।
    এদেরকে কৃষিজমিতেও খাদ্যের জন্য বিচরণ করতে দেখা যায়। কাদাচর এদের বিচরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
    নিরাপদ আবাস ও পর্যাপ্ত খাদ্যের যোগান পেলেই শামখোল পাখিদের একই জায়গায় ছোটবড় কলোনীতে বাসা বেঁধে বহুদিন বসবাস করতে দেখা যায়।
    শামুকখোল পাখির প্রজননকাল শুরু হয় বর্ষার পর থেকে। এসময় এরা উঁচু শক্ত গাছে ডালপালা দিয়ে বাসা বেঁধে দুই থেকে চারটি ডিম পাড়ে।
    ডিম ফুটে বাচ্চা বের হতে ২৫ দিন সময় লাগে। এরপর এরা বাচ্চা লালন পালনে ব্যস্ত সময় পার করে।
    আমাদের পরিবেশে শামখোলের গুরুত্ব অপরিসীম।
    শামখোল পাখিরা দলবেঁধে উড়ে বাংলার আকাশকে যেমন মোহনীয় করে তুলে আবার এদের বিষ্ঠা উর্বর করে বাংলার মাটিকে।
    কিন্তু এরা আজ বিপদগ্রস্থ। অধিক হারে বড় গাছ কেটে ফেলায় ধ্বংস হচ্ছে প্রজননক্ষেত্র।
    কমে যাচ্ছে এদের বিচরণভূমি।
    এজন্য যত দ্রুত সম্ভব এদের সংরক্ষণের উদ্যোগ না নিলে অল্প দিনের মধ্যেই হয়তো বাংলার প্রকৃতিতে এদেরকে আর দেখা যাবে না।
    এজন্য অতিদ্রুত সর্বস্তরের জনগনের সম্মিলিত উদ্যোগে শামখোল ও অন্যান্য জলচর পাখি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
    তবেই এরা ভাল থাকবে এবং সুস্থ্য থাকবে আমাদের পরিবেশ ও প্রতিবেশ ।
    To reach us:
    Web: www.pojf.org
    Phone: (+88 02) 9830376-80
    E-mail: www.info@pojf.org
    Facebook: / pojfoundation
    Twitter: / prokritiojibon
    #Asian_Openbill #Prokriti_O_Jibon #Prokriti_Kotha

ความคิดเห็น • 4