আমন ধানের বীজতলা পরিচর্যা||Seed bed treatment of Amon paddy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 256

  • @madhabbhunia3499
    @madhabbhunia3499 4 ปีที่แล้ว +6

    কৃষি বিষয়ক অন্যতম বিশ্বাসযোগ্য চ্যানেল। ধন্যবাদ স্যার আপনাকে।

  • @lapofnature7690
    @lapofnature7690 4 ปีที่แล้ว +1

    Dhonnobad sir...aami agriculture dept e kaaj kori...aapnar video dekhe onek kichhu jante perechhi..oshesh dhonnobad...aaro valo valo video korun. Thank u sir..God bless u...

  • @smritiranjannath4057
    @smritiranjannath4057 4 ปีที่แล้ว +3

    অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পরামর্শ।👌👍🙏

  • @taposkumarshil8639
    @taposkumarshil8639 2 ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে বলছি।অনেক উপকার পেয়েছি

  • @sudinhalder7770
    @sudinhalder7770 4 ปีที่แล้ว

    Dadu tomar ei video ta dekhe amar onek upakar hoyechhe. Karan amar dhaner tola lal hoye jachhilo. Tomar video dekhe osudh dite valo hoye gachhe. Thank you

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ভালো থেকো ধন্যবাদ জানাই আমি ধানের উপর একটা ভিডিও আনছি দেখলে চমকে যাবে ওটা দেখবে কিন্তু নতুন জিনিস একদম দেখাবো।

  • @nirmalyash3000
    @nirmalyash3000 3 ปีที่แล้ว +1

    স্যার শুরুতেই আপনাকে জানাই প্রণাম,আপনার প্রতিটি ভিডিও আমায় নতুন কিছু জানতে শেখায়।স্যার আমার বাড়ি পূর্ব বর্ধমান আর এখানে বেশি ভাগ বর্ষায় সর্ণ ধানের চাষ করা হয়।তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি যদি সর্ন ধানের রোগ ও তার প্রতিকার নিয়ে একটা ভিডিও বানান তাহলে অনেক বেশি উপকার হয়। ধন্যবাদ স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ অবশ্যই জানাবো , আশা করছি প্রশ্ন-উত্তর-পর্বতে আপনার নামসহ প্রচার করবো।

    • @nirmalyash3000
      @nirmalyash3000 3 ปีที่แล้ว +1

      @@farmingadviseranathhalder7579 sir আপনি যে আমার অনুরোধে সাড়া দিয়ে ছেন এটাই অনেক পাওয়া। আমি চাষ করছি just 2বছর হলো তাই চাষের সম্মন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏

    • @anirbannag1203
      @anirbannag1203 3 ปีที่แล้ว

      Amra o khub upkar pabo....ami o notun chasi

    • @pranabpaul7041
      @pranabpaul7041 2 ปีที่แล้ว

      Sir amio ekjon notun farmer..sir pls ekbar swarno daner rog protikar nie video deben

  • @malayhaldar3777
    @malayhaldar3777 4 ปีที่แล้ว

    Thank you sir apnar video daka amadar anek help ho66a

  • @abhijitghosal2037
    @abhijitghosal2037 2 ปีที่แล้ว

    বাহ, খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন।
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @pallabdasgupta8712
    @pallabdasgupta8712 2 ปีที่แล้ว

    কাকু কেমন আছেন?আপনার সব ভিডিও দেখি।খুব ভালো লাগে। বলছি আমন ধান রোয়ার আগে কি ভাবে জমি তৈরি করতে হবে সেটার video দিলে খুব ভালো হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      আমার চ্যানেলে ঐ বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি
      উপকার পাবেন।
      আমি নুতন ভাবে ভিডিও করার চেষ্টা করবো।

  • @chandanmishra8074
    @chandanmishra8074 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ধানরুয়া নিয়ে একটা ভিডিও বানান এব‌‌ং রাসায়নিক সারের ব‍্যাপারে কিছু বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হ্যাঁ ধান রোয়া নিয়ে একটা ভিডিও তৈরি করব।

  • @chandrajitdutta2204
    @chandrajitdutta2204 4 ปีที่แล้ว +2

    ঢেঁড়শ নিয়ে একটি ভিডিও করুন কাকু

  • @ajoymahata4226
    @ajoymahata4226 3 ปีที่แล้ว +1

    স্যার বাসমতি ধান চারা থেকে রোয়া পর্যন্ত যদি একটা ভিডিও বানাতেন ভাল হত ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আমিও গোবিন্দভোগ ধান চাষ করছি দীর্ঘ দিন। আমি গোবর সার দিয়ে চাষ করি। আপনাকে বলব যদি গোবর সার না থাকে তাহলে শতকে দু কেজি করে সরিষার চটি খৈল ছড়িয়ে দিয়ে তিন দিন পরে চাষ দিয়ে রোয়া করবেন। চালের সুগন্ধ ভালো থাকবে। সহজে রোগ পোকায় আক্রান্ত হবে না। খুব যদি গাছ বৃষ্টির কারণে বড় হয়ে যায় তখন বিঘি প্রতি 8 থেকে 10 কেজি পটাশ সার ছড়িয়ে দেবেন।

  • @janakkrishi1541
    @janakkrishi1541 4 ปีที่แล้ว

    স্যার, বোরো মৌসুমের বীজতলা তৈরি, পরিচর্যা নিয়ে একটা ভিডিও দাবী করছি মৌসুম শুরুর আগেই।

  • @bappamistry1677
    @bappamistry1677 4 หลายเดือนก่อน

    Sir বীজ তোলার novozink spye করতে পারি কি?pls bolben তাড়াতাড়ি।

  • @suvenduparui2546
    @suvenduparui2546 3 ปีที่แล้ว

    Sir apnar paramorsho anujayi bijtala te merger ar zinc edta spray kortei 2 din er modhye rog sere giyeche.apnake pronam janai ,🙏🙏🙏🙏♥️

  • @mdzulfiker7997
    @mdzulfiker7997 5 หลายเดือนก่อน

    ব্রি ধান ৩৪ এর চাষাবাদ সম্পর্কে বিস্তারিত বলেন। খুব উপকৃত হব স্যার। আমি বাংলাদেশ থেকে বলছি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน

      সুগন্ধি চালের জন্য
      বিরিয়ানি, পিঠা, পোলাও ইত্যাদির জন্য চাষ করা হয়।
      আমন মরশুমে চাষ হয়।
      হেক্টর প্রতি ফলন 3. 5 টন।
      শ্রাবন মাসের 5 / 6 তারিখে রোয়া
      করতে হবে আর ধান কাটবেন অগ্রহায়ন
      মাসের 5/6 তারিখে।
      ঐ বীজ নিয়ে পরে চাষ করতে পারেন।

  • @Anikmondal428
    @Anikmondal428 4 ปีที่แล้ว +1

    স্যার রোয়ার পরে বড়ো দুধেসর ধনে কি কি স্যার দিতে হয় কাটা প্রতি কতদিন পর ও সন্তোষ ই ধনে কি স্যার দিতে হয় কাটা প্রতি জানালে খুব উপকৃত হতাম আপনাকে অনেক ধন্যবাদ এতো উপকৃত পোস্ট দেয়ার জন্য আপনি অনেক ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আমি আগামীকাল ভিডিও করছি শনিবার দেখে নিও।

    • @Anikmondal428
      @Anikmondal428 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার

  • @sriharicharanmandal8553
    @sriharicharanmandal8553 4 ปีที่แล้ว

    Thank you sir, amon chaser puro video kore dekhaben please.

  • @sourinpathak5051
    @sourinpathak5051 3 ปีที่แล้ว +1

    নিচু জমিতে কিছু হাইব্রিড জাতের ধান সম্পর্কে জানতে চাই।

  • @nimaimandal1297
    @nimaimandal1297 ปีที่แล้ว

    স্যার আমার স্বর্ণ ধানের বীজতলা ধসা লেগেছে হেক্সাকনাজল 5 শতাংশ এবং ভ্যালিডা মাইসিন আড়াই শতাংশ দিয়েছই কাজ হবে বলুন এবং কি করবো সেটাও জানাবেন।

  • @nityanandamondal5414
    @nityanandamondal5414 3 ปีที่แล้ว +1

    স্যার সুপার সামোলি, মালি৪,বর্ষা এর বীজতোলা করছি ১০-২৬-২৬ সার আছে... কাটা প্রতি কত কেজি করে দোবো??

  • @anirbannag1203
    @anirbannag1203 3 ปีที่แล้ว

    Saaf dila kaj hobe???? Koto dose debo sir please bolun.....

  • @hasanrahaman407
    @hasanrahaman407 3 ปีที่แล้ว

    বোরো ধানের বিজতলাতে ALL WIN TOP PLUSE ব্যাবহার করা যাবে স্যার। প্লিজ বলুন।

  • @sanjibmajumder4687
    @sanjibmajumder4687 3 ปีที่แล้ว

    Sir good evening, sir ami akta duck farming project koreci, duck feed hisabe paddy farming korbo..month. Feb 2022.... Which paddy best for higher production 1 bigha of land..??

  • @md.abdulhalim3451
    @md.abdulhalim3451 2 ปีที่แล้ว

    স্যার আপনার মুল পেশা কি,আপনার আলোচনা গুলো খুব গ্রহনযোগ্য।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      আমি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আধিকারিক ছিলাম এখন অবসর নেওয়ার পরও টাটা কোম্পানি ও বর্তমানে জিন্দাল কোম্পানিতে এখন এই কৃষি সংক্রান্ত বিষয় নিয়েই চাকরি করছি ।আমার বয়স এখন 69 বৎসর। হাজার হাজার চাষীদের বিভিন্ন ফসল চাষের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল করে তোলাই আমার এখন কাজ।
      আপনারা সপরিবারে ভালো থাকুন আর আমার ভিডিও দেখে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলুন।
      আল্লাহ আপনাদের মঙ্গল করুন এই কামনা করবো।

  • @DebashisDalui-f6c
    @DebashisDalui-f6c 5 หลายเดือนก่อน

    Kaku ami howrah j.b.pur theke bolchi.amader ekhane amon dhane keo kono sar deyna ar dhan valo hoyna.prothom theke ses projonto a to z kon sar ki porimane dile khub valo falon hobe bolen ekta videote tahole ami suru kortam ebong sokolke utsahito kortam.ami amon dhan super rice chas kori.ar boro dhan miniket chas kori.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน

      এই বিষয়ে আমি ভিডিও আনবো তবুও আমার পুরানো ভিডিও গুলো দেখুন আমন ধানের উপর করা আছে ।
      ওইভাবে মেনে চললেও কিন্তু ধান ভালো হবে। আমি যদিও নতুন ভিডিও আনবো।

    • @DebashisDalui-f6c
      @DebashisDalui-f6c 5 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 Kaku ami apnar samosto video dekhechi.kintu amon dhane kada theke ses porjonto kakhon kon sar ki poriman ekta avarej kore bolle ami valo bujhte partam.asole amar baba chas karto.ami baire thaktam.gato 3 bachor halo amar baba mara geche.ar ami baire jai na grame setel hoe babar jomi guli chasbas kori.kintu ami chaser kichui janina.tai youtube e dekha 2 bachor chas korchi amader mather modhye amar dhad sab theke valo hoy.kintuapnader mato noy.amader ekhane boro dhan bighate 14 mon .ar amon dhan bighate 10-12 mon falafel parlei se baro chasi.

  • @rakeshsikder4512
    @rakeshsikder4512 2 ปีที่แล้ว

    Sir amader ektu jol doba jayga kon dhan ropon korle valo hoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      মালি 4 জাতের ধান চাষ করবেন।
      অগ্রহায়ন মাসের শেষে ধান কাটবেন।
      গাছ শুয়ে পড়বে না।

  • @kunalmondal3954
    @kunalmondal3954 2 ปีที่แล้ว

    Sir swarna dhan kon variety birbhum a vlo hobe?

  • @sokherbagan3434
    @sokherbagan3434 4 ปีที่แล้ว

    খুব ভাল তথ্য
    #SokherBagan

  • @KamalUddin-zd9sd
    @KamalUddin-zd9sd 3 ปีที่แล้ว

    দাদা বাংলাদেশ থেকে বলছি ধানের জমিতে নোনা লাগলে কী করণীয়???

  • @nirmalyash3000
    @nirmalyash3000 3 ปีที่แล้ว

    আশা করছি আমার বিনীত অনুরোধ রাখার চেষ্টা করবেন

  • @chandraharishpatra4349
    @chandraharishpatra4349 ปีที่แล้ว

    Sir আমার আমন ধানের কাদা তলা জলের অভাবে মাটি শ্তকনো হয়ে গেছিলো এখন বৃষ্টি হয়েছে কী ব্যবহার করে চারা তুললে চারা কাটবে না জানালে উপকৃত হব 8:01

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      ফসফেট সার ও পটাশ সার ব্যবহার করবেন।মাটি আলগা হবে।

  • @shibsankarmetya4384
    @shibsankarmetya4384 4 ปีที่แล้ว

    Sir please help me...Pusa basmoti paddy seeds kothay paba jabe...

  • @pollysaha4621
    @pollysaha4621 4 ปีที่แล้ว +1

    আমি লেকটাউন থাকি ছাদে কিছু ফুল ও ফলের গাছ আছে এখন কিছু সব্জি গাছ লাগাতে চাই বীজ কোথায় পাব আমাদের এখানে কাছাকাছি কোনও দোকান ও নেই আপনি যদি গাছের ওষুধ ও বীজের কোনো উপায় বলে দিতেন তাহলে খুবই ভালো হতো তাহলে ছাদে কিছু গাছ লাগাতে পারতাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনি শ্যামবাজারে ভারত নার্সারি ওখানে যোগাযোগ করুন।

  • @rajibroy8315
    @rajibroy8315 4 ปีที่แล้ว

    Sir potassium cilicate o plant hydrolysis director ki? kothai pabo ektu janaben pls

  • @kalachandroy4443
    @kalachandroy4443 ปีที่แล้ว +1

    স্যার আর একটি কথা আমার কাদানো বীজ তোলা BB11 ধান খুব কম পরিমাণে বেচনের পাতা লাল হয়ে সুকিয়ে গেছে আর পাতা কোন কোন পাতা টানলে উঠে আসছে। বীজ তোলার বয়স ১৫দিন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      অবতার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে, জিঙ্ক 12% EDTA দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

  • @sumitramistri5825
    @sumitramistri5825 3 ปีที่แล้ว

    Sir Zink ta sokala/bikale khokhon marbo please bolben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      দুপুর দুটোর সময় স্প্রে করলে খুব ভালো হয়।

  • @swatidutta2751
    @swatidutta2751 4 ปีที่แล้ว

    Kaku 100gm badam and00gm black mustard seed koto lite water mesabo ata kita gache does jabe ektu janaben pls

  • @shibsaha745
    @shibsaha745 3 ปีที่แล้ว

    Sir BPH KON SOMOI attack kore ? namaskar 🙏🙏🙏❤❤❤

  • @debasisbiswas9316
    @debasisbiswas9316 5 หลายเดือนก่อน

    আমি দিতিয় বার চারা রোপণ করলাম এখন সাফ পাউডার spray করা যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน

      যদি কোন রোগ থাকে অবশ্যই স্প্রে করবেন।

  • @kunalsindhumajumdar8831
    @kunalsindhumajumdar8831 3 ปีที่แล้ว +1

    স্যার,খাস ধান বা গোবিন্দ ভোগ ধানের বীজতলা বা রোপণের পর সম্পূর্ণ পরিচর্যা নিয়ে পরামর্শ দিন।আমি পূর্ব বর্ধমান থেকে বলছি।আমাদের এখানে মাটি এঁটেল মাটি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      তাহলে আপনাদের মাটি ও আমাদের এখানকার মাটি সমান ।আমি এই নিয়ে ভিডিও আনবো । আমি এখনও রোয়া শুরু করিনি।

    • @kunalsindhumajumdar8831
      @kunalsindhumajumdar8831 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 স্যার,আপনি ঠিক বলেছেন।খাস ধান জৈব পদ্ধতিতে চাষ করলে সুগন্ধ টা বজায় থাকে কিন্তু গোটা মাঠ রাসায়নিক পদ্ধতিতে চাষ করে সেখানে আমি একা জৈব করলে আমি বাজারজাত করার সময় আলাদা বেশি দাম মোটেই পাবো না,মিলগুলো দেবে না।তবে ঘরে খাবার জন্য কিছুটা জৈব পদ্ধতিতে করা যায় পরে।তাই আমার অনুরোধ আপনি রাসায়নিক ও জৈব দুটো পদ্ধতিই বলবেন বিশেষ করে রোগ পোকা ও তার নিরাময় ,ওষুধ ইত্যাদি বিষয়েই আপনার মূল্যবান পরামর্শ দেবেন।একটা পুরো ভিডিও করলে ভালো হয় যেখানে বীজতলা তৈরী থেকে ধান কাটার আগে পর্যন্ত পরিচর্যা থাকবে। আমরা এখানে খাস ধানের রোগ পোকা নিয়ে সমস্যায় আছি।
      সব শেষে আপনার দীর্ঘায়ূ কামনা করি।আপনি সুস্থ থাকুন আর এভাবেই আমাদের মত নতুন প্রজন্মকে আপনার সুপরামর্শ দিয়ে যান।
      আপনাকে আমার প্রণাম।

  • @goutamdatta4878
    @goutamdatta4878 4 ปีที่แล้ว +1

    Gobi da bhog bich dhan white hola ki karba

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছেনা কখন white হচ্ছে আর একবার নতুনভাবে কমেন্ট করবেন। এই রিপ্লাই নিচে রিপ্লাই দেবেন না ফলে আপনার প্রশ্নের উত্তর মিস হয়ে যেতে পারে।

  • @snehasispal9195
    @snehasispal9195 2 ปีที่แล้ว

    Bijtolai majrar Jonno netivo ar flame deoua jabe????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      শুধু ফেম ব্যবহার করবেন।
      নেটিভ দেবার প্রয়োজন নেই।

    • @snehasispal9195
      @snehasispal9195 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thahole majrar Jonno ki use korbo aktu bolben

    • @snehasispal9195
      @snehasispal9195 2 ปีที่แล้ว

      4g Dana ki use kora jabe bijtolai majrar jonno

  • @biswajitkarmakar7330
    @biswajitkarmakar7330 4 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার, খুব সুন্দর ও সময় উপযোগী। দয়া করে ধান জমির শেওলা দূর করার উপায় জানাবেন ।

  • @KamalUddin-zd9sd
    @KamalUddin-zd9sd 3 ปีที่แล้ว

    দাদা বাংলাদেশ থেকে বলছি বীজতলায় অবতার এর পরিবর্তে আউয়াল" ৭২ ডব্লিউ পি (জিনেব৬৮% ও হেক্সাকোনাজল ৪%)। অটো ক্রপ কেয়ার কম্পানির। এটা কি বীজতলায় স্প্রে করা যাবে।আমাদের এখানে অবতার পাওয়া য়ায় না। প্লিজ দাদা একটু বলেন।

  • @nareshpurkait6957
    @nareshpurkait6957 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @bidhanmalik3742
    @bidhanmalik3742 4 ปีที่แล้ว +1

    Tomato chara toyre podhoti Boleyn plese

  • @sankardas422
    @sankardas422 4 ปีที่แล้ว

    স্যার, জৈবিক ভাবে ধান চাষ করার কিছু উপায় বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আমি শুধু গোবর সার দিয়ে রোয়া করবেন আর যদি পারেন সরিষার খৈল 50 থেকে 60 কেজি বিঘাতে দেবেনআর কিছুই দিবেন না এবারে এক মাস বয়স হলে প্রতি লিটার জলে 5 মিলি মেয়ে গরুর প্রস্রাব 15 দিন ছাড়া ধানের জমিতে স্প্রে করে যাবেন । তারপর জানাবেন বলে দেব।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 ปีที่แล้ว +1

    নমস্কার স্যার আপনি যদি ব্যাস্ত না থাকেন একটি সমস্যা দেখা গেছে আমার আমন ধানের বয়স ১৫ দিন মাঠে গিয়ে দেখলাম খুব কম পরিমাণে বেচন গাছের পাতা সুকিয়ে লাল রঙের হয়েছে আবার কিছু কিছু বেচনের পাতা টান মারলে উঠে আসছে মাদরা পোকা লেগেছে। আমার ভয় হচ্ছে এগুলোর পরিমাণ যদি বেশি হয়ে যায় বিপদে পড়ে যাব উপায়ের পথ দেখান স্যার।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      আমার মনে হয় রোগের জন্য হতে পারে।
      প্রচুর গরম আবহাওয়া চলছিল এজন্য হতে পারে।
      আপাতত প্রতি লিটার জলে দুই গ্রাম
      অবতার সেই সঙ্গে 0 0 50দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @sayantanmahato5973
    @sayantanmahato5973 3 ปีที่แล้ว

    Sir, Ami ebochor prothom kadano bichtola korechi. Chararar boyos 13 din . Charaguli 8 angul hoyeche. Kono rog ekhono lageni. Charai kotota jal rakhbo? Charai ki kono sar dite Hobe? Ki sar debo? Kakhon debo? katadin por charati ropon kora jabe? takhan ki sar dite Hobe?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      এখনই আপনি কাঠা প্রতি ডিএপি সার দেড় কেজি করে দেবেন ওই বীজতলার উপরে দেখবেন খুব সুন্দর গাছ হবে এবং আপনার চারাগুলি মোটা মোটা হয়ে যাবে। ইউরিয়া সার দেবেন না শুধু ডিএপি সার এখনই দিন। দুপুরবেলা ছড়াবেন আর বড়জোর দু ইঞ্চি জল ধরে রাখতে পারেন।

    • @sayantanmahato5973
      @sayantanmahato5973 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you sir. Sar deoar kotodin por charati lagano jabe?

  • @kalachandroy4443
    @kalachandroy4443 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে স্যার সুধুমাত্র ধুরভী গোল্ড এবার ব্যবহার করতে চাই অন্যান্য সার ব্যবহার না করলে অসুবিধা হবে না তো স্যার। যেমন ১০:২৬:২৬ বা DAP single super ফসফরাস এগুলো জমিতে দেব না।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      ভুল হচ্ছে।
      ঐ সারের মধ্যে নাইট্রোজেন ও পটাশ সার নেই তাছাড়া ফসফেট সার কম পরিমাণে আছে ।
      এজন্য কম করে 28 28 0 বা 10 26 26
      অবশ্যই ব্যবহার করবেন।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 ปีที่แล้ว

    স্যার নমস্কার BB -১১আমন ধান ২বিঘা জমিতে লাগাবো। আমাদের এদিকে ৪৯ডেসিমেলে বিঘা ধুরভী গোল্ড সার দিয়ে এবার চাষ করতে চাইছি কি পরিমাণে দেব বুঝতে পারছি না মার্কেটে নতুন সার এই টি । অন্য কোন সার ব্যবহার না করে ধুরভী গোল্ড ব্যবহার করবো আপনি আশির্বাদ করুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      60 কেজি ঐ সার অর্ধেক
      শেষ চাষের সময় ছড়িয়ে দেবেন।
      বাকী 30কেজি চাপান সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন।

  • @rajubagdi5949
    @rajubagdi5949 2 ปีที่แล้ว

    Sar Bichon barite kodu ghas nirman

  • @hasanrahaman407
    @hasanrahaman407 3 ปีที่แล้ว

    ধান এর জমিতে পানা কিভাবে মারবো। স্যার বলুন প্লিজ

  • @ShohagHossain-x1e
    @ShohagHossain-x1e 9 หลายเดือนก่อน

    Mobomin ar alwin top plus ki ak jinis

  • @shibamukherjee5346
    @shibamukherjee5346 4 ปีที่แล้ว

    Saff powder koto ta sprey korbo r kokhan spry korbo...

  • @releaserohit638
    @releaserohit638 ปีที่แล้ว

    স্যার আমার ধান তলাতে শ্যাওলা প্রচুর লেগেছে ধান গাছ চেপে রেখেছে
    কি করে দূর করব এটা একটু বলে দেবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      সহজ পথ যদি সম্ভব হয় জল বার করে
      3 / 4দিন শুকনো করে রাখুন।
      অথবা ইরেজ স্ট্রং ব্যবহার করুন।

  • @prabirsamanta1127
    @prabirsamanta1127 4 ปีที่แล้ว +1

    স্যার এখন টমেটো🍅 চাষ করব কিভাবে❓ একটু বলবেন,

  • @KamalUddin-zd9sd
    @KamalUddin-zd9sd 3 ปีที่แล้ว

    দাদা বাংলাদেশ থেকে বলছি বোরো ধানে চাষের সময় কি কি সার দিবো। ৫২শতাংশে বিঘা। ধান গাছ লম্বা করবো কিভাবে,পাশ কাঠি বাড়াবো কিভাবে, চিলেটেড জিংক (১০%)।কত দিন পর পর দিতে হবে। বাংলাদেশে অল উইন টপ প্লাস পাওয়া যায় না। এর পরিবতে আমরা কি দিতে পারি আর কত দিন পর পর দিতে হবে প্লিজ দাদা বলেন। প্লিজ প্লিজ প্লিজ দাদা। ব্রি-ধান ৯২ (১৬০দিনের সময়)।দাদা বোরো ধান চাষ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আর ধানের ফলন বাড়াতে চাই প্লিজ প্লিজ প্লিজ দাদা বলেন।

  • @kalachandroy4443
    @kalachandroy4443 5 หลายเดือนก่อน

    স্যার প্রনাম নেবেন আপনাকে প্রশ্ন করি বিবি ১১ আমন ধানের বীজ তলা লাগিয়েছি এবং বয়স হয়েছে ২২থেকে২৩দিন । কিন্তু চাপান সার এখন দেওয়া হয় নি। বীজ তলা ডাংগায় ফেলেছি বেচুনে রোগ দেখা যাচ্ছে কিছু কিছু যায় গায় লাল লাল দেখা যাচ্ছে। চাপান সার এবং সেভিক আমার কাছে আছে কি পরিমাণ দিতে হবে স্যার।সেদিক মানে ট্রাইসাইকলাজল।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน

      এক গ্রাম ও ওষুধ সেই সঙ্গে এক গ্রাম জিঙ্ক 12% মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
      আর DAP সার ব্যবহার করে জলসেচ দেবেন।

  • @prosenjitsarkar189
    @prosenjitsarkar189 4 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @hasanrahaman407
    @hasanrahaman407 3 ปีที่แล้ว

    স্যার জমিতে গ্রানাইট কিভাবে ব্যাবহার করবো,এবং কখন ব্যাবহার করবো

  • @faridhassan8603
    @faridhassan8603 2 ปีที่แล้ว +1

    স্যার সাত বিঘা জমিতে খাস ধানের চাষ করব। কতটা বীজ লাগবে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে দয়া করে একটূ জানা বেন স্যার। তাহলে আমরা খুব উপকার হবে স্যার plz

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว +1

      যেহেতু একটু দেরি হয়ে গেছে
      সেজন্য ঐ পরিমান জমিতে 45
      কেজি বীজ ধান লাগবে।
      আর সার NPK 10 26 26
      মোট 100কেজি লাগবে।
      তবে 33 শতকে বিঘা জমি হতে হবে।

    • @faridhassan8603
      @faridhassan8603 2 ปีที่แล้ว

      স্যার ধন্যবাদ আপনাকে

    • @faridhassan8603
      @faridhassan8603 ปีที่แล้ว

      স্যার গত বছর 4‌বিঘা জমি তে খাস ধান লাগিয়েছিলাম 42বস্তা 60কেজি ।ফলন হয়েছিলো এ বছর 10 বিঘা চাষ করব ।আপনি একটু গাইড করলে উপকার হবে শ্যার ধন্যবাদ শ্যার বোলপুর বীরভূম

  • @biswajitjana3996
    @biswajitjana3996 4 ปีที่แล้ว

    নেটিভো fungiside ব্যাবহার বলুন

  • @ashokpradhan1990
    @ashokpradhan1990 4 ปีที่แล้ว +1

    বীজ তলাতে বা মূল জমিতে ফটেরা প্রয়োগ কী জরুরী, স্যার???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      যদি মাজরা পোকার আক্রমণ বেশি হয় তবে দেবেন তা না হলে একদম দেবেন না ।

  • @tusharst8036
    @tusharst8036 6 หลายเดือนก่อน

    স্যার,১২-১৫ দিনে কি কি সার দিবে,পরিমাণ কত খানি ১ শতকে?
    জানালে ভালো হতো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  6 หลายเดือนก่อน

      এক কেজি DAP সার প্রয়োগ করবেন।
      তিন দিন পর প্রতি লিটার জলে তিন গ্রাম
      কম দামের ওষুধ ইন্দো ফিল M - 45
      সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন একবার।
      বীজ তলা খুব খুব সুন্দর হয়ে যাবে।

  • @faridhassan8603
    @faridhassan8603 ปีที่แล้ว

    স্যার গবিনদোভো ধানের গাছ যাতে বেড়ে না যাই তার জন্য কি ঔষুধ ব্যবহার করতে হবে এবং কি কি কিটনাশক ব্যবহার করতে হবে ।দয়া করে একটু একটু জানাবেন শ্যার।বোলপুর বীরভূম ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว +1

      NPK 0 0 50 প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া ছাড়া।

    • @faridhassan8603
      @faridhassan8603 ปีที่แล้ว

      Thank you sir

  • @jondas3704
    @jondas3704 4 ปีที่แล้ว

    আমি জয়ন্ত দাস গোবিন্দ পুর শ্যামপুর হাওড়া থেকে প্রনাম নেবেন স্যার আমার ছাদে ৪৫ রকমের জবা গাছ অন্যান্য গাছ ও রয়েছে আমফান ঝড়ে আমার গাছ গুলিএকটু গজে গিয়ে ছিলো তার পর থেকে গাছগুলি পাতা ফুল ধরা বন্ধ হয়ে গিয়েছে অনেক কিছু ব্যাবহার করেছি তাতেও কিছু হচ্ছে না কি করবো একটু জদি বলেদেন স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      খোল পচানো জল দিন । প্রতি লিটার জলের 3 মিলি অল উইন গল্ড সুপার অথবা গোদরেজের ডবল টনিক প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। গাছ স্বাভাবিক হয়ে যাবে

  • @ajmotullah2333
    @ajmotullah2333 3 ปีที่แล้ว

    বীজ তলার মাটি নরম করার জন্য কি দেব স্যার ?
    বীজ টানতে শক্ত/কড়া লাগছে।

  • @KamalUddin-zd9sd
    @KamalUddin-zd9sd 3 ปีที่แล้ว

    দাদা বাংলাদেশ থেকে বলছি !! বাংলাদেশে অবতার পাওয়া যায় না। বীজতলায় অবতার এর পরিবর্তে "" আউয়াল" ৭২ ডব্লিউ পি " (জিনেব৬৮% + হেক্সাকোনাজল ৪%)। অটো ক্রপ কেয়ার কম্পানির। এটা কি বীজতলায় স্প্রে করা যাবে।আমাদের এখানে অবতার পাওয়া য়ায় না। প্লিজ দাদা একটু বলেন। Plz Plz Plz dada bolen plz

  • @mrinalghosh.
    @mrinalghosh. 2 ปีที่แล้ว

    Sir আমন ধান এর সবথেকে বেশি ফলন কোন জাত গুলো??? 140 -150দিনের বলবেন
    Hybrid হাইলীন দুটোই বলবেন?
    কত কেজি কেমন কি ফলন হয় সেটাও জানাবেন।
    প্রণাম নেবেন আপনি যে রকম তথ্য দিয়ে সাহায্য করেন তার জন্যে চিরকাল কৃতজ্ঞ থাকবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      এখন 140দিনে পাকে HYV জাত
      হলো সন্তোষী ধান।
      আর Hybrid ধান PAN 802 জাত

  • @gacherjotnonin
    @gacherjotnonin 4 ปีที่แล้ว

    অনাথ বাবু আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে?

  • @tubaihalder8726
    @tubaihalder8726 4 ปีที่แล้ว

    sir ধান জমিতে ঝাঁঝি এবং উষনে হয়েছে কী করব please যদি বলেন ৷

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      33 শতক বিঘাতে 40kg মহুয়া খোল ছড়িয়ে দেবেন সব পচে যাবে অথচ সার হবে

  • @juthikadas4376
    @juthikadas4376 4 ปีที่แล้ว

    দাদা আমার টবের মৌসম্বি গাছে নতুন পাতা আসছে না। কি করবো? গাছের পাতা গুলি একটু ঝিমিয়ে গেছে।

  • @tapanbarik4879
    @tapanbarik4879 2 ปีที่แล้ว

    স‍্যার আমন ধান সন্তোষী বীজ হাইব্রীড নাকি সাধারন জাত? এটা কোন কোম্পানির ? এর নংম্বর কত? এর গাছের উচ্চতা কত ও ফলন প্রতি একরে কত কুইন্টাল? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি এই বীজ কোথায় পাবো? প্লীজ স‍্যার উওর টা অবশ‍্যই দিবেন। প্লীজ প্লীজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      এই ধানের চাষ আমাদের এদিকে প্রচুর পরিমাণে হচ্ছে। খুব ভালো ফলন।
      42 শতকে বিঘা এমন জমিতে আমন মরশুমে 9 কুইন্টাল হবে। হাইব্রিড নয়।
      এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
      9733579353

  • @diyasarkar9412
    @diyasarkar9412 4 ปีที่แล้ว +1

    বেগুন গাছের জন্য কি কীটনাশক প্রয়োগ করতে হবে? বেদানা গাছ কি পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়? আমার একটা বেদানা গাছ এ গত শীতকাল থেকে শুধু ই পুরুষ ফুল হচ্ছে।ঐ গাছে কি ভাবে স্ত্রী ফুল আসবে জানালে উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      বেদানা কাছে একটাই ফুল হয় যেমন পেপের মতো। রাসায়নিক সার বেগুনে দেবেন না। নিম পাতার জল মাঝে মাঝে দিয়ে যান।

    • @diyasarkar9412
      @diyasarkar9412 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ দাদা

  • @MahadevGardenandShahiKitchen
    @MahadevGardenandShahiKitchen 4 ปีที่แล้ว

    দাদা আমার ছাদে ক্যাপসিকামের পাতা গুলো কুঁকড়ে ছোটো ছোটো হয়ে যাচ্ছে ফল গুলো ছোটো ছোটো হয়ে থাকছে বড় হচ্ছে না ।আর গরমের সময় তো পাতা ফুল ফল কিছুই হচ্ছে না কি করব বলে দিলে ভালো হত

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এই গাছ টা একটু ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন। নিমজল/কালমেঘ মাদার 2 মিলি প্রতি লিটার জলে/সিট্রেনেলা জল/ট্র্যাপ 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ব্যাবহার করুন।

  • @রাঙ্গামাটিরহেঁশেল

    স্যার আমার আমন ধানের বীজ তলায় ধোসা রোগের আক্রমণ না মাজরা পোকার আক্রমণ হয়েছে বুঝতে পারছি না এক্ষেত্রে কি আমি দুটো রোগেরই ওষুধ একসাথে স্প্রে করতে পারি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      আমার মনে হয় রোগের জন্য হচ্ছে।
      নেটিভ বায়ার কোম্পানির তৈরি ওষুধ প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন একবার। আশাকরি ভালো কাজ পাবেন।

  • @hasanrahaman407
    @hasanrahaman407 ปีที่แล้ว

    স্যার অমন ধানের কাকরি তোলা বিচ মাথার দিক থেকে শুকিয়ে যাচ্ছে ,চুইয়ে যাচ্ছে এখন কি করবো।???সুলতান4 ধান ফেলেছি।
    একটু বলুন স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      যদি জলসেচ দেবার সুযোগ থাকে তাহলে সেচ দিতে পারেন।
      অবতার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @priyadeeppetsworld1930
    @priyadeeppetsworld1930 4 ปีที่แล้ว +2

    বেগুন গাছে হলুদ পোকার আক্রমণ থেকে বাঁচার উপায় কী?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রতি লিটার জলে 3 গ্রাম kritap প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন

  • @NirmalDas-k6i5g
    @NirmalDas-k6i5g หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @debashismondal2723
    @debashismondal2723 4 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে। ভালো থেকো চাষবাস কে এগিয়ে নিয়ে চলো ধন্যবাদ জানাই ।

    • @debashismondal2723
      @debashismondal2723 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 আশীর্বাদ করুন

  • @shibamukherjee5346
    @shibamukherjee5346 4 ปีที่แล้ว

    Saff powder er ki ki kaj বলবেন kaku..

  • @pijushnaiya4530
    @pijushnaiya4530 4 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @debasishroy2314
    @debasishroy2314 3 ปีที่แล้ว

    Sir আমন ধানের বীজ তলা তে মাঝরা রোগ লাগছে। স্যার প্লিজ কি করব বললে উপকৃত হবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      সে কি মাজরা লাগার তো কথা নয়। যদি সত্যিই লাগে তাহলে হামলা প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে স্প্রে করবেন একবার।

    • @debasishroy2314
      @debasishroy2314 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @tutorialhome4103
    @tutorialhome4103 2 ปีที่แล้ว

    দেশি খাস বীজতলাতে (এই দুদিন হল )গোবর সার দেওয়া ছিল তাই এখন কিছু রাসায়নিক সার দিইনি. যদি দিতে হয় কখন দেবো?
    বিজতলাতে কি ঘাস মারা ঔষধ দিতে হয়, যদি দিতে হয় তো কখন কি ঔষধ দেবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว +1

      বীজ তলার বয়স 16/17 দিন হলে
      Clinchar 10EC প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন দুপুর বেলায়
      একবার। আগাছা পরিষ্কার হয়ে যাবে।12/13 দিনের বীজ তলায় কাঠা প্রতি
      এক কেজি DAP সার বিকালে ছড়িয়ে দেবেন।

    • @tutorialhome4103
      @tutorialhome4103 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 Sir, বীজ ফেলার দিন বৃষ্টি হয়ে যাওয়ায় কিছু বীজকে জড়ো করে দিয়েছে এবং মাটির তলায় পূত হয়ে গেছে, আজ 5 দিন হল কিছু বের হতে দেখা গেছে.তবে বেরোতে দেরি হবে মনে হয়,.. এই পরিস্থিতিতে কিছু ঔষধ কি রয়েছে যা প্রয়োগ করা যেতে পারে বীজটা তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য, বা যেগুলো বের হয়নি তার জন্য.. দয়া করে তাড়াতাড়ি উত্তর যদি জানাতে পারেন উপকৃত হই

  • @MyT655
    @MyT655 3 ปีที่แล้ว

    যদি দোঁয়াষ মাটিতে AVTAR লাগানো হয় তাহলে কি হবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবতার ছত্রাক নাশক ওষুধ। এটা ধান গাছে খুব ভালো কাজ দেয়। যে কোন রোগে এটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

  • @sanjoymondal1636
    @sanjoymondal1636 3 ปีที่แล้ว

    Sir 10,12 দিন পর কি সার দেবো, আমার পাতা অনেক লম্বা করতে হবে, সব ধাপা জমি, সেজন্য কি কি সার ব্যবহার করব একটু বলবেন স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      ডি এ পি সারের সঙ্গে কিছু ইউরিয়া মেশাবেন।

    • @sanjoymondal1636
      @sanjoymondal1636 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you sir

  • @ajoymondal9281
    @ajoymondal9281 2 ปีที่แล้ว

    7029 অর্থাৎ লাল স্বর্ণ ধান বীজ তলা অতিরিক্ত জোড় হয়ে গেছে কি করণীয় আছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      Aries কোম্পানির তৈরি Ferti Max K
      প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @malaymaity878
    @malaymaity878 4 ปีที่แล้ว

    সার আমি দঃ 24পরগণা থেকে মলয় বলছি আমার একটা প্রশ্ন ছিলো আমার পানের বোরোজ আছে কিন্তু তার শুধু একটাই
    পবলেম মাটির নিচে পচে শেষ হয়ে গেছে
    আমি বোহুরকমের ঔষধ ব)বোহার করেছি কিন্তু কোন লাভ হয়নি আর একটা কথা পাতার মধ্যে দাগ দেখা যায় যেটা আমরা
    আংগারি রোগ বোলে থাকি সার একটু বলবেন নাম্বার টা দিন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      বরজের মাটির পরিবর্তন করলে ভাল হয়। কুড়ি কেজি মাটির সঙ্গে দু কেজি সরিষার খোল মিশিয়ে জল ঝরা দিন বরজের বাইরে তারপর কুড়ি দিন হলে পরে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি ও এক কেজি সিউডোমোনাস নিমপীঠ আশ্রম থেকে নেবেন মিশিয়ে আরো দশ দিন রেখে দিয়ে ওই মাটি এনে বরজের ভিতরে পানের গোড়ায় দিন । আর আঙ্গার এ রোগের ব্যাপারে প্রতি লিটার জলে দেড় গ্রাম নেটিভ ও পাউডার সেইসঙ্গে 10 লিটার জলে একপাতা স্ট্রেপটোসাই ক্লিন মিশিয়ে স্প্রে করুন

  • @chandankumarghosh3888
    @chandankumarghosh3888 4 ปีที่แล้ว +1

    Sir thank you

  • @SUBRATABARMAN-bn2pu
    @SUBRATABARMAN-bn2pu 4 ปีที่แล้ว

    স্যার আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমি এবার আমার 5 বিঘা জমিতে আমন ধান চাষ করছি। এবার আমি শম্পা ধানের বীজ করেছি। আমার বীজতলা করা দশ দিন হয়ে গেল। আমি আর কতদিন বাদে চারা গুলোকে তুলে আসল জমিতে লাগাতে পারব এবং চারা গুলোকে মেইন জমিতে লাগানোর আগে কি সার প্রয়োগ করতে হবে জমিতে সেই ব্যাপারে আপনি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে আমি ভীষণ উপকার পেতাম স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আমি হিলি ব্লকে কাজ করে এসেছি।
      বীজতলার বয়স 15 দিন হলে সার দেবেন। ডিএপি দিতে হবে 7 থেকে 8 কেজি 5 বিঘা জমির জন্য। এবার মূল জমিতে গোবর সার দিন। শেষ কাদা করার আগে বিঘা প্রতি 8 কিলো gromore 28:28:0 সঙ্গে পটাশ সার দিয়ে ছয় কেজি। মই দিন। এবার গাছের বয়স 30 দিন হলে রোয়া করা যাবে। গুচিতেতিন থেকে চারটি কালির বেশি দেবেন না

  • @sundarbangreentourism5342
    @sundarbangreentourism5342 2 ปีที่แล้ว

    স্যার আমাদের এ দিকে তলা ফেলার পর নোনা উঠে সব মরে যাচ্ছে। আগামী বছর নোনা বন্যা হয়ে জমী নোনা জলে ডুবে ছিল। চাষ হয়নী। আবার এ বছর তলা করতে পারছি না। নোনা দূর করার জন্য যদি কোন উপায় বলে দেন, তো খুব উপকার হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      এই সমস্যা কাটানোর জন্য আকাশের বৃষ্টি বারবার ওই জমিতে ধুয়ে জল গুলোকে বার করে দিতে হবে ।আর শ্রাবণ মাসের ১০ / ১২ তারিখে কাঁদানো বীজতলা বা পেঁকে বীজতলা করা চলবে। ওটা করা চলবে আর জমিকে ভালো করতে গেলে এই বৃষ্টিতে বার বার জমিটা ধুয়ে দেওয়ার পরে গোবর সার বেশি করে ব্যবহার করতে হবে । কারো কথা শুনে কোন রাসায়নিক সার দিয়ে নোনা কাটানোর চেষ্টা করবেন না সেটা ভুল হবে।

  • @siksharnotunalo7686
    @siksharnotunalo7686 3 ปีที่แล้ว

    খাস ধান চাষ পদ্ধতি বলবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আমি আজ দীর্ঘদিন খাস ধান চাষ করছি। এবার ও করবো।এইসব ধানের চাষ জৈব পদ্ধতিতে করতে হয় তবে সুগন্ধটা ভালো থাকে। পিঠা পায়েস খাওয়ার জন্য এর উপরে কোন চাল হয় না । দীর্ঘদিন থেকে আমরা এই চাষ করে আসছি আজও করছি আপনি রাসায়নিক সার দেবেন না তবে গন্ধটা সুন্দর থাকবে ।রাসায়নিক সার দিলে গন্ধ টা কমে যায় সংক্ষেপে বললাম।

  • @arnovneogi3675
    @arnovneogi3675 2 ปีที่แล้ว

    2/2/2 NPK কতটা জায়গার জন্য

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      দশ শতক জায়গায় ব্যবহার করতে হবে।

    • @arnovneogi3675
      @arnovneogi3675 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thanks

  • @tapasbera2673
    @tapasbera2673 3 ปีที่แล้ว

    Sir ar naber karo ka6a thkla send korbo

  • @pabiittrapurrkait4636
    @pabiittrapurrkait4636 4 ปีที่แล้ว

    Amar tola te hoyeche(লাল ) tabe kam kintu ami 3 din por theke ruya শুরু korbo ভেবেছি ekhon ki korbo বিষ দিয়ে kotodin por ruya jabe? প্লিজ স্যার reply

  • @animalyard5185
    @animalyard5185 2 ปีที่แล้ว

    বীজতলায় N P K 19:19:19 কেমন পরিমানে দবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      স্প্রে করবেন প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া তিন বার।

    • @animalyard5185
      @animalyard5185 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 sir, আমন ধানের বীজতলা

  • @nareshpurkait6957
    @nareshpurkait6957 4 ปีที่แล้ว

    স্যার ঘরোয়া পদ্ধতিতে মাটির পিএইচ মান কত, আমরা কিভাবে বুঝবো ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      বাজারে থার্মোমিটারের মত পিএইচ মিটার কিনতে পাওয়া যায়।

  • @swapanbanerjee6710
    @swapanbanerjee6710 4 ปีที่แล้ว

    PGR পাওয়া যাচ্ছেনা যদি specific নাম বলেন তবেই পাওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      গোদরেজের ডবল টনিক/অল উইন গল্ড সুপার/অল উইন টপ প্লাস

    • @swapanbanerjee6710
      @swapanbanerjee6710 4 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা