স্মৃতি ( কবিতা না ছাই ) লেখা এবং গলার স্বরঃ জুনায়েদ ইভান হঠাৎ বৃষ্টি এলে চোখ ভর্তি ঘৃণা নিয়ে মানুষ যেরকম ভিজতে থাকে তেমন একটা অপ্রত্যাশিত বোধ নিয়ে জীবনটা চোখের সামনে এসে দাড়ায় - নিজের জন্ম নেয়া আর নিজেকে জন্ম দেয়া’র মাঝে এক বিস্তর তফাৎ আছে !! বাতাসের মত উড়তে উড়তে স্মৃতি গুলো টেবিল থেকে চেয়ার, ছাদ থেকে উঠান - খাঁচায় বন্দী মরতে না চাওয়া কবুতরের প্রতিবাদ করা পালকের মত বলতে ইচ্ছে করে ১ আলোক বর্ষ ধরে নিজেকে না দেখার আফসোস নিয়ে মরতে চাই না আমি।
আদতে আমাকে এরকম একটা সাফল্যের সংজ্ঞা দেয়া হয়েছে যেখানে প্রবেশ করলে আমি ব্যর্থ হয়ে যাব। তাই তোমাদের নিমন্ত্রণে নিজেকে আমন্ত্রণ করিনা । জীবনবৃত্তান্তে স্মৃতির ভাণ্ডারে আদর রেখে মারা যাব একটা ফুলের জন্য সুপারি গাছের নিচে, কিংবা মৃত্যুশোকের জন্য খুঁজে পাবে না এরকম কোন হাওড়ে !! স্মৃতি ছাড়া আর সব কিছুই মানিয়ে নিয়েছি বেশ। হাসপাতালে মশারি টানানো বিছানায় ঢুকে পড়ে বন্য মশা কামড় বসিয়ে দিল প্রবীণ ঘুমে কাতর লিকলিকে শরীরে; অথবা দ্রুতগামী এ্যাম্বুলেন্স হঠাৎ করে সাইরেন থামিয়ে দাড়িয়ে পড়ে রাস্তায় তাড়াহুড়া নেই, বদলে গেছে গন্তব্য ! কিংবা শপিংমলে দেখা হয়ে যাওয়া বয়স্ক এক প্রাক্তনের সংসার চামড়ার ভাজে পাকা চুল আর পাওয়ারের চশমায় ব্যস্ত দুটা মানুষের চলতে চলতে দেখা হয়ে যাওয়া। এক একটা মানুষের সাথে ঘটে যাওয়া নানান গোত্রের গল্প আমাকে ব্যক্তিগত স্মৃতির মত অনাধিকার চর্চা করে। আমার মায়ের মধ্যবয়সী পেঁয়াজ কাটা রান্নাঘর; চুলায় পানি দিয়ে দরোজার চৌকাঠের উপরে পরিষ্কার করা মাকড়শার জাল। যে জীবনে গুরুতর অপরাধ ছিল, গাছ থেকে আম কুড়িয়ে লবন মেখে খাওয়া পদ্মার ফেরিতে বাউলের একতারা শুনে কেঁদেছিল যে জীবন কোথাও না কোথাও টুকরো টুকরো সব স্মৃতির হিসেব দিতে হয় !! স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয়; পিছু ছাড়ে না।
আপনার কথাগুলো গভীর রাতে শুনলে চোখের পানি আটকাতে পারি না,,,,,,, আমার জীবনে আপনিই সেরা,,,,,,🖤 জীবনে আপনার সাথে একবার হলেও সামনাসামনি দেখা করার ইচ্ছা আছে,,,,,,, যদি সুযোগ হয়,,,,,
সেদিন মন থেকে শুনেছি এই পৃথিবীর সাবলীল সুখের বানিজ্যের সাথে মন নিয়ে অভিনয়পনা হৃদয়ের একটি স্পষ্ট সর্বনাম আছে। তুমি জানবে না- একে মাগী নীতি বলে! হ্যা!এমনই সমুদ্রের বিশালতার ছয়লাপ অনিঃশ্ব প্রবণতার জয় জয়কার, অসহনীয় শান্তির স্রাবণ চিড়ে চিড়ে হৃদয়কে কাছে টানে। মনের মতো করে তাকে ভালোবাসা বানিয়ে নাম দেয়া হয়। জীবনের মতো সেখানে কোনো কিছুই প্রাবন্ধিক অনুবেদন নেয় নি। তুমি এর বিদিরে চড়ে বেড়াবে! হ্যা! তুমি মনসখা সব কিছু নিয়ে বাহানা বানিয়ে ভরন সর্বসম চেতনা জানাতে পারবে। যখন যৌবন নোংরা রংছাড়া মানাবে, একে বিশ্বাস বানিয়ে নিবে তোমার মতন আর অভোগ আত্মের মতন। তুমি একে জমিনের তল বানাবে! হ্যা!মরে যেতে যেতে যেদিন জানতে পারবে তোমার জীবন কোথাও নিয়ে দিয়েছিল, সেদিন বুঝে উঠবে অন্য কারো সাথে তোমার মনের আসঙ্গ পূণ্য ছিলো। এতোদিন তোমার ছায়া যেমন ভুলে গিয়েছো, কোথায় শুয়ে আছো ভেবে চলেছো, অন্ধকারে নিজের তরুণ যেমন ঠুকতে ঠুকতে গোপন করেছো তোমার অভিনন্দন তিষ্ঠে - শুনতে পারবে অভোগের যৌবনও তার নিজের দায়ে চলা জমিনের দোহদের মতন। সেদিন কষ্ট পাবে তবে ভরা টানতে পারবে না! তুমি জীবনের বাজি আনতে পারো। হ্যা!মন মরে যাওয়া অনুভুতি হৃদয় জন্ম নেয়। এই বন্দনা কাটাতে কাটাতে মরে যাওয়াও সুন্দর বানাতে পারো- কারণ বানিয়ে ভালোবাসার স্বাগতে অবিনশ্বর মানুষ ভাব ভাব নিয়ে। মরে যাওয়াও সহজ হবে তখন। কিছুদিন পরে জানবে জমানো গরম রাগের চাহুতি যৌবন যাপন। দেখো - হৃদয় বিনিয়ে বেশ্যা বেশ্যা মনে হয় না এখন!
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না স্মৃতি আমাদের এত ভালোবাসে, যেই ভালোবাসার গভীরতা হয়তো অসীমের চেয়েও গভীর,এতোটাই গভীর যে বারবার দুরে ঠেলে দিলেও হাজার বার কাছেই ফিরে আসে। তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, কাওকে না পেয়েও এতো বেশি ভালোবাসা যায়, তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না যার মধ্যে জীবনের সকল সুখ নিহিত, তার মধ্যেই /জন্যই জীবনের সকল কান্নার জন্ম, তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানের শব্দ গুলোও তীরের মতো বিধতে পারে বুকে, তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানগুলোও একাকিত্বের সঙ্গী হয়, তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানের লাইন ও এত সুন্দর হয়। আজ তাকে আপন করে পাই নি তবে আপন করে পেয়েছি আপনার গানগুলো আর তার দিয়ে যাওয়া হাজারো স্মৃতি, তার কাছে এখন অনেকেই আপন হবে, তবে আমার কাছে শুধু আপনার গান আর তার দেওয়া স্মৃতিগুলোই আপন হয়ে থেকে যাবে, ভালোবাসা অবিরাম🥀🥀🥀
এইডা কি লিখলেন দাদা! খুব দেখতে ইচ্ছে করছে আপনাকে। আপনার কাছ থেকে আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে যাই দাদা। জীবনে তেমন কোন বড় সাহিত্যকের ভক্ত হত পারি নি ঠিকি। তবে এই অধমের জীবনে একজন সাহিত্যিক আজীবন বড় হয়ে থাকবেন। তিনি এমনই একজন ব্যাক্তিত্ব যাকে দূর থেকে কাছ থেকে মন থেকে শুধু শ্রদ্ধাভরে সালাম জানাতে ইচ্ছে করে খুব। ক্লাস নাইনে ইংরেজি প্রাইভেট টিউটর শ্রদ্ধেয় জসীম স্যার, এক ব্রিটিশ লেখকের (নাম মনে করতে পারছি না) দুইটা লাইন ক্লাসে বলেছিলেনঃ "We are twin compasses. You are the fixed one, I am the moving one" এই লাইন দুটি অনেকবার প্রয়োগের (কল্পনায়) চেষ্টা করেছি অনেকের উপরে বারংবার ব্যার্থ হয়েছি। কারন যাদেরকে ফিক্সড অন ভাবতাম, পরোক্ষনেই আবার তাদেরকে ঐ যাগার অযোগ্য মনে হত। কিন্তু যতবারই আপনাকে কল্পনায় এনে, প্রয়োগ করেছি একজন সাহিত্যিক, একজন ব্যাক্তিত্ব, একজন প্রতিনিধিত্ব, একজন শিল্পী, একজন ভাই, একজন প্রিয় মানুষ, একজন প্রিয় শিল্পী, একজন প্রিয় কবি, একজন জনদরদী, একজন সাধারন মানুষ,একজন অতি-সাধারন মানুষ, একজন অসাধারন মানুষ, একজন সূযোগ্য সন্তান, একজন বাবা মায়ের গর্ব এবং আমার জন্য একজন জীবন্ত আদর্শ (আমার প্রথম আদর্শ হযরত মোঃ (সঃ), দ্বিতীয় আমার বাবা এবং তৃতীয় আদর্শ আমার ভাই জুনায়েদ ইভান) হিসেবে প্রত্যেক কাতারেই আপ্নার থেকে যোগ্য ব্যাক্তি আর কাউকে ভাবতে পারি নি। আপ্নি একজন জীবন্ত কিংবদন্তি দাদা, স্যার আইয়ুব বাচ্চু একবার বলেছিলেন যে, আমরা কিংবদন্তিদের বেচে থাকতে চিনি না, যোগ্য সম্মান দিতে পারি না রাস্ট্রীয় ভাবে। আমারও কেন যেন মনে হচ্ছে আমরা একজন কিংবদন্তি জুনায়েদ ইভানকে চিনতে পারছি না। আপ্নার যোগ্যতা বিচারের যোগ্য আমি নই, তবে বারংবারই আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে আপনাকে সেরাদের সেরা, প্রিয়দের সেরা স্থানে কল্পনা করতে করতে আবার নতুন করে নিজেকে আবিস্কার করি নতুন ভাবে, তারপরে আবারও আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে যাই। প্রথমবার আপনার সাথে যেদিন এয়ারটেইল প্রেসেন্ট একটা কন্সার্টে দেখার সূযোগ হয়েছিলো সেদিনই স্টেজে উঠার ঠিক আগ মূহুর্তে সব সিকিউরিটি কে উপেক্ষা করে আপ্নার পা ছুয়ে সালাম করতে গিয়ে আবেগে পা জড়িয়ে ধরেছিলাম। সিকিউরিটি গার্ডরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলো। সবাই পাগল খেতাবে ভূষিত করেছিলো। সূযোগ পেলে আবারো পা ছুয়ে সালাম করতে চাই। এরকম পাগলামী আমি বার বার করতে চাই গুরু। যাই হোক দাদা এই অধমের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আংকেল আন্টিকে আমার সালাম দিবেন। তাদের প্রতি আমি আজীবন চিরকৃতার্থ থাকবো আমাদেরকে একজন "জুনায়েদ ইভান" নামের ভাই উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম। _সাকলাইন মোস্তাক
ভাই তোমার কাছে ছোট ভাই হিসেবে একটা আবদার রাখবো ,সামনে ফেব্রুয়ারি মাসে বই মেলেই যেনো জুনায়েদ ইভান এর লেখা কোনো বই পাই । আর এটা আশা করি যে সেই বইটা হবে বেস্ট সেলার। বইটার নাম হবে জীবনের শার কথা । আমাদের কাছে আপনার প্রতি ভালোবাসাটা আবেগ এই রয়ে গেলো , এই মহান মানুষটিকে আর ছুয়ে দেখা হলো নাহ।😔😔😔😔😔💕
আদতে আমাকে এরকম একটা সাফল্যের সংঙ্গা দেওয়া হয়েছে। যেখানে প্রবেশ করলে আমি ব্যর্থ হয়ে যাবো, তাই তোমদের নিমন্ত্রণে নিজেকে অামন্ত্রন করি না। লাইনগুলো আমার জন্য ছিলো 💜
স্মৃতি ( কবিতা না ছাই )
লেখা এবং গলার স্বরঃ জুনায়েদ ইভান
হঠাৎ বৃষ্টি এলে
চোখ ভর্তি ঘৃণা নিয়ে মানুষ যেরকম ভিজতে থাকে
তেমন একটা অপ্রত্যাশিত বোধ নিয়ে জীবনটা চোখের সামনে এসে দাড়ায় -
নিজের জন্ম নেয়া আর নিজেকে জন্ম দেয়া’র মাঝে এক বিস্তর তফাৎ আছে !!
বাতাসের মত উড়তে উড়তে স্মৃতি গুলো টেবিল থেকে চেয়ার,
ছাদ থেকে উঠান - খাঁচায় বন্দী মরতে না চাওয়া
কবুতরের প্রতিবাদ করা পালকের মত বলতে ইচ্ছে করে
১ আলোক বর্ষ ধরে নিজেকে না দেখার আফসোস নিয়ে
মরতে চাই না আমি।
আদতে আমাকে এরকম একটা সাফল্যের সংজ্ঞা দেয়া হয়েছে
যেখানে প্রবেশ করলে আমি ব্যর্থ হয়ে যাব।
তাই তোমাদের নিমন্ত্রণে নিজেকে আমন্ত্রণ করিনা ।
জীবনবৃত্তান্তে স্মৃতির ভাণ্ডারে আদর রেখে মারা যাব
একটা ফুলের জন্য সুপারি গাছের নিচে,
কিংবা মৃত্যুশোকের জন্য খুঁজে পাবে না এরকম কোন হাওড়ে !!
স্মৃতি ছাড়া আর সব কিছুই মানিয়ে নিয়েছি বেশ।
হাসপাতালে মশারি টানানো বিছানায় ঢুকে পড়ে বন্য মশা
কামড় বসিয়ে দিল প্রবীণ ঘুমে কাতর লিকলিকে শরীরে; অথবা
দ্রুতগামী এ্যাম্বুলেন্স হঠাৎ করে সাইরেন থামিয়ে দাড়িয়ে পড়ে রাস্তায়
তাড়াহুড়া নেই, বদলে গেছে গন্তব্য !
কিংবা শপিংমলে দেখা হয়ে যাওয়া বয়স্ক এক প্রাক্তনের সংসার
চামড়ার ভাজে পাকা চুল আর পাওয়ারের চশমায় ব্যস্ত দুটা মানুষের
চলতে চলতে দেখা হয়ে যাওয়া।
এক একটা মানুষের সাথে ঘটে যাওয়া নানান গোত্রের গল্প
আমাকে ব্যক্তিগত স্মৃতির মত অনাধিকার চর্চা করে।
আমার মায়ের মধ্যবয়সী পেঁয়াজ কাটা রান্নাঘর; চুলায় পানি দিয়ে
দরোজার চৌকাঠের উপরে পরিষ্কার করা মাকড়শার জাল।
যে জীবনে গুরুতর অপরাধ ছিল, গাছ থেকে আম কুড়িয়ে লবন মেখে খাওয়া
পদ্মার ফেরিতে বাউলের একতারা শুনে কেঁদেছিল যে জীবন
কোথাও না কোথাও টুকরো টুকরো সব স্মৃতির হিসেব দিতে হয় !!
স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয়; পিছু ছাড়ে না।
Tmr gan Kobita dutoi vlo lage..
Bhalobasha obiram....
Bastobota niye gan koro
এগিয়ে যাও ভাই ♥❤🖤🌹
আমরা সাথে আছি সবসময়, সবজায়গায় 🖐
ভালোবাসি ভাই
Laster agr line ta miss geche evan vai
নিজের জন্ম নেয়া আর নিজেকে জন্ম দেয়ার মাঝে এক বিস্তর তফাৎ আছে!
ভাই🖤
যে জীবনে গুরুতর অপরাধ ছিল, গাছ থেকে আম কুড়িয়ে লবন মেখে খাওয়া,পদ্মার ফেরিতে বাউলের একতারা শুনে কেঁদেছিল যে জীবন.........
লাইনটা অসাধারণ হয়েছে, স্মৃতি আমাকে পিছু টানছে এখনো, মানুষ বেঁচেই থাকে স্মৃতিকে আঁকড়ে ধরে..
ভীষণ ভালবাসা রইল ভাইয়া ❤❤❤
অসাধারণ লিখেছেন ভাই!
আপনার লাইনগুলো পড়ে জীবনের অন্যরকম একটা মানে খুজে পাই
কবিতার সাথে অনেক কিছুই মিলে যায় । এই কবিতাগুলো আপনার গানের মতই হৃদয়ে গেঁথে থাকবে ।
আমরা আরও বেশি বেশি চায় ।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন ভাই ।
#ইভান_ভাই❤❤
আপনার কথাগুলো গভীর রাতে শুনলে চোখের পানি আটকাতে পারি না,,,,,,,
আমার জীবনে আপনিই সেরা,,,,,,🖤
জীবনে আপনার সাথে একবার হলেও সামনাসামনি দেখা করার ইচ্ছা আছে,,,,,,, যদি সুযোগ হয়,,,,,
ভালোবাসার মানুষ ইভান ভাই🖤
এই কবিতার শেষে দুই তিন লাইন গান দিলে আরো জোস হইত ভাই,
কবিতা অনেক সুন্দর হয়েছে। Go Ahed💜May Allah Bless You💌
জুনাইদ ইভান ভাই আপনি হাজারো যুবক যুবতী অন্যপেরনা আপনি। আপনার কথায় কিছু একটা আছে যেই আপনার গান শুনে সেই আপনার প্রেম পরে যাই
কথা গুলো মন ছুঁয়ে গেলো ৩:২২ মিনিট কই যেনো হারিয়ে গেলাম। আমি একটা স্মৃতি রেখে গেলাম প্রিয় ইভান ভাইয়া
সেদিন মন থেকে শুনেছি
এই পৃথিবীর সাবলীল সুখের বানিজ্যের সাথে
মন নিয়ে অভিনয়পনা হৃদয়ের একটি স্পষ্ট
সর্বনাম আছে।
তুমি জানবে না-
একে মাগী নীতি বলে!
হ্যা!এমনই সমুদ্রের বিশালতার ছয়লাপ অনিঃশ্ব প্রবণতার জয় জয়কার,
অসহনীয় শান্তির স্রাবণ চিড়ে চিড়ে হৃদয়কে কাছে টানে।
মনের মতো করে তাকে ভালোবাসা বানিয়ে নাম দেয়া হয়।
জীবনের মতো সেখানে কোনো কিছুই প্রাবন্ধিক অনুবেদন নেয় নি।
তুমি এর বিদিরে চড়ে বেড়াবে!
হ্যা! তুমি মনসখা সব কিছু নিয়ে বাহানা বানিয়ে ভরন সর্বসম চেতনা জানাতে পারবে।
যখন যৌবন নোংরা রংছাড়া মানাবে,
একে বিশ্বাস বানিয়ে নিবে তোমার মতন আর অভোগ আত্মের মতন।
তুমি একে জমিনের তল বানাবে!
হ্যা!মরে যেতে যেতে যেদিন জানতে পারবে
তোমার জীবন কোথাও নিয়ে দিয়েছিল,
সেদিন বুঝে উঠবে অন্য কারো সাথে তোমার মনের আসঙ্গ পূণ্য ছিলো।
এতোদিন তোমার ছায়া যেমন ভুলে গিয়েছো,
কোথায় শুয়ে আছো ভেবে চলেছো,
অন্ধকারে নিজের তরুণ যেমন ঠুকতে ঠুকতে গোপন করেছো তোমার অভিনন্দন তিষ্ঠে -
শুনতে পারবে অভোগের যৌবনও তার নিজের দায়ে চলা জমিনের দোহদের মতন।
সেদিন কষ্ট পাবে তবে
ভরা টানতে পারবে না!
তুমি জীবনের বাজি আনতে পারো।
হ্যা!মন মরে যাওয়া অনুভুতি হৃদয় জন্ম নেয়।
এই বন্দনা কাটাতে কাটাতে মরে যাওয়াও সুন্দর বানাতে পারো-
কারণ বানিয়ে ভালোবাসার স্বাগতে অবিনশ্বর মানুষ ভাব ভাব নিয়ে।
মরে যাওয়াও সহজ হবে তখন।
কিছুদিন পরে জানবে জমানো গরম রাগের চাহুতি যৌবন যাপন।
দেখো -
হৃদয় বিনিয়ে বেশ্যা বেশ্যা মনে হয় না এখন!
সৃতি ছাড়া আর সব কিছুই মানিয়ে নিয়েছি বেশ 😊😊
প্রতিটা কথা যেন একেকটা শব্দ বোমা হয়ে কলিজায় লাগছে😮
💯😅
Such an underrated poem...
This poem should reach more & more
Zunayed Evan bhai you're just a legend❤️🙏
এক আলোক বর্ষ ধরে নিজেকে না দেখার আফসোস নিয়ে মরতে চাইনা আমি🥀🥀
একজন মানুষ তার প্রাক্তন কে কতটা ভালবাসতে পারে তা আপনাকে দেখলেই বুঝা যায়😊🙂মানুষ হারায় কিন্তু ভালবাসা হারায় না❤
Right
যতটুকু ভালোলাগে আপনার ব্যাক্তিত্ব,আপনাকে।ঠিক ততটুকুই ভালোবাসি আপনার লেখা💚
10 Minute.
513 View.
229 Like💚
0 Unlike💚💚
Kolizar Bhai Amr.💗💗
একদিন আমি থাকবো নাহ আমি জানি🙂কিন্তু একটা স্মৃতি রেখে গেলাম🖤
পরবর্তী প্রজন্মের জন্য😊
এই গান গুলো ছিল আমাদের জীবনের সঙ্গীত🌸🥀
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না স্মৃতি আমাদের এত ভালোবাসে, যেই ভালোবাসার গভীরতা হয়তো অসীমের চেয়েও গভীর,এতোটাই গভীর যে বারবার দুরে ঠেলে দিলেও হাজার বার কাছেই ফিরে আসে।
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, কাওকে না পেয়েও এতো বেশি ভালোবাসা যায়,
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না যার মধ্যে জীবনের সকল সুখ নিহিত, তার মধ্যেই /জন্যই জীবনের সকল কান্নার জন্ম,
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানের শব্দ গুলোও তীরের মতো বিধতে পারে বুকে,
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানগুলোও একাকিত্বের সঙ্গী হয়,
তাকে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না, গানের লাইন ও এত সুন্দর হয়।
আজ তাকে আপন করে পাই নি তবে আপন করে পেয়েছি আপনার গানগুলো আর তার দিয়ে যাওয়া হাজারো স্মৃতি,
তার কাছে এখন অনেকেই আপন হবে, তবে আমার কাছে শুধু আপনার গান আর তার দেওয়া স্মৃতিগুলোই আপন হয়ে থেকে যাবে,
ভালোবাসা অবিরাম🥀🥀🥀
তেমন একটা অপ্রত্যাশিত বোধ নিয়ে জীবনটা চোখের সামনে এসে দাড়ায়
নিজের জন্ম নেয়া আর নিজেকে জন্ম দেয়া’র মাঝে এক বিস্তর তফাৎ আছে
ভালবাসা অবিরাম প্রিয় ভাই,
নিঃসঙ্গ নিরবতার মাঝে,
তোমার এই ছন্নছাড়া সৃতিচারণ।
বড্ড আফনসুরে বেজে যায়?
আর বুকের ভেতরটা...
ভেঙেচুরে চুরমার হয়ে যায়।
Vai....kolijay dag kate vai....
Vlobasa obiram apnr jonno....
Soriler posom guli sb darai gese vai...
Kichu bolar vasa nai....love you vai...
Jotil hoise vai... Asadaron akta proyem... Khuov valobasi apnak vai... 💞💞💞💞Evan Vai.. 💞💞
আসলেই স্মৃতি ছাড়া সব কিছুই মানিয়ে নিয়েছি😥💔
এইডা কি লিখলেন দাদা! খুব দেখতে ইচ্ছে করছে আপনাকে। আপনার কাছ থেকে আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে যাই দাদা। জীবনে তেমন কোন বড় সাহিত্যকের ভক্ত হত পারি নি ঠিকি। তবে এই অধমের জীবনে একজন সাহিত্যিক আজীবন বড় হয়ে থাকবেন। তিনি এমনই একজন ব্যাক্তিত্ব যাকে দূর থেকে কাছ থেকে মন থেকে শুধু শ্রদ্ধাভরে সালাম জানাতে ইচ্ছে করে খুব। ক্লাস নাইনে ইংরেজি প্রাইভেট টিউটর শ্রদ্ধেয় জসীম স্যার, এক ব্রিটিশ লেখকের (নাম মনে করতে পারছি না) দুইটা লাইন ক্লাসে বলেছিলেনঃ "We are twin compasses.
You are the fixed one, I am the moving one"
এই লাইন দুটি অনেকবার প্রয়োগের (কল্পনায়) চেষ্টা করেছি অনেকের উপরে বারংবার ব্যার্থ হয়েছি। কারন যাদেরকে ফিক্সড অন ভাবতাম, পরোক্ষনেই আবার তাদেরকে ঐ যাগার অযোগ্য মনে হত। কিন্তু যতবারই আপনাকে কল্পনায় এনে, প্রয়োগ করেছি একজন সাহিত্যিক, একজন ব্যাক্তিত্ব, একজন প্রতিনিধিত্ব, একজন শিল্পী, একজন ভাই, একজন প্রিয় মানুষ, একজন প্রিয় শিল্পী, একজন প্রিয় কবি, একজন জনদরদী, একজন সাধারন মানুষ,একজন অতি-সাধারন মানুষ, একজন অসাধারন মানুষ, একজন সূযোগ্য সন্তান, একজন বাবা মায়ের গর্ব এবং আমার জন্য একজন জীবন্ত আদর্শ (আমার প্রথম আদর্শ হযরত মোঃ (সঃ), দ্বিতীয় আমার বাবা এবং তৃতীয় আদর্শ আমার ভাই জুনায়েদ ইভান) হিসেবে প্রত্যেক কাতারেই আপ্নার থেকে যোগ্য ব্যাক্তি আর কাউকে ভাবতে পারি নি। আপ্নি একজন জীবন্ত কিংবদন্তি দাদা, স্যার আইয়ুব বাচ্চু একবার বলেছিলেন যে, আমরা কিংবদন্তিদের বেচে থাকতে চিনি না, যোগ্য সম্মান দিতে পারি না রাস্ট্রীয় ভাবে। আমারও কেন যেন মনে হচ্ছে আমরা একজন কিংবদন্তি জুনায়েদ ইভানকে চিনতে পারছি না। আপ্নার যোগ্যতা বিচারের যোগ্য আমি নই, তবে বারংবারই আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে আপনাকে সেরাদের সেরা, প্রিয়দের সেরা স্থানে কল্পনা করতে করতে আবার নতুন করে নিজেকে আবিস্কার করি নতুন ভাবে, তারপরে আবারও আপনার অজান্তেই আপনার নিমন্ত্রনে আমি আমন্ত্রিত হয়ে যাই। প্রথমবার আপনার সাথে যেদিন এয়ারটেইল প্রেসেন্ট একটা কন্সার্টে দেখার সূযোগ হয়েছিলো সেদিনই স্টেজে উঠার ঠিক আগ মূহুর্তে সব সিকিউরিটি কে উপেক্ষা করে আপ্নার পা ছুয়ে সালাম করতে গিয়ে আবেগে পা জড়িয়ে ধরেছিলাম। সিকিউরিটি গার্ডরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলো। সবাই পাগল খেতাবে ভূষিত করেছিলো। সূযোগ পেলে আবারো পা ছুয়ে সালাম করতে চাই। এরকম পাগলামী আমি বার বার করতে চাই গুরু। যাই হোক দাদা এই অধমের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আংকেল আন্টিকে আমার সালাম দিবেন। তাদের প্রতি আমি আজীবন চিরকৃতার্থ থাকবো আমাদেরকে একজন "জুনায়েদ ইভান" নামের ভাই উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম।
_সাকলাইন মোস্তাক
আহা! শুনতে ইচ্ছা করে বারবার👌
ভালবাসা নিরন্তর ভাই❤❤❤
আমার মানুষটা অন্যের সাথে জীবন কাটাচ্ছে!
কেন আমি তাকে পেলাম না
এই দুইটা লাইন প্রতিনিয়ত মানুষকে অসুস্থ করে তুলছে!
1st Comment, love you evan bhai ❤❤
কথাগুলো বারবার শুনতে ইচ্ছে করে ভাই🥰🥰🥰 ভালোবাসা অবিরাম 🖤🖤🖤🖤
ধন্যবাদ ইভান ভাই..
ভালোবাসা রইলো ❤
Love u Evan bhai 🖤🖤(Ashes)✌🥰
কি বলবো কোনো ভাষা নেই ভাইয়া_ এতো অসাধারণ কথা কোথায় পাও?
ভালবাসার আরেক নাম জুনাইদ ইভান ভাই।😍😍❤❤❤
ওয়াও অসাধারন ভাইজান ভালোবাসা নিবেন প্রিয় ভাই
আহা ভাই কি লিখলেন এটা মন ছুঁয়ে গেলো ❤অসাধারণ
অসম্ভব সুন্দর ❤❤❤
ভাই তোমার কাছে ছোট ভাই হিসেবে একটা আবদার রাখবো ,সামনে ফেব্রুয়ারি মাসে বই মেলেই যেনো জুনায়েদ ইভান এর লেখা কোনো বই পাই । আর এটা আশা করি যে সেই বইটা হবে বেস্ট সেলার।
বইটার নাম হবে জীবনের শার কথা ।
আমাদের কাছে আপনার প্রতি ভালোবাসাটা আবেগ এই রয়ে গেলো , এই মহান মানুষটিকে আর ছুয়ে দেখা হলো নাহ।😔😔😔😔😔💕
কোথাও একটা হারিয়ে গিয়েছিলাম ❤
ভালোবাসার একজন মানুষ 🙂❤️
স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয়; পিছু ছাড়ে না। 👌🖤
জুনায়েদ ইভান ভাই তুমি সেরা ভাই অসাধারণ ভাই কলিজার ভাই
Balobashar bai❤❤❤❤ nijar jonno gan ar w8 korlam
অসাধারণ ভাই অসাধারণ কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে
ভাইয়ের গানগুলো যারা শুনে তারাও একরকমের বিশেষ মানুষ
Valobasar prio, Zunayed Evan bhai
ভাই অনেক ভালো লিখেছেন। কবিতাটা শুনে জীবনের অনেক সৃতি ও ঘটনা মনে নারা দিয়ে উঠেছে।
কবিতার লাইনগুলো কঠিন হলেও ভেতরটা খুব সুন্দর ।
ভালোবাসা অগনিত তোমার প্রতি প্রিয় ভাই
তাড়াহুড়া নেই, বদলে গেছে গন্তব্য........!!
🎂 শুভ জন্মদিন "জুনায়েদ ইভান"💙💙
🎂 শুভ জন্মদিন "মানবতার ফেরিওয়ালা"🥀🥰
🎂 শুভ জন্মদিন "কোটি যুবকের হৃদেয় স্পন্দন" 🌺😍
আজ জন্মদিন উপলক্ষে সব গুলো গান শুনলাম লাভ ইউ " ইভান ভাই "🥰🥰
কি লিখবো এটাই ভাবতেছি আমি হতভম্ব হয়ে গেছি 😍😍
স্মৃতি খুব বেহায়া স্বভাবের হয়, পিছু ছাড়ে না।
সেরা ছিল ভাই। ভালবাসা নিবেন
Vai kn Jani Sei kharp lgtse....
Apnr ei kotha gula situation er sathe Jai...😢😢❤❤❤❤
- ভাই কি বলবো ভাষা হারায় ফেলছি..!
ভালোবাসি ভাই আপনাকে..!-❤❤🙂
ভালোবাসার মানুষ জুনায়েদ ইভান ভাইয়া❤❤
আরে বাহ্! দারুন কবিতা ভাই! লাইনগুলো।
❤❤ ভালোবাসা রইলো ভাই ❤❤
Vai,,amar ador makha valobasa niyo,,,Tumi jai bolo,,,tai mone dhore jay,,,love u so much,,,tomare,,,,r tomar mukher proti kothagulo k....
Valobasi vai 🖤🍂
অসাধারণ লিখেছেন "জোনায়েদ ইভান" ভাই
Bhai ❤️
কমেন্ট বক্সে উঁকি মেরে আমি এসব মানুষ দেখতে পাই কিছু জীবন্ত মানুষের আর্তচিৎকার 😢💔
ভালোবাসার মানুষ জুনায়েদ ইভান ভাই 🖤
জীবনের অনেক বড় শিক্ষা পেলাম ভাই❤সৃতি কে নতুন করে চিনতে শিখলাম
স্মৃতি ছাড়া আর সবকিছু মানিয়ে নিয়েছি বেশ🥰
স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয় পিছু ছাড়ে না।🥀
আপনি সব সময়ই সবার উপরে।
আপনাকে নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই।
ভালোবাসি❤
Sriti bro behaiya vulte chaile o vulte dey na.. Valobasa oviram vai❤❤❤❤
Nostalgic kore dilen vai
কিছু বলার ভাষা নাই। শুধু অনুভব করে গেলাম।
🖤U😘
Vai boi chai....agami boi melay💝
মানুষ কখনো না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না.! মানুষ পেয়ে আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে। না পাওয়ার চেয়ে, পেয়ে হারানোর যন্ত্রণা কঠিন !!
হ্যা... কোথাও না কোথাও টুকরো টুকরো সব স্মৃতির হিসেব দিতে হয় 😥😥
Valobashi vhai🌺❤️onk onk onk🤗
ভাই আপনি সেরা,,, অনেক সুন্দর হয়ছে ভাই,,, ভালোবাসা ভাই❤
প্রিয় জুনায়েদ ইভান ভাই
ভালোবাসা নিবেন
অসম্ভব সুন্দর হয়েছে ভাই অনেক অনেক ভালোবাসা নিবেন।
স্মৃতি ছাড়া সব কিছু মানিয়ে নিয়েছি বেশ।💔💔🙂🙂🙂
Love you evan bhai....😍😍😘😘
অসাধারণ অনেক ভালো লেগেছে প্রিয় ভাই ❤❤
স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয়; পিছু ছাড়ে না! ❤
ভালোবাসি ইভান ভাই ❤
অসাধারণ কথা এবং গায়কী 👌💖
*শরীরের লুম গুলো কাটা দিয়ো উঠলো হয়তো এটাই জীবন নয়তো এটাই বাস্তবতা*
*_ধন্যবাদ প্রিয় ভাই_*
Sondur vaiye ❤❤
অপেক্ষায় থাকলাম ভাই 🖤
অনেক ভালো হয়েছে ভাই😍😍😍
সাদা কালো জীবনের মধ্যে উনার লেখা গুলো আমার কাছে বড় রঙিন লাগে,
আহ একি মায়া 🥰
এক কথায় অসাধারণ 👌👌✊
❤️🖤❤️vi kotha gulai ki jani ekta khuje pai🥺
অসাধারণ, খুব ভালো লাগছে, মন ছুয়ে গেছে প্রিয় ভাই❤❤
আদতে আমাকে এরকম একটা সাফল্যের সংঙ্গা দেওয়া হয়েছে।
যেখানে প্রবেশ করলে আমি ব্যর্থ হয়ে যাবো,
তাই তোমদের নিমন্ত্রণে নিজেকে অামন্ত্রন করি না।
লাইনগুলো আমার জন্য ছিলো 💜
আমার ও😢
সেরা ছিলো ভাই! ❤️
valobasha roilo vahi
অসাধারণ হয়েছে কলিজা
ভালোবাসা অবিরাম😍💛
নিজের জন্ম নেয়া আর নিজে জীবন জন্ম দেওয়ার মাঝে তফাত আছে😔
কথাটা জোশ
Valobasi vai apnake....
ভাই 👌👌❤💕
Love uh brother ❤️
Kobitana sai
Evan Vai na valobasa!!!🤗🤗🤗🤗
লিরিক গুলা অস্থির ভাই