আমার ছেলে আপনার ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখে। ও ৮ম শ্রেণিতে পড়ে। তবুও ও ঐ সম্পর্কে নিখুঁতভাবে আমাকে বোঝাতে পারে। শুরু থেকে ও আপনার ভিডিও দেখতো। এই ১ম কমেন্ট করলাম
আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আপনার ভিডিও এর সব বিষয় না বুঝলেও, যা বুঝি তা খুবই ভালো লাগে। এর জন্য আমার ফিজিক্সের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। অনেক অনেক শুভকামনা রইল। LOVE FROM SATKHIRA❤❤
দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি । আমার শিক্ষাগত যোগ্যতার খুব কম কিন্তু আপনার ভিডিও দেখে আমি নতুন নতুন কিছু শিখতে পেরেছি আমার আজ থেকে 1 বছর আগে এই সব নিয়ে কোনো ধারণা ছিল না আমি শুধু পৃথিবী আর চাঁদ ছাড়া আর কোনো কিছুর সম্পর্কে কিছুই বুঝতাম না আপনার জন্য এত নতুন নতুন গ্রহর সম্পর্কের বিষয়ে জানতে পেরেছি ধন্যবাদ বিজ্ঞাঁপাইছি ধন্যবাদ জুম্মন স্যার ❤❤
Ami banijyo bivager chhatro kintu biggan er proti valobasa r tomar uposthapona amar kache biggan ke aro sohoj o agroho briddhi koreche Onek Valo basa roilo epar theke
ইউটিউব এ অনেক ভিডিও কিন্তু আপনার ভিডিও বুঝতে সহজ হয়। আমি দীর্ঘ দেড় বছর আগে থেকে আপনার ভিডিও গুলো। আপনার ইউটিউব এর সবগুলো ভিডিও দেখা। শেষ। ভালোবাসা থাকলো সিরাজগঞ্জ থেকে❤
খুব সুন্দর উপস্থাপন। সব কিছুই আলো দিয়ে তৈরী। সেজন্য সব ফ্রিকোয়িনসিতে যে মানুষ গ্রহন করার যোগ্যতা অর্জন করেন তারাই সবই আলোকময় দেখেন। মনের বিশুদ্ধ অবস্থান এ সব কিছুই আলোকময় দেখায়। সব কিছুই আলোকময়।
Jumban da ami India thakay bolchi Ami tomar channel er akjon subscriber.... Tumi ato valo vabey scientific video gulo uposthapona koro amar khub khub bhalo lagay.
আপনার তৈরী ভিডিও সব সময় ভালো লাগে কেননা এতে প্রচুর materials থাকে। সারবত্তা ও গুনগত মান যথেষ্ট পরিমাণে থাকে। ভালো না লাগার কোন কারণ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বানানো ভিডিও দেখে আমার বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ নিয়মিত এমন ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️ কমেন্টটি ভালো লাগলে লাইক দিয়েন
অনেক ভালো লাগলো, আপনার ভিডিও দেখে নতুন একটা বিষয় জানতে পারলাম তা হলো অন্ধকার কি? এতদিন ভেবে পাচ্ছিলাম না যে আসলে অন্ধকার কি? এইমাত্র আপনার ভিডিও দেখে খুঁজে পেলাম যে অন্ধকার আসলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আমার দৃষ্টির সীমাবদ্ধতাই হলো আলো অন্ধকার, আমার চোখ যতোটুকু ওয়েব ডিটেক্ট করতে পারে তাই আলো আর যতোটুকু ওয়েব ডিটেক্ট করতে পারেনা তাই হলো অন্ধকার। তাহলে অন্ধকারও ওয়েব দ্বারাই গঠিত। ধন্যবাদ
জুম্মন ভাই আমরা শুনেছি মোবাইল টাওয়ার ফ্রিকোয়েন্সি রেডিয়েশন নাকি আমাদের ক্যান্সার ঝুঁকি থাকে টিভিতে শুনেছি আমরা। এখন জানিনা তারা কতটুকু সত্য বললো। তবে আপনারটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে।
আপনার চ্যানেলের ভিডিও দেখে আমি পদার্থ বিজ্ঞানকে সম্পর্কে অনেক কিছু জানতে পারি।😊 আপনি যে সকল বিজ্ঞান বিষয়ক ভিডিও ছাড়েন সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে।😊
প্রথম কথা হল ঈশ্বরের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
আপনি যে ইনফিনিটি চেন অফ সৃষ্টিকর্তার কথা বলছেন, তা যৌক্তিক নয়। কারণ এতে করে ইনফিনিটি ও আর শেষ হবে না এবং স্রষ্টা সৃষ্টি করার সুযোগ পাবেন না। যেহেতু সৃষ্টি একজিস্ট করতেছে তাই এটা ইনফিনিটি প্রসেস হতে পারে না। আর সৃষ্টির সমন্বয় ও সামঞ্জস্য এর মধ্যে আমরা যদি রেশনালি চিন্তা করি, তবে একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব ছাড়া সৃষ্টির ব্যাখ্যা করা অসম্ভব।
প্রথম কথা হল ঈশ্বরের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
২০১৫ সালে যদি আপনার আর স্টোরিহেড ভাই এর ভিডিও দেখতাম তাহলে হয়তো আজ হিসাব বিজ্ঞানের মার পেচে পড়ে থাকতে হতো না😞😞😞 এস্ট্রো ফিজিক্স হচ্ছে আমার অনেক প্রিয় একটা বিষয় যা জানার জন্য আমার মন অনেক ব্যাকুল হয়ে থাকে🥰
ভাইয়া আমি HSC তে পড়ি , আপনার বিজ্ঞান বিষয়ক ভিডিও আমি নিয়মিত দেখি , অনেক ভালো লাগে আমার ...... একটা প্রশ্ন ছিল, আপনি এই তথ্যগুলো বা এই বিষয় গুলো কীভাবে জেনেছেন? বিশ্ববিদ্যালয়ে আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাই ? এইগুলো অনার্সের পদার্থবিজ্ঞানের সিলেবাসে আছে ? আমি HSC-র পরে পদার্থবিজ্ঞান নিয়ে উচ্চতর পড়াশোনা করতে চাই , আপনি বলবেন কি অনার্স লেভেলে বাংলাদেশে পদার্থবিজ্ঞানের সিলেবাস কেমন হয় ? কোন কোন টপিক পড়ানো হয়? Please reply করবেন ভাইয়া 🙏 ভালোবাসা নিবেন, অগ্ৰীম ধন্যবাদ ❤
@@anonymoussoul3343 নাউযুবিল্লাহ সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা হয় কিভাবে? যদি তর্কের খাতিরে ধরেও নেন আল্লাহকে কেউ সৃষ্টি করেছে তাহলে যে আল্লাহকে সৃষ্টি করেছে তাকে কে সৃষ্টি করেছে। যদি এগুলা চিন্তা করেন বা আপনি যদি এভাবে ভাবতেই থাকেন তাহলে আপনার চিন্তা ভাবনা [ তার আগে জন তাকে কে সৃষ্টি করল,তার আগে জন তাকে ই বা কে সৃষ্টি করল ]- এই চিন্তা কখনোই শেষ হবে না। সর্বোপুরি কেউ না কেউ তো একজন আছেন যে সবাইকে সৃষ্টি করেছে, তাকে কেউ সৃষ্টি করে নাই, বরং সেই -ই সবাইকে তৈরী করছে, সেই হচ্ছে আল্লাহ । আমরা মুসলমানরা তাকেই সৃষ্টিকর্তা মানি এবং তার উপরেই ঈমান এনেছি। তিনি সে যিনি আরশের আজিমের উপরে বসে আছেন। কিছু প্রশ্নের উত্তর হয় না। আপনি কি বলতে পারেন? 'অ' বা 'a' বর্ণের আগে কি?! [বি:দ্র;- বর্তমান যুগে আমাদের ঈমান এমনিতেই দুর্বল এসব প্রশ্ন করে আমাদের ঈমান কে ক্ষতিগ্রস্ত করার অধিকার আপনার নাই , মুসলমানদের বিভ্রান্ত করবেন না]
@@anonymoussoul3343 আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। আল্লাহ-কে কেও সৃষ্টি করে নি। তাকে কেউ জন্ম দেন নি এবং তিনিও কাউকে জন্ম দেন নি। তিনি এমন অতিত থেকে আছেন যা কখনো শুরুই হয়নি এবং সেই ভবিষ্যত পর্যন্ত থাকবেন যা কখোনো শেষই হবে না!
@@Muzan_Jackson_YTপ্রথম কথা হল ঈশ্বরের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
আচ্ছালামুয়ালাইকুম জুম্মন ভাই আপনার এই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বানানো ভিডিও গুলো আমি নিয়মিত দেখে মুগ্ধ। রংধনু নিয়ে একটা শর্ট ভিডিও করলে আমার মনের খুদাটা মিটতো একটু।
আপনার মতে মানুষের মধ্যে থেকে ওয়েভ বের হয়।। নিশ্চয়ই সকল মানুষের ওয়েভ আলাদা আলাদা হবে।। আমরা যদি কোন ভাবে একজন মানুষের ওয়েব ডিটেক্ট করতে পারি তাহলে আমরা সেই মানুষের লোকেশন ট্র্যাক করতে পারব।।।এক্ষেত্রে আমাদের ট্রেকার এর প্রয়োজন হবে না।। আমি কি সঠিক বলেছি??? আসলে আমি এবার এসএসসি পরীক্ষার্থী এবং আপনার ভিডিও গুলো আমাকে খুব ভালো লাগে।।
Really!!!! Wow...excellent new informative video vaia....Excellent analytical and informative video vaia...Thanks again a trillions for your informative, useful and knowledgeable video vaia......😊❤❤❤❤❤❤❤
১০০ কিমি বেগে চলন্ত ট্রেনের ভিতর শূন্যে ভাসিয়ে রাখা ড্রোন কেন ট্রেনের দেয়ালে ধাক্কা খায় না এই নিয়ে বিস্তারিত ভিডিও চাই❤
ড্রোনটি ট্রেনের বাহিরে থাকলে ট্রেন দ্রুত চলে যাবে,আর ড্রোনটি ট্রেনের ভিতরে থাকলে ট্রেনের দেয়ালে ধাক্কা খায় না কেনো? এটা আমারও প্রশ্ন।
ব্যাখ্যা আমি দিতে পারবো
ট্রেনের সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতরের স্পেস ট্রেনের গতির সাথে সাথে গতিশীল।।।।।
Me to
@@rayhan4106right bro! যেমন ট্রেনে থাকা মশা মাছি ট্রেনের দেয়ালে ধাক্কা খায় না অথবা ট্রেনের ভেতরে হাত থেকে কিছু নিচে ফেললে তা বরাবর নিচে গিয়েই পড়ে!
শুরু থেকেই আপনার content quality আসলেই ভালো ভাই। বিশেষ করে এই উপমহাদেশের মধ্যে।
BigganPiC হচ্ছে এমন একটা চ্যানেল যার প্রত্যেকটা ভিডিওর জন্য আমি দুপুর 2 টায় অপেক্ষা করি❤
আল্লাহ আমাদের এই নেয়ামত গুলো হেফাজত করুন আমিন। মনটা ভরে যায় প্রিয় স্যারের ক্লাস গুলো উপভোগ করলে। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস। ❤❤❤❤❤❤❤❤
সাইন্সের কত কঠিন বিষয় এই চ্যানেলে সহজভাবে তুলে ধরা হয়,❤
যা আমরা সাধারণত বই পড়লে সব মাথার উপর দিয়ে যায়।😅
আমার ছেলে আপনার ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখে। ও ৮ম শ্রেণিতে পড়ে। তবুও ও ঐ সম্পর্কে নিখুঁতভাবে আমাকে বোঝাতে পারে।
শুরু থেকে ও আপনার ভিডিও দেখতো।
এই ১ম কমেন্ট করলাম
Good Luck!
এতো দিন পরে সত্যি বিজ্ঞান খুঁজে পাইসি ❤❤❤❤❤❤ মানে biggan pic
কাল বলেছিলেন, 1 টার সময় নতুন ভিডিও আসবে, তাই আজ সকাল থেকে আপনার ভিডিও দেখার জন্য খুবই উগ্রিব ছিলাম ❤
Love from India
ভাল আমি কাতার প্রবাসি বাংলাদেশি, মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ ভিডিও চাই, ধন্যবাদ, এখনো পর্যন্ত আামর কাছে আপনার চ্যানেলটা সবচেয়ে ফেভারিট,
বাংলাদেশের সব চাইতে ভালো শিক্ষামূলক চ্যানেল ❤️
আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আপনার ভিডিও এর সব বিষয় না বুঝলেও, যা বুঝি তা খুবই ভালো লাগে। এর জন্য আমার ফিজিক্সের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। অনেক অনেক শুভকামনা রইল। LOVE FROM SATKHIRA❤❤
আমিও ৮ম শ্রেণির
amio. BCPSC
amio class 8 e pori.
Amio class 8
দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি ।
আমার শিক্ষাগত যোগ্যতার খুব কম কিন্তু আপনার ভিডিও দেখে আমি নতুন নতুন কিছু শিখতে পেরেছি আমার আজ থেকে 1 বছর আগে এই সব নিয়ে কোনো ধারণা ছিল না আমি শুধু পৃথিবী আর চাঁদ ছাড়া আর কোনো কিছুর সম্পর্কে কিছুই বুঝতাম না আপনার জন্য এত নতুন নতুন গ্রহর সম্পর্কের বিষয়ে জানতে পেরেছি ধন্যবাদ বিজ্ঞাঁপাইছি ধন্যবাদ জুম্মন স্যার ❤❤
জ্ঞান অর্জন করার সময় জীবনভর।
@@SabinaYeasmin-i3q
Absolutely Right
অসাধারণ পুরা HSC র পর্যাবৃত্তগতি , তরঙ্গ বা ভৌত আলোকবিজ্ঞান পরেও তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সম্পর্কে ফিল করতে পারি নি যতটা এই ভিডিওতে করতে পেরেছি ।
Ami banijyo bivager chhatro kintu biggan er proti valobasa r tomar uposthapona amar kache biggan ke aro sohoj o agroho briddhi koreche
Onek Valo basa roilo epar theke
বিজ্ঞানপাইসি মানেই - নতুন এক রোমাঞ্চ,নতুন এক বিস্ময় আর নতুন এক অভিজ্ঞতা!
Biggan pic মানেই অজানাকে জানার আগ্রহ
ইউটিউব এ অনেক ভিডিও কিন্তু আপনার ভিডিও বুঝতে সহজ হয়। আমি দীর্ঘ দেড় বছর আগে থেকে আপনার ভিডিও গুলো। আপনার ইউটিউব এর সবগুলো ভিডিও দেখা। শেষ। ভালোবাসা থাকলো সিরাজগঞ্জ থেকে❤
দারুন!! আপনার তৈরি ভিডিওগুলো খুবেই তথ্য পূর্ণ। এতে ছাত্রছাত্রী ও শিক্ষক সকলেই উপকৃত হবে।
Assalamualaikum vai.apnar tottho gulo islamer sathe mile jay.Mohan Allah apnar ganke aro bariye dik .amin
This is the most qualified and study based science channel in Bangla language. Thank you brother.
ভাই আপনি বেশি করে মহাকাশ সম্পর্কিত ভিডিও বানাবেন প্লিজ..আপনার থেকে সৌরজগতের এবং সমস্ত মহাকাশ গবেষক জাতিয় ভিডিও বেশি ভালো লাগে❤
খুব সুন্দর উপস্থাপন। সব কিছুই আলো দিয়ে তৈরী। সেজন্য সব ফ্রিকোয়িনসিতে যে মানুষ গ্রহন করার যোগ্যতা অর্জন করেন তারাই সবই আলোকময় দেখেন। মনের বিশুদ্ধ অবস্থান এ সব কিছুই আলোকময় দেখায়। সব কিছুই আলোকময়।
Jumban da ami India thakay bolchi Ami tomar channel er akjon subscriber.... Tumi ato valo vabey scientific video gulo uposthapona koro amar khub khub bhalo lagay.
ভাই আপনি যেদিন ভিডিও দেন ওই দিনটা আমার খুব ভালো কাটে......
আপনার তৈরী ভিডিও সব সময় ভালো লাগে কেননা এতে প্রচুর materials থাকে। সারবত্তা ও গুনগত মান যথেষ্ট পরিমাণে থাকে। ভালো না লাগার কোন কারণ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Vai,apni Teacher holey khub valo korben.... 😊
আপনার বানানো ভিডিও দেখে আমার বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ নিয়মিত এমন ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️ কমেন্টটি ভালো লাগলে লাইক দিয়েন
Sem vai
এত কঠিন বিষয় কত সহজ ভাবে বুঝিয়ে বলেন, মাশাআল্লাহ..
ভাই, ১ টা ভিডিও তে আপনাকে দেখতে চাই।
QnA ভিডিওগুলো দেখুন
ব্রাভো ছোট ভাই, এগিয়ে যাও
অনেক ভালো লাগলো, আপনার ভিডিও দেখে নতুন একটা বিষয় জানতে পারলাম তা হলো অন্ধকার কি? এতদিন ভেবে পাচ্ছিলাম না যে আসলে অন্ধকার কি? এইমাত্র আপনার ভিডিও দেখে খুঁজে পেলাম যে অন্ধকার আসলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আমার দৃষ্টির সীমাবদ্ধতাই হলো আলো অন্ধকার, আমার চোখ যতোটুকু ওয়েব ডিটেক্ট করতে পারে তাই আলো আর যতোটুকু ওয়েব ডিটেক্ট করতে পারেনা তাই হলো অন্ধকার। তাহলে অন্ধকারও ওয়েব দ্বারাই গঠিত। ধন্যবাদ
ওয়েভ*
জুম্মন ভাই আমরা শুনেছি মোবাইল টাওয়ার ফ্রিকোয়েন্সি রেডিয়েশন নাকি আমাদের ক্যান্সার ঝুঁকি থাকে টিভিতে শুনেছি আমরা। এখন জানিনা তারা কতটুকু সত্য বললো। তবে আপনারটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে।
টিভি এবং মোবাইল আমিও এরকম অনেক ভিডিও দেখেছি কিন্তু তাদের যদি জিজ্ঞেস করা হয় যে ইলেক্ট্রো ম্যাগনেটিক ওয়েব কি তারা বলতেই পারেনা
Jumman bhai, apni amar idol♥️
আপনার প্রতি অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রইল এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ❤❤❤❤
Amar sir apnar video suggest korechilo. Apnar video dekhe onek question solve hoise
আপনার চ্যানেলের ভিডিও দেখে আমি পদার্থ বিজ্ঞানকে সম্পর্কে অনেক কিছু জানতে পারি।😊 আপনি যে সকল বিজ্ঞান বিষয়ক ভিডিও ছাড়েন সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে।😊
Ekhoni Ei Bishoy Vabtisilam Sir. Ar Apnar Video Hajir. Mad Respect.
❤❤সৌরজগতের বাহিরের গ্রহ, নক্ষত্রের নামকরণ কিভাবে করা হয়। তা নিয়ে ভিডিও চাই ❤❤
JOMMON VAYYA APNER VOICETA ONEK ONEK SOMODOR.THANKS.
এমনই ভিডিও রেগুলার চাই...
One of the rare science channel without music. Madrasa students can be benefited. May Allah grant you long life.❤❤❤
R8 ❤
If explain evulsion??? 😅😅😅
আমার পছন্দের ইটারেস্টিং টপিক রেডিয়েশন❤
আল্লাহ আমাদের চোখকে কত নিখুঁত করে সৃষ্টি করেছেন তা অনুভব করলাম
দাদা জোছ লাগছে এমন ভিডিও অারো চাই দাদা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌
You are the best scientific content creator in Bangladesh.
অনেক অপেক্ষার পর নতুন ভিডিও পেলাম। আপনি চেষ্টা করবেন সাপ্তাহে কমপক্ষে দুইটি ভিডিও দেওয়ার। Thank you ❤❤❤.
দিনে ২ টা চান ভাই। ভিডিও বানাতে কোন সময় লাগে নাকি?
কি সুন্দর ও শৃঙ্খল মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ❤❤❤
এটা তো মানুষ সৃষ্টি করলো। বিজ্ঞানীদের একটু দাম দেওয়া শিখেন।
প্রথম কথা হল ঈশ্বরের সাথে
ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে
খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না
মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
খুবেই শিক্ষনীয় ভিডিও
From basics to advance... Nice 😊
মাশআল্লাহ এত নিখুঁত সামঞ্জস্য ও সমন্বয়ের পরও কি আমরা আল্লাহকে বিশ্বাস করবো না? আপনার চ্যানেলটি আমি খুবই পছন্দ করি।
না, কারণ আল্লাহকে যে বানাইছে, তার কি বুদ্ধি সেটা চিন্তা করেন তো? আবার তারে যে বানাইছে তার কি বুদ্ধি? ভাবা যায়?
আপনি যে ইনফিনিটি চেন অফ সৃষ্টিকর্তার কথা বলছেন, তা যৌক্তিক নয়। কারণ এতে করে ইনফিনিটি ও আর শেষ হবে না এবং স্রষ্টা সৃষ্টি করার সুযোগ পাবেন না। যেহেতু সৃষ্টি একজিস্ট করতেছে তাই এটা ইনফিনিটি প্রসেস হতে পারে না। আর সৃষ্টির সমন্বয় ও সামঞ্জস্য এর মধ্যে আমরা যদি রেশনালি চিন্তা করি, তবে একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব ছাড়া সৃষ্টির ব্যাখ্যা করা অসম্ভব।
প্রথম কথা হল ঈশ্বরের সাথে
ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে
খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না
মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
২০১৫ সালে যদি আপনার আর স্টোরিহেড ভাই এর ভিডিও দেখতাম তাহলে হয়তো আজ হিসাব বিজ্ঞানের মার পেচে পড়ে থাকতে হতো না😞😞😞
এস্ট্রো ফিজিক্স হচ্ছে আমার অনেক প্রিয় একটা বিষয় যা জানার জন্য আমার মন অনেক ব্যাকুল হয়ে থাকে🥰
দাদা আপনার ভিডিওটি খুব ভালো হয় দেখতে একদম আপনি সুন্দর ভাবে বুঝিয়ে দেন আপনার কথাগুলো খুব সুন্দর।
শুক্রবারের আনন্দ বাড়িয়ে দিল বিজ্ঞান পাইছি
Apnar video oneK informative
অসাধারণ
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষার অভাব হচ্ছে।
আল্লাহ যেন উত্তম প্রতিদান দিন
স্যার আপনি যেভাবে এক্সপ্লেইন করেন , আপনি যদি অ্যাকাডেমিক লেভেলের ফিজিক্স এর এরকম ভিডিও চিত্রের মাধ্যমে ক্লাস নেন তাহলে খুব উপকার হবে ❤
Thanks vaiya, onek information pelam
সবগুলো ভিডিও অনেক ভালো লাগে❤
Subhanallah.
How perfect the creation is❤❤🫠
তাহলে চিন্তা করেন তারে যে বানাইছে, তার কি বুদ্ধি, তাকেও যে বানাইছে তারই বা কি বুদ্ধি, কন্টিনিউ......
ভাইয়া আমি HSC তে পড়ি , আপনার বিজ্ঞান বিষয়ক ভিডিও আমি নিয়মিত দেখি , অনেক ভালো লাগে আমার ...... একটা প্রশ্ন ছিল, আপনি এই তথ্যগুলো বা এই বিষয় গুলো কীভাবে জেনেছেন? বিশ্ববিদ্যালয়ে আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাই ? এইগুলো অনার্সের পদার্থবিজ্ঞানের সিলেবাসে আছে ? আমি HSC-র পরে পদার্থবিজ্ঞান নিয়ে উচ্চতর পড়াশোনা করতে চাই , আপনি বলবেন কি অনার্স লেভেলে বাংলাদেশে পদার্থবিজ্ঞানের সিলেবাস কেমন হয় ? কোন কোন টপিক পড়ানো হয়?
Please reply করবেন ভাইয়া 🙏
ভালোবাসা নিবেন, অগ্ৰীম ধন্যবাদ ❤
সুবহানাল্লাহ আল্লাহ তায়ালা কত নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ❤❤
❤❤❤❤
তাহলে বুঝেন আল্লাহকে যে সৃষ্টি করেছে তার কি ক্ষমতা। ভাবাই যায় না।
@@anonymoussoul3343 নাউযুবিল্লাহ সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা হয় কিভাবে?
যদি তর্কের খাতিরে ধরেও নেন আল্লাহকে কেউ সৃষ্টি করেছে তাহলে যে আল্লাহকে সৃষ্টি করেছে তাকে কে সৃষ্টি করেছে। যদি এগুলা চিন্তা করেন বা আপনি যদি এভাবে ভাবতেই থাকেন তাহলে আপনার চিন্তা ভাবনা [ তার আগে জন তাকে কে সৃষ্টি করল,তার আগে জন তাকে ই বা কে সৃষ্টি করল ]- এই চিন্তা কখনোই শেষ হবে না। সর্বোপুরি কেউ না কেউ তো একজন আছেন যে সবাইকে সৃষ্টি করেছে, তাকে কেউ সৃষ্টি করে নাই, বরং সেই -ই সবাইকে তৈরী করছে, সেই হচ্ছে আল্লাহ । আমরা মুসলমানরা তাকেই সৃষ্টিকর্তা মানি এবং তার উপরেই ঈমান এনেছি। তিনি সে যিনি আরশের আজিমের উপরে বসে আছেন।
কিছু প্রশ্নের উত্তর হয় না। আপনি কি বলতে পারেন? 'অ' বা 'a' বর্ণের আগে কি?!
[বি:দ্র;- বর্তমান যুগে আমাদের ঈমান এমনিতেই দুর্বল এসব প্রশ্ন করে আমাদের ঈমান কে ক্ষতিগ্রস্ত করার অধিকার আপনার নাই , মুসলমানদের বিভ্রান্ত করবেন না]
@@anonymoussoul3343 আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। আল্লাহ-কে কেও সৃষ্টি করে নি। তাকে কেউ জন্ম দেন নি এবং তিনিও কাউকে জন্ম দেন নি। তিনি এমন অতিত থেকে আছেন যা কখনো শুরুই হয়নি এবং সেই ভবিষ্যত পর্যন্ত থাকবেন যা কখোনো শেষই হবে না!
@@Muzan_Jackson_YTপ্রথম কথা হল ঈশ্বরের সাথে
ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে
খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না
মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
Vai oboseshe Amar request rakhlen..onek comment kotechi ei electro magnetic radiation video tar jonno.. thank you ❤❤❤
এল নিনো সম্পর্কে একটি ভিডিও চাই। ❤❤❤
❤ I love the ' unique ' style of your explanation. You are doing a great job.
মাশাআল্লাহ অনেক কিছু জানতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ উপস্হাপনা।
ভিডিও টি অনেক তথ্য সমৃদ্ধ ও সহজ। টাইটেল আরও আকর্ষণীয় হলে আরও বেশি লোক দেখত বলে আমার মনে হয়। ধন্যবাদ।
ভাইয়া একটা অনুরোধ বাংলাদেশে যে ভয়ানক ভূমিকম্প আসতে চলেছে সেটা নিয়ে একটা ভিডিও বানান
সীমাবদ্ধতা য়েন আশিরবাদ❣️
Please make a video on : Who invented vectors and why?
Wonderful documentary for easy understanding.
জুম্মান ভাই ! আগামী ভিডিওটি আপনি artificial intelligence নিয়ে তৈরি করুন তাহলে বেশি ভালো হবে আমার মনে হয় 😊
প্রত্যেকটা ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।ধন্যবাদ ভাই
অনু ও পরমানু নিয়ে একটি ভিডিও বানান প্লিজ ❤❤❤
আমিও।
খুব সুন্দর ভাই 🌱🌱🌳🌳🌿🌷🌷💚💚,,
শুভকামনা ভালবাসা নিরন্তর 🌷🌷🌿🌿💚💚💓💓🎶🎶🎵🎵♩🎵
আচ্ছা আপনি ছোটদের জন্য মানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যদি কিছু ভিডিও করতেন। তবে ভালো হতো
আমার দেখা সেরা বিজ্ঞান বিশারদ 💚।লাভ ইউ জুম্মান ভাই
মাশাআল্লাহ। সত্যই অসাধারন ভাই । অনেক কিছু জানতে পারি ভাই আপনার থেকে। ❤❤❤
ধন্যবাদ ভাই নতুন ভিডিওর অপেক্ষায় ছিলাম❤
I am curious about electromagnetic waves.Thanks for the video.Your every video enriches the youtube.
অসাধারণ। ভারত থেকে❤
প্রথম থেকে আপনার ভিডিও দেখে আসছি
জুম্মান স্যার থেকে অনেক কিছু শিখলাম ☺️
চমৎকার ও মজার বিষয়💙❤️
আচ্ছালামুয়ালাইকুম জুম্মন ভাই
আপনার এই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বানানো ভিডিও গুলো আমি নিয়মিত দেখে মুগ্ধ।
রংধনু নিয়ে একটা শর্ট ভিডিও করলে আমার মনের খুদাটা মিটতো একটু।
ভাইয়া,
তরঙ্গ নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেন।
Unique bhai.go on wish ur more success
One of the best video ❤❤❤❤
Khub sundor kore bojha gelo ,thank you 💖
খুব ভালো লাগলো 🥰🖤🥀
Presentation is very clear 👌
very informative video
Excellent analysis about radiation
TNX FOR THIS INFORMATIVE VEDIO💟❤️💜
অনেক শিক্ষনীয় ভিডিও 🥰🥀
পদার্থবিজ্ঞান = জুম্মান ভাই + ইমতিয়াজ ভাই 🖤✨
রাতের বেলা অনেক প্রাণী দেখতে পায়? তা কিভাবে?? /❤
I love the way that you go....
আপনার মতে মানুষের মধ্যে থেকে ওয়েভ বের হয়।। নিশ্চয়ই সকল মানুষের ওয়েভ আলাদা আলাদা হবে।। আমরা যদি কোন ভাবে একজন মানুষের ওয়েব ডিটেক্ট করতে পারি তাহলে আমরা সেই মানুষের লোকেশন ট্র্যাক করতে পারব।।।এক্ষেত্রে আমাদের ট্রেকার এর প্রয়োজন হবে না।। আমি কি সঠিক বলেছি??? আসলে আমি এবার এসএসসি পরীক্ষার্থী এবং আপনার ভিডিও গুলো আমাকে খুব ভালো লাগে।।
পৃথিবীর ভর, আয়তন নির্ণয় সম্পর্কিত বিস্তারিত ভিডিও চাই
Really!!!! Wow...excellent new informative video vaia....Excellent analytical and informative video vaia...Thanks again a trillions for your informative, useful and knowledgeable video vaia......😊❤❤❤❤❤❤❤
You are the best dear.