Mala | Audio | Anjan Dutt
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Listen to Mala sung by Anjan Dutt.
Song Credit:
Song: Mala
Album: Purono Guitar Modern Songs Anjan Dutt
Artist: Anjan Dutt
Music Director: Anjan Dutt
Lyricist: Anjan Dutt
Song Lyrics:
তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে
নিয়ে হাজার বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;
বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাও
আমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে!
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...
তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল,
আজ ১২ই মে, তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল।
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া
রেনী পার্কের সংসার,
তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে
তোমার ঘরে নিয়েহাজারো বিদেশি উপহার।
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে
পড়ছে কি মনে তোমার,
এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে
জীবন থেকে আমার।
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে,
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা
তোমার হাঁটা চলা সোফিয়া লরেন,
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়
অভিমান অপর্না সেন।
বৃষ্টি এলে চলে যাও জয়সালমির
শীতকালে গোদাই ক্যানাল,
দমদমে নামলে তোমারই বাড়িতে
কফি খায় ইমরান খান।
তোমার জন্য ওবেরয় ভাইদের
দরজা সদাই খোলা,
সাতার শেখার আলিয়ঁস ফ্রাঁসে
দিনগুলি ঘেরা।
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনে ভেতর ঘুমের ঘোরে,
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মোড়
বাসস্টপে দুপুর বেলায়,
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান
শোনাতাম আমি তোমায়।
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন
যেভাবে হোক যেমন করে,
ছিলনা যে কিছুই বেঁচার আমার
গেলাম তাই যে হেরে।
আজ রেইব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ
লুকোতে পারবে না,
এন্টালী সিনেমার পেছনের বস্তির
মৌলালির মালা,
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে,
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা
আমি চিনি,
আমি জানি তোমাকে,
তোমাকে....
how can a song relate so much!
এসো আবার ২০২৪ এ শুনে নাও সেই পুরোনো ইউনিভার্সিটি জীবনের সুখস্মৃতি।
খুব খুব খুব ভাল। আরও চাই অঞ্জন দত্ত
Khoob valo laglo
Very beautiful💖
❣❣❣❣
Ohhh que linda me gusta mucho
Ekhono eto sundor voice bhabte parchina anchan dupur ar relingta ekhono bhishan kosto dei abar ekta kostodayok gan abossoi ananda dei abong kosto bhulie dei elmato gan thanks
Saregama needs to understand this is not rabindrasangeet.. Lovely song inspired by the original english song
Nice.
Apurbo tulona nei
আজ বারোই,,, মে
🙏💙💙💙💙💙💙💙🙏
ফিরে ফিরে আসে ১২ই মে!
আজ বারোই মে
As a well renowned , well established TH-cam music channel, its disappointing and heartbreaking to see that you don't provide correct information about songs origin to general listeners. Its a crime against music. This song is 99% influenced by the 1969 song from Peter Sarstedt - Where Do You Go To My Lovely. This is a disrespect to listeners , original song composers, the song and to Anjan Dutt himself. Please do provide this information on every piece of music you share with listeners. Cheers !
Aji malar din..
❤❤❤❤❤❤❤❤❤❤❤
amar name ar song bole chole asechi sunte 😂😂😂
Bob dilan of Bangla
K c dey bhajans
depression and frustration of time and place and the world with fragrance of invisible source and colour and dress and so many things and still things bother sometimes and imagination and the nexus between that and life and leaving the place and lost
খুব সুন্দর..আমি কবিতা পাঠ করি😊আমার ছবিতেclick করে আমার এই ছোট্ট কবিতার channel টি থেকেও ঘুরে আসতে পারেন😊
এটা রবীন্দ্র সংগীত??? এই গুটকা খর কোম্পানিগুলো বাঙালির কালচার কিছুই জানে না। গানটা অসাধারণ কিন্তু এটা অঞ্জন দত্তর লেখা সুর এবং গায়ক নিজেই
Ohhh que linda me gusta mucho