হাতের লেখা খারাপ হওয়ার কারণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • কী কী কারণে আমাদের হাতের লেখা খারাপ হয়? আলোচনা করেছেন এবিষয়ে বিশেষজ্ঞ ড. বিকাশ মৈত্র মহাশয়।
    #হাতেরলেখা
    #handwriting
    #বর্ণমালা
    #ব্যাকরণ

ความคิดเห็น • 33

  • @chittagarain9422
    @chittagarain9422 5 หลายเดือนก่อน +4

    হাতের লেখা ভালো করার অধ্যায়ের ক্লাস গুলো প্রকৃতপক্ষে মণি মুক্ত ছড়ানো হয়েছে, হৃদয়ের ঝুলিতে ভরে নিতে পারলেই হলো...
    বাংলা ও বাংলার প্রকৃতি আলাদা একটা বিপ্লব আনলো. প্রণাম নেবেন স্যার..

  • @pranabdutta7427
    @pranabdutta7427 5 หลายเดือนก่อน +3

    এরকম শিক্ষামূলক ভিডিওই প্রয়োজন। নমস্কার মাষ্টার মহাশয়।

  • @sdgupta3818
    @sdgupta3818 5 หลายเดือนก่อน +5

    আপনারা দুজনেই নমস্য ব্যক্তি। তবে এটা উল্লেখ্য যে ধরা বাঁধা সময়ে সঠিক হাতের লেখা এই নিয়মাবলীর থেকে বেরিয়ে আসতে বাধ্য, তখন যে বা যার উদ্দেশ্যে লিখিত হয় তা সুদৃশ্য, সুনন্দ, পাঠ্য বা বোধ গম্য হলেই প্রয়োজন ফুরোয়, এমন আমি নিজে অনুভব করি। তবুও আপ্রাণ চেষ্টা করবো আপনাদের কে অনুসরণ করতে 🙏🏻

  • @hamidashahpar9297
    @hamidashahpar9297 6 วันที่ผ่านมา

    কত সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও অথচ লাইক আর কমেন্ট নাই। মানুষ শিখতেই ভূলে গেছে!

  • @anathbandhughosh2010
    @anathbandhughosh2010 4 หลายเดือนก่อน +2

    Khub sundar

  • @rafikulsk8534
    @rafikulsk8534 5 หลายเดือนก่อน +2

    স্যারদ্বয়কে অসংখ্য ধন্যবাদ।
    আপনাদের প্রয়াস সফলকাম হোক,এই কামনা করি।

  • @Naimasarkar-h1x
    @Naimasarkar-h1x 5 หลายเดือนก่อน +2

    স্যার আপনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো কারণ এই ভিডিওগুলো রয়েই যাবে আমাদের ছেলের ছেলেরা সবাই দেখবে অনেক কিছু শিখতে পারবে❤❤❤❤❤

  • @0subs855
    @0subs855 5 หลายเดือนก่อน +2

    প্রণাম নেবেন স্যার,আপনার আলোচনা থেকে আজ বুঝতে পারছি কিছুটা জেনে বা অজান্তে লিখতে আমরা ভুল করি ,অনেক ধন্যবাদ স্যার নিজেদের ভুল গুলো কে এখন থেকে শোধরানোর চেষ্টা করবো,এবং কাওকে শেখানোর সময় ও লক্ষ রাখবো।আপনাদের এই প্রয়াস কে স্বাগত জানাই।ধন্যবাদ স্যার

  • @Givemethanks
    @Givemethanks 5 หลายเดือนก่อน +2

    প্রিয় স্যার, আমি আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, অনুরোধে বলতে চাই, প্রত্যেকটি অক্ষর লিখে লিখে আমাদের যদি শেখাতেন তবে। আমরা আপনাদের শিক্ষার্থী খুবই ভালভাবে বুঝতে পারতাম যে কোন অক্ষর কিভাবে লিখতে হয়। স্যার মূলত আমরা জানি না যে কোন অক্ষর কিভাবে লিখতে হয়।

  • @mdrubelrana2624
    @mdrubelrana2624 5 หลายเดือนก่อน +2

    helpful video ❤

  • @riazhossain6567
    @riazhossain6567 5 หลายเดือนก่อน +2

    কিছু বিষয়ের প্রতিদান দেওয়া সম্ভব হয় না। ধন্যবাদ স্যারকে। আশা করছি আমাদের আরো শেখাবেন। আর বাংলাদেশে বিকাশ স্যারের বইটা কোথায় পাবো?

  • @sandeep8048
    @sandeep8048 5 หลายเดือนก่อน +2

    এই সব দোষ আমার মধ্যে বর্তমান।
    স্যার কে ধন্যবাদ জানাই। স্যার বুক টা কীভাবে পাবো জানালে ভালো হয়।

  • @susmitapaul7910
    @susmitapaul7910 5 หลายเดือนก่อน +1

    Khub e sundor alochona

  • @subratagayen1927
    @subratagayen1927 5 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো।

  • @Ultimatewildvine
    @Ultimatewildvine 5 หลายเดือนก่อน +1

    Darun.

  • @riazhossain6567
    @riazhossain6567 5 หลายเดือนก่อน +2

    পাঠকের দৃষ্টিতে আমার হাতের লেখা আকারে ক্ষুদ্র। কোন আকারে লিখলে তা একটি মানসম্মত আকার বলা যায়, আশা করছি স্যার এই বিষয়টি পরবর্তীতে আলোচনা করবেন।

    • @bikashmaitra2196
      @bikashmaitra2196 5 หลายเดือนก่อน +2

      ইংরেজি লেখার খাতায় যে চার সারি দাগ টানা থাকে তার মাঝের দুই সারি দাগের ফাঁক বড়দের বাংলা লেখার সেরা মাপ বলে আমি মনে করি। বাংলা লেখার খাতার দুই সারির ফাঁকে অর্ধেক ফাঁক অনেকটা এর কাছাকাছি।

  • @snehakhondokar
    @snehakhondokar 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @Naimasarkar-h1x
    @Naimasarkar-h1x 5 หลายเดือนก่อน +2

    জ্যোতি বিশ্বাস স্যার আপনার সঙ্গে আমার ভীষণ ফোনে কথা বলার প্রয়োজন আছে যদি মনে করেন কন্টাক্ট নাম্বারটা দেবেন তা দিতে পারেন তা না হলে আপনার ঠিকানাটা অবশ্যই দেবেন একসময় আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো প্লিজ প্লিজ দয়া করে ঠিকানাটা দেবেন

  • @siyam20
    @siyam20 5 หลายเดือนก่อน +3

    সব গুলো অক্ষর একসাথে লিখে শিখিয়ে দিয়েন একটি ভিডিও তে

  • @mahimstar7241
    @mahimstar7241 5 หลายเดือนก่อน +1

    স্যার ভিডিয়ো কুয়ালিটি কমে গেলো যে।😢

  • @dipankarmahato8000
    @dipankarmahato8000 5 หลายเดือนก่อน +1

    টানা হাতের লেখা কি ভাবে লিখব ?

  • @riazhossain6567
    @riazhossain6567 5 หลายเดือนก่อน +1

    স্যার শুরুতে (১:৩৩ মিনিটে) অ লিখলেন।
    অ বর্ণের বৃত্তের ওপর একটি বোঁটা আছে, সেটা কি আমরা দেবো না?
    যেটা আপনি ব বর্ণের (১২:৪০ মিনিটে) ক্ষেত্রে বলেছেন।

    • @bikashmaitra2196
      @bikashmaitra2196 5 หลายเดือนก่อน +1

      দেওয়া বাধ্যতামূলক নয়। দিলে লেখা সহজতর হয়।

    • @riazhossain6567
      @riazhossain6567 5 หลายเดือนก่อน

      @@bikashmaitra2196 ধন্যবাদ

  • @suvomoymukherjee2998
    @suvomoymukherjee2998 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @user-ik9hv9zg3d
    @user-ik9hv9zg3d 5 หลายเดือนก่อน +1

    Evabe likhle ki lekhar goti kome jabe na?😢 Druto lekhar jonno banglar ki English er mato kono cursive style achhe 😮

    • @bikashmaitra2196
      @bikashmaitra2196 5 หลายเดือนก่อน +1

      বাংলা দ্রুত লিখনের কোনও লিপি নেই। কারণ বাংলা বর্ণ তীক্ষ্ণ না করলে সুন্দর হয় না। তবে যুক্ত বর্ণ দ্রুত লিখনের সহায়ক। কিন্তু স্বচ্ছবর্ণ নীতি দ্রুত লিখনের পরিপন্থী।গবেষণায় দেখা গেছে বাংলা ও ইংরেজি লিপি গতি প্রায় সমান। কারণ যুক্ত বর্ণ ও নিহিত অ দ্রুত লিখনের সহায়ক।

  • @debasiskarmakar3332
    @debasiskarmakar3332 5 หลายเดือนก่อน

    আপনার কাছে অক্ষর মানে বর্ণ, বর্ণকে অক্ষর বলা কী সমীচীন?

    • @bikashmaitra2196
      @bikashmaitra2196 5 หลายเดือนก่อน +2

      সংস্কৃত সূত্র দেখলে বোঝা যায় সূত্রের প্রথম বর্ণ ও শেষ বর্ণ পাশাপাশি বসিয়ে সূত্রের নামকরণ করা হত।বর্ণমালার ক্ষেত্রেও তার প্রয়োগ আছে। আমাদের আদি বর্ণমালার বর্ণ সংখ্যা ছিল পঞ্চাশটি। প্রথম বর্ণ অ এবং শেষ বর্ণ ক্ষ। এই দুই বর্ণ মিলে অক্ষ। অক্ষ মানে বর্ণমালা।অক্ষের অন্তর্ভুক্ত বস্তুই অক্ষর ।আমরা যখন যুক্তাক্ষর বলি তখন অক্ষর কথাটা বর্ণেরই সমার্থক হয় ,দল বা syllable বোঝায় না।এছাড়াও অক্ষর কথাটার বহু রকম অর্থ আছে।সেই বহু অর্থের একটি হল দল। উৎস বিচার এবং অর্থের সামর্থ্য হিসাব করলে অক্ষরের অর্থের পাল্লা বর্ণের দিকেই বেশি ভারি। syllable এর প্রতিশব্দ দল আমার মতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।