বিদ্যাসাগর ইংরেজিতে V দিয়ে লেখা হয় কেন?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • বিবেকানন্দ, বিদ্যাসাগর বানান আমরা ইংরেজিতে Vivekananda, Vidyasagar লিখি। আমরা তো B দিয়ে শুরু করতে পারতাম, তা না-করে V দিয়ে শুরু করি কেন?
    #ব্যাকরণ
    #বর্ণমালা
    #বানান
    #বাংলাবর্ণমালা
    #বাংলাবানান
    #উচ্চারণ
    #প্রমিতউচ্চারণ
    #প্রমিতবানান
    #শুদ্ধবানান

ความคิดเห็น • 229

  • @akashx
    @akashx 4 หลายเดือนก่อน +4

    এর সঙ্গে যে সংস্কৃত-র সম্পর্ক রয়েছে সেটা আমি কিছুটা হলেও জানতাম কিন্তু এত detailed explanation আপনার video থেকেই পেলাম। মনের একটা খটকা পূরণ হয়ে গেলো। ধন্যবাদ।

  • @shibasishchakraborty3623
    @shibasishchakraborty3623 4 หลายเดือนก่อน +9

    স্যার "বর্গীয় ব" এবং "অন্তঃস্থ ব" কখন বসাতে হবে শব্দে সেটা বুঝব কি করে? বর্তমানে হয়তো আর ব্যবহার নেই। কিন্তু প্রাচীনকালে নিশ্চয়ই ব্যবহার হত। আবার ভারতীয় অন্যান্য ভাষায় এর ব্যবহার আছে বলছেন। তাহলে নিশ্চয়ই এই "অন্তঃস্থ ব" এর ব্যবহার কিভাবে তার নিয়ম আছে। সেই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করেন তাহলে আমরা সমৃদ্ধ হ‌ই।

    • @shushantosinha2100
      @shushantosinha2100 3 หลายเดือนก่อน

      সংস্কৃত শিখলে জানতে পারবেন।

    • @monodeepmarik1644
      @monodeepmarik1644 3 หลายเดือนก่อน

      আসলেই বাংলা ভাষা ব্যবহারকারীদের জানবার প্রয়োজন নেই।
      যেই ভাষায় দুই 'ব' -এর চল আছে, সেখানে উচ্চারণও ভিন্ন। মাস্টারমশাই যেমন বললেন ব এর উচ্চারণের উপরের আর নীচের ঠোঁট স্পর্শ হয়। কিন্তু Va এর উচ্চারণে নীচের ঠোঁটের সাথে উপরের দাঁতের স্পর্শ হয়।
      এরমই ণ আর ন এর উচ্চারণের মধ্যেও বিস্তর ফারাক আছে, বাংলায় যেটা নেই।

  • @biswanathmitra6663
    @biswanathmitra6663 4 หลายเดือนก่อน +17

    আপনি এত সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন যা আমাদের সমৃদ্ধ করছে।

  • @prabirKumarGuria17
    @prabirKumarGuria17 4 หลายเดือนก่อน +27

    কোন্ টি কোন্ ব বুঝবো কি করে sir?

    • @AnootheyLyrics
      @AnootheyLyrics 4 หลายเดือนก่อน +6

      সহজ উপায় একটাই যে হিন্দী কিংবা সংস্কৃত শিখুন। কেবলই বাংলার সাহায্যে সহজে ভেদ বোঝা প্রায় অসম্ভব, যদিও সংবিধান, সম্বন্ধ এখান থেকে আপনি বের করতে পারেন, যেখানে সং হচ্ছে তার পরবর্তী ব কিন্তু অন্তঃস্থ তবে যেখানে সম্ হচ্ছে তার পরবর্তী ব হবে বর্গীয়

    • @maharaj2021
      @maharaj2021 4 หลายเดือนก่อน +1

      জটিল , সহজ করুন।

    • @shushantosinha2100
      @shushantosinha2100 3 หลายเดือนก่อน +1

      ​@@AnootheyLyrics ভুল। সং + বিধান নয়। সম্ + বিধান -> सम् + विधान = সংবিধান, संविधान
      বর্গীয় 'ব' আসবে না।

    • @AnootheyLyrics
      @AnootheyLyrics 3 หลายเดือนก่อน +1

      ​​@@shushantosinha2100 আরে দাদা, সম্ টা কেই সং বলা হয়। বাক্যের শেষে ং থাকলে সেটা ম্ হয়ে যায়। যথা - অহং দদামি। আমি দিই। কিন্তু বাক্য বিন্যাস পরিবর্তন করলে পাবো দদামি অহম্।
      ব্যাকরণের বইগুলিতে "সম্" প্রত্যয় বলেই লেখা হয় কিন্তু কাজেই সেটা "সং"। যবেই পরবর্তী বর্ণ অ-বর্গীয় হবে ম্ এর পরিবর্তে ং হতেই হবে। কিন্তু বর্গীয় বর্ণ হলে ং এর জায়গায় বর্গানুসারে ঙ্ ঞ্ ণ্ ন্ ম্ হবে।
      তাই সংবিধানের বি এর আগে ং বসছে কারণ এই ব টি হচ্ছে বর্গীয় আবার সম্বন্ধের ব এর আগে ম্ কারণ এই ব হচ্ছে বর্গীয়।

    • @subhagabat
      @subhagabat 3 หลายเดือนก่อน

      পূর্ণ জ্ঞান থাকলেই জটিল বিষয় নিয়ে কথা বলা দরকার।

  • @জবাব-গ৩ছ
    @জবাব-গ৩ছ 4 หลายเดือนก่อน +1

    পরিষ্কার ত হয়েছেই । উপকারও হয়েছে অনেক । ভাষা নিয়ে আমার খুবই আগ্রহ লাগে । আপনি এত সুন্দর তথ্য উপস্থাপন করেণ কি বলব । ছন্দ নিয়ে কিছু এপিসোড চাই । ভালো থাকবেন ।

  • @rbag2007
    @rbag2007 4 หลายเดือนก่อน +12

    সরস্বতী, বিদ্বান, আহ্বান ইত্যাদি বানানে ব্যবহৃত ব হল অন্তস্থ ব । সংস্কৃতে যার উচ্চারণ "ওয়া" । তেমনই তো জানতাম।
    আপনার আলোচনা শুনে সব গুলিয়ে গেল।

    • @pathsala4978
      @pathsala4978 4 หลายเดือนก่อน

      এই পন্ডিত অন্ত্য ব
      এবং বর্গীয় ব কে তো এক করে দিল😂

    • @madhusudanbhattacharya6845
      @madhusudanbhattacharya6845 3 หลายเดือนก่อน

      Apni thik bolchen na bises baktir keshtrepryog hai

    • @sukchandsk1158
      @sukchandsk1158 3 หลายเดือนก่อน

      আপনি সঠিক জানতেন। সংস্কৃত, হিন্দি,আরবী ইত্যাদি ভাষাতে এই ওয়া শব্দটি রয়েছে।

    • @subratakumarmohanta785
      @subratakumarmohanta785 3 หลายเดือนก่อน

      উনি ভুল বলছেন। আপনি ঠিক আছেন।

    • @haritm
      @haritm 3 หลายเดือนก่อน

      আপনি ঠিক জানেন, ভুলবেন না। আমি বাংলার শিক্ষক।

  • @aloknathchatterjee7513
    @aloknathchatterjee7513 3 หลายเดือนก่อน +2

    Sarasvati = সরস্বতী
    অনেকে w ব্যবহার করেন transliteration করার সময়।
    ভ= v নয়
    V= অন্তঃস্থ -ব
    বর্গীয় ব= b
    ভ= bh
    W= অনেকেই অন্তঃস্থ ব - এর জায়গায় ব্যবহার করেন।

  • @chandanadhikari8589
    @chandanadhikari8589 หลายเดือนก่อน

    অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏

  • @BanglarMacTavish
    @BanglarMacTavish 4 หลายเดือนก่อน +1

    জীবনেও এসব নিয়ে ভাবিনি। আপনিতো জীবনধারাই পাল্টিয়ে দিচ্ছেন! অসংখ্য ধন্যবাদ।

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  4 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন🙏

    • @BanglarMacTavish
      @BanglarMacTavish 4 หลายเดือนก่อน

      আপনাদের সঙ্গ ছাড়লে আমার কোনো গতিই হবেনা। নতুন কিছু বাংলার শিখবো কোথা থেকে এত্ত সহজে। অনেক অনেক ধন্যবাদ আপনার এবং আপনাদের এই নতুন এবং অতীব সুন্দর ব্যপারগুলো সামনে আনার জন্য।

  • @rajkumardas2959
    @rajkumardas2959 2 หลายเดือนก่อน +4

    আগের প্রতিটি আলোচনার মত এই আলোচনার দ্বারাও সমৃদ্ধ হলাম। ধন্যবাদ স্যার।

  • @jagadishsikdar3385
    @jagadishsikdar3385 3 หลายเดือนก่อน +1

    আপনি খুব ভাল প্রশিক্ষক। নমস্কার নেবেন।

  • @samarghosh5999
    @samarghosh5999 หลายเดือนก่อน +5

    আপনাকে যথাযথভাবে সম্মান জানিয়েই বলছি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। বিবেকানন্দ ইংরেজীতে লেখার সময় কেন "v" লেখা হয় বলতে পারব না কিন্তু " ব" সম্পর্কে আপনার ব্যাখ্যা মানতে পারলাম না। একটা বর্গীয় "ব" এবং আর একটা অন্তঃস্থ "ব" ঠিকই কিন্তু দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। অন্তঃস্থ "ব" হলো পরাশ্রয়ী বর্ণ। বাংলা ভাষায় এটা একা ব্যবহৃত হয় না। কাউকে সাথে নিয়ে ব্যবহৃত হয়। এর উচ্চারণটাও বর্গীয় "ব" -এর মত নয়। হিন্দীতে "ওয়া"-র মত বাংলাতেও এটা একই ভাবে উচ্চারিত হয়। যেমন " হরিদ্বার " , "জ্বর" , "দ্বিজ" ইত্যাদি । কিন্তু বর্গীয় "ব" একাও ব্যবহৃত হতে পারে আবার কাউকে সঙ্গে নিয়েও ব্যবহৃত হতে পারে। যে ভাবেই বর্গীয় " ব" ব্যবহৃত হোক না কেন তার মৌলিকত্ব কখনও হারায় না। অর্থাৎ "ওয়া"-র মত উচ্চারণ হবে না। যেমন "বাবা " বালক " হিড়িম্বা " অম্বল " ইত্যাদি। এখন বিবেকানন্দ বানানে কেন " v " হয় সেটা জানি না আগেই বলেছি। তবে একটা কথা হলো ইংরেজী গ্রামার অনুযায়ী proper noun - এ যদি বিষয়টা বোঝা যায় তাহলে সেটা বানান ভুল হয় না। যেমন "শাশ্বতী " -কে যদি কেউ লেখে "Sashwati "বা " Shashwati " কিংবা শেঠ - কে কেউ "Seth " ,বা "Sheth " -ইংরাজীতে ভুল হয় না। কিন্তু বাংলায় " শাশ্বতী "- ই লিখতে হবে। " সাশ্বতী " লিখলে হবে না। কারণ বাংলায় প্রতিটি নামের ব্যুৎপত্তিগত অর্থ আছে। এখন বিবেকানন্দ = বিবেক+আনন্দ। তাই বাংলায় ভিভেকানন্দ চলবে না। আরও একটা কথা আছে। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে , ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। এখন " দুর্গা" -কে যে ভাবে "দূর্গা " লেখা হচ্ছে ভবিষ্যতে "দূর্গা " -বানানটাই চালু হয়ে যেতে পারে। এখন " সার্বজনীন " আর "সর্বজনীন " শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হচ্ছে। শ্রদ্ধেয় স্যার, আমার ভুল হতে পারে। ভুল হলে একটু ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। প্রণাম নেবেন।

  • @ArjunKumar-rv5il
    @ArjunKumar-rv5il 3 หลายเดือนก่อน

    Vidyasagar and Vivekananda not clear

  • @RamSundar-c2e
    @RamSundar-c2e 4 หลายเดือนก่อน +9

    বিদ্যাসাগরের বিদ্যা এবং বিবেকানন্দের বিবেক দুটিরই পরিমাণ এত বেশী যে B দিয়ে হবেনা তুলনায় ভারী V এর দরকার।।।

    • @parijatsarkar7214
      @parijatsarkar7214 3 หลายเดือนก่อน

      এটা দারুণ বলেছেন 😂😂👌👌

    • @IzazHossain575
      @IzazHossain575 หลายเดือนก่อน

      Hmmm.....

  • @arabindabiswas6708
    @arabindabiswas6708 4 หลายเดือนก่อน +1

    মনোজ্ঞ আলোচনা।ধন্যবাদ।

  • @raselsharma4803
    @raselsharma4803 4 หลายเดือนก่อน +6

    আপনার আলোচনায় ব্যাপার গুলো আপনি খুব সুন্দর ভাবে বোঝাতে সক্ষম। স্যার প্রণাম জানবেন।🙏

  • @utpaljana1351
    @utpaljana1351 4 หลายเดือนก่อน +2

    স্যার আপনার বাচনভঙ্গি , উপস্থাপনা খুব সুন্দর । এক কথায় অসাধারণ । তবে একটা বিষয়ে আমার কৌতুহল আছে - দেব , বিজয় ,বিদ্যাসাগর এসবে যে ' ব ' ব্যবহার করা হয়েছে তা যে বর্গীয় ব নয় , অন্তঃস্থ ব তা কি করে বুঝব ?
    পৌরাণিক , ঐতিহাসিক বা বিশিষ্ট ব্যক্তিদের নামের বাংলা বানানে যে ব থাকে তা ইংরেজি বানানে ' V ' হবে । আমার মনে হয় এই ব্যাখ্যাটা সহজ ও যুক্তিসঙ্গত হবে । ধন্যবাদ ।

  • @MeghraiSaren
    @MeghraiSaren 4 หลายเดือนก่อน +1

    নমস্কার, খুব ভালো লাগল

  • @robinhood9683
    @robinhood9683 3 หลายเดือนก่อน +1

    ব এর ENGLISH উচ্চারণ V দিয়ে লেখার উদ্দেশ্য হলো V stands for VICTORY .অন্য কিছু নয় । আপনি যা বললেন তা ঠিক নয় ।

  • @pankajroy3834
    @pankajroy3834 หลายเดือนก่อน +2

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক সমৃদ্ধ হলাম।

  • @nisithbandyopadhyay5685
    @nisithbandyopadhyay5685 3 หลายเดือนก่อน +2

    সন্দেহ রইল। পরের ব টির বহুল ব্যবহার ভবিষ্যতেও হবে। যুক্ত ব-এর ক্ষেত্রে। উচ্চারণ w বা v-এর মতোl যেমন, বিল্ব, অন্বয়, বিহ্বল ইত্যাদি।

  • @liltumondal123
    @liltumondal123 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @sauravsarkar9404
    @sauravsarkar9404 4 หลายเดือนก่อน +1

    Clear holo na. Exactly kakhan B or V hobe.

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  4 หลายเดือนก่อน

      প্রায় সপ্তাহ ধরে এই দুই ব নিয়ে আলোচনা চলবে। উল্লিখিত বিষয়টিও আলোচিত হবে❤️

  • @KRISHNAPADAYOUTUBEofficial
    @KRISHNAPADAYOUTUBEofficial 3 หลายเดือนก่อน

    অসাধারণ ভিডিও ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💜💛💚❤❤💚💜💜💜💜

  • @gprs2207
    @gprs2207 4 หลายเดือนก่อน +2

    না,হজম হলো না!

  • @BanglarMacTavish
    @BanglarMacTavish 4 หลายเดือนก่อน +1

    বাঙালির হিন্দিভাষীরা শুনে এজন্যই বুঝে যায়। আমরা বলি ভোটার, ওরা বলো ওটার।

  • @msinha447
    @msinha447 3 หลายเดือนก่อน +1

    Beshir bhag bangali ra Vijay ke Bijoy, temni bibekananda, Deb lekhen

  • @voltubag2926
    @voltubag2926 4 หลายเดือนก่อน +2

    কি করে বুঝব? কার নাম বি না ভি হবে?

  • @sujoyjengcham2897
    @sujoyjengcham2897 2 หลายเดือนก่อน

    সুন্দর পদ্ধতি।

  • @Englishguruinbengali
    @Englishguruinbengali 20 วันที่ผ่านมา +1

    অসাধারণ অসাধারণ সত্যিই অসাধারণ

  • @sankarbera6124
    @sankarbera6124 3 หลายเดือนก่อน

    বাংলা বর্ণমালা রেফ ধ্বনিটি কথায় বা কী থেকে এর উৎপত্তি হয়েছে, যদি বলেন তাহলে খুব ভালো হয়।

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 4 หลายเดือนก่อน +3

    অনেক কিছু শেখার আছে, আপনার আলোচনায় জ্ঞান অর্জন করলাম।

  • @subratakumarmohanta785
    @subratakumarmohanta785 3 หลายเดือนก่อน

    ভুলভাল শেখাচ্ছেন কেন। অন্তস্থ ব পড়েছি। এই ব এর মাত্রা ছিল না। এটা বিশ্ব, অশ্ব এসব শব্দে ব্যবহার করা হয়।

  • @ranjanimandi6784
    @ranjanimandi6784 4 หลายเดือนก่อน +1

    স্যর ঐতিহাসিক চরিত্র বলেই কি উনাদের টা v দিয়ে লেখা হয়েছে?

  • @tapaskumargaine806
    @tapaskumargaine806 หลายเดือนก่อน

    সার্বজনীন ও সর্বজনীন নিয়ে একটু আলোচনা করবেন

  • @hafizsarderop
    @hafizsarderop หลายเดือนก่อน +1

    আমি বাংলা ভাষা নিয়ে অনার্স ও মাস্টার্স করেছি। আপনার বোঝানো সবই ঠিক আছে। এর আরও বিস্তারিত আলোচনা আছে যা এত ছোট ভিডিওতে করা সম্ভব না।

  • @ajoykumarmahapatra2816
    @ajoykumarmahapatra2816 4 หลายเดือนก่อน

    এমন সুন্দর করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ

  • @subhagabat
    @subhagabat 3 หลายเดือนก่อน

    সংস্কৃতে বর্গীয় ব(ब)। অন্তঃস্থ ব(व)। কোথায় কোন ব হয়,তার সূত্র হল
    ঊদূঠৌ যত্র বিদ্যেতে যো বঃ প্রত্যয়- সন্ধিজ:।/অন্তঃস্থং তং বিজানীয়াৎ তদন্যো বর্গ্য উচ্যতে।

  • @gorakhnathdas323
    @gorakhnathdas323 4 หลายเดือนก่อน

    Darun bojhalen

  • @subhagabat
    @subhagabat 3 หลายเดือนก่อน

    কোনটি কোন ব,তা শেখার সহজ উপায় হল _
    ১/যে ব-এর স্থানে উ,ঊ হয়,
    ২/প্রত্যয়ের ব,
    ৩/সন্ধির ব_____হল অন্তঃস্থ ব।অন্য সব ব হল বর্গীয় ব।

  • @subhashguha1753
    @subhashguha1753 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর!

  • @Dingdongtington
    @Dingdongtington 4 หลายเดือนก่อน

    B is moon in chaldeaan numerology V is Venus inchalean. So change of alphabets will change the meaning of name

  • @subratakumarsarkar2753
    @subratakumarsarkar2753 4 หลายเดือนก่อน +1

    স্বপন swapan এই ব টি কোন ব এবং একে w দিয়ে প্রকাশ করি কেন

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  4 หลายเดือนก่อน

      পরবর্তী আলোচনায় বিষয়টি থাকবে।

  • @prasenjitray7069
    @prasenjitray7069 4 หลายเดือนก่อน

    আপনার নিজের বানানো নিয়ম, না এর কোনো অভিধানিক ব্যাক্ষা আছে? বিশ্বাস, বিশ্বজিত - biswas ,biswajit

  • @santanubiswas1271
    @santanubiswas1271 3 หลายเดือนก่อน

    Bhalo laglo

  • @dmunshi4361
    @dmunshi4361 4 หลายเดือนก่อน

    বাংলাতে কেন অন্তঃস্থ ব এর উচ্চারণ বর্গীয় ব এর মত হয়ে গেল সেটার উল্লেখ নেই । এটা কি বাঙ্গালীর উচ্চারণ করার অক্ষমতা ? व তো বাকি সব রাজ্যের ভাষায় আছে যেগুলো সংস্কৃত থেকে উদ্ভূত ।

  • @dilipganguly2374
    @dilipganguly2374 13 วันที่ผ่านมา

    Do not give half knowledge to public.For great men like the two persons they are honoured this way.Otherwise for proper nouns like Bibek etc we cannot write Vivek.Who advised you to upload such rubbish vedio?

  • @Ashish_Kumar_Samajpaty
    @Ashish_Kumar_Samajpaty 4 หลายเดือนก่อน

    Hindi te duti ba er alada byabahar/uchchran/akar thakar janya amra Bangaleera tader nakal/na bujhe anukaran korte giye anek gandagol kore phelchhi.Abhisikta k Avisikta likhchhi;erakam anek achhe.tabe apnar VISVABHARATI r bananer byapartao ullekh korte hoto.apnar alochana khub jnangarbha.(Hindi Walia ra kintu ekhane bhul Koren, gy diye banan Koren. Namaskar.

  • @motivemoments1708
    @motivemoments1708 4 หลายเดือนก่อน

    দারুন আলোচনা

  • @prabhassarkar7860
    @prabhassarkar7860 4 หลายเดือนก่อน +2

    নমস্কার স্যার
    Diksha বাংলা সঠিক বানান কি একটু জানাবেন।

  • @dharmoday
    @dharmoday 4 หลายเดือนก่อน

    মাস্টার মশাই নমস্কার। আপনার পড়ানো মাঝে মাঝে দেখা হয়।আমি ষাটোর্ধ্ব। আপনার পড়ানোর ধরন ভালো লাগে। ধন্যবাদ।
    সময় হলে জল আর পানি নিয়ে একটা এপিসড করুন। এদের উৎপত্তি । বাংলা ভাষার পানি কিভাবে ঢুকলো। কোনটি সঠিক।

  • @sagarikabasak9612
    @sagarikabasak9612 4 หลายเดือนก่อน

    Antosto ba te ba er pet kata thake amra chhoto belae tai shikhechi ekhono setai follow kori😊😊😊😊

  • @EnglishTimewithSomnath
    @EnglishTimewithSomnath 3 หลายเดือนก่อน

    ভুল ব্যাখ্যা....
    বর্গীয় ব - এর উচ্চারণ ব ... এবং এর জন্য ইংরেজিতে B বা V - যে কোন একটি ব্যবহার করা যায়।
    কিন্তু অন্তস্থ ব - এর উচ্চারণ বাংলায় নেই ঠিকই , কিন্তু সংস্কৃত বা হিন্দিতে রয়েছে - এর উচ্চারণ অনেকটা ওয়া - এর মতো। কিন্তু বাংলা নামের ইংরেজি বানান লেখার সময় একে w হিসাবে উল্লেখ করা হয়। যেমন কারোর নাম যদি স্বাধীন বেরা হয় , তার ইংরেজি বানান হবে Swadhin Bera ।
    আর বিবেকানন্দ, বিদ্যাসাগর - এদের নামের বানান সাধারণত V দিয়ে শুরু হওয়ার কারন হল ইংরেজদের নিজেদের মাতৃভাষার ঢঙে aspirated এবং বিশেষভাবে accentuated উচ্চারণ । একটু খেয়াল করলেই বিবেকানন্দের নামের ইংরেজি বানান বহু ক্ষেত্রেই Bibekananda দেখতে পাবেন।

  • @CG-cv7hm
    @CG-cv7hm 13 วันที่ผ่านมา

    আপনার যুক্তি যথাযথ নয় কারণ, প , ফ এর পর ব (Baw) এবং র , ল , এর পর ব টি হচ্ছে ( wa) হিন্দি তে দুটি বর্ণ পৃথক আছে , একটি ব এর মাঝে কাটা আছে। ল এর পরে যেটি সে টি বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তাক্ষর রুপে ব্যবহার হয় যেমন আহ্বান , আশ্বাস, ইত্যাদি।

  • @shalinimajumder
    @shalinimajumder 4 หลายเดือนก่อน

    Darun

  • @khanselim1453
    @khanselim1453 4 หลายเดือนก่อน +1

    It’s a good program . I watch it regularly from Bangladesh.

  • @pathsala4978
    @pathsala4978 4 หลายเดือนก่อน

    অন্ত্য য "ব''=B এটা কি আপনার আবিষ্কার নাকি ?😂
    এতদিন জানতাম অন্ত্য ব=wa..
    আপনি অন্ত্য ব এর বর্ণ বিশ্লেষণ টা একটু করে দেবেন please
    বিশ্বাস এর বর্ণ বিশ্লেষণ করে দেবেন please...

  • @TarunRoy-j3z
    @TarunRoy-j3z หลายเดือนก่อน

    Bijoya nam hole ki likben...vijoya ? Bijoya dosomi ? Ekdom clear noi....bisal ..na visal....bibaho na vivaho ...

  • @Abdullahal-Benghali
    @Abdullahal-Benghali หลายเดือนก่อน

    যেহেতু অন্তস্থ-ব এখন আর নেই, তাহলে কি আমরা ব-ফলাও এখন B দিয়ে প্রকাশ করব? (স্বপ্ন > Sbapna?)

  • @marshalgb6016
    @marshalgb6016 หลายเดือนก่อน

    মহাশয়, দয়া করে বলবেন কী ? দেব, বিজয়, বিদ্যাসাগর ও বিবেকানন্দ এর কোনটিই অসংস্কৃত শব্দ নয় তাহলে অন্স্থ-ব হলো কি করে।

  • @EvergreenVillageSchool
    @EvergreenVillageSchool 3 หลายเดือนก่อน

    বিদ্যাসাগর -এ ব অন্তঃস্থ/অন্তস্থ ও কেন?

  • @aagantuk924
    @aagantuk924 2 หลายเดือนก่อน

    মোহনবাগানের নাম কেনো Mohunbagan লেখা হয় ? Mohonbagan লেখা হয়না কেনো জানালে ভালো হয়।

  • @ParamitaKhatua-k5g
    @ParamitaKhatua-k5g 3 หลายเดือนก่อน

    আমি শুনেছিলাম বিদ্যাসাগর বিবেকানন্দ উপাধি বলেই বানান গুলিতে ভি লেখা হয়

  • @ashishbanerjee7449
    @ashishbanerjee7449 2 หลายเดือนก่อน

    No questions,no issues কেন লেখা হয়? যেখানে দুটোর কোনোটাই নেই!

  • @gaurangaroy592
    @gaurangaroy592 3 หลายเดือนก่อน

    English language has a mother but many.Do or go not same pronunciation? Kalyanabastu!

  • @subhagabat
    @subhagabat 3 หลายเดือนก่อน

    আপনি অন্তঃস্থ ব কালের উচ্চারণ ভুল শেখাচ্ছেন ,এটি দন্তৌষ্ঠ বর্ণ। অর্থাৎ এটির উচ্চারণ দন্ত ও ওষ্ঠ থেকে।

  • @commonman4964
    @commonman4964 4 หลายเดือนก่อน

    তাহলে এখন কোনও শিশুর নাম বিবেকানন্দ রাখলে Viv না কি Bib হওয়া উচিৎ?
    দয়া করে জানালে বাধিত হব।

  • @taslimaafrin7575
    @taslimaafrin7575 3 หลายเดือนก่อน

    কারন বাংলা বর্ণমালায় একগাদা অপ্রয়োজনীয় বর্ণ রয়েছে।

  • @radhaburma5308
    @radhaburma5308 3 หลายเดือนก่อน

    Eta k banglay petkanta ba: balahoto, ekhonto porasonar naame banglay prohoson cholchhe. Agottya manush besikore convent school a paa barachhe.

  • @Chinesevai9090
    @Chinesevai9090 2 หลายเดือนก่อน

    স্যার,,ব দুইটা কোথায় পেলেন বুঝলাম না,,

  • @hkabir6092
    @hkabir6092 2 หลายเดือนก่อน

    আমার তো কোনো যুক্তি বলে মনে হয়না।আপনি আপনার মত বুঝিয়ে দিলেন

  • @moriumbegum4253
    @moriumbegum4253 3 หลายเดือนก่อน

    Ashomiya te ei dwani ti ache. Amra etake waba boli. Wo type ucchran hoy.

  • @BuddhadevSaren-kx7xb
    @BuddhadevSaren-kx7xb 2 หลายเดือนก่อน

    স্যার দ্রাবিড় = Dravid লেখা হয় কেন । ড় = D

  • @ksbandyopadhyay
    @ksbandyopadhyay 3 หลายเดือนก่อน

    আপনি ব v লিখছেন কিন্তু ঐ ব যে অন্তস্থ ব সেটা কি করে বুঝবেন?

  • @SibsankarDas-bq5dt
    @SibsankarDas-bq5dt 3 หลายเดือนก่อน

    স্যার আপনার ব্যাখ্যাটি যথাযথ হলো বলে আমার মনে হচ্ছে না।

  • @saraswatmukherjee7312
    @saraswatmukherjee7312 3 หลายเดือนก่อน

    Hindi te duto b achhe ar uchharano alada. Banglaye kebo neyi ke jane.

  • @sanjibkumarjhan5551
    @sanjibkumarjhan5551 หลายเดือนก่อน +1

    তাহলে ভারত বানানে Bharat কেন? V নয় কেন?.....আপনার আজকের টপিক বুজতে পারি নাই স‍্যার!

  • @surajitbarman1189
    @surajitbarman1189 3 หลายเดือนก่อน

    কোন ব কোথায় বসে ? বিবেকানন্দ এখানে কোন ব বসেছে স্যার ?

  • @gaurangaroy592
    @gaurangaroy592 3 หลายเดือนก่อน

    English language indicates many fathers but mother is one. Do or go same pronunciation? Only Sanskrit language correct for the universe! Kalyanabastu,,!

  • @ayankhanoflate
    @ayankhanoflate 4 หลายเดือนก่อน

    আমায় একটু বলবেন প্রিয়ংবদা বানানটির সঠিক ইংরেজী কোনটি priyamvada / priyangbada ?

  • @firozmamun6564
    @firozmamun6564 3 หลายเดือนก่อน

    অন্তঃস্হ 'ব' চিনবো কিভাবে?

  • @pranabdutta7427
    @pranabdutta7427 4 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো মাষ্টার মহাশয়, নমস্কার।

  • @prasantabhattacharyaPrasantabh
    @prasantabhattacharyaPrasantabh 3 หลายเดือนก่อน

    Akta b er uchchharon b ar akta b er uchcharon woa.

  • @subhagabat
    @subhagabat 3 หลายเดือนก่อน

    উত্তর দিয়েছি দেখেনিন

  • @dipteshmandal1106
    @dipteshmandal1106 4 หลายเดือนก่อน

    বিশেষত্ব শব্দের শেষ অক্ষর ব-ফলা যুক্ত যেখানে ব-এর উচ্চারণ লুপ্ত
    তাহলে এই দ্বিতীয় ব উচ্চারণহীন তো কিন্তু অস্তিত্বহীন নয়
    এবং অস্তিত্ব শব্দের ক্ষেত্রেও একই কথা

  • @satubiswas1140
    @satubiswas1140 4 หลายเดือนก่อน

    স্যার হাতের লেখা ঠিক করতে চাই, আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। প্লিজ স্বর্বরণ এবং ব্যঞ্জন বর্ণ শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর লিখে দেখাবেন 🙏🏻প্রণাম রইলো

  • @birupakshaaich4600
    @birupakshaaich4600 3 หลายเดือนก่อน

    অসমীয়া ভাষায় সমতুল্য বৰ্ণ আছে, যেটা হল‌ "ৱ"

  • @rameshbaglari8876
    @rameshbaglari8876 3 หลายเดือนก่อน

    আচ্ছা বাংলাতে অসমিয়ার মতো
    ' ৱ ' এই বর্ণমালা টা কেন থাকেনা ? আমি জানতে চাই।
    যেমন আসামিতে ওৱালঘড়ী লেখা হয় কিন্তু বাংলাতে ওয়াল ঘড়ী লিখতে হয়। মানেটা কী বুজি নাই।
    ইংরেজি 1 ডিজিট টাকে ওয়ান লিখতে হয় আর আসামিতে ওৱান লেখা যায়।
    পার্থক্য টা বুঝতে পারছি না। অনুগ্রহপূর্বক বুঝিয়ে দেবেন কি ? এটাই আমার অনুরোধ।
    ( আসামের থেকে )

    • @monodeepmarik1644
      @monodeepmarik1644 3 หลายเดือนก่อน

      ওই তো আপনাদের ওই যে ৱ লিখছেন ওটাই তো V
      সেৱা (Sewa)
      কিন্তু আপনাদের তো আবার সব জায়গায় ৱ ব্যবহার হয় না।
      যেমন 'ব্যবহার' শব্দটাকেই যদি ধরি
      দুটো ব আছে।
      বাংলা - ব্যবহার
      অসমীয়া - ব্যৱহাৰ
      হিন্দি - व्यवहार
      অসমীয়া ভাষায় 1টি বর্গীয় ব একটা অন্তঃস্থ ব
      বাংলায় কোনটা কোন ব বোঝা মুশকিল
      আবার হিন্দিতে দুটোই ওই অন্তঃস্থ ব বা va ব্যবহার হচ্ছে।

  • @anjandey2940
    @anjandey2940 4 หลายเดือนก่อน

    Good discussion

  • @tapankumarmandal1111
    @tapankumarmandal1111 3 หลายเดือนก่อน

    ইংরেজিতে বিজয় বানানটি একটু বলবেন? অত্যন্ত সুন্দর লাগলো আপনার এই বিশ্লেষণ??

  • @tapaschattaraj7872
    @tapaschattaraj7872 4 หลายเดือนก่อน

    দাঁত ও অধর দিয়ে ব উচ্চারণ করলে হয় ওয়া অর্থাৎ wa ব ফলাতে হয় saraswati,

  • @PrasantaMandal-w6k
    @PrasantaMandal-w6k 3 หลายเดือนก่อน

    Faltu Tumi nije aage bujho

  • @mintusaren895
    @mintusaren895 3 หลายเดือนก่อน

    Bargiya ebong antahstha bo.

  • @nandokishoredas1190
    @nandokishoredas1190 3 หลายเดือนก่อน

    সংস্কৃত উচ্চারণ বললে

  • @nikhilprodhan5762
    @nikhilprodhan5762 3 หลายเดือนก่อน

    শিক্ষক আমাদেরকে বুঝিয়ে ছিলেন, মহান ব্যক্তি বা বড় মাপের কোনো নামে, বি. থাকলে ভি লিখতে হয়।

  • @krishnaganguli8498
    @krishnaganguli8498 4 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @bivekghosh9766
    @bivekghosh9766 4 หลายเดือนก่อน

  • @minhajsk44
    @minhajsk44 3 หลายเดือนก่อน

    যারা আধুনিক বাংলা সাহিত্যের শিক্ষক তারা বাংলার জন্য বাংলা বর্ণ ধারণ করে শব্দ চয়ন শোভনীয়।

  • @shyamaljasu7027
    @shyamaljasu7027 4 หลายเดือนก่อน

    Present generation careless about actual pronounciation of Bengali wards .

  • @dyutibiswas1124
    @dyutibiswas1124 3 หลายเดือนก่อน

    কোন ব এর প্রকাশ w দিয়ে হয়