ছোটো বেলায় এই মুভিটা বিটিভিতে দেখতাম আর দেখার পর আমরা সব বন্ধুরা মিলে যুদ্ধ যুদ্ধ খেলতাম আর এখন এই দিন গুলোর কথা মনে পরলে চোখ দিয়ে কখন যে পানি চলে আসে বুঝতে পারিনা😢😢😢
সত্যি ই অন্য রকম এক অনুভূতি অাসলে দেশপ্রেম, ভাষা অান্দোলন, ৬৯ এর অাইয়ূব বিরোধী গণঅভ্যুত্থান, ৭০ এর ঐতিহাসিক জাতীয় নির্বাচন, স্বাধীকার অান্দোলন মহাকাব্যিক সুমহান মুক্তিযুদ্ধ, উফ্ মনে হলেই তো গায়ের লোম দাঁড়িয়ে যায়....এই ছবি টা কতবার যে দেখেছি সেই ছোটবেলা থেকে তার কোনো সঠিক হিসাব জানা নেই, স্লোগান গুলো শুনলে মনে হয় ১৯৭১ সালের সুমহান মুক্তিযুদ্ধ দেখেছিলাম
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন কিছু নামধারী অমানুষ জানোয়ারদের বাচ্চারা এখন মুক্তিযোদ্ধা মানুষ এর পদবী বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীরউত্তম পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে।
ছোট বেলায় শুধু শেষের অংশটুকু দেখতাম যুদ্ধের জন্য। আজ যখন ছবিটা দেখলাম তখন শেষের অংশে শুধু চোখের জলই ঝরল। মুক্তিযুদ্ধ সাহিত্যে শ্রেষ্ঠ উপন্যাস সেলিনা হোসেনের "হাঙ্গর নদী গ্রেনেড"।
ছোটবেলায় বিজয় দিবস মানেই হাঙ্গর নদী গ্রেনেড চলচিত্র... তখন বুঝতাম না মুক্তিযুদ্ধ কি.... আহা কত কষ্টই না করছে আমাদের মুক্তিযোদ্ধারা... এখন সেই দেশের কি হাল... 😭😭😭 বড় কষ্ট হয়
২০৫০ সালের জন্য এই কমেন্ট টা রেখে দিলাম । আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখবে কেমন করে আমাদের দেশ স্বাধীন করেছিল আমাদের দামাল ছেলেরা। জয় বাংলা । ফাহাদ --- ৯/১২/২০২১
চমতকার হয়েছে। সত্যি মনটা জড়িয়ে গেল। এই দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আরও বেরে গেল। ছোটবেলায় দেখেছিলাম কিন্তু তখন কিছু বুঝিনি। এখন দেখে একদম প্রথমবারের মত মনে হলো। আল্লাহ সকল মুক্রিযোদ্ধা এবং শহিদদেরকে জান্নাত নসীব করুন।
রইস(বিজয় চৌধুরী)বোবা কালা ছেলেটি মৃত্যু,একজন মায়ের দেশের মুক্তিযোদ্ধা দের(দেশকে)বাঁচাতে যে ত্যাগ তা অতুলনীয়।সত্যি চোখে পানি চলে আসে,অসাধারণ ভাবে তুলে ধরেছেন পরিচালক স্যার🙏
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,,,, বাবা কাকা দাদু ঠাকুমাদের মুখে মুখে শুনেছি আর এই মুভির মাধ্যমে অনুধাবন করতাম যে মুক্তিযুদ্ধ কি,,,, এই মুভি টা যতবার দেখেছি ততবারই কান্না করছি,,,, অনেক দিন পরে আবারো দেখলাম এবং কান্না করতে করতেই কমেন্ট করতেছি। যারা দেশ কে স্বাধীন করেছে তাদের প্রতি আমার হৃদয়ের অন্তর স্থান থেকে স্যালুট। কতখানি দেশ প্রেম ছিল তাদের মাঝে ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় আর এখন কার জেনারেশনের কথা কি আর বলব?। 2024 সালে এসেও একি রকম ফিল হচ্ছে মুভিটা দেখে,,, আমাদের প্রত্যেকের উচিত এই মুভি টা দেখা ❤️❤️❤️❤️
এটা অনেকেই হয়তো জানেন না এটা সেলিনা রহমানের উপন্যাস এবং বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত। সেলুট সেই দেশমাতাকে যে দেশের জন্য তার তিনটি ছেলেকে উৎসর্গ করে দিয়েছে।
মুভি টা দেখে চোখে পানি চলে আসল। আমরা আজ এই স্বাধীন দেশে, কত সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু এই স্বাধীন দেশটা কিভাবে স্বাধীন হল এটা প্রতিটি মানুষের জানা খুব জরুরি। কান্না পেয়ে গেল মুভি টা দেখে। 😥😥😥🤠
কত সুন্দর করে বাংলার ইতিহাস ঐতিহ্য ফুটে তুলেছে। এইরকম সঙ্কৃতি সামাজিক মুভি আজ কাল দেখাই যায় না। আফসোস অন্য দেশের সাথে তাল মিলিয়ে নিজের ইতিহাস কালচার ভুলে যাচ্ছি।
স্বাধীনতার যুদ্ধ নিয়ে র্নিমিত ছবি, নিজের দেশের বাস্তবিক ইতিহাস নিয়ে র্নিমিত ছবিগুলো, সেই দেশেরই মানুষ কিভাবে অপছন্দ করে বুঝে আসে না। বিনম্র শ্রদ্ধা জানাই সেইসব বীর সন্তানদের যাদের অসীম সাহস আর প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়েছি। ২০১৯ সালে এসেও কেনো জানি অনেক অনেক ভালো লাগে এই যোদ্ধাদের দেখতে। ১৯৭১ সালের যুদ্ধে স্বাধীনতার জন্যে যে ৩০ লক্ষ প্রাণ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারিয়ে আমরা স্বাধীন হয়েছি আল্লাহ্ যেনো তাদের সবাইকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন____________আমিন।
প্রিয় লেখিকা সেলিনা হোসেনের অনবদ্য উপন্যাস হাঙর নদী গ্রেনেড। মুভিটা যতোই দেখি ততই ভালোলাগা তৈরি হয়।এই দেশটাকে স্বাধীন করেছেন যারা সেই সব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা তাদের জান্নাত দান করুন।আমিন।
ছোটবেলার ছবিটা অনেকবার দেখেছি এখনো দেখি আমি যত ছবি দেখি এই ছবিটা সবথেকে সেরা, লাস্টের সিনারি দেখে চোখের পানি রাখতে পারিনা নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো 😭 পরিচালক স্যার আপনাকে মন থেকে জানাই সেলুট
শেষের যুদ্ধ অবস্থা অংশ যতক্ষণ দেখেছি ততক্ষন কান্না করেছি😢😢😢 বারবার কান্না থামিয়ে দেখার চেষ্টা করেছি কিন্তু কান্না থামাতে পারিনাই😢😢😢 সেই মুক্তিযোদ্ধাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা❤❤❤ ছোটবেলায় অনেক দেখেছি শেষের অংশটি, কিন্তু তখন তেমন কিছু বুঝতাম না।
ছোটবেলা বিটিভিতে কতবার যে দেখছি ছবিটা। আর ছবিটা দেখার পর মুক্তিযোদ্ধা খেলছি কত তাড়াতাড়ি দিনগুলো জীবন থেকে চলে গেল। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্ন হল। ১৬ ডিসেম্বর মাহান বিজয় দিবস আবার দেখলাম। যাদের রক্তের বিনিময়ে পেলাম এই বিজয় সবার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। আর বলে যাবেন একবার দেখের পর আবার কে কে দেখছেন।
কে বলেছে বাংলাদেশের ভালোমানের মুভি নেই। তোমরা আজ যারা তামিল, দক্ষিণী,হিন্দি প্রেমভালোবাসার ও অ্যাকশনের মুভিকে বাহবা দিচ্ছ।কোন একদিন আসবে ওসব কৃত্রিম ছবিকে ফেলে দিয়ে আমার এই বাংলাদেশের জীবন্ত মুভিকেই আপন মনে হবে কোন একদিন।
কতবার যে মুভিটা দেখেছি হিসেব নেই। আগে মার্চ অথবা ডিসেম্বর এলেই টিভি খুলে বসে থাকতাম মুভিটা দেখার জন্য। এখনো দেখলে মুভিটা পুরাতন মনে হয় না। যত দেখি ততই মুগ্ধ হয়। সত্যিই কত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা! স্বাধীনতার এই মহান মাসে সকল শহীদ ও মুক্তিসেনাদের জনাই বিনম্র শ্রদ্ধা ❤
এরকম মা প্রতিটি ঘরে ঘরে দরকার, এরকম অনেক মা আছে যারা যুদ্ধের সময় নিজের অনেক সন্তানকে বিসর্জন দিয়েছেন, সেলুট জানাই সেসক মায়েদের প্রতি,♥♥♥♥♥♥ প্রতিটা মা যেন এমন হয়♥♥♥♥♥
সেলিনা হোসেনের এই উপন্যাস পড়ে ছবিটা দেখতে এসেছিলাম। শেষ কয়েকটা দৃশ্য চোখে পানি এনে দিলেও সংযত ছিলাম। কিন্তু রইসের মৃত্যুর সময় আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। সেলিনা হোসেনের এক অমর সৃষ্টি বুড়ি চরিত্র।
I have always heard about this movie but today finally I have watched it. Nowadays there are so many technologies to create appropriate screen but I wonder in those days with limited resources how can one show such beauty of our village. I hope one day the whole world will acknowledge our liberty, our sacrifices through these kind of works. For international people and future generations, I considered to write this comment in English. I love Bangladesh ❤🇧🇩
চোখের পানি ধরে রাখতে পারি নি,,, অনেকবারই ঝরেছে,,,, সকল গাজী ও শহীদদের প্রতি রইল অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।তবে মাঝখানে ওই শিরকের মতো কুসংস্কারের স্ক্রিপ না দিলেও পারতেন।।
দুজন মুক্তিযোদ্ধা কে বাচাতে নিজের পেটের সন্তানতে উৎসর্গ করে দিলো.... দেশপ্রেমের এমন উদাহরণ আর দ্বিতীয় টা খুজে পাওয়া যাবেনা. আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আল্লাহ জান্নাতবাসী করুন. বিনম্র শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের
ওরা ১১ জন। হাঙর নদী গ্রেনেড। - মুক্তিযুদ্ধভিত্তিক শ্রেষ্ঠ চলচ্চিত্র।সিনেমা দুটি যেন মুক্তিযুদ্ধের বাস্তব প্রতিচ্ছবি।কালজয়ী চলচ্চিত্র দুটির আবেদন কখনো শেষ হবার নয়।
আজকে বিজয় দিবসের দিন প্রথমবারের মত দেখলাম ছবিটা। হাজারো সালাম শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। ভালোবাসি আমার দেশ, ভালোবাসি আমাদের দেশ আমার সোনার বাংলাদেশ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এক সময় বিটিবি তে এই মুভিটা দেখলে ভিষন বিরক্ত লাগতো কিন্তু এই সিনেমার সত্যিকারের মর্ম একন বুঝতে পারি💖 একন শুধু একটাই আপসোস কেনো যে যুদ্ধের সময় জন্ম হয়নি আমার, কেনো দেশের জন্য নিজের রক্ত দিতে পারিনি😓
এমন ছবি কি আর বাংলাদেশের চলচ্চিত্রে নির্মাণ হবে। মৌলিক গল্পের মুক্তিযুদ্ধের সেরা সিনেমা = হাঙ্গর নদী গ্রেনেড !!!!! এই ছবিটা প্রথম যখন দেখেছি তখন অনেক দৃশ্য দেখে কেঁদেছি। আপনার কি সৌভাগ্য হয়েছে ছবিটা দেখার।।।
শৈশবে এই মুভি দেখে কান্না করেছি অনেকবার।আজ ২১ বছর বয়সে এসে ইউটিউব এর কল্যাণে আবার দেখা সুযোগ হল। আজও কান্না করতে হয়েছে এই মুভিটা দেখে। তখন বুঝতে পারি যে ভালবাসা ও মানবিকতা আমার মাঝে পরিপূর্ণ রূপে বিদ্যমান।তা না হলে কান্না করতে পারতাম না।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচিত্রের সেরা পাঁচটি সিনেমার সেরা সিনেমা টাই হচ্ছে " "হাঙর নদী গ্রেনেড"। এটা শুধু বাইরে থেকে একটা সিনেমা, কিন্তু মনের ভেতরের দেশের প্রতি ভালোবাসার অনুভূতির অকৃত্রিম এক আবেগ।
আজ ১৬ই ডিসেম্বর ২০২১ বিজয়ের ৫০ বছর পূর্ণ হল আজ। বিজয় যেমন চিরদিন অম্লান তেমনি চিরঅম্লান হয়ে থাকবে এই হাঙ্গর নদী গ্রেনেড। দেখলেও যেন মনে হয় আবার দেখি, ছোটবেলা থেকে যে কতবার দেখছি মনে নাই,এক অদ্ভুত রকম ভালো লাগে মুভিটা❤️
সিনেমা টি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে ক্লিক করুন > cutt.ly/bbkPNBa
আজকে বিজয় দিবসে কে কে দেখতেছেন মুভিটা
আমি
Ami
মাএ আসলাম ।
Ami
Ami
ডিসেম্বর আসলেই আগে টিভিতে এই যুদ্ধের মুভি দিতো কতো দেখতাম। কোথায় গেলো সেই সোনালী দিনগুলো 😢
ছবিটা যতবার দেখি ততোই দেশের প্রতি মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান বেরে যায়,,,
২০২৩সালে মার্চ মাসে এসেও ছবিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
এই ছবিদেখে কতবার যে চোখের পানি ধরে রাখতে পারিনি।😢😢😢😢
২০২৪ শে দেখলাম, চোখের পানি এখনো অঝরে পরে সেই ছোটবেলার মতো।
যদিও স্কুল লাইফে একবারের বেশি ২ বার দেখার সাহস পাই নাই, কারন এতো কষ্টের মুভি সহ্য হয় না।
ছোটো বেলায় এই মুভিটা বিটিভিতে দেখতাম আর দেখার পর আমরা সব বন্ধুরা মিলে যুদ্ধ যুদ্ধ খেলতাম আর এখন এই দিন গুলোর কথা মনে পরলে চোখ দিয়ে কখন যে পানি চলে আসে বুঝতে পারিনা😢😢😢
chutobelai BTB ta dektam khub balo chobo akho abar 2020 ta dektaci
Hmm..vi thik bolsen amro kortam..
same,,,onk mone pore choto belar din gulo,,btv te eii mukti judder chobi gulo ekhono sritir patay ace
সত্যি ই অন্য রকম এক অনুভূতি
অাসলে দেশপ্রেম, ভাষা
অান্দোলন, ৬৯ এর অাইয়ূব বিরোধী গণঅভ্যুত্থান, ৭০ এর ঐতিহাসিক
জাতীয় নির্বাচন, স্বাধীকার অান্দোলন
মহাকাব্যিক সুমহান মুক্তিযুদ্ধ, উফ্
মনে হলেই তো গায়ের লোম দাঁড়িয়ে
যায়....এই ছবি টা কতবার যে
দেখেছি সেই ছোটবেলা থেকে তার
কোনো সঠিক হিসাব জানা নেই,
স্লোগান গুলো শুনলে মনে হয়
১৯৭১ সালের সুমহান মুক্তিযুদ্ধ
দেখেছিলাম
Hmmm same
2024 সালে এসে কে কে দেখলেন?
Ami🙋🙋
Ami😊
আমি🙋♀️
দেখতেছি
Ami
১৬ই ডিসেম্বর, ২০১৯....
মুভিটা দেখলাম।চোখের পানি ধরে রাখতে পারলাম।মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন কিছু নামধারী অমানুষ জানোয়ারদের বাচ্চারা এখন মুক্তিযোদ্ধা মানুষ এর পদবী বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীরউত্তম পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে।
আমিন
16 December 2021
💖
ছোট বেলায় শুধু শেষের অংশটুকু দেখতাম যুদ্ধের জন্য। আজ যখন ছবিটা দেখলাম তখন শেষের অংশে শুধু চোখের জলই ঝরল। মুক্তিযুদ্ধ সাহিত্যে শ্রেষ্ঠ উপন্যাস সেলিনা হোসেনের "হাঙ্গর নদী গ্রেনেড"।
ছোটবেলায় বিজয় দিবস মানেই হাঙ্গর নদী গ্রেনেড চলচিত্র... তখন বুঝতাম না মুক্তিযুদ্ধ কি.... আহা কত কষ্টই না করছে আমাদের মুক্তিযোদ্ধারা... এখন সেই দেশের কি হাল... 😭😭😭 বড় কষ্ট হয়
এতো কষ্টের বিনিময়ে পেয়েছি এ দেশ।
অথচ স্বাধীনতার এতো বছর পরেও স্বাধীনভাবে বাচতে পারি না।
কি বিপ্লবী মা। বাহ্। শরীরের উদ্বেগ বেড়ে যায়, ত্যাগ সর্বোচ্চ পর্যায়ে চলে যায় কি ইতিহাস আমাদের, কি ঐতিহ্য ! আহা! গর্বে মন ভরে উঠে। জয় বাংলা!
১৪-১২-২০২১ চোখের পানি ধরে রাখতে পারলাম না। দেশের জন্য ত্যাগী মা বোন ভাই ও সকল শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা
১৩-১২-২০২২ আমি দেখতেছি
@@RunWithShuvo ১৬/১২/২০২২
এভাবেই হয়তো পরবর্তী প্রজন্ম আবার এটা দেখবে
😢😢😭😭😭😭 1:43:43
ছোট বেলায় এই ছবিটা প্রতি স্বাধীনতা দিবসে এই ছবিটা বিটিভি তে প্রচার হতো,আহ কোথায় চলে গেল সেই সোনালী অতীত
আমি অনেক বার এই ছবি দেখছি। ২০১৩ থেকে এখন ২০১৯। আজকে দেখছি
Dj cole akhon
Right Vai
ভাই ছোট বেলা ছবিটা দেখে চোখে পানি চলে আসছে ওনেক সুন্দর লাগছে
@@samimmda4807 right
২০৫০ সালের জন্য এই কমেন্ট টা রেখে দিলাম । আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখবে কেমন করে আমাদের দেশ স্বাধীন করেছিল আমাদের দামাল ছেলেরা।
জয় বাংলা ।
ফাহাদ ---
৯/১২/২০২১
চমতকার হয়েছে। সত্যি মনটা জড়িয়ে গেল। এই দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আরও বেরে গেল। ছোটবেলায় দেখেছিলাম কিন্তু তখন কিছু বুঝিনি। এখন দেখে একদম প্রথমবারের মত মনে হলো। আল্লাহ সকল মুক্রিযোদ্ধা এবং শহিদদেরকে জান্নাত নসীব করুন।
বিজয় দিবস = হাঙর নদী গ্রেনেড✅
স্যালুট দেশমাতা কে,,,,,,,,আর বীরদের প্রতি।যাদের ত্যাগে বাঙালি তার অস্তিত্ব সত্তা রক্ষা করতে পেরেছিল। জয় বাংলা।
"আমি যদি তোকে ডাঙায় তুলতে না পারি?"
"তাতে কি? বুকে নিয়ে মরতে তো পারবে?"
- Best dialogue of this movie 💖 📽️
তোমার ডায়লগটা ভুল হয়েছে
রইস(বিজয় চৌধুরী)বোবা কালা ছেলেটি মৃত্যু,একজন মায়ের দেশের মুক্তিযোদ্ধা দের(দেশকে)বাঁচাতে যে ত্যাগ তা অতুলনীয়।সত্যি চোখে পানি চলে আসে,অসাধারণ ভাবে তুলে ধরেছেন পরিচালক স্যার🙏
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,,,, বাবা কাকা দাদু ঠাকুমাদের মুখে মুখে শুনেছি আর এই মুভির মাধ্যমে অনুধাবন করতাম যে মুক্তিযুদ্ধ কি,,,, এই মুভি টা যতবার দেখেছি ততবারই কান্না করছি,,,, অনেক দিন পরে আবারো দেখলাম এবং কান্না করতে করতেই কমেন্ট করতেছি। যারা দেশ কে স্বাধীন করেছে তাদের প্রতি আমার হৃদয়ের অন্তর স্থান থেকে স্যালুট। কতখানি দেশ প্রেম ছিল তাদের মাঝে ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় আর এখন কার জেনারেশনের কথা কি আর বলব?। 2024 সালে এসেও একি রকম ফিল হচ্ছে মুভিটা দেখে,,, আমাদের প্রত্যেকের উচিত এই মুভি টা দেখা ❤️❤️❤️❤️
প্রতি বছর ১৬ই ডিসেম্বর এই মুভিটা দেখি। ২০১৯ সালের ১৬ই ডিসেম্বরেও দেখছি। আমার মতো কে কে আছেন?🖐🖐🖐
আমিও
আমিও।
আমি সব সময় এই ছবিটা দেখি! ১৬ ডিসেম্বর দিন এই ছবিটা না দেখলে আমার মোনেই হয় না যে, ১৬ ডিসেম্বর উজ্জাপন করেছি!
আর যুদ্ধের ছবি আমার অনেক প্রিয়!
Bhai ei bochor dekhechen?
এটা অনেকেই হয়তো জানেন না এটা সেলিনা রহমানের উপন্যাস এবং বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত। সেলুট সেই দেশমাতাকে যে দেশের জন্য তার তিনটি ছেলেকে উৎসর্গ করে দিয়েছে।
সেলিনা হোসেন। উনার বিয়েই হয়েছে ১৯৭৪ সালে।
তিনি এর লেখিকা।
আর উপন্যাসে তখনকার কিছুটা বাস্তবচিত্র ফুটিয়ে তুলেছেন
বাংলাদেশের চেহারা আগে কতইনা সুন্দর ছিলো সেই ঐতিয্যগুলো কোথায় যে হারিয়ে গেলো
Ho onak sundor silo..
কে কে ২০২৪ সালে এই মুভিটা দেকতাসেন
মুভি টা দেখে চোখে পানি চলে আসল। আমরা আজ এই স্বাধীন দেশে, কত সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু এই স্বাধীন দেশটা কিভাবে স্বাধীন হল এটা প্রতিটি মানুষের জানা খুব জরুরি। কান্না পেয়ে গেল মুভি টা দেখে। 😥😥😥🤠
আজকের বিজয় দিবসে কে কে মুভিটি দেখতেছেন?
কত সুন্দর করে বাংলার ইতিহাস ঐতিহ্য ফুটে তুলেছে। এইরকম সঙ্কৃতি সামাজিক মুভি আজ কাল দেখাই যায় না। আফসোস অন্য দেশের সাথে তাল মিলিয়ে নিজের ইতিহাস কালচার ভুলে যাচ্ছি।
এই সিনেমাটি ডিসেম্বর মাসেই দেখি খুব ভালো লাগে, স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান বেড়ে যায়। দোয়া রইল সকল বীর শহীদদের জন্য 🤲🤲🤲
আজ মনে অনেক কষ্ট লাগে যখন দেখি বাঙালি পাকিস্তানকে সাপোর্ট করে
হায়রে বাঙালি
হায়রে দেশের জন্য জীবম বিলিয়ে দেওয়া মুক্তিযোদ্ধারা
কথা টা ঠিক বলছেন ভাই
লাস্ট মুভিটা মনে হয়, ১৫ বসর আগে
দেখছিলাম, আজ আবার ২০২৪ সালের ২ জানুয়ারি দেখলাম। অনেক ভালো লাগলো
এ দেশটারে দাম দিয়ে কেও কিনতে পারবে নারে।।।
এ দেশটা রক্তের কালিতে লেখা।।
বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤
বিটিভি তে এই মুভিটা এতবার দেয়া হত যে বিরক্ত হয়ে যেতাম, হয়তোবা তখন বুঝতাম না, কিন্তু এখন দেখলে কান্না চলে আসে ।
এটাই বাংলার মা।
প্রতিবছর ১৬ ই ডিসেম্বর এই মুভিটা দেখি
অসাধারণ পারফরম্যান্স সবার❤️
স্যালুট জানাই সকল বীরাঙ্গনা মায়েদের
❤
স্বাধীনতার যুদ্ধ নিয়ে র্নিমিত ছবি,
নিজের দেশের বাস্তবিক ইতিহাস নিয়ে র্নিমিত ছবিগুলো,
সেই দেশেরই মানুষ কিভাবে অপছন্দ করে বুঝে আসে না।
বিনম্র শ্রদ্ধা জানাই সেইসব বীর সন্তানদের যাদের অসীম সাহস আর প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়েছি।
২০১৯ সালে এসেও কেনো জানি অনেক অনেক ভালো লাগে এই যোদ্ধাদের দেখতে।
১৯৭১ সালের যুদ্ধে স্বাধীনতার জন্যে যে ৩০ লক্ষ প্রাণ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারিয়ে আমরা স্বাধীন হয়েছি আল্লাহ্ যেনো তাদের সবাইকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন____________আমিন।
আজ থেকে প্রায় ১২-১৪ বছর আগে মুভিটা দেখেছিলাম
আজ এই স্বাধীনতা দিবসে আবারো মুভিটার কথা মনে পড়লো... সার্চ করে দেখছি,মনে পরছে শৈশব
ছোট বেলা যখন বুঝতাম না তখন ছবিটা দেখলে খু্ব বিরক্ত লাগতো। এখন ছবিটা দেখলে চোখের কোনে অজান্তে জল আসে
রাইট
Thik kotha bolesen
@@khandokertinni7107 হুম। আপনার ফেসবুক এর নাম কি
রাইট
প্রিয় লেখিকা সেলিনা হোসেনের অনবদ্য উপন্যাস হাঙর নদী গ্রেনেড।
মুভিটা যতোই দেখি ততই ভালোলাগা তৈরি হয়।এই দেশটাকে স্বাধীন করেছেন যারা সেই সব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা তাদের জান্নাত দান করুন।আমিন।
ছোটবেলার ছবিটা অনেকবার দেখেছি এখনো দেখি আমি যত ছবি দেখি এই ছবিটা সবথেকে সেরা, লাস্টের সিনারি দেখে চোখের পানি রাখতে পারিনা
নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো 😭 পরিচালক স্যার আপনাকে মন থেকে জানাই সেলুট
শেষের যুদ্ধ অবস্থা অংশ যতক্ষণ দেখেছি ততক্ষন কান্না করেছি😢😢😢
বারবার কান্না থামিয়ে দেখার চেষ্টা করেছি কিন্তু কান্না থামাতে পারিনাই😢😢😢
সেই মুক্তিযোদ্ধাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা❤❤❤
ছোটবেলায় অনেক দেখেছি শেষের অংশটি, কিন্তু তখন তেমন কিছু বুঝতাম না।
ছোটবেলা বিটিভিতে কতবার যে দেখছি ছবিটা। আর ছবিটা দেখার পর মুক্তিযোদ্ধা খেলছি কত তাড়াতাড়ি দিনগুলো জীবন থেকে চলে গেল। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্ন হল। ১৬ ডিসেম্বর মাহান বিজয় দিবস আবার দেখলাম। যাদের রক্তের বিনিময়ে পেলাম এই বিজয় সবার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
আর বলে যাবেন একবার দেখের পর আবার কে কে দেখছেন।
১৬ ডিসেম্বর ২০২১.... আজ মুভিটি দেখলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ দের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
25/01/24
2020 সালের ডিসেম্বরের পর থেকে ছবিটি দেখতে চাই কে কে
মুভিটা দেখলাম।চোখের পানি ধরে রাখতে পারলাম।মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।
ধন্য সেলিনা হোসেন ম্যাম তুমি ধন্য
কী দারুণ লিখেছ তুমি
সত্যিই তুমি ধন্য
অসাধারণ ❤। দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গকারী সকল যোদ্ধাদের প্রতি বুকভরা ভালোবাসা
সবার অভিনয় এতটাই নিখুঁত,,, কল্পনার বাইরে
স্বাধীন বাংলাদেশের সেরা ৫ টা চলচিত্রের মধ্যে এটা একটা থাকবে সারাজীবন।
সবচেয়ে বেশি সুন্দর লাগে গ্রামের দৃশ্য গুলো। দেখলে শৈশবের কথা মনে পড়ে যায়। আহ কত সুন্দর না ছিল আমাদের সেই শৈশব টা।
চোখে জল চলে আসে আমার ভাইদের জন্য🥲🥲আল্লাহ পাক।সকল মুক্তিযোদ্ধা দের জান্নাত বাসী করুক।আমিন
আমিন
স্বাধীনতার প্রশ্নে আমি সব সময় আবেগময়। চোখে অশ্রু চলে আসে। এই ছবি তে রাজিব কে ভালো চরিত্রে অভিনয় করতে দেখে গর্ব হলো।
Fb থেকে ছোটো ভিডিও দেখে ২০২৪ এর ১৬ডিসেম্বর দেখতে এলাম। আর কেকে আসছো আমার পরে দেখতে
ছবিটা যতবার দেখছি ততবার গায়ের রক্ত টগবগ করছে,,,,বর্তমান যে যুদ্ধের মুভি বানাচ্ছে সেগুলো তো দেখতে ইচ্ছাই করে না?
মনে হয় নাটক দেখতাছি?
Right
একদম সত্য কথা
Right
রাইট
ছোট বেলায় এই মুভি দেইখা আনন্দ পাইতাম...আর এখন এই মুভি দেখেই কান্না করলাম...😭😰 জয় বাংলা❤️
এখন খেলতে গেলে বিকেলে নাড়ু বানিয়ে খাওয়াবো, আহা রে মায়ের কি ভালোবাসা,লাভ ইউ মা
চোখের কোনে পানি চলে আসলো,,,শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা,,,পরপারে ভালো থাকুক
আমি আমার জিবনের চেয়ে আমার দেশটাকে ভালবাসি
হে আমার মালিক আল্লাহু যারা মা মাটির জন্য জীবন দিয়ে শহিদের জান্নাতের উচু মাকাম দান করোন আমিন,, জয় বাংলা
দেশমাতার জন্য আরেক মায়ের ত্যাগ ♥♥♥
মা কখনো পরাজিত হতে পারেনা ♥
Right
কে বলেছে বাংলাদেশের ভালোমানের মুভি নেই। তোমরা আজ যারা তামিল, দক্ষিণী,হিন্দি প্রেমভালোবাসার ও অ্যাকশনের মুভিকে বাহবা দিচ্ছ।কোন একদিন আসবে ওসব কৃত্রিম ছবিকে ফেলে দিয়ে আমার এই বাংলাদেশের জীবন্ত মুভিকেই আপন মনে হবে কোন একদিন।
স্বাধীনতার প্রেক্ষাপটে লেখা তামিল বা হিন্দি ছবি গুলো দেখবেন সেগুলো বাংলাদেশের এই সব ছবির থেকেও বেশি রোমহর্ষক।
যুদ্ধ দেখিনাই তবে এই মুভিটা দেখলে অনুভুতি করা যাই কি হয়েছিল সেইদিন হাজারো সালাম সেই সকল মুক্তি বাহিনীদের প্রতি জয় বাংলা ''''''🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Hmm
Right
কতবার যে মুভিটা দেখেছি হিসেব নেই। আগে মার্চ অথবা ডিসেম্বর এলেই টিভি খুলে বসে থাকতাম মুভিটা দেখার জন্য। এখনো দেখলে মুভিটা পুরাতন মনে হয় না। যত দেখি ততই মুগ্ধ হয়। সত্যিই কত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা! স্বাধীনতার এই মহান মাসে সকল শহীদ ও মুক্তিসেনাদের জনাই বিনম্র শ্রদ্ধা ❤
অনেক ছোটবেলায় সাদাকালো টিভিতে দেখছি আবার দেখলাম অনেক ভালো লাগলো😪😪🇧🇩🇧🇩🇧🇩
এরকম মা প্রতিটি ঘরে ঘরে দরকার,
এরকম অনেক মা আছে যারা যুদ্ধের সময় নিজের অনেক সন্তানকে বিসর্জন দিয়েছেন, সেলুট জানাই সেসক মায়েদের প্রতি,♥♥♥♥♥♥
প্রতিটা মা যেন এমন হয়♥♥♥♥♥
আমি আওয়ামীলীগ করি না তবে শেখ সাহেবের ভাষন শুনলে আমার কলিজা টা ঠানডা হয়ে যায়।
Sa.di
Des sadin hoye chilo kintu amra sadin hote parini
তোমার কলিজায় পোকা করেছে
শেখ সাহেবের ভাষণ শুনা গুনাহ
আমার মা, আমার জন্মভূমি।
যারা মুক্তি যুদ্ধ আর মুক্তি যোদ্ধাদের অপমান করে দেশকে অস্থিত্বহীন করতে চায়, তাদের বিচার একদিন হবে।
সেলিনা হোসেনের এই উপন্যাস পড়ে ছবিটা দেখতে এসেছিলাম। শেষ কয়েকটা দৃশ্য চোখে পানি এনে দিলেও সংযত ছিলাম। কিন্তু রইসের মৃত্যুর সময় আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। সেলিনা হোসেনের এক অমর সৃষ্টি বুড়ি চরিত্র।
রইজ গুলিবিদ্ধ দৃশ্য দেখে এমন কোন মানুষ নাই যে কান্না করে নাই আজকে আমিও দেখে কান্নায় ভেঙে পড়লাম😭😭😭😭😭03/01/2024
জি
Ami kori nai
শেষের অংশটুকু যতবার দেখতেছিলাম ততোবারই লোম খাড়া হয়ে উঠতে ছিল! তাদের মতো মহান মানুষদের আত্মত্যাগের কারনে আজ আমাদের বাংলাদেশ!
ছোট বেলায় এই মুভিটা অনেক বার দেখেছি,,তবে তখনকার দেখা আর এখন দেখা অনেক পাথ্যর্ক,,তখন সবাই মিলে একসাথে দেখতাম
I have always heard about this movie but today finally I have watched it. Nowadays there are so many technologies to create appropriate screen but I wonder in those days with limited resources how can one show such beauty of our village. I hope one day the whole world will acknowledge our liberty, our sacrifices through these kind of works. For international people and future generations, I considered to write this comment in English. I love Bangladesh ❤🇧🇩
চোখের পানি ধরে রাখতে পারি নি,,, অনেকবারই ঝরেছে,,,, সকল গাজী ও শহীদদের প্রতি রইল অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।তবে মাঝখানে ওই শিরকের মতো কুসংস্কারের স্ক্রিপ না দিলেও পারতেন।।
রহিজের মৃত্যু খুব কষ্ট লাগছে
মা তুমি মহান, তোমার হয় না, তুলনা
আমি দাম দিয়ে কিনেছি এই বাংলা। কত রক্ত, জীবন, সম্ভ্রমের বিনিময়ে এই বাংলা পেয়েছি।
দুজন মুক্তিযোদ্ধা কে বাচাতে নিজের পেটের সন্তানতে উৎসর্গ করে দিলো.... দেশপ্রেমের এমন উদাহরণ আর দ্বিতীয় টা খুজে পাওয়া যাবেনা. আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আল্লাহ জান্নাতবাসী করুন. বিনম্র শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের
এটা সত্য ঘটনার অবলম্বনে নির্মিত, যশোরের এক মা, মুক্তিযোদ্ধাদের বাচাতে নিজের ছেলেকে মিলিটারির হাতে তুলে দেয়
আমীন
R ekon sei desh jangi der dokole. Ki haasokor sob kichu
এই দেশ টা এমনি এমনি আসেনি ভাই। অনেক রক্ত লেগেছে অনেক 😢😢
আহারে এত কষ্টের অর্জিত সোনার দেশ.....
স্বাধীনতার ৫০ বছরের দ্বারপ্রান্তে এসেও আবারও ভোটাধিকার, গনতন্ত্র ও সুশাসন নিয়ে কথা বলতে হচ্ছে।
Zakariyya Abdullah খুব দুঃখ লাগে, প্রথম ভোটটা দিতে পারি নাই,
Right Vai
তাতো লাগবেই কারণ এই দেশটা জারজ......।বৈধভাবে এদেশের জন্ম হয়নি......মালাউনরা এই দেশের জন্মদাতা
কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ করে শুধু মিথ্যা ঘৃণার সৃষ্টি করলে এর ফল ভোগ করতে হয়।
মাউলানা ভাসানীর সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন হলে আমাদের দেশের বর্তমান রাজনীতির এতটা করুন অবস্থা হতো না
ওরা ১১ জন।
হাঙর নদী গ্রেনেড।
-
মুক্তিযুদ্ধভিত্তিক শ্রেষ্ঠ চলচ্চিত্র।সিনেমা দুটি যেন মুক্তিযুদ্ধের বাস্তব প্রতিচ্ছবি।কালজয়ী চলচ্চিত্র দুটির আবেদন কখনো শেষ হবার নয়।
কিছু কিছু ছবি আছে যা দেখলে সত্যি মন ছুয়ে যায়,তেমনি একটি ছবি এইটা,যতবার দেখেছি ততবার - ই ভালো লাগে।
আজকে বিজয় দিবসের দিন প্রথমবারের মত দেখলাম ছবিটা।
হাজারো সালাম শহীদ বীর মুক্তিযোদ্ধাদের।
ভালোবাসি আমার দেশ, ভালোবাসি আমাদের দেশ
আমার সোনার বাংলাদেশ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আহা রে কোথায় গেল সেই সোনালী অতীত,,,, এই ছবিটা দেখলে কি যেন মনে পড়ে যায়
সেই ছোট বেলায় দেখেছি মুভিটা ২০০৩ সালে
বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ মুভি আজকে ১৬ ই ডিসেম্বর ২০২২ আবার দেখলাম
এক সময় বিটিবি তে এই মুভিটা দেখলে ভিষন বিরক্ত লাগতো কিন্তু এই সিনেমার সত্যিকারের মর্ম একন বুঝতে পারি💖
একন শুধু একটাই আপসোস কেনো যে যুদ্ধের সময় জন্ম হয়নি আমার, কেনো দেশের জন্য নিজের রক্ত দিতে পারিনি😓
বিজয় দিবস মানেই হাঙ্গর যদি গ্রেনে। ইতিহাস এর সেরা একটি চলচিত্র
এমন ছবি কি আর বাংলাদেশের চলচ্চিত্রে নির্মাণ হবে।
মৌলিক গল্পের মুক্তিযুদ্ধের সেরা সিনেমা = হাঙ্গর নদী গ্রেনেড !!!!!
এই ছবিটা প্রথম যখন দেখেছি তখন অনেক দৃশ্য দেখে কেঁদেছি। আপনার কি সৌভাগ্য হয়েছে ছবিটা দেখার।।।
Na vai ar kono din ei otit fire pabo na
শৈশবে এই মুভি দেখে কান্না করেছি অনেকবার।আজ ২১ বছর বয়সে এসে ইউটিউব এর কল্যাণে আবার দেখা সুযোগ হল। আজও কান্না করতে হয়েছে এই মুভিটা দেখে।
তখন বুঝতে পারি যে ভালবাসা ও মানবিকতা আমার মাঝে পরিপূর্ণ রূপে বিদ্যমান।তা না হলে কান্না করতে পারতাম না।
পুরোণো স্মৃতি জেগে উঠে, দিন কত বদলে গেছে😲
ছোট বেলার সেই, নিয়মীত যুদ্ধের মুভি।।
যা দেখে দেখে, যুদ্ধ-যুদ্ধ খেলতাম..
সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে।।💔
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচিত্রের সেরা পাঁচটি সিনেমার সেরা সিনেমা টাই হচ্ছে " "হাঙর নদী গ্রেনেড"। এটা শুধু বাইরে থেকে একটা সিনেমা, কিন্তু মনের ভেতরের দেশের প্রতি ভালোবাসার অনুভূতির অকৃত্রিম এক আবেগ।
ছবিটার মধ্য দিয়া ফুটে উঠেছে আবহমান বাংলার প্রকৃত রুপ
😭🫶❤️👏😡🫣😂🤣😂😅🥵🥱🥱😭👏🤲
এই ছবিটা দেখলে ছোট বেলার কথা মনে পরে যায় বন্ধুদের কথা মনে পড়ে যায় চোখ দিয়ে পানি চোলে আসে😢😢😢😢😢
ছবি টা দেখে মনে খুব আগ্রহ জাগ্রত হলো। যদি তখন আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাতেন , সত্যি অসাধারন একটা ছবি আজিবন দেখেও সাদ মিটবে না।
যত দেখি ততই ভালো লাগে এই মুভি টা। আজ আবার দেখলাম। মহান বিজয় দিবস ❤❤❤❤।
সত্যি ৯০ দশক টা কতই না সুন্দর ছিলো খুব মিস করি সেই পুরনো দিন। যদি সম্ভব হতো তাহলে চিরকাল ৯০ দশক এ থাকতাম
আজ ১৬ই ডিসেম্বর ২০২১ বিজয়ের ৫০ বছর পূর্ণ হল আজ। বিজয় যেমন চিরদিন অম্লান তেমনি চিরঅম্লান হয়ে থাকবে এই হাঙ্গর নদী গ্রেনেড। দেখলেও যেন মনে হয় আবার দেখি, ছোটবেলা থেকে যে কতবার দেখছি মনে নাই,এক অদ্ভুত রকম ভালো লাগে মুভিটা❤️
২০১৮ এর শেষ দিখে কে কে মুভি টা দেখতেছি!
আমি
আমি
Proti second e dekhi proti muhurtei dekhi
কত রক্ত কত প্রাণ কত কষ্টের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা।
সহ্য করতে পারি না...😪😪প্রতি মিনিটে মিনিটে চোখে পানি আসে😭😭জীবনের প্রথম একটা মুভি দেখে এতো পরিমানে চোখে পানি আসলো..........
2021 সালে আবারও দেখলাম, পুরো ছবির বিতরে রহিতের বেপার টাই সবাইকে কাদায়🥺
আজকে মহান বিজয় দিবস ২০২০। হাজার সালাম সকল মুক্তিযোদ্ধা ও তাদের ত্যাগী পরিবারের উপর।আল্লহ তাদের বেহেস্তবাসী করুক