উত্তরটা জানা জরুরী।আমি sms এর মাধ্যমে বলছি। আমি ওরে বাড়ি আসতে বলছি আসেনাই আমার সাথে কথা বলে না ফোন দেয়না। ও কালকে বাড়ী না আসলে তিন তালাক দিলাম। এই smsএর ধারা আমাদের কতটুক খতি হইছে ৷ দয়া করে জানাবেন।।
আসসালামু আলাইকুম হুজুর আমাকে জোর করে মার দর করে মেয়ে র বাবা মায়ে এবং চেহারম্যানে জোর করে তালাক নিয়েছে এখন আমার বউ তার ভুল বুজে আমার বউ নতুন করে সংসার করতে চায় এখন গ্রামের কিছু বন্ড হুজুর বলে ইল্লা লাগবে এখন কি করতে পারি আমার একটা নাবালক মেয়ে আছে এখন আমরা কিভে সংসার করতে পারি দয়া করে বলবেন
আমি বাবা মায়ের অমতে বিয়ে করি, পরবর্তীতে বাবা মা মেনে নেন, বিয়ের তিন বছর পর আমার স্বামী আমাকে রেখে অন্য একটা মহিলা কে বিয়ে করে, আমাকে ফেলে পালিয়ে যায়, আমি অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু সে কিছুতেই আমার সাথে যোগাযোগ করে না, ১২ বছর পর আমি তার ভাইয়ের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তোবুও সে যোগাযোগ করেনা, আমি তখন তার ভাই কে বলি আমাকে যেনো সে তালাক দিয়ে দেয়, তার ভাই বার বারই বলে আমাকে তালাক দিতে, তখন আমি তার ভাইয়ের মাধ্যমে তাকে আমি মুখে মুখে তালাক দিয়ে দেই, এখন কি আমার তালাক হয়েছে।
হুজুর আমি রাগ করে অন্য বাসায় ছিলাম কয় দিন আমার বউ আমার বাসায় ছিল এক দিন সকালে এসে আমাকে ঘুম থেকে ডাক দিয়ে বলে বাসায় জাইতে আমি জাই নাই রাগ করে সে আমাকে বলছে বাসায় না গেলে আমাকে তালাক দে আমি এত সময় রাগি রাগি করে জাই নাই বাসায় তার পড়ে আমাকে বলে তালাক একন দিবে আমি ৩০সেকেন্ট মধ্যে তিন তালাক দিচ্ছি রুমে কেউ ছিল না একনো আমার বউ আমার সাথে আছে যা নাই একন কি সংসার হইবে হুজুর কিছু উপায় বলেন
হুজুর আমার কাচ থেকে আমার পরিবার আমার সামিকে তালাকের খোলানামক কাগজ পাটিয়েচে আমার স্বামির সাথে বেজাল হওয়ার কারনে।কিন্তু আমি ঘর করতে চাই।আমার স্বামি আমার সাথে জোগাজোগ বন্দ করে দিচে এখন আমি কি করবো।আমি ওনাকে বালো বাসি গর করতে চাই।
according to 4 majab এক সাথে তিন তালাক = তিন তালাক marriage broke according to salafi majab এক সাথে তিন তালাক= 1 তালাক marriage not broke, আরো দুই তালাক অবশিষ্ট আছে
মোবাইল ফোনে অডিও কলের মাধ্যমে একসঙ্গে তিনবার তালাক দিয়েছে।কোনো স্বাক্ষি নেই। পনেরো দিনের মধ্যে ভুল বুঝে।ঐ স্ত্রী কে নিয়ে সংসার করা যাবে কি না।বা নতুন করে বিয়ে করতে হবে কিনা??উত্তর দিবেন পিলিজ
হুজুর আমি রাগের মাথায় বউকে তিন বলছি,কিন্তুু ওই দিনে দিনেই আমি ভুল বুঝতে পেরেছি,আমরা দুজনেই সংসার করতে ইচ্ছুক, সে আমার আয়ত্তের ভিতর আছে,এখন আমি তওবা করে ওকে নিয়ে সংসার করতে পারব কি?
বৈশ্বিক আবহাওয়া এর জন্য দায়ী। কারণ, উপরে যখন গরম থাকে ভেতরে তখন ঠান্ডা। আবার ভেতরে যখন গরম থাকে বাহিরে তখন ঠান্ডা। চালিয়ে যান কোন সমস্যা নেই। তবে সাবধান ; এরকম ঘটনা যেন আর না ঘটে।
কেন রে ভাই মাথা এত গরম হয় কেন তালাক দেওয়ার আগে চিন্তা করা প্রয়োজন আর যেটা দিয়ে দিছেন এখন তাকে নিয়ে আবার স্বপ্ন দেখার কি আছে, নাকি এখন পকেটের চিন্তা করেন।😡
মোবাইল ফোনে অডিও কলের মাধ্যমে একসঙ্গে তিনবার তালাক দিয়েছে।কোনো স্বাক্ষি নেই। পনেরো দিনের মধ্যে ভুল বুঝে।ঐ স্ত্রী কে নিয়ে সংসার করা যাবে কি না।বা ঐ স্ত্রী কেই নতুন করে বিয়ে করতে হবে কিনা??উত্তর দিবেন পিলিজ
এক বছর আগে একটা এবং পরের বছরে আরেকটা। তাহলে হিসাবে দুই তালাক হয় যদি এর বাইরে আর তালাক না দিয়ে থাকেন। এখন সতর্ক থাকতে হবে যাতে তালাক আর দেওয়া না হয়। নইলে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না। নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন।
আমার উত্তরটা দয়া করে দেবেন আমার হাজব্যান্ড আমাকে মোবাইলে কথা বলার সময় রাগের মাথায় তিন তালাক দিয়েছে কিন্তু এ বিষয়টি নিয়ে আমরা গ্রামের মুফতির কাছে গিয়েছিলাম সে বলছিল বিয়ে পড়ায় নিলে এটা হালাল হয়ে যাবে এভাবে আমরা সংসার করতেছি এটা কি আমার হালাল হবে কিন্তু আমার মনে সন্দেহ লাগে এটা হালাল হবে কিনা
আমিও অতিরিক্ত রাগের মাথায় একসঙ্গে তিন তালাক দিয়েছি মোবাইলে কথা বলতে বলতে, এখন কি করবো বুঝতে পারছিনা দুজনেই প্রচন্ড যন্ত্রনায় ভুগছি আবারো পুনরায় বিয়ে পড়াবো নাকি আর কোন সুযোগই নেই😢😭
প্রশ্ন কোন স্বামী কোন স্ত্রীকে এক বৈঠকে এক তালাক দুই তালাক তিন তালাক বলে দেয় তাহলে কি তার ওপর তিন তালাক প্রতিত হবে. / আমার প্রশ্ন হল কোথাও তালাক বলে গণ্য করা হয় তাদের কি কোন শক্তিশালী রেফারেন্স নাই থাকলে আমাকে কি দেওয়া যাবে..... দেখুন ভাই তালাকের মাসালা আমরা এখানে ফতোয়া টা দিনা
According to 4 majab এক সাথে তিন তালাক = তিন তালাক marriage broke according to salafi majab এক সাথে তিন = 1 তালাক marriage not broke, আরো দুই তালাক অবশিষ্ট আছে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহ,হুজুর আমি রাগের বসত আমার বউকে বলছি তোকে তিন তালাক দিলাম,মানে এক তালাক,দুই তালাক,তিন তালাক,এভাবে বলিনি,বর্তমানে আমরা দুজন মিলেমিশে ভাল হয়ে একসাথে আছি,আর যদি একটি তালাক হয়ে ও যায় তাহলে কি নতুন ভাবে কাবিন দিয়ে আবার বিয়ে করতে হবে কি না?কারন আমি শুনেছি,রাগের মাথায় তালাক হয় না,আমার মতে তালাক তো রাগ করেই হয়ে থাকে,শুনেছি কোরআন হাদীস মতে সহিহ তালাক হচ্ছে স্বামী পক্ষে আর কনের পক্ষে দুজন সাক্ষীর সমমুখে তিন তুহুর তিন তালাক ইদদত পালন সপেক্ষে তালাক প্রযোজ্য হবে ,উক্ত বিষয়ে পরিস্কার ভাবে বলবেন কি ?কারন হুজুর আমি অনেক দ্বিধা দন্ধে ভুগছি!
জ্ঞান শূন্য হয়ে গেছে তাই তিন তালাক দেয় হুজুর আমার কথা হচ্ছে তালাক দেওয়া যাবে এটা সে কিভাবে বুঝল বুঝা যায় উনার জ্ঞান ছিল তবে রাগ ছিল বেশি তাই তালাক দিয়েছে আর কথাও ঝগড়া হলে তালাক দেয় না শুধু স্ত্রীর সাথে ঝগড়া হলেই তালাক দেয়। বুঝেছেন হুজুর শায়খ হুজুর আপনাদের নামের শুরুতে শায়খ লেখেন যে এইটা কোন হাদিসে এসেছে জানাবেন কি?
হজুর আমার স্বামী আমাকে একসাথে ৩ তালাক দেও তাতে কি আমাদের তালাক হইছে আর কথায় কথায় বলে তোরে ছাইড়া দিবো যা তোরে তালাক দিছি এইসব বলে তাতে কি আমাদের তালাক হইছে হুজুর একটু বললেন বললে ভালো হতো হজুর পিল্জ বলেন 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
একসাথে তিন তালাক দিলে এক তালাকই হবে, নাহলে নিম্নোক্ত আয়াতকে অস্বীকার করা হয়,, কারণ তালাক দিতে হবে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে। [আত ত্বালাকঃ আয়াত নং ১] يٰٓأَيُّهَا النَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ أَمْرًا অর্থঃ হে নবী, (আপনি বলে দিন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন। তারপর পরবর্তী আয়াত লক্ষ্য করুন : [আত ত্বালাকঃ আয়াত নং ২] فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَىْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهٰدَةَ لِلَّهِ ۚ ذٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا অর্থঃ অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।। (তার মানে এখানে এক তালাকই হয়েছে : কারণ এখানে বলা হয়েছে যথপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা ছেড়ে দিবে।। যেহেতু আমরা জানি যে সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত অনুযায়ী তিন তালাক দিলে আর রেখে দেওয়া যাবে না।। ২২৯ নম্বর আয়ত অনুযায়ী দুই তালাক পর্যন্ত রেখে দেওয়া যাবে।। [আল বাকারাঃ আয়াত নং ২২৯] الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম। [আল বাকারাঃ আয়াত নং ২৩০] فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।
হুজুরের শেষের কথাগুলো ভালো লাগলো না, যেখানে চার মাযহাবের ইমাম তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে বলেছেন, সেখানে আপনি বলছেন তিন তালাক দিলেএক তালাক হবে এটা হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে এটা করা উচিত হুজুর আপনার মত দিয়ে তো আর কোরআন হাদিস বিবেচনা করা যাবে না,কোরআন হাদিসে যেটা আছে আমাদেরকে সেটাই মানতে হবে,
হুজুর আমার শাশুড়ি অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সংসার করব না আমি নিজে থেকেও চলে আসছি কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিবে না আমি থাকব না অশান্তির জন্য এই কায়দা কাজীর কাছে গিয়ে দু পক্ষ এক সাথে তিন তালাক হয়ে গেছে এখন আমার ছেলে আছে আমার ছেলের বাবা আমাকে আবার ফিরে যেতে বলে 10 মাস আমারা আলাদা এখন কি করব আমরা একসাথ হবে কি করে বলবেন
জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন
আসসালামু আলাইকুম শায়েখ।মিশারী রশিদ আল আফাসি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই।
Never before have I heard such an well informed fatwa in a nutshell on the subject matter. May Allah give him more hikmah & long hayat.
হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ মনের আসংখ্যা দূর করার জন্য🖤
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন🤲
ভাই আপনি কি বুঝলেন
এক সাথে তিন তালাক দিলে কয় তালাক হবে???
আসসালামু আলাইকুম হুজুর আমি ফতোয়া নিতে চাই আমার কাগজে লেখা আচে হুজুর আপনার ঠিকানা দিলে উপকৃত হব
হুজুর আমি তিন তালাক দিয়ে দিছি বুলে এখন আলেমরা বলছে তিন তালাক হয়ে গেছে এখন কি কব তিন তালায় কি এক তালাক ধরবো না তিন তালাক দরব
আমার স্বামী রাগের মাথায় একসাথে তিন তালাক দিয়েছে এখনো তিন মাস শেষ হয়নাই এক্ষেত্রে কি আমরা আবারো একসাথে থাকতে পারবো? সংসার করতে পারবো? 😭
@@shantaislam913 তালাক তো হয় নাই,,,তাহলে ৩ মাস অপেক্ষা করতেছেন কেন???
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! হুজুর অনেক আলোচনা শুনেছি।এ প্রক্রিয়া সঠিক মনে করি। এবং এটাই সঠিক পথকে নির্দেশ করে।
আপনি কি বুঝলেন এক সাথে তিন তালাক দিলে কয় তালাক হবে??
উত্তরটা জানা জরুরী।আমি sms এর মাধ্যমে বলছি। আমি ওরে বাড়ি আসতে বলছি আসেনাই আমার সাথে কথা বলে না ফোন দেয়না। ও কালকে বাড়ী না আসলে তিন তালাক দিলাম। এই smsএর ধারা আমাদের কতটুক খতি হইছে ৷ দয়া করে জানাবেন।।
Sundor vaba bojanor jonnow donnobad
আসসালামু আলাইকুম হুজুর আমাকে জোর করে মার দর করে মেয়ে র বাবা মায়ে এবং চেহারম্যানে জোর করে তালাক নিয়েছে এখন আমার বউ তার ভুল বুজে আমার বউ নতুন করে সংসার করতে চায় এখন গ্রামের কিছু বন্ড হুজুর বলে ইল্লা লাগবে এখন কি করতে পারি আমার একটা নাবালক মেয়ে আছে এখন আমরা কিভে সংসার করতে পারি দয়া করে বলবেন
AMR MONE HOY APNI ABAR NIYE ASTE PARBEN
Onakar kotha sunci kintu apni sposto kora bujeacan.tnx
হুজুর আমার বিয়ে হয়চে আজ ১২ বছর দুইটা মেয়ে আচে এখন সে রাগের মাথা তিন তালাক দিচে এখন কি জাওয়া সম্ভব
রাগের মাথায় তিন তালাক মতভেদ আছে।
তবে রাগের মাথায় তিন তালাক দিলে এক তালাক হবে।
এবং পরবর্তী তে আবার দুই তালাক তবে তিন তালাক হয়ে যাবে।।
আলেমদের মতামত
Jete parbe
Huzer number ta amk kew deta parbe
আস্সালামুআলাইকুম হুজুর, আপনার সাথে সাক্ষাত করতে চাই। দয়া করে জানাবেন সেটা কিভাবে সম্ভব?
মাশাআল্লাহ কত সুন্দর করে বুজিয়েছে ❤️🥰
I've never got on Miami Alabama
Ami Amar Bow K 3Talak Bolechi Onek Jid er Jonno Aita Ki Talak Hobe Naki Shongshar Korte Parbo
Hujur number ta pawaya jabe?
আসসালামু আলাইকুম হুজুর অনেকের ইসলামের প্রতি তালাক বোঝেনা তারা যদি ভুল করে কি করনীয়
হুজুর জাজাকাল্লাহ খাইরান আমার পরশনো হলো ইসএি সামি কে ডিপোস দিলে তালাক হবে কিনা
Amar sami probase thake phone biye hoyse tar sathe ekhono sorasori dekha hoyni phone raga ragi kore dujon dujon k tin talak diyechi tahole ki amader talak hoye geche plz ektu janaben r holeo koi talak hoyse plz bolben 🙏
আল্লাহ আপনাকে ভালো রাখুক
আমি বাবা মায়ের অমতে বিয়ে করি, পরবর্তীতে বাবা মা মেনে নেন, বিয়ের তিন বছর পর আমার স্বামী আমাকে রেখে অন্য একটা মহিলা কে বিয়ে করে, আমাকে ফেলে পালিয়ে যায়, আমি অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু সে কিছুতেই আমার সাথে যোগাযোগ করে না, ১২ বছর পর আমি তার ভাইয়ের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তোবুও সে যোগাযোগ করেনা, আমি তখন তার ভাই কে বলি আমাকে যেনো সে তালাক দিয়ে দেয়, তার ভাই বার বারই বলে আমাকে তালাক দিতে, তখন আমি তার ভাইয়ের মাধ্যমে তাকে আমি মুখে মুখে তালাক দিয়ে দেই, এখন কি আমার তালাক হয়েছে।
Shayek er contact number ta karo kache ase?
Huzoor number ta din please aponar
হুজুর আমি আমার স্বামীর সাথে পরকীয়ার সম্পর্কে কথা বলাই ওই আমারে ফোনের রাগের মাথায় বিদেশ থেকে তালাক দেই এই তালাক কি গ্রহণযোগ্য
হুজুর আমি রাগ করে অন্য বাসায় ছিলাম কয় দিন আমার বউ আমার বাসায় ছিল এক দিন সকালে এসে আমাকে ঘুম থেকে ডাক দিয়ে বলে বাসায় জাইতে আমি জাই নাই রাগ করে সে আমাকে বলছে বাসায় না গেলে আমাকে তালাক দে আমি এত সময় রাগি রাগি করে জাই নাই বাসায় তার পড়ে আমাকে বলে তালাক একন দিবে আমি ৩০সেকেন্ট মধ্যে তিন তালাক দিচ্ছি রুমে কেউ ছিল না একনো আমার বউ আমার সাথে আছে যা নাই একন কি সংসার হইবে হুজুর কিছু উপায় বলেন
হুজুরের নাম্বারটি কেউ দিবেন
হুজুর আসসালামু ওয়ালাইকুম আপনার সাথে আমার কিছূ কথা ছিলো জরুরি ভাবে আপনার ফোন নাম্বার আমি কি ভাবে পেতে পারি
Shaikh er number paua jabe
Kotha bolar jonno
মোঃপুর আল-আমিন মসজিদে যান ওখানে সহীহ আকিদার আলেমরা
থাকে আলহামদুলিল্লাহ শুক্রবার আসলে বেশি ভালো হয়
বাই পুরা এড্রেস টা দেন প্লিজ
Apnar sathe kotha bolbo kie vabe
হুজুর আমার কাচ থেকে আমার পরিবার আমার সামিকে তালাকের খোলানামক কাগজ পাটিয়েচে আমার স্বামির সাথে বেজাল হওয়ার কারনে।কিন্তু আমি ঘর করতে চাই।আমার স্বামি আমার সাথে জোগাজোগ বন্দ করে দিচে এখন আমি কি করবো।আমি ওনাকে বালো বাসি গর করতে চাই।
আসসালামু আলাইকুম হুজুর। আমার স্বামী আমাকে বলছে তুমি যদি আমার কথা না শুন তাহলে তালাক তালাক তালাক দিব। এখন কি তালাক হয়ে গেছে। প্লিজ হুজুর একটু বলেন।
আপনার কথাটার সাথে এখনকার মানুষের সমস্যার মিল আছে এটা আমার মতে এটা হলে ভালো হতো
হুজুর নাম্বার টা দিবেন প্লিজ
আমার স্বামী রাগে আমাকে কলে ২ বার তালাক দেন,, তারপর আবার রাগে মেসেজে ৩ বার বলেন,, ওনি কিন্তু মন থেকে দেন নাই, এখন আমরা কি আবার সংসার করতে পারব।
আসসালামুয়ালাইকুম হুজুর। আমি আমার বিবিকে একসাথে ২ তালাক দিয়েছি। এইটা কি ২ তালাক না এক তালাক হবে???
according to 4 majab এক সাথে তিন তালাক = তিন তালাক marriage broke
according to salafi majab এক সাথে তিন তালাক= 1 তালাক marriage not broke, আরো দুই তালাক অবশিষ্ট আছে
Good lecturer
হুজুর আপনার কথা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সুন্দর কথা বলছেন শায়েখ❤
আমাকে এই হুজুরের নাম্বার দিতে পারবেন।। কিছু ফতুয়া শুনতাম
মাশাল্লাহ সুন্দর আলোচনা
masallah hujur apnar Kotha gula onek balo laglo
আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা ছিল যদি আপনার নাম্বারটা দিতেন??
Nisha abostai talak dile ki hoy
কেউ না জনলে শরীয়তের বিধানের পার্থক্য নিয়ে আসতে এটা কেমন কথ??
মোবাইল ফোনে অডিও কলের মাধ্যমে একসঙ্গে তিনবার তালাক দিয়েছে।কোনো স্বাক্ষি নেই। পনেরো দিনের মধ্যে ভুল বুঝে।ঐ স্ত্রী কে নিয়ে সংসার করা যাবে কি না।বা নতুন করে বিয়ে করতে হবে কিনা??উত্তর দিবেন পিলিজ
ধন্যবাদ হুজুর❤️
জাযাকাল্লাহ খাইরান
Oshongkho dhonnobadh onk cinty cilm.
Jazakallahu khiran sheikh
হুজুর আমি রাগের মাথায় বউকে তিন বলছি,কিন্তুু ওই দিনে দিনেই আমি ভুল বুঝতে পেরেছি,আমরা দুজনেই সংসার করতে ইচ্ছুক, সে আমার আয়ত্তের ভিতর আছে,এখন আমি তওবা করে ওকে নিয়ে সংসার করতে পারব কি?
বৈশ্বিক আবহাওয়া এর জন্য দায়ী। কারণ, উপরে যখন গরম থাকে ভেতরে তখন ঠান্ডা। আবার ভেতরে যখন গরম থাকে বাহিরে তখন ঠান্ডা।
চালিয়ে যান কোন সমস্যা নেই। তবে সাবধান ; এরকম ঘটনা যেন আর না ঘটে।
😭😭😭😭
কেন রে ভাই মাথা এত গরম হয় কেন তালাক দেওয়ার আগে চিন্তা করা প্রয়োজন আর যেটা দিয়ে দিছেন এখন তাকে নিয়ে আবার স্বপ্ন দেখার কি আছে, নাকি এখন পকেটের চিন্তা করেন।😡
হুম
Hmm
হুজুর আপনার ফোন নম্বর টা দেন৷ নাহলে আপনার ঠিকানা টা দেন। আমার অনেক প্রয়োজন
মোবাইল ফোনে অডিও কলের মাধ্যমে একসঙ্গে তিনবার তালাক দিয়েছে।কোনো স্বাক্ষি নেই। পনেরো দিনের মধ্যে ভুল বুঝে।ঐ স্ত্রী কে নিয়ে সংসার করা যাবে কি না।বা ঐ স্ত্রী কেই নতুন করে বিয়ে করতে হবে কিনা??উত্তর দিবেন পিলিজ
কেউ জানলে একটু বলবেন এক বছর আগে এক তালাক বলছিল সেদিনই মিলে গেছিল আবার পরের বছর আরেকটা দেন দিলে কয় তালাক আবার সেদিনই নিয়ে গেছিল
এক বছর আগে একটা এবং পরের বছরে আরেকটা। তাহলে হিসাবে দুই তালাক হয় যদি এর বাইরে আর তালাক না দিয়ে থাকেন। এখন সতর্ক থাকতে হবে যাতে তালাক আর দেওয়া না হয়। নইলে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না। নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন।
2 talak oicay
হুজুর অনেক ভালো বলেছেন
হুজুর আমার স্বামী রাগের মাথায় ৩তালাক বলছে এখন আমাকে নিয়ে সংসার করতে চাই এর সমাধান কি
খুব দুঃখ জনক
হুজুরের ফোন নাম্বার বা এড্রেস কারো জানা থাকলে জানাবেন প্লিজ
আমার উত্তরটা দয়া করে দেবেন আমার হাজব্যান্ড আমাকে মোবাইলে কথা বলার সময় রাগের মাথায় তিন তালাক দিয়েছে কিন্তু এ বিষয়টি নিয়ে আমরা গ্রামের মুফতির কাছে গিয়েছিলাম সে বলছিল বিয়ে পড়ায় নিলে এটা হালাল হয়ে যাবে এভাবে আমরা সংসার করতেছি এটা কি আমার হালাল হবে কিন্তু আমার মনে সন্দেহ লাগে এটা হালাল হবে কিনা
আমিও সংসার করতেছি,জানিনা আল্লাহ মাফ করবে কি না
Apni right hujur.
Thank you huzur
হুজুর মেয়েরা তালাক দিলে হবে কি
ইচ্ছাকৃতভাবে তালাক দিতে পারে না। তবে পার্সোনালে বা অতিরিক্ত কোন সমস্যা হলে আলোচনার মাধ্যমে তালাক নেওয়া যেতে পারে
স্বামী আমাকে মেসেজে তিনবার তালাক দিছে এখন কোন উপায়ই আছে সব ঠিক করার
না। একেবারে তিন তালাক হয়ে গেছে বোন
হুজুর প্লিজ একটু বলেন আমার হাসবেন্ড রাগ করে বলছে তালাক তালাক যা এখন আমাদের কয় তালাক হইছে প্লিজ একটু বলেন
রাগ করে তালাক দিলে তালাক হবে না
Kinto onak alam bole ja moja Kore rag Kore ja vabe e Dak talak hoiya jai
Obossoi Moha pap hobe. Joldi joldi biggo alimer kace Jan somadhaner jonno. ..........
তুই আদার বেপারি জাহাজ এর খরব নেস কেন গাধা হাদিস কি তর কথায় চলে বোকা কোথাকার রাগের মাথায় তকে লাথি মারলে লাথি লাগে না সরিলে হুম দেখ রাগে দাও মজা করে দাও ফান করে দাও তালাক হয়ে যাবে হয়ে যাবে
হুজুরের ফোন নাম্বার টা দিবেন প্লিজ
গুড মাশাআল্লাহ
রাগের মাথায় জামাই আমাকে ৩ তালাক বলেছিলো ১বছর আগে তখনই রাগ ভেঙে যায় এখনও একসাথে আছি তওবা পড়ে।।। এটা কি গোনা হবে
হুম জিনা ব্যভিচার হচ্ছে , আপনি অন্য জায়গায় বিয়ে বসে যান
এটা যেনা হচ্ছে! তাওবা করবে গুণাহ করলে, কিন্তু তালাক দেয়া গুণাহ নয়!
আমিও অতিরিক্ত রাগের মাথায় একসঙ্গে তিন তালাক দিয়েছি মোবাইলে কথা বলতে বলতে, এখন কি করবো বুঝতে পারছিনা দুজনেই প্রচন্ড যন্ত্রনায় ভুগছি আবারো পুনরায় বিয়ে পড়াবো নাকি আর কোন সুযোগই নেই😢😭
কিচ্ছু করতে হবে না,আপনার বউ আপনারই আছে
আমার সামি মোবাইল একসাথে ৩তালাক বলচে এখন কি সংসার করতে পারবো বলেন খুব চিন্ত আচি
@@SohelAbulkhayer-w3d এখন এভাবে তো কথা বলা সম্ভব নয় যদি সম্ভব হয় তাহলে আপনার ফোন নাম্বার দেন বিস্তারিত বলছি
@@SohelAbulkhayer-w3dঅবশ্যই পারবেন টেনশন নাই ইসলাম এত কঠিন না তবে এরকম ভুল আরও ২ বার করলে ses তখন ঠিকই তালাক হবে
@@SohelAbulkhayer-w3dপিএইচডি ডিগ্রীধারী আলেমের পরামর্শ নিন আশাকরি আপনার এটা সমস্যা হবে না তবে আমি মুফতি না আমার কথার উপর আমল করবেন না"
ধন্যবাদ
ইচ্ছা করে এক সাথে তিন তালাক দিলে ওই সামীৱ জন্য বউ কি হাৱাম হবে। দয়া কৱে জানাবেন
প্রশ্ন কোন স্বামী কোন স্ত্রীকে এক বৈঠকে এক তালাক দুই তালাক তিন তালাক বলে দেয় তাহলে কি তার ওপর তিন তালাক প্রতিত হবে. / আমার প্রশ্ন হল কোথাও তালাক বলে গণ্য করা হয় তাদের কি কোন শক্তিশালী রেফারেন্স নাই থাকলে আমাকে কি দেওয়া যাবে..... দেখুন ভাই তালাকের মাসালা আমরা এখানে ফতোয়া টা দিনা
Good
আড়াই তালাক দিলে কি হয় ?
হুজুর আপনার ফোন নাম্বার দিন
হুজুর খুব ইমপোর্টেন জায়গায় আপনার কথা খুব অস্পষ্ট হয়। এটার কারণ বুঝলাম না,,,,,
স্পষ্ট ভাবে একটু বলেন প্লিজ
যে এক সাথে তিন তালাক দিলে কয় তালাক হবে????
According to 4 majab এক সাথে তিন তালাক = তিন তালাক marriage broke
according to salafi majab এক সাথে তিন = 1 তালাক marriage not broke, আরো দুই তালাক অবশিষ্ট আছে
৪ তালাক,লগে হিললা বিয়া হুজুররে !
ধন্যবাদ হুজুর।
হুজুর একসাথে রাগের মাথায় তিন তালাক দিয়ে, তালাকের দ্বিতীয় মত গ্রহণ করে,ঘর সংসার করলে কি ঠিক হবে জানতে চাই।এতে কোন গুনাহ হবে কিনা?
দয়া করে জানাবেন প্লিজ।
আপনার সুবিধা মত গ্রহণ করলে হবে না ভাই।
সাহাবি তাবেঈ এবং ৪মাযহাবের সবাই একমত যে, যে কোন রকমেই একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে।
৩ বারে ৩ তালাখ
১ বারে দিলে হবেনা
আর যদি ইদ্দত পার হয় নতুন মহরানা লাগবে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহ,হুজুর আমি রাগের বসত আমার বউকে বলছি তোকে তিন তালাক দিলাম,মানে এক তালাক,দুই তালাক,তিন তালাক,এভাবে বলিনি,বর্তমানে আমরা দুজন মিলেমিশে ভাল হয়ে একসাথে আছি,আর যদি একটি তালাক হয়ে ও যায় তাহলে কি নতুন ভাবে কাবিন দিয়ে আবার বিয়ে করতে হবে কি না?কারন আমি শুনেছি,রাগের মাথায় তালাক হয় না,আমার মতে তালাক তো রাগ করেই হয়ে থাকে,শুনেছি কোরআন হাদীস মতে সহিহ তালাক হচ্ছে স্বামী পক্ষে আর কনের পক্ষে দুজন সাক্ষীর সমমুখে তিন তুহুর তিন তালাক ইদদত পালন সপেক্ষে তালাক প্রযোজ্য হবে ,উক্ত বিষয়ে পরিস্কার ভাবে বলবেন কি ?কারন হুজুর আমি অনেক দ্বিধা দন্ধে ভুগছি!
তালাক হয়নি। তালাক দিতে গেলে ইদ্দত অনুসরন করতে হবে যেটার কথা কুরআনে আছে।
Bai domadan hoice apnar
বুখারীর কতো নাম্বার হাদিস?
Shsikh er number pauata khub joruri
Alhamdulillah
জ্ঞান শূন্য হয়ে গেছে তাই তিন তালাক দেয়
হুজুর আমার কথা হচ্ছে তালাক দেওয়া যাবে এটা সে কিভাবে বুঝল
বুঝা যায় উনার জ্ঞান ছিল তবে রাগ ছিল বেশি তাই তালাক দিয়েছে
আর কথাও ঝগড়া হলে তালাক দেয় না শুধু স্ত্রীর সাথে ঝগড়া হলেই তালাক দেয়। বুঝেছেন হুজুর শায়খ
হুজুর আপনাদের নামের শুরুতে শায়খ লেখেন যে এইটা কোন হাদিসে এসেছে জানাবেন কি?
Alhamdolillah
Alhamdulillah.
হুজুর মেসেজে তিন তালাক বললে কি তালাক হবে?দয়া করে জানাবেন
@hiddenprofile982 তাহলে করনীয় কি?
যদি কেউ বলে যে এক সাথে তিন তালাক থাকলো তবে কি এক তালাক৷ হবে না তিন তালাক হবে
হুজুর আমি আগে এর কিছুই জানিনা শুধু মানুষেমানুষের থেকে শুনেছি বউকে অকেক রাগে আমি বলেছি
ভাই আমারও
আসসালামু আলাইকুম হুজুর যদি তালাকের কাগজে এক সাথে তিন তালাক লিখা থাকে তাহলে কয় তালাক হবে
Assa apnar ei ta ans ki paisen plz Janaben akto
Vai amake aktu janabe amaiyo arokomer korechi
Akhon kie kora jabe
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্ত্রী যদি সই যদি না করে তালাক না করে কিনা।
3 talake 1 talak hobe Quran bolsa jakir naik follow koro
কেন জটিল। ইসলাম সহজ
প্রিয় দর্শক তালাকের ফতুয়া উনার থেকে নিবেন না।।।তাহলে আপনাদের জেনা হতেই থাকবে।
হজুর আমার স্বামী আমাকে একসাথে ৩ তালাক দেও তাতে কি আমাদের তালাক হইছে আর কথায় কথায় বলে তোরে ছাইড়া দিবো যা তোরে তালাক দিছি এইসব বলে তাতে কি আমাদের তালাক হইছে হুজুর একটু বললেন বললে ভালো হতো হজুর পিল্জ বলেন 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
তালাক হয়ে গেছে
@@mdmuhibullah931 তাইলে হুজুর আমাদের এক সাথে থাকা যাবে না থাকলে কি পাপ হবে আর নতুন কইরা কি তালাক দেওয়া লাগবে হুজুর একটু বললেন পিল্জ
"Ja tore talaq dici" bolle talaq hoe jabe. Jemon vule gulli corleo gulli thikoi laghe.
@@sojivhawlader5446 তিন তালাক দিলে তালাক হয়ে গেছে। এহন আর আপনারা এক সাথে থাকতে পারবেন না
আপু আপনি কি
এখনো এক সাথে থাকেন
একসাথে তিন তালাক দিলে এক তালাকই হবে, নাহলে নিম্নোক্ত আয়াতকে অস্বীকার করা হয়,, কারণ তালাক দিতে হবে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে।
[আত ত্বালাকঃ আয়াত নং ১]
يٰٓأَيُّهَا النَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ أَمْرًا
অর্থঃ হে নবী, (আপনি বলে দিন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।
তারপর পরবর্তী আয়াত লক্ষ্য করুন :
[আত ত্বালাকঃ আয়াত নং ২]
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَىْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهٰدَةَ لِلَّهِ ۚ ذٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا
অর্থঃ অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।।
(তার মানে এখানে এক তালাকই হয়েছে :
কারণ এখানে বলা হয়েছে যথপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা ছেড়ে দিবে।।
যেহেতু আমরা জানি যে সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত অনুযায়ী তিন তালাক দিলে আর রেখে দেওয়া যাবে না।।
২২৯ নম্বর আয়ত অনুযায়ী দুই তালাক পর্যন্ত রেখে দেওয়া যাবে।।
[আল বাকারাঃ আয়াত নং ২২৯]
الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।
[আল বাকারাঃ আয়াত নং ২৩০]
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।
nobi ji kotha ta ki tahole vul vai..?
হুজুরের শেষের কথাগুলো ভালো লাগলো না, যেখানে চার মাযহাবের ইমাম তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে বলেছেন, সেখানে আপনি বলছেন তিন তালাক দিলেএক তালাক হবে এটা হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে এটা করা উচিত হুজুর আপনার মত দিয়ে তো আর কোরআন হাদিস বিবেচনা করা যাবে না,কোরআন হাদিসে যেটা আছে আমাদেরকে সেটাই মানতে হবে,
হুজুর আমার শাশুড়ি অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সংসার করব না আমি নিজে থেকেও চলে আসছি কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিবে না
আমি থাকব না অশান্তির জন্য
এই কায়দা কাজীর কাছে গিয়ে দু পক্ষ এক সাথে তিন তালাক হয়ে গেছে
এখন আমার ছেলে আছে আমার ছেলের বাবা আমাকে আবার ফিরে যেতে বলে
10 মাস আমারা আলাদা এখন কি করব আমরা একসাথ হবে কি করে বলবেন
❤❤❤❤❤❤❤❤
আমি আমার স্ত্রী কে আমি হায়েজ অবস্থায় এক দুই তিন তালাক বায়েন তালাক বলছি।এখন আমি উনারে ফিরিয়ে আনতে চাইছি
তালাক ই হয়নি তাহলে
আপনি ওনাকে আনতে পারেন কোন তালাক হয় নাই