প্রথমে আপনার মেমরি কার্ডের সকল ডাটা অন্য কোথায় সরিয়ে তারপর মেমরি format করে দেখতে পারেন কাজ হয় কিনা, ২য় ত আপনার ফোনে অন্য মেমরি কার্ড প্রবেশ করিয়ে দেখতে পারেন যদি অই কার্ডে কোন সমস্যা না দেখায় তাহলে আপনি বুঝতে পারেন আপনার মেমরি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে, ৩য় ত মেমরিতে ভাইরাস প্রবেশ করলে অথবা আপনার ফোন যদি কখনো রিসেট না করেন তবে এই সমস্যা হতে পারে আশা করি বুজতে পারছেন ।
brother, আপনি আপনার ফোনের ফিচার বা বৈশিষ্ট্য চেক করেন মানে আপনার ফোন কতটুকু ক্যাপাসিটির মেমরি কার্ড সাপোট করে, তারপর তার পাওয়ার অনুযায়ী মেমরি কার্ড প্রবেশ করান। তাছাড়া আপনি 32 gb, 64gb এই সাইজের মেমরি প্রবেশ করিয়ে চেক করতে পারেন ।আশা করি বুজতে পেরেছেন ।
ভাইয়া galaxy A10s android এ 32 gb এর মেমোরি card আসে কিন্তু দুই দিন পর পর not inserted দেখায় এখন কি করবো একটু বলবেন plzz 🙏
প্রথমে আপনার মেমরি কার্ডের সকল ডাটা অন্য কোথায় সরিয়ে তারপর মেমরি format করে দেখতে পারেন কাজ হয় কিনা, ২য় ত আপনার ফোনে অন্য মেমরি কার্ড প্রবেশ করিয়ে দেখতে পারেন যদি অই কার্ডে কোন সমস্যা না দেখায় তাহলে আপনি বুঝতে পারেন আপনার মেমরি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে, ৩য় ত মেমরিতে ভাইরাস প্রবেশ করলে অথবা আপনার ফোন যদি কখনো রিসেট না করেন তবে এই সমস্যা হতে পারে আশা করি বুজতে পারছেন ।
দাদা বলছিলাম যে আমার infinix note 5 ফোনের জন্য 128gb নতুন মেমোরিকার্ড সো করছে না বা হচ্ছে না কি করবো।
brother, আপনি আপনার ফোনের ফিচার বা বৈশিষ্ট্য চেক করেন মানে আপনার ফোন কতটুকু ক্যাপাসিটির মেমরি কার্ড সাপোট করে, তারপর তার পাওয়ার অনুযায়ী মেমরি কার্ড প্রবেশ করান। তাছাড়া আপনি 32 gb, 64gb এই সাইজের মেমরি প্রবেশ করিয়ে চেক করতে পারেন ।আশা করি বুজতে পেরেছেন ।