ঢাকা মেট্রো রেল/ Dhaka Metro Rail/ মাত্র ৬ মিনিটে ফার্মগেইট থেকে শেওড়াপাড়ায়/Dhaka metro train review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #ট্রেন_ভ্রমণ #ঢাকা_মেট্রোরেল #ফার্মগেইট_থেকে_শেওড়াপাড়া #দিয়াবাড়ি_থেকে_আগারগাঁও #আগারগাঁও_থেকে_মতিঝিল
    মেট্রোলের কিছু ইতিহাস,,,,,,
    বিশ্বে প্রথম মেট্রোরেল সিস্টেম চালু হয় লন্ডনে, ১৮৬৩ সালে
    ভারতীয় উপমহাদেশের প্রথম মেট্রো রেল 1984 সালে ভারতের কলকাতায় কাজ শুরু করে। কলকাতা মেট্রো ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল ব্যবস্থা এবং এটি 24 অক্টোবর 1984 সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এছাড়াও এটি ভারতের প্রথম মেট্রো রেল।
    ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।
    সংক্ষিপ্ত বিবরণ
    অবস্থান
    ঢাকা, বাংলাদেশ
    পরিবহনের ধরন
    দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
    লাইনের (চক্রপথের)
    সংখ্যা
    ২ (নির্মাণাধীন)
    ৫ (পরিকল্পিত)
    লাইন সংখ্যা
    এমআরটি লাইন ১ (নির্মাণাধীন)
    এমআরটি লাইন ৬ (সক্রিয়)
    বিরতিস্থলের (স্টেশন)
    সংখ্যা
    ১৬ (নির্মাণাধীন)
    ১০৪ (পরিকল্পিত) (পাতাল ৫৩টি এবং উড়াল ৫১টি) [১]
    দৈনিক যাত্রীসংখ্যা
    ৬০,০০০ (প্রতি ঘণ্টায়)[২] (এমআরটি লাইন ৬)
    প্রধান কার্যালয়
    ঢাকা, বাংলাদেশ
    ওয়েবসাইট
    www.dmtcl.gov.bd
    চলাচল
    চালুর তারিখ
    ২৮ ডিসেম্বর,২০২২
    পরিচালক সংস্থা
    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
    কারিগরি তথ্য
    মোট রেলপথের দৈর্ঘ্য
    ২১.২৬ কিমি[৩]
    ১২৮.৭৪১ (পরিকল্পিত)
    রেলপথের গেজ
    আদর্শ গজ
    ঢাকা মেট্রো এমআরটি-৬ - এর কাজ চলছে কাজী নজরুল ইসলাম এভিনিউ, পরীবাগে (আগষ্ট ২০২০)
    জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে ৫১টি উড়াল স্টেশন ও ৫৩টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। ছয়টি লাইন মিলিতভাবে দিনে ৪৭ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।[৪]
    ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন ৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন,[৫][৬][৭] যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।[৮][৯] শুরুতে শুধু উত্তরা উত্তর (দিয়াবাড়ি) এবং আগারগাঁও এই দুইটি স্টেশনে ট্রেন থামত, এরপর ২৫ জানুয়ারি, ২০২৩ পল্লবী স্টেশন খুলে দেওয়া হয়।[১০][১১] মার্চ মাসের শেষের দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে।[১২]
    ঢাকা মেট্রো রেলে মোট ১৬ টি স্টেশন রয়েছে তা হলো,
    #দিয়াবাড়ি_মেট্রো_স্টেশন #উত্তরা_উত্তর_মেট্রো_স্টেশন #উত্তরা_মেট্রো_স্টেশন #উত্তরা__সেন্টার_মেট্রো_স্টেশন #পল্লবী_মেট্রো_স্টেশন #মিরপুর_১১_মেট্রো_স্টেশন #মিরপুর_১০_মেট্রো_স্টেশন #কাজীপাড়া_মেট্রো_স্টেশন #শেওড়াপাড়া_মেট্রো_স্টেশন #আগারগাঁও_মেট্রো_স্টেশন #বিজয়__মেট্রো_স্টেশন #ফার্মগেইট_মেট্রো_স্টেশন #কাওরানবাজার_মেট্রো_স্টেশন #শাহবাগ_মেট্রো_স্টেশন #ঢাকা_বিশ্ববিদ্যালয় _মেট্রো_স্টেশন #সচিবালয়_মেট্রো_স্টেশন #মতিঝিল_মেট্রো_স্টেশন #কমলাপুর_মেট্রো_স্টেশন
    ★ তথ্য সংগৃহীত উইকিপিডিয়া,,,,,
    ★ ইউকিপিডিয়ার লিংক,,
    bn.m.wikipedia...
    ★ ভিডিও থাম্বেল সংগৃহীত,,,
    FB Post লিংক,,
    www.facebook.c...

ความคิดเห็น • 2

  • @AsikMiha-k3t
    @AsikMiha-k3t 9 หลายเดือนก่อน

    Nice

  • @nadimvlog104
    @nadimvlog104 4 หลายเดือนก่อน

    কমলাপুরে মেট্রোরেলে আসা যায়