মুসলমান কি বাঙালি হতে পারবে? ১/৩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 862

  • @shuvoislam1086
    @shuvoislam1086 2 ปีที่แล้ว +215

    ফাহাম ভাই আপনার কথা শুনলে মাথায় থাকা এলোমেলো প্রশ্নের জটগুলো খুলতে থাকে। দয়া করে লম্বা সময়ের জন্য হারিয়ে যাবেন না।

    • @asmahusna1028
      @asmahusna1028 2 ปีที่แล้ว +1

      Right

    • @palashrashed7935
      @palashrashed7935 5 หลายเดือนก่อน +1

      নতুন প্রজন্মকে সংযুক্ত করেন।

  • @shaifulislam1342
    @shaifulislam1342 2 ปีที่แล้ว +15

    ভীষণ রকমের উচ্চমার্গীয় আলোচনা। খুবই উপভোগ্য ছিলো। পরের পর্বের অপেক্ষায় থাকলাম বস্ 👍👍

    • @mdrahman2900
      @mdrahman2900 2 ปีที่แล้ว +1

      আমরা সবাই উনার ( বাংলাদেশের ভবিষ্যৎ কি ) ভিডিও টি বেশী বেশী প্রচার করি
      th-cam.com/video/hFf4vHEHnLI/w-d-xo.html

  • @whoamima
    @whoamima หลายเดือนก่อน +31

    নিজের দেশ নিজের সংস্কৃতি যত গুরুত্বপূর্ণ বিষয়ই হোক, যদি সত্যের বিরুদ্ধে যায় তাহলে আমি সবই ত্যাগ করবো সত্যের জন্য কারণ সত্যই সবার উপরে। আর আমরা অনেক প্রমাণ পেয়েছি যে ইসলামী সত্য

    • @dhruvo100
      @dhruvo100 หลายเดือนก่อน

      ধর্মটা সত্যের বিরুদ্ধে গেলে তখন কি করবে?🤣🤣

    • @ashiq-69
      @ashiq-69 29 วันที่ผ่านมา

      ​@@dhruvo100 ইসলাম কখনো সত্যের বিরূদ্ধে যায় না। প্রমাণ দিতে পারলে নাস্তিক হয়ে যাবো।

    • @amiruzzamanarman10103
      @amiruzzamanarman10103 17 วันที่ผ่านมา +3

      ​@@dhruvo100 যে ধর্ম সত্যের কথা বলে, সে ধর্মে মিথ্যার কোনো অবকাশ নেই।
      ইসলামে সবচেয়ে বড় অপরাধ 'মিথ্যা'

    • @dhruvo100
      @dhruvo100 17 วันที่ผ่านมา

      @@amiruzzamanarman10103 ইসলাম সত্য বলেনা

    • @mahfuzurrahman3819
      @mahfuzurrahman3819 7 วันที่ผ่านมา +2

      ইসলামে মিথ্যার সুযোগ নাই​@@dhruvo100

  • @j.Hasan007
    @j.Hasan007 2 ปีที่แล้ว +5

    ফাহাম ভাই,আমি ৯০ দশকের শেষেরদিকে আপনার বিতর্ক দেখে বড় হয়েছি।খুবই ভালো লাগতো,মন্ত্রমুগ্ধের মত শুনতাম সেই বিতর্ক।অনেক অনেক বছর পরে গত ৪ সপ্তাহ আগে পেলাম আপনাকে ইউটিউবে। ফেইসবুকে এক্টিভ হলে হয়তো আরও আগে পেতাম।
    সে যাক,আজকের টপিকটা আমার মনের মতই হয়েছে।আমি আজ অর্ধশিক্ষিত একজন মানুষ। এই বিষয়টা নিয়ে আমি প্রায় সময় আলোচনা করি আমার ভাই,ব্রাদার, বন্ধুদের সাথে।আজ আমাদের সো কলড স্যাকুলাররা কি সফল না আমাদেরকে আধুনিকতা আর ইসলাম কে মুখোমুখি দাড় করাতে?আমার তো তাই মনে হয়।আজ এত এত নাস্তিক আমাদের সমাজে,চিন্তাই করা যায় না!!কেন?কি জন্যে এরা আমাদেরকে এরকম বানানোর জন্য উঠেপড়ে লাগলো??
    ইউরোপে আমরা খুবই স্বাভাবিকভাবেই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে পারি।তারাও সম্মান দেয় ধর্মকে।আমাদের মুসলিম প্রধান দেশে কেন নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে কম্ফোর্ট ফিল করি না?

  • @sadiqrahman1475
    @sadiqrahman1475 2 ปีที่แล้ว +62

    অনেকদিন পর আপনার ভিডিও পেলাম স্যার,,,আশা করি দেশের এমন খারাপ পরিস্থিতিতে আপনি আপনার বক্তব্য চালিয়ে যাবেন

  • @imecworldmbbsadmission
    @imecworldmbbsadmission 2 ปีที่แล้ว +1

    IMEC WORLD MBBS / Medical Admission Abroad
    0 seconds ago
    স্যার অনেক দিন পর পর ভিডিও দেন, আমার মত সল্প বুদ্ধির মানুষের জন্য যা খুবই উপযুক্ত। আমাকে ভিডিও গুলো বেশ কয়েকবার দেখতে হয়, যাতে বাকি জীবন এর কনসেপ্ট মাথায় থাকে। এত মূল্যবান ওনার দৃষ্টিভঙ্গি আর এত অকাট্য সব যুক্তি, এত গভীর বিশ্লেষণ যে অনেকটা মেডিক্যাল এর পড়ার মত। বারবার একটা বিষয় পড়ার পর, শেষ করে মনে হয় আরো কিছু যেন জানার ছিল, বুঝার ছিল। স্যারের জন্য দোয়া করি আল্লাহ তার জ্ঞান আরো বৃদ্ধি করুক, সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন।

  • @md.alisarder5142
    @md.alisarder5142 2 ปีที่แล้ว +11

    এতদিন পরে লিজেণ্ডের দেখা, অনেক খুশি হলাম। তাকে নিয়মিত দেখতে চান কে কে??

  • @bilashranjun1681
    @bilashranjun1681 2 หลายเดือนก่อน

    অনেক সুন্দর আলোচনা। অনেক গভীর বিষয়ে আলোচনা করেছেন। কিছু বিষয়ে হয়তো দ্বিমত থাকতে পারে। কিন্তু অসাধারণ।

  • @asifahmed1476
    @asifahmed1476 2 ปีที่แล้ว +5

    অসাধারণ!!!!!!!!!! 15:33
    বাংলাদেশের ব্যবসায়ীরা সফল হয়েছে সরকার থাকা সত্বেও সরকারের কারণে নয়

  • @md.asadurrahman8548
    @md.asadurrahman8548 2 ปีที่แล้ว +22

    আমি আপনার বিতর্ক বিটিভিতে দেখে অনেক কিছু শিখেছি স্যার। তখন অনেক ছোট ছিলাম।

    • @mdrahman2900
      @mdrahman2900 2 ปีที่แล้ว +3

      আমরা সবাই উনার ( বাংলাদেশের ভবিষ্যৎ কি ) ভিডিও টি বেশী বেশী প্রচার করি
      th-cam.com/video/hFf4vHEHnLI/w-d-xo.html

    • @alphaq1502
      @alphaq1502 2 ปีที่แล้ว +2

      @@mdrahman2900 don't spam

  • @kazimainuddin450
    @kazimainuddin450 2 ปีที่แล้ว +96

    আমি বাংগালি নই,আমার পূর্ব পুরুষ বাংগালি ছিল। আমি বাংলাদেশী, আমি মুসলিম, আমি বাংলাদেশী মুসলিম। নিজকে এভাবে পরিচয় দিতেই বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ।

    • @dIsTiNG1
      @dIsTiNG1 2 ปีที่แล้ว +1

      এই পৃথিবীর বাংলাভাষীদের / বাংালীদের ৬৬% মুসলিম, যাদের বেশীরভাগ বাংলাদেশে বসবাস করে। আপনি এভাবে এমনি, এমনি আপনার সংখ্যাগরিষ্ঠতা ছেড়ে দেবেন?
      মুসলিম বাংালীরাই সংখ্যাগরিষ্ঠ ভাবতে কি খুব খারাপ লাগা উচিৎ?

    • @user-if4nh7qb5b
      @user-if4nh7qb5b 2 ปีที่แล้ว +15

      bolod

    • @ultraviolet2135
      @ultraviolet2135 2 ปีที่แล้ว +5

      ..ajkal imported dormo jetaa tumr naa seta tumr nijer baniee niso ownself kee vule....ajkaal biyer bajaare suitedmuted western stylist Muslim jongi monovaabaponno manusher onkk demand ..tumio sei sujugta nitee chaassoo

    • @Didarbhai0
      @Didarbhai0 2 ปีที่แล้ว +5

      @@ultraviolet2135 বদলা

    • @ultraviolet2135
      @ultraviolet2135 2 ปีที่แล้ว +2

      @@Didarbhai0 ke ami?

  • @heartbrokenboy6449
    @heartbrokenboy6449 2 ปีที่แล้ว +29

    After 8 month Finally legend is back❤️
    take Love brother

  • @tushanahmed9412
    @tushanahmed9412 ปีที่แล้ว +4

    আমাদের ননমুসলিম বন্ধুরা মূর্তি পুজো করে সগৌরবে সোশ্যালমিডিয়ায় পোস্ট করে। কিন্তু মুসলিমরা নামাজ পড়ার ছবি পোস্ট করতে চায় না।

  • @mohammadraselprodhan855
    @mohammadraselprodhan855 2 ปีที่แล้ว +20

    ধন্যবাদ আপনাকে এতোদিন পরে ভিডিও দেয়ার জন্য!❤️

  • @mamunhossain16
    @mamunhossain16 2 ปีที่แล้ว +1

    অনেকদিন পর আপনার ভিডিও পেলাম স্যার,,,আশা করি দেশের এমন খারাপ পরিস্থিতিতে আপনি আপনার বক্তব্য চালিয়ে যাবেন I

  • @mohammadsamith7357
    @mohammadsamith7357 2 ปีที่แล้ว +13

    ' বাঙালি মুসলমান প্রশ্ন '
    নিয়ে একটা ভিডিও চাই✊

  • @shadeen66
    @shadeen66 2 ปีที่แล้ว +9

    ধণ্যবাদ, অত্যান্ত চমৎকার বিশ্লেষণ, বেঙ্গল ইসলামাইজেন, হিন্দুকুশ ইসলামের প্রচার সম্পর্কে জানতে চাই, ভারতের মুসলমানদেরকে আগন্তুক বা আক্রমণকারী হিসেবে চিহ্নিত করার প্রয়াস সেটারও বাখ্যা চাই! বাংলাদেশের নব্য সেকুলার এলিটরা মুসলমান আইডেন্টিটি নিয়ে কুতসিৎ বক্তব্য দেয়, এটার কারণ কি?!

  • @sufinafizimtiazshimul
    @sufinafizimtiazshimul 2 ปีที่แล้ว +1

    ভাই কি সুন্দরভাবে সত্য কথাগুলা বললেন...

  • @shrakib20
    @shrakib20 2 ปีที่แล้ว +4

    " যারা বাকিতে ঘুষ খায়, ভবিষ্যতে কিস্ততে ঘুষ খাবে!!!

  • @charlesrebeiro2454
    @charlesrebeiro2454 2 ปีที่แล้ว +3

    It was nice listening to you.. and I feel to understand you need a positive and educated mindset…

  • @Latif72-n2b
    @Latif72-n2b หลายเดือนก่อน

    ফাহাম সাহেব, আপনি বড়ই জ্ঞানী মানুষ ভাই। চালিয়ে যান। সাথে আছি।

  • @greenarmy494
    @greenarmy494 2 ปีที่แล้ว +7

    মরুভূমির বালি যতই আনো,এখানের বৃষ্টিতে কাদামাটি হবেই,পর সংস্কৃতি পরের ভাষা যতই ডুকাও,তোমার ব্লাড তোমাকে সঠিক পথে ধরে রাখবে।

    • @Rafsan08
      @Rafsan08 ปีที่แล้ว +2

      এই হিন্দু চলে যা এখন থেকে

    • @mahfuzAhmed-zd4un
      @mahfuzAhmed-zd4un หลายเดือนก่อน

      😂😂😂😂sala murko

    • @afsanaaktar4732
      @afsanaaktar4732 หลายเดือนก่อน +5

      @greenarmy494, মরুভূমি, বৃষ্টি, কাদামাটি আর ভাষা সবই আল্লাহর দান। আল্লাহর নিয়ামত খেয়ে যে অস্বীকার করে শুধুমাএ জাহান্নামই তার চুরান্ত আবাসস্থল।

    • @ashiq-69
      @ashiq-69 29 วันที่ผ่านมา

      আপনার ইন্ডিয়ার আব্বুরা বোম ফালাইলে তখন সংস্কৃতি দিয়ে আক্রমণ কইরেন 😊

    • @kaziabulhasib2849
      @kaziabulhasib2849 23 วันที่ผ่านมา +1

      গরুর মুত যতই পবিত্র মনে করেন দিন শেষে সেটা মুতই, আপনার কমেন্টটা দেখে মনে পরলো

  • @tmmisunderstood
    @tmmisunderstood 2 ปีที่แล้ว +3

    You're blessed with knowledge!

  • @temporarymail2139
    @temporarymail2139 2 ปีที่แล้ว +7

    Got another masterpiece ❣️

  • @lordshadow360
    @lordshadow360 2 ปีที่แล้ว +7

    স্যার মেহেরবানি করে বেশি বেশি ভিডিও প্রকাশ করবেন ।।।
    💚😊👍

  • @AsifIqbal-iw5oc
    @AsifIqbal-iw5oc 2 ปีที่แล้ว +17

    আমি গর্বিত আমি বাংলাদেশি বাঙালি মুসলিম আল্লাহ হু আকবার 🖤
    আমি আপনার ফ্যান হয়ে গেছি আপনার জন্য শুভ কামনা রইলো 💐

  • @jannateesharmin175
    @jannateesharmin175 2 ปีที่แล้ว +24

    ইন্না লিল্লাহ! (Surely we belong to Allah! )
    May Allah bless you and protect you Sir !!

  • @Notimetotakeblood
    @Notimetotakeblood 2 ปีที่แล้ว +2

    tell us more, bro. very informative speech. makes a lot of sense.

  • @alaminmia6353
    @alaminmia6353 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপনাকে
    আরেকটা ভিডিও দেওয়ার জন্য

  • @tanveer3384
    @tanveer3384 2 ปีที่แล้ว +53

    11:42 এই দৃষ্টিকোণ আমি আগে খুঁজে পাই নি। আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করার জন্যে অশেষ ধন্যবাদ স্যার 🇧🇩 জাজাকাল্লাহ খাইরান।

    • @manobotabadimanush426
      @manobotabadimanush426 2 ปีที่แล้ว

      মজার বিষয় ইনি নিজে খৃষ্টানদের পোশাক আশাক পোইরা ইসলামের ডায়ালগ মারতেছে। গালে দাড়িটা পর্যন্ত নাই। কথায় কথায় ইংরেজি কোন আরবি শব্দের ব্যাবহার নাই।

    • @tanveer3384
      @tanveer3384 2 ปีที่แล้ว

      @@manobotabadimanush426 আরবি শব্দের ব্যবহার ইসলামে বাধ্যতামূলক না। ব্লেজার খ্রিস্টানদের পোশাক না, খ্রিস্টান পাদ্রিদের পোশাক কি সেটা নেটে সার্চ দিলেই বুঝবেন। দাড়ি না রাখলে গুনাহগার তিনি হবেন, আপনি গীবত করে নিজে গুনাহের ভাগীদার কেন হচ্ছেন। মনটা একটু বড় করেন ভাই। ইসলাম ধর্ম মানুষের মনকে উদার করে তুলে। এর উল্টো হলে মনে করবেন, কোথাও হয়তো সমস্যা হচ্ছে।

    • @manobotabadimanush426
      @manobotabadimanush426 2 ปีที่แล้ว

      @@tanveer3384 আরবি শব্দ বধ্যতামূলক না কিন্তুু বিশেষ বিশেষ ক্ষেত্রে তা ব্যবহারে উৎসাহিত করা হয় এবং আপনি ইসলামিক দর্শ নে বিশ্বাস করলে স্বাভাবিক ভাবেই আপনার কথাবার্তায় পোশাক আশাকে আচার আচরণে তার প্রভাব পড়বে। বেপর্দা-টিকটকার মৌজ মাস্তি করা অনেক ছেলে মেয়েরে দেখসি বলতে আমি বাঙালি না গর্বিত মুসলিম- কিন্তুু কিছু কইতে গেলেই গীবত করেন কেন। আর উদার হইতে শিখালে লোকজ সংস্কৃতিরে একসেপ্ট করতে পারার কথা।

    • @elliandoza7498
      @elliandoza7498 2 ปีที่แล้ว

      ১৪ শতকে বাংলা সম্পদহীন, জঙ্গলে ঢাকা হলে ইউরোপীয়রা কেন এসেছিলো?

  • @dmmasud7737
    @dmmasud7737 2 ปีที่แล้ว +6

    আল্লাহর পক্ষ থেকে যিনি গ্রহণ কলেন কুরআন তিনি রাছূল,
    আর রাছূল নিজেই আল্লাহ কে ভালোবাসার প্রমাণ করলেন, রাছূল নিজে কুরআন অনুসরণ করে, কুরআন বাস্তবায়ন করে,
    আর আমরা আল্লাহ কে ভালোবাসবো রাছূলকে ভালোবাসবো কুরআন কে অনুসরণ ও বাস্তবায়ন করার মাধ্যমে।
    রাছূল আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আদেশ,নিষেধ,শিক্ষা ও উপদেশ, তাই মানুষের নিকট পড়ে শুনিয়েছেন,এবং তাই প্রচার করেছেন,
    বর্তমানে রাছূলকে ভালোবাসা হবে রাছূল যে কুরআন অনুসরণ করতেন,যে কুরআন বাস্তবায়ন করতেন,যে কুরআন প্রচার করতেন তাহা করাই রাছূলকে ভালোবাসা ও অনুসরণ করা,
    রাছূল আল্লাহ কিতাব ব্যতিত অন্য কারো কিতাব প্রচার করেননি
    ,রাছূল নিজের কথা প্রচার করেননি
    রাছূল অন্য কোন কিতাব দিয়ে ফয়সালা দেননি,
    রাছূল কুরআন ব্যতিত অন্য কোন কিতাব প্রচার করতে অনুমোদন দেননি,
    তাই আল্লাহ অসন্তুষ্ট হবেন কুরআন ব্যতিত অন্য কোনো কিতাব প্রচার করলে।
    সবচেয়ে বড় কথা, আই-ফোন এর মার্কেটিং এক্সিকিউটিভ কখনো স্যামস্যাং এর প্রচার করবে না, আর যদি করে তাহলে তার চাকরিই থাকবে না,,,
    তেমনি রাছূল, রাছূল হয়েছেন আল্লাহর কিতাব এর ধারক বাহক হয়ে,, তিনি যদি আল্লাহর কিতাব এর বাহিরে যান তাহলে তিনি তো আর আল্লাহর রাছূলই থাকেন না,,,

  • @rumadhakacitygirlusa3471
    @rumadhakacitygirlusa3471 2 ปีที่แล้ว +4

    Well articulated words with impressive eloquence ! Wow

  • @BdDonut19
    @BdDonut19 2 ปีที่แล้ว +3

    মন্ত্রমুগ্ধের মতো গম্ভীর হয়ে শুনছি, কি নিখুঁত শব্দের পরিবেশনা, আপনার হাসির সাথে হাসছি না, শুধু দেখছি। মনে হচ্ছে এতটা Humourustic জ্ঞানগর্ভ আলোচনা অনেক দিন দেখিনি,

  • @marufhosen6155
    @marufhosen6155 2 ปีที่แล้ว +1

    So Thankful & greatful to you

  • @justiceanddevelopments873
    @justiceanddevelopments873 2 ปีที่แล้ว +2

    হাসিটা দারুন। অনেক গভীর জ্ঞানের হাসি এমনি এমনি আসে না।

  • @ismailHossain-ln9ln
    @ismailHossain-ln9ln 2 ปีที่แล้ว +40

    একেবারে সত্যি টা খুব সহজ করে উপস্থাপন করেছেন। ইসলাম সব সময় এবং সব জায়গা

  • @ratri6110
    @ratri6110 16 วันที่ผ่านมา +1

    Eie kotha gulo khub e porichito. Age Hindu nationalist and Christian nationalist der mukhe sunchi.

  • @charu917
    @charu917 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো আপ্নার এই episode টা।
    দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

  • @thowhidhaq1457
    @thowhidhaq1457 2 ปีที่แล้ว

    Brilliant analysis! Great 👍

  • @shwarnaabh8222
    @shwarnaabh8222 2 ปีที่แล้ว +3

    Vai, you should make these videos more often. All the best.

  • @tamimfarhanfouad3467
    @tamimfarhanfouad3467 2 ปีที่แล้ว +2

    Best dialogue is "though government was present most of the businessman have done it !".

  • @masumhossain2252
    @masumhossain2252 2 ปีที่แล้ว

    আপনাকে ভিডিও অপেক্ষায় ছিলাম স্যার।

  • @syedtosharafali119
    @syedtosharafali119 2 ปีที่แล้ว +21

    Wonderful analysis. It will open the eyes of the new generation. By faith one can be Hindu, one can be Buddha, one can be Cristian or Muslim but all may belong to Bengali by race. Anthropological aspects and cultural bonding are very important factors in forming a race. But faith divided the Bengali and again language gave birth a political nation.

    • @miqsirajuddin5378
      @miqsirajuddin5378 2 ปีที่แล้ว

      You missed his point.

    • @shahnewajx
      @shahnewajx ปีที่แล้ว

      Hhhh an example of someone who wants to be vokchod in bengali. 😄😄😄

    • @OfficialOffsideBall
      @OfficialOffsideBall ปีที่แล้ว

      ​@@miqsirajuddin5378you missed actually

    • @pelandolickasshole8715
      @pelandolickasshole8715 ปีที่แล้ว

      Not even 1%from your community think that ethnic identity could be more important than the religious one.

  • @mdhasanahmad6131
    @mdhasanahmad6131 2 ปีที่แล้ว +2

    আপনি আসলে ভিতর থেকে রাজনীতিবিদ।
    এসব কনসেপ্ট টা আসলে নিরপেক্ষ অবস্থান ও দার্শনিক মন্যতা থেকে ব্যাখা করতে হয়।
    রাজনীতি এবং পক্ষপাতিত্ব এখানে আনলে এরকম জগা খিচুড়ি পাকাবেন ই।

  • @MonirHossain-uf8qe
    @MonirHossain-uf8qe 2 ปีที่แล้ว +1

    নিয়মিত ভিডিও দিবেন, ভদ্র ভাষায় এত সুন্দর সমালোচনা আর কেউ পারে না!

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d หลายเดือนก่อน +8

    একজন মানুষের মুসলিম পরিচয় থাকার পর আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই

    • @RahmanRahman-gr1vb
      @RahmanRahman-gr1vb หลายเดือนก่อน

      TUI ki Muslim hoe Jonmo niasish?

    • @EndTimeNarrative
      @EndTimeNarrative หลายเดือนก่อน +2

      ​@@RahmanRahman-gr1vb
      Everyone born as Muslims

    • @thesilentkiller3882
      @thesilentkiller3882 หลายเดือนก่อน

      ​@@EndTimeNarrative taile musolmani koren ken?

    • @NahidHossen-s7i
      @NahidHossen-s7i หลายเดือนก่อน

      ​@@thesilentkiller3882 মুসলমানি যাষ্ট একটা সুন্নাহ। এটা না করলে কেউ মুসলিম নয় সেটা আপনাকে কে বলেছে?

    • @thesilentkiller3882
      @thesilentkiller3882 หลายเดือนก่อน

      @@NahidHossen-s7i keno lage eta? reason ki?

  • @ahmedshahadat7281
    @ahmedshahadat7281 ปีที่แล้ว

    আপনার কথাগুলো বেশ ভাল লাগে। একদমই নাথা ঠান্ডা থাকলে সব বুঝা যায় আসলে কি চাইচছেন।

  • @bangaliyogi
    @bangaliyogi 2 ปีที่แล้ว

    আমি ৪২ বছর ওয়েস্ট ইন্ডিজ এ আছি। পশ্চিমবঙ্গ থেকে এসেছিলাম। কয়েক বছর আগে একদিন লন্ডনের একটি বাংলাদেশী (একটি বাংলাদেশী রেস্টুরেন্টের ম্যানেজার) কে প্রস্ন করেছিলাম " are you Bengali?" তাতে উনি বললেন "না। আমি বাংলাদেশী"। শুনে আমি ঠিক বুঝতে পারছিলাম না। নমস্কার।

  • @shahriarkhan1220
    @shahriarkhan1220 2 ปีที่แล้ว +9

    Great job brother. Waiting for next 2 installment 😜

  • @SadSad-sf4nj
    @SadSad-sf4nj 18 วันที่ผ่านมา +2

    আমি আপনার একটা বিতর্ক প্রতিযোগিতা দেখেছিম।অনেক ভালো লেগেছিল।

  • @fahimfff1686
    @fahimfff1686 2 ปีที่แล้ว +2

    Thank you sir for the education.

  • @ShahadatHossain-lp6cv
    @ShahadatHossain-lp6cv ปีที่แล้ว +1

    আপ‌নি না‌কি জা‌তিগতভাবে বিহারী? সেজন্যই কি বাঙ্গালি জা‌তি নি‌য়ে আপন‌ার এতো চুলকা‌নি?

    • @hakunamatata3935
      @hakunamatata3935 ปีที่แล้ว

      ঠিক বলেছেন। চিন্তা করেন ইনার ফাইজলামি। বিহারী হয়ে বাঙালিদের আসছে লেকচার দিতে। এদের পাকিস্তানে রিপ‍্যাট্রিয়েশন খুব জরুরি ছিল।

  • @truthseeker3740
    @truthseeker3740 2 ปีที่แล้ว +1

    This is BS. I never hesitated to say Allah when it referred to the Creator. Question is how much of a Muslim is this speaker? Or is this simply motivated by political purpose?

  • @sharifulhaque4577
    @sharifulhaque4577 2 ปีที่แล้ว +19

    Thanks my brother to upload a new vlog explaining the issue of our identity as a Muslim and some of our striking traits.

    • @faruqreza2307
      @faruqreza2307 2 ปีที่แล้ว

      Sir, apnak comment box a dekhe khub valo laglo. Apnar jonno shuvo kamona

  • @mohammadislam9533
    @mohammadislam9533 2 ปีที่แล้ว +8

    Thought provoking discussion. Jajakumallah khairan.

  • @REZAURTONOY
    @REZAURTONOY 2 ปีที่แล้ว +36

    Yes, I still remember my debating days (97-2009) in school and college. Saying salaam in the beginning was considered almost prohibied in the debate arena. If anyone sayed bismillah or give salaaam everyone would look at him as if he is from Mars or something.

    • @Ahnaf57
      @Ahnaf57 2 ปีที่แล้ว +5

      Beacause It's in Arabic language. we should always be proud of our beloved Bengali language

    • @REZAURTONOY
      @REZAURTONOY 2 ปีที่แล้ว +13

      @Ehan : Using english quotations were very much appreciated but Salaam was not. This had nothing to do with language but was only the narrow mindedness.

    • @atrocitus9198
      @atrocitus9198 2 ปีที่แล้ว +3

      ALhamdulillah we came back from that era

    • @mashrafeeabdullah8385
      @mashrafeeabdullah8385 2 ปีที่แล้ว +2

      @@Ahnaf57 eta kmn kotha . Ami debate er line a line Eng bolchen kono shomossha nai. Salam ba Bismillah bolle shomossha.

    • @sajidabdullah8555
      @sajidabdullah8555 2 ปีที่แล้ว +4

      @@Ahnaf57 Yes, we are proud of our beloved language Bangla. This is a natural love that comes in a human from his birth. But that doesn’t mean we have to direspect other language or we can't speak in other language. We say Bismillah and use many other Arabic terms not because they are Arabic. This is a thing that comes out of belief. We believe in Allah, we love our Prophet(sm). We believe we will get reward for following our religion, for following Allah and our Prophet(sm). And there is also warning of punishment for those who don’t follow Allah's orders. We say Bismillah as this was taught by our Prophet(sm). Nevertheless, many people think, its a disrespect for our mother language. I don’t know, where this belief has come from.

  • @tanjimakhter
    @tanjimakhter 2 ปีที่แล้ว

    আপনার কথাগুলো অনেক সুন্দর, আপনার দীর্ঘায়ু কামনা করি।
    আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো, এইরকম আরও ভিডিও চাই।
    আপনার ভিডিও দেখা অবস্থাতেই হটাৎ একটা ভিডিও চোখে পড়লো টাইটেল থাম্বনেইল দেখে চ্যানেলের নাম দেখলাম এটাতো দেখি একাত্তর টিভি, ভাই আপনি হয়তো এই ভিডিও দেখেছেন কিনা জানিনা, ভিডিওটির টাইটেল দেখেন, টাইটেল দিয়েছে একাত্তর টিভি যে, বাঙালি মুসলমানদের মন "আরবী" হয়ে যাচ্ছ, এর মানে কি?
    আমরা হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত আমাদের নবী আরবী ছিলেন, আমরা কি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল-কোরআন আরবীতে পড়িনা, অবশ্যই আরবীতে পড়ি, আমরা কোরআন ও হাদীস আরবীতে পড়া মানেই কি আমার "আরবী" হয়ে যাচ্ছি।
    আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহ কি চাইলে পারতেন না অন্যান্য দেশে আমাদের পাঠাতে, অবশ্যই আল্লাহ পারতেন, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি বলে আমরা বাংলাদেশী, আরবের যে কোনো দেশে জন্ম নিলে আমাদের পরিচয় ঐ দেশের নাম অনুযায়ী হতো। আফগানি মুসলিমরা বলে আমরা আফগানি, ভারতীয় মুসলিম যারা তারা বলে আমরা ভারতীয় মুসলিম ইরাক, সিরিয়া, ইয়েমেন, পাকিস্থান ঐ সকল দেশের নাগরিক যদি নিজেদেরকে আফগানি ইরাকি সিরিয়ান মুসলিম বলে পরিচয় দেয় তাহলে আমরা কেনো বাংলাদেশী মুসলিম হয়েও বাংলাদেশী মুসলিম পরিচয় দিতে পারবো না, আমাদেরকে বাংলাদেশী মুসলিম না শিখিয়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা বাঙালি। কেনো বাঙালি পরিচয় দিতে হবে বাঙালি তো গোটা বিশ্বে আছে কলকাতার মানুষও বাঙালি তারাও বাংলায় কথা বলে।
    বাঙালি বলে পরিচয় দেওয়া কি আমাদের জন্য আবশ্যক?
    (আমরা মুলসিম এটাই আমাদের গর্ব) কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন তখন আমরা বলি, আমি বাংলাদেশী বা বাংলাদেশে থাকি, দেশের পরিচয় জিজ্ঞেস করার পর আমরা নিজেকে বাংলাদেশী পরিচয় না দিয়ে যদি বাঙ্গালী বলি এটাকি ঠিক হবে, না মোটেও ঠিক নয় কারণ আমাদের পরিচয় হলো বাংলাদেশী আর যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোন ধর্মের অনুসারী বা আপনি মুসলিম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তখন বলা যাবে যে আমি মুসলিম, যে ধর্মের অনুসারী সে ধর্মের নাম উল্লেখ করবে ।
    আমরা মুসলিম আমরা বাংলাদেশী আমাদের জন্য কি আরবী ভাষা নিষিদ্ধ? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জাতির মানুষ হোক সে পছন্দমত যে কোনো ভাষায় কথা বলতে পারে এটা মানুষের স্বাধীনতা, কোনো দেশের নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো ভাষা নির্ধারণ করে দেওয়া হয়নি যে আপনি আপনার মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারবেন না।
    যখন কোনো বাংলাদেশী মুসলিম কোনো আচার অনুষ্ঠানে বা স্কুল কলেজ ভার্সিটিতে ইত্যাদি জায়গায় বাংলায় কথা না বলে ইংরেজি ভাষায় কথা বলে তখন মানুষ বাহবা দেয় বলে বাহ আপনিতো অনেক শিক্ষিত আপনি অনেক স্মার্ট সুন্দর ইংরেজি বলতে পারেন।
    তখন তাকে বলা হয়না যে আপনি ইংরেজদের মত কথা বলছেন আর একইভাবে কোনো বাংলাদেশী মুসলিম যদি আরবী ভাষায় কথা বলে সে "আরবী" হয়ে যায় তাইনা। তাকে বলা হয় আপনিতো আরবীদের মত কথা বলছেন আপনার কথাবার্তা আচার আচরন আরবীদের মত হয়ে যাচ্ছে আপনি আনস্মার্ট, অনেকে তাকে ঘৃনা করতে শুরু করে কেউ তিরস্কার করে তুচ্ছ তাচ্ছিল্য করে।
    আমরা বাংলাদেশী এই পরিচয় পরে, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম, আমাদের ভাবা উচিত আমি মুসলিম আমি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
    হ্যাঁ আমরা বাংলাদেশী মুসলিম তাই বলে আমাদের জন্য আরবী ভাষায় আল্লাহর কালাম পবিত্র আল-কোরআন পড়তে নিষেধ হয়নাই, হাদীস পড়তে নিষেধ করা হয়নাই, আরবী ভাষায় কথা বলতেও নিষেধ করা হয়নাই।
    আমাদের জন্য কোনো কিছুই নিষিদ্ধ করা হয়নাই, এইসব জিলাপির প্যাচ শয়তানি ধারণা বাজে চিন্তাধারা নাস্তিক সেকুলার ও মডারেট মুসলিমদের মাথায় তারাই আমাদের বিভ্রান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েই যাচ্ছে।
    আপনি আমার মন্তব্য অবশ্যই পড়বেন ভাই আর ভিডিওটা দেখে নিবেন th-cam.com/video/3oxyc6jU8X0/w-d-xo.html
    আসসালামুআলাইকুম।

  • @FuelLove
    @FuelLove 2 ปีที่แล้ว +4

    রুমসেটআপ সুন্দর হয়েছে , বলার মধ্যে আলাদা একটা ধরন আছে । সুন্দর ।

  • @Neel71
    @Neel71 หลายเดือนก่อน +1

    প্রিয় লেখক সমরেশ মজুমদারের একটা সাক্ষাত্কার দেখেছিলাম আমদেরই কোনো একটা চ্যানেল এ অনেক আগে ...
    "প: বঙ্গে কেন বাংলাদেশের বই তেমন একটা চলেনা যেখানে সুনীল সমরেশ রা চুটিয়ে ব্যবসা করছে বাংলাদেশে?"
    - এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর শুনে অবাক হয়ে গিয়েছিলাম - বলেছিলেন যে হুমায়ুন আহমেদ এর বইয়ে কোনো protagonist (এমনকি পার্শ্ব চরিত্র) যখন নামাজ পরে, এটা প: বঙ্গের অনেক পাঠক ঠিক হজম করতে পারেনা - প্রচ্ছন্ন/প্রকাশ্য সাম্প্রদায়িকতা মজ্জাগত ...

  • @firozekhan1579
    @firozekhan1579 2 ปีที่แล้ว +6

    Very interesting topic. I have been thinking about the contradiction for being a Bengali Muslim all my life.

  • @mehmedhasan8844
    @mehmedhasan8844 2 ปีที่แล้ว +10

    আত্নমর্যাদাহীণ জাতি আমরা!

    • @mdrahman2900
      @mdrahman2900 2 ปีที่แล้ว +1

      আমরা সবাই উনার ( বাংলাদেশের ভবিষ্যৎ কি ) ভিডিও টি বেশী বেশী প্রচার করি
      th-cam.com/video/hFf4vHEHnLI/w-d-xo.html

    • @mehmedhasan8844
      @mehmedhasan8844 2 ปีที่แล้ว

      @Kaniz Fatima
      শুধু বুদ্ধিজীবিদের দোষ দিয়া লাভ কি?
      আমরা তাদের দেয়া অখাদ্য খাই দেইখাই তো তারা খাওয়ায়!
      আমরা মুখেই শুধু নিজেদের বাঙ্গালি আর মুসলিম দাবি করি, দিন শেষ এ আমরাও ঐ ওয়েস্টার্ন কালচার এরই কাঙ্গাল!
      রাসুলু্ল্লাহ (সাঃ) বলেছিলেন,"যে জাতি যেমন,তাদের শাসকও তেমন"। সুতরাং আমরাও যেমন,আমাদের বুদ্ধিজীবিরাও তেমন...

  • @hakunamatata3935
    @hakunamatata3935 2 ปีที่แล้ว +1

    Ami Muslim ebong Bangali. 2 ta identityi amar priyo. Ektar jonno arekta compromise korar proshnoi ashe na

  • @manobotabadimanush426
    @manobotabadimanush426 2 ปีที่แล้ว +1

    ভাষা সংস্কৃতি দেয়না বলা আর পানি তৃষ্ণা মেটায়না বা খাবার ক্ষুদা মেটায় না বলা একই কথা। ভাষা নিজেই সংস্কৃতি, ভাষা সংস্কৃতি। কি হাস্যকর কথা ভাষা সংস্কৃতি দেয় না। ভাষায় লেখা সাহিত্য তাহলে কোন সংস্কৃতি না ।

  • @animeshm3850
    @animeshm3850 2 ปีที่แล้ว +1

    Your voice sounds familiar, were you a voice artist in BD? Did you give voice in dubbed TV shows?

  • @ashokdey1608
    @ashokdey1608 2 ปีที่แล้ว +3

    Culture comes from the land/country where you reside. Saudis and Bangladeshis are both muslims but their culture is not same. Culture is associated with way of life, food, clothing, music etc culture has nothing to do with religion.
    So don't spread misinformation.

    • @quran1012
      @quran1012 2 ปีที่แล้ว +5

      True, but culture also developes from beliefs.For example Muslims in bengal dont eat pork so pork biryani is not part of our culture. Hindus dont eat beef so beef tehari is not part of their culture. Religion is one of the greatest forces that shape cultures over time

  • @abcd9283
    @abcd9283 2 ปีที่แล้ว +18

    আপনার ২০ মিনিটের বক্তব্য শোনা ২০টা বই পড়ার চেয়েও বেশি জ্ঞান দেয়....।

  • @abdullarussel7231
    @abdullarussel7231 2 ปีที่แล้ว +1

    মুসলিম আর বাঙালি দুটোই ভিন্ন জাতিসত্তা।
    আমরা বাংলাদেশীর অধিবাসী,ভারতে ও পাক,আরব জন্মালে সেদেশের অধিবাসী।
    এটা হল ভৌগোলিক পরিচিতি আর উম্মত ও উম্মাহ অর্থ জাতি। আমি মুসলিম জাতি, জাতির পিতা ইব্রাহিম আঃ, আর্দশ রসুল(সাঃ') , জাতীয় সংবিধান আল কুরআন, জাতীয় পতাকা কালেমার, জাতী ঐক্যবদ্ধ হয় সালাতে ও জেহাদে, জাতীয় উৎসব ঈদ ।। এর বাহিরে জাতীয়তাবাদ শয়তানসৃষ্ট যেখানে প্রত্যেক দেশের জন্য আলাদা সংবিধান, আলাদা জাতির আর্দশ ও পিতা, জাতীয় পতাকা,উৎসব উম্মতকে বিভক্ত করার জন্য তৈরি করা হ'য়েছে।
    মুসলিম যেদেশে হোক তার জাতীয় পরিচয় মুসলিম

  • @rktraveilpoint5666
    @rktraveilpoint5666 หลายเดือนก่อน

    কণ্ঠটা অসাধারণ

  • @pabitrahaldar4075
    @pabitrahaldar4075 2 ปีที่แล้ว +4

    ভাই এমন কনফিউজড মানসিকতা নিয়ে কোন সমাধান এ যাওয়া যায় না।

  • @spokenenglishwithcalcuttat5993
    @spokenenglishwithcalcuttat5993 2 ปีที่แล้ว +1

    At times you sound the same as those people who opposed the Liberation of East Pakistan from their masters in West Pakistan,to become independent Bangladesh.
    You sound like those in erstwhile East Pakistan, who would have preferred to have been like servants of their Punjabi,Pathan bosses in West Pakistan and also be under control of the Bihari Muslims who use to live like big dadas of East Pakistan.
    You may make a good ISI of Pakistan agent, trying to nullify a culture based nation calked Bangladesh!
    Try,you wont succeed.😄

    • @jamel.miah12
      @jamel.miah12 ปีที่แล้ว +1

      Hey brother we are not slaves of Punjabi Marathi Gujarati like indian Bengali explore: there no big Bengali businessman, Industrial, Sportsman in India, No army regiment, big manufacturing industry in West Bengal only . We have our own. What Bangladesh has progressed in the last 50 years, West Bengal could not do in 70 years.

    • @spokenenglishwithcalcuttat5993
      @spokenenglishwithcalcuttat5993 ปีที่แล้ว

      @@jamel.miah12 West Bengal is just a part of India my learned man.Your sense of culture & history are pretty poor.
      Each & every community is cut out for a particular profession. In India, Bengalis(Hindus,Christians or Muslims) dont go for big business.
      They make some of the best doctors,engineers, computer scientists, musicians, film directors, sportsman.
      Gujaratis,Marwaris,South Indians, Parsees & Punjabis are cut of for business along with other professions.
      The defence forces are mainly from,Dogras,Gharwals,Nagas,Rajputs,Sikhs, Marathas etc.
      For you to comprehend the fabric of India will take you years. Why dont you go to China, Godfather of Pakistan & Iran & see how well they treat the minority Muslim community.
      Last month, the Chinese government, converted over one dozen mosques(masjids) into public bath & toilets.
      Understand world politics first my friend.

    • @hakunamatata3935
      @hakunamatata3935 ปีที่แล้ว

      He is a Bihari himself. What else do you expect from him. What an irony, a Bihari is lecturing Bengali Muslims whether they can be Bengalis or not! These are true traitors.

    • @Grngrsky
      @Grngrsky หลายเดือนก่อน

      There is a very high likelihood that he is Bihari by ethnicity. There is lots of speculation but afaik he has never confirmed or denied it, but I may be wrong.

  • @mdabdulazim790
    @mdabdulazim790 2 ปีที่แล้ว

    Vai etodin por vdo dilen,r bolchi bole 2nd episode dite late koiren na.vallage kotha gulo apnar.2nd episode kobe pabo vaiya? 2nd r 3rd ta ki eksathe publish korle hoyna? 😊

  • @subratanandy5523
    @subratanandy5523 2 ปีที่แล้ว +7

    হিন্দু আর মুসলমানদের যাপিত জীবন কি আলাদা? তাদের নৃতাত্ত্বিক পরিচয় কি আলাদা?
    একজন হিন্দুকে একজন মুসলমান থেকে নাম না শুনে ফাহাম বা 'মুরগির গ্রীল' স্যার আলাদা করতে পারেন?

    • @tanvirahmad9599
      @tanvirahmad9599 2 ปีที่แล้ว

      দাদা, ফাহাম এখানে ম্যাটাফিজিকাল লাইফ নিয়ে কথা বলেছেন। চিন্তাজগতে পরিবর্তন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। সামাজিক আচরণ আর আধ্যাত্মিক আচরণ আলাদা জিনিস। তবে, আপনি যে বলেছেন আমাদের আলাদাভাবে চেনার উপায় নাই। এটা আসলেও আমাদের মধ্যে সম্প্রীতির একটা নিয়ামক। যা আপনি ভাষা থেকে পাননি- ফাহাম এটাই প্রথমে বলেছেন। তারপর, আমাদের দুই বাংলাকে ভাষা এক করতে পারেনি। কোন জিনিসটা আমাদের পৃথক করেছে? সংস্কৃতি, মানে জীবনাচার। ব্রাহ্মণ্যবাদী ভারত, বাংলার নিচু সম্প্রদায়ের হিন্দু ও মুসলমানদের একই খুড়ে মাথা কামিয়ে ন্যাড়া করেছিল, বংগভংগ রদ করে.. আসলে ইসলাম কখনোই হিন্দুকে মানুষ থেকে আলাদা করেনি। ইসলাম না বুঝার কারণে বাংগালী আজ হিন্দু থেকে মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় রাখে। কিন্ত, এটা মুসলমানদের পূর্বপুরুষদের বিশ্বাস ছিলনা। তারা হিন্দুকে আপন করে নিয়ে, এক স্রষ্টার সাথে পরিচিত করেছিল! ইতিহাস সাক্ষী!

    • @neonationalist1772
      @neonationalist1772 2 ปีที่แล้ว

      কী বুঝাতে চান?

    • @Dr-mahmudul
      @Dr-mahmudul 2 ปีที่แล้ว

      ফাহাম একটি ফার্মের মুরগি, পোলট্রি বলা চলে। বাস্তব থেকে অনেক দূরে। নিজেকে তথাকথিত শিক্ষিত এলিট শ্রেণীর থেকে প্রাণপণে আলাদা করতে চায়, যদিও তাতে ব্যাপকভাবে ব্যর্থ।

    • @AG-et6jp
      @AG-et6jp 2 ปีที่แล้ว +4

      যাপিত জীবন কিছুটা আলাদা - কেউ স্নান করে, কেউ গোসল করে। তাদের খাওয়া-দাওয়া কিছুটা ভিন্ন ।
      তবে নৃতাত্ত্বিকভাবে একই। এটাই সুন্দর ।

    • @king_hhh
      @king_hhh 7 หลายเดือนก่อน

      They do not interdine , they do not intermarry.
      আর কী চাই?

  • @MdAlamin-tf2vu
    @MdAlamin-tf2vu 2 ปีที่แล้ว +3

    আপনারা যদি ইসলামের ভালো দিকগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন সেটা মানুষের কাছে ভালোভাবে পৌঁছাবে..... আমার বয়স 28

  • @khalidrezwan9988
    @khalidrezwan9988 หลายเดือนก่อน +1

    Islam a mixed culture bole kisu anumodito noi

  • @jadabeswarbhattacharjee3537
    @jadabeswarbhattacharjee3537 2 ปีที่แล้ว +1

    If your opening logic is applied to India, will your Indian Muslim brothers like that?
    The practice of "heads I win, tails you lose" by the Muslims is obnoxious.

  • @Si6a918bva
    @Si6a918bva หลายเดือนก่อน

    A few influencers can think outside the box. May Allah bless you

  • @MdArifulIslam-ui1nx
    @MdArifulIslam-ui1nx 2 ปีที่แล้ว

    ভাই অনেক দিন পরে,, আসলেন,,, ধন্যবাদ আমরা আপনাকে প্রতিদিন এর ভিডিও দেখতে চাই

  • @azizahmedturzo685
    @azizahmedturzo685 2 ปีที่แล้ว +1

    কথা বলার সময়কার আপনার বিশ্রী মুখের শব্দ শুনে আপনার ভিডিওটা আর বেশিক্ষণ দেখতে পারলাম না। ভঙ্গিমা দিতে বুদ্ধিজীবী সাজার চেষ্টা আরকি।

    • @md.sazzadhossian2835
      @md.sazzadhossian2835 6 หลายเดือนก่อน

      ইতরদের এলার্জি একটু বেশি হয়

  • @tarekalmahmud3040
    @tarekalmahmud3040 2 ปีที่แล้ว +8

    কোনো কমেন্ট না পড়েই লিখছি, ভালো মুসলমান কখনোই কালচারালি ভালো বাংগালী হতে পারেনা।

  • @shamsalfarabi6107
    @shamsalfarabi6107 ปีที่แล้ว

    Coexistence is possible but denial of the differences is so stupid. Man, that makes so much sense.

  • @osmancreations6306
    @osmancreations6306 2 ปีที่แล้ว +7

    Splendid Faham sir 🙏
    Keep on your intuitiveness towards the people. They could get benefited and hope you will continue more in a certain basis.

  • @obaidurrahman3642
    @obaidurrahman3642 ปีที่แล้ว

    অসাধারণ! অসাধারণ!!

  • @mdakhtaruzzaman630
    @mdakhtaruzzaman630 2 ปีที่แล้ว +3

    We are at first Bangali then Bangladeshi; religious identity comes later then language the fact. If they who wants to know the reasons they must have to go back in the time of 1969 or before unless some are misguided by you.

    • @muhammadjahidhasan9457
      @muhammadjahidhasan9457 2 ปีที่แล้ว

      Who are WE? Speak for yourself! As a Bangladeshi citizen, I, along with my family and friends, don't remember putting you in charge of our affairs. Don't poke your nose where it doesn't belong, otherwise, you are bound to lose it.

    • @rshahriar16
      @rshahriar16 2 ปีที่แล้ว

      @@muhammadjahidhasan9457 LOL. I thought this question was settled a long time ago. And those who poked their nose lost it too. Only a handful idiots are still living in denial.

  • @kawsar-fun
    @kawsar-fun หลายเดือนก่อน +1

    আমাকে কেউ যদি বলে আমি কে?
    প্রথমে বলবো আমি একজন মুসলিম।
    তারপর একজন বাঙ্গালী মুসলিম।

  • @-methopoth3820
    @-methopoth3820 2 ปีที่แล้ว +14

    "তার ধর্ম তাকে Empire Builder বানিয়েছে" এই কথাটা এতো সুন্দর কেনো?

    • @talhahasan5435
      @talhahasan5435 2 ปีที่แล้ว

      Bengali Muslims are imperialists often.

    • @azimuddinahamed
      @azimuddinahamed 2 ปีที่แล้ว

      Empire Builder এর পথ ছেড়ে এখন বাঙ্গালিরা শুধু (Business ) এ perspective নিয়ে গেছে।

    • @ultraviolet2135
      @ultraviolet2135 2 ปีที่แล้ว

      Coz Islam er kaaz e eita ..rats er moto bacha poida koro tadr dia judho korau dasi bandi banau onno dormer ma bonder luicha Moinmaad er adorso lol

  • @bloodandtears678
    @bloodandtears678 2 ปีที่แล้ว

    অপেক্ষায় ছিলাম স্যার।।

  • @mdsafaetjamillezan5926
    @mdsafaetjamillezan5926 2 ปีที่แล้ว +2

    Boss is always boss!

  • @sukkhokonahmad
    @sukkhokonahmad 2 ปีที่แล้ว +10

    স্যার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেসি। আপনার বই পড়ে আমার চিন্তায় অন্যান্য মাত্রা যোগ হইসে।
    থ্যাংক্স স্যার 🤍

    • @mdrahman2900
      @mdrahman2900 2 ปีที่แล้ว

      আমরা সবাই উনার ( বাংলাদেশের ভবিষ্যৎ কি ) ভিডিও টি বেশী বেশী প্রচার করি
      th-cam.com/video/hFf4vHEHnLI/w-d-xo.html

  • @habibboss5558
    @habibboss5558 2 ปีที่แล้ว +3

    সরকার থাকা সত্বেও, সরকারের কারনে না।
    😍😍😍😍😍😍

  • @md.abuyousuf5960
    @md.abuyousuf5960 2 ปีที่แล้ว +2

    এত মাস পর আসলেন,আপনার থেকে সব সময় ভিডিও চাই

  • @nur-e-alamchhanda6268
    @nur-e-alamchhanda6268 2 ปีที่แล้ว +2

    আপনি দারুণ বিষয়ে আলাপ করেছেন । শুধু আপনার মুখের জৈবিক ও ঢোক গিলার শব্দ আমাকে অনেক সমস্যায় ফেলেছে। দয়া করে ভাল সাউন্ড ইঞ্জিনিয়ার দিয়ে ঠিক করলে তা বেশ উপভোগ্য হবে।

    • @kismotwala8631
      @kismotwala8631 2 ปีที่แล้ว

      মধু চাটছেন ।

  • @khalidrezwan9988
    @khalidrezwan9988 หลายเดือนก่อน +1

    Morning to night protita kaj kivabe korte hobe , islam sei guide line dey .

  • @fish-nature-lover
    @fish-nature-lover 12 วันที่ผ่านมา

    খুব সুন্দর করে কথা বলেন তবে অহংকার আপনার প্রতি শব্দে ভেসে ওঠে। আরেকটু বিনয়ী হওয়া যায় না ??

  • @kazimainuddin450
    @kazimainuddin450 2 ปีที่แล้ว +5

    ধন্যবাদ ভাই এত সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য।

  • @aamirali2553
    @aamirali2553 2 ปีที่แล้ว +1

    ভাষা'ই তো আপনার মোরাল কোড তৈরি করে।ভাষাকে স্কিপ করে আপনার মোরাল কোড কিভাবে তৈরি হয়?আলাপটা কি আগে ভাষা তারপর মোরাল কোডের নয়? আপনি ভাষাকে স্কিপ কইরা মোরাল কোডে প্রবেশ করতেছেন মনে হইলো!

    • @ShahAlam-ms9df
      @ShahAlam-ms9df 7 หลายเดือนก่อน

      বুজলাম না ভাই একটি ভাষা মোরাল কোড তৈরী করে !!! কিভাবে ??? ভাষা কী একটি এক্সচেঞ্জ অফ ভিউজ এর মাধ্যম না???
      আরও একটু এগিয়ে যদি বলি আমার মনের কিংবা মাথায় ঘুরপাক খাচ্ছে যে চিন্তাগুলো তা ট্রান্সমিট করি আপনার কাছে ভাষা একই ভাষা হলে ভাষার মাধ্যমে। আর সম্ভব না হলে আকারে ইঙ্গিতে।
      তাই ভাষা শুধুই ট্রান্সমিট বা এক্সচেঞ্জ এর কাজ করে কিন্তু চিন্তা তৈরী করে না

  • @drmdrabiulawal6297
    @drmdrabiulawal6297 2 ปีที่แล้ว +8

    আমি বাঙালি নয়,আমি বাংলাদেশি।

  • @tareqkhan6046
    @tareqkhan6046 7 หลายเดือนก่อน

    মুসলমান কি বাঙালি? - একটি দীর্ঘ আলোচনা। আমি মনে করি, আদিবাসী বাঙালি / খ্রিস্টান বাঙালি পরিচয়ের মতো বাঙালি মুসলমান পরিচয়ও বাঙালি সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি প্রান্তিক, বর্ধিষ্ণুপরিচয়। যখন একটি ধারণা প্রান্তিক হয়, তখন এটি মূলধারার পরিচয় হতে, মূলধারার ধারণা কাঠামোটিকে অনুসরণ করার চেষ্টা করে। উপরন্তু, সংস্কৃতি চর্চা করার জন্য সমাজে একটি বুদ্ধিজীবী অতি উচ্চ-শ্রেণী থাকতে হয় যার কাছে একটি পরিচয় লালন ও প্রচার করার সম্পদ আছে। বাঙালি দরিদ্র অশিক্ষিত মুসলমান কৃষকরা স্বাভাবিকভাবেই ধনী হিন্দু ইংরেজ সহযোগীদের- বাঙালি বাবুদের- সাংস্কৃতিক আচার আচরণ নকল করেছে। আমার মনে হয় এটা ব্যাখ্যা করে কেন আমরা হিন্দু বাঙালি সংস্কৃতিকে অনুলিপি করি। ঔপনিবেশিক শক্তি ধর্মীয় সীমানা অনুযায়ী সমাজের বিভাজন সৃষ্টি করেছে ।ধনী-গরীব বিভাজন কে হিন্দু-মুসলিম বিভাজন এ রূপ দিয়েছে। হিন্দু ইংরেজ সহযোগীরা এই সিদ্ধান্ত থেকে উপকৃত হয়েছিল এবং পার্থক্য আরও গভীরভাবে তৈরি করেছিল। কমিউনিস্টরা পশ্চিমা সূত্র অনুলিপি করে. ধর্মকে অস্বীকার করে এ সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল যা অশিক্ষিত, বুদ্ধিজীবী অতি উচ্চ-শ্রেণী বিহীন বাঙালি মুসলমানদের অগ্রগতির জন্য একটি সাময়িক সমাধান ছিল। প্রশ্ন হচ্ছে: বাঙালি মুসলমানরা কি বাঙালি জাতির নেতৃত্ব দেবার সামর্থ রাখে? শিক্ষা, ঐতিহ্য, ভাষাগত দক্ষতা আছে কি?: আর একটা বড় প্রশ্ন:
    আমরা কি সনাতন বাঙালি রূপকে ( যা কিনা হিন্দু জমিদারদের শহুরে আবিষ্কার) ধরে রাখবো, নাকি আপামর সাবাই কে নিয়ে এক নতুন বাঙালি সংস্কৃতি প্রচার করবো. আমরা যেমন স্যুট বুট পরে ইংরেজি শিখে বাংলা সংস্কৃতির চর্চা করি. আমরা মনে হয় সনাতন বাংলা সংস্কৃতি চর্চা করেই, মূল ধারায় মিশে গিয়ে তার পরিবর্তন আনতে হবে. বাইরে থেকে ঢিল ছুড়ে কোনো পরিবর্তন আনা যাবে না

  • @khanshaheb4102
    @khanshaheb4102 2 ปีที่แล้ว +4

    বিগ ফ্যান ভাই। অনেকদিন অপেক্ষা করেছি আপনার ভিডিও পাবার। চমৎকার বিশ্লেষণ ও উপস্থাপনায় অনেক আগেই মন কেড়েছেন। আপনার থেকে অনেককিছু শেখার আছে ইয়াং জেনারেশনের। আশাকরি নিয়মিত ভিডিও বানিয়ে জাতিকে উপকৃত করবেন।
    ভালবাসায় থাকুন সবসময়।

    • @mdrahman2900
      @mdrahman2900 2 ปีที่แล้ว

      আমরা সবাই উনার ( বাংলাদেশের ভবিষ্যৎ কি ) ভিডিও টি বেশী বেশী প্রচার করি
      th-cam.com/video/hFf4vHEHnLI/w-d-xo.html

  • @souravbanik007
    @souravbanik007 2 ปีที่แล้ว +1

    আপনার বাচনভঙ্গিতে মেকি নাটকীয়তা একটু কম থাকলে আপনার পর্যালোচনা শুনতে আরেকটু মনযোগ পাওয়া যেতো।বারবার বিরক্ত লেগেছে আপনার মেকি নাটকীয়তাময় বাচনভঙ্গির কারণে।

  • @safinjahan2507
    @safinjahan2507 2 ปีที่แล้ว +3

    Alhamdulliah. The Nation needs a few motivator alike him to make understanding the truth & beauty of Islam vis a vis Muslim and his duty as Man. May Allah SWT Bless Everyone and thanks for sharing.