aro ekti ashadharon vlog dada...pujo golu janai er monohora r moto mon haran kore niye galo...ei sabek pujo gulo sammadhe bhalo ekta dharona elo...jete hobe dekhte....sudhdho bhakti te bhora ei sabek pujor swad amra saharer theam pujo te paina...tai er favour ta alada...ar adhadharon presentation ei falvour ta aro bariye dilo...mindblowing....big like
আমি কিছুতেই বুঝলাম না এই এতো সুন্দর ভিডিও টা আপনি এক বছর পরে কেন দিলেন...?? পুজো মানে এই বনেদি বাড়ীর প্রাচীন পুজো গুলোই... যেগুলো তে নিয়ম নিষ্ঠার সাথে আন্তরিকতা আর ভরপুর আনন্দই দেখা যায়। আশা করবো এবছরও আপনি এমনই কোনো জায়গার পুজো কভার করবেন। ও হ্যাঁ আপনাকে ও পারিজাত বাবু কে, আপনাদের পরিবারবর্গকে এবং অতি অবশ্যই আপনার সমস্ত দর্শকমণ্ডলী কে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাই....🙏🙏🙏
অনুভা-দি নমস্কার। আমি বারাসাতের মুখোপাধ্যায় বাড়ি থেকে বলছি, ওটা আমার মামার বাড়ি। গোবরডাঙা (মুখোপাধ্যায়) রাজবাড়ি আমাদের আত্মীয়। জনাইয়ের পুরনো একটি মুখোপাধ্যায় বাড়ি আমাদের আত্মীয় এবং আমরা সেই বাড়ির অনুসন্ধান করছি। আপনি এবং আপনার পরিবারের সঙ্গে আলাপ করতে পারলে খুব ভালো হতো। নমস্কার।
জনাই-এর বদ্যিমাতলায় আপনাকে দেখে খুবই ভালো লাগলো। খুবই শান্তির জায়গা ওটা। আমি যখনই কোন মানসিক দ্বন্দ্বে পরি তখন এই জায়গাটাতে এলে মন শান্ত হয়ে যায়। চোখ বুজে মায়ের কাছে সমস্ত মনের কথা জানানোর মন হালকা ফুরফুরে হয়ে যায়। বাকি রইল দুর্গাপূজার কথা ছোট থেকেই প্রায় প্রতিবছরই দেখে আসছি এই ঠাকুরগুলো। কারণ আমিও জনাই-এরই ছেলে। তবে আজ আপনার দৌলতে ইতিহাসগুলোও জানা হয়ে গেল। ভালো থাকবেন। আর দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা নেবেন।
প্রাক্ পুজো Tour দেখতে পেলাম , আমি এখন কর্নাটকের মাইশোরে চাকুরীরত; তো কলকাতায় পুজোর সময় না থাকার একটা খেদ তো থেকেই যায়। আপনার ভিডিও দেখে সেই খেদ অনেকাংশে পূরণ হলো। উপস্থাপনা দারুণ হয়েছে ; ধন্যবাদ 🙏🙏
The video with the excellent presentation of my beloved Salil & that of you brings back me to my boys hood days at Janai, my birth place. We have been with you. Stay good. 🙏🙏🙏
@@NaturesWombdada ajk apnar sathe dosghora te khelam........r biswas bari te thakur dekhlam........ selfie nebar ichha chilo but ektu voy e pelam bolt😢
মন ভরে গেল। অসাধারন।
আদি মুখার্জি বাড়ি বা পুরাতন বাড়ি আমার মামার বাড়ি। যিনি প্রথম বললেন সলিল মুখার্জি উনি আমার মামা
আচ্ছা নমস্কার। তরুলতা দেবী কি আপনাদের বাড়ির মেয়ে?
আমি বারাসাত মুখোপাধ্যায় বাড়ি থেকে বলছি। ওটি আমার মামার বাড়ি।
aro ekti ashadharon vlog dada...pujo golu janai er monohora r moto mon haran kore niye galo...ei sabek pujo gulo sammadhe bhalo ekta dharona elo...jete hobe dekhte....sudhdho bhakti te bhora ei sabek pujor swad amra saharer theam pujo te paina...tai er favour ta alada...ar adhadharon presentation ei falvour ta aro bariye dilo...mindblowing....big like
আমার কতো সুমধুর স্মৃতী এই অন্চল টাকে নিয়ে সব এখনো চোখে ভাসে ঐখন নানা কারনে সবসময় যেতে পারি না কী ভালো লাগলো পুরানো দিনগুলো আবার দেখলাম।
Aamar bari janai.... Hooghly..... Valo laglo video
Pujar samay ekhane jodi kichu jon mile jai saradin puja dekhbo dupure vog prasad kheye bikele fire asbo... Kivabe okhane contact kora jabe?? Pls help
@@aninditapaul7831 pujor somoi chole asun ekhane
এই বাজার বাড়ির দুর্গা পূজা র পরিবেশ আমাকে খুব খুব মুগধ করে বেশ কয়েক বার গিয়েছি , কোনো বৈভব নেই কিন্তু দারুন লাগে , ধণ্যবাদ আপনাকে 🙏
আমি কিছুতেই বুঝলাম না এই এতো সুন্দর ভিডিও টা আপনি এক বছর পরে কেন দিলেন...?? পুজো মানে এই বনেদি বাড়ীর প্রাচীন পুজো গুলোই... যেগুলো তে নিয়ম নিষ্ঠার সাথে আন্তরিকতা আর ভরপুর আনন্দই দেখা যায়। আশা করবো এবছরও আপনি এমনই কোনো জায়গার পুজো কভার করবেন।
ও হ্যাঁ আপনাকে ও পারিজাত বাবু কে, আপনাদের পরিবারবর্গকে এবং অতি অবশ্যই আপনার সমস্ত দর্শকমণ্ডলী কে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাই....🙏🙏🙏
জনাই বলতেই মনে পড়ে "মনো হরা মিষ্টি। খুব ভালো লাগলো দেখে।🙏🙏🙏
পলাশ দা জানাই তে আমর বাড়ি,খুব সুন্দর হয়ছে পুজোর ভেডিওটা
Amr bari janai e .. I love Janai ❤
Ami jonaier purono barir maye. Baba o thakuma thakurdar kache shunechi purono bari amader adi bari. Last gechi amar biyer por....
অনুভা-দি নমস্কার। আমি বারাসাতের মুখোপাধ্যায় বাড়ি থেকে বলছি, ওটা আমার মামার বাড়ি। গোবরডাঙা (মুখোপাধ্যায়) রাজবাড়ি আমাদের আত্মীয়। জনাইয়ের পুরনো একটি মুখোপাধ্যায় বাড়ি আমাদের আত্মীয় এবং আমরা সেই বাড়ির অনুসন্ধান করছি। আপনি এবং আপনার পরিবারের সঙ্গে আলাপ করতে পারলে খুব ভালো হতো। নমস্কার।
জনাই-এর বদ্যিমাতলায় আপনাকে দেখে খুবই ভালো লাগলো। খুবই শান্তির জায়গা ওটা। আমি যখনই কোন মানসিক দ্বন্দ্বে পরি তখন এই জায়গাটাতে এলে মন শান্ত হয়ে যায়। চোখ বুজে মায়ের কাছে সমস্ত মনের কথা জানানোর মন হালকা ফুরফুরে হয়ে যায়। বাকি রইল দুর্গাপূজার কথা ছোট থেকেই প্রায় প্রতিবছরই দেখে আসছি এই ঠাকুরগুলো। কারণ আমিও জনাই-এরই ছেলে। তবে আজ আপনার দৌলতে ইতিহাসগুলোও জানা হয়ে গেল। ভালো থাকবেন। আর দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা নেবেন।
বেশ কয় বছর যেতে পারিনীবব্দিমাতার উৎসব অনুস্ঠানে ভালো লাগে মার কাছে গেলে।
Khub bhalo laglo. Purano diner sabeki pujo dekhte khub bhalo lage
ভীষণ ভালো লাগলো. কলকাতার বৈভব দেখে ঘেন্না ধরে গ্যাছে.
খুব সুন্দর লাগে এই রকম পুজোর বাড়ি.. খুব সুন্দর উপস্থাপনা
এইটাই চাইছিলাম, একটু অন্য রকম পূজা। দারুন।
asadharon protiti jomidar barir puja, apurbo dwadash shib mandir o kali mandir
ভীষণ ভালো লাগলো দাদা জোনাই যে প্রাচীন পুজো গুলো আপনার ভিডিও মাধ্যমে দেখতে পেলাম সত্যি মন ভোরে গেলো ভালো থাকবেন ❤️
ধন্যবাদ ।♥️🙏
Asadharan laglo dada...
Dhaker aowaj sune mon ta bhore gelo...
Eto sundor ekta vedio eto din pore dilen!
Khub valo laglo.
Bonedi barir pujo aro dekhte chai.
অবশ্যই একটি ভালো উপস্থাপনা আপনার উদ্যোগে অনেক অজানা জনাই ,বাকসা কে > চিনলাম >
জানলাম , খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
Sotti kto j history lukiye ache ei banglay ❤ Khub valo laglo dada😊
খুব খুব ভালো লাগলো 🙏🙏🙏অনেক অনেক ধন্যবাদ, এই ঐতিহ্য তুলে ধরার জন্য।
Khub bhalo laglo . Eishob bojai rakha chaddikhani kawtha noi ! Liked and shared .❤
বাজার বাড়ি তে আপনার সাথে দেখা হয়েছিল।
ভালো থাকবেন, পুজো ভালো কাটুক।
Dada khub annanda pelam ,nijer masir sosur barir (purono Mukherjee bari)pujo dekhe,asonkho dhanabad.
Joy Maa Durga 🙏
ভীষণ ভালো লাগলো।
Khoob Bhalo tour🎉
Jay Maa Durga
অসাধারণ প্রতিবেদন এগিয়ে চলুন--------
Khub khub sundor.... Mon vore gelo...
আবার একটা অসাধারণ ভিডিও দেখার সুযোগ করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ভিডিও থেকে বাংলার কতো ইতিহাস জানতে পারি, খুব ভালো লাগলো 👍
অপূর্ব সুন্দর লাগলো,জনাই এর স্মৃতি কি আর ভোলা যায়...❤ ❤
khub e sundar kato ki jana gelo apnader channel er uposthaponar jannyo
Priyo jonai...
দারুন লেগেছে দাদা
Khub sundar.
প্রাক্ পুজো Tour দেখতে পেলাম , আমি এখন কর্নাটকের মাইশোরে চাকুরীরত; তো কলকাতায় পুজোর সময় না থাকার একটা খেদ তো থেকেই যায়। আপনার ভিডিও দেখে সেই খেদ অনেকাংশে পূরণ হলো। উপস্থাপনা দারুণ হয়েছে ; ধন্যবাদ 🙏🙏
🙏♥️
জনাই পুরাতন বাড়ি আমার মেয়ের শ্বশুর বাড়ি।খুব ভালো লাগে ওখানে পুজো র সময় যেতে ।
Asadharon palash da.khub valo laglo video ta.
Very good video Enjoyed very much Thanks
Asadharon Darun Darun Darun lagche Khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
অনন্য উপস্থাপন
খুব ভালো প্রতিবেদন। আপনাকে দেখেছি জনাইতে। কথা বলা হয়নি। আমি তখন দশঘড়া যাচ্ছি। আমার জন্মভূমি নিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ
Khub vlo laglo. Chotobelar onek purano smriti mone pore gelo. Amar mamarbari janai te. Parijat dar barir pasei amar bari (Dankuni) te. 12 shiv mandir tolaye amar baba ke daho Kora hoye6ilo.
Darun hyecha dada video tah.....amra to prati bacho jai......❤️
Ajker Information r video ta darun, osadharon chilo. ❤❤❤❤
Janai jome gelo
Osadhron
Janai kalachara r Ghosh bari r durga pujo dekhalen na ?
Joy,ma,durga,bangladesh
Aami Janai eshechi anekbar.Aamar dadu Jalabari te thakten.Janai bazaar er Kali Mandir dekhte pelam na. Dhanyawad
❤❤❤ খুব ভালো লাগলো,খুব ভালো """ থাকবেন """___@আপনি দাদা ভাই শুভঃ মহালয়া মা আমার দিকে তাকিয়ে আছে,__' ও '___" গোঁ"__:))))🎉😊❤
Ektu onno dhoroner video dekhe khub valo laglo
Kontu Durga puja er age video post korchen eta thik bhujte parlam na
Ami dekh6i r maa k jiggesa kr6i.. 😁😊
আমি শেয়ার করলাম এই সুন্দর ভিডিও টা
Darun Dada, great job
খুব ভালো লাগলো
আমার বাড়ি এখানেই আগে জানলে dhakha kortam😊
The video with the excellent presentation of my beloved Salil & that of you brings back me to my boys hood days at Janai, my birth place. We have been with you. Stay good. 🙏🙏🙏
Dada ebareo first comment amar. Asha korchi darun kichu dekhbo
darun laglo
Kub sundor
প্রণাম
অসাধারণ উপস্থাপনা ❤
Andul a sir asun khub sundor etihas acha
খুব ভাল লাগলো, আপনার ভিডিও দারুণ লাগে দেখতে, এখানে
কেবল কালী বাবুর বাড়ি জনাই হবে, সংশোধন করা গেলে ভালো হতো
Khub bhalo akta video.. Dada ai jaigai jabo ki vabe?? Ami jodi Dakshineswar theke jai?
Dhonnobad dada amader barike apnar video r maddhome tule dhorar jonno. Baksha Chaudhuri barir pokkho theke obhinondo janalam
রাধে রাধে ❤️🙏 "পুরানো স্মৃতি যে ভোলা যায় না!" অসাধারণ ছিলো। শুভ মহালয়া, ভালো থাকবেন সবাই 🙏🌷💕
রাধে রাধে ।♥️♥️
@@NaturesWombdada ajk apnar sathe dosghora te khelam........r biswas bari te thakur dekhlam........ selfie nebar ichha chilo but ektu voy e pelam bolt😢
abar voy keno? ekbar bollei hoto . ashakori abar dekha hobe.@@arnabbanerjeevlogs ❤
@@NaturesWomb Next bar dekha hole selfie nebo
Janai er mot koto gulo bonedi bari achr akta talika dite paren! Tahole khub help hoto
দু বার পঞ্চায়েত ভোটের ফাইনাল ট্রেনিং ও ডিউটি পড়েছিল জনাই তে । সেই সূত্রে গিয়েছি , মনোহরাও খেয়েছি । কিন্তু এত অলিগলি ঘুরে দেখিনি । ভিডিওর জন্য ধন্যবাদ । শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই ।
Khub valo laglo dada❤
Darun darun darun
Amader Burdwan district ke tule dhorun sir
Durdanto
Darun
পলাশ দা আপনি আমাদের বেলিয়াতোর একবার আসুন পুজোতে , পুরোনো অনেক পুজো হয় আমাদের এখানে
ভীষণ ভীষণ ভালো লাগলো পলাশ বাবু।
খুবই ভালো লাগলো, আপনার সঙ্গে ঘুরলে খুবই ভালো হতো /হয়। আপনি প্লিজ একবার ব্যবস্থা করুন।
You have not visit 2nd oldest puja at this village Majer Bari. It is also birth palace of Kali Babu.
Very nice and informative presentation. Okhane gele khawar kono bhalo restaurant er sondhan thakle subidha hoto.
Ache station er kache.
ei year emn kichu hobe naki sir?
Khub sundar
এই ভিডিওটা কি এ বছরের? এখনও কোথাও পূজা শুরু হয়নি, অথচ জনাইতে পূজা শুরু হল কি ভাবে?
ভিডিওটি আর একবার দেখুন 🙏
Dada amar Mumbai te pujo hochhe ei bochor theke... ekhane chole ashun ar amader pujor vlog banan. 😊
Nice vlog
Eta dekhe valo to laglo kintu chotobala mone pore kosto pelam khub, mone hochhe boyos pichie jak aaber notun kore jibon shuru kori. Salilbabu aamer ekmattro mama.
আমি ওই বাড়িতে দুর্গাপূজা করে এসেছি।
Ai jayga gulo jabo ki kore ? Janai station theke ?
@@ritiadhikary7898 Auto peye jaben station er kache.
Dhaker awaj pagol kore dilo khub IMOTIONAL hoye porlam...
Jonai ami gache khub bhalo jayga
বৈভব কম হলেও আন্তরিকতা তো ভরপুর।
I am waiting for your new video
আজ মহা সপ্তমীর শুভেচ্ছা। আজ ২১/১০/২৩ কখন দশঘরা আসছেন?
দশঘরা ঢুকছি ।
Banerjee barir Durga pujo cover korlen na. Banerjee barir pujo o khub purono o bonedi
জনাই যেতে হলে কলকাতা থেকে কিভাবে যেতে হয় জানাবেন,ধন্যবাদ সবাইকে।
খাওয়া দাওয়া কোথায় করবো?
পুরুলিয়া র কাছাকাছি ১ দিনের টুর নবমী র দিন। কিছু ভালো জায়গা র সাজেশন ??