কাঁসাই নদীর ধারে টুসু পরব | TUSU PARAB PURULIA | Tusu Mela Purulia | Happy Makar Sankranti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @samyaghosh5227
    @samyaghosh5227 11 หลายเดือนก่อน +13

    দাদা খুব ভালো হয়েছে , আপনি এতো সুন্দর ভাবে গ্রাম বাংলাকে তুলে ধরেন আপনার ভিডিওগুলোতে। মাঝে মাঝে মনে সব কাজ ফেলে ছুটে যাই আমার গ্রাম বাংলাতে। ভালো থাকবেন। 😍🙏👌

  • @siddharthajoti7110
    @siddharthajoti7110 11 หลายเดือนก่อน +8

    অসাধারণ উপস্থাপনা। এই রকম বিষয় নির্বাচন- সুন্দর। এটাকে short film হিসাবে সংরক্ষণ করা উচিত।

  • @meandmyson902
    @meandmyson902 11 หลายเดือนก่อน +14

    আজ একদম অন্যরকম পরিবেশ দেখলাম এর আগে এই উৎসব দেখা হয়নি দাদা সত্যি ভীষণ ভালো লাগলো এই আদিবাসী গ্রামের মানুষ জন তাদের সহজ সরল জীবন যাপন মনটা একদম ভোরে গেলো দাদা ভালো থাকবেন আর এই ভাবে আমাদের আনন্দ দেবেন ❤

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      সত্যিই অন্যরকম অভিজ্ঞতা ।

  • @explorerinsan
    @explorerinsan 11 หลายเดือนก่อน +8

    পলাশ দা মানেই ইউনিক কিছু এই কারণে আপনি আমার ইনস্পিরেশন 🥰 ভালোবাসা নেবেন দাদা❤ & I ❤ পারিজাত দা

  • @priyadarshinath615
    @priyadarshinath615 11 หลายเดือนก่อน +6

    বারে বারে বাংলার ঐতিহ্য কৃষ্টি স্থান মাহাত্ম্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। এরকম কোনো youtuber আর দেখিনি। আপনাকে অভিবাদন।

  • @mukteswardas1600
    @mukteswardas1600 11 หลายเดือนก่อน +5

    বিচিত্র ভাষা বিচিত্র ধর্ম সংস্কৃতি আর বিচিত্র বেশ বাসের এই বিশাল দেশের বিভিন্ন লোকসংস্কৃতি আর স্থানীয় পরব ইত্যাদির কুল পাওয়া অত্যন্ত কঠিন।
    আপনার এবং আপনাদের এই সরল আন্তরিকতা আর আমাদের আদিবাসী সমাজের অকৃত্রিম প্রানঢালা উৎসব বহুল জীবনযাত্রা শহুরে কৃত্রিমতাকে আর একবার আমাদেরকে স্মরণ করিয়ে দিল নিঃসন্দেহে!
    ধন্যবাদান্তে সকলকে ভালবাসা আর শুভেচ্ছা!!

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ জানাই ।🙏

  • @SumitPal-s4q
    @SumitPal-s4q หลายเดือนก่อน

    খুব সুন্দর অসাধারণ একটা ছবি দেখালেন। যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ২০২৩এ পৌষসংক্রান্তিতে গেছিলাম বীরভূমের জয়দেবকেদুঁলীর মেলায়।
    এবার ইচ্ছে আছে ঐটুসুপরব দেখার

  • @indranilbagchi2157
    @indranilbagchi2157 11 หลายเดือนก่อน +3

    🏵️🌿 প্রিয় পলাশ বাবু, আপনি এতো আন্তরিকতার সঙ্গে, এতো সুন্দর একটি গ্রাম বাংলার পরবকে আমাদের সামনে উপস্থাপনা করলেন, যে মন ভরে গেল 💝 বেঁচে থাকুক আপনার এই শিকড়ের টান, বেঁচে থাকুক প্রকৃতি মায়ের মধ্যে আপনার এই সবুজ অনুসন্ধান 💚☘️🌳

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ জানাই ।🙏♥️

  • @CharanMandi-b2q
    @CharanMandi-b2q 5 หลายเดือนก่อน +1

    Khub valo laglo tusu parob thank you palas babu 🎉🎉🎉🎉🎉😊😊

  • @saikatghosh8936
    @saikatghosh8936 11 หลายเดือนก่อน +11

    সত্যিইই অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে পলাশ দা।
    একটা ই কথা বলব অনেকেই এখন বিদেশে গিয়ে vlog করে "মধুসূদন দত্ত" হতে চাইছে......আপনি বরং আমাদের কাছের মানুষ, প্রানের মানুষ "বিভূতিভূষণ" কিংবা "জীবনানন্দ" হয়েই থাকুন।

  • @pradipbardhanr.k.missionag4479
    @pradipbardhanr.k.missionag4479 11 หลายเดือนก่อน +1

    এতদিন শুনে এলাম !! এবার আপনার জন্য এত সুন্দর একটি গ্রাম বাংলার পরব দেখতে পেলাম । যদিও মন ভরে নি ! আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই ।

  • @kartickbag8489
    @kartickbag8489 11 หลายเดือนก่อน +7

    সত্যি অসাধারণ, বাংলার সংকৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ

  • @arghyaray9992
    @arghyaray9992 11 หลายเดือนก่อน +2

    আধ ঘন্টার জন্যে কাসাই নদীর পাড় থেকে ঘুরে এলাম..আহা... কি সুন্দর উপস্থাপনা....!! মন ভরে গেলো দাদা...

  • @arunodoybiswas6961
    @arunodoybiswas6961 5 วันที่ผ่านมา

    অপূর্ব আপনার পরিবেশনা টুসুর উৎসবের কথা সোনা ছিলো জানলাম এবং দেখলাম। 👏👏👏

  • @explomoton
    @explomoton 11 หลายเดือนก่อน +3

    বাংলার এই পুরনো ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে মেকি আধুনিকতার কালো ছায়ায়। আপনার প্রয়াসকে আন্তরিক ভাবে শ্রদ্ধা জানায়। অন্তত নতুন প্রজন্মের কাছে atleast documented hoye থাকলো। ভালো থাকবেন 🙏🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      🙏🙏♥️

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 11 หลายเดือนก่อน +5

    আমাদের টুসু পরবের অনেক অনেক শুভেচ্ছা রইলো 🙏🙏🙏
    (Pranab Traveller's)

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 11 หลายเดือนก่อน +2

    আপনার এই ভিডিওটা, আপনার অনেক ভিডিওর থেকে আলাদা ও খুউব ভালো।‌ গতবছর বেলপাহাড়ির কাছে ( ঘাঘরা নয় ) এই অভিজ্ঞতা হয়েছিল। প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট মেলা। অপূর্ব। টুসুর মেলার সবথেকে বড় আকর্ষণ মোরগের লড়াই। নাচ-গান তো ছিলই।

  • @sumitachoudhury4196
    @sumitachoudhury4196 11 หลายเดือนก่อน +3

    টুসু পরব দারুন লাগলো পলাশ। আগে কখনও দেখিনি, খুব ভাল উপস্থাপনা। আর টুসু রূপী পারিজাত দা কে রোদ চশমায় অসাধারণ লাগছিল। পারিজাত দার মত মজার মানুষ সঙ্গে থাকলে আনন্দ বহুগুণ বেড়ে যায়। ভাল থাকবেন। পরের ভিডিও র অপেক্ষা য় উন্মুখ হয়ে থাকব।

    • @asiskumarghosal2358
      @asiskumarghosal2358 11 หลายเดือนก่อน +1

      টুসু ঠাকুরের হাতে একটা কটকটি দিলে আরও ভালো হতো কট কট আওয়াজ শুনতে পেতাম

  • @pralaybose
    @pralaybose 11 หลายเดือนก่อน +2

    Osadharon!!! Amader nijeder sonskriti gulo pray sob harate bose boseche. Ekta monolithic culture sobar upore chapie deoa hochhe aar amra jene, na jene tatei ovyosto hoe utchchhi. . Ekhane apnar ei prochesta onobodyo

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ♥️♥️♥️

  • @avishekbiswas9745
    @avishekbiswas9745 3 หลายเดือนก่อน

    স্যার আপনাদের হাত ধরে গ্রাম বাংলার সংস্কৃতি কে জানতে পারছি।পলাশ বাবু আর পারিজাত বাবুকে আমাদের পরিবারের তরফ থেকে বুক ভরা ভালবাসা রইলো।💗

    • @rnghar
      @rnghar 3 หลายเดือนก่อน

      Tusu is Maa lakkhi. Rathin ghar.

  • @nityanandachakraborty4899
    @nityanandachakraborty4899 11 หลายเดือนก่อน +2

    1990 শালে বাকুরায পৌষ সংক্রান্তিতে সিনেমা রোডে হোটেলে ছিলাম আমি সেবার টুসু পুজো দেখতে পেলাম অসাধারণ সুন্দর

  • @indranibanerjee8948
    @indranibanerjee8948 11 หลายเดือนก่อน +1

    Asadharon laglo banglar hariye jaoya parbon dekhe khub anondo pelam

  • @subhastalukdar2460
    @subhastalukdar2460 11 หลายเดือนก่อน +1

    Satti asadharan. Tusu parab ami pratham dekhlam. Sundor tule dhorechen. Thank you. 👍

  • @AshithBaranGupta
    @AshithBaranGupta 9 หลายเดือนก่อน

    তুসু পরব খুব ভালো লাগলো।তুসু পরবের উপাখান যানা হলো না ।

  • @pradipsen4496
    @pradipsen4496 11 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ পলাশ। বাংলার সংস্কৃতির এই বিরল দৃশ্যটি মনে থাকবে। টুসুর পরে ভাদু পরব আছে, সেটাও যদি আপনার দৌলতে দেখতে পাই তো কৃতজ্ঞ থাকব। ভাল থাকুন, আরও ঘুরুন, বাংলার অচেনা, অনেক জানা রূপের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিন। প্রীতি ও শুভেচ্ছা 🎉🎉🎉

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      চেষ্টা করবো ।🙏

  • @ganeshmahato650
    @ganeshmahato650 11 หลายเดือนก่อน

    बहुत ही सुंदर ग्रामीण परिवेश के पर्व को आपने अपने चैनल के माध्यम से दिखाया, बहुत ही अच्छा लगा। आजकल तो लोग शहर के चकाचौंध को देखने के लिए भागते हैं, परंतु आप शहर से एक छोटे से गांव में आकर टुसू पर्व का आनंद ले रहे हैं, वीडियो देखकर ऐसा लगा जैसे हम भी आपके साथ घूम रहे है। आपका बहुत बहुत धन्यवाद।🙂 गणेश महतो ( दिल्ली )

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      Thank you ji. 🙏♥️

  • @daliapaul5624
    @daliapaul5624 11 หลายเดือนก่อน +1

    Sotti khub sundor amader deser ei festival, khub bhalo laglo video ta 🙏

  • @aninditbanerje
    @aninditbanerje 9 หลายเดือนก่อน +1

    Shado pithay eat with khagur ❤

  • @sudipde5966
    @sudipde5966 10 หลายเดือนก่อน

    Apurbo, asadharan ekta video dekhlum. Bhison bhalo laglo. 👌👌👍👍

  • @sukhenadhikary9066
    @sukhenadhikary9066 11 หลายเดือนก่อน +2

    আপনার সহজ সরল বিশ্লেষণ আর কথা শোনার জন্য সব ভিডিও দেখি। আপনাদের মতো মানুষ গুলোই আজকের দুনিয়ায় কম।তাই এমন বিষয় নিয়ে ভিডিও হয় না। ধন্যবাদ আপনাকে।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই ।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 11 หลายเดือนก่อน +1

    apurbo sajjito matir bari, apurbo gramyo prokriti, bhorer aloy charpash snigdho hoye utheche, gramer majh diyei aka baka kongsaboti nodi astomito surjer alo buke niye egiye choleche, khub sundar tusu gaaner sathe dhamsa madoler sangat, ki darun dekhte chaturdolaguli

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      ঠিক বলেছেন । সত্যিই অসাধারণ ছিল ।♥️🙏

  • @swapanmitra1204
    @swapanmitra1204 11 หลายเดือนก่อน +2

    এক কথায় অসাধারণ । আপনাকে ধন্যবাদ টুসু পরব আমাদের দেখানো র জন্য।

  • @LazyWithCoding
    @LazyWithCoding 3 หลายเดือนก่อน

    খুব সুন্দর । ভীষণ ভাল লাগল ।ভাল থাকবেন ।

  • @jayasrisil8557
    @jayasrisil8557 4 หลายเดือนก่อน

    আপনার দৌলতে পুরুলিয়া র টুসু পরব দেখার সৌভাগ্য হলো। আপনার মারফত এই ধরনের আরও লোক সঙস্কৃতি দেখার আশা করছি। 👌👌👍

  • @avijitpaul8410
    @avijitpaul8410 11 หลายเดือนก่อน +1

    গ্রাম বাংলার এত সুন্দর ঐতিহ্যপূর্ণ উৎসব কে তোমার ভিডিও মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ পলাশ দা। অনবদ্য উপস্থাপনা

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      Dhonnobad janai.♥️

  • @Biswarup355
    @Biswarup355 11 หลายเดือนก่อน +1

    আপনার উপস্থাপন দারুন।

  • @sukladutta8886
    @sukladutta8886 11 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগল।আমাদের লোকসংস্কৃতিকে এভাবে তুলেধরার জন্য ধন্যবাদ।

  • @arunangshubhattacharjee4221
    @arunangshubhattacharjee4221 11 หลายเดือนก่อน

    Kub. Valo sundor laglo wow darun 👍👍👍👌🙏🙏

  • @Biswanath1234-v8b
    @Biswanath1234-v8b 10 วันที่ผ่านมา

    Aj apnar video prothom deklam..khub valo laglo❤❤❤ akdom amar moner moto video 😊😊😊😊

  • @alo050975
    @alo050975 11 หลายเดือนก่อน

    Khub bhalo laaglo. Khali Parijat dar Durga dekha holo naa 😊

  • @ranamondal6494
    @ranamondal6494 11 หลายเดือนก่อน

    dada mon chuye gelo. purulia anek bar gechi but eta dekhar khub eche ache dekha hoy ni. many thanks dada. apnar video ei jonno valo lage. valo thakben dada .

  • @jayantsen6027
    @jayantsen6027 11 หลายเดือนก่อน +1

    आपके इन सब सांस्कृतिक विरासत को सामने लाने के प्रयास को साधुवाद। मुझे लगता है कि इन सब कार्यक्रमों के पीछे धार्मिक से ज्यादा सामाजिक एवं सांस्कृतिक मेलबन्ध पर ज्यादा जोर रहा होगा, बाद मे उसे धर्म से जोड़ दिया गया। जैसे हमारे यहां होली दशहरा पर्व के बाद बड़ों के आशीर्वाद लेने की परम्परा रही है।
    रामलला से मिलने कब आना हो रहा ?❤

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      Correct you are. ♥️🙏

  • @loveon143
    @loveon143 11 หลายเดือนก่อน

    ❤খুবই ভালো লাগলো পলাশ দা 🙏🙏👍👌নাইস ডকুমেনটারি ভিডিও 👏👏👏

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      ♥️♥️♥️

  • @amarshankarbiswas4949
    @amarshankarbiswas4949 10 หลายเดือนก่อน

    খুব সুন্দর উপস্থাপন। ধন্যবাদ ভাই।

  • @debojyotisen8302
    @debojyotisen8302 11 หลายเดือนก่อน

    ধন্যবাদ দাদা আমার একটা পুরানো স্মৃতিকে আবার জাগরিত করার জন্য আজ থেকে প্রায় ২০ বছর আগে আমিও গেছিলাম এই টুসু বিসর্জন দেখতে আমি গেছিলাম পরাকুল গ্রামে, দেখছি অনেক কিছুইনা পরিবর্তন হয়ে গেছে

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ঠিকই বলেছেন, অনেক পরিবর্তন হয়েছে ।

  • @politicaldoctrineandmuchmo8012
    @politicaldoctrineandmuchmo8012 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ, এছাড়া বলার মতন আর কিছু নেই।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 11 หลายเดือนก่อน +15

    টুসু পরব নিয়ে এইরকম কোন ভিডিও এই প্রথম আমি দেখলাম। খুবই সুন্দর পরিবেশনা। কর্তা মশাইয়ের রোদ চশমা খানা খাসা 😄। ভালো থাকবেন দাদা ❤️🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      আপনিও খুব ভালো থাকবেন ।

    • @asiskumarghosal2358
      @asiskumarghosal2358 11 หลายเดือนก่อน +1

      ওটা তো টুসু ঠাকুরের সাজু গুজু

  • @umamobile
    @umamobile 11 หลายเดือนก่อน

    অনেক শুনেছি পড়েছি টুসু পরবের কথা। আজ স্বচক্ষে দেখলাম।(আপনার ক‍্যামেরার চোখকে নিজেদের‌ই দেখা বলে তো ধরে নিয়েছি সেই প্রথম দেখা থেকেই!) বড়ো সুন্দর, মনোরম আপনার এই সাধারণের মাঝে অসাধারণকে খুঁজে নেওয়ার প্রয়াস! শুধু একটা নালিশ, আপনার ভিডিও বড়ো বেশী দেরীতে পাই। আর একটু regularly দেবেন, কেমন?

  • @debasishsantra3063
    @debasishsantra3063 11 หลายเดือนก่อน +1

    Khub bhalo laglo......❤❤❤❤❤

  • @mrjaher5526
    @mrjaher5526 11 หลายเดือนก่อน

    অনেক ভাল লেগেছে ধন্যবাদ

  • @swatipal986
    @swatipal986 11 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো। কোনোদিন দেখিনি। ধন্যবাদ।

  • @govindadas-if2zx
    @govindadas-if2zx 11 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো দাদা ভীষন আনন্দ পেলাম ভালো থেকো তুমি

  • @sharmishthadutta447
    @sharmishthadutta447 11 หลายเดือนก่อน

    অসাধারন অপূর্ব নিবেদন

  • @dilipghosh3222
    @dilipghosh3222 11 หลายเดือนก่อน +1

    এক অসাধারণ সুন্দর জিনিষ দেখালেন দাদা

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ ।

  • @prashantadas1516
    @prashantadas1516 11 หลายเดือนก่อน

    Khub khub bhalo legeche eirom vidio apnar thekei paoya jay ashadharon khub sundor lagche

  • @mintudatta9819
    @mintudatta9819 11 หลายเดือนก่อน

    ❤❤❤ sundor prachin sonatani dharar sovota sonskar guli ei vabei ajo beche ache amader gambangar pantik ma boneder hat dhore amra sohurera ajj amader onekkichui jokhon vulte boschi adhunikota ar digital juger bonnay ,takhon monta prosantite voreuthe amr Parchin sonskritir dara dhorerakha ei maboneder Dekhe , sobai valothakben❤❤ ar Nijer Desh, Mati , ar sanatni sonskritir dharake eivabei dharnkore agami projonmoke tar sikorere sathe jure rakhben ❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalyanghosh1535
    @kalyanghosh1535 11 หลายเดือนก่อน

    একটু অন্য রকম, খুব ভালো। It is quite different from others.

  • @dinabandhuchatterjee2626
    @dinabandhuchatterjee2626 11 หลายเดือนก่อน

    Asadharan Darun sundar video.

  • @siddharthabose4668
    @siddharthabose4668 11 หลายเดือนก่อน

    অপূর্ব সুন্দর একটি পরব দেখতে পেলাম তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার একটি সুন্দর সুগন্ধ ছরিয়ে পরলো আপনার এই ভিডিওর মাধ্যমে। আমার চোখ সার্থক হোল টুসু পরব দেখে।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ জানাই ।

    • @siddharthabose4668
      @siddharthabose4668 11 หลายเดือนก่อน

      @@NaturesWomb 🙏🙏

  • @parthasmukherjee4774
    @parthasmukherjee4774 11 หลายเดือนก่อน

    Darun documentation!

  • @dipsankarmukherjee573
    @dipsankarmukherjee573 11 หลายเดือนก่อน

    🎉as usual like other video,nice, wonderful.waiting for next video.
    Apnar video sharjar IND Pak match er moto interesting.

  • @PraphullaranjanSarma-ym7pk
    @PraphullaranjanSarma-ym7pk 11 หลายเดือนก่อน

    Thanks a lot to you for the description of the rare tusu 'parab' for me.

  • @somomitaghosh2353
    @somomitaghosh2353 11 หลายเดือนก่อน

    Darun ekta episode dekhlam😊😊😊😊😊

  • @souranpandit6381
    @souranpandit6381 11 หลายเดือนก่อน

    Khub valo laglo da, thank..!

  • @pradiptachowdhury8726
    @pradiptachowdhury8726 11 หลายเดือนก่อน

    আপ্নার vdo গুলো দারুণ লাগে.. Gramer vdo গুলো eto jotno kore koren দারুন লাগে.. Adibasi jibon aro dekhte চাই দাদা

  • @aparnasaha6975
    @aparnasaha6975 11 หลายเดือนก่อน

    Khub sundar Ota amrti noi,Ota kintu jilebi/jilepi

  • @prodipmondal7851
    @prodipmondal7851 11 หลายเดือนก่อน

    Tusu parab khub sundar dekhiyachen.

  • @shibodyutisengupta7893
    @shibodyutisengupta7893 11 หลายเดือนก่อน +1

    টুসু পরব আমি আগে দেখেছি অনেক ছোটোবেলা । পুরুলিয়ায় এক মাহাতো পরিবারের বউ ছিলেন , আমার মেজমাসি।
    উনার বাড়ি ছিল লালপুরে । এখন আর মাসি নেই। মোশোমশাই আছেন দাদা আছেন। আমার প্রায় কুড়ি বছর বিয়ে হয়ে গেছে। ফোনে যোগাযোগ আছে। আপনার এই ভিডিও দেখে ভীষণ ভালো লেগেছে । ধন্যবাদ ,সেই মুহূর্তে ফিরিয়ে দেবার জন্য ।
    Debjani Sengupta

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই ।🙏🙏

  • @ritwikddas6265
    @ritwikddas6265 11 หลายเดือนก่อน

    Dada, khub valo laglo....apnake asonkho dhonnobad..notun jinish janlam....❤

  • @manikganguli6624
    @manikganguli6624 11 หลายเดือนก่อน

    Khoob bhalo laaglo Dada video....

  • @ashishghoshal8752
    @ashishghoshal8752 11 หลายเดือนก่อน

    খুব,খুবই সুন্দর।

  • @itspriyanka4667
    @itspriyanka4667 11 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগলো ভিডিও টা। একটি নতুন ধরনের উপস্থাপনা। ধন্যবাদ দাদা।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ ।♥️🙏

  • @journeycalledlife2378
    @journeycalledlife2378 11 หลายเดือนก่อน

    অপূর্ব অভিজ্ঞতা। আপনাদের সাথে কাটানো মুহূর্ত গুলো মনের মণিকোঠায় চিরজীবনের জন্যে আবদ্ধ হয়ে রইলো।অপেক্ষায় রইলাম ,আবার কোনোদিন দেখা হবে অচেনা কোনো পথে চেনা মানুষগুলোর সঙ্গে। ।। অর্ণব ।।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +2

      আরে কেমন আছো ? এই ভিডিওটা এডিট করার সময় তোমার কথা খুব পড়ছিল । খুব আনন্দ করেছিলাম আমরা সেদিন । 🥰
      খুব ভালো থেকো ভাই । আবার দেখা হবে ।

  • @banichakraborty3279
    @banichakraborty3279 11 หลายเดือนก่อน

    Khub bhalo laglo 👌

  • @railbuddy8372
    @railbuddy8372 11 หลายเดือนก่อน

    darun sundor dada...duradanto vdo....apna k anek dhonnobad sob kichu detail a dekhanor jonno....big like....sirsendu

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      Thank you ♥️

  • @shilamondal8773
    @shilamondal8773 11 หลายเดือนก่อน

    Darun laglo

  • @dulaldas1004
    @dulaldas1004 11 หลายเดือนก่อน

    Antorik valo laglo

  • @SuprioChatterjee-uu2nj
    @SuprioChatterjee-uu2nj 11 หลายเดือนก่อน

    অসাধারণ লাগলো এই ভিডিওটা। এই গ্রামে কলকাতা থেকে কি ভাবে যাবো? যদি বলেন তো খুবই ভাল হয়।
    অসঙ্খ্য ধন্যবাদ আপনাকে।
    এই ধরনের গ্রাম্য পরিবেশে মেলা বা আদিবাসী জনগোষ্ঠীর মেলা যদি আরও দেখান তো খুবই ভাল লাগবে।

  • @KrishnapadaBouri.
    @KrishnapadaBouri. 2 หลายเดือนก่อน

    দারুন লাগলো ❤❤❤❤❤

  • @nilimamahanty7969
    @nilimamahanty7969 11 หลายเดือนก่อน

    Khob valo laglo ajker vlog

  • @tapasdas801
    @tapasdas801 11 หลายเดือนก่อน

    কি সব দেখাছেন দাদা। মন একেবারে কেরে নিলেন। ❤ ভালো থাকবেন।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ♥️♥️♥️🙏🙏🙏

  • @parthapratimdutta9107
    @parthapratimdutta9107 11 หลายเดือนก่อน

    টুসু পরব দেখলাম। এক অনন্য অনুভূতি। ভীষণ ভীষণ ভাল লাগল। একটা personal request আছে পলাশ বাবু, আগামী 4th February রবিবার বিকাল সারে তিনটের সময় স্বপ্ন দার একটা মিট্ আপ আছে মিলেনিয়াম পার্কে। vagabond krrish, chinmoy nath থাকবেন। (আশাকরি দেখেছেন ) যদি সম্ভব হয় আসুন না। আপনি আমার খুব পছন্দের একজন content creator, তাই request করলাম। পারিজাত দা কে নিয়ে এলে খুবই আনন্দ পাব। কবে কোথায় দেখা হবে জানি নাতো !!!

  • @saikatdhara9437
    @saikatdhara9437 11 หลายเดือนก่อน

    Unique presentation.

  • @utpalbanerjee4150
    @utpalbanerjee4150 11 หลายเดือนก่อน

    RADDH BANGLAR PASCHIM PRANTER GRAMIN SAMASKRITIR ANSHA HOLO EI TUSU PUJA EBONG BHADU PUJA UTSAB ........EI SUNDAR VIDEO PARIBESHAN KORAR JONYO AAPNAKE DHONYOBAD O SUBHECHHA JAJACHHI .

  • @sanchayitaroy980
    @sanchayitaroy980 9 หลายเดือนก่อน

    Apnar jonno koto je natun notun sob ojana jinish jante pari.... apnake osonkho dhonnobad

  • @jaydeepdas4870
    @jaydeepdas4870 11 หลายเดือนก่อน

    Khub sundor ekdom different experience

  • @sandipganguly7933
    @sandipganguly7933 หลายเดือนก่อน

    Tunta gram theke 5 km dure amar bari ....❤dekhe khub valo lage

  • @amlanmitra9620
    @amlanmitra9620 11 หลายเดือนก่อน

    অপূর্ব পলাশ ভাই।তুমি অনন্য।

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @piyalisdiary
    @piyalisdiary 11 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ❤❤, আমিও মেদিনীপুর এর এক গ্রামের মেয়ে, ছোট বেলায় দেখেছি এই টুসু পরব,, সত্যিই ভীষণ ভালো লাগলো

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน +1

      মনে পড়ে গেলো তো ?

  • @screwharanosankar6574
    @screwharanosankar6574 7 หลายเดือนก่อน

    খুবই ভাল লাগল 👍👍👍

    • @NaturesWomb
      @NaturesWomb  7 หลายเดือนก่อน

      ধন্যবাদ দাদা ।

  • @BengalVlogs20
    @BengalVlogs20 11 หลายเดือนก่อน +1

    প্রথম ভালোবাসাটা আমার তরফ থেকে

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ♥️♥️♥️🥰

  • @saikatbosesvf2983
    @saikatbosesvf2983 11 หลายเดือนก่อน

    অসাধারণ দাদা তুমি ও তোমরা 😊❤️👌

  • @tamallahiri2090
    @tamallahiri2090 11 หลายเดือนก่อน

    Khub Valo Laglo. Tamal Da.

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ তমাল দা । কেমন আছেন দাদা ?🙏

  • @sumitlahiri9316
    @sumitlahiri9316 11 หลายเดือนก่อน

    Mon Bhore gelo.

  • @aparnamisra9238
    @aparnamisra9238 11 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ.

  • @Ranitascorner
    @Ranitascorner 11 หลายเดือนก่อน

    Khub valo laglo

  • @user-ts155
    @user-ts155 11 หลายเดือนก่อน

    Ekdom aalada. Darun darun laglo.

  • @sukantasom4385
    @sukantasom4385 11 หลายเดือนก่อน

    Asadharon photography....

    • @NaturesWomb
      @NaturesWomb  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ ।🙏

  • @indianvlogersharmistha2231
    @indianvlogersharmistha2231 11 หลายเดือนก่อน

    Darun laglo dada.

  • @bedatroyibagchi5577
    @bedatroyibagchi5577 11 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল 🎉