প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ২) | কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | বাংলা ব্যাকরণ| F. M. Shariyer Firoz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024
  • প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন টপিকগুলোর মধ্যে একটি। সাধারণত শিক্ষার্থীরা এই টপিকটা পড়তে চায় না। কিন্তু কিছু টেকনিক মাথায় রাখলে খুব সহজেই প্রকৃতি ও প্রত্যয় অধ্যায়টিকে আয়ত্তে আনা সম্ভব।
    পরীক্ষার হলে সাধারণত একটি শব্দ দিয়ে যখন প্রশ্ন করা হয় যে এটি কোন প্রত্যয়? এটি কী কৃৎ প্রত্যয় না কি তদ্ধিত প্রত্যয় তখন অনেক শিক্ষার্থীরাই একটা তালগোল পাকিয়ে ফেলে। আবার কোনটি কৃৎ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় তা নির্ণয় করতে পারলেও অনেক সময় আরও সুনির্দিষ্ট করেও প্রশ্ন করা হয়। যেমন - কোনটি বাংলা কৃৎ প্রত্যয়, কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়, কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়, কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ইত্যাদি।
    আজকের ভিডিয়ো ক্লাস করার পর ইনশাল্লাহ আমাদের প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি প্রত্যয়, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় চেনার উপায়, প্রকৃতি ও প্রত্যয় মনে রাখার কৌশল, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় ইত্যাদি বিষয়ে আর সমস্যা হবে না।
    আপনাদের সুবিধার্থে প্রকৃতি ও প্রত্যয় অধ্যায়ের সকল ভিডিইয়োর লিংক একসাথে দিলাম। আশা করি অনেক উপকৃত হবে।
    প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ১) | কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
    লিংক - • প্রকৃতি ও প্রত্যয় (পর্...
    প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ২) | কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | বাংলা ব্যাকরণ| F. M. Shariyer Firoz
    লিংক - • প্রকৃতি ও প্রত্যয় (পর্...

ความคิดเห็น • 1.5K

  • @ashimjoydhar7820
    @ashimjoydhar7820 2 ปีที่แล้ว +8

    বাংলাদেশের সেরা বাংলা শিক্ষক।।
    আমার সাধ্য থাকলে আপনাকে নোবেল দিতাম।।
    ভালোবাসা অবিরাম ভাইয়া।।

  • @md.mustafizurrahman1067
    @md.mustafizurrahman1067 2 ปีที่แล้ว +4

    সরকারের উচিত আপনার মত শিক্ষককে জাতীয়ভাবে পুরষ্কৃত করা। ভালোবাসা অবিরাম ভাই 💓💓

  • @seyamurrahmanshishir6843
    @seyamurrahmanshishir6843 3 ปีที่แล้ว +218

    বাংলাদেশ এ এমন বাংলা টিচার আছে কিনা জানা নাই🙂ভালোবাসা অবিরাম প্রিয় ভাই❣️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +122

      আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
      আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
      আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
      সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
      আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️

    • @smsayeedacademy7206
      @smsayeedacademy7206 2 ปีที่แล้ว +7

      @@ShawonsBangla সেলুট ভাই আপনার জন্য।

    • @Dreamjob888
      @Dreamjob888 2 ปีที่แล้ว +5

      বাকি নিয়ম গুলো দেন প্লিজ

    • @TanvirAhmed-iz2zy
      @TanvirAhmed-iz2zy 2 ปีที่แล้ว

      সত্যিই নাই, উনি ইউনিক বেস্ট স্যার!

    • @rafikulhasan1289
      @rafikulhasan1289 2 ปีที่แล้ว +2

      "ষ্ণ "প্রত্যয় এর বিশ্লেষণ নিয়ে ১টা ক্লাস চাই

  • @GobindaSarkar-d7s
    @GobindaSarkar-d7s ปีที่แล้ว +3

    বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক।আমি আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। ভীষণ সুন্দর ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে

    • @Me-sq2cf
      @Me-sq2cf ปีที่แล้ว

      আমি ও করতেছি

  • @mdriazahamed1445
    @mdriazahamed1445 11 หลายเดือนก่อน +3

    ভাই আপনার ভিডিওগুলো আসলেই অনেক ভালো। বোঝানোর ধরন খুবই ভালো, অসাধারণ। সারা জীবন বই পড়ে যা শিখেছি। আপনারা ভিডিওর মাধ্যমে তার থেকে বেশি শিখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে। আপনার ভিডিও গুলো দেখলে কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হল স্টুডেন্টরা যেখানে ভুল করে বা ভুলের সম্ভাবনা থাকে এ বিষয়গুলো আপনি তুলে ধরেন।

  • @halimakhanomhira4604
    @halimakhanomhira4604 2 ปีที่แล้ว +1

    এতদিন শুধু প্রত্যয় মুখস্থ করতাম। আজ বুঝলাম প্রত্যয় কি।আরো আগে চ্যালেনটি পেলে অনেক কিছু শিখতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ

  • @ssjalal2296
    @ssjalal2296 3 ปีที่แล้ว +21

    প্রথম ক্লাস এর পর অপেক্ষায় আসিলাম কবে আসবে পরের অংশ ,ধন্যবাদ ভাইয়া আপনার পরিশ্রম এর জন্য ,আপনার জন্যে শুভকামনা রইল ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +10

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
      তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞

  • @Shadman-Shimanto
    @Shadman-Shimanto 3 ปีที่แล้ว +1

    বেশ ভালো লেগেছে স্যার। যত জলদি পারেন তদ্ধিত প্রত্যয়ের ভিডিও টা আপলোড করেন। ইউটিউবে বাংলা ব্যাকরণের ভালো ক্লাস পাওয়া বেশ সংকট। আপনার ক্লাস বেশ লেগেছে। দোয়া রইল।

  • @mdkhurshedalam3194
    @mdkhurshedalam3194 3 ปีที่แล้ว +5

    আপনার ভিডিও টেনে দেখা সম্ভব ই না, কারণ প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

  • @jobaidakhanom4533
    @jobaidakhanom4533 ปีที่แล้ว +2

    বুঝানোর ধরণটা অসাধারণ স্যার ❤ তদ্ধিত প্রত্যয় এমন ক্লাস থাকলে ভালো হতো 🥺

  • @rinkumondal947
    @rinkumondal947 2 ปีที่แล้ว +3

    আমি পশ্চিমবঙ্গ থেকে আপনার ক্লাস দেখি, খুবই খুবই হেল্প ফুল ক্লাস, প্রণাম স্যার 🙏

  • @pookie.wnation
    @pookie.wnation 15 วันที่ผ่านมา

    He's the best bangla teacher i have seen.
    Jazakallahu khair ✨
    Thank you sir

  • @mr.fahim_x10
    @mr.fahim_x10 11 หลายเดือนก่อน +3

    স্যার শুধু পেইড ব্যচে সময় না দিয়ে ইউটুবেও একটু সময় দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতাম, ধন্যবাদ।❤ ভালোবাসা অবিরাম, আপনার জন্যে দোয়া ও ভালোবাসা স্যার।

  • @nureeakter6816
    @nureeakter6816 3 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ ❤️🥰এই প্রত্যয় দেখে মনে হতো কতো কঠিন এবং বড়!এখন আপনার ক্লাস গুলা দেখে আমার কাছে অনেক সহজ হয়ে গেছে☺️আপনার মত শিক্ষক প্রত্যেক স্কুল এ থাকলে দেশ আরও অনেক এগিয়ে যেত 🙂

  • @ShawonsBangla
    @ShawonsBangla  3 ปีที่แล้ว +4

    ভিডিয়োর ১০:১২ মিনিটে আমি "মানুষ ধর মানুষ ভজ" শিরোনামে একটি গানের উল্লেখ করি এবং সেই গানের গীতিকার হিসেবে আমি লালন ফকিরের নাম বলি। আমি এটা লালন ফকিরের গান বলেই জানতাম। কিন্তু এক ভাই এবিষয়ে আপত্তি জানালে আমি Google ঘেটে পরে জানতে পারলাম গানটির আসল গীতিকার অন্য কেউ।
    শিরোনাম: মানুষ ধর মানুষ ভজ
    কন্ঠ: বারী সিদ্দিকী
    কথা: রশীদউদ্দিন আহমেদ
    চলচ্চিত্র: শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
    পরিচালক: হুমায়ূন আহমেদ
    আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। 😞

  • @etiafrin1615
    @etiafrin1615 2 ปีที่แล้ว +1

    আমার দেখা শ্রেষ্ঠ টিচার❤️❤️
    ভালবাসা অবিরাম

  • @mdnazmul8555
    @mdnazmul8555 2 ปีที่แล้ว +6

    তদ্ধিত প্রত্যয়ের ক্লাস টা দিলে অনেক উপকার হতো স্যার,

  • @mahmudulhasan9778
    @mahmudulhasan9778 3 ปีที่แล้ว +1

    তদ্ধিত প্রত্যয়ের ক্লাসটা দিলে উপকৃত হতাম।
    দুটি ক্লাস দেখিছি অসাধারণ পড়ানোর শৈলী।
    শ্রদ্ধা 🥰

  • @suparnadas5926
    @suparnadas5926 6 หลายเดือนก่อน +5

    স্যার আমি ভারত থেকে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এর একটা ক্লাস দেবেন স্যার। আপনার ক্লাস খুব ভালো লাগে ❤

  • @nishatalvi7578
    @nishatalvi7578 2 ปีที่แล้ว +1

    স্যার আইকন প্লাস এর ছাত্রী হওয়ার সুবাদে আপনার ক্লাস করার সৌভাগ্য হয়েছে আমার। সাবলীলভাবে আপনি দূরুহ বিষয় সহজ করে তোলেন।

  • @salmanhossain1482
    @salmanhossain1482 2 ปีที่แล้ว +9

    ভাই পার্ট ৩ বের করবেন না?? অনেক ভালো বুঝতেছি। প্লিজ পার্ট ৩ দিবেন

  • @milanchandraroymilanroy6904
    @milanchandraroymilanroy6904 3 ปีที่แล้ว +1

    আপনি আর মুসাফির রাহাত ভাইকে যদি শিক্ষক হিসেবে না পেতাম, তবে বাংলা ব্যকরণের মজাটাই বুঝতাম না। নামি দামি কোচিং থেকে যা শিখতে পারি না,তা ঘরে বসে বিনে পয়সায় শিখতে পারছি। এটা অনেক বড় মহৎ উদ্যোগ।
    অসংখ্য স্যালুট আপনাদের❣️❣️❣️❣️❣️❣️

  • @murselimshah7684
    @murselimshah7684 2 ปีที่แล้ว +3

    আমি ইন্ডিয়া থেকে ভিডিও গুলো দেখলাম।খুব ভালো লাগলো স্যার।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +1

      আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
      আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @ashikurrahman4581
    @ashikurrahman4581 3 ปีที่แล้ว

    বাংলা ব্যাকরণ নিয়ে অনেক ভীতি ছিলো। কিন্তু শাওন্স বাংলার বদৌলতে আস্তে- আস্তে তা দূরীভূত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ (শাওন স্যার)।

  • @md.mehedihassan6979
    @md.mehedihassan6979 ปีที่แล้ว +5

    ভাই, তদ্ধিত প্রত্যয় নিয়ে কোনো ভিডিও নাই? দুই পর্বের ভিডিও দারুন ছিল। তদ্ধিত প্রত্যয়ের ভিডিও থাকলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারতাম😢

  • @abdurrahamanbiswas657
    @abdurrahamanbiswas657 2 ปีที่แล้ว +1

    *আমার দেখা অন্যতম সেরা বাংলা শিক্ষক ....*
    *অসংখ্য ভালোবাসা...পশ্চিমবঙ্গ ,ভারত থেকে...* 💕❤️💞

  • @jummojougesh2537
    @jummojougesh2537 3 ปีที่แล้ว +5

    তদ্ধিত প্রত্যয়ের ক্লাস চাই 🙏

  • @mdafjal2894
    @mdafjal2894 2 ปีที่แล้ว +1

    আপনার ক্লাস গুলো দেখে প্রাশান্ত মহাসাগরের মতো সীমাহীন বাংলা প্রায় ভ্যাটিকানসিটি এ পরিণতি হয়েছে।ধন্যবাদ স্যার

  • @skkarim936
    @skkarim936 3 ปีที่แล้ว +4

    অসাধারণ। আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি। এত সুন্দর ভাবে কোনো শিক্ষককে বাংলা ব্যাকরণ শেখাতে দেখিনি। আপনি কি বাংলা ব্যাকরণ এর বই লিখেছেন??? লিখে থাকলে সেটি কি আমাদের পশ্চিমবঙ্গে পেতে পারি???

    • @sourovsarker2452
      @sourovsarker2452 ปีที่แล้ว

      হুমম, উনার ব্যাকরণ বই আছে।
      বইয়ের নাম :
      1. অন্বেষণ
      2. ধ্রুব

  • @JahedulIslam-u3m
    @JahedulIslam-u3m 11 หลายเดือนก่อน

    আল্লাহ এমন স্যার কে সুস্থ রাখুক, স্যার যেমন আমাদের জন্য অবিরাম সেবা করে যাচ্ছে ভবিষ্যতে স্যারের সন্তানদের জন্য ও এরকম একটা আদর্শ শিক্ষক মিলিয়ে দিবে।

  • @tanzinaanny3562
    @tanzinaanny3562 ปีที่แล้ว +3

    তদ্ধিত প্রত্যেয়ের ও এমন একটা ক্লাস চাই ভাইয়া।

  • @johirulislam-ms3es
    @johirulislam-ms3es ปีที่แล้ว +2

    অসাধারণ ক্লাস ভাইয়া,জীবনে অনেক ব্যাকরণ ক্লাস করেছি,একটাও এতটা ইফেক্ট টিভ ছিল না..❤❤❤❤

  • @jubaidazohorasadia5606
    @jubaidazohorasadia5606 ปีที่แล้ว +5

    তদ্ধিত প্রত্যয় এর ক্লাস চাই ভাই প্লিজজজজজজজ। 🙏🙏

  • @obaidurrahaman5388
    @obaidurrahaman5388 2 ปีที่แล้ว +1

    I have never seen such a teacher like u sir....great work..love from india (west Bengal)

  • @hasibhriyadhh2934
    @hasibhriyadhh2934 2 ปีที่แล้ว +3

    স্যার,তদ্ধিত প্রত্যয়ের উপর ক্লাসগুলো নিলে খুব উপকৃত হতাম।

  • @mdmuhibbullah5849
    @mdmuhibbullah5849 ปีที่แล้ว +1

    দুইটা পর্বই দেখলাম। অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস গুলোই শুধু আলোচনা করেছেন । অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে গিয়েছেন । খুবই ভালো লাগলো। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী ক্লাস ছিল এগুলো।
    তদ্ধিত প্রত্যয় নিয়েও এমন ক্লাস থাকলে ভাল হত ।
    ভালোবাসা নিবেন ,ভাই ❤❤

  • @angelkitty-rp3xm
    @angelkitty-rp3xm ปีที่แล้ว +5

    তদ্ধিত প্রত্যয়ের একটা ভিডিও চাই।

  • @accountingteach439
    @accountingteach439 ปีที่แล้ว

    মন থেকে দোয়া করি।আপনাদের মত মহান স্যার আছে বিধায় আমাদের মত গরিব স্টুডেন্টরা সহজে পড়তে পারছে।
    আল্লাহ আপনি এবং আপনার ফ্যামিলির ভাল করুক।

  • @fiyousislam2111
    @fiyousislam2111 3 ปีที่แล้ว +3

    ভাই প্রত্যয়ের বাকি ক্লাস গুলা দেন,,,,, সামনের ২৪ তারিখ পরীক্ষা

  • @shamsuddin3862
    @shamsuddin3862 3 ปีที่แล้ว +1

    ভাইরে ভাই
    আপনার ভিডিও ক্লাস গুলো সত্যি অসাধারণ।
    টানার কোনো চান্স-ই নেই।
    আমরা সকলেই অনেক অনেক উপকৃত হচ্ছি।
    মন থেকে ধন্যবাদ ভাই আপনাকে।
    ইচ্ছে করতেছে আপনাকে ট্রিট দেই কিন্তু আপনাকে ত পাবো না।
    তাই আপনার প্রতি দোয়া রইলো।
    আবারও ধন্যবাদ ভাই।
    ভাই আমরা সকলেই চাই তদ্ধিত প্রত্যয়ের ক্লাসটা হোক।

  • @manziltanvir3475
    @manziltanvir3475 ปีที่แล้ว +3

    তদ্ধিত প্রত্যয় নিয়ে ক্লাসটা একটু করিয়ে দেবেন। Please

  • @shreesordas5221
    @shreesordas5221 3 ปีที่แล้ว +1

    অসাধারণ উপস্থাপনা!😘😘😘 পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। 🔥🔥

  • @mdmohammadursk50
    @mdmohammadursk50 2 ปีที่แล้ว +3

    ব্যাপক ক্লাস,,তদ্ধিত প্রত্যয় নিয়ে একটা ক্লাস করেন।

  • @sonalidas3455
    @sonalidas3455 ปีที่แล้ว +1

    India থেকে বলছি ,,আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই sir,,, এত সুন্দর ভাবে আপনি topic গুলো পড়ান মুগ্ধ হয়ে ক্লাস গুলো দেখি আর শিখি ,,প্রণাম 🙏💌

  • @tasnimshahira4824
    @tasnimshahira4824 2 ปีที่แล้ว +3

    স্যার তদ্ধিত প্রত্যয়ের উপরও একটা ভিডিও করলে ভালো হয়।

  • @Abdur_Rob_Sekh
    @Abdur_Rob_Sekh 2 ปีที่แล้ว

    আমি ভারত থেকে বলছি , বাংলা ব্যাকরণ যে এত সহজ করে শেখা যায় আমি জানতাম না । আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার ক্লাস করে আমার বাংলা ব্যাকরণ সম্পর্কে মতামত সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল ।❤️❤️

  • @OmarFaruk-lk4sg
    @OmarFaruk-lk4sg ปีที่แล้ว +3

    তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা চাই

  • @ShaylaTisha-gq2kn
    @ShaylaTisha-gq2kn ปีที่แล้ว +1

    মাশাল্লাহ খুব সুন্দর ক্লাস, স্যার❤ প্রকৃতি প্রত্যয় নিয়ে অনেক ভয় পেতাম। আপনার ক্লাস দেখে সহজ মনে হচ্ছে।

  • @salahuddinsalman807
    @salahuddinsalman807 3 ปีที่แล้ว +3

    স্যার, আমার কমেন্টে দেখলে একটু রিপ্লাই দিয়েন! খুব ভালোবাসি**

  • @SaddamSk-uc3zq
    @SaddamSk-uc3zq ปีที่แล้ว +2

    স্যার আমি ভারতের একজন আপনার রেগুলার ছাত্র। আপনার ক্লাস স্যার খুব সুন্দর এবং তথ্য পূর্ণ।

  • @sarasahi3166
    @sarasahi3166 2 ปีที่แล้ว +3

    স্যার তদ্ধিত প্রত্যয়ের ভিডিও চাই।

  • @sahriarsumaia1572
    @sahriarsumaia1572 2 หลายเดือนก่อน +2

    আল্লাহ আপনার মনের ও দীনের আশা পূর্ণ করুক। স্যার তদ্ধিত প্রত্যয়ের ক্লাস দেন প্লিজ।

  • @mdmunibur5522
    @mdmunibur5522 ปีที่แล้ว +4

    তদ্ধিত প্রত্যয় আলোচনা করেন

  • @shamaldas6238
    @shamaldas6238 ปีที่แล้ว +2

    স্যার আপনার কাছে অনুরোধ রইল আপনি যখন ব্যাকরণ করাবেন তখন পুরোটাই পড়িয়ে দেবেন ভিডিও বড় হয় হোক তাতে কোনো প্রবলেম নেই আমাদের। আপনাদের মত মহান শিক্ষক আছে বলে অনেক গরিবের উপকার হয়। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

  • @pranzol307
    @pranzol307 2 ปีที่แล้ว +4

    তৃতীয় পর্ব চাই।

  • @ragibeafsershawon459
    @ragibeafsershawon459 2 ปีที่แล้ว +1

    best bangla teacher across the country.

  • @noormohammadhimel8371
    @noormohammadhimel8371 3 ปีที่แล้ว +4

    স্যার, দু'টা শব্দে একটু কনফিউজ হয়ে গেলাম। মাতা, দাতা,,, এ দুটোকেতো আমরা সহজে বিশ্লেষণ করতে পারি। আর, মাতাকে বিশ্লেষণ করলেতো মূল শব্দ মা পাওয়া যায়। তাহলে মাতা কৃৎ হয় কিভাবে?? মাতা বিশ্লেষণে যে মা পাওয়া যায়, সেটার সাথে তো আমরা সচরাচর পরিচিত!! যদি জানাতেন খুশি হতাম,,,,,,,,প্লিজ স্যার

    • @kazihamid29
      @kazihamid29 3 ปีที่แล้ว

      সহমত

    • @devray01
      @devray01 3 ปีที่แล้ว

      সহমত

    • @farhadboss238
      @farhadboss238 3 ปีที่แล้ว

      একমত

    • @MehediHasan-pp7hs
      @MehediHasan-pp7hs 3 ปีที่แล้ว

      @@farhadboss238 মা সংস্কৃত শব্দ তাই

  • @nursearon
    @nursearon 2 ปีที่แล้ว +1

    জীবনেও বাংলা পড়ি নাই ব্যাকরণ এর ভয়ে,,, এডমিশন এর পড়া পড়তে গিয়ে আপনার ভিডিও খুজি খালি,,,,আপনি Best

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +1

      আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
      আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @biddutbari
    @biddutbari ปีที่แล้ว +2

    ভাইয়ার জন্য মন থেকে দোয়া করলাম। আল্লাহ পাক ভাইয়ার ভাল করেন।

  • @KamrulIslam-rs4dn
    @KamrulIslam-rs4dn 2 ปีที่แล้ว

    অসাধারণ ক্লাস।
    শুভকামনা ও কৃতজ্ঞতা।
    বাংলা ব্যাকরণ হোক সহজ ও আনন্দময়।

  • @farjanaakhterfarju2441
    @farjanaakhterfarju2441 5 หลายเดือนก่อน

    ভাই, তদ্ধিত প্রত্যয়ের ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেসি, অসাধারণ বুঝাইছেন প্রকৃতি প্রত্যয় এর এই দুইটা ক্লাসে। অসংখ্য ধন্যবাদ ❤️

  • @nasrinkhatun3752
    @nasrinkhatun3752 2 ปีที่แล้ว

    স্যার আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম । কোনদিনও ভাবতে পারিনি যে প্রত্যয় এত সহজভাবে বোঝা যায়।ভালোবাসা নেবেন। সামনেই টেট পরীক্ষা রয়েছে দোয়া করবেন এবং ভাল থাকবেন।

  • @nasrinaktersumona5083
    @nasrinaktersumona5083 ปีที่แล้ว +1

    ভাষা নাই,,আমি অবাক,, স্যার,,আপনার ক্লাস কি বলি ,,,,❤❤❤❤❤❤

  • @koushikghosh6379
    @koushikghosh6379 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏, আমি কলকাতায় থাকি, খুবই উপকৃত হয়েছি।আপনি তদ্ধিত প্রত্যয় সমন্ধে আলোচনা করলে উপকৃত হতাম।

  • @animamahato8089
    @animamahato8089 ปีที่แล้ว +2

    স্যার আমি West Bengal থেকে দেখছি । খুব ভালো লাগলো। তদ্ধিত প্রত্যয় নিয়ে একটা ক্লাস দেন স্যার খুব উপকৃত হব

  • @mdapple8871
    @mdapple8871 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম স্যার আপনাকে অনেক ধন্যবাদ কারণ এতদিন পর আমি কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে ভালোভাবে জানতেপারলাম ৷

  • @monirhossainshahin6175
    @monirhossainshahin6175 8 หลายเดือนก่อน +2

    দারুন আলোচনা। অন্ধ হলেও বুঝা সম্ভব।

  • @shahedakhanam4289
    @shahedakhanam4289 2 ปีที่แล้ว +1

    This video was truly life saver for me..Thank you sir for always coming up with helpful videos❤️❤️

  • @mdfirozmolla5651
    @mdfirozmolla5651 3 ปีที่แล้ว

    outstanding learning method,,,,,,,,,suprisingly best ever bangla byakoron vdo,,,,
    Literally i feel bored while reding bangla bykoron,,
    bt this vdo gives me more interest and more eagerness,,,,,
    THANK U SO MUCH SIR,THANK YOU😊

  • @luckyislam371
    @luckyislam371 ปีที่แล้ว +1

    দারুণ উপস্থাপনা,অনেক কঠিন বিষয় টা সহজ হয়ে গেলো🥰

  • @md.mahabubhossain6938
    @md.mahabubhossain6938 ปีที่แล้ว

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর ক্লাস জীবনে পাইনি।i am very satisfied for you.

  • @ridwanhossain1581
    @ridwanhossain1581 3 ปีที่แล้ว

    আপনার ক্লাসগুলো যদি আরো আগে পেতাম তাহলে আরো অনেক বেশি উপকৃত হতাম।সামনে ভর্তি পরীক্ষা, আপনার ক্লাসগুলা অসাধারণ লাগছে যা বলে বুঝানো যাবে না।আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি🥰

  • @aimonaimon8898
    @aimonaimon8898 ปีที่แล้ว +1

    Donnobad vaiya.. Alhamdulillah onk onk vlo lagche ay class ta.. Onk tansion a chilam ay pokrithi pottoy bisoy ta niye

  • @salmakhatun5717
    @salmakhatun5717 10 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম sir
    আমি ভারতের পশ্চিম বঙ্গ থেকে বলছি স্যার , আপনার পড়ানোর টেকনিক অসাধারণ স্যার । ব্যাকরণের কঠিন বিষয় গুলো সহজ করে সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার । আপনার যত গুলো ভিডিও দেখেছি অনেক কিছু শিখেছি স্যার ।দুআ করি আপনি এইভাবেই আরো এগিয়ে যান আর এই ভাবেই আমাদের পাশে থাকুন , আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন ।।

  • @kazishams2388
    @kazishams2388 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার। আমাদের মত দশম শ্রেণির ছাত্রদের জন্যও আপনার ক্লাস অনেক helpful

  • @Mr.skd456
    @Mr.skd456 ปีที่แล้ว

    এত সুন্দর করে কেউ কোনোদিন বোঝায়নি। খুব খুব সুন্দর।স্যার কৃৎ প্রত্যয় সমস্ত আলোচনা করে দেবেন প্লিজ।
    From India

  • @ayshasiddika1542
    @ayshasiddika1542 2 ปีที่แล้ว

    Alhumdulilah onk valo kore sikheci.
    Thank you vaiya.
    May god bless you.
    Apni onk sundor kore bujhan.
    Thank you once again ❤️

  • @rubelprodhan5736
    @rubelprodhan5736 2 ปีที่แล้ว

    Love from my 💖 heart.
    Best teaching technique.
    Wish Ur good life.

  • @SinthiaAkter-t6f
    @SinthiaAkter-t6f ปีที่แล้ว

    স্যার আপনি সত্যিই খুব সহজ এবং সঠিক তথ্য জানান, অসংখ্য ধন্যবাদ❤

  • @kazinishi5029
    @kazinishi5029 11 หลายเดือนก่อน

    আগে অনেক কঠীন লাগতো,এখন বুজতে পারছি কিভাবে পরতে হয়।
    শাওন ভাই অসাধারন ❤

  • @nasibahtazin3053
    @nasibahtazin3053 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার কে ।।। অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য।।। তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করলে আরো উপকার হবে স্যার।।।

  • @sajid_carrom_2003
    @sajid_carrom_2003 2 ปีที่แล้ว

    আমি অনেক ভয় পেতাম এই টপিকস টা কিন্তু এখন অনেকটাই সহজ মনে হচ্ছে। ধন্যবাদ

  • @dipmondal6044
    @dipmondal6044 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার। আপনি যদি আমার শিক্ষক হতেন তাহলে আমার বাংলা দ্বিতীয় পত্র পড়ালেখার মান আরো ভালো হতো আমার মনে হয়। আপনার কাছ থেকে আরো অনেক কিছু শিখার আছে দয়া করে আপনি এবং শিক্ষনীয় ভিডিও দিলে আমরা শিখতে আগ্রহ বোধ করব।ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার।

  • @sumaiyamimtusti4408
    @sumaiyamimtusti4408 ปีที่แล้ว

    বাংলা ব্যাকরণে আমাদের খারাপ করার একমাত্র কারণ আপনার মতো শিক্ষকের অভাব 😊 অনেক ধন্যবাদ স্যার এভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য ❤❤❤

  • @nejamuddin5404
    @nejamuddin5404 2 ปีที่แล้ว +1

    স্যার ভালোবাসা ও দোয়া আপনার জন্য।
    আমার যে কত উপকার হয়েছে বুঝাতে পারবো না।💚❤️

  • @mursalinislam7101
    @mursalinislam7101 2 ปีที่แล้ว +1

    ভাইয়া🤗🤗 তোমাকে অনেক অনেক ধন্যবাদ 💞💞 তোমার এই ভিডিও দেখে আমার এমসিকিউ কমন পড়ছে 🎉🎉 আমি অনেক উপকৃত হয়েছি 💚💚💚

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว

      আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
      আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @mitramath1450
    @mitramath1450 ปีที่แล้ว +1

    sir best apni. Really aivabe keo porai nai. No words for appreciatiin. Just go ahead. And see you in admission time

  • @mdrayhan4930
    @mdrayhan4930 ปีที่แล้ว +2

    Hmmm vai khub kothin, tobe apni poranor age onk kothin silo, akon tu pani hoye gelo..exm e ans i kortam na ai topic akon afsos kortasi j kotui na vul klrsi, akon mone hocche sob parbo

  • @perityranistudent6583
    @perityranistudent6583 ปีที่แล้ว

    আমার দেখা এ পর্যন্ত সেরা ক্লাস ... অনেক ধন্যবাদ ❣️

  • @fahimchowdhury9535
    @fahimchowdhury9535 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার।
    স্যার আপনার ক্লাস গুলো তথ্যবহুল এবং বোধগম্য।
    স্যার কোনো একটা অধ্যায় সম্পূর্ণ শেষ করতে না পারলে খারাপ লাগে।
    আমাদের দাবি যে অধ্যায় পড়াবেন, সেই অধ্যায় দ্রুত সম্পূর্ণ শেষ করবেন।
    ধন্যবাদ স্যার।

  • @bcspreparation143
    @bcspreparation143 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম ভাই।
    সর্বপ্রথম ভালোবাসা নিবেন।
    আমি খুব হতাশ হতাম বাংলা নিয়ে।
    কিন্তু আপনার ভিডিও দেখে সব ঠিক হয়ে গেছে।
    এমনকি আমার কোনো কারণে মন খারাপ হলেও আপনার এই সুন্দর ভিডিও দেখলে সব ঠিক হয়ে যায় ♥️♥️♥️
    সত্যিই আমি অনেক টিচার এর ভিডিও দেখেছি। বাট আপনার মত কেউ বুজাতে পারে না।
    সব শেষে একটা কথা ই বলবো, আপনি সবার সেরা♥️♥️

  • @debasishsinghababu7111
    @debasishsinghababu7111 2 ปีที่แล้ว +2

    দাদাভাই আমি পশ্চিমবঙ্গে থাকি তাই আপনার বই দুটি ধ্রুব এবং অন্বেষণ আমার কাছে পাওয়া একটু কঠিন হবে,,,।
    তাই বাকি ধাতুগুলো যদি ডেসক্রিপশনে বা আমার ইনবক্সে একটু লিখে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।।।।
    আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ❤️❤️ আপনার ভিডিওগুলি খুবই শিক্ষাম ূলক এবং খুবই উপকার পাই।।।
    ভালো থাকবেন সুস্থ থাকবেন।।।

  • @munshimustafijur3889
    @munshimustafijur3889 2 ปีที่แล้ว +1

    Love from West Bengal ( Burdwan)❤️
    Ki6u doubt 6lo
    Akon clear, Akta request Baki niom gulor akta video dila valo hoy
    Thank you sir❤️

  • @user-iu5ki2nr8e
    @user-iu5ki2nr8e 2 ปีที่แล้ว

    স্যার আপনি আমাদের শেখানোর জন্য এত পরিশ্রম করেছেন আপনাকে অসংখ্য ভালোবাসা জানাই ।
    অনেক ধন্যবাদ

  • @hasanuzzaman2046
    @hasanuzzaman2046 2 ปีที่แล้ว

    Really going to Bangladesh soon to attend your classes and meet you personally. Thanks very much for such lucid clarification. I have never gather courage to begin " প্রত্যয়" because of its complexity.

  • @mdhassan-ir8jx
    @mdhassan-ir8jx 3 ปีที่แล้ว +1

    তদ্ধিত প্রত্যয় এর উপর ভিডিও দেন
    এটা খুবই helpful একটা ভিডিও বইয়ের গুলো হাবিযাবি লাগে

  • @tajulislam4435
    @tajulislam4435 3 ปีที่แล้ว

    Alhamdulillah ,,,,,
    Really outstanding the way u r teaching Vaiya
    Thank u so much
    May Allah bless u a long life

  • @mdmonowarhossain2027
    @mdmonowarhossain2027 2 ปีที่แล้ว +1

    কেমনে সম্ভব 😱
    ভালোবাসা অবিরাম ভাই ❤️❤️

  • @sbcontent5925
    @sbcontent5925 2 ปีที่แล้ว

    তদ্ধিত প্রত্যয় নিয়ে এরকম কিছু টেকনিক বিষয়ে আলোচনা করলে খুব উপকৃত হব 🙏

  • @crazygirl-kj8xf
    @crazygirl-kj8xf ปีที่แล้ว

    আমি West Bengal থেকে বলছি, অসাধারণ বুঝাতে পেয়েছেন।