স্বাধীনতা তুমি-শামসুর রাহমান(Swadhinata Tumi-Shamsur Rahman)আবৃত্তি-শিমুল মুস্তাফা
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025
- কবিতা-স্বাধীনতা তুমি
কবি-শামসুর রাহমান
আবৃত্তি-শিমুল মুস্তাফা
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি
স্বাধীনতাতুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার
স্বাধীনতাতুমি
মজুর যুবার রোদে ঝলসিত বাহুর গ্রন্থিল পেশী
স্বাধীনতাতুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি
পিতার কোমল জায়নামাজের
উদার জমিন
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রং
স্বাধীনতা তুমি
বন্ধুর হাতে তারার মতন
জ্বলজ্বলে এক রাঙা পোষ্টার
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
❤❤❤
❤
❤❤❤❤❤❤❤
ধন্যবাদ 🤚সুন্দর ভাবে কবিতাটা লেখার 😊 জন্য
Thank you so much ❤
স্বাধীনতা তুমি ৩০ লক্ষ প্রাণেৱ আত্ম অহংকার,, স্বাধীনতা তুমি ধর্ষিত মায়ের আত্মচিৎকার ,, হে স্বাধীনতা তুমি আমার অস্তিত্বের অহংকার
খুব সুন্দর হয়েছে
অনেক সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই
👍👍👍👍
আমার প্রিয় কবিতা, অসম্ভব সুন্দর, ধন্যবাদ
Very nice ❤❤
দারুণ কবিতা আবৃত্তি করেছেন 😍😍😍😍😇😇😇😇😇😇
আপনাকে অনেক ধন্যবাদ... 🙏🙏
❤😂🎉😢😮😅😊
আহা, অসাধারণ, বারবার শুনবে৷ আপনি চিরজীবী হউন।।
জ
বাহ্
তোমার কণ্ঠ-- সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের বাস্তবতা-
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় আবৃত্তি করো
স্বাধীনতার জয়গান।
জয় বাংলা।❤💚
খুব সুন্দর ! 🌹🤜🤛 ভিডিওটি সত্যি খুব সুন্দর হয়েছে। আন্তরিক শুভেচ্ছা ও অনেক ধন্যবাদ আপনাকে। 🎆
আজ আমার স্কুলে আবৃত্তি প্রতিযোগিতা। আর এই আবৃত্তি টা আমার এতটাই ভালো লাগলো যে আজ এই সুবর্ন জয়ন্তীতে আমি এই কবিতাই আবৃত্তি করবো।
আমিও। ঠিক বলেছো
Mmm are u a student
miss
And if u r then try to realize me
Im your F
R
I
E
N
D
স্বাধিনতা তুমি শামসুর রহমান
Me too
এইটা আবৃত্তি করে আমি স্কুলে দ্বিতীয় হয়েছি😊
ami o
Ami o korsi Ami 1 oi si😊
Sm
চমৎকার! ❤❤
Amar Channel a আমন্ত্রণ জানালাম
th-cam.com/video/D_1rJ4x_1tw/w-d-xo.html
মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আবৃত্তি
খুব ভালো লেগেছে
awsome.very nice.vaiya
খুবই সুন্দর👍👍👍👍
বাহ্ কি মধুর!
খুব ভালো লাগলো। ধন্যবাদ। 😍😍🥰
Asolai abriti ta onek valo laglo ar kobitar mormartho tao sposto bujha galo
মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর
অসাধারণ কবিতা আবৃত্তি।
Yes I m his student 😅
হেডা
খুব ভালো লাগলো
মাশাঅাল্লাহ ♥
সুন্দর হয়েছে।
চমত্কার হয়েছে ❤❤😊😊😊🎉🎉
Onyx Sundar laglo ❤❤
কে গো তুমি লালিতা ❤😊❤
অসম্ভব দারুন আবৃত্তি
দয়া করে এই ভিডিওটিতে সবাই লাইক করবেন 🙏🙏🙏🙏🥺🥺🥺🥺
এটাতে আমি প্রথম হয়েছি
Same too you
অসাধারণ কবিতা আবৃত্তি অনেক ভালো লাগলো ❤❤❤
চমৎকার হয়েছে
Awesome voice
উনার কন্ঠ আর আবৃত্তি মাশা আল্লাহ। খুব পছন্দের আবৃত্তিকার।
O M G
অনেক সুন্দর হয়েছে
খুব সুন্দর ❤❤
আপনার আবৃত্তি খুব ভালো লাগছে
To prem Koro na
অনেক সু্ন্দর কন্ঠ😯
খুব ভালো🇧🇩🇧🇩🙂🙂
অনেক সুন্দর আবৃত্তি।
অসাধারণ লাগলো আবৃতি টি
দারুণ ❗ চমৎকার❗
অনেক সুন্দর😘😘😘😘😘😘
মাশাআল্লাহ অনেক সুন্দর আবৃত্তি
অসাধরণকন্ঠ😊
মাশাল্লাহ্, খুব ভালো লাগল।❤❤🎀
হাই সুন্দরী
❤😊❤কে তুমি আমাকে বল?
@@MdMigfr সুন্দরী মানে বুঝলামনা!!!!
অসাধারণ 💚🥀
অসাধারণ হয়েছে
অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি
দারুণ দারুণ
So amazing and wonderful. Thank you
ইংরেজি
মানুষ।
শামীম আহম্মেদ।
আজ লিখছি আমি বহুদিন পর,
কলম নিয়ে বসে আছি, কাঁদছে অন্তর।
কাকে নিয়ে লিখবো ভাবছি আমি
প্রেমিকাকে নিয়ে? নাকি মানুষ আকৃতির প্রানী নিয়ে?
হ্যা,একদিন আমারো অধিক প্রিয়
এক নারী ছিলো, যাকে নিয়ে ভেবেছিলাম
বাঁধবো দুজন-ছোট্ট সুখের ঘর।
আজ এই অবেলায় এসে দেখি
যাকে মরুদ্যান ভেবে ছুটেছি এতকাল
এযে মরিচীকা! দুখের বালুকা!
তৃষ্ণার্ত আমি, পাইনি খুঁজে জল।
ভেবেছিলাম প্রেমিকাকে নিয়ে লিখবো
এতটুকু লিখে থামিলো কলম
মনে পাচ্ছিনা কোন বল।
আচ্ছা মানুষ নিয়েই লিখি না হয় আজ?
অন্তরে করুণা আর চোখে নিয়ে বিনয়ের লাজ।
কতরকমের মানুষ আজব এ-ই দুনিয়ায়,
কালো মানুষ, সাদা মানুষ, তাম্র, ব্রোঞ্জ
আবার কতকের গায়ে হলুদ কারুকাজ।
মানুষ নিয়ে লিখবোই আজ,তবে
বাহির টা নয়,নয় আকৃতি বা সাজ।
কিছু মানুষ জবানে মধুর, শুনিয়া অন্তর
হয়ে যায় তৃপ্ত, ছোটে সুন্দর ভাবনা বহুদূর।
ছুটিয়া অন্তর যে-ই তাহাতে বসে,
আঁতকে! উঠিয়া দেখে, এযে ভীষণ আঁধার
এক বিষাক্ত সর্প ফনা তুলিয়া আছে
ছোবল মারিতে কষে,
বিভ্রান্ত আমি পালাতে চাই দূরে।
জগতে এমন কিছু মানুষ আমিও
পেয়েছি ঘুরে ঘুরে,
মুখেতে যাহাদের পরিতৃপ্তির হাসি
প্রশান্তি তাহাদের সারাবুক জুড়ে।
সুখ নামক বিভ্রান্তির পিছে
ছোটেনি তাহারা কোনকালে,
তবুও সুখেরা ঘিরে থাকে তাহাদের
এক সকাল থেকে আরেক সকালে।
এবার বলি,কিছু প্রাণী পরশ্রীকাতর
অন্যের সুখে নিজেরা দুখি!
কারো দুখে অবুঝেরা-
নিজেকে বিকিয়ে! বিলায় আতর।
আমি বলি তোমাদের, মানুষ তাহারা
অপরের দুখে কাঁদে যাহাদের মন,
অন্যের সুখে নিজেরা হাসে-
নির্জনে দেখে, প্রশান্তির স্বপন।।
আউট
।
।।
অসম্ভব।
অসম্ভব সুন্দর আবৃত্তি ♥♥♥
Right
Patio
@@0atiktrile162 oo
@@0atiktrile162 yoyi
@@0atiktrile162 o
অনেক সুন্দৱ
অসাধারণ কন্ঠ ❤খুব ভাল লাগল শুনে
😢😢😅😅
😮
Mon juray galo
আবৃত্তিটা করে আমি ত্রিভুজ পেয়েছি
🙂
এইটাই আবওি করে স্কুলে প্রথম হয়েছিলাম 😊
অসম্ভব সুন্দর একটি আবৃওি।
খুব খুব খুব সুন্দর হয়েছে এটা আমার খুবদরকার ছিল
অসাধারণ হয়েছে কবিতাটা ♥️🇧🇩♥️♥️♥️
Hsjrehso
অনবদ্য !!!
আমি এই কবিতা আবৃতি করে স্কুলে প্রথম হয়েছিলাম
খুব সুন্দরহয়েছে😊😊😊😊😊😊😊😊
আসাধারণ আবৃত্তি
Onek valo legeche❤❤❤❤
খুব সুন্দর
Thanks for a great poem..🙂
Sir ,,apner voice ar sate kobita ta akdom mile gesa,,ami apner big fan ,,sir,,❤❤
Anok sundor🎉🎉🎉🎉🎉
Allhamdulilllah ki shundor kobita abriti🥰
মন জয় করা।।।😮😮😮😮😮😮
আজ আমি বিদ্যালয়ে কবিতা আবৃত্তি তে প্রথম পুরস্কার পেয়েছি
Thanks ❤
অনন্য আবৃত্তি।
Nice 👍🏾👍🏾👍🏾
ধন্যবাদ ভাইয়া🙂
আর শিল্প সংস্কৃতি পরীক্ষায় এটি আবৃতি করব 🎉🎉
দুর্দান্ত পাঠ ❤
নতুন কবিতার আবেদন রইলো, স্যার
অসাধারণ !!!
২০২২ সালে প্রথম শুনলাম খুব ভালো লাগল
গলাটা খুব ভালো লাগলা💚💚💚💚💚💚💚💚
kene atodin tumi kita earth aselana vuji
Amar abrete tast a kaja ascha thanks
খুব সুন্দর হয়েছে
অস্থির আবৃত্তি হইছে।❤❤❤
আমি সব সময় অভিভূত হয়ে যাই আপনার কন্ঠে কিছু শুনলেই ! অসাধারণ !
গয়হসতসজাগাকসবৃ
So nice 🥰🥰🥰🥰☺
খুব সুন্দর কবিতা টি❤❤❤❤
অনেক সুন্দর হয়েছে 🙂🙂🇧🇩🇧🇩
0:12 0:38 11 lines
❤❤❤❤
@@BanglatoEnglishSpeakingCourse1আমারও কাজেলেগেগেলো😊🎉❤
@@BanglatoEnglishSpeakingCourse1😊😊😊😊😊😊😊
Thanku❤️❤️❤️❤️
Darun❤️❤️
Amar kobi posonder kobita❤❤
অসাধারণ ❤
অনেক সুন্দর হরেছে
Very nice
Kobita
অসাধারণ 😊
কবিতা টি অনেক সুন্দর 🥰
Khub sundor kobita
Nice, Beautifull poem❤❤😊😊
Mashallah 💖