অনুখাদ্য (Micronutrient) ছবি সহ বর্ণনা, না দেখলে পান পুড়বেই

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @TapasDas-so2ib
    @TapasDas-so2ib 12 วันที่ผ่านมา

    dada Shitkale jal deoya jabe ki

  • @MADANBERA-f3y
    @MADANBERA-f3y 12 วันที่ผ่านมา

    দাদা পৌষক গ্রিন ১০০০গাছের উপর কত করে দেব

  • @MADANBERA-f3y
    @MADANBERA-f3y หลายเดือนก่อน +2

    ভেলাম প্রাইম দিয়েতো দিয়েছি আপনার বলার আগে কিন্তু বলছেন সাইড ইফেক্ট হচ্ছে কিরকম সাইড ইফেক্ট হচ্ছে যদি বলেন

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน

      তেমন কিছু না , পাতার সাইড গুলো ঢেউ খেলানো নাকি হয়, জবা পাতার সাইড গুলো যেমন হয়। চাষিরা বলছে, আমার ব্যাক্তিগত মত নেই। এবং আপনি যেহেতু দিয়েছেন তখন এই ধরনের সমস্যা হচ্ছে কিনা জানাবেন।।
      এছাড়া নিমাটোড এর ভালো সমাধান পেতে, পেসিলোমাইসেস লিলাসিনাস নামক ছত্রাকনাজাত নিমাটোডনাশক ভাতের ফ্যানের সাথে বারে বারে প্রয়োগ করতে পারেন। সেই সাথে নিম খোলের ব্যবহার কে জোর দিতে হবে।

  • @MADANBERA-f3y
    @MADANBERA-f3y หลายเดือนก่อน +1

    দাদা নিমাটোডের ভালো কি ঔষধ আছে

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน +1

      @@MADANBERA-f3y বাজারে নিমাটোসাইড আছে
      ভেলম প্রাইম বলে।
      কিন্তু বারে বারে নিম খোল ব্যবহার করলে প্রকোপ কমে যায়

  • @singha748
    @singha748 หลายเดือนก่อน +1

    এই সময় ট্রাসকো 5 বাংলা পান বরজে কতো গ্রাম করে দেওয়া যাবে + এর সাথে গ্রীন গ্রোথ কি দেওয়া যাবে?
    দিলে কতো গ্রাম দেবো?

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน

      @@singha748 এই অনু খাদ্য টি আমি বলব এখন না দিতে, ইতি মধ্যেই দিয়ে অনেকে পানের পাতা পুড়িয়ে ফেলেছেন।।
      বাংলা বরজ অনু খাদ্য ১৫-২০ দিন অন্তর স্প্রে করার পরামর্শ দেবো।

  • @skmobarak1349
    @skmobarak1349 หลายเดือนก่อน +1

    এই অনুখাদ্য গুলো ১০০০গাছে কত দিতে হয় বললে ভালো হতো

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน +1

      অনু খাদ্যের ধরন অনুযায়ী কখনো
      ১০০০ গাছে, ২৫০ বা ৫০০ বা ১ কেজি ও দেওয়া হয়। শীতের সময় ফোলিয়ার স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়।।

  • @MADANBERA-f3y
    @MADANBERA-f3y หลายเดือนก่อน +1

    ভেলাম প্রাইম ১০ লিটার জলে কত করে দিয়ে মাটিতে দেব

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน

      ভেলোম প্রাইম বলেছিলাম নিমাটোড এর জন্য, কিন্তু অনেকের সাইড ইফেক্ট আসছে। দেবার দরকার নেই।
      কার্বফুরান 3জি দানা দিতে পারেন। যদি বেশি হয়।

  • @biplabdolai7892
    @biplabdolai7892 หลายเดือนก่อน

    মূখ্য উপাদান (Macro nutrient)- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ও সালফার,
    (২) গৌন উপাদান (Micro nutrient) - আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน

      গৌণ উপাদান - ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার

  • @biplabdolai7892
    @biplabdolai7892 หลายเดือนก่อน

    গাছের প্রখম শ্রেণীর খাবার,আর দ্বিতীয় শ্রেণীর খাবার হয় এই প্রথম শুনলাম। গাছের প্রধান খাদ্য ও অনুখাদ্য।এই দুপ্রকার খাবার হয়। পাগলের মতো বকছেন কেন।

    • @BanglarPanChas
      @BanglarPanChas  หลายเดือนก่อน +1

      Primary Plant Nutrient - C,H,O,N,P,K
      Secondary Plant Nutrient - Ca, Mg, S
      Micronutrient - Zn, B, Mo, Fe, Cu, Co, Ni, Na etc
      এই খাদ্যাপাদন অনুযায়ী গাছের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সারির পাতায় অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়।
      এই কথা বলা হয়েছে।। আপনি মনে হয় ভিডিও স্কিপ করে করে দেখেছেন ।।

    • @manotosh1692
      @manotosh1692 หลายเดือนก่อน

      ❤খুব সুন্দর ভিডিও❤​@@BanglarPanChas