ধনী হওয়ার ফর্মুলা | poor dad rich dad summary in bangla part-1| Bangla review | jn knowledge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • আমি আজ আপনাদের এমন কিছু কারন বলব যার জন্য কিছু মানুষ সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায়। কিন্তু কিছু মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়।কিন্তু সব থেকে বড় ভাবনার বিষয় হল এই সময়ই আমরা কখনও কিভাবে ধনী হওয়া যায় তা নিয়ে ভাবি না। ধনী হওয়ার শিক্ষা না দেওয়া হয় স্কুল-কলেজে, না দেওয়া হয় আমাদের পরিবার থেকে - বিশেষ করে গরীব এবং মধ্যবিত্ত পরিবারে।
    এজন্য আমি আজ আপনাদের সাথে এই বিষয়ে Robert T. Kiyosaki র লেখা বিখ্যাত বই Rich Dad Poor Dad থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।
    রবার্ট যখন ৯ বছরের ছিল তখন তার স্কুলের বন্ধুরা Picnic করেছিল। কিন্তু রবার্টের বন্ধুরা রবার্ট কে আমন্ত্রণ করেনি। কারণ সে ছিল গরিব।
    এই ঘটনা রবার্টকে এতটাই দুঃখ দেয় যে রবার্ট ভেবে নেয় তাকে ধনী হতেই হবে।রবার্টের দুজন বাবা ছিলেন।
    একজন রবার্টের নিজের বাবা। যাকে রবার্ট Poor Dad অর্থাৎ গরিব বাবা বলেন।
    অন্যজন ছিলেন রবার্টের বন্ধুর বাবা যাকে রবার্ট নিজের আদর্শ মনে করতেন এবং Rich Dad অর্থাৎ ধনী বাবা বলেন।রবার্টের গরীব বাবা একজন শিক্ষক ছিলেন যিনি ৪ বছরের Graduation ২ বছরের ও কম সময়ে শেষ করেন এবং যার কাছে ছিল P.Hd র মতো Degree ।
    আর তার ধনী বাবা পড়াশোনা করেছিল মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
    রবাটের এই বাবার চিন্তাধারা একদম ভিন্ন ছিল।
    তার গরীব বাবা তাকে বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি কোন ভাল চাকুরী পাও।
    অন্যদিকে ধনী বাবা বলতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করো যেন তুমি একদিন নিজের কোন কোম্পানি খুলে অন্যদের চাকরি দিতে পারো।
    ধনী হওয়ার ফর্মুলা | poor dad rich dad summary in bangla part-1| Bangla review | jn knowledge
    RICH DAD POOR DAD, ROBERT KIYOSAKI, ROBERT T. KIYOSAKI, অনুবাদ বই, অনুবাদ: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন, আত্ম-উন্নয়ন ও মেডিটেশন, মোটিভেশনাল বই, রবার্ট তরু কিয়োসাকি, রিচ ড্যাড পুওর ড্যাড
    #richdadpoordad #booksummary #jnknowledge #jn #johurun

ความคิดเห็น •